#utkal

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • আমি আজ গেছলাম ঐতিহ্যবাহী পিঠের প্রদর্শনীতে।তারা আফসোস করছিলেন আমাদের সমাজের মানুষ কেউ প্রায় আসেন নি। এই সমাজের প্রচুর মানুষ কলকাতায় রয়েছেন। দক্ষিণবঙ্গ ব্রাহ্মণ কল্যাণ সমিতির অনেক পদাধিকারী আছেন তারাও কেউ আসেন নি। গত বছরই এই প্রদর্শনীতে ব্যাপক আলোড়ন তুলেছিল। ভারত সরকারের জিআই ট্যাগ প্রাপ্তির লক্ষ্যে উৎকল ব্রাহ্মণদের হাতে তৈরি গড়গড়িয়া পিঠে এবং কাখরা পিঠে হ্যাকাথন প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে আগেই বলেছিলাম। আজ আমি ওখানকার প্রফেসার পিনাকী ঘোষ সহ অনেকের সাথেই আলোচনা করলাম।
    তারা একটা বড় ওয়ার্কশপ সিমলাপালে করতে চাইছে। এ ব্যাপারে পরে বিশদে কথা হবে।

    সিমলাপাল থেকে শ্যামলী ষন্নিগ্রহী, পূর্ণিমা সিংহবাবু এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। উৎকল ব্রাহ্মণদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পুষ্টিকর গড়গড়িয়া পিঠে এবং কাখরা পিঠের প্রদর্শনীতে সকলের সহযোগিতা আমাদের কাম্য।
    এই প্রদর্শনীর ১২ মার্চ( মঙ্গলবার) ২০২৪ পর্যন্ত চলবে।
    স্থান: দি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস- ক্যাম্পাস, সল্টলেক, কলকাতা।
    আপনারা সবাই আসুন সেখানে, কলকাতায় বুকে আমাদের উৎকল সমাজের মানুষজন রয়েছেন তারা উৎসাহ দিতে আসবেন এটা আশা করি। জায়গাটি চিংড়িঘাটা মোড় থেকে খুবই সামনে। অত্যন্ত মনোরম পরিবেশ ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিদগ্ধ মানুষজন সেখানে আসছেন এবং আমাদের ঐতিহ্যবাহী পিঠে তারা খেয়ে দেখছেন এটা এক চরম প্রাপ্তি। প্রত্যেকটি সমাজ তাদের নিজস্ব ঐতিহ্য ধরে রাখতে মরিয়া প্রয়াস চালাচ্ছে, আমরাও আমাদের ঐতিহ্যবাহী জিনিসগুলো ধরে রাখার চেষ্টা করতে পারি তারই প্রয়াস-- এই প্রদর্শনী। বিগত চার-পাঁচ বছর আগেও আমরা ভাবতেই পারতাম না যে আমাদের এই দুটো পিঠে ভারতবর্ষের বিভিন্ন মানুষকে আমরা খাইয়ে তাদের কাছ থেকে বাহবা পাব!
    আপনারাও আসুন। উৎসাহ দিন একটা একাত্মতা বোধ দেখানোর চেষ্টা করুন। একটু সময় বার করে যে মানুষগুলো এত কষ্ট করে সিমলাপাল থেকে এসে যে প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন তাদেরকে উৎসাহ দিন তাদের ভালো লাগবে।
    দীপক মাহান্তি

КОМЕНТАРІ • 3

  • @S.SMahapatra
    @S.SMahapatra 7 місяців тому

    All the best

  • @arunsinghamahapatra2918
    @arunsinghamahapatra2918 6 місяців тому

    I support you for your efforts 🙏🙏
    Arun Kumar Singha Mahapatra
    Dumdum

  • @Art_Reaction_by_Sumit
    @Art_Reaction_by_Sumit 7 місяців тому

    কাখরা গড়গড়ে তুমি কার ?
    Facebook জুড়ে উৎকল্ bramhin দের মধ্যে বাকযুদ্ধ।
    সিমলাপালের নাকি দক্ষিণবঙ্গ উৎকল দের
    এ কেমন কোন্দল