"Ogo kishoro aji" ---

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 40

  • @mishrasway4854
    @mishrasway4854  6 років тому +3

    Plz like , share and subscribe 😊😊🙏

  • @keyaroy9077
    @keyaroy9077 2 роки тому +2

    অপূর্ব অপূর্ব গানটা যেনো সব সময় কানে বাজে।শিল্পী তুলনা হীন।

  • @pradipmitra1337
    @pradipmitra1337 Рік тому +4

    বার বার শুনে ও আশ মেটে না। মনে হয় আরও আরও শুনি। অসাধারন।

  • @KajalBhattacharya-lq5fc
    @KajalBhattacharya-lq5fc 7 місяців тому +1

    Apurbo

  • @narheenchoudhury7400
    @narheenchoudhury7400 Рік тому +1

    আহা কি অপূর্ব পরিবেশনা, প্রান জুড়িয়ে যায়।

  • @moumitapati1868
    @moumitapati1868 2 роки тому +1

    Barbar suni..tao sunte echhe hoy..ki jadu ache apnar golay .mam

  • @debasishpal5001
    @debasishpal5001 7 місяців тому

    বসন্তের গেল নতুন অঙ্গিকে গাওয়া দিদি ভালো লাগলো

  • @debasishpal5001
    @debasishpal5001 7 місяців тому

    দিদি গানটা বোধহয় আগে শুনেছি,,,আপনার গলায়,,,ভালো লাগলো

  • @apareshmukherjee3796
    @apareshmukherjee3796 Рік тому

    তব কন্ঠ 'পরে হয়ে দিশা হারা,বিধি অনেক ঢেলে ছিল মধু ধারা। মন্ত্র মুগ্ধতা য় হারিয়ে যাই আপনার গান শুনে।🎉

  • @sudhangshusekhargiri4101
    @sudhangshusekhargiri4101 Рік тому

    যত বার শুনি কিছুতেই মন ভরে না।বার বার শুনতে ইচ্ছে হয়।

  • @sampurnadalal7894
    @sampurnadalal7894 7 місяців тому

    Can't stop listening

  • @avijitbanerjee8651
    @avijitbanerjee8651 4 роки тому +1

    দারুণ দারুণ অপূর্ব

  • @shelter2222
    @shelter2222 3 роки тому +2

    Excellent performance
    Go ahead
    thank you
    Ujjal Bhattacharya

  • @TriptiChatterjee-oz2qs
    @TriptiChatterjee-oz2qs 7 місяців тому

    ❤ খুব ভালো লাগলো খুশি হয়ে নতুন বন্ধু হয়ে তোমার পরিবারে যুক্ত হলাম ❤ আমন্ত্রণ জানালাম আমার পরিবারে আসার জন্য ❤❤❤❤❤❤

  • @sujatabhattacharya7268
    @sujatabhattacharya7268 2 роки тому

    অপূর্ব অসাধারণ অনবদ্য অভাবনীয় সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ❤️👍🏻

  • @saikatabanerjee405
    @saikatabanerjee405 Рік тому

    Osadharon

  • @poulamibhadra7418
    @poulamibhadra7418 Рік тому

    Fantastic 👌

  • @malasengupta6589
    @malasengupta6589 3 роки тому +1

    অসাধারণ, সম্পূর্ণ গান টি গাইলে আরো ভাল লাগতো

  • @silapal
    @silapal 4 роки тому +1

    Well sang .

    • @mishrasway4854
      @mishrasway4854  4 роки тому

      Thank u , plz like and subscribe ☺️🙏

    • @swapnabanerjee9189
      @swapnabanerjee9189 4 роки тому

      আকাশ এর মত এতো এতো সুন্দর।
      👌👌👌👌👌👌👌👌❤💚❣

    • @kabitagupta2936
      @kabitagupta2936 2 роки тому

      Excellent, apurbo, mon vore gelo

  • @aninditachatterjee4790
    @aninditachatterjee4790 8 місяців тому +13

    গান টা সুন্দর গেয়েছে। দুঃখ একটাই ওগো কিশোর যে গান টা র মুখ সেটা বেশিরভাগ choreographer ভুলে গেছেন। এই লাইন টা ধরে শিল্পী রা বলে লাগিল দোল এই গান টা র সাথে নাচ করবো। স্রষ্টা তৈরী জিনিসে এতো কিছু যে কেন করা হয়। রবীন্দ্রনাথ কে নিয়ে যেন কেন করেন আপনারা 🙏

    • @AnupamJash
      @AnupamJash 7 місяців тому

      গানটি প্রথম রচিত হয় 'নটরাজ ঋতুরঙ্গশালা' র অংশ রূপে,কবিতা হিসেবে, তার প্রথম পংক্তি ছিল ' আলোক রসে মাতাল রাতে...'
      সেখানে প্রথম ২৪ লাইন বাদ দেওয়ার পর, এই অংশটাই পড়ে থাকে। 'কিশোর আজি ' সেখানে মুখ নয়, শেষাংশ। ঠিক যেভাবে এই গান টি গাওয়া হয়েছে, সেভাবেই। 'লাগিল দোল ' এর শেষে 'কিশোর আজি' আছে।
      কাজেই দুঃখ পাওয়ার কিছু নেই। বইটি সংগ্রহ করে দেখে নিতে পারেন।
      সব থেকে বড় কথা রবীন্দ্রনাথের অনেক গানের কথা ও সুর কিছু কিছু বদলে গেছে বারবার। অনেক সময় স্রষ্টার ইচ্ছেতে, আবার অনেক সময় স্বরলিপিকারদের ইচ্ছেতে।
      দিনেন্দ্রনাথ কৃত অনেক গানের মূল স্বরলিপি পরবর্তীতে অন্য স্বরলিপিকারদের অবদানে বদলে গিয়ে স্বরবিতানেই ঠাঁই পেয়েছে। দিনেন্দ্র কৃত স্বরলিপির স্থান হয়েছে পাঠভেদ অংশে।

    • @suparnabhattacharya3844
      @suparnabhattacharya3844 7 місяців тому

      Lekhaporar sange samporko nei Tai erokom bhabe

    • @susmitadasgupta9388
      @susmitadasgupta9388 6 місяців тому

      একেবারেই ঠিক বলেছেন। শুধু choreographer রাই নয়। জয়তী দেবীর মত শিল্পীরাও যথেচ্ছভাবে নিজের সৃষ্টি ভেবেই ওইভাবেই গেয়েছেন কেনো জানিনা। রবীন্দ্রনাথ তো এরকম কোনো instruction দিয়েছিলেন বলে জানা যায় না।

  • @chatterjeebulbul1402
    @chatterjeebulbul1402 2 роки тому +1

    ভি

  • @asitmukherjee582
    @asitmukherjee582 Рік тому +3

    ওগো কিশোর, আজি তোমার দ্বারে পরান মম জাগে।
    নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে॥
    ভাবনাগুলি বাঁধনখোলা রচিয়া দিবে তোমার দোলা,
    দাঁড়িয়ো আসি হে ভাবে-ভোলা, আমার আঁখি-আগে॥
    দোলের নাচে বুঝি গো আছ অমরাবতীপুরে--
    বাজাও বেণু বুকের কাছে, বাজাও বেণু দূরে।
    শরম ভয় সকলি ত্যেজে মাধবী তাই আসিল সেজে--
    শুধায় শুধু, "বাজায় কে যে মধুর মধুসুরে!'
    গগনে শুনি একি এ কথা, কাননে কী যে দেখি।
    একি মিলনচঞ্চলতা, বিরহব্যথা একি।
    আঁচল কাঁপে ধরার বুকে, কী জানি তাহা সুখে না দুখে--
    ধরিতে যারে না পারে তারে স্বপনে দেখিছে কি।
    লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে--
    সোহাগিনির হৃদয়তলে বিরহিণীর মনে মনে।
    মধুর মোরে বিধুর করে সুদূর কার বেণুর স্বরে,
    নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে।
    আনো গো আনো ভরিয়া ডালি করবীমালা লয়ে,
    আনো গো আনো সাজায়ে থালি কোমল কিশলয়ে।
    এসো গো পীত বসনে সাজি, কোলেতে বীণা উঠুক বাজি,
    ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাক বয়ে।
    এসো গো এসো দোলবিলাসী বাণীতে মোর দোলো,
    ছন্দে মোর চকিতে আসি মাতিয়ে তারে তোলো।
    অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকি আছে,
    নাচিবে আজি তোমার নাচে সময় তারি হল॥

  • @tribeniprasadbagchi7284
    @tribeniprasadbagchi7284 3 роки тому +1

    Suchitra r ta anek bhalo.

    • @DEBATRIDHAR
      @DEBATRIDHAR 7 місяців тому +1

      Suchitra k? Apnar kono bondhu naki?

    • @amitasengupta1107
      @amitasengupta1107 7 місяців тому

      অনেক বড় বোদ্ধা এলেন

  • @mohammadmannan3137
    @mohammadmannan3137 3 роки тому +2

    গানটির শেষ থেকে শুরু করায় একটা আলাদা মাত্রা পেয়েছে। সুচিত্রা-অর্ঘ্য সেন আর দেবব্রত-সুচিত্রা-হেমন্ত-গীতা নাহা-অশোকতরুদের সমবেত কণ্ঠের পর একক গলায় জয়তী সেরা। কমলিনী একটু ভিন্নভাবে গেয়েছেন, সেটাও ভাল। অন্য কারোর কণ্ঠে গানটি নেই কেন?

    • @tribeniprasadbagchi7284
      @tribeniprasadbagchi7284 3 роки тому

      Pankaj Mullick geyechhilen, kintu sei version ta ekhon ar paoa jay na.

    • @nemaiprasadmitra86
      @nemaiprasadmitra86 2 роки тому

      গানটি পীযূষকান্তি সরকারের কন্ঠে শুনে দেখবেন। সবার থেকে সেরা।

  • @subratachattopadhyay7101
    @subratachattopadhyay7101 Рік тому

    I didn't enjoy it all. Besides, she has not sung the full song.