আপনাদের চ্যানেলের প্রায় 90% গল্প এই কয়েকদিনের মধ্যে শুনে ফেলেছি । অসাধারণ! আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, গল্পের ছলে এই মহাকাব্যটা শুনে অনেকটাই উপকার হল। পড়েও অনেক সময় অনেক কিছু মনে রাখা যায় না । এই গল্পটা শুনে সব চোখের সামনে ভেসে উঠল। আর কখনো ভুলব না গল্পটা। এই মহাকাব্যটা ইংরেজি সাহিত্যের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ । ধন্যবাদ । গাউয়িন অ্যান্ড দা গ্রিন নাইট গল্পটা কাল শুনব ❤❤
Hya ami eng hons niye porchi ei golpo ta 1 hr er moddhe sune bujhe nite parlam ..erokom aro kichu epic novel esb kichur e erkom vabe uposthapon korle r o upokrito hobo ,echara golper chole onno rao jante parbe ...ek kotha eta ekta onoboddo uposthapona
উপন্যাসের থেকেও সবচেয়ে যেটা ভালো লেগেছে তা হলো যারা এই উপন্যাস পাঠ করেছে তাদের বলার ধরন।এক কথায় অসাধারণ। আমার একটাই অনুরোধ এই ধরনের বক্তাদের কাছে যেন সকল ধরনের উপন্যাস শুনতে পাই ❤❤❤
অনেকদিন আগে এই ইউটিউবেই একটা ডকুমেন্টারি দেখেছিলাম এই ব্যেউলফ মিথ নিয়ে। আজ আপনাদের গল্প শুনে বুঝলাম কেন এটা পশ্চিমের এত জনপ্রিয় মিথ। দারুণ কাজ। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। এরকম উৎকর্ষ মানের কাজ ভবিষ্যতেও পেতে চাই, তাতে আপলোড দেরি করে হলে হোক। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। 💐
অনবদ্য নিবেদন। বহুদিন আগে পড়া গল্প টি আবার চোখের সামনে দেখতে পেলাম যেন। ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। কিন্তু লোভ তো বেড়ে গেলো মশাই। কান টা আপনার গলাতে paradise lost সোনার জন্য নিশপিশ করছে এবার এ। গরিব এর আবেদন টা নিবেদন করা যায় কিনা ভেবে দেখবেন।
You guys are just amazing,being a student of English Literature I really feel privileged to hear such epics in my own language...Hats off guys....Hoping for such more great translations from you guys...lots of love...
এটা একটা অসাধারণ কাজ হয়েছে, বলাই বাহুল্য। আগেও হয়েছে বেশ কয়েকটা। এবার Frankenstein বা Picture of Dorian Gray করে আরো কিছু দৃষ্টান্ত স্থাপন করার অনুরোধ রইল।
একটি সত্য কথা বলবো । ছেলেবেলা থেকে বাংলা, ইংরেজি, ফরাসি, রুশ, এমন কোনো ভাষার গল্প ও গল্পের অনুবাদ নেই যে পড়তুম না । শিশুতোষ "ব্যেউলফ" বড্ড একঘেয়ে লেগেছিলো । বড়বেলায়ও এই কাহিনী মন টানেনি । আজ এই প্রথম "ব্যেউলফ" এর রোমাঞ্চ অনুভব করলাম । এ সবই আপনাদের পরিবেশনার গুন। আশা করি এভাবেই চালিয়ে যাবেন, আরো বড় ও সফল হবে আপনাদের প্রয়াস । শুভ কামনা রইল ।
সত্য বলতে Sunday suspens এর পর অপনাদের অপেক্ষায়ই থাকি।তখন আপনারই প্রথম পছন্দ।গল্প নির্বাচনে আপনারা কখনোবা তাদেরকেও ছাড়িয়ে যান।আর আপনার উচ্চারণ সুন্দর। অন্তত যতগুলি চ্যনেল শুনি আপনি উচ্চারণের ক্ষেত্রে প্রথম তিনে,নিরন্তর শুভকামনা।(বাংলাদেশ থেকে)
এই মহাকাব্যটা না থাকলে হয়তো লর্ড অফ দ্য রিংস লেখা হত না! কুর্নিশ সেই অজ্ঞাতনামা স্রষ্টাকে! আর অসংখ্য ধন্যবাদ ভেল অফ টেলসকে এই দুর্দান্ত উপগাথাটি বাংলায় উপস্থাপন করার জন্য! আর আমার মতে অভিব্রতর করা সেরা পোস্টারগুলির মধ্যে এটা একটা।
কেমন আছেন পবিত্র দা? এই ব্যাপারে আমি যেটুকু জানি তা হলো Early Germanic tribes (Angles, Saxons, Jutes etc) দের মৌখিক গাথা কে Christianize করে Early catholic priests রা এটা latin এ লেখে । এটা সম্ভবতঃ British isles এ Second Roman invasion/era এর ঘটনা ।ভুল বললে শুধরে দেবেন শীর্ষেন্দু দা ।
@@mrinmoymondal1135 একটু ভুল হয়ে গেল। এটা christianize করে লেখা নয় বরং একটি প্রাচীন pagan থিমের মধ্যে কিছু কিছু Christian element ভরে দেওয়া হয়েছে। একে আমরা বলি interpolation. আর Britain এ কোনোদিনই দ্বিতীয়বার রোমান invasion ঘটেনি। রোমানরা চলে যায় around 190 থেকে 200AD এর মধ্যে আর 239AD এর আশেপাশের সময় Angles, Saxons ও Jutes নামে তিনটি যাযাবর Nordic গোষ্ঠী এসে এখানে বাসা বাঁধে। এই কাহিনী তাঁদেরই রচিত, কিন্তু মৌখিক লোককথার আকারে। তাঁরা লিখতে জানতেন না। 597AD তে St. Augustine ব্রিটেনে আসার পর খ্রীষ্টান মিশনারিরা লেখার পদ্ধতি নিয়ে এলেন। তাঁরা এইসমস্ত কাজকে archive করতে শুরু করলেন। তাঁরাই কিছু কিছু Christian element এখানে ঢুকিয়ে দেন। আর এই সমস্ত কাহিনী লেখা হয়েছিল Old English West Saxon ও Northumbrian dialect এ, Latin এ কখনোই নয়।
@@mrinmoymondal1135 আমি বেশী কিছু জানিনা, তবে এইটুকু জানি টোলকেইন নিজে এই উপগাথা থেকে ইন্সপায়ার্ড ছিলেন খুব, ওই ড্রাগনের সিকুয়েন্সটা থেকেই বোঝা যায়। উনি নিজেও বোধহয় একবার কোথাও বলেও ছিলেন।
অসাধারণ, ব্যেউলফ এর সাহসিকতা সত্যিই অভাবনীয় ❤️❤️❤️ love from Bangladesh. Beowulf 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 English literature না পরলে এই বীরের কথা অজানাই রয়ে যেতে 🙂
শীর্ষেন্দু দা নমস্কার । কেমন আছেন? বাড়িতে সবাই ভালো তো? আমার ভাবতেও ভালো লাগে যে এই Channel যখন লোকচক্ষের বাইরে ছিল তখন থেকেই আমি আপনাদের fan ছিলাম । As a former student of English literature, this is a big treat. আর আমি যদিও জানি যে Metamorphosis একটু বেশিই Gloomy হয়ে যাবে কিছু ' তন্ত্র গল্প কবা হবা' type listener দের কাছে (Don't mean to offend anyone but a truth is a truth) তবুও আপনাকে Gregor Samsa হিসেবে বা Hunger Artist হিসেবে শুনতে লোভ হয় । আপনার সাথে literature এর গল্প করার কোনোদিন সুযোগ হলে লুফে নেবো । An Uzumaki-filled respect for you. ভালো থাকবেন ।
নমস্কার🙏❤️. আমরা ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। কাফকা করার কথা আমরা অনেকবার ভেবেছি। তবে ওই যে গ্লুম। তাও আপনি যখন বলছেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব ❤️❤️❤️
শীর্ষেন্দু তোমাকে অজস্র ধন্যবাদ, স্যার গাওয়াইন এর মত আজকের এই বিদেশী কাব্যগুলো আমাদের পাঠ্যের বাইরেই থাকে। তোমরা এগুলো অনবদ্য সুললিত অনুবাদের মাধ্যমে আমাদের উপহার দিচ্ছো তার জন্যে এই ধন্যবাদ তোমার প্রাপ্য। আবার অপেক্ষায় রইলাম এমনই বিদেশী সাহিত্য শোনার জন্যে।
Dada ei ekta jinis e tomader badbakider theke alada kore dey, just mind-blowing ❤️...... The most encient English er ek omor sristi k j tomra atto sundor bhabe upposthapona korechi- mon vore galo........ Sound effects to borabor e valo chilo, tar sathe golpotar moddhe Arnob dar onno ekta voice sunte pelam, r tomar voice er to kono tulona e hoyna..... Just ossadharon ❤️ Keep it up Vale of Tales ❤️, all the best ❤️❤️❤️
Studied the poem of beowulf in history of English literature in class 11... Relieved the memories today.. wonderful presentation.. Besides Beowulf, there are many other Old English poems. Widsith, Genesis A& B, Exodus, The Wanderer, The Seafarer, Wife’s Lament, Husband’s Message, Christ and Satan, Daniel, Andreas etc. You can explore these stories as well...
Thank you so much🙏😇❤️ those poems you mentioned were found in mere fragments and it is extremely difficult to construct an entire audio story out of each of them. But still, we shall definitely try☺️🙏
Poster ta marattok! One of the best🤩🤩.....R "Beowoulf" 💐💕....... Oshadharon laglo😊😁😎🤗...... Presentation niye kichu bolar nei, darun #ValeofTales 🤩😁😊💕....... Lots and lots of good wishes 😊🤗💐✨.......
Beowulf animated movie dekhe chilam, original story theke movie ta pura alada plot chilo. Anyway, very beautiful presentation, ebar ektu lovecraftian horror hoe jak, the mound story korle khub valo hobe. 👍😎
Amazing experience!! 💜💜 I came across this piece of literature during my University days when I was a student of English literature. I thank and congratulate the entire team of 'Vale of Tales' for this unique endeavour. 👍🏻👍🏻
Another great presentation... Sir gawain er por ebar beowulf... Darun osadharon... Prttek bar 1 1ti notun golpo sonar por.. Channel ti k aro besi kore valobese felchi... Darun osadharon... Sobdo nei bolar mto... Opekkhai thaki notun golper asai.. Onek valobasa roilo ❤️
Ki j bolbo thanks bolleo kom hobe.. Channel ta open korar por Ei epic dekhe matha nosto hoye gelo Khusite 😍😍💖💖 Vale of Tales etogula valobasa r Dhonnobad roilo Bangladesh theke 🌹🌹🌷🌷
Can't explain it..as a student of English literature..it is a delight to ears..💜💜porechilam but first sunlam.. asadharon. Shirshendu da..♥️♥️ hope to get more stories of English literature ..odyssey tao bolo pls Shirshendu da.
aie channel er uniqueness holo selection of story ar tar sathe dada r swagata di er narration onnoboddo...aj ajker aie golpo er toh kono tulona hoe na...VOT er views and comments o barche aie channel o khub taratarie one of the best audio story channel hobe
I don't believe that sir your can make this real story many many thanks I don't find how to congratulations your team god bless your team sir. you make a lot of videos for poor students
Ki asombhob valo aapnader poribeshona...golpo shunte shunte oi jugei chole gechhilam...aami ei Beowulf movie ta dekhechhi....setao Khub valo legechhilo...kintu nijer matri vashay ei rokom poribeshona shune aami aapluto....Khub valo thakben....🙏🙏
@@ValeofTales dhonnobad....aapnader ekta kotha bolar khub echhe...sets holo, aanek audio channel Bram Stoker er Dracula korechhen...kono tar poribeshona besh valo legechhe to konota kharap....aamar anurodh je, Jodi sambhob hoy, tobe apnara Dracular puro uponyash ti Jodi aamader shonan, Tahole Khub valo hoy....aar aamar biswas sob theke valo aapnarai korben...dhonnobad...😊❤🙏
আপনাদের চ্যানেলের প্রায় 90% গল্প এই কয়েকদিনের মধ্যে শুনে ফেলেছি । অসাধারণ! আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, গল্পের ছলে এই মহাকাব্যটা শুনে অনেকটাই উপকার হল। পড়েও অনেক সময় অনেক কিছু মনে রাখা যায় না । এই গল্পটা শুনে সব চোখের সামনে ভেসে উঠল। আর কখনো ভুলব না গল্পটা। এই মহাকাব্যটা ইংরেজি সাহিত্যের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ । ধন্যবাদ ।
গাউয়িন অ্যান্ড দা গ্রিন নাইট গল্পটা কাল শুনব ❤❤
Thank you so much😊🙏❤️
Hya ami eng hons niye porchi ei golpo ta 1 hr er moddhe sune bujhe nite parlam ..erokom aro kichu epic novel esb kichur e erkom vabe uposthapon korle r o upokrito hobo ,echara golper chole onno rao jante parbe ...ek kotha eta ekta onoboddo uposthapona
উপন্যাসের থেকেও সবচেয়ে যেটা ভালো লেগেছে তা হলো যারা এই উপন্যাস পাঠ করেছে তাদের বলার ধরন।এক কথায় অসাধারণ।
আমার একটাই অনুরোধ এই ধরনের বক্তাদের কাছে যেন সকল ধরনের উপন্যাস শুনতে পাই ❤❤❤
Thank you so much❤️😊
অনেকদিন আগে এই ইউটিউবেই একটা ডকুমেন্টারি দেখেছিলাম এই ব্যেউলফ মিথ নিয়ে। আজ আপনাদের গল্প শুনে বুঝলাম কেন এটা পশ্চিমের এত জনপ্রিয় মিথ। দারুণ কাজ। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। এরকম উৎকর্ষ মানের কাজ ভবিষ্যতেও পেতে চাই, তাতে আপলোড দেরি করে হলে হোক। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। 💐
অনেক ধন্যবাদ❤️❤️🙏😇
গল্পের শেষে আর চোখের জল ধরে রাখতে পারলাম না
চোখ বুজে গল্পটা শোনার সময় যেনো অজান্তেই কখন গল্পের মধ্যে প্রবেশ করে গিয়েছিলাম
সত্যিই অসাধারণ গেয়েছেন
অনেক ধন্যবাদ😊😊
Are you a student of English Literature?
অনবদ্য নিবেদন। বহুদিন আগে পড়া গল্প টি আবার চোখের সামনে দেখতে পেলাম যেন। ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। কিন্তু লোভ তো বেড়ে গেলো মশাই। কান টা আপনার গলাতে paradise lost সোনার জন্য নিশপিশ করছে এবার এ। গরিব এর আবেদন টা নিবেদন করা যায় কিনা ভেবে দেখবেন।
Thank you so much😊. Amra nischoi chesta korbo🙂
That will be great. Amio opekhay thaklam.
এই গল্পটা পড়ার সময় এর ভেতরে চলে গেছিলাম। সত্যি অসাধারন একটা গল্প সিলেক্ট করেছেন আপনারা। আশা করি খুব ভালো লাগবে শুনতে
😊😊
You guys are just amazing,being a student of English Literature I really feel privileged to hear such epics in my own language...Hats off guys....Hoping for such more great translations from you guys...lots of love...
Thank you so much❤️🙏😇
"Beowulf" j audio story hisabe sunte pabo, eitai kakhono kalpona korte parini..Toder ei kaaj ke ek kathae EPIC e bolte hocche..asadharon bhabnake asadharon rup diechis tora..thank you!
Thank you dear☺️❤️❤️
এটা একটা অসাধারণ কাজ হয়েছে, বলাই বাহুল্য। আগেও হয়েছে বেশ কয়েকটা।
এবার Frankenstein বা Picture of Dorian Gray করে আরো কিছু দৃষ্টান্ত স্থাপন করার অনুরোধ রইল।
Thank you so much😊. Amra nischoi chesta korbo🙂
Kub VALO...darun....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Aro darun sob galpo pabo asha rakchi.
Thank you so much❤️🙏😇
Sir gawain por osadharon প্রতিস্থাপনা শীর্ষেন্দু দা র স্বাগতা দি তোমরা genius।
Thank you so much❤️❤️🙏🙂
আমার মতো গৃহবধূদের ঘ্যানঘেনে দিনগুলো রোমাঞ্চিত করে তোলার জন্য ধন্যবাদ vale of tales.
আরো আরো অনেক গল্প চাই।
Thank you so much❤️🙏😇 nischoi aro anek galpo asbe
বাংলাদেশ থেকে ভালবাসা। স্যার গ্যওয়েইন গল্পটার পর এটাও অসাধারণ একটি এপিক।
Thank you so much❤😇🙏
ধন্যবাদ🙂🙏❤️
@@ValeofTales যারা ইংরেজি সাহিত্যের ছাত্র ছাত্রী তাদের এই গল্পটা অনেকটাই কাজে লাগবে । গাউয়িন অ্যান্ড দা গ্রিন নাইট গল্পটা কাল শুনব ❤❤
Beowulf is the first Epic of English Literature. Thanks a lot for uploading.
Thank you so much😊🙏❤️
Always Welcome upload such more interesting stories.
Translation was epic. Shirshendu and Swagata, my heartiest congratulations for your effort and presentation.
Thank you so so much😊🙏❤️❤️
এটাকে গদ্যতে রুপান্তর করার জন্য ধন্যবাদ। দারুণ উপস্থাপন ❤️❤️❤️🏅🏅🏅
Thank you so much❤️🙏😇
Vale of tales এর প্রেমে পড়ে গেছি। ভীষণ ভালো
Thank you so much❤🙏😇
খুবই অসাধারণ একটি মহাকাব্য। একজন মহান বীরের বীর গাথা । সত্যিই শুনতে খুবই ভালো লাগলো।
Thank you so much❤️🙏😇
একটি সত্য কথা বলবো । ছেলেবেলা থেকে বাংলা, ইংরেজি, ফরাসি, রুশ, এমন কোনো ভাষার গল্প ও গল্পের অনুবাদ নেই যে পড়তুম না । শিশুতোষ "ব্যেউলফ" বড্ড একঘেয়ে লেগেছিলো । বড়বেলায়ও এই কাহিনী মন টানেনি । আজ এই প্রথম "ব্যেউলফ" এর রোমাঞ্চ অনুভব করলাম । এ সবই আপনাদের পরিবেশনার গুন। আশা করি এভাবেই চালিয়ে যাবেন, আরো বড় ও সফল হবে আপনাদের প্রয়াস । শুভ কামনা রইল ।
অনেক ধন্যবাদ❤️🙏🙂
সত্য বলতে Sunday suspens এর পর অপনাদের অপেক্ষায়ই থাকি।তখন আপনারই প্রথম পছন্দ।গল্প নির্বাচনে আপনারা কখনোবা তাদেরকেও ছাড়িয়ে যান।আর আপনার উচ্চারণ সুন্দর। অন্তত যতগুলি চ্যনেল শুনি আপনি উচ্চারণের ক্ষেত্রে প্রথম তিনে,নিরন্তর শুভকামনা।(বাংলাদেশ থেকে)
Thank you so much❤😇🙏
অনেক অনেক ভালো লেগেছে, যেকোনো জিনিস শুদ্ধ বাংলা ভাষায় শুনতে এত ভালো লাগে ❤️আপনাদের অনেক ধন্যবাদ ❤️ভালোবাসা রইল।
অজস্র ধন্যবাদ!❤️😇🙏
First class sound quality and effects. The performance of the vocal artists are mind-blowing. Great experience.
Thank you so much❤️🙏🙂
এই মহাকাব্যটা না থাকলে হয়তো লর্ড অফ দ্য রিংস লেখা হত না! কুর্নিশ সেই অজ্ঞাতনামা স্রষ্টাকে! আর অসংখ্য ধন্যবাদ ভেল অফ টেলসকে এই দুর্দান্ত উপগাথাটি বাংলায় উপস্থাপন করার জন্য! আর আমার মতে অভিব্রতর করা সেরা পোস্টারগুলির মধ্যে এটা একটা।
Thank you so much dada❤😇🙏
কেমন আছেন পবিত্র দা?
এই ব্যাপারে আমি যেটুকু জানি তা হলো Early Germanic tribes (Angles, Saxons, Jutes etc) দের মৌখিক গাথা কে Christianize করে Early catholic priests রা এটা latin এ লেখে । এটা সম্ভবতঃ British isles এ Second Roman invasion/era এর ঘটনা ।ভুল বললে শুধরে দেবেন শীর্ষেন্দু দা ।
@@mrinmoymondal1135 একটু ভুল হয়ে গেল। এটা christianize করে লেখা নয় বরং একটি প্রাচীন pagan থিমের মধ্যে কিছু কিছু Christian element ভরে দেওয়া হয়েছে। একে আমরা বলি interpolation. আর Britain এ কোনোদিনই দ্বিতীয়বার রোমান invasion ঘটেনি। রোমানরা চলে যায় around 190 থেকে 200AD এর মধ্যে আর 239AD এর আশেপাশের সময় Angles, Saxons ও Jutes নামে তিনটি যাযাবর Nordic গোষ্ঠী এসে এখানে বাসা বাঁধে। এই কাহিনী তাঁদেরই রচিত, কিন্তু মৌখিক লোককথার আকারে। তাঁরা লিখতে জানতেন না। 597AD তে St. Augustine ব্রিটেনে আসার পর খ্রীষ্টান মিশনারিরা লেখার পদ্ধতি নিয়ে এলেন। তাঁরা এইসমস্ত কাজকে archive করতে শুরু করলেন। তাঁরাই কিছু কিছু Christian element এখানে ঢুকিয়ে দেন। আর এই সমস্ত কাহিনী লেখা হয়েছিল Old English West Saxon ও Northumbrian dialect এ, Latin এ কখনোই নয়।
@@mrinmoymondal1135 আমি ভালো আছি দাদা। আপনি ভালো আছেন তো?
@@mrinmoymondal1135 আমি বেশী কিছু জানিনা, তবে এইটুকু জানি টোলকেইন নিজে এই উপগাথা থেকে ইন্সপায়ার্ড ছিলেন খুব, ওই ড্রাগনের সিকুয়েন্সটা থেকেই বোঝা যায়। উনি নিজেও বোধহয় একবার কোথাও বলেও ছিলেন।
After a long long time this story took me beyond the panorama of this world.. speechless spellbound!!
Thank you so much❤️😇🙏
অসাধারণ, ব্যেউলফ এর সাহসিকতা সত্যিই অভাবনীয় ❤️❤️❤️ love from Bangladesh.
Beowulf 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
English literature না পরলে এই বীরের কথা অজানাই রয়ে যেতে 🙂
😊❤️🙏
শীর্ষেন্দু দা নমস্কার । কেমন আছেন? বাড়িতে সবাই ভালো তো?
আমার ভাবতেও ভালো লাগে যে এই Channel যখন লোকচক্ষের বাইরে ছিল তখন থেকেই আমি আপনাদের fan ছিলাম । As a former student of English literature, this is a big treat. আর আমি যদিও জানি যে Metamorphosis একটু বেশিই Gloomy হয়ে যাবে কিছু ' তন্ত্র গল্প কবা হবা' type listener দের কাছে (Don't mean to offend anyone but a truth is a truth) তবুও আপনাকে Gregor Samsa হিসেবে বা Hunger Artist হিসেবে শুনতে লোভ হয় । আপনার সাথে literature এর গল্প করার কোনোদিন সুযোগ হলে লুফে নেবো । An Uzumaki-filled respect for you. ভালো থাকবেন ।
নমস্কার🙏❤️. আমরা ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। কাফকা করার কথা আমরা অনেকবার ভেবেছি। তবে ওই যে গ্লুম। তাও আপনি যখন বলছেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব ❤️❤️❤️
Khub khub khub sundor 👍👍👍👍
Thank you so much😊
শীর্ষেন্দু তোমাকে অজস্র ধন্যবাদ, স্যার গাওয়াইন এর মত আজকের এই বিদেশী কাব্যগুলো আমাদের পাঠ্যের বাইরেই থাকে। তোমরা এগুলো অনবদ্য সুললিত অনুবাদের মাধ্যমে আমাদের উপহার দিচ্ছো তার জন্যে এই ধন্যবাদ তোমার প্রাপ্য। আবার অপেক্ষায় রইলাম এমনই বিদেশী সাহিত্য শোনার জন্যে।
অজস্র ধন্যবাদ🙏😊. আমার নাম শীর্ষেন্দু🙂
@@ValeofTales sorry. Extremely sorry.
Your selection of stories make your channel stand out from the others. Narration, delivery and sfx are amazing as usual. Much love!
Thank you so much😊
Mind blowing!!!!!! Osadharon golpo dada !!!! Daarun legeche golpo ta. Ar tomader translation, narration o Osadharon,durdantoh !!!!!!!
Thank you so much😊❤️🙏
Khub sundor hoyeche. Ami kichu din miss korechi. Ekta ekta kore sob sunchi.
Thank you so much vai❤️😇
Dada ei ekta jinis e tomader badbakider theke alada kore dey, just mind-blowing ❤️......
The most encient English er ek omor sristi k j tomra atto sundor bhabe upposthapona korechi- mon vore galo........ Sound effects to borabor e valo chilo, tar sathe golpotar moddhe Arnob dar onno ekta voice sunte pelam, r tomar voice er to kono tulona e hoyna.....
Just ossadharon ❤️
Keep it up Vale of Tales ❤️, all the best ❤️❤️❤️
Thank you so much vai❤️❤️❤️😇
I can't explain it,, what a story!! FOR AN ANOTHER TIME THIS CHANNEL IMPRESSED ME,
Thank you so much❤😇🙏
👍👍
অসম্ভব সুন্দর একটি গল্প , তরতাজা প্রান পেয়েছে দারুন উপস্হাপনার জন্য..
Thank you so much❤️🙏😇
এককথায় অসাধারণ,সুন্দর, অনবদ্য প্রতিস্থাপন
Thank you so much ❤️😇🙏
You guys deserve a special award. From story selection to rendition team Vale of Tales is unparalleled. Best regards.
Thank you so so much😊😊❤️❤️
Oshombhob bhalo uposthapona! Chokkher samne dekhte paccchilam scene gulo
Thank you so much😊🙏❤️
Osadharon golpo poribeshona.. Golper sese chokhe jol chole elo.. Onek onek thank you❤️❤️❤️❤️❤️
Thank you so much😊😊❤️
অসাধারণ ♥️। অনেক ধন্যবাদ এতো সুন্দর এপিক উপহার দেয়ার জন্য।🌹🌹🌹🌹
Thank you so much❤️❤️😊😊🙏🙏
Jebhabe apnara Beowulf present korlen, sotyi bolte onyo kono channel aaj porjyonto ei dhorener epics present korar katha bhabteo pare na.
Incredible. Agey Mirchi'er jonyo apekhya kortaam. Ekhon aapnader jonyo apekhya kore thaki.
Thank you so much😊🙏❤️
Eto chomotkar Dada... Onk onk dhonnobad... For selecting such a nice story.
Thank you so much😊🙏❤️
Studied the poem of beowulf in history of English literature in class 11... Relieved the memories today.. wonderful presentation..
Besides Beowulf, there are many other Old English poems. Widsith, Genesis A& B, Exodus, The Wanderer, The Seafarer, Wife’s Lament, Husband’s Message, Christ and Satan, Daniel, Andreas etc.
You can explore these stories as well...
Thank you so much🙏😇❤️ those poems you mentioned were found in mere fragments and it is extremely difficult to construct an entire audio story out of each of them. But still, we shall definitely try☺️🙏
খুব ভালো গল্প ,এরকম প্রাচীন বীরের বীরগাঁথা আরো শুনতে চাই 🤗
Thank you so much!❤😊🙏
একটি অসাধারণ পরিবেশনা ❤️❤️
Thank you so much❤🙏😇
Poster ta marattok! One of the best🤩🤩.....R "Beowoulf" 💐💕....... Oshadharon laglo😊😁😎🤗...... Presentation niye kichu bolar nei, darun #ValeofTales 🤩😁😊💕....... Lots and lots of good wishes 😊🤗💐✨.......
Thank you so soooo much☺️❤️❤️❤️
Khub valo golpo...durdanto avinoi.....ageu shunechi ...abaro sunlam.... ❤ 😍 💖 ❣ 💕 💘 ❤ 😍 💖
Thank you so much❤️😇🙏
Beowulf animated movie dekhe chilam, original story theke movie ta pura alada plot chilo. Anyway, very beautiful presentation, ebar ektu lovecraftian horror hoe jak, the mound story korle khub valo hobe. 👍😎
Thank you so much😊🙏❤️ Lovecraft asbe nischoi.
Beowulf! WOW! 😍
We highly appreciate what you've done for us.
You've made my day 👏
Thanks to Vale of Tales ❤❤❤
Thank you so much❤️❤️❤️😊
Golpo ta porechi khub valo legechilo. Ek onoboddo sristi. Ar apnader uposthapona o onoboddo. Chalie jan
Thank you so much😊❤️🙏
Osadharan, amar priyo golpo eti, apna der uposthapona khub khub sundar🙏❤️❤️🙏
Thank you so much😊❤️🙏
অনেক সুন্দর,,,,
মনে হচ্ছে সব চরিত্র দেখতে পেলাম
Thank you so much😊
অসাধারণ গল্প, সাথে যারা গল্প পাঠে ছিলেন তাদের performance ও ছিল দারুন
Thank you so much ❤️😇🙏
Truly Epic.. osadharon translate, otuloniyo.. onk subhecha apnader erom creation er jnno
Thank you so much❤️🙏😇
Amazing experience!! 💜💜 I came across this piece of literature during my University days when I was a student of English literature. I thank and congratulate the entire team of 'Vale of Tales' for this unique endeavour. 👍🏻👍🏻
Thank you so much❤️🙏😇
অসাধারণ, এক কথায় অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর গল্প উপহার দেবার জন্য। অনেক শুভেচ্ছা আপনাদের।
Thank you so much❤🙏😇
Darun kontho r akta mon chue jawa golpo.darun👍👍
Thank you so much❤️🙏😇
Can't explain two or three words.... just awesome, iconic story 🤟🤟💜💜
Thank you so much😊🙏❤️
অসাধারণ একটি গল্প। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
Thank you so much😊🙏❤️
❤️❤️❤️❤️ oidin purota shunte parini
Ajk shunlam
Darun! 😍🤩
Thank you so much vai😊
Representation, background music, narration sob e excellent.
Thank you so much😇❤️🙏
Khub khub shundor..jerm shundor golpo sherm shundor presentation.ank bhalobasha🙂
Thank you so much😊🙏❤️
Awesome.... Ai rokom Golpo r o suntey chaai.
Thank you so much😊🙏❤️
অসাধারণ হয়েছে, একজন ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে আপনাদের চ্যানেলের ভিডিও গুলো উপকারে আসবে আমার।
Thank you so much ❤️😇🙏
Another great presentation... Sir gawain er por ebar beowulf... Darun osadharon... Prttek bar 1 1ti notun golpo sonar por.. Channel ti k aro besi kore valobese felchi... Darun osadharon... Sobdo nei bolar mto... Opekkhai thaki notun golper asai.. Onek valobasa roilo ❤️
Thank you so much🙏❤️😇
Mesmerizing amazing story.... Loved this... Thank you ❤️
Thank you so much😊🙏❤️
অসাধারণ বলেছেন
বাংলাও যে এত সুন্দর ভাবে বলাযেতে পারে জানতাম না।
❤️❤️❤️❤️❤️❤️
Thank you so much🙏❤️😇
Shundor procheshta...antorik shuveccha janai...erokom aro bideshi famous golpo shonar ashae roilam...❤
Thank you so much ❤️😇🙏
অসামান্য❤️
Thank you very much team Vale of Tales ❤️
Thank you so much😊🙏❤️
I NEVER HEARD A SAGA LIKE THIS ❤️❤️❤️. GREAT!!
Thank you so so much😊🙏❤️
Outstanding awesome story and presentation 👍👍👍
Thank you so much😊🙏❤️
খুব সুন্দর। ।❤❤
Thank you so much❤🙏😇
Khub valo laglo Thanks Vale of Tales 👌👌
Thank you so much🙏❤️😊
Darun Golpo jemon onubad temon narrating
Thank you so much😊🙏❤️
খুব ভালো লাগে আপনাদের পল্পগুলি❣️ধন্যবাদ আপনাদের কে
Thank you so much ❤️😇🙏
Ki j bolbo thanks bolleo kom hobe.. Channel ta open korar por Ei epic dekhe matha nosto hoye gelo Khusite 😍😍💖💖
Vale of Tales etogula valobasa r Dhonnobad roilo Bangladesh theke 🌹🌹🌷🌷
Thank you so much❤️😇🙏
খুব ভালো লাগলো। গল্প চয়ন ও অসাধারণ
Thank you so much😊🙏❤️
Matchless effort❤️
Thank you so much🙏❤️😇
Can't explain it..as a student of English literature..it is a delight to ears..💜💜porechilam but first sunlam.. asadharon. Shirshendu da..♥️♥️ hope to get more stories of English literature ..odyssey tao bolo pls Shirshendu da.
Thank you so much😊
Thank you so much❤😇🙏Odyssey jodi kakhono kore uthte pari then khub e khushi hobo
@@ValeofTales thank you dada..💜
অসাধারণ গল্প❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ অনেক অনেক ধন্যবাদ আপনাদের দিকে এরকম গল্প শুনানোর জন্য আমরা আশা করব এরকম গল্প শোনার জন্য আরো
Thank you so much❤😇🙏
1st = Sir Gawain and Green Night
And 2nd = Beowulf
Mane just bhaba jachhe na. Darun darun. Speechless. 😊😊😀😀😀
Thank you so much❤😇🙏
@@ValeofTales 😊😊😊
Sir apnar voice ta sonar jonno e odhir agrohe thaki,
Ar aj to #ST teo achen apni. Khub valo laglo.
সেরা।
love from Bangladesh
Thank you so much ❤️😇🙏
এই টাইপের আরো গল্প চাই দাদা।
ভালোবাসা নিবেন বাংলাদেশ থেকে ♥♥♥
Thank you so much❤😇🙏
English literature এর আরো উপন্যাস, মহাকাব্য, গুলি আরো শুনতে চাই
অসাধারণ একটি ইংরেজি মহাকাব্য ব্যেউলফ আমার অনেক ভালোলাগছে।
Thank you so much ❤️😇🙏
@@ValeofTales wlc❤️
খুব সুন্দর একটি প্রকল্প। অভিবাদন জানাই।
Thank you so much😊❤️🙏
খুব ভালো লাগলো। আপনাদের গল্প গুলো অসাধারন সুন্দর।
Thank you so much❤️🙏😊
1yr e porechilam, notun kore abar sunte bes valo laglo, darun voice and editing ❤️
Thank you so much❤️🙏😊
aie channel er uniqueness holo selection of story ar tar sathe dada r swagata di er narration onnoboddo...aj ajker aie golpo er toh kono tulona hoe na...VOT er views and comments o barche aie channel o khub taratarie one of the best audio story channel hobe
Thank you so much😊🙏❤️
দাদা এরম অজ্ঞাতনামা লেখক দের গল্প আরো আনুন।এগুলো রেয়ার,সত্যি রত্ন।বিনীত অনরোধ 🙏🙏🙏
Thank you so much ❤️😇🙏oboshyoi anbo
Sirshendu and Swagota apnader selection laajwab..as usual presentation o tamon hobe..
🙏
Darun golpo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💟❤️💟❤️💟❤️💟💟💟💟💟💟💟💟💟 aro chai amon golpo ❤️❤️❤️❤️❤️ asudaran
Thank you so much😊❤️🙏
একরাশ মুগ্ধতা ❤❤❤❤
Thank you so much😊❤️❤️
আমি ছোট থাকতে HBO Chenla এ দেখেছিলাম ছোটো বেলার কথা মনে করিয়েছে দিলেন ধ্যনবাদ।
Thank you so much❤😇🙏
অপুর্ব লাগলো গল্পটা ধন্যবাদ আপনাদের কিন্তূ এই রকম গল্প আরো চাই please 😊😊😊😊
Thank you so much😊🙏❤️
Beautiful story , I love this story🥰🥰🥰🥰
And give me more Replies , I just love this story 🥰😍
Thank you so much❤️🙏😇
অসাধারন
Thank you so much😊🙏❤️
Khoub sundor laglo dada. Thanks 😊
Thank you so much❤️🙏😇
অনেক সুন্দর হইছে।ধন্যবাদ
Thank you so much ❤️😇🙏
I don't believe that sir your can make this real story many many thanks I don't find how to congratulations your team god bless your team sir. you make a lot of videos for poor students
Thank you so much ❤️😇🙏
Aro chai Amon golpo
Darun hoyacha
Thank you so much😊
Ki asombhob valo aapnader poribeshona...golpo shunte shunte oi jugei chole gechhilam...aami ei Beowulf movie ta dekhechhi....setao Khub valo legechhilo...kintu nijer matri vashay ei rokom poribeshona shune aami aapluto....Khub valo thakben....🙏🙏
Thank you so much😊🙏❤️ apnio khub valo thakben.
@@ValeofTales dhonnobad....aapnader ekta kotha bolar khub echhe...sets holo, aanek audio channel Bram Stoker er Dracula korechhen...kono tar poribeshona besh valo legechhe to konota kharap....aamar anurodh je, Jodi sambhob hoy, tobe apnara Dracular puro uponyash ti Jodi aamader shonan, Tahole Khub valo hoy....aar aamar biswas sob theke valo aapnarai korben...dhonnobad...😊❤🙏