ভাই আমার ১৪ ফিট/২০ ফিট রুমে সিমেন্ট দিয়ে ফ্লোর নেট ফিনিশিং করেছিলাম,এখন বিভিন্ন জায়গায় কালো দাগ দাগ হয়ে গেছে,দেখতে খুব খারাপ লাগতেছে, কি করা যায় একটু পরার্মশ দিবেন
ইন্ডিগো ফ্লোর পেন্ট করার আগে কি মেঝের মধ্যে কোন প্রাইমার রঙ করতে হবে নাকি ডায়েরেক্ট ইন্ডিগো রঙ টি লাগিয়ে দিলে হবে?এবং এক লিটার রঙের মধ্যে কতো পরিমাণ জল মেশাতে হবে? একটু তাড়াতাড়ি রিপ্লাই দিন।
@@tarapadagiri958 প্রাইমার লাগিয়ে ও করতে পারেন, আবার ডাইরেক্ট ও লাগাতে পারেন। বেশির ভাগ ডাইরেক্ট লাগানো হয়ে থাকে। প্রতি লিটার এ মিনিমাম 200এমএল জল মিক্সড করতে পারেন।
ভাই ঘরের মেঝে ঢালাই কোরে লাল ডেটো করেছিলাম কিন্তু এখন ডেটো চটে গেছে আবার উঠে যাচ্ছ আমার টাইলস লাগাবার সামর্থ্য নেই তাহলে কি করবো মেঝে টা আপনি একটা পরামর্শ দেন ভাই দয়া করে রিপ্লাই দিয়েন ভাই 🙏🙏
দাদা এশিয়ান প্রিন্টের ফ্লোর পিন করেছি কত বছর যাবে মেজে ভালো করে পরিষ্কার করে সাদা রঙের পেরাই মার তারপর কালার রং করেছে পেরাই মার একবার মেরেছে কালার দুবার মেরেছে সঠিক নিয়মে হয়েছে
আসসালামু আলাইকুম ভাইআশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। ভাই, আমার ঘরের ফ্লোরে লাল রং দিয়ে নেট ফিনিশিং দেওয়ার পর সেই রংটা ভালো হয়নি সিমেন্টের দাগ বা সাদা সাদা হয়ে আছে খুব খারাপ লাগে😓এখন এই লাল নেট ফিনিশিং এর উপর কাল রং করা যাবে কিনা? যদি করা যায় তইলে একটু জানাবেন প্লীজ দয়াকরে। আসসালামু আলাইকুম 🥰
অবশ্যই কালো রং করতে পারবেন। এর জন্য আপনাকে কালো রং এর ফ্লোর পেইন্ট নিতে হবে। প্রথম কোট লাগিয়ে 12 ঘন্টা রেস্ট দিয়ে দ্বিতীয় কোট লাগবেন। ফিনিশিং ভালো হবে। আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো থাকুন। ধন্যবাদ।
এক লিটারে কতটা কভার হবে দুই কোট।
70- 80 sqft
চমৎকার!
এমনি রং করতে হবে নাকি জল মেশাতে হয়, বাথরুমে রং করলে উঠে যাবে না তো? একটু তাড়াতাড়ি উত্তর টা পেলে উপকৃত হই। ভিডিওটির জন্য ধন্যবাদ ।
জল মিশাবেন।200- 250 ml/ লিটার, bathroom এ লাগালে, আগে দেওয়াল ভালো করে শুকনো করে নেবেন।
এনামেল পেইন্ট দিয়ে কি, দেয়ালে রঙ করা যাবে....?
পুরনো ফ্লরে কি রং করা যাবে?
Hmm
ঘর মুছার সাথে সাথে কি এগুলা ঊঠে যেতে পারে?
না
বাথরুমে কি এ রং দেওয়া যাবে? দিলে উঠে যাবে নাতো
এটা কি বাংলাদেশে পাওয়া যায়
Ronger dam koto r 1 rum a koto tk rong lagbe total
Dada ki ki colour kora jy floor a
White, grey, yellow, green, chery, signal red, ei colour gulo paoa jay, er modhye aapnar pochonder colour korte parben.
ফ্লোর পেইন্ট লাগিয়ে ডেইলি মেঝে ধোঁয়া মোছা করা যাবে?
কোন কোম্পানী ব্যবহার করব?
@@nghosh1970 ধোয়া মোছা করা যাবে, কিন্তু যাতে স্ক্র্যাচ না হয় সেভাবে।
আমার ঘরের ফ্লোরে নেট ফিনিশিং এ লাল রং করেছিলাম। এখন ডিসকালার হয়ে গেছে। কি করনীয়।
@@MdRabiullah-t6u আগে তো সিমেন্টের সঙ্গে রেড অক্সাইড মিশিয়ে কালার করেছিলেন, এখন ফ্লোর পেইন্ট লাগান,
বাথরুম এ নেট প্লাস্টার করা, সেখানে করা যাবে? গেলে কেমন টিকবে? পানি পড়ে ত প্রচুর।
আমিও জানতে চাই
একটা সিড়ির ১০ টি ধাপ কতোটা রং লাগবে আর সিড়িতে কি রং লাগানো যেতে পারে?
ভাইয়া রং এ কি পানি মেশাব না
কতোদিন লাস্টিং করবে ভাইয়া
4 - 5 years
10 year hoya galo floor colour korachilam...
But akhon dis colour hoya gacha ki korbo...
Please reply 😢
নতুন করে আবার ফ্লোর পেইন্ট করুন।
@@rainbowpainttech ওয়াটার কালার দিব নাকি গুঁড়ো লাল কালার দিবো। কোনটা বেশি দিন টিকবে?
@@priyatoshpanja9445 যেহেতু নেট সিমেন্ট করা আছে এখন কি আর গুঁড়ো রঙ দিতে পারবেন, এখন আপনাকে ওয়াটার কালার করতে হবে।
Barir samner uthone korle koto din chole eigulo ??
4- 5 years
Chaad colour kora jabe?
খোলা ছাদে রুফ কোট ব্যবহার করুন।
ভাই এই রঙ কোথায় পাওয়া যাবে
ভাই আমার ১৪ ফিট/২০ ফিট রুমে সিমেন্ট দিয়ে ফ্লোর নেট ফিনিশিং করেছিলাম,এখন বিভিন্ন জায়গায় কালো দাগ দাগ হয়ে গেছে,দেখতে খুব খারাপ লাগতেছে, কি করা যায় একটু পরার্মশ দিবেন
আপনি what's app এ মেঝের photo টা পাঠান, দেখলে সুবিধা হবে।
@@rainbowpainttech WhatsApp number ta den
Floor ফেটে গেলে কি করার আছে। ফাটা অবস্থায় রং করলে কি ফাটা ঢেকে যাবে?
আগে Crack filler দিয়ে বন্ধ করতে হবে। তারপর কালার।
ভাই কালার টেকসই কতটুক হবে
কমপক্ষে 4-5 বছর
ইন্ডিগো ফ্লোর পেন্ট করার আগে কি মেঝের মধ্যে কোন প্রাইমার রঙ করতে হবে নাকি ডায়েরেক্ট ইন্ডিগো রঙ টি লাগিয়ে দিলে হবে?এবং এক লিটার রঙের মধ্যে কতো পরিমাণ জল মেশাতে হবে?
একটু তাড়াতাড়ি রিপ্লাই দিন।
@@tarapadagiri958 প্রাইমার লাগিয়ে ও করতে পারেন, আবার ডাইরেক্ট ও লাগাতে পারেন। বেশির ভাগ ডাইরেক্ট লাগানো হয়ে থাকে। প্রতি লিটার এ মিনিমাম 200এমএল জল মিক্সড করতে পারেন।
Indigo floor paint per litter koto kore Bangladesh e?
Sukate kotokhon lage ?
ফিনিশিং হওয়ার পর মিনিমাম 12 ঘণ্টা রেস্ট দিতে হবে ।
রং এর ডিপে কত কেজি করে থাকে।
ভাই আমার ঘরের ফ্লোরে নিট করা ছিল কিন্তুু কিছু দিন পর কালার নষ্ট হয়ে গেছে এখন কি এই রং ব্যবহার করলে কালার টিকবে
Hmm, কালার টিকবে। 4 থেকে 5 বছর।
কি কি কালার পাওয়া যায় সাদা রং আছে?
Hmm, white colour ache,
ভাই আগে রং করা থাকলে আবার করা যাবে
হ্যাঁ, করা যাবে।
ভাই ঘরের মেঝে ঢালাই কোরে লাল ডেটো করেছিলাম কিন্তু এখন ডেটো চটে গেছে আবার উঠে যাচ্ছ আমার টাইলস লাগাবার সামর্থ্য নেই তাহলে কি করবো মেঝে টা আপনি একটা পরামর্শ দেন ভাই দয়া করে রিপ্লাই দিয়েন ভাই 🙏🙏
@@MDRobiul-ni2vz ফ্লোর পেইন্ট লাগান।
1 লিটার এর প্রাইস কত এটার?
দাদা এশিয়ান প্রিন্টের ফ্লোর পিন করেছি কত বছর যাবে মেজে ভালো করে পরিষ্কার করে সাদা রঙের পেরাই মার তারপর কালার রং করেছে পেরাই মার একবার মেরেছে কালার দুবার মেরেছে সঠিক নিয়মে হয়েছে
@@soumenmondal5707যদি সঠিক ভাবে কাজ হয়ে থাকে তাহলে ৫-৬ বছর অনায়াসে ভালো থাকে।
দাদা এশিয়ান পেইন্ট কেমন
@@soumenmondal5707 ভালো
দাদা সাদা প্রাইমার টা একবার মেরেছে আর কালার রং দুবার করে মেরেছে নিয়ম টা ঠিক হয়েছে কত বছর পর্যন্ত যেতে পারে দাদা
আসসালামু আলাইকুম ভাইআশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। ভাই, আমার ঘরের ফ্লোরে লাল রং দিয়ে নেট ফিনিশিং দেওয়ার পর সেই রংটা ভালো হয়নি সিমেন্টের দাগ বা সাদা সাদা হয়ে আছে খুব খারাপ লাগে😓এখন এই লাল নেট ফিনিশিং এর উপর কাল রং করা যাবে কিনা? যদি করা যায় তইলে একটু জানাবেন প্লীজ দয়াকরে। আসসালামু আলাইকুম 🥰
অবশ্যই কালো রং করতে পারবেন। এর জন্য আপনাকে কালো রং এর ফ্লোর পেইন্ট নিতে হবে। প্রথম কোট লাগিয়ে 12 ঘন্টা রেস্ট দিয়ে দ্বিতীয় কোট লাগবেন। ফিনিশিং ভালো হবে। আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো থাকুন। ধন্যবাদ।
@@rainbowpainttech আপনাকে অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই ❤️
নেট ফিনিসিং করার পর সিমেন্ট বালি পরে রং নষ্ট হয়ে গেছে .... এখন কি করবো
ভালো করে পরিষ্কার করে নিয়ে ফ্লোর পেইন্ট লাগান
Price kmn
10/12 room
আমি নিজে করবো না মিস্ত্রি লাগবে
@@ZakiaZakia-masud1234 আপনি নিজেও করতে পারবেন।
এর থেকে ছোট আর নাই
Floor paint সব চেয়ে ছোট 1liter হয়।
@@rainbowpainttechঝিলিক যে রং আছে ঐটা দিয়ে কি রং করা যাবে ফ্লোর