03 Kg গরুর মাংস দিয়ে 04 Kg ভাত খাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই || 04 Kg Rice, 03 Kg Meat Eating Competition

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2021
  • ❤আল্লাহ যদি সহায় হয় 🙏 এবং আপনাদের সহযোগিতায় একদিন আমার এই চ্যানেলের আয়ের অংশ দিয়ে ❤ গরীবের মাঝে খাবার / ইফতার বিতরণ করব। ইনশাআল্লাহ..💪.....
    If Allah helps 🙏 and with your help one day I will distribute food / iftar among the poor with the share of the income of this channel. InshaAllah..💪 .....
    ❤এজন্য অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন..🙏🙏 ধন্যবাদ
    For this, I would like to request you to extend your hand of cooperation by subscribing to the channel..🙏🙏 Thank you.
    🙏কেউ খাবার নষ্ট অথবা অপচয় করবেন না 🙏 এখনো প্রতি রাতে প্রায় ৭০ কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়.
    No one wastes or wastes food 🙏 yet every night about 600 million people go to bed hungry.
    ❤" আল্লাহ বলেন,
    তোমরা খাও এবং পান করো; কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না।" সূরা আ'রাফঃ ৩১..
    "Eat and drink, but do not waste. Indeed, Allah does not like the wasteful." Surah A'raf: 31
    ﴿ وَكُلُواْ وَٱشۡرَبُواْ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ ٣١ ﴾ [الاعراف: ٣١]
    ❤আল্লাহর রাসূল (সা:) বলেন ‘প্রতিবেশীকে অভুক্ত রেখে যে ব্যক্তি পেট পুরে খায়, সে ঈমানদার নয়।’ (বুখারি শরিফ)।
    The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said, "A person who eats on a full stomach without keeping his neighbor hungry is not a believer." (Bukhari Sharif).
    ❤রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও।
    এবং তোমার দিক হতে খাও। ’ (বুখারি, হাদিস নং : ৫১৬৭, তিরমিজি, হাদিস নং : ১৯১৩)
    "The Prophet (peace and blessings of Allaah be upon him) said, ‘Eat in the name of Allaah and with your right hand."
    ❤নবী করীম (ছাঃ) বলেন, إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ ‘(খাবারের বেশী গরমভাব দূর করে খেলে) তাতে বরকত বেশী হয়’।[40]
    ❤আবূ হুরায়রা (রাঃ) বলেন, ‘ভাপ না চলে যাওয়া পর্যন্ত কোন খাবার খাওয়া উচিত নয়’।[41] مَعَ الْجَمَاعَةِ ‘তোমরা এক সাথে খাও এবং পৃথক পৃথক খেয়ো না। কারণ জামা‘আতের সাথে (খাবারে) বরকত আছে’।[54]রাসূল (ছাঃ) বলেন,
    إِذَا وَقَعَ الذُّبَابُ فِيْ شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ ثُمَّ لِيَنْزِعْهُ (لِيَنْتَزِعْهُ) فَإِنَّ فِيْ إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالْأُخْرَى شِفَاءً-
    ‘যখন তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়বে, তখন তাকে সম্পূর্ণ ডুবিয়ে দিবে। তারপর তাকে বাইরে ফেলে দিবে। কারণ তার দু’টি ডানার মধ্যে একটিতে আছে রোগজীবাণু এবং অপরটিতে আছে রোগমুক্তি’।[39] মাছি যে ডানাতে রোগজীবাণু থাকে সেটিকে ডুবিয়ে দিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করে। অতএব তা সম্পূর্ণ ডুবিয়ে দেওয়ার পর ফেলে দেওয়া উচিত।
    ❤কুরআনে মহান আল্লাহ বলেন,
    مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ٤٢ قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ٤٣ وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ ٤٤ [المدثر: ٤٢، ٤٤]
    তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলে, আমরা মুসল্লীদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং আমরা অভাবগ্রস্তদের আহার্য দান করতাম না। [সূরা আল-মুদ্দাসসির,আয়াত: ৪২-৪৪]
    এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
    «وَالبَخِيلُ بَعِيدٌ مِنَ اللَّهِ بَعِيدٌ مِنَ الجَنَّةِ بَعِيدٌ مِنَ النَّاسِ قَرِيبٌ مِنَ النَّارِ، وَالْجَاهِلُ السَّخِيُّ أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ عَابِدٍ بَخِيلٍ»
    কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং মানুষ থেকে দূরে থাকে। কিন্তু জাহান্নামের নিকটবর্তী থাকবে।’ (সুনান তিরমিযী, হাদীস নং ১৯৬১, হাদীসটি যয়ীফ)
    বন্ধুরা, এই ভিডিওটি করার জন্য হয়ত আমাদের কোন ভুল হয়ে থাকবে।
    যদি ভিডিওটি করার ফলে কোন ভুল হয়ে থাকে। অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙏
    ধন্যবাদ।💔
    পাশে থাকার জন্য
    If Allah helps 🙏 and with your help one day I will distribute food / iftar among those poor people with the share of my income from this channel. InshaAllah..💪 .....
    For this, I would like to request you to extend your hand of cooperation by subscribing to the channel..🙏🙏 Thank you
    Friends, we may have made a mistake in making this video.
    If there is any mistake in making the video. Of course, as a younger brother, you will see forgiveness
    Thank you
    To be by your side
    🔥কচুরিপানা ও পোকামাকড় খাওয়ার অদ্ভুত বাজি। নতুন চ্যালেঞ্জ টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন 👇👇 • কচুরিপানা খাওয়ার বাজি...
    🔥🔥২ কেজি চাউলের ভাত খাওয়া বাজি. 2kg white Rice eating challenge. ভোজন রসিক মহন👇
    • ২ কেজি চাউলের ভাত খাওয...
    🔥এক কেজি কাঁচা মরিচ খাওয়ার চ্যালেঞ্জ 😋 শেষ পর্যন্ত অবস্থা খারাপ হল মূলা 😆 👇
    খাওয়ার এক আশ্চর্যজনক চ্যালেঞ্জ 😲। হেরে শেষে কাঁচামরিচ খেতে হল 😆😆😆👇
    • এক কেজি কাঁচা মরিচ খাও...
    🔥বাংলাদেশে এই প্রথম ৫ কেজি কাঁচা লাউ ( কদু ) একাই ভোজন করলেন নোয়াখালীর জাহিদ। Vojon Rosik Mohon. নিচের লিংকে ভিডিওটি আছে 👇👇
    • 🔥৫ কেজি কাঁচা লাউ খাওয...
    👉Facebook ID link👇
    profile.php?...
    👉Facebook page link 👇
    / vojon-rosik-mohon-1038...
    👉Facebook group link 👇
    groups/32192...
    **💬 For business queries / sponsor/Help contact: bdjobcircular244@gmail.com
    Cryin In My Beer by Audionautix is licensed under
    a Creative Commons Attribution 4.0 license.
    creativecommons.org/licenses/...
    Artist: httn://audionautix com/
    #Food_Eating_Challenge

КОМЕНТАРІ • 933

  • @VojonRosikMohon
    @VojonRosikMohon  Рік тому +14

    🔥০৩ মিনিটে ০৩ কেজি মিষ্টি খাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই। 03 Kg Sweets Just 03 Minutes Eating Challenge.👉ua-cam.com/video/Tw-BVejiJqo/v-deo.html
    🔥🔥 ৩টি 6kg ওজনের আস্ত মুরগি দিয়ে তিন কেজি চাউলের ভাত খাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই। 👉 ua-cam.com/video/iOEBZr_yoio/v-deo.html

  • @moshiurrahman7150
    @moshiurrahman7150 2 роки тому +107

    মুসলিম হয়ে এধরনের আয়োজন করা ঠিক না। আমাদের নবি মুহাম্মদ (স.) কম খাইতে বলেছেন

    • @skriyajul6932
      @skriyajul6932 2 роки тому +3

      ঐ সময়ে খাবারের অভাব ছিল এখন খাবারের অভাব নেই এখন আর নবী নেই সেই জন্যই আরকি।

    • @peslover7485
      @peslover7485 2 роки тому +2

      Ekdom

    • @peslover7485
      @peslover7485 2 роки тому +6

      Sk murkho lok tai amon answer dilen..murkho..khabar er ovab cilo?? Hadis bujho miya?? Murkho ra aber hadis bujhe naki😑

    • @mr.unlimited7950
      @mr.unlimited7950 2 роки тому

      Eder ke bole kathmoulovi

    • @muhiulzabir8810
      @muhiulzabir8810 2 роки тому

      Bolod!
      khabarer ovab na thakle manush ekhn o vikkha kore kn?desher koto % manus thikmoto khete pare bolun to?

  • @sumonali628
    @sumonali628 2 роки тому +191

    9 কেজি ভাত 6 কেজি গরুর গোশ যদি কোনো গরিব মানুষদের এগুলো খাওয়ানো যায় তাই ভালো তো তিনজনকে না খাওয়ে20্25্ জন কে খাওয়ান তাতে আল্লাহতালা আপনাকে অনেক সওয়াব দিবেন আশা করি ভালো থাকবেন

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому +13

      ধন্যবাদ ভাইয়া ভাল পরামর্শ দেওয়ার জন্য

    • @skrahat4170
      @skrahat4170 2 роки тому +3

      vieya sunder akta kotha bolasen

    • @dear09955
      @dear09955 2 роки тому +2

      Raight tnx

    • @MisRuna-qk9eg
      @MisRuna-qk9eg 2 роки тому

      hmm thik bolcn

    • @sohagbiswas247
      @sohagbiswas247 Рік тому

      এত শক তোমার, নিজে গরু কেটে খানা দাওনা, (সালার,,,নাপিত দেখলে গোঁফ বাড়ে)

  • @arajblog2626
    @arajblog2626 2 роки тому +43

    এখানে 3 কেজি মাংস হবেনা, ফালতু কথা

  • @vendora01
    @vendora01 2 роки тому +123

    এরকমভাবে এক প্লেটে সব খানা দিয়ে দেবেন না খানা নষ্ট হয়। আলাদা প্লেটে ভাত মাছ-মাংস অন্যান্য জিনিসপত্র রাখবেন যে যতটুকু পারবে নিয়ে নিয়ে খাবে এতে খানা অপচয় হবে না। ধন্যবাদ আপনাদের ভিডিও টা অনেক ভালো লাগছে🥰

  • @MainUddiy5890
    @MainUddiy5890 2 роки тому +4

    এগুলো দেখার জন্যই হয়ত আল্লাহ এতদিন পর্যন্ত আমাদের কে বাছাইয়া রাখছে।

  • @rajibhasan7656
    @rajibhasan7656 2 роки тому +128

    প্রতিবার ডাক্তার রাখবেন তা না হলে বিপদ ঘটে গেলে আপনার সমস্যা

  • @user-ud6yd6he6o
    @user-ud6yd6he6o 2 роки тому +3

    আল্লাহু আকবার

  • @mamunsarder7903
    @mamunsarder7903 2 роки тому +15

    এভাবে খাওয়া-দাওয়া ঠিক না ওরে ও যেহেতু খেয়েছে আমার হিসেবে মুরুব্বি ফার্স্ট হয়েছে সাইট বছর বয়সে এত খাবার খেয়েছেন

  • @naimulhosen8488
    @naimulhosen8488 2 роки тому +4

    এটাই মনে হয় আখেরী খাবার।

  • @juthisagor5125
    @juthisagor5125 2 роки тому

    Khub valo laglo protijogita ta.airokom r o video cai.

  • @romaakter4975
    @romaakter4975 15 днів тому

    যাদের গরুর মাংস কেনার সামর্থ্য তাদের খাওয়ান আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ

  • @nurjahanbegum5982
    @nurjahanbegum5982 2 роки тому +18

    সম্পূর্ণ অবাস্তব প্রতিযোগিতা। চার কেজি চালের ভাত এবং তিন কেজি রান্না গোস্ত একজন মানুষ খেতে পারে যা কি আদো সম্ভব!

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому +2

      ভাই সম্ভব আমাদের মাঝে এমন প্রতিযোগি আছে

  • @mahtabuddin8514
    @mahtabuddin8514 2 роки тому +79

    মানুষ যেখানে এক মুঠো ভাতের জন্য কাঁদে সেখানে এরকম পতি যোগিতা ঠিক না!, ঐ খাবার গুলো বিশ জন গরিব মানুষ কে দেওয়া উচিত ছিল! "!

    • @mimic4800
      @mimic4800 Рік тому +5

      Kichu kichu manush ar sob kichu tey ei problem 😑 valo na lgly dikhn na

    • @sheikhshamim3480
      @sheikhshamim3480 Рік тому

      Mahtab uddin হুজুর সাহেব আপনি মরে যান
      সব যাগাতেই এ সব কথা না বললেই চলে না

    • @tehami3922
      @tehami3922 Рік тому +3

      Ato koshto Lagle you tube a shomoy noshto na koiral manosh re khawan 😒

    • @humayunkabir-mn1uc
      @humayunkabir-mn1uc Рік тому +3

      আপনার ঠিকানাটা দিতে পারেন খাবার পাঠিয়ে দিবে

    • @tofayel2010
      @tofayel2010 Рік тому

      Bhai youtube jinish tai amon.Aikhane right ke wrong mante hobe o wrong kei right mante hobe.Jodi na mante paren tahole na dekhle bhalo

  • @jalilahabdullatif3432
    @jalilahabdullatif3432 2 роки тому +2

    Very nice video 👍 👌 👍 GOD bless all of you all the best 👍 👍 ❤

  • @kamaluddin-ix5eq
    @kamaluddin-ix5eq 2 роки тому +4

    কিছু মানুষ বাঁচার জন্য খানা খায়। আর কিছু মানুষ খাওয়ার জন্য বেঁচে থাকে।

  • @user-jb6xy8hb5i
    @user-jb6xy8hb5i 2 роки тому +7

    ভিডিওটা অনেক ভাল লাগলো

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому

      ধন্যবাদ পাশে থাকবেন আশা করি সব সময়

  • @mdkisan5448
    @mdkisan5448 2 роки тому +4

    এরাই দেশের অভীসাপ ১০ জনের খাবার একজনে খায়।

    • @sohagbiswas247
      @sohagbiswas247 Рік тому

      এত শক তোমার, নিজে গরু কেটে খানা দাওনা, (সালার,,,নাপিত দেখলে গোঁফ বাড়ে)

  • @sainasaina2486
    @sainasaina2486 9 місяців тому

    Masa allah chacha ji

  • @nillpori1085
    @nillpori1085 2 роки тому +1

    বাহ্ জিতলেও লাভ হারলেও লাভ

  • @user-jb6xy8hb5i
    @user-jb6xy8hb5i 2 роки тому +3

    রাক্ষস

  • @gudbrid8702
    @gudbrid8702 2 роки тому +13

    Amazing job 👌🏻👍🏻👌🏻👍🏻👏GOD bless all of you all the best keep on 👌🏻👍🏻👌🏻❤️❤️❤️

  • @rashedulhaque1245
    @rashedulhaque1245 2 роки тому

    Kub valo arro vedio chi

  • @Jf.television
    @Jf.television Рік тому

    আমাদের পল্লী অঞ্চলের ঐতিহ্য।এনরনের অনুষ্ঠানের মাধ্যমে ধরে রাখতে হবে এই ঐতিহ্য'কে।খারাপ মনে করলে খারাপ নয়লে কিন্তু না।

  • @rabakaislam7056
    @rabakaislam7056 2 роки тому +8

    অনেক সুন্দর হয়েছে এরকম ভিড়িও আরো চাই

  • @lutfarrahman3025
    @lutfarrahman3025 2 роки тому +3

    গরুর মাংস এক হইতে দেড় কেজি হতে পারে।তবে হাভাতে মানুষ গুলো দেখলাম।

  • @postlemon2993
    @postlemon2993 2 роки тому +2

    Apanar gift khub hassho kor. ar ektu valo kichu dewar try koren . Video r income er at least 30% era dabidar. At least ektu dami kichu dewar try koren Smart TV, Cycle erokom mon ta boro koren aro views Allah diye debe

  • @saddammdsaddam8971
    @saddammdsaddam8971 Рік тому

    Ok very good.👍

  • @sharafatali-wb9ks
    @sharafatali-wb9ks 2 роки тому +3

    যারা বেশি খায় তাদের না খাওয়ায় রোদে শুকিয়ে শুটকি বানানো উচিৎ, কারন ওরা একাই দশ জনের খাবার খায়....

  • @alimurrahmanlemon7393
    @alimurrahmanlemon7393 2 роки тому +10

    দাদা জোয়ান কালে একটা জিনিস ছিল।💪💪

  • @jworld4929
    @jworld4929 3 місяці тому +1

    মাঝখানের মুরব্বি লোকটি আজ দুপুর (১৬/৩/২০২৪, ৪ রমজান) এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন

  • @mdmamunhossain942
    @mdmamunhossain942 2 роки тому

    অসাধারণ হইছে

  • @mimnusratkhan3070
    @mimnusratkhan3070 2 роки тому +7

    ভিডিও টা অনেক ভালো লাগলো,,,, সবাই খুব মজা করে খাইতেছে,,,,,, এই রকম সুন্দর সুন্দর ভিডিও আরো চাই

  • @mousumiakter5104
    @mousumiakter5104 2 роки тому +3

    🤩😜So yummy

  • @iqbalalbaha5343
    @iqbalalbaha5343 Рік тому

    Masha allah DIDAR

  • @user-hm7cg3tn3o
    @user-hm7cg3tn3o Місяць тому

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ

  • @Faysal007
    @Faysal007 Рік тому +3

    এইধরনের প্রতিযোগিতায় ডাক্তারের সুব্যবস্থাও রাখবেন কারণ এতগুলো খাবার খাইতে গিয়ে কেউ যেন অসুস্থ হয়ে না পড়ে সেদিকটা খেয়াল রাখবেন 👍

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  Рік тому +2

      জি ধন্যবাদ ইনশাআল্লাহ

    • @mishafabro
      @mishafabro Рік тому +1

      আপনি ঠিক বলেছেন।

  • @hinakausar6185
    @hinakausar6185 2 роки тому +8

    Take it easy.. Plz share food with others also, who r standing back...

  • @mahmudulhaque1278
    @mahmudulhaque1278 2 роки тому

    Very Nice. Tobe Bhai apnake request kore bolsi, ei typer khabar raster fokir mikinder dile/hawale mone hoy valo hobe. Tara onek khushi hobe. May ALLAH BLESS YOU.

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому

      আমরা এই চ্যানেলে আয়ের অংশ গরীবকে সহযোগিতা করে থাকি

  • @SRFilms2015
    @SRFilms2015 10 місяців тому

    প্রতিযোগি সমানে সমান না হলে যুদ্ধ হয়না।
    শুধু শুধু ভিডিওটি দেখলাম

  • @mdsohel9971
    @mdsohel9971 2 роки тому +8

    মাশাআল্লাহ✊😹😹😹😹💯🇧🇩

  • @mdjuwel4922
    @mdjuwel4922 2 роки тому +6

    ইউটিউব ভাই আপনাকে বলছি আপনি কোনদিন তিন কেজি মাংস চার কেজি ভাত খাওয়া দেখছেন খালি ফালতু পোস্ট করলেই হয়

    • @rafiqulIslam-dx3vx
      @rafiqulIslam-dx3vx 2 роки тому

      ফকিন্নির পোলা ইউটুবার, তিন কেজি মাংশ ও জীবনেও দেখে নাই, তাই হাফ কেজিকেই তিন কেজি মনে করে।

  • @jahangirhossain9378
    @jahangirhossain9378 Рік тому +1

    খাওয়া দাওয়া নিয়ে যুদ্ধ, মড়ার যুদ্ধ ।

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  Рік тому

      অসংখ্য ধন্যবাদ মতামত দেওয়ার জন্য

  • @NaimKhan-bh1uw
    @NaimKhan-bh1uw 2 роки тому

    ভালো লেগেছে ভাইয়া

  • @abdullahrana673
    @abdullahrana673 2 роки тому +4

    ভাই এভাবে জুলুম করা ঠিক না ২ কেজি ভাত আর ১ কেজি মাংস দিলেই যথেষ্ট।।

  • @mdlotiv4845
    @mdlotiv4845 2 роки тому +3

    Good

  • @beragamvidiostvchannel7417
    @beragamvidiostvchannel7417 2 роки тому

    Like it 😊👌👍

  • @vilmacobito09
    @vilmacobito09 2 роки тому +1

    Wow iam watching from philippines

  • @FoodSter
    @FoodSter 2 роки тому +12

    অনেক সুন্দর বিডিও ভাই,, 💝 কাকাদের খাওয়া অনেক ভালো লাগলো। আরো এইরকম সুন্দর সুন্দর বিডিও চাই।

  • @jonayedkha4401
    @jonayedkha4401 2 роки тому +23

    এভাবে খাওয়া ঠিক না।

  • @yourvideos44
    @yourvideos44 2 роки тому +1

    আমি ধন্যবাদ জানায় যারা খাবার খাইতেছে এবং আরও ধন্যবাদ জানায় যে খাবার খাওয়াইতেছ কারণ এইসব গরীব অসহায় গরীব দেরকে যারা খাওয়ার খাওয়াই তাদের কে আল্লাহ রাব্বুল আল আমিন সকল মনের ইচ্ছে পুরোন করিয়ে দেয় এবং ইহোকাল পরকাল,, বেহেশতের দরজা খুলে রাখে,, ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সবাই কে

  • @johnoceanyang5522
    @johnoceanyang5522 2 роки тому +2

    Awesome 😜😋

  • @sontayachannel5708
    @sontayachannel5708 2 роки тому +5

    สุดยอดมากครับ

  • @badshamiya2480
    @badshamiya2480 2 роки тому +15

    অনেক সুন্দর ভিডিও,,,, এই রকম আরো ভিডিও চাই,,,,👍👍👍👍

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому

      ধন্যবাদ ইনশাআল্লাহ পাবেন

  • @swpandas9224
    @swpandas9224 2 роки тому

    Good job thank YOU

  • @habibaaktersweety9865
    @habibaaktersweety9865 2 роки тому

    khub sundor

  • @rifty0022
    @rifty0022 2 роки тому +14

    অসাধারণ ভিডিও মামা❤️❤️❤️❤️❤️✅

  • @tarunsarkar6613
    @tarunsarkar6613 2 роки тому +7

    Very beautiful contest.

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому +1

      দোয়া করবেন আরো ভাল ভিডিও যেন উপহার দিতে পারি

    • @bepositive9096
      @bepositive9096 2 роки тому

      Ki beautiful????? Goru khachhe ora

  • @mithunbiswas6827
    @mithunbiswas6827 2 роки тому +1

    এরা কি মানুষ রে ভাই,পাচ জনের খাবার খেয়েছে একাই।

  • @mdmubarok6583
    @mdmubarok6583 2 роки тому +1

    এখানে এক কেজি ভাত আর এক কেজি গোস্ত হবে জন প্রতি তার বেশি হবেনা

  • @foodiekr3820
    @foodiekr3820 2 роки тому +7

    Very beautiful sharing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Thanks for sharing 🙏🙏🙏🙏🙏🙏

  • @MyHomeFeniyoutube
    @MyHomeFeniyoutube 2 роки тому +14

    তিনজন তীন বয়সী চ্যালেঞ্জটা খুব ভাল লাগলো 🙏❤️

  • @user-bu5ih2sr7k
    @user-bu5ih2sr7k 2 роки тому

    Nice bhai❤❤❤

  • @rainbow7c54
    @rainbow7c54 2 роки тому +1

    এসব দেখে দুনিয়ার মানুষেরা খাম খাম করে ।

  • @user-sc5zd9gn8y
    @user-sc5zd9gn8y 2 роки тому +2

    ভাত খাওয়ার কোন প্রতিযুগিতা হতে পারে না বিসমিল্লাহ সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে খেতে হয়

  • @shuvoaira
    @shuvoaira 2 роки тому +6

    উপহার আরেকটু দামী দেওয়া উচিত

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому +1

      জি ভাই সামনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

    • @mahikazi6752
      @mahikazi6752 2 роки тому

      Right

  • @shahriarsabbir9268
    @shahriarsabbir9268 2 роки тому +2

    জিহবায় পানি এসে গেলো 😁😄 এই ভিডিও দেখা যাবে না।

  • @scideas69
    @scideas69 2 роки тому +2

    মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভিডিও

  • @shamimash7627
    @shamimash7627 2 роки тому +6

    অনেক ভালো লাগলো ধন্যবাদ

  • @TheIndianChamar
    @TheIndianChamar 2 роки тому +5

    Now I know why Bengali people's get diabetes. Eating too much rice 🍙.

  • @mdzakirhossainsumon5900
    @mdzakirhossainsumon5900 2 роки тому

    খুব সুন্দর

  • @kishanchakma2535
    @kishanchakma2535 2 роки тому

    Amar best garur gost dekle kete isse kore bar2 love from India 👍

  • @asifchoudhury4790
    @asifchoudhury4790 2 роки тому +13

    মাস আল্লা মাস আল্লা😍😍😍😭

  • @nahidayesmin1425
    @nahidayesmin1425 2 роки тому +10

    এতো ভাত খেতে গিয়ে কিছু যদি হয় হায় আল্লাহ

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому +2

      ওনাদের অভ্যাস আছে

  • @mebashir7311
    @mebashir7311 Рік тому

    Nice competition.

  • @sammypapermind8247
    @sammypapermind8247 2 роки тому

    খুব ভালো লাগছে

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому

      ধন্যবাদ সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ

  • @rifty0022
    @rifty0022 2 роки тому +4

    হুজুররে গরু কম দিসেন কেন মামা🤭🤭😍😍😍❤️❤️

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому

      না সবাইকে সমান দিদি কাউকে কম বা বেশি দেই না

  • @sukamalchakma5857
    @sukamalchakma5857 2 роки тому +3

    মাংস ১কেজি ও হবে না,,

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому

      কি যে বলেন ভাই

    • @mdshahid5410
      @mdshahid5410 2 роки тому

      হুম ভাই ৫০০ গ্রাম ও হবে না মনে হয়।

  • @babuanwars
    @babuanwars 2 роки тому +2

    কিরে ভাই দোয়াভাঙ্গার মানুষ এত বড় খাদেমআলী আগে জানতাম না!! !

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому

      হা হা এখন তো জানলেন।

  • @mdshkil1850
    @mdshkil1850 2 роки тому

    এত লাখস তার পরও মরবি এত খানা খাতে পারে জাও হক আনেক সুন্দর হরেছে আলাহাম দুলিলা

  • @pushonnazrana4283
    @pushonnazrana4283 2 роки тому +3

    বৃদ্ধ লোককে এখানে নিয়ে আসা ঠিক হয়নি

  • @MdMonir-nn2qm
    @MdMonir-nn2qm 2 роки тому +5

    পাগলের কাজ এরকমই হয়।

  • @ahadmonsi9071
    @ahadmonsi9071 2 роки тому +2

    মাঝেরটার বয়স অনেক তবুও খেলতে আসছে

  • @gadiskampung250
    @gadiskampung250 2 роки тому +1

    Assalamualaikum...Slowly eating...eat like Rasulullah eating ...eat while hungry and stop before full✌️

  • @alfajuddin3434
    @alfajuddin3434 2 роки тому +3

    খাবার দেখে জিবে পানি এসেগেলো

  • @itzakash7160
    @itzakash7160 2 роки тому +3

    ভাত কম করে দেওয়া উচিত ছিল। এত বেশি ভাত খেয়ে অসুস্থ হলে। অল্প খাবার দিয়ে টাইম কমিয়ে দিলে হতো।

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому +1

      ধন্যবাদ এত সুন্দর মতামত দেওয়ার জন্য

    • @mesofikmia9229
      @mesofikmia9229 2 роки тому

      ঠিক কথা বলছেন আপনি

  • @nirmalakujur6389
    @nirmalakujur6389 2 роки тому

    Very good

  • @subhajitmanna9735
    @subhajitmanna9735 2 роки тому

    Sourer mangso khaoa nie akta banan...

  • @whitelion7785
    @whitelion7785 2 роки тому +3

    Aste khao dadu bhai prize na paileo mangso diya bhat to khaise ha ha ha aram paise bhat pet borse ha ha dadu

  • @delipdas9851
    @delipdas9851 2 роки тому +4

    এখনো বাংলাদেশের গ্ৰাম অঞ্চলে এই রকমের পতিযোগিতা উনুষ্ঠিত হতে দেখা যায় । পতিযোগীদের জিবন মরন সমস্যা হতে পারে ।

  • @user-vp5hd7ch3r
    @user-vp5hd7ch3r 10 місяців тому

    😮ভাই আমি চেলেন্জ নিতে চাই❤

  • @tanjina8427
    @tanjina8427 Рік тому

    অসাধারণ

  • @toponsorma2312
    @toponsorma2312 2 роки тому +3

    এভাবে ভিডিও করবেন না মানুষের কষ্ট হয়। পুরস্কার কি দিবেন সেটা বড় কথা নয়, খাওয়ার জন্য পরিমাণ মতো তরকারি দেখলাম না। শেষে তিনজন মানুষের প্লেটেই গোসত ছিলনা। ধন্যবাদ।

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  2 роки тому

      ধন্যবাদ। সবার সমান গোশত দেয়া হয়েছে

    • @toponsorma2312
      @toponsorma2312 2 роки тому

      সেটা কথা নয় কথা হলো আরও একটু পরিমাণে বেশি দেওয়া লাগত অথবা কিছু রেখে পরে আবার দেওয়া লাগত।ধন্যবাদ

  • @sheikhshamim3480
    @sheikhshamim3480 Рік тому

    দারুন

  • @assiaomreda1781
    @assiaomreda1781 2 роки тому

    سلام عليكم ورحمة الله وبركاته 😋😋👍👍🌹

  • @yanlon6957
    @yanlon6957 2 роки тому

    Bangladeshi competition is just bangla ...funny foods and funny people's.🤣🤣🤣

  • @shamsuddohashamsuddoha9797
    @shamsuddohashamsuddoha9797 2 роки тому

    nice vedio

  • @bjjahedulislamjony5265
    @bjjahedulislamjony5265 2 роки тому

    Doctor sate sate rakhben... Valo laglo..

  • @Shahinbd313
    @Shahinbd313 Рік тому

    Nice video

  • @mdtutulhosain6927
    @mdtutulhosain6927 Рік тому

    ভাই খাবারের পরিমাণটা একটু কমায় দিবেন
    যাতে করে সবগুলো খাবার তারা খেয়ে নিতে পারে
    আর তা না হলে অনেকগুলো খাবার নষ্ট হয়ে যায়❤❤❤

    • @VojonRosikMohon
      @VojonRosikMohon  Рік тому

      ধন্যবাদ মতামতের জন্য / আমাদের হাসের খামার আছে ভাই