রাজশাহীর সব থেকে সুন্দর পার্ক এখন নতুন রূপে | Safina Park And Resort Rajshahi | Safina Park 2024

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা এলাকার দুই সহোদর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম ২০১২ সালে উপজেলার দিগ্রাম এলাকায় নিজেদের জমিতে বাণিজ্যিকভাবে ‘সাফিনা পার্ক’ নামের একটি পিকনিক স্পট গড়ে তোলেন।
    গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়ার পূর্বদিকে ৮ কিলোমিটার দূরে গোদাগাড়ী-আমনুরা সড়কের পার্শ্বে দিগরাম খেঁজুরতলা। এই খেঁজুরতলা সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারের ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে। গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে।
    *সাফিনা পার্কে যাওয়ার উপায়*
    সাফিনা পার্ক রাজশাহী শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে গোদাগাড়ী-আমনুরা সড়কে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। পার্কে প্রবেশ ফি ৫০ টাকা এবং রাইড সমূহ একেকটি ২০-৫০ টাকা। বিনোদনের সমস্ত পসরা নিয়ে পার্কটি সবাইকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।
    *বাসে করে*
    সারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে প্রথমে রাজশাহী রেলগেটে চলে আসুন। এরপর সেখান থেকে চাঁপাইয়ের বাস ধরে ৫০ টাকা ভাড়ায় চলে আসতে হবে গোদাগাড়ী বাস স্ট্যান্ড বা গোল চত্বর। এরপর আপনাকে নাচোল নিয়ামতপুর সড়কের দিকে এগোতে হবে। আর সেখানেই পেয়ে যাবেন সাফিনা পার্ক যাবার জন্য সিএনজি বা অটো রিক্সা। আর এখান থেকে সাফিনা পার্কের পর্যন্ত আপনার ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা করে।
    *নিজের গাড়িতে করে*
    রাজশাহী থেকে সাফিনা পার্কের দূরত্ব প্রায় ৪০ কিমি। নিজের গাড়িতে করে গেলে খুব সহজেই পৌঁছে যাবেন।
    *সাফিনা পার্কের ভিতরে*
    সাফিনা পার্কের ভেতরে প্রবেশ করলে প্রথমেই দেখা মিলবে একটি সুন্দর ঝর্ণার। এরপর সামনেই রয়েছে একটি বিশাল মাঠ। মাঠের মাঝখানে রয়েছে একটি কৃত্রিম লেক। লেকের চারপাশে রয়েছে নানা রকমের ফুলের বাগান।
    পার্কের ভেতরে রয়েছে বেশ কিছু রাইড। রাইডগুলোর ভাড়া ২০-৫০ টাকা। পার্কে রয়েছে একটি ট্রেনও। ট্রেনটিতে করে পুরো পার্কটি ঘুরে দেখা যায়।
    পার্কের ভেতরে রয়েছে একটি শিশুপার্ক। শিশুদের জন্য এখানে রয়েছে নানা রকমের খেলনা।
    পার্কের ভেতরে রয়েছে একটি রেস্তোরাঁ। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়।
    *সাফিনা পার্কের কিছু টিপস*
    * পার্কের ভেতরে অনেক গাছপালা রয়েছে।
    আশা করি এই তথ্যগুলো আপনার কাজে লাগবে।
    #safina_park
    #godagari_safina_park
    #rajshahi_godagari_safina_park
    #digram_safina_park
    #ঘুরে_আসলাম_সাফিনা_পার্ক
    #কিভাবে_যাবেন_সাফিনা_পার্ক
    #godagari_safina_park
    #rajshahi_to_godagari
    #safina_park

КОМЕНТАРІ • 22