"হাবিব এবং তাহসানের থেকে প্রীতম অনেক ভাল" এই কথাটা কিন্তু আমি পুরো ভিডিওর কোথাও বলিনি। আমি কমেন্টে দেখছি অনেকেই ভিডিও না দেখেই কমেন্ট করে যাচ্ছেন যে তাহসান প্রীতমের থেকে ভাল কিংবা হাবিব প্রীতমের থেকে ভাল। সে থেকে বোঝা যাচ্ছে অনেকেই ভিডিও না দেখেই কমেন্ট করছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি দয়া করে ভিডিওটা দেখে তারপর আপনার যা মতামত থাকে দিবেন, আমরা তা খুশি মনে গ্রহণ করবো। হাবিব বাংলা মিউজিকে যা দিয়েছে তা আর কেউ একক ভাবে দিতে পারবে তা আমার বিশ্বাস হয় না। প্রীতম কোনোভাবেই হাবিবের চেয়ে বেটার না। আমি ভিডিওতে খুব ভাল করেই বলেছি কিভাবে হাবিবের সংস্পর্শে থাকার কারণে প্রীতম একজন ভাল মিউজিশিয়ান হয়েছেন। আর টাইটেল এ নেক্সট তাহসান বলার কারণ হলো তাহসান কিন্তু একজন বিখ্যাত গায়ক হবার পর অভিনয় জগতে এসেছেন। সেখানেও তিনি ভালরকম সফলতা পেয়েছেন। প্রীতমও সেই পথেই হাটছেন। ভাল কিছু গান দেবার পর এখন অভিনয় জগতে চলে এসেছেন। আমরা প্রতিটি ভিডিওতে কিছু প্রশ্ন করি টাইটেল এবং থাম্বনেলে, তারপর বাকি ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর বিস্তারিত ভাবে দিয়ে থাকি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলেই পুরো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদের কারণেই আমাদের কন্টেন্ট বানানো। ভালবাসা নিবেন। ধন্যবাদ।
ভাই আমি ভিডিও দেখার সময়ে কমেন্ট গুলা পরতেছিলাম প্রায় সবাই কেই এগ্রেসিভ কমেন্স করতে দেখতাছি তার পর আমি ও আপনার মতন ভাবছি তারা আপনার বলার ধরনটা ক্যাচ করতে পারে নাই। আর মেক্সিমাম কমেন্টের ভিডিও না দেখে থামনেল/ টাইটেল দেখেই কমেন্ট করতেছে।
২০০৮ সালে হাবিবের গান শোনেছিলাম,তখন আমাকে কেউ বলেনি ইনি হাবিব,তবে এতোটুক মনে হইছে যে এই শিল্পীর গান সবার থেকে আলাদা,,,এখনো পছন্দের তালিকায় হাবিব ওয়াহিদ সবার আগে❤
কার সাথে কার তুলনা করেন!! বাংলা গানে পরিবর্তনের ছোঁয়ায এনেছে হাবিব। হাবিব এমন কয়েক প্রিতমের জন্মদাতা। হাবিবের সময় এ ধরনের প্রযুক্তি এবং ইন্টারনেটের ব্যবহার থাকলে প্রীতমকে খুঁজেই পাওয়া যেত না।
@@rubeldnmc2888 😊😊 তার জন্যই তার প্রথম তিন এলবাম এতোটা হিট হয়েছিল সেই সময় ৷ তারপরও কেউ গায়কের নাম জানতে চাই নাই ৷বা খোজ ও করে নাই | এলবাম তিনটার নাম বললে মানুষ হাবিবের নাম টাই আগে বলে 😊😊 যদিও সে গায়ক ছিলো না ৷ এইরকম কি আর কোন কম্পজারের বেলায় হয়েছে ??? তাইলে বোঝেন উনি কি জিনিশ ❤❤❤
শুধু প্রীতম নয়, বাংলার অনেক সঙ্গীতশিল্পীর ও Composer musician জন্মদাতা হলো হাবিব ওয়াহিদ। হাবিবের সাথে বাংলাদেশের কারো তুলনায় চলে না। আরিফিন রুমি, হৃদয় খান, ইমরান আরো অনেকেই এ এছাড়াও বিভিন্ন ব্যান্ড, তাহসান ও বালাম বন্ধু হলেও ওদেরকেও হাবিব হেল্প করেছে ভালো সুর তৈরী করতে।
হাবিব বাংলাদেশে একজনই!! প্রিতম নিজেই তো হাবিবের স্টুডেন্ট এবং এখনো সে সব গান বানিয়ে আগে হাবিব ভাইকে পাঠায় উনি প্রয়োজন হলে কারেকশন করে দেয়। আর প্রিতমের এতো দূর আসার পিছনে হাবিব ভাইয়ের অবদান অনাবদ্য।
হাবিব ওয়াহিদ মানেই বাংলা মিউজিকের আধুনিকতার ছোঁয়া। উনার মত মিউজিক কম্পোজিসন বাংলাদেশে কেউ পারে নি, এমনকি কেউ পারবে না। প্রীতম আজ এতোদূর এসেছে এর অনেক অবদান তার গুরু হাবিব ওয়াহিদের আছে।
তাহসান অবশ্যই অন্য সবার থেকে আলাদা জায়গায় থাকবে স্পেশালি আমাদের জেনারেশনের কাছে। তবে হাবিবের ব্যপারটা সম্পূর্ণই আলাদা লেভেলের। হাবিব বাংলা মিউজিক সিনারিওতে যে ধরনের মিউজিক এনেছেন, ভিন্ন ভিন্ন ধরনের যেসকল গান উপহার দিয়েছেন তা এক কথায় লিজেন্ডারি লেভেলের। তাহসানও লিজেন্ডারি লেভেলেরই একজন, অন্তত আমার কাছে বাট হাবিবের সাথে তার তুলনা করাটা একেবারেই বেমানান।
পুরো ভিডিওটা দেখেবেন। এইখানে কে ভাল কে খারাপ এই বিষয়ে আলোচনা করা হয়নি। আলোচনা করা হয়েছে প্রীতমের ক্যারিয়ার নিয়ে। প্রীতম এর ক্যারিয়ার এ কার প্রভাব বেশি। তার ক্যারিয়ার কার মত হতে যাচ্ছে সেইসব নিয়ে কথা হয়েছে।
হাবিব হলো বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির বস। প্রিতম তো হাবিবের ছাএ। হাবিবের কাছ থেকে মিউজিক কম্পোজিশন শিখছে, গান শিখছে আর গানের এই জগতে ইমরান থেকে সবাই হাবিবকে গুরু মানে
হাবিব বেটার দ্যান তাহসান।আপনি তাহসানের ভক্ত হতেই পারেন তাই বলে কি একজন গানের জগতে অফকোর্স হাবিব এগিয়ে থাকবে।প্রিতম,রুমি,ইমরান এরা সহ আরো অনেকে গুরু মানে।
হাবিব এর সাথে কারো তুলনা চলে কি? এতবছরের সফল ক্যারিয়ার কারো আছে কি? সে যেভাবে বাংলা সংগীত জগতে বড়সড় একটা পরিবর্তন এনেছিলেন সেটা আর কে করতে পেরেছে? তার মত সফল জিংগেল নির্মাতা এই উপমহাদেশেই নেই। দুই বাংলায় যতজন মিউজিশিয়ান হাবিবকে অনুসরন করে এরকম বাংলায় আর কে আছে? এত জনপ্রিয় বাংলা সিনেমার গান এক যুগের মধ্যে আর কে দিতে পেরেছে? এতগুলো সফল এলবাম আর কার আছে? আরো অনেক বিষয় আছে যা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি মনে করি হাবিব আর ফুয়াদের সাথে বাংলাদেশের কারো তুলনা করাটা বোকামি হবে, কারন তাদের ধারেকাছে আর কেউ কখনো পৌছাতে পারবে না কারন এখন এত কাজ করার মত ফিল্ড ই নেই। কেউ চাইলেই এখন একটা সলো অডিও এলবাম রিলিজ করে সফল হতে পারবেন না আগের মত করে এটাই বাস্তবতা।
@@KothaHokOhetuk ভিডিও দেখার রুচি নাই।হাবিবের সাথে আপনি তুলনা করেন কিভাবে সেটা বুঝান। যাদের সাথে তুলনা করে ক্যাপশন দিলেন সেই প্রিতম হাসান ই এক ইন্টারভিউতে বলেছিলো সাইকেল চালিয়ে হাবিবের কাছে যেতো গানের কম্পোজ শিখতে। মাথায় যদি কিছু থাকে তবে এরকম ক্যাপশন দিতেন না। ফালতু এক নাম্বার
সহমত ভাই। তাহসান জনপ্রিয় হতেই পারে। কিন্তু হাবিবের জায়গা কখনো আসতে পারবে না। হাবিব হাবিবই। তাহসানের এমন কোন গান গাই যে মানুষ কয়েক যুগ পরেও শুনবে। যখন শুনে তখন পর্যন্তই। @@fazlayrabbi4764
@@mdkawsarhossain87হাবিবের খালি গলায় আর রেকর্ডেড গলার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু প্রিতম তার গানে অতিরিক্ত মাত্রায় অটোটিউন ব্যবহার করে। হাবিবও ব্যবহার করে তবে মাত্রা রেখে।
আপনি তাহসানের সাথে হাবিবের তুলনা করছেন!!!! হাবিবের মত শিল্পী বাংলাদেশে আর আছে বলে মনে হয় না....হাবিব is the boss❤❤❤ Habib best❤❤❤ হাবিবের সাথে কারও তুলনা হয়না।।।
প্রতম হাসানের গুরু হাবিব।। হাবিব হচ্ছে মর্ডান গানের জনক ❤❤❤ আপনি ইতিহাস ঘেটে দেখেন মর্ডান গানের শুরু হয়েছে হাবিবের হাত ধরে।।। আর প্রতমের গানের হাতে খরি হাতি হাবিবের হাত ধরে❤
পশ্চিম বাংলা ও বাংলাদেশের প্রায় ৮০% মিউজিক ডিরেক্টর একদিন আর হাবিব ওয়াহিদ আরেকদিন। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত হাবিবের সকল গান আর বিজ্ঞাপনের মিউজিক গুলা চেক করেন।
Habib r Tahsan senior to Pritom. Tahsan is brilliant,decent and polite, he has strong personality. Habib has talent in music only. But not so decent like Tahsan and Pritom. Pritom is junior and he is very humble, he knows how to respect others. Tahsan er cheye Pritom er acting onek better. Pritom is a good soul I wish him all the best.
ভাই comparison জিনিসটাই ভালো না তাহসান নিজের জায়গায় ভালো ঠিক সেই ভাবে হাবিব নিজের ভালো উনারা ২ জনই Legend প্রিতম এর নিজস্ব স্টাইল রয়েছে সে modern হাবিব ওয়াহিদ ও না আবার তাহসান খান ও না সে হচ্ছেন প্রিতম হাসান We love them all😊
ভাই আপনার কথায় ৫০% একমত হলাম ।পুরোটা পারলামনা | আপনি বলতে পারতেন সবার পছন্দ এক না ' তাহসান ও ভালো গায়ক তার ও বেশ কিছু ভালো গান আছে ৷আপনি বললেন হাবিব, তাহসান দুই জন ই লিজেন্ড | তাহসান কোন দিক থেকে লিজেন্ড একটু যদি বলতেন ? ??
হাবিবের উপরে উঠতে পারবে না কেউ ই...আর এ তো পিচ্চি..হাবিব কিংবদন্তি..আধুনিক মিউজিক এর শুরু করে হাবিব..দুই একটা হিট মিউজিক দিয়ে কয়দিন আবার শেষ...কতো এলো গেলো...আর এ তো হাবিবের শিষ্য...😂😂😂
আমি জানি তাহসানের অনেক ভক্ত ৷ ব্যাক্তিগত, গান, অভিনয় সব মিলিয়ে তার ভক্ত আছে ৷ তবে গানের দিক থেকে হাবিবের সাথে তার তুলনা করাটাও আমার কাছে পাগলের প্রলাপ মনে হয় ৷ আপনি দুই একটা ভালো গান দিয়ে কিছু দিন সবার মুখে মুখে থাকতেই পারেন তবে কখনই লিজেন্ড হইতে পারবেন না ৷ লিজেন্ড হইতে হইলে আপনার আলাদা দক্ষতা , ট্যালেন্ট থাকতে হবে ৷ দুই একদিন মুখে মুখে থাকার তালিকায় প্রিতম, তাহসানকে রাখবো তারা যতোই মিলিয়ন ভিউ পাওয়া গান উপহার দিক না কেনো
"হাবিব এবং তাহসানের থেকে প্রীতম অনেক ভাল" এই কথাটা কিন্তু আমি পুরো ভিডিওর কোথাও বলিনি। আমি কমেন্টে দেখছি অনেকেই ভিডিও না দেখেই কমেন্ট করে যাচ্ছেন যে তাহসান প্রীতমের থেকে ভাল কিংবা হাবিব প্রীতমের থেকে ভাল। সে থেকে বোঝা যাচ্ছে অনেকেই ভিডিও না দেখেই কমেন্ট করছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি দয়া করে ভিডিওটা দেখে তারপর আপনার যা মতামত থাকে দিবেন, আমরা তা খুশি মনে গ্রহণ করবো।
হাবিব বাংলা মিউজিকে যা দিয়েছে তা আর কেউ একক ভাবে দিতে পারবে তা আমার বিশ্বাস হয় না। প্রীতম কোনোভাবেই হাবিবের চেয়ে বেটার না। আমি ভিডিওতে খুব ভাল করেই বলেছি কিভাবে হাবিবের সংস্পর্শে থাকার কারণে প্রীতম একজন ভাল মিউজিশিয়ান হয়েছেন। আর টাইটেল এ নেক্সট তাহসান বলার কারণ হলো তাহসান কিন্তু একজন বিখ্যাত গায়ক হবার পর অভিনয় জগতে এসেছেন। সেখানেও তিনি ভালরকম সফলতা পেয়েছেন। প্রীতমও সেই পথেই হাটছেন। ভাল কিছু গান দেবার পর এখন অভিনয় জগতে চলে এসেছেন।
আমরা প্রতিটি ভিডিওতে কিছু প্রশ্ন করি টাইটেল এবং থাম্বনেলে, তারপর বাকি ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর বিস্তারিত ভাবে দিয়ে থাকি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলেই পুরো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদের কারণেই আমাদের কন্টেন্ট বানানো। ভালবাসা নিবেন। ধন্যবাদ।
ভাই আমি ভিডিও দেখার সময়ে কমেন্ট গুলা পরতেছিলাম প্রায় সবাই কেই এগ্রেসিভ কমেন্স করতে দেখতাছি তার পর আমি ও আপনার মতন ভাবছি তারা আপনার বলার ধরনটা ক্যাচ করতে পারে নাই। আর মেক্সিমাম কমেন্টের ভিডিও না দেখে থামনেল/ টাইটেল দেখেই কমেন্ট করতেছে।
প্রীতম কাইন্ড অফ হাবীব স্যারেরই প্রোডাক্ট।
বাংলাদেশে হাবিবের চেয়ে ভাল শিল্পী আর হবে না। হাবিব সব সময় ই সেরা। হাবিব হাবিব হাবিব.........
অবশ্যই হাবিব ভাই বাংলার মর্ডান গানের কালজয়ী গায়ক, নোট প্লিজ মর্ডান গানের
অশ্লীল ভাষায় মমতাজের সাথে ভালো জুটি হিসাবে গান গাইতে পারবে।
২০০৮ সালে হাবিবের গান শোনেছিলাম,তখন আমাকে কেউ বলেনি ইনি হাবিব,তবে এতোটুক মনে হইছে যে এই শিল্পীর গান সবার থেকে আলাদা,,,এখনো পছন্দের তালিকায় হাবিব ওয়াহিদ সবার আগে❤
বাংলাদেশের সব মিউজিশিয়ান একদিকে আর হাবিব ওয়াহিদ অন্যদিকে।
Habib tahsan is the legends and pritom is just a kids Infront of them. Needless subject.
@@dcity285🤣🤣🤣🤣🤣🤣🤣
@@BangladeshStormChasersClub tahosan akdike Baki onno sob singer srekdike
কার সাথে কার তুলনা করেন!! বাংলা গানে পরিবর্তনের ছোঁয়ায এনেছে হাবিব। হাবিব এমন কয়েক প্রিতমের জন্মদাতা। হাবিবের সময় এ ধরনের প্রযুক্তি এবং ইন্টারনেটের ব্যবহার থাকলে প্রীতমকে খুঁজেই পাওয়া যেত না।
Exactly
হাবিব ভাইয়ের একটা গান প্রিতম এর ১০০ ও সমান হবেনা
Raght
হাবিব ১৯৯৮ এৱ দিকে আর্ক ব্যান্ডের কিবোৰ্ডিষ্ট ও ছিলেন যা হয়তো অনেকেৱই অজানা,,,,,,,
তাহসান আমার পছন্দের বাট
হাবিব এর ল্যাভেল অনেক উপরে, বাংলাদেশ হাবিব এক জনই।
Habib is a living legend,..proud of him
হাবিব ওয়াহিদের কন্ঠের সাথে কারো তুলনা হয় না হোক সে প্রিয়তম হাসান হোক সে তাহসান খান।
Habib is never a good vocal,he is a best music composer....😂😂😂😂
@@rubeldnmc2888 😊😊 তার জন্যই তার প্রথম তিন এলবাম এতোটা হিট হয়েছিল সেই সময় ৷ তারপরও কেউ গায়কের নাম জানতে চাই নাই ৷বা খোজ ও করে নাই | এলবাম তিনটার নাম বললে মানুষ হাবিবের নাম টাই আগে বলে 😊😊 যদিও সে গায়ক ছিলো না ৷ এইরকম কি আর কোন কম্পজারের বেলায় হয়েছে ??? তাইলে বোঝেন উনি কি জিনিশ ❤❤❤
শুধু প্রীতম নয়, বাংলার অনেক সঙ্গীতশিল্পীর ও Composer musician জন্মদাতা হলো হাবিব ওয়াহিদ। হাবিবের সাথে বাংলাদেশের কারো তুলনায় চলে না। আরিফিন রুমি, হৃদয় খান, ইমরান আরো অনেকেই এ এছাড়াও বিভিন্ন ব্যান্ড, তাহসান ও বালাম বন্ধু হলেও ওদেরকেও হাবিব হেল্প করেছে ভালো সুর তৈরী করতে।
You are right❤
হাবিব বাংলাদেশে একজনই!!
প্রিতম নিজেই তো হাবিবের স্টুডেন্ট এবং এখনো সে সব গান বানিয়ে আগে হাবিব ভাইকে পাঠায় উনি প্রয়োজন হলে কারেকশন করে দেয়। আর প্রিতমের এতো দূর আসার পিছনে হাবিব ভাইয়ের অবদান অনাবদ্য।
Habib correction kore dey? Haha, ei info koi paichen? Ekta reference den dekhi. Naki moner moto banalen?
@@ahsanulhaque4811right
আধুনিক বাংলা গানের সাথে পরিচয় করাইছে হাবিব ওয়াহিদ ভাই।❤ ❤
হাবিব ওয়াহিদ মানেই বাংলা মিউজিকের আধুনিকতার ছোঁয়া। উনার মত মিউজিক কম্পোজিসন বাংলাদেশে কেউ পারে নি, এমনকি কেউ পারবে না। প্রীতম আজ এতোদূর এসেছে এর অনেক অবদান তার গুরু হাবিব ওয়াহিদের আছে।
হাবিব আমার সবচেয়ে প্রিয় শিল্পী❤️❤️😱
তাহসান অবশ্যই অন্য সবার থেকে আলাদা জায়গায় থাকবে স্পেশালি আমাদের জেনারেশনের কাছে। তবে হাবিবের ব্যপারটা সম্পূর্ণই আলাদা লেভেলের। হাবিব বাংলা মিউজিক সিনারিওতে যে ধরনের মিউজিক এনেছেন, ভিন্ন ভিন্ন ধরনের যেসকল গান উপহার দিয়েছেন তা এক কথায় লিজেন্ডারি লেভেলের। তাহসানও লিজেন্ডারি লেভেলেরই একজন, অন্তত আমার কাছে বাট হাবিবের সাথে তার তুলনা করাটা একেবারেই বেমানান।
পুরো ভিডিওটা দেখেবেন। এইখানে কে ভাল কে খারাপ এই বিষয়ে আলোচনা করা হয়নি। আলোচনা করা হয়েছে প্রীতমের ক্যারিয়ার নিয়ে। প্রীতম এর ক্যারিয়ার এ কার প্রভাব বেশি। তার ক্যারিয়ার কার মত হতে যাচ্ছে সেইসব নিয়ে কথা হয়েছে।
আপনি তুলনা করেন নি কিন্তু থামনেলে ঠিকি তুলনা করেছেন, ভিউ পাওয়ার আশায়
বাংলাদেশে ক্ল্যাসিক মিউজিকের জন্মদাতা, হাবিব ওয়াহিদ সবার উপরে
হাবিব হলো বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির বস। প্রিতম তো হাবিবের ছাএ। হাবিবের কাছ থেকে মিউজিক কম্পোজিশন শিখছে, গান শিখছে আর গানের এই জগতে ইমরান থেকে সবাই হাবিবকে গুরু মানে
হাবিব বেটার দ্যান তাহসান।আপনি তাহসানের ভক্ত হতেই পারেন তাই বলে কি একজন গানের জগতে অফকোর্স হাবিব এগিয়ে থাকবে।প্রিতম,রুমি,ইমরান এরা সহ আরো অনেকে গুরু মানে।
এখানে কাওকেই বেটার দ্যান কিংবা লেস দ্যান প্রমাণ করা হয় নাই। কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন।
হাবিব এর সাথে কারো তুলনা চলে কি? এতবছরের সফল ক্যারিয়ার কারো আছে কি? সে যেভাবে বাংলা সংগীত জগতে বড়সড় একটা পরিবর্তন এনেছিলেন সেটা আর কে করতে পেরেছে? তার মত সফল জিংগেল নির্মাতা এই উপমহাদেশেই নেই। দুই বাংলায় যতজন মিউজিশিয়ান হাবিবকে অনুসরন করে এরকম বাংলায় আর কে আছে? এত জনপ্রিয় বাংলা সিনেমার গান এক যুগের মধ্যে আর কে দিতে পেরেছে? এতগুলো সফল এলবাম আর কার আছে? আরো অনেক বিষয় আছে যা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি মনে করি হাবিব আর ফুয়াদের সাথে বাংলাদেশের কারো তুলনা করাটা বোকামি হবে, কারন তাদের ধারেকাছে আর কেউ কখনো পৌছাতে পারবে না কারন এখন এত কাজ করার মত ফিল্ড ই নেই। কেউ চাইলেই এখন একটা সলো অডিও এলবাম রিলিজ করে সফল হতে পারবেন না আগের মত করে এটাই বাস্তবতা।
সবার গুরু তো হাবিব ওয়াহিদ আর এটা ওরাও মানে কারণ তাদের কে শিখিয়েছে বলে হাবিব
@@KothaHokOhetuk ভিডিও দেখার রুচি নাই।হাবিবের সাথে আপনি তুলনা করেন কিভাবে সেটা বুঝান। যাদের সাথে তুলনা করে ক্যাপশন দিলেন সেই প্রিতম হাসান ই এক ইন্টারভিউতে বলেছিলো সাইকেল চালিয়ে হাবিবের কাছে যেতো গানের কম্পোজ শিখতে।
মাথায় যদি কিছু থাকে তবে এরকম ক্যাপশন দিতেন না।
ফালতু এক নাম্বার
সহমত ভাই। তাহসান জনপ্রিয় হতেই পারে। কিন্তু হাবিবের জায়গা কখনো আসতে পারবে না। হাবিব হাবিবই। তাহসানের এমন কোন গান গাই যে মানুষ কয়েক যুগ পরেও শুনবে। যখন শুনে তখন পর্যন্তই। @@fazlayrabbi4764
আরে ভাই, হাবিব ওয়াহিদ বাংলাদেশের সর্বকালের সেরা মিউজিক কম্পোজার , হাবিব সেরার সেরা 🔥🔥🔥
♥হাবিব ওয়াহিদ বাংলা গানের বাপ আর কিছু নাম করা শিল্পির দাদা।
উদাহরণঃ বালাম,আরেফিন রুমি, ইমরান, পরশি, কাজি শুভ আরো অনেকে।
Habib kivabe balam er dada holo? Jekhane tara ek e boyosi, r Dujon friend.
R poshi, arefin rumi era kono jaat er singer na.
এই পৃথিবীতে দ্বিতিয় হাবিব ওয়াহিদ আর আসবেনা কি সেইটা সিওর না
আর কোথায় প্রিতম 😂😂😂
হাবিব ওয়াহিদ একজন মানসম্মত গানের গায়ক। উনার কিছু গান আছে এগুলা শুনলে মনে হয় বোধহয় হৃদয়ের ভিতর থেকে আসা কথা গুলা এতোটা চমৎকার।
প্রিতম ই সেরা অন্য শিল্পীদের চেয়ে ❤❤❤
রাইট 😊
Pure artistic point of view থেকে বিদেশী বিভিন্ন চ্যানেল দেখতাম। আজকে এমন একটা বাংলা চ্যানেল আবিষ্কার করলাম! Subscribed!
চ্যানেল টা ভালো, এগিয়ে যান সাবস্ক্রাইব করলাম
Habib is a legend. No comparison with habib
Habib vai all time Best❤
ভাইরে ভাই কোথায় হাবিব আর কোথায় প্রিতম । হাবিবের সাথে তুলনা করাই বৃথা
No comparison between Habib, Tahsan and Pritom.. three are best in their own ways... we need more and more, talented people like them
প্রিতমের গান ভালো লাগে ঠিকই । কিন্তু প্রিতমের চেয়ে প্রতিকের গান বেশি ভালো লাগে।
প্রীতম এর গান গুলা ৯৯% ছাপরি মার্কা।
হাবিব অবশ্যই তাহসান এর চেয়ে এগিয়ে।
তবে প্রীতম হাসান, হাবিব তাহসান কারো ধারে কাছে নেই
perfect
হাবিব কে গুরু মানে এই পোলা।। সে বেস্ট এভার❤️❤️
সেই ২০০২ থেকে আজ ২০২৪ অব্দি - তাহসান খান
always ❤
কই হাবিব আর কই প্রিতম🤣। ১০০ প্রিতম = ১ হাবিব ওয়াহিদ🔥। টাইটেল চেইঞ্জ করেন মিয়া।
আরে ভাই হাবিব এর খালি গলায় গান সুনছেন? খালি গলার গান সুনে দেইখেন।
@@mdkawsarhossain87 হাবিবের ব্যাপারে আমারে কিছু জানানো লাগবোনা। আপনার কিছু জানার থাকলে বলেন।
@@iproduction7225 Can we read your PhD thesis on Habib Wahid, Dr?
@@mdkawsarhossain87হাবিবের খালি গলায় আর রেকর্ডেড গলার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু প্রিতম তার গানে অতিরিক্ত মাত্রায় অটোটিউন ব্যবহার করে। হাবিবও ব্যবহার করে তবে মাত্রা রেখে।
Habib Wahid is best legend ❤❤
আপনি তাহসানের সাথে হাবিবের তুলনা করছেন!!!! হাবিবের মত শিল্পী বাংলাদেশে আর আছে বলে মনে হয় না....হাবিব is the boss❤❤❤ Habib best❤❤❤ হাবিবের সাথে কারও তুলনা হয়না।।।
Habib musicians that it, not gd singer
হাবিবের ২০০৬-২০০৯ পর্যন্ত যে ক্রেজ ছিলো তা আর কারো নেই। প্রীতম কখনো হাবিবের কাছাকাছি ও হতে পারবে না
হাবিব কিন্তু প্রিতমের গুরু।হাবিবের কাছ থেকে প্রিতম মিউজিক শিখেছে
কাইন্ডলি ভিডিও টা দেখবেন। ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত কথা বলেছি।
খালিদ হাসান মিলু, আসিফ আকবর, হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান ❤
হাবিব ভাইকে নিয়ে একটা ভিডিও বানান
প্রতম হাসানের গুরু হাবিব।। হাবিব হচ্ছে মর্ডান গানের জনক ❤❤❤ আপনি ইতিহাস ঘেটে দেখেন মর্ডান গানের শুরু হয়েছে হাবিবের হাত ধরে।।। আর প্রতমের গানের হাতে খরি হাতি হাবিবের হাত ধরে❤
হাবিবের সাথে কারো তুলনা চলে না।
Good work! I am glad someone is making these videos.
পশ্চিম বাংলা ও বাংলাদেশের প্রায় ৮০% মিউজিক ডিরেক্টর একদিন আর হাবিব ওয়াহিদ আরেকদিন। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত হাবিবের সকল গান আর বিজ্ঞাপনের মিউজিক গুলা চেক করেন।
ছোট বেলায় হাবিব আর আসো মামা হে, লোকাল বাস এর পর প্রিতম হাসান
দুজনই ফেবারিট 💝
প্রীতম কে প্রথম শুনছিলাম ভাইরাল ভাই নামের গান দিয়ে,,,, জোস ছিল
আমি হাবিব আর তাহসান কাউকে কম বেশি বলবোনা কারণ তাহসানের আংগুল গানটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়
ভাই হাবিব অন্য লেভেলের সিঙ্গার । কারো সাথেই তুলনা চলে না । তবে সবার চয়েস এক না
Apni onk dur jete parben continue video dite thaken insallah apni sofol hoben..apnar koyekta video dekhe ami ata analysis korte prechi
ভাই হাবিব একজন জীবন্ত কিংবদন্তী, উনাকে নতুন কারো সাথে তুলনা চলে না।হাবিব ওয়াহিদ বাংলাদেশে একজন ই।
আপনার video গুলো best brother😊
আরফিন রুমি কে নিয়ে ভিডিও চাই প্লিজ
this chanel is doing very well. Keep going
প্রিতম অবশ্যই ভালো, তাহসানও ভালো, তবে হাবিবের সাথে এদের তুলনা কোনো এঙ্গেলেই চলে না। হাবিব অলয়েস বেস্ট ♥️
হাবিব সেরাদের সেরা❤
কত শিল্পি এল গেল কিন্তু হাবিবের মত জনপ্রিয়তা কে ধরে রাখতে পেরেছে? কিছুদিন পরেই হারিয়ে যায়।
হাবিব ওয়াহিদ একটাই🖤
হাজার বছরেও আর আসবে না হাবিবের কেনো কপি😏
প্রিতম বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির সম্পদ।
আরফিন রুমি, ইমরান, প্রিতম সবার গুরু হলো অনলি ওয়ান হাবিব ওয়াহিদ
Sajid Sarkar, Naved Parvez er o
Habib wahid ❤
Habib sera kintu❤👌💪🥰
সর্বকালের সেরা গায়ক হাবিব।।।। ভুলেও হাবিবের সাথে কাউকে মিলাতে আসবেন না।
Habib wahid melody's always best...
গানগুলো একটু বাজিয়ে শোনার সুযোগ করে দিলে ভিডিও আরও ভালো হতো
প্রিতমের গান শুনলেই আমার কেন জানি রাগ উঠে, 🫤
হিরো আলমের গান শুনেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে 😊
যারা গান করে তাদের জীবন শেষে এরকম হবেই
এটা প্রিতম ও তার ভাইয়েরও শেষ সময়ে এরকমটা হবার স্বভাবনা আছে
হাবিব হল বাংলাদেশের এ আর রহমান ❤❤
প্রিতম হবে প্রিতম এর মতো ❤❤
Habib r Tahsan senior to Pritom. Tahsan is brilliant,decent and polite, he has strong personality. Habib has talent in music only. But not so decent like Tahsan and Pritom. Pritom is junior and he is very humble, he knows how to respect others. Tahsan er cheye Pritom er acting onek better. Pritom is a good soul I wish him all the best.
প্রিতম হাসানের কয়টা হিট গান আছে পরবর্তী ভিডিও তে জানাবেন। আতেল
Pritom always good going !
Best of Luck pritom ✌️!
চমৎকার একটা যুক্তি তুলে ধরেছেন ধন্যবাদ ❤
ভাই comparison জিনিসটাই ভালো না
তাহসান নিজের জায়গায় ভালো ঠিক সেই ভাবে হাবিব নিজের ভালো উনারা ২ জনই Legend
প্রিতম এর নিজস্ব স্টাইল রয়েছে সে modern হাবিব ওয়াহিদ ও না আবার তাহসান খান ও না সে হচ্ছেন প্রিতম হাসান
We love them all😊
ভাই আপনার কথায় ৫০% একমত হলাম ।পুরোটা পারলামনা | আপনি বলতে পারতেন সবার পছন্দ এক না ' তাহসান ও ভালো গায়ক তার ও বেশ কিছু ভালো গান আছে ৷আপনি বললেন হাবিব, তাহসান দুই জন ই লিজেন্ড | তাহসান কোন দিক থেকে লিজেন্ড একটু যদি বলতেন ? ??
@@Rockstar-gs5oc Sorry ভাই এটা আমার নাম লেখায় ভুল হয়েছে
ভিডিওর কন্ঠটিও প্রীতমের ❤
ওনার বাবা খালেদ হাসান মারা যাবার পর ওনার অনেক কষ্ট করেছেন। দোয়া করি বাবার চেয়ে এগিয়ে যাও।❤
হাবিবের উপরে উঠতে পারবে না কেউ ই...আর এ তো পিচ্চি..হাবিব কিংবদন্তি..আধুনিক মিউজিক এর শুরু করে হাবিব..দুই একটা হিট মিউজিক দিয়ে কয়দিন আবার শেষ...কতো এলো গেলো...আর এ তো হাবিবের শিষ্য...😂😂😂
Pritom hasan fan ❤❤
তুফান সিনেমায় কিন্তু হাবিব ওয়াহিদ বসের গান আছে। 💞
congratulation bro to 5k subscriber. you video making , research all the gem .i am also new youtuber hope so we will colab some day
Tar boro vai, habib er kase pritom er nam suggest na korle eto dur aste parto na. Big brother ❤️
হাবিব ওয়াহিদ 👍🏻
কার সাথে কার তুলনা দেয় হাবিব ভাইয়ের একটা গান প্রিতমের ১০০ গান ও সমান হবেনা
Quality content 🎉
আমি জানি তাহসানের অনেক ভক্ত ৷ ব্যাক্তিগত, গান, অভিনয় সব মিলিয়ে তার ভক্ত আছে ৷ তবে গানের দিক থেকে হাবিবের সাথে তার তুলনা করাটাও আমার কাছে পাগলের প্রলাপ মনে হয় ৷ আপনি দুই একটা ভালো গান দিয়ে কিছু দিন সবার মুখে মুখে থাকতেই পারেন তবে কখনই লিজেন্ড হইতে পারবেন না ৷ লিজেন্ড হইতে হইলে আপনার আলাদা দক্ষতা , ট্যালেন্ট থাকতে হবে ৷ দুই একদিন মুখে মুখে থাকার তালিকায় প্রিতম, তাহসানকে রাখবো তারা যতোই মিলিয়ন ভিউ পাওয়া গান উপহার দিক না কেনো
হাবিবের গান মানেই❤️❤️
হাবিবের সাথে কারো তুলনা হবে না সে বাংলা গানের যুবরাজ
Habib Wahid ❤❤❤
Akash Mahmud ke niye akta video dekhte cai
Habib is legend
হাবিব বাংলা মিউজিককে একাই ১০ বছর এগিয়ে দিয়েছে। হাবিবকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো সময় করে।
হাবিব❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
গান সুন্দর সবার ই তবে বেস্ট হলো হাবিব সে সবসময় প্রাণবন্ত গান উপহার দেয়।
ওরা সবাই আমাদের বাংলাদেশের গর্ব
হাবিব হলো বস,কার সাথে কার তুলনা।।
সেদিনের প্রীতম, আসছে হাবিবের কম্পেয়ারে।
অসাধারণ ❤
হাবিব ওয়াহিদের সাথে অন্য কারো তুলনা করবেন না🙏
অনেক সুন্দর প্রেজেন্টেশন
হাবিব নিজেই তার তুলনা❤❤
Habib Sir🥰💖💖💖💖🥰
Habib is the master of the masters. ❤
Aurthohin and Bassbaba Sumon niye video banan please..
হাবিব,ফুয়াদ,তপু,তৌসিফ,বালাম এরা বাংলা গান যখন আইসিউতে ছিলো তখন তারাই পুনরুজ্জীবিত করে।