বিদেশে দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বড় কাজ করা খুবই কঠিন - আবদুল্লাহ আবু সায়ীদ

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 183

  • @trueguidance2829
    @trueguidance2829 2 роки тому +11

    জী স্যার, আমি আপনার কথা শুনেছি আমার স্কুল/কলেজ জীবন থেকে। ভাল লাগতো, এখনও ভালো লাগে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ এমন একটি দেশে যেখানে সততা, মেধা ও নিষ্ঠার মূল্য পাওয়া কঠিন। আপনারা কয়েকজন পেয়েছেন বা পাচ্ছেন অলৌকিকভাবে। এটা সাধারণ মানুষের জন্য নয় বরং তার বিপরীত চিত্র দেখা যায় সর্বত্র।
    পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে Distinction ধারী হওয়ার পরও স্বপ্নের শিক্ষকতায় নিয়োগ পায়নি কিছু শিক্ষক নামের রাজনৈতিক পানডার কারনে। পরপর ৭টি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছি। একটাই অপরাধ integrity,,, সততা ও সরকারি প্রতিষ্ঠান একত্রে থাকা অসম্ভব আমাদের এই প্রিয় বাংলাদেশে। এখনও ভালোবাসি দেশেকে , স্বপ্ন দেখি দেশের জন্য,,,,,,

  • @ualwayswelcomeinbangladesh2675
    @ualwayswelcomeinbangladesh2675 2 роки тому +10

    স্যার আপনারা বেঁচে থাকা অবস্থায় দেশকে দুরনীতি মুক্ত করার একটা ফরমুলা দিয়ে যান।আপনারা চলে গেলে আর কথা বলারজন্য কেউই থাকবেনা। দেশে দিন দিন সৎ মানুষের আকাল পরে যাচ্ছে। আপনার বইয়ের জন্য শুভকামনা রইল।

  • @user-vg4bg5te8v
    @user-vg4bg5te8v 2 роки тому +35

    বাংলাদেশেতো আমরা চতুর্থ শ্রেনীর মানুষওনা!তো চতুর্থ শ্রেনীর মানুষ হয়েওতো কিছু করা যায়না,তাইনা?

  • @SotodolDas-tc2eg
    @SotodolDas-tc2eg 6 місяців тому

    Sir Abdullah Abu Sayed is a great person of Bangladesh. God bless you dear sir and all this type of man,,,,

  • @rafiraj5067
    @rafiraj5067 2 роки тому +3

    প্রিয় ও শ্রদ্ধেয় গুরুজ্বী ' মহাজাতক কে বিনম্র শ্রদ্ধা জানাই।
    স্যার, আপনাকে আর গুরুজ্বী কে একসাথে দেখে আমি বিমোহিত।

  • @abutaher7328
    @abutaher7328 2 роки тому +21

    খুবই সুন্দর আলোচনা আমার সৌভাগ্য হয়েছিল এই প্রোগ্রামে উপস্থিত থাকার

    • @bullet8527
      @bullet8527 2 роки тому +3

      ভাই আপনি একা একা গেছেন আমাকে একবার বললেও পারতেন😔😔😔

  • @user-vn8vr2gk3t
    @user-vn8vr2gk3t 2 роки тому +7

    * আমার সবচেয়ে প্রিয় চ্যানেল *
    1. কোয়ান্টাম কোর্সটা কত দিনের?
    2. কীভাবে কোর্সে অংশগ্রহণ করবো?
    3. কোর্সটা কোথায় হয়?
    4. কোর্সের ফি কত?
    5. কত ধরনের কোর্স রয়েছে?

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому +4

      ১. কোর্স ৪ দিনের।
      ২. কোর্সের জন্যে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়।
      সারাদেশে থাকা আমাদের ২০০+ সেন্টার-শাখা-সেলের যে-কোনটি থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। নির্ধারিত দিনে কোর্স কার্ডসহ কোর্সের নির্ধারিত ভেন্যুতে এসে কোর্সে এটেন্ড করবেন।
      থাকা-খাওয়া-যাতায়াত নিজ ব্যবস্থায়।
      এ-ছাড়া আর বিশেষ কোনো আনুষ্ঠানিকতা নেই।
      quantummethod.org.bd/bn/contacts
      উপরের লিংকে গেলে আপনি আমাদের অফিসগুলোর ঠিকানা ও যোগাযোগ নম্বর পাবেন।
      ৩. কোর্স সাধারণত ঢাকায় অনুষ্ঠিত হয়।
      ৪. কোর্স ফি- ১১,৫০০/- টাকা।
      ৫. ইয়োগা (যোগব্যায়াম) ওরিয়েন্টেশন, শিক্ষার্থী ওরিয়েন্টেশন, হার্ট কেয়ার ওরিয়েন্টেশনসহ আরো কিছু শর্টকোর্স (২ দিনের) আছে। তবে মূল কোর্স এটাই।
      আরো তথ্যের প্রয়োজনে কমেন্ট করুন,
      অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া নম্বরে যোগাযোগ করুন।

    • @user-vn8vr2gk3t
      @user-vn8vr2gk3t 2 роки тому

      যোগব্যায়াম সম্পর্কে বলুন দয়া করে।

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому

      ইয়োগা বা যোগব্যায়াম হলো সহস্র বছর পুরনো শরীরচর্চা প্রক্রিয়া। ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ এগুলো, যেখানে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে বিভিন্ন আসন বা ভঙ্গিমায় রাখা হয়। শরীরচর্চার অন্যান্য পদ্ধতিগুলোর চেয়েও অধিক কার্যকরী হলো যোগব্যায়াম। আর যোগব্যায়ামের মধ্যে অধিকতর কার্যকরী হলো কোয়ান্টাম ব্যায়াম, যোগব্যায়ামের আধুনিক ভার্সন।
      আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ইয়োগা সাইট- yoga.quantummethod.org.bd/bn
      যোগব্যায়াম বিষয়ে আমাদের একটি বইও আছে। এটি ডাউনলোড করতে পারবেন এই লিংকে গিয়ে- publication.quantummethod.org.bd/detail/fd364c8f-a08b-11e4-b94c-00270e0b2b42

  • @iamistiaqueahmed
    @iamistiaqueahmed 2 роки тому +7

    স্যার আব্দুল্লাহ আবু সায়ীদ এর সন্তান এবং সন্তানের সন্তানেরা মানে উনার ওনার নাতি-নাতনি বা আত্মীয়স্বজনের ভিতরে কতজন দেশে পড়াশোনা করে দেশকে সেবা দিয়ে যাচ্ছে?

  • @md.alamgirhossen1298
    @md.alamgirhossen1298 Рік тому

    অধ্যাপক আবু সাইয়িদ স্যার ও গুরুজী শহীদ আল বুখারী দুজনেই আমার প্রিয় ব্যক্তি।

  • @abuimran2353
    @abuimran2353 2 роки тому +3

    জীবনকে তার সর্বোচ্চ মহিমা দান করতে হবে। অসাধারণ 💕

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому

      জ্বি, যথার্থই বলেছেন। ধন্যবাদ!

  • @kazihoq8020
    @kazihoq8020 2 роки тому +1

    Abdullah Abu said is a very respected and honest person.
    He speaks in a very good style.
    I wish him long Islamic life.
    He is a real man of good quality.

  • @bullet8527
    @bullet8527 2 роки тому +7

    স্যারের কথা গুলো অনেক ভালো লাগলো 👍👍👍👍👍

  • @iqbahm
    @iqbahm 2 роки тому +19

    Dear Sir AA Sayeed, my respect for you is very high since I know you. You are a legendary role model to us. But unfortunately, I disagree with your statement regarding those who live away from our beloved motherland. I am not sure what did you mean by second class citizen? This is a very old style cheap attack to non residents. How many citizens of Bangladesh are so called first class citizen? Is it true that those who live in Bangladesh are all in deep love with Bangladesh? Anyway, I have no intention to attack you. I really admire you for your work. I did not expect such a low level comment from you. I have been contributing in medical research for last 15 years, which I could not do only staying in Bangladesh. It does not mean that I do not love my country. Result of my research is helping to improve the medical science. There are many like me contributing in many fields. How are we all second class citizen?

    • @healer2008
      @healer2008 2 роки тому

      Well said. You just took the word out my mouth. LOL @ 2nd class citizen

    • @muhammedmoniruzzaman4348
      @muhammedmoniruzzaman4348 2 роки тому +1

      Great reply bro......it was a silly, immature comment from a great personality. Sir don't have practical experience about real life struggle in abroad........he should know we are million times better than that thief's who are stilling from our motherland....shame on them and bravo to us....

    • @iqbahm
      @iqbahm 2 роки тому

      @@healer2008 I was responding to our beloved Sir AA Sayeed's comment, not yours. Sorry and apology if I hurt your feelings anyway.

    • @EmergingBangladesh
      @EmergingBangladesh 2 роки тому

      মধুসূদন দত্তের কথা মনে পড়ে গেলো!
      স্যার কোন কিছু ভুল বলেন নি।
      যে, যেই দেশে আছেন সেখানে একটা যুদ্ধ লাগলে দেখা যাবে কে কত ফার্স্ট ক্লাস নাগরিক!!
      ইউক্রেনে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের নাগরিকদের কি অবস্থ্ হয়েছে, চোখে ভাসছে।

  • @titashkhan9652
    @titashkhan9652 2 роки тому +4

    ভালো মানুষ হওয়ার পূর্ব শর্ত দেশছেড়ে চলে যাওয়া। পরিচিত বিখ্যাত হয়ে গেলে জীবন সহজ হয়ে যায়, তখন ভালো ভালো কথা বলা সহজ হয়ে যায়। যিনি দেশ ছেড়ে যেতে চান না, তাকে প্রতিদিন সরকারি অফিসে গরীব মানুষের ফাইলের সমাধান করতে পাঠানো উচিৎ, তাহলে দেশে থাকা কাকে বলে হাড়ে হাড়ে টের পাবেন।

  • @nasimuddin1120
    @nasimuddin1120 2 роки тому

    স্যার, আপনার বক্তৃতা খুব ভালো লাগল। “ ভাঙো দূর্দশার চক্র” বইটা পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। অসাধারণ বই।

  • @ajitsarkar6387
    @ajitsarkar6387 28 днів тому

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন

  • @marjiamahbub6217
    @marjiamahbub6217 2 роки тому +5

    খুব ভালো লাগলো কথা গুলো।। অসাধারণ 😇

  • @songramirussell4459
    @songramirussell4459 2 роки тому

    One of the best personality of the country !!We are really proud of our Dear Prof.Abdullah Sir!

  • @DilipMitra-b9o
    @DilipMitra-b9o 7 місяців тому

    Abdullahr mata Mukta manus khub Kam ache banla dese Tai anek Abdullaha darakar pranam nebn abdullaha

  • @kishwerislam4646
    @kishwerislam4646 2 роки тому +2

    Sir you are one of the most respected n loved literary figures in our country!.But would like to differ on one point ,there are many talented people who live abroad but only immense love for one's own country make one return home!May Allah subhana wa t'ala bless you with a long n healthy life sir!

  • @newazsharif8498
    @newazsharif8498 2 роки тому +1

    স্যারের এক অসাধারণ বক্তব্য শুনলাম। আমি অনুপ্রাণিত......

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому

      জ্বি, যথার্থই বলেছেন। ধন্যবাদ! স্যারের বক্তব্য গুলো আমাদেরকে চমৎকার ভাবে অনুপ্রেরণা দিয়ে যায়।

  • @biponmajumder8289
    @biponmajumder8289 2 роки тому +3

    ভালোবাসি কথা গুলো, ধারণ করি হৃদয়ে, ভালো একটা মন্চ। স্যারকে শুভকামনা

  • @nasreeno1977
    @nasreeno1977 2 роки тому

    Khub shundor alochona onek bhalo laglo thanks

  • @alvyalsrijohn6445
    @alvyalsrijohn6445 2 роки тому +2

    Thank You for posting this video.

  • @Flywithtash-c3f
    @Flywithtash-c3f 2 роки тому +6

    I love his speech i enjoyed . However I’ve a argue with the thumbnail because in quantum we’ve taught class isn’t matter if we believe in ourselves we can touch the moon, is still class is matter?

  • @healer2008
    @healer2008 2 роки тому +3

    Go ahead and run for the next election genius. So called 2nd class citizen like me is doing pretty good considering I had no one to do the "Tadbir " to get a job and work my way up.

  • @rokonraihanqwer
    @rokonraihanqwer 2 роки тому +2

    এরাই বাংলাদেশের গর্ব।

  • @biplobsarkar7535
    @biplobsarkar7535 2 роки тому +1

    বাংলাদেশের রত্নখনি। প্রাণশক্তির অক্সিজেন স্যার আবদুল্লাহ আবু সাইদ।

  • @rafiqalam8418
    @rafiqalam8418 Рік тому

    হয়ত সত্য। তবে নির্মল বাতাস, অপুর্ব প্রকৃতি আর আলো ঝলমলে লোডশেডিংমুক্ত জীবন সকল শ্রেনীর নাগরিকরাই উপভোগ করে!

    • @QuantumMethod
      @QuantumMethod  Рік тому

      সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ। আপনার সার্বিক কল্যাণ কামনা করছি।

  • @jannat7574
    @jannat7574 2 роки тому +6

    Very shrewd sense of humour 😊

  • @nusratkamal4551
    @nusratkamal4551 2 роки тому

    আজও অসাধারণ !!!
    এখনো অনবদ্য !!!

  • @sarahs9728
    @sarahs9728 2 роки тому +2

    I’m a big fan of him , have always greatly admired him . The title of this video should have noirassho bole kono jinish I nai ! Thanks quantum for sharing the clip with us 🌺

  • @ashfaqali9044
    @ashfaqali9044 2 роки тому +1

    অসাধারণ!!! অনবদ্য!!!

  • @swapanupadhyay1015
    @swapanupadhyay1015 Рік тому

    প্রণাম নেবেন sir, স্বপন দার্জিলিং

  • @saqibu5
    @saqibu5 2 роки тому

    Motivational speech reflects personal experience and feelings.
    A person may migrate for different reasons (Job, business, religious reason, better lifestyle, basic needs, safety / security etc.).
    There are many Bangladeshi professors, economists, bankers, scientists, doctors, engineers, military professionals who are in good positions across the globe who may or may not come back.
    Dr. Jamilur Reza Chowdhury is a known figure in BD and we all know about him. However, there are many Engineers and doctors who are employed or teaching in world class institutes or organisations. So, those talents shouldn't be undermined and most of them are feeding their families back home.
    Feeling for a country is natural and everyone has it or should have it. However, basic needs are to be ensured to attract or retain the best brains.
    Lastly, terming 2nd class citizen is not correct and highly objectionable since our remitters contribute more than 35% of the GDP of the country. So, migration doesn't necessarily mean the person is at fault or he is not patriot or he is not getting due respect in that country. There are many other factors involved.
    Duty is to serve the country - whether from inside or outside, doesn't matter.

  • @mhaider310
    @mhaider310 2 роки тому +8

    একপেশে আলাপ ! সস্তা সেন্টিমেন্টের আলাপ ! আসল সত) কেন লুকান?

    • @bangladeshfirst7469
      @bangladeshfirst7469 2 роки тому

      আসল সত্যটি কি? আপনি জানলে বলুন।

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому

      আত্মরক্ষার টেকনিক আরকি,বুঝনা?

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 роки тому

      @@bangladeshfirst7469 আরে বাবাজী,
      তুমি নিজেই যেটা জানো সেটা ওনার মুখ থেকে বের করিয়ে ওনাকে বিপদে ফেলতে চাচ্ছো কেনো বাবা?

    • @mhaider310
      @mhaider310 2 роки тому

      দেখুন আমি Sir এর পাএর নখের যোগ) নই, কিন্তু মা-বাবা আমাকে মিথে) শেখান নাই ! আর সত) বলার ইচ্ছে থাকলে সচেতন মানুষেরা একটু ঘুরিএ পেচিএ (sorry for typo, it’s my mobile keypad) সমাজের বৃহত্তর স্বার্থে সত) বলা উচিত ! একটা জিনিস মনে রাখবেন সামাজিক অবস্থান এর ওপর নির্ভর করে যার যার দ্বায় বর্তায় ! আমি আর Sir এক নই !

  • @kismatara9576
    @kismatara9576 2 роки тому +1

    স্যার এর জন্য শুভকামনা

  • @sabrinaanam7666
    @sabrinaanam7666 2 роки тому +4

    এ অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়ে ছিল

    • @abdullaalmamun3580
      @abdullaalmamun3580 2 роки тому

      আচ্ছা আপু এই কোয়ান্টাম মেথড নিয়ে কিছু জানতে চায়

  • @rafezaansary5794
    @rafezaansary5794 2 роки тому +1

    এই অনুষ্ঠানে থাকার সুভাগ্য আমার হয়েছিল।

  • @Suhashini0110
    @Suhashini0110 2 роки тому +2

    আমরা মনে করি ভয়পেলে পড়া ভালো হয়। তাই অনেকের বাবা মা শিশুদের তার কাছেই পড়তে পাঠায় যাদের শিশুরা ভয় পায়। এই কাজ টা কি ভালো তা নিয়ে ১ টি video বানাতেন তা হলে ভালো হতো। 🥺😘🥰

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому

      জ্বি ধন্যবাদ। আপনার পরামর্শ আমরা মাথায় রাখলাম।

  • @tamannah3280
    @tamannah3280 Рік тому +1

    ড. জামাল নজরুল ইসলাম দেশ ছেড়েছিলেন ফিরে এসেছেন। তাঁকে দেখে বাকিরা ফিরে এসেছেন।তাঁকে আমাদের চেনা উচিত ।

    • @QuantumMethod
      @QuantumMethod  Рік тому

      মন্তব্যের জন্যে ধন্যবাদ

  • @AkbarAli-cb6ic
    @AkbarAli-cb6ic 2 роки тому

    স্যারকে সালাম। সেই সাথে মরহুম জামিলুর রেজা চৌধুরীর আত্মার মাগফিরাত প্রার্থনা করছি।

  • @zakirhossain6737
    @zakirhossain6737 2 роки тому

    Assalamualakum wa Rahmatulla wa Barakatuh, Allah is Gerat, 💖 salam 💖 Muhammad 💖Rasul 💘 sallallhu 💖 alayhi 💖salam,💖 congratulations ❤️Sir Abdullah Abu Sayid 💖 you're our banglar 💖 asset💖 Allah give you good health and long life ameen ay 💖 Rabbul alamin, Thanks all you ❤️ Rajbari 💖 Bangladesh💖

  • @suhelahmad7819
    @suhelahmad7819 2 роки тому +3

    ত্রিরত্নকে একসাথে দেখে আনন্দিত হলাম।

  • @msrj899
    @msrj899 2 роки тому +2

    Sirer chelemeyera kothai thaken? Deshe naki desher baire?

  • @MyTameBird
    @MyTameBird 2 роки тому +1

    Thank you sir.

  • @ischooling
    @ischooling 2 роки тому +1

    Salute, sir

  • @swatisreedebi6001
    @swatisreedebi6001 2 роки тому +1

    Superb telant

  • @mdshownhossinrafi636
    @mdshownhossinrafi636 2 роки тому

    দেশকে ভালো বাসি দেশই সব খুব সুন্দর লাগলো আমার কথা

  • @RafiqulIslam-uo8rj
    @RafiqulIslam-uo8rj 2 роки тому

    স্যারদের ছালাম।

  • @saykapervin2671
    @saykapervin2671 2 роки тому

    Excellent

  • @kavishams
    @kavishams 2 роки тому +12

    Unfortunately these 2nd class citizens are making the country rich! feeding millions back home and upholding countries one of the most forex income! Not to mention we represent our countries th time more impactful in the eyes of rest of world. While 1st class citizens of Bangladesh only brings bad news!
    The hope you are seeing has been seen by millions and they put words on actions by working abroad with blood & sweat.
    I had huge respect for Abdullah abu saydi. I am not even sure what was his context of saying that. Is that age?! ( মতিলারা) in that case he should really rest. He has contributed Enough for this society at large.

    • @akramhossen864
      @akramhossen864 2 роки тому +2

      আসসালামু আলাইকুম। স্যার এখানে মেধা পাচারের বিষয়টিকে নিরুৎসাহিত করতে মঞ্চে উপবিষ্ট জামিলুর রেজা স্যারের উদাহরণ দিয়ে বলেছেন যে বিদেশে গিয়ে ২য় শ্রেণির মানুষ হয়ে বড় কিছু করা কঠিন। আমার ধারণা অনেকেই এটিকে ভুলভাবে নিচ্ছে।

    • @rasheedsharif
      @rasheedsharif 2 роки тому +4

      অনেক অনেক ধন্যবাদ। বিদেশের মাটিতে অনেক সংগ্রাম করে আমরা প্রতিষ্ঠা পেয়েছি। দেশে জীবন দিলেও হবে না-সাথে তেল দিতে হবে। যা আমাদের জানা নেই। অনেককেই দেশে ফিরে গেছেন দেশের টানে। আবার অনেকে তেল মারার পরিবেশ না পেয়ে। অনেক সুধী জন আবার বিশাল জনসংখ্যার বাজারে বাজার ধরতে। সত্যিই এই স্বল্প পরিসরে জনাব আবদুল্লাহ আবু সাইয়্যীদ প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আলোচনা না করলেই কি ভালো হতো না।

    • @SheikhShaheb
      @SheikhShaheb 2 роки тому

      বিদেশে যারা সিটিজেন, তারা দেশে মাসে মাসে টাকা পাঠায়না, কারন তারা তাদের পরিবারকে বিদেশে নিয়ে গেছেন। বরং যারা শ্রমিক আর সাময়িক কাজের লক্ষ্যে বিদেশে যান, তারাই মাসে মাসে গতর খাটা পয়সা দেশে বউর কাছে , মায়ের কাছে পাঠান।

    • @mariyabiswas3391
      @mariyabiswas3391 2 роки тому

      Sir,it's about braindrain and some skilled educated elites and politicians who completes their educations from mostly public universities funded by Bangladeshi taxpayers. But these specific group do not contribute to Bangladesh and live with their families in abroad.

  • @mahamudaakthermoni7567
    @mahamudaakthermoni7567 2 роки тому

    খুব আনন্দ পেলাম

  • @mitumomo8130
    @mitumomo8130 2 роки тому +1

    আমি বেশিরভাগ সময় সিদ্ধান্তহীনতায় ভুগী। কোনটা আমার জন্য সঠিক হবে বুঝে উঠতে পারিনা। দোটানায় পড়ে থাকি। একটা সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে আবার মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়েছি।
    এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে একটা ভিডিও দিলে উপকৃত হবো।

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому +1

      এ-থেকে পরিত্রাণের জন্যে নিয়মিত দুইবেলা মেডিটেশন করুন। কারণ মেডিটেশন অস্থির মনকে স্থির ও প্রশান্ত করে। আর প্রশান্ত মন কোন সিদ্ধান্তটি আপনার জন্যে সঠিক তা উপলব্ধি করতে আপনাকে সহায়তা করবে।

  • @niluferfouzy3252
    @niluferfouzy3252 2 роки тому +3

    রসিকতাপূর্ণ প্রজ্ঞাবান একজন মানুষ !!!!

  • @DilipMitra-b9o
    @DilipMitra-b9o 7 місяців тому

    Abdullahake ganai ponam

  • @borhanuddin9921
    @borhanuddin9921 2 роки тому +2

    মানুষকে খুব ভাল ভাবে শ্রেণীতে ভাগ করলেন, অবাক হলাম! যাইহোক আপনি বাংলাদেশের প্রথম শ্রেনীর নাগরিক, কিন্তু জানেন বিদেশে যারা আপনার মতে প্রথম শ্রেণীর নাগরিক তারা ভুলেও আপনার মত Third class বা তৃতীয় শ্রেণীর কথা বলে না।

  • @danialaron5065
    @danialaron5065 2 роки тому

    দুঃখ, কষ্ট এগুলো স্বাভাবিক বিষয় বটে, কিন্তু মৃত্যু, জ্বরা এগুলো আরো বেশি স্বাভাবিক হলেও অনতিক্রম্য।

  • @travelersview5903
    @travelersview5903 2 роки тому +12

    বিদেশে কোন দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাই।
    শিক্ষিত লোক হয়ে আজগুবি তথ্য কেন ছড়ানো হয় ?

  • @reazulahsan3572
    @reazulahsan3572 2 роки тому +2

    স্যার আপনার উপর কথা বলার ধৃষ্টতা আমি দেখাব না। সম্মানের সাথে বলতে চাই, বিদেশে এমন অনেক ডাক্তার, প্রফেসর আছেন ( আপনার ভাষায় দ্বিতীয় শ্রেনীর নাগরিক) যারা অত্যন্ত সম্মানের সাথে কাজ করছেন। যে দেশে আছেন সেই দেশ কে এবং বাংলাদেশ কেও সম্মানিত করছেন। আপনার সাথে একই মঞ্চে বসেন, জ্ঞানী কথা বলেন সেই প্রথম শ্রেণীর নাগরিকরা ধামাধরা রাজনৈতিক চামচা ছাড়া আর কিছু না। নাম বলবো না দেখিয়ে দিব, নাকি আপনি ই দেখছেন না?
    আর যে মঞ্চে বসে, যে সুযোগ সুবিধা নিয়ে আপনি এই কথা টা বললেন, সেই মঞ্চের খরচ, এবং আপনার সঙ্গী ধামাধরাদের বেতন আসে, বিদেশে কাজ করা শ্রমিকের রেমিটেন্সে।
    স্যার আপনি শিখিয়েছিলেন, সন্মান পেতে হলে সন্মান দিতে জানতে হয়। ভুল শিখিয়েছিলেন? নাকি স্যার সঙ্গ দোষে আপনিও!.......

  • @richardtapasadhikary7772
    @richardtapasadhikary7772 2 роки тому +3

    আমরা নিজের প্রশংসা করি খুব সহজেই! বিদেশ সম্বন্ধে ভালো বলার অনেক কিছু আছে বৈকি! Discipline যে জাতির নেই সেই জাতির পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে এই ঘোষণা দিয়েতো ভালই করেছেন! অন্যের প্রশংসা করতে না পারলে আমাদের প্রশংসা পাবার সম্ভবনা কোথায় থাকবে? West এর একটা busy চৌরাস্তায় এসে দাঁড়িয়ে দেখেনতো কোনো একটা গাড়ির হর্ন বাজে কিনা! একটা দেশ কিসে শ্রেষ্ঠ হবে? ঘুষে, চুরিতে, মারামারিতে, গাড়ি ভাঙচুরে, ধর্মের ডামাডলে বুঝি?

  • @freemasterbymalashraf5109
    @freemasterbymalashraf5109 2 роки тому

    Nice speech

  • @himuahamed7683
    @himuahamed7683 2 роки тому +1

    Janina boro kaj bolte sir ki bojhate cheyechen.
    Boro kaj er defination ki sir ?
    France football team kingba England er last World Cup team er prai sokol member rai migrated people from different countries .
    They all have given a World Cup to these countries .
    Microsoft, google er ceo mukh dekhe deya hoi nai tarao bideshe boshe agulo orjon korechen.
    Bideshe harvhanga porishrom kore hazar koti taka remittance pathacchen.
    Agula toh boro kaj e mone hocche sir.
    Apnar kothamoto agula tara koreche as a second class citizen hishebe .
    We the people of Bangladesh truly admire u sir !
    Vhalo vhalo kotha apnar mukh thekei shunechi r mughdho hoyechi nijer ojantei.
    Ai kotha ta Khub beshi justified holo na .
    Kao ke dukkho diye kotha bola Ontoto apnar mukhe shunbo seta vhabi ni .
    Sir ai Bangladesh a first class citizen Kara ba kader howa uchit bole apni mone koren ?
    Apni hoitoba janen sir
    Ai Bangladesh a shobcheye boro kaj kore ai desher krishok shreni (farmers).they feed us by doing farming.
    Apni obosshoi janen sir ai Bangladesh a jara shobtheke boro kaj kore tara Khub shomvhoboto choturtho srenir citizen (4rth class ) hishebe amra treat Kori .
    Tahole sir dekha gelo 4rth class citizen hoyeo kintu shobtheke boro kaj kora jai .
    Kintu take keno ai Bangladesh a 1st class citizen hishebe treat kora hocche na ?
    Tahole sir dekha gelo deshe bosheo shob theke boro kaj kore prothom srenir nagorik hoya kothin.
    Bangladesh er je reality tate apnar pashe jodi DC, SP boshe thake tara mone mone apnake bolbe 2nd class nagorik kintu mukhe bolbe vhinno kotha .
    Kintu sir dekhun as 2nd class citizen ( as common people will treat u )
    Apni kintu Onek boro kaj ai Bangladesh a kore felechen .
    Tahole bideshe boshe akjon keno boro kaj korte parben na .?
    R bideshe boshe manush keno 2nd class citizen holo apni shomvhoboto beshi vhalo bolte parben.
    Sir je bangldesh a krishokder nam hoye jai chasa (চাষা) se desher karo mukhei deshprem er sosta buli manai na.
    Deshprem mane deshe gole poche more jawa na.
    Sottikarer deshpremik ra mathe chash bashe basto.
    Bakira basto tader shoshon kore !r
    Opoman kore .
    Atai Bangladesh er first class citizen der boro kaj .
    Khoma korben sir !
    Truly admire u from heart !

  • @MdAlamin-xo6ot
    @MdAlamin-xo6ot 2 роки тому

    আসসালামু আলাইকুম আমি আপনাদের এই ভিডিও গুলো অনেক দেখছি প্রাই ভিডিও গুলোতে দেখি মানুষের অনেক পুরনো পুরনো ব্যাথা ভালো হয়। আমার একজন প্রিয় মানুষের ৪-৫ বছর দরে শরিল ব্যাথায় বুগছে ওষৌধ খেয়েছে অনেক ভালো হয়নি। এখন আমি চাই উনি কোয়ান্টামে কোচ করুক। কি ভাবে কোচ করা যায় একটু জানাবেন প্লিজ

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому

      কোর্সের জন্যে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়।
      সারাদেশে থাকা আমাদের দুই শতাধিক সেন্টার-শাখা-সেলের যে-কোনটি থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন।
      quantummethod.org.bd/bn/contacts
      উপরের লিংকে গেলে আপনি আমাদের অফিসগুলোর ঠিকানা ও যোগাযোগ নম্বর পাবেন।
      কোর্স সাধারণত ঢাকায় অনুষ্ঠিত হয়।
      নির্ধারিত দিনে কোর্স কার্ডসহ কোর্সের নির্ধারিত ভেন্যুতে এসে কোর্সে এটেন্ড করবেন।
      থাকা-খাওয়া-যাতায়াত নিজ ব্যবস্থায়।
      কোর্স ফি- ১১,৫০০/- টাকা।
      এ-ছাড়া আর বিশেষ কোনো আনুষ্ঠানিকতা নেই।
      আরো তথ্যের প্রয়োজনে কমেন্ট করুন,
      অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া নম্বরে যোগাযোগ করুন।

  • @suraiyaislam9147
    @suraiyaislam9147 2 роки тому

    সুব সুন্দর বিশ্লেষণ। তবে ২০২২ সালের আগস্ট মাসে বিশ্লেষণ অন্য রকমের হতো।

  • @shopnaaktar885
    @shopnaaktar885 Рік тому

    Kov valo laglo koto odar moner manos

    • @QuantumMethod
      @QuantumMethod  Рік тому

      ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে।

  • @ranaimtial1
    @ranaimtial1 2 роки тому

    আমরা সবাই এগুচ্ছি

  • @HiddenEye
    @HiddenEye 2 роки тому +3

    স্যার বাংলাদেশ কিচ্ছু হবে না, পাথরে খোদাই করে লিখে রাখেন। এইটা আপনার নিজস্ব বিশ্বাস মাত্র

  • @ibrahimsarder9499
    @ibrahimsarder9499 2 роки тому

    সহমত

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

  • @skansar3919
    @skansar3919 2 роки тому +2

    👌👌👌

  • @optusharyt4242
    @optusharyt4242 2 роки тому

    অসাধারণ

  • @momotazmohal7797
    @momotazmohal7797 2 роки тому

    Sir er kothagulo shunchi r mone hocche ei kotha guloito ami bujhate chai kintu parina. Onek halka hoe gelam

  • @plankplank2821
    @plankplank2821 2 роки тому +1

    তাই নাকি, আপনি করছেন? আমি ৩৩ বছর যাবত বিলেতে থাকি, মোটামুটি ভালোই কাজ করি। কউ আমার কোন অসুবিধে হয়নিতো । তবে হ্যা আমি যদি ইংরেজি বলতে না পারতাম এবং এই সমাজকে আপন করতে না পারতাম তাহলে অসুবিধে হতো বয়ে কি। যারা বিদেশে এসে বাংগালিত্ব খুঁজতে থাকে তারা বিদেশের মাটিতে কখনোই সুখী হতে পারে না ।

  • @rumanadumgt
    @rumanadumgt 2 роки тому +5

    Sorry to say, the headline is misleading, 2nd class citizens are mostly non existent and if you study and have merits, you can become scientist, doctor , engineer , political leaders in a foreign country. Anything is possible, opportunities are vast. Struggle and hard work must pay back, but in Bangladesh they are going wasted so much.

  • @mdjamaluddin1793
    @mdjamaluddin1793 2 роки тому +2

    Bangladesh ekdin onek boro hobe..

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому +2

      জ্বি, ইনশাআল্লাহ্‌

    • @zerinzinia8660
      @zerinzinia8660 2 роки тому +1

      @@QuantumMethod inshallah shob shomvob

  • @morshedkhandoker8744
    @morshedkhandoker8744 2 роки тому +2

    জনাব, বিনীত নিবেদন এই যে, আপনারা সমাজের ৫% “more equal” কিম্বা more appropriately 5% super equal ছাড়া বাকী ৯৫% আমজনতা, mango-people, কিম্বা মফিজরা বাংলাদেশে কোন শ্রেনীর নাগরিক বলে জনাবের মনে হয়?

    • @masumonline
      @masumonline 2 роки тому

      সঠিক প্রশ্ন।

  • @skfaruk7259
    @skfaruk7259 2 роки тому +1

    🙏

  • @md.olikhasan5233
    @md.olikhasan5233 4 місяці тому

    স্যার!

    • @QuantumMethod
      @QuantumMethod  3 місяці тому

      ভিডিও দেখার জন্য ধন্যবাদ।

  • @mdmuazzenbillah543
    @mdmuazzenbillah543 2 роки тому

    OSHDHARON EKJON MANUSH KINTU KENO JANI MONE HOI ONAKE AMADER DESHE PROPERLY EVALUATE KORA HOINI.

  • @SabirAnsari-co4nm
    @SabirAnsari-co4nm 2 роки тому +1

    ব্যবসা র উন্নতির জন্য তাবিজ নেওয়া কেমন

  • @richardtapasadhikary7772
    @richardtapasadhikary7772 2 роки тому +2

    আপনি নিশ্চিত থাকবেন যে 'বিদেশ' বলতে যদি পাশ্চাত্য দেশ হয় যেখানে মানুষ এসে রাতে শান্তির ঘুম উপভোগ করে থাকে! সেই পাশ্চাত্য দেশ কখনো মানুষকে (প্রবাসীকে) "দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব" দেয়না! পাশ্চাত্য দেশে একজন মেয়ে যে রাস্তায় হাটে রাতে বা দিনে কোনো উৎকণ্ঠ ছাড়া সেই দেশে এসে কিছু দিন থাকেন স্যার!

  • @samyasdiary9783
    @samyasdiary9783 2 роки тому +2

    নাই দেশে ভেরেন্দা বৃক্ষ!! কথাটা মনে থাকবে।।😄

  • @mitumomo8130
    @mitumomo8130 2 роки тому

    কোয়ান্টাম গ্রেজুয়েশন ছাড়া কি শিক্ষার্থী ওরিয়েন্টেশন করা যায়?
    শিক্ষার্থী ওরিয়েন্টেশন এর ফী কতো?

  • @smilecreativeworld7882
    @smilecreativeworld7882 2 роки тому

    Nice

  • @mr.curious9049
    @mr.curious9049 2 роки тому

    ❤️

  • @labanunislamlaisa.6139
    @labanunislamlaisa.6139 2 роки тому +1

    Quantum Method ei book ta ki amra kono boi er dokan theke kinte pabo.

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому

      বইটা পাবেন আমাদের শাখা-সেল-সেন্টারগুলো থেকে
      চাইলে ই-বুক ডাউনলোড করে পড়তে পারেন, বা সরাসরি অনলাইন থেকেও পড়তে পারবেন।
      book.quantummethod.org.bd/bn
      এই লিংকে কোয়ান্টাম মেথড বইসহ আমাদের অন্য বইগুলো পাবেন।

    • @labanunislamlaisa.6139
      @labanunislamlaisa.6139 2 роки тому +1

      @@QuantumMethod apnader shakha sell senter golo kothi

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому

      quantummethod.org.bd/bn/contacts
      উপরের লিংকে গেলে আপনি আমাদের অফিসগুলোর ঠিকানা ও যোগাযোগ নম্বর পাবেন।

  • @ADsocrates0010
    @ADsocrates0010 2 роки тому

    আবদুল্লাহ আবু সঈদ রচিত বইটির নাম, প্রকাশনা জানতে চাই।

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому +1

      বইটির নাম - ভাঙো দুর্দশার চক্র। আলোকিত মানুষ গড়ার অগ্রপথিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের অনবদ্য এই বইটি প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০১৭ উপলক্ষে।
      বাংলা ভাষায় জীবনধর্মী ও আত্ম উন্নয়নমূলক গ্রন্থের তালিকায় নিঃসন্দেহে এটি এক অনন্য সংযোজন। কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানে ও সাক্ষাৎকারে লেখক অধ্যাপক সায়ীদের দৃঢ় প্রত্যয়ে বলা অগনিত শ্রোতার হৃদয়জয়ী বিশ্বাসের কথামালার সংকলন এই বই। যা তার অভিজ্ঞতাঋদ্ধ সম্পাদনায় হয়ে উঠেছে আলোকদীপ্ত বাক্যমালায়। বইটির প্রত্যেকটা বাক্যে জীবনের বাঁক বদলকারী চিন্তার অনেক খোরাক পাবেন আপনি। নিজেকে আবিষ্কার করবেন আত্মজাগরণের অভিযাত্রী হিসেবে।
      আমাদের ওয়েবসাইট থেকে বইটি PDF হিসেবে ডাউনলোড করতে চাইলেঃ
      publication.quantummethod.org.bd/bn/detail/15d8667e-f874-11e6-abc5-4ed0be4ccb2c

    • @ADsocrates0010
      @ADsocrates0010 2 роки тому

      @@QuantumMethod অসংখ্য ধন্যবাদ মহাশয়।🙏🙏🙏 আমি কলকাতা থেকে বলছি। সঈদ সাহেবের বক্তব্যের একনিষ্ঠ শ্রোতা। 🙏🙏🙏

    • @QuantumMethod
      @QuantumMethod  Рік тому

      আমরা খুব আনন্দিত যে গত পরশু থেকে কলকাতায় শুরু হওয়া ১০ম বাংলাদেশ বইমেলায় কোয়ান্টামের একটি স্টল দেয়া হয়েছে। Quantum Foundation | Stall no 67
      আপনারা আমন্ত্রিত । আসুন এবং কোয়ান্টামের বই সংগ্রহ করার সুযোগ গ্রহণ করুন।
      ২-১১ ডিসেম্বর, ২০২২। কলেজ স্কোয়ার , কলেজ স্ট্রিট, কলকাতা ।

  • @tahmid_hasan28
    @tahmid_hasan28 2 роки тому +1

    Ami ssc 2022 er student pora onk basi are tensiona porta pari na

    • @QuantumMethod
      @QuantumMethod  2 роки тому +4

      আসলে পড়া বেশি- এটা সমস্যা না, সমস্যা হলো আপনি অনেক পড়তে হবে বলে টেনশন করেন।
      পড়াটাকে চাপ মনে না করে শেখার বা জানার সুযোগ হিসেবে নিন। কারণ হয়তো বাছাই করে গুরুত্বপূর্ণ অল্প কিছু পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু যা আপনি বাদ দেবেন সেটা হয়তো শিক্ষাজীবনের পরবর্তী ধাপগুলোতে কাজে লাগবে।
      আর টেনশনমুক্তির কার্যকরী উপায় হলো মেডিটেশন। প্রতিদিন দুইবেলা শিথিলায়ন করলে দেখবেন আপনার টেনশন কমে যাবে। পড়াতে মনোযোগ দিতে এবং মনে রাখতে পারবেন।

    • @tahmid_hasan28
      @tahmid_hasan28 2 роки тому

      Thank you

  • @Shah9730
    @Shah9730 2 роки тому

    3:54 main point

  • @s.m.raashel4596
    @s.m.raashel4596 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @2550-t2o
    @2550-t2o 2 роки тому

    💛❤️

  • @HumayunKabir-uq5yf
    @HumayunKabir-uq5yf 2 роки тому +1

    I respectfully disagee with you. You are exceptional but many talented bangladeshi are treated as 2nd class citizens and deprived of many opportunities in their country.

  • @লাবণ্য-ভ৫ফ
    @লাবণ্য-ভ৫ফ 2 роки тому +2

    বাংলাদেশের নাগরিকেরা কোন শ্রেণীর নাগরিক?

  • @26rumon
    @26rumon 2 роки тому +1

    Abdullah Sir's point was simple. He was admiring people who come back to serve the country, putting the country first ahead of personal /family benefits. If Jamilur Reza Sir didn't come back, how he would have contributed the way he has for BD ? Not sure why some people are getting emotional here. Is there any reason to glorify people who are taking the education in the country, going abroad and completely ignoring any association with the home country ?

    • @mvlog5191
      @mvlog5191 2 роки тому +1

      Many people who are doing brilliant job in first world countries want to come back. But, they are not welcomed like Prof. Jamilur Reza Sir. It's something due to bad politics and sometimes due to not having far sightedness of the relevant authority.

  • @mhk7735
    @mhk7735 2 роки тому

    It's a paradox that patriots and lootera don't leave home country.

  • @itzugaming3498
    @itzugaming3498 2 роки тому +1

    মানুষ কে কেন শ্রেনিভাগ করা হচ্ছে ? এটা কি ঠিক ? কাউকেই ছোট করা ঠিক নয় । change can be happened only by: Being Human we must respect Human. That's all.

    • @thinkahead01
      @thinkahead01 2 роки тому

      এখানে মানুষকে শ্রেনীকরণ কর হয়নি। বিদেশে গেলে পনি কখনোই প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা পাবেন না। আপনার পরবর্তী প্রজন্ম পেতে পারে। এটাই বলা হয়েছে

  • @islamansary2869
    @islamansary2869 2 роки тому

    Ami kono kono samai bibvranto hoye jai valo kaj korleo mone hoi Ami ki thik korchi

  • @mdsayeduzzaman8883
    @mdsayeduzzaman8883 3 місяці тому

    I don’t think it’s true! If you have the skill you can do well anywhere in the world, and this is the lesson we get from Quantum!
    Sara prithibi amar, jekhane dorkar sekhane jabo, japroyojon tai nibo…..

    • @QuantumMethod
      @QuantumMethod  3 місяці тому

      আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।

  • @islamansary2869
    @islamansary2869 2 роки тому

    Hi

  • @Amar_ami812
    @Amar_ami812 2 роки тому +2

    The second class citizens get far better treatment in abroad than first class citizens in Bangladesh.