ফলের মাছি পোকা দমনের উপায় ! বিনা ওষুধে ফলমাছি মারতে দেখুন ! ফ্রুট ফ্লাই বা মাছি পোকা দমন পদ্ধতি

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ফলের মাছি পোকা দমনের উপায় ! বিনা ওষুধে ফলমাছি মারতে দেখুন ! ফ্রুট ফ্লাই বা মাছি পোকা দমন পদ্ধতি
    Amar Shakh আমার শখ
    কুলের মধ্যে পোকা, আমের মধ্যে পোকা, লাউ কুমড়ো তরমুজের মধ্যে পোকা, পটল ঝিঙে চিচিঙ্গাতে পোকা দমন করতে এই ভিডিওটি অবশ্যই দেখুন। পাবেন সমাধান।
    ফলের মাছি পোকা বা সব্জীর মাছি পোকা ফসলের ব্যাপক ক্ষতি করে। এর আর এক নাম পিন পোকা। এই মাছি পোকার জন্যে যে রোগ গুলি হয় তা হলো ফল পচা রোগ, আমের ভিতরে সাদা পোকা, ঝিঙ্গা ও ধুন্দুলের পোকা, উচ্চে ও করোল্লায় পোকা, চিচিঙ্গার পোকা ও পচা ইত্যাদি। পটল, লাউ, কুমড়ো, ধুদুলে পোকা ও এই সব ফল পচার জন্যেও এই মাছি পোকা দায়ী, এই পোকার জন্য শশা ও খিরা বেঁকে যায়। সব্জী ছাড়া আম, পেয়ারা প্রভৃতি ফলে হলুদ মাছি বা সোনালি মাছির আক্রমন করে। ফল ছিদ্রকারী পোকা বা মাছি পোকা দমনের জৈবিক ও পরিবেশ বান্ধ্বব পদ্ধতি আজকের আলোচ্য বিষয়। ফলের মাছি পোকা দমন পদ্ধতির অন্যতম হলো ফোরামেন ফাঁদের ব্যবহার।ফল ছিদ্রকারি পোকা এই পদ্ধতির সাহায্যে প্রায় ৭০% দমন হয়। এটা আসলে মাছি পোকা দমনের যান্ত্রিক পদ্ধতি। ফোরামেন ফাঁদ ছাড়াও বিষ ফাঁদ ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে কীটনাশক হিসাবে ম্যালাথিয়ন ব্যবহার করা হয়। জৈব পদ্ধতিতে ফলের মাছি পোকা দমন করা ছাড়াও রাসায়নিক পদ্ধতিতে মাছি পোকা বা ফসলের পোকা দমন করা যায়। বানিজ্যিক চাষে সাধারনত রাসায়নিক পদ্ধতিতে মাছি পোকা দমন বা পেয়ারা ফলের ভিতর পোকা বা করলা গাছের পোকা বা ধুন্দলের মাছি পোকা বা ঝিঙ্গার ফলের মাছি পোকা দমন করা হয়। আজকে ফলের মাছি পোকা বা সোনালী মাছি বা হলুদ মাছির দমন কৌশল অর্থাৎ হলুদ মাছির দমন পদ্ধতি আলোচিত হয়েছে।
    Email- amarshakhnature@gmail.com
    সহজে জাব পোকা দমন
    • সহজে জাব পোকা দমন !! a...
    রাসায়নিক উপায়ে জাবপোকা ও পিঁপড়ে দমন
    • রাসায়নিক উপায়ে জাবপোকা...
    তায়ওয়ান পিঙ্ক শাঁসের পেয়ারা
    • Taiwan Pink Gueva Beng...
    টবে কাগজী লেবু চাষ
    • টবে কাগজি লেবু চাষ ! ছ...
    টবে ড্রাগন চাষে লাভ
    • টবে ড্রাগন ফল চাষ ! ছা...
    Please Visit & Like my Face Book page-
    / amarshakh.ripon

КОМЕНТАРІ •