যুদ্ধাপরাধ বিচারের সময় কিছু বিদেশি আইনজীবী এখানে লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। বার কাউন্সিলের সনদ ছাড়া যদি এদেশে প্র্যাকটিস করা না যায়, তারা কীভাবে এখানে লড়তে চেয়েছিলেন?
আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে৷ আমাদের দেশের অনেক বিচারপতি আছেন যারা অন্য দেশের আন্তর্জাতিক বিচার ট্রাইবুনালের মাধ্যমে সে দেশে যুদ্ধাপরাধীদের বিচার করে এসেছেন৷
আমি বর্তমানে এইচএসসি শেষ করে মেডিসিন সাইন্স স্টাডি করতেছি... আমার ইচ্ছা মেডিসিন সাইন্স শেষ করে জাজ হবো, তাই পড়াশোনাও করবো... তাহলে এইচএসসি শেষ করার ৭/৮ বছর পরও কি পড়া যাবে...!?
ব্যারিস্টার হতে ৫০ লাখের মত টাকা লাগবে, আপনি দেশে থেকে ভুইয়া একাডেমি, এলসিএলএস এইসব জায়গা থেকে পড়াশোনা করতে পারবেন তবে কিছুদিন ইংল্যান্ডে পড়তে হবে। এর পর ব্যারিস্টার হলেই কিন্তু আপনি এডভোকেট হতে পারবেন না। এডভোকেট হতে আপনাকে বাংলাদেশের বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে হতে হবে। যেকোনো পাবলিক/ প্রাইভেট ভার্সিটি থেকে আইন বিষয়ে অনার্স করতে হবে অথবা ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যেকোনো ল কলেজে পাশ কোর্স করেও বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে এডভোকেট হতে হতে পারেন। মুলত এডভোকেটরা শুধু বাংলাদেশি আইন জানে। আর যেসব ব্যারিস্টাররা এডভোকেট তারা বাংলাদেশের সাথে ইংল্যান্ডের আইনও জানে।
vhaiya ashole amar tokhon tarahuro kore likte jeye judge banam ta bhul likhe phelechi khoma shundor drishti te dekben ekhon bolun vhaiya ami class 10 er student ami commerce niye porchi ami ki judge hote parbo?????plzzz bolun vhaiya
যাক তুমি তোমার ভুল টা বুঝতে পেরে নিজেকে সংশোধন করতে পেরেছ। এর মানে হল তুমি পারবে। কমার্স নিয়ে পড়লেও জজ হওয়া যাবে। এর জন্য তোমাকে ইন্টার পাশ করার পর আইন বিষয় নিয়ে অনার্স করতে হবে। অনার্স পাশ করার পর জুডিসিয়ারি পরীক্ষা দিয়ে উত্তির্ন হলেই জজ হয়ে যাবে।
vhaiya kichu mone na korle amar arekta proshno ache mane HSC exam dewar por law college bhorti hoye BALLB 5 years er course korle ki ami judge hote parbo???????
Amar iccha chilo barrister hobo deser jonno kicu korbo onnay ar protibad korbo ar o onek vhabna.. ... But akhon apnar kotha sune boka hoye gelam.... Sob ceye boro pod ar somman kon job a Adboket naki joz naki mejjistred naki barrister ..... Kon job ar modde khomota besi...ar haaa Okil ar barrister ki ak kotha naki....? Plz plz comment a janiye diyen
Hello sir I just want to ask you a question “Can Bangladesh govt. officers go to out of bangladesh or they are not allowed to go to any other country like India in any circumstances” If they can go then how ? Waiting for your answer
আপিল বিভাগ এ কোন নতুন মামলা করা যায় না৷ যে মামলার রায় হয়ে গেছে সে রায় যদি কোন পক্ষের পছন্দ না হয় তাহলে যদি আপিল করার সুযোগ থাকে তখন আপিল বিভাগে সেই মামলার রায়ের বিপরীতে আপিল করতে হয়৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পার্স কোর্স করছে তাদের বার কাউন্সেলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে? এখান থেকে ভালো রেজাল্ট করতে পারলে সার্টিফিকেট এর মূল্যায়ন কি একইরকম হবে?
বর্তমানে কোর্টে এডভোকেটদের বেশিরভাগই পাশ কোর্স করা৷ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ কোর্স করেও বার কাউন্সিলে পরীক্ষা দেয়া যায়, এতে কোন সমস্যা নাই৷ সার্টিফিকেট এর মূল্যায়ন নেই সবার সার্টিফিকেট সেইম৷ বার কাউন্সিলের এক্সাম এ টিকা টাই মূখ্য৷
Asole Barrister ki baiya ato kosto kore study kore jodhi bangladesh barrister ar kuno mullo take na... Tahole manush keno barrister hoy....Ami Barrister hote chai..baiya...ar Allah hor rohmote jodhi oo barrister hoye Bangladesh firi tahole ki amr kunu mullo takbe na....ami Chai barrister pore nijer paye darate... Nij desho somman pete chai...
A re bai ami jodhi Barrister pore Deshe ashar por shei exam ar modde pass hoi tobe amake ki bole porichoy dewa hobe ai kotha bolte cacchi..jemon.. Lawyer. Advocate airokom kicu bole amake daka hobe na..
sir Grade point ssc+hsc= duita milie 4 tahole ki ami law department a admission nite parbo? jodi hoy tahole kon versity /unversity? 2/3 ta nam??? please jodi janaten upokar hoto
সম্ভবত পারবেন না৷ আমি যেকয়টাতে দেখেছিলাম নূন্যতম দুইটা মিলে ৫/৬ রিকোয়ার্ড ছিল৷ তারপর ও ভার্সিটি গুলোর ওয়েব সাইটে যেয়ে তথ্য নিতে পারে৷ যেমন নর্দান, সিটি, স্টেট, ওয়ার্ল্ড, বাংলাদেশ এই ভার্সিটি গুলো দেখতে পারেন৷
@@AddHasanulHaque thank you sir actually amr gpa 5 er upore ace, kintu frnd er kom tai bepar ta ektu clear holam,,, thank you very much sir, Ramadan Kareem
এই বিষয় টা নিয়ে আমি মহা দ্বিধা -দ্বন্দ্বে ভুগতেছিলাম,,ধন্যবাদ আপনাকে,খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন।
সঠিক এবং অাসল কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
আপনাকেও ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য৷ এভাবেই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ 🥰
লাখ ০
Apnake onek somman janai bisoita bujiye dewar jonno.
আপনি অনেক ভালোভাবে বুঝিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য 🌹
অসংখ্য ধন্যবাদ।। আমি এডভোকেট হবো সবাই দোয়া করবেন 🥰
দুয়া রইলো 🌹
কই কি
কই কি
যুদ্ধাপরাধ বিচারের সময় কিছু বিদেশি আইনজীবী এখানে লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। বার কাউন্সিলের সনদ ছাড়া যদি এদেশে প্র্যাকটিস করা না যায়, তারা কীভাবে এখানে লড়তে চেয়েছিলেন?
আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে৷ আমাদের দেশের অনেক বিচারপতি আছেন যারা অন্য দেশের আন্তর্জাতিক বিচার ট্রাইবুনালের মাধ্যমে সে দেশে যুদ্ধাপরাধীদের বিচার করে এসেছেন৷
THANK YOU SO MUCH. SHOB MEAEADER ASHA JAMAI HOBEA LONDONEA PASH KOREA BARRISTER BUT VALO VABEA BUJHIEA DEAR JONNO THANK YOU.
জাতি নতুন একটা difference শিখলো।
ভাইয়া আমি কি লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়লে আমি কি লন্ডেন ব্যরিস্টারি করতে পারব
আমি বর্তমানে এইচএসসি শেষ করে মেডিসিন সাইন্স স্টাডি করতেছি... আমার ইচ্ছা মেডিসিন সাইন্স শেষ করে জাজ হবো, তাই পড়াশোনাও করবো... তাহলে এইচএসসি শেষ করার ৭/৮ বছর পরও কি পড়া যাবে...!?
আমি ভারতের বিএ এল এল বি এর ছাএ ধন্যবাদ ভালো লেগেছে আপনার ভিডিও 🍃🤍❤👨🎓👨🎓
ব্যারিস্টার কোন ডিগ্রি না।
এটা কোর্স মাত্র। আপনার তথ্যে ভুল আছে।
Law pass korar por 6 mas internship Korte hoy?
১/ ভাইয়া এডভোকেট আর ব্যারিষ্টার সম্পর্ন্ন Cours হতে হলে কত টাকা লাগে? ২/ মাসিক বেতন কত টাকা এডভোকেট ও ব্যারিষ্টার?
Barrister hote totally 4 year e 45 lak takar beshi lage.... Ar Advocate hote 3 lakh Theke 12 lkah takar moto lage 4 year e
ব্যারিস্টার হতে ৫০ লাখের মত টাকা লাগবে, আপনি দেশে থেকে ভুইয়া একাডেমি, এলসিএলএস এইসব জায়গা থেকে পড়াশোনা করতে পারবেন তবে কিছুদিন ইংল্যান্ডে পড়তে হবে। এর পর ব্যারিস্টার হলেই কিন্তু আপনি এডভোকেট হতে পারবেন না। এডভোকেট হতে আপনাকে বাংলাদেশের বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে হতে হবে। যেকোনো পাবলিক/ প্রাইভেট ভার্সিটি থেকে আইন বিষয়ে অনার্স করতে হবে অথবা ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যেকোনো ল কলেজে পাশ কোর্স করেও বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে এডভোকেট হতে হতে পারেন। মুলত এডভোকেটরা শুধু বাংলাদেশি আইন জানে। আর যেসব ব্যারিস্টাররা এডভোকেট তারা বাংলাদেশের সাথে ইংল্যান্ডের আইনও জানে।
vhaiya ashole amar tokhon tarahuro kore likte jeye judge banam ta bhul likhe phelechi khoma shundor drishti te dekben ekhon bolun vhaiya ami class 10 er student ami commerce niye porchi ami ki judge hote parbo?????plzzz bolun vhaiya
যাক তুমি তোমার ভুল টা বুঝতে পেরে নিজেকে সংশোধন করতে পেরেছ। এর মানে হল তুমি পারবে। কমার্স নিয়ে পড়লেও জজ হওয়া যাবে। এর জন্য তোমাকে ইন্টার পাশ করার পর আইন বিষয় নিয়ে অনার্স করতে হবে। অনার্স পাশ করার পর জুডিসিয়ারি পরীক্ষা দিয়ে উত্তির্ন হলেই জজ হয়ে যাবে।
Good to know 😊Thanks for your authentic information..
You are most welcome ❤️
পার্থক্য হচ্ছে শিক্ষা ব্যাবস্থায়।
Very good talking .thanks a lot .
ভারতে H S+ তিন বছরে B A পাস+ তিন বছরে LLB, বাংলাদেশে বার কাউন্সিলে পরীক্ষা দিতে পাবে ,সে বাংলাদেশের নাগরিক,,,plz উত্তর দিবেন,
পারবেন।
ভাই আমি টিকটকে প্রায় আপনার ভিডিও দেখি
শুনে ভাল লাগল।
Thanks.....
vhaiya kichu mone na korle amar arekta proshno ache mane HSC exam dewar por law college bhorti hoye BALLB 5 years er course korle ki ami judge hote parbo???????
আপনাকে ৪ বছর মেয়াদি LL.B করে জুডিসিয়ারি এক্সাম দিতে হবে৷
ভাইয়া ব্যারিস্টারী যেহেতু ইংল্যান্ডভিত্তিক,তাহলে এ ডিগ্রী অর্জন করলে কি ইংল্যান্ডে আইনবিষয়ক কোনো জব পাওয়া যায়???
Same question
হ্যা অনেক ধরনের জব পাওয়া যাবে।
History Nie honours porle ki pore law Nie pora jaina?
আচ্ছা ২ বছর এর এলএলবি করার পর কি Barrister হওয়া যাবে?
Na
Vaiya. Akjon. Sofol. Doctor abong. Ukil ki akrom. Taka. Inkome. Korte. Pare? Sobai sudhu bole doctor inkome. Er dik. Theke sob dik theke agiye achen ai katha. Tuku kotota sotti ata jante chai, please. Ai. Answer ta. Oneker mone prosno ? Please. Jodi. Apni ata. Nia. Aktu. Bolten sob clear hoye jeto, valo thakben,
Amar iccha chilo barrister hobo deser jonno kicu korbo onnay ar protibad korbo ar o onek vhabna.. ... But akhon apnar kotha sune boka hoye gelam.... Sob ceye boro pod ar somman kon job a Adboket naki joz naki mejjistred naki barrister ..... Kon job ar modde khomota besi...ar haaa Okil ar barrister ki ak kotha naki....? Plz plz comment a janiye diyen
উকিল আর ব্যারিস্টার এক কথাই৷ এডভোকেট দেশি ডিগ্রী আর ব্যারিস্টার বিদেশি ডিগ্রী৷ প্রশাসনিক ক্ষমতা ম্যাজিস্ট্রেট এর বেশি৷
যারা হাই কোট বা সুপ্রিম কোর্টের আইনজীবী তাদেরকে কি এডভোকেট বলা যায়
হ্যা।
Vaiya Barrister hote hole ssc & hsc te koto point pete hobe ?
Dada advocate ar Baristar 2 to hotey ki college e political science Nie Porte parbe.
na, law niye
thank Q so much bro
Via Ami l.l.b Porte cai kun clg vlo hbe and low porar por r Kuno course krte hbe nki pls janabn
আসসালামু আলাইকুম আপনার ভিডিও দেখার জন্য আমি আসলাম। আমি অনেখ জামেলাতে আছি এখন কি করতে পারি ভাই বলবেন পিয।
কিসের ঝামেলা.
ভাইয়া ব্যারিষটার হতে গেলে কি লন্ডনে যেতে হয় নাকি বাংলাদেশেও করা যায়?
এখন বাংলাদেশ থেকেও করা যায়৷
সরকারি উকিল কিভাবে হতে হবে ভিডিও না দিলে unsubscription করবো প্লিজ
Vai ukil er ki masik ba sorkari baton ache .r hsc por mot koto year lagbe ukil hote plz plz bro janaben
বার কাউন্সিলের সদস্য হতে কি বয়সের সময় সীমা আছে?
Nah
Awesome conversation vai
আপনাকেও ধন্যবাদ ভাইয়া ❣️
আমি এল এলবি করছি , আমি কি আমাকে ব্যারিস্টার বলতে পারবো? আমি কি এই পদবি ব্যাবহার কররে পারবো পাশ করার পরে?
Na
Bangladesh theke ki barristery pora jay na?Barrister hote hole ki England jete hobe?
বাংলাদেশেই ব্যারিস্টারি করা যাবে। ইংল্যান্ড যেতে হবে না।
@@AddHasanulHaque tnx
@@AddHasanulHaque 😄😄
Thanks a lot...
ব্যারিস্টার কি এক্সট্রা কোন সুবিধা পান?
এক্সট্রা কোন সুবিধা নেই।
Hello sir
I just want to ask you a question
“Can Bangladesh govt. officers go to out of bangladesh or they are not allowed to go to any other country like India in any circumstances”
If they can go then how ?
Waiting for your answer
Your waiting won't be end..😓😓😓
With the permission of the concerned authorities, the can go abroad.
Now It's over 😊
ধন্যবাদ
akjon advocet koto salary pay
বার কাউন্সিলের সনদ প্রাপ্ত উকিলরা কি সরকারি কোন বেতন পায়?
না৷
ভাইয়া অনার্স কমপ্লিট করার পর কি ব্যারিস্টারি পড়া যাবে বাংলাদেশ থেকে???????
Na
ব্যারিস্টারদের কি সরকারি বেতন আছে ? বাংলাদেশে না থাকলে অন্য কোন দেশে কী আছে ? Sure হয়ে জানাবেন please please please
না কোন সরকারি বেতন নাই। এটা কোন চাকরি না। এটা একটা বিদেশি ডিগ্রী মাত্র।
ব্যারিস্টারি হল বৃটেনের আইন জীবি।তারা বৃটেনের আইজীবি।কিন্তু সুবিধা হল তারা আন্তর্জাতিক আদালতে মামলা লড়তে পারে।
Bangladesh aer sumon ki berister
thanks
Welcome vai ❤️
good lesson
ব্যারিস্টার হতে খরচ কত হবে ?
35 lak
Nice
ব্যারিষ্টার পাশ কয় বছর লাগে জানায়েন
9 month.
Brother you are wrong you not have any school knowledge advocate and beristar is not shem you don't have any school knowledge
আপিল বিভাগ হাইকোর্টের কি এখানে মামলা করার নিয়ম কি কারনে করা যায় মামলা কিভাবে.!
আপিল বিভাগ এ কোন নতুন মামলা করা যায় না৷ যে মামলার রায় হয়ে গেছে সে রায় যদি কোন পক্ষের পছন্দ না হয় তাহলে যদি আপিল করার সুযোগ থাকে তখন আপিল বিভাগে সেই মামলার রায়ের বিপরীতে আপিল করতে হয়৷
আইনজীবী হওয়ার জন্য কোনো বয়সসীমা আছে কি?
inter pass thakte hobe
@@mdshaikatmohin1049 inter pass korechi, kintu study gap ache
dhonnobad bhai
@@AddHasanulHaque ইনসা আল্লাহ,,, চালিয়ে যান,,,
Tnx bro
❤️
Thank you 💜💜💜💜
Welcome ❤️
আপনার সাথে সরাসরি কথা বলার দরকার ছিল।
বাংলাদেশের ল' বিভাগ থেকে কী ব্যারিস্টারি পড়া যায় ?
na
ওকিল আর ব্যারেস্টার কি এক
arts teke ki adboket hoajay
Hmmm
ভাই ব্যারিস্টার হতে হলে কি ইংল্যান্ড এ পড়া লেখা করতে হবে
জ্বি৷
দাদা আমি indiar
ঠিকই বলেছেন মহামান্য
ধন্যবাদ জনাব 💕
Crush kheyechi apnr opor 😍u r so cute 🥰
হাহাহা
ধন্যবাদ ❤️
মেয়েদের কাজ ই এইটা...??
হুদা জায়গায় ক্রাশ খাইয়া পেট না ভরে বাড়ি গিয়ে ভাত খাও। শারীরিক উপকার হবে।
সরকারি উকিল হতে গেলে কি কি করতে হয়?
সরকারীদল করতে হয় । ভুল করেও অন্যদল করবেননা ।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পার্স কোর্স করছে তাদের বার কাউন্সেলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে? এখান থেকে ভালো রেজাল্ট করতে পারলে সার্টিফিকেট এর মূল্যায়ন কি একইরকম হবে?
বর্তমানে কোর্টে এডভোকেটদের বেশিরভাগই পাশ কোর্স করা৷ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ কোর্স করেও বার কাউন্সিলে পরীক্ষা দেয়া যায়, এতে কোন সমস্যা নাই৷ সার্টিফিকেট এর মূল্যায়ন নেই সবার সার্টিফিকেট সেইম৷ বার কাউন্সিলের এক্সাম এ টিকা টাই মূখ্য৷
@@AddHasanulHaque অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য।
Valo
ধন্যবাদ ভাই ❤️❤️
Vaiya advocate pora ke hsc r por Kora jaii
হ্যা।
ব্যারিস্টার হল বৃটেনে আইনজীবী।
Asole Barrister ki baiya ato kosto kore study kore jodhi bangladesh barrister ar kuno mullo take na... Tahole manush keno barrister hoy....Ami Barrister hote chai..baiya...ar Allah hor rohmote jodhi oo barrister hoye Bangladesh firi tahole ki amr kunu mullo takbe na....ami Chai barrister pore nijer paye darate... Nij desho somman pete chai...
Barrister tho london ar digrir nam baiya Taina tahole barrister pore ami amr desho kunu pod ki pabo na🙂
@@nirjanaluchin4354 অস্ট্রেলিয়ার উকিল কে ব্যারিস্টার বলা হয়৷ এছাড়া কিছু না৷
@@nirjanaluchin4354 কিসের পদ পদ করছেন ভাই? আপনি আগে আইন পেশা টা সম্পর্কে ভাল করে জানুন৷ এর পর কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করুন৷
A re bai ami jodhi Barrister pore Deshe ashar por shei exam ar modde pass hoi tobe amake ki bole porichoy dewa hobe ai kotha bolte cacchi..jemon.. Lawyer.
Advocate airokom kicu bole amake daka hobe na..
উকিলের কেমন আয় প্লিজ বলবেন
কারো মাসে ১৫-২০ হাজার, কারো দিনে গড়ে ১৫-২০ হাজার৷
KD Pathak
sir Grade point ssc+hsc= duita milie 4
tahole ki ami law department a admission nite parbo? jodi hoy tahole kon versity /unversity? 2/3 ta nam???
please jodi janaten upokar hoto
সম্ভবত পারবেন না৷ আমি যেকয়টাতে দেখেছিলাম নূন্যতম দুইটা মিলে ৫/৬ রিকোয়ার্ড ছিল৷ তারপর ও ভার্সিটি গুলোর ওয়েব সাইটে যেয়ে তথ্য নিতে পারে৷ যেমন নর্দান, সিটি, স্টেট, ওয়ার্ল্ড, বাংলাদেশ এই ভার্সিটি গুলো দেখতে পারেন৷
@@AddHasanulHaque thank you sir
actually amr gpa 5 er upore ace, kintu frnd er kom tai bepar ta ektu clear holam,,, thank you very much sir, Ramadan Kareem
ঠিকই বলেছেন মহামান্য বন্ধু
অনেক ধন্যবাদ লার্নেড ❤️
@@AddHasanulHaque প্রিয় বন্ধু আমার ভালোবাসা অবিরাম আছে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে আসবেন আমিও আসবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ্ , আল্লাহ আপনার মংগল করুন। ❤️
উকিল ব্যারিষটার ভাষা দুটি নাম একটি।
জ্বী।
Ballberfulfum
এল এল বি কোর্স কয় বছরের?
চার বছর৷
SSC পাশের পর LLB নিয়ে Study করার কী কোন অবশন আছে
না৷
Nah apni HSC er por porte paren 🙂
vaiya apnr number ta aktu diben plz
দয়া করে আমার ফেইসবুকে যোগাযোগ করবেন৷ লিংক ডেসক্রিপশন এ পাবেন৷
nothing understood.very bad expalnition.......
দুনিয়ার সবাই বুঝল আর আপনি বুঝলেন না 🤣 তাহলে সমস্যা টা আপনার ব্রাদার 🤣
Baiya amader deshe ki barrister ar kunu value nai🙂
প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নাই তবে সামাজিক ক্ষেত্রে আছে অনেকটাই৷
Ami Barrister hote chai..baiya je babei hok kintu ami chai...amar dui oo babe value takto akon ki korbo
@@nirjanaluchin4354 ব্যারিস্টার হওয়া পর্যন্ত সবি ঠিক আছে৷ শুধু আপনাকে বার কাউন্সিলের এক্সামে পাশ করতে হবে৷ তাহলেই দুইটাই হবে৷
@@AddHasanulHaque exam ar modde pass korle ami bangladesh kun pod pabo baiya
@@nirjanaluchin4354 এডভোকেট৷
এই দুই এর কাজ কি একই
হ্যা
Salari er kotha to bollen na .
thnx
Thanks
Most Welcome vhai 🥰