মহিষাসুরমর্দিনী

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • রাজা সুরথের গল্প এই গল্পের সঙ্গে শ্রী শ্রী চন্ডী মায়ের গল্প তুলে ধরা হয় এবং তার তিনটি গল্প এই রাজা সুরথের গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গল্পটি হলো এমন যে রাজা সুরথ ছিলেন পৃথিবীর প্রথম রাজা মা দুর্গার পূজক তখন শুরু হয়নি তো কে শুরু করবে তো এই রাজার হাত ধরেই শুরু হয়েছিল সেই পুজো তো এই মহারাজ একসময় নিজের রাজ্যকে রক্ষা করার জন্য যমন রাজার সঙ্গে যুদ্ধ করে সেই যুদ্ধে হেরে গেলে রাজার সুরথের মন্ত্রী সভা গানের সব সেই রাজার দলে চলে যায় এরপর রাজা সেখান থেকে গভীর বনে প্রবেশ করে শান্তি লাভের আশায় সেখানে এসে তার দেখা হয় সমাধি নামক এক বৈশের সঙ্গে এবং তাকেও তার ঘর ছাড়তে হয় স্ত্রী ও ছেলের প্রতারণার দ্বারা কিন্তু রাজা আর সমাধি দুজনা মিধা নামে এক ঋষির আশ্রম এ গিয়ে ওঠে এবং তারা সেই ঋষিকে তাদের সমস্ত চিন্তার কথা বলেন তারা সমস্ত কিছু দিক দিয়ে নিঃস্ব তাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে তার পরেও রাজা ও সমাধি তারা নিজের পরিবারের কথা এবং রাজ্যের কথা চিন্তা করে যাচ্ছে এবং চিন্তা করে করে তাতে সে ক্লান্ত হচ্ছে তখন সেই ঋষি বলেন এটি মহামায়া দেবী পরিচালনা তখন রাজা সুরথ জিজ্ঞেস করেন ঋষিকে যে মহামায়া কে আর ঋষি তখন মহামায়ার তিনটি ঘটনা রাজাকে শোনান রাজা ও সমাধি সেই ঘটনা সন্ধ্যার পর তারা নদীর তীরে গিয়ে ধ্যান মগ্ন হন এবং মাকে সিদ্ধি লাভের পেয়ে রাজা তার নিজের রাজ্যে গিয়ে ছোট্ট করে দেবী দুর্গা পুজো শুরু করেন এবং এর মাধ্যমে রাজা সুরত তার রাজ্য ফিরে পায় ওইদিকে সমাধি মাকে লাভ করে তত্ত্বজ্ঞানী হন এইভাবে পৃথিবীতে চালু হলো দেবী দুর্গার পূজা যা আমরা শারদীয়া পূজা বলে থাকি

КОМЕНТАРІ •