যে হাদীস আপনার দাম্পত্য জীবনকে সুখী করবে | Md Sharif Abu Hayat Opu

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Full Podcast Link:
    • ক্যারিয়ার গাইডলাইন | P...
    ***************
    ***************
    আজ তারুণ্যের চারপাশের পৃথিবী যেন বিরান মরু উপত্যকা। যেদিকে চোখ যায় শুধুই মরীচিকার হাতছানি। তার উপর অন্তহীন রুক্ষপ্রান্তর জুড়ে ছড়িয়ে রয়েছে বেশুমার অন্তর্ঘাতী চোরাবালি।
    ভাবলেই, কপাল সংকুচিত হয়ে আসে, রেখাগুলো গভীর হয়, একসময়ের দুনিয়া বদলে দেওয়া তারুণ্য আজ ফেঁসে গেছে শতশত ফিতনার অন্তর্জালে। তাদের জীবনীশক্তি পুরোপুরি কলুষিত হওয়ার পথে। তারুণ্যের সম্ভাবনার সকল দুয়ারে যেন ভেঙ্গে পড়ছে উহুদসম পাথুরে সব পাহাড়।
    এদিকে মাঝসাগরে প্রলয়ংকারী ঝড়ে পতিত বিশ্বমানবতার আর্তচিৎকারে আকাশ দ্বিখণ্ডিত হওয়ার উপক্রম। কবে? কবে জেগে উঠবে তারুণ্য? কবে বিশ্বমানবতাকে রক্ষা করতে নূহের নৌকার মত দিগন্তে উদ্ভাসিত হবে তারুণ্যের জাহাজগুলো!
    নিরাশা আর হতাশার অন্ধকারময় প্রান্তরে আশার বার্তা হল তারুণ্যেরই ছোট্ট একটি দল উঠে দাঁড়িয়েছে। তারা সংকল্পবদ্ধ হয়েছে দুর্গম মরুপ্রান্তরে তাদেরই আটকে পড়া ভাই-বোনদের উদ্ধার করে ফিরিয়ে আনবে সফলতার উদ্যানে।
    তারা অলরেডি ছোট ছোট কদমে শুরু করেছে- তাদের স্বপ্নের প্রকল্প ISLAM ZONE -একটি স্বপ্নময় মহাসড়ক। যে সড়ক ধরে পরিত্রাণের পথ খুঁজে নিতে পারে অন্ধকারের গোলকধাঁধায় ফেঁসে যাওয়া কোটি কোটি সম্ভাবনাময় তরুণ।
    ইসলামজোনের লক্ষ্যপূরনে সংখ্যায় ক্ষুদ্র হলেও আছে তারুণ্যের উদ্যমী, কঠোরপরিশ্রমী, প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ ও প্যাসনেট কিছু ভাইয়েরা। তাঁরা নিজেদের জীবনের মূল্যবান অধ্যায়কে উতসর্গ করেছে বটে, কিন্তু সামনে চ্যালেঞ্জ তো অনেক। সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে। আইডেন্টিটি ক্রাইসিস, এ*জি টিবি প্লাস, ড্রাগ, রেইপ, চাইল্ডএবিউজ, অশ্লীলতা, পর্ণগ্রাফি, haram relationship, lack of purpose, sadness, anxiety & depression...
    ( দীর্ঘশ্বাস)
    আলহামদুলিল্লাহ, আল্লাহর ﷻ দয়ায় ISLAM ZONE এই চ্যালেঞ্জগুলো সামনে নিয়ে এটির VISION & MISSION নির্ধারন করতে সক্ষম হয়েছে।
    .
    VISION
    ইসলামজোনের লক্ষ্য হল আন্তরিক ভালোবাসায় যত্নসহকারে যুবকদের মাঝে mentoring এবং guiding এর মাধ্যমে কাজ করা যাতে তারা এমন প্র্যক্টিসিং মুসলিমে পরিণত হতে পারে, যারা বিদ্যমান দুনিয়ার নাড়িনক্ষত্র সম্পর্কে ওয়াকিবহাল এবং কুরআন ও সুন্নাহর একনিষ্ঠ অনুসারী; ঠিকযেমন ছিলেন, প্রিয়নবীর ﷺ সাহাবারা, যারা দ্বীনের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন।
    .
    MISSION
    তরুণদের মাঝে তাদের জন্য সহজলভ্য, বন্দুত্বপূর্ণ ও উপযুক্ত পরিবেশে guiding, equipping and mentoring এর মাধ্যমে-
    সঠিক আক্বীদা ও তাজকিয়া নিহিত দ্বীনের মজবুত ভিত্তি গড়ে তোলা।
    স্কিলস ও ইন্টেলেক্ট ডেভেলপ করা।
    শারীরিক সুস্থতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান করা।
    যাতে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে এবং দ্বীন ও দুনিয়ার বিশুদ্ধ লেন্সে ভবিষ্যতের সঠিক পরিবর্তনের সূচনা করতে পারে।
    ISLAM ZONE -শুধুই একটি প্রকল্প নয়, এটি একটি স্বপ্ন।
    আলহামদুলিল্লাহ, ইসলামের এই দুর্দিনে এটি শুরু হয়েছে,
    ইনশাআল্লাহ,
    এটি সেদিনও থাকবে যেদিন প্রত্যেক কাঁচাপাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে।

КОМЕНТАРІ • 27

  • @islamzonebd
    @islamzonebd  3 місяці тому +10

    রাসূলুল্লাহ (সা.) বলেন,
    من ترك المراء وهو مبطل بني له بيت في ربض الجنة ومن تركه وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها
    “নিজের মত বাতিল হওয়ার কারণে যে ব্যক্তি বিতর্ক পরিত্যাগ করবে তার জন্য জান্নাতের পাদদেশে বাড়ি নির্মাণ করা হবে। আর যে ব্যক্তি নিজের মত সঠিক হওয়া সত্ত্বেও বিতর্ক পরিত্যাগ করবে তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে বাড়ি নির্মাণ করা হবে। আর যার আচরণ সুন্দর তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ি নির্মাণ করা হবে।” হাদীসটি সহীহ।
    মুনযিরী, আত-তারগীব ১/৭৭; আলবানী, সহীহুত তারগীব ১/১৩২।
    ref: hadithbd. com

  • @MdEhsan-l5s
    @MdEhsan-l5s 3 місяці тому +1

    জাযাকাল্লহু খয়রন প্রিয় ভাই আমার।

  • @MdEhsan-l5s
    @MdEhsan-l5s 3 місяці тому +1

    আলহামদুলিল্লাহ।

  • @islamiccinta
    @islamiccinta 3 місяці тому +1

    সুবহানাল্লাহ

  • @abusalman8999
    @abusalman8999 2 місяці тому

    জাজাকাল্লাহু খাইরান ❤❤❤

  • @rakibulhasanraju6383
    @rakibulhasanraju6383 3 місяці тому

    জাযাকল্লাহু খায়রান

  • @Nomanfoyzi
    @Nomanfoyzi 3 місяці тому +1

    ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব

  • @UmmeSumaiyaHossain
    @UmmeSumaiyaHossain 3 місяці тому +2

    سبحان الله وبحمده. ❤

  • @m.b.hossain6818
    @m.b.hossain6818 3 місяці тому

    Jazak'Allah, Apu Vai !

  • @najmussakib2410
    @najmussakib2410 3 місяці тому

    Thanks ❤

  • @ridatravels-yh9ku
    @ridatravels-yh9ku 3 місяці тому

    masalloh hojorer kothagola osadharon lage

  • @skmafidulislam8630
    @skmafidulislam8630 3 місяці тому +1

    হাদীসের রেফারেন্স দিন ।
    যক্তি সহ প্রমাণ সহ উত্তম পন্থায় তর্ক খুবই ভালো। আল কোরআন

    • @mamunurrashid2332
      @mamunurrashid2332 3 місяці тому

      হাদীস সম্ভার ২২/ নিষিদ্ধ কার্যাবলী -
      ২১৮৬
      বাংলা/ العربية
      পরিচ্ছেদঃ তর্ক-বিতর্ক বিষয়ক হাদীসসমূহ
      (২১৮৬) আবূ উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের পার্শ্বে এক গৃহের জামিন সেই ব্যক্তির জন্য যে সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও তর্ক বর্জন করে, জান্নাতের মাঝে এক গৃহের জামিন তার জন্য যে উপহাস ছলেও মিথ্যা ত্যাগ করে এবং জান্নাতের সবার উপরে এক গৃহের জামিন তার জন্য যার চরিত্র সুন্দর হয়।
      عَنْ أَبِى أُمَامَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِى رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِى وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِى أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ
      عن ابى امامة قال قال رسول الله ﷺ انا زعيم ببيت فى ربض الجنة لمن ترك المراء وان كان محقا وببيت فى وسط الجنة لمن ترك الكذب وان كان مازحا وببيت فى اعلى الجنة لمن حسن خلقه
      (আবূ দাঊদ হা/৪৮০০ আল্লামা আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন)
      হাদিসের মানঃ হাসান (Hasan) বর্ণনাকারীঃ আবূ উমামাহ্ বাহিলী (রাঃ) পুনঃনিরীক্ষণঃ হাদীস সম্ভার ২২/ নিষিদ্ধ কার্যাবলী

    • @islamzonebd
      @islamzonebd  3 місяці тому

      রাসূলুল্লাহ (সা.) বলেন,
      من ترك المراء وهو مبطل بني له بيت في ربض الجنة ومن تركه وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها
      “নিজের মত বাতিল হওয়ার কারণে যে ব্যক্তি বিতর্ক পরিত্যাগ করবে তার জন্য জান্নাতের পাদদেশে বাড়ি নির্মাণ করা হবে। আর যে ব্যক্তি নিজের মত সঠিক হওয়া সত্ত্বেও বিতর্ক পরিত্যাগ করবে তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে বাড়ি নির্মাণ করা হবে। আর যার আচরণ সুন্দর তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ি নির্মাণ করা হবে।” হাদীসটি সহীহ।
      মুনযিরী, আত-তারগীব ১/৭৭; আলবানী, সহীহুত তারগীব ১/১৩২।
      ref: hadithbd. com

  • @OxygenOs-c8k
    @OxygenOs-c8k 3 місяці тому

    অনেক কিছু জানার আছে

  • @sabbirsheikh4782
    @sabbirsheikh4782 3 місяці тому

    জাযাকাল্লাহ খাইরান❤❤❤ তবে বক্তব্যর মধ্যে ইংরেজি না বললেই ভালো শোনা যাবে

  • @armanscreation1113
    @armanscreation1113 3 місяці тому

  • @sanzimulislamsanzid2316
    @sanzimulislamsanzid2316 3 місяці тому +2

    আসসালামুয়ালাইকুম প্রিয় ভাই আমি আগের মত ইবাদতে স্বাদ পাচ্ছি না কেন?

    • @nahidrahman5443
      @nahidrahman5443 3 місяці тому +6

      ভাই চোখের হেফাজত করুন আর খাবার খাওয়ার সময় একদম পেট ভরে খাবেন না।
      আর কবিরা গুনাহ থেকে বাচার চেষ্টা করুন ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হবে।
      গুনাহ হলে আবার তাওবা করুন।
      আমার জন্য দুয়া করবেন ইনশাআল্লাহ 🙂

    • @mdamit1376
      @mdamit1376 3 місяці тому

      অন্তরের গুনার কারণে অন্তরের নুর চলে যায়। এই কারণে ইবাদতের স্বাদ পাওয়া যায় না।

    • @rakibahmad4639
      @rakibahmad4639 3 місяці тому +1

      আমিও ইদানীং ইবাদতের স্বাদ পাচ্ছি না 😔
      যখন রবের কাছে ইচ্ছা মতো কান্না খাঁটি করি তখন দুই তিন দিন যায় ভালো তারপর আবার যেই সেই 😔

  • @rakibahmad4639
    @rakibahmad4639 3 місяці тому

    ইনশাআল্লাহ বিয়েটা করি ❤

  • @mdsohid4359
    @mdsohid4359 3 місяці тому

    🤍🤍

  • @MdEhsan-l5s
    @MdEhsan-l5s 3 місяці тому +4

    জাযাকাল্লহু খয়রন প্রিয় ভাই আমার।

  • @ShahidulIslamAtif
    @ShahidulIslamAtif 3 місяці тому

    ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব

  • @Jockerma1
    @Jockerma1 3 місяці тому

    সুবহানাল্লাহ

  • @ripon68943
    @ripon68943 3 місяці тому

    ❤❤❤❤