Chol mini asam jabo | Sun | চল মিনি আসাম যাবো | Bangla Folk Song | Sreemangal |

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Song: Chol mini asam jabo
    Singer: Sun Saha Antor
    lyrics and composition : Kali Das Gupta
    এইসব গানের অনেক ধরনের কভার ই বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কিন্তু এই গান গুলোর রয়েছে এক রক্তাক্ত ইতিহাস, ফাঁকিবাজী দালালদের নিষ্ঠুরতার প্রকাশ।
    বিশ্ববাজারে চায়ের অভাবনীয় বাজার চলতে থাকলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী চা বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করল। চা শ্রমিকদের ইচ্ছে না থাকা সত্বেও ইস্ট ইন্ডিয়া কোম্পানী তাদেরকে একরকম শ্রমদাস ভাবে জীবিকা চালাতে বাধ্য করতো। যার কারনে শ্রমিকের অপ্রতুলতা দেখা দিল।তখন সাহেবরা দালালদের সহযোগিতায় শুরুতে বিহার পরে উড়িষ্যা, অন্ধপ্রদেশ থেকে ভুলিয়ে ভালিয়ে কুলিদের একটা বড় অংশ নিয়ে আসা হয়ছিল আসামে।তাদেরকে বাধ্য করা হলো চা চাষে, শুরু হলো নিষ্ঠুর আচরণ,প্রত্যেকে পরিণত হলো কষ্ঠার্জিত শ্রমদাসে।একদিকে সাহেবদের অমানবিক আচরণ, অন্যদিকে প্রতিকূল পরিবেশ চা শ্রমিকদের দিনযাপনের লড়াই দিন দিন কঠিনতর হতে লাগল।
    সরকারি হিসেব মতে, তখন ৮৪৯১৫ জন চা শ্রমিকের মধ্যে তিন মাসের মাথায় অভাব, অনাহারে ও নানান প্রতিকূলতায় চলতে গিয়ে মারা যায় প্রায় ৩১৮৭৯ চা শ্রমিক।
    এই শ্রমদাসের সেই ভয়াবহ কষ্টের সময়কে শ্রমিকেরা এইসব ঝুমুর গানের মাধ্যমে তুলে ধরেছে
    বাবু বলে কাম কাম, সর্দার বলে ধইড়ে আন
    সাহেব বলে লিবো পিঠেত চাম।
    হে জদুরাম, ফাঁকি দিয়া চালাইলি আসাম 💜
    Chal Mini Assam Jabo lyrics:
    চল মিনি আসাম যাবো
    দেশে বড় দুখ রে
    আসাম দেশে রে মিনি চা বাগান ভরিয়া
    চল মিনি আসাম যাব
    বাবু বলে কাম কাম
    সর্দার বইলে ধইরে আন
    সাহেব বলে লিব পিঠের চাম
    হে যদুরাম
    ফাঁকি দিয়া পঠাইলি আসাম
    কুড়ল মারা যেমন তেমন,
    পাতা তুলা কাম গো
    -কুড়ল মারা যেমন তেমন
    পাতা তুলা কাম গো
    হায় যদুরাম
    ফাঁকি দিয়া পঠাইলি আসাম।
    ছোঁয়ার কান্দে ডিহির ডিহি
    কাকরিমে পানি নাই
    বাপ দাদা রে ফাঁকা
    মুরলী বাজাইছি
    চল মিনি আসাম যাবো
    চল মিনি
    আসাম যাবো
    দেশে বড় দুঃখ রে...
    #Chol_mini_asam_jabo
    #Sun
    #চল_মিনি_আসাম_যাবো
    #Bangla_Folk_Song
    #Sreemangal |

КОМЕНТАРІ • 3