অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। এটা পুরা বাংলাদেশের চিত্র, বিশেষ করে ঢাকা এরিয়ার ভিতরে যত হাসপাতাল রয়েছে সবগুলোর চিত্র এটি। আমিও একজন ভুক্তভোগী, আমার মাকে নিয়ে ২০১১ সাল থেকে একুশ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, সবখানে এদের দেখা পেয়েছি। আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি রীতিমতো 😭😭।এদের এবং এদের কোম্পানিগুলোর লাগাম টানা না গেলে সমাজের গরীব মানুষগুলো নিঃস্ব হয়ে যাবে। আমাদের দেশের হাসপাতাল, পরীক্ষা-নিরীক্ষা,এবং ওষুধের চড়া মূল্য, এসব বিষয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছেরে ভাই। দুঃখজনক এটাই যে শুধুমাত্র প্রতিবেদন হবে কিন্তু ফায়দার কিছুই হবে না।
@@abusayem8023আপনার ধারনা ভূল! ছবি উঠাইতে ডাক্তার বলে না। বরং মার্কেটিং বিভাগ থেকে একটি চাপ থাকে প্রতিদিন এতগুলা পাঠাইবা। এমন চাকুরি করলে আপনিও বুঝতেন। এটা খুবই চ্যালেন্জিং চাকুরী।
আল্লাহ্ কখনো ই আদেশ দেন না যে ,তোমরা দাম বাড়াও।আমরা অসাধু তো তাই। ঔষধের উৎপাদন খরচ তদন্ত করে ব্যবস্থা নেয়া টা এখন জরুরি। এই বিষয় গুলি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার।
@@prahlladsutradhar9765 আল্লাহ কখনই আদেশ দিবেনা দাম কমাও।আপনি দাম কমানোর জন্য কি করতে হবে সেটা আমাকে ২য় কমেন্টে লিখলেন।অথচ ১ম কমেন্টে যা লিখছেন তাতে কোন সমাধান হবে না।
আমি এটিএন বাংলা কে স্বাগতম জানাচ্ছি এরকম রিপোর্ট করার জন্য একজন ডাক্তার তার ডিউটি অবস্থাতে কার সাথে কি করছে তা জানার জন্য ক্যামেরা বসানোর দরকার তাহলেই রিপ্রেজেন্টিভের ভালো হবে ডাক্তারদের ও ভালো হবে আর কত টাকা ইনকাম হলে ডাক্তারদের মানবতা চেঞ্জ হবে আল্লাহ তুমি এদের মানবতা টাকে ভালো করো আল্লাহ এদের বিবেক বুদ্ধিটা ভালো করো আমিন
সরকারের কাছে আমাদের আকুল আবেদন দেশে এমন একটা আইন করা হোক কোন ডাক্তার প্রেসক্রিপশনে যেন ঔষধের নাম না লিখে জেনেরিক নাম লিখে দেয় রোগীরা নিজের ইচ্ছে মত কোম্পানি সিলেক্ট করবে কোন কোম্পানির ওষুধ খাবে
তখন ফার্মেসির দোকানীরা শয়তানি শুরু করবে। এখানে এথিক্যাল প্র্যাকটিস ছাড়া কোন প্রতিকার নাই। এথিক্স না থাকলে যত অাইনই করেন না কেনো, লাভ নাই।
বিশ্বের কোথাও এমন নয় একমাত্র বাংলাদেশেই সম্ভব অতি দ্রুত এটার সমাধান হওয়া উচিত ওষুধ খুবই মহামূল্যবান ওষুধের কারণে মানুষের জীবনে যেতে পারে তাই স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এ ধরনের অবস্থা থেকে আমাদের সাধারণ মানুষকে বাঁচান
আমি বুঝতে পারতেছি না কিভাবে দেশের উন্নয়ন সম্ভব মানুষ তার নিজের ও পরিবারের খরচ যোগাতে না পেরে নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। কে নিবে এই দায়। কে আমাদের শান্তির পথ দেখাবে।
সকল সাংবাদিক ভাই ও বোনেরা এভাবেই জনগণের পক্ষে আসে দাঁড়ান সত্যতা জনগণের জানান বিশ্ববাসীর জানুক দেশের মানুষ কত কষ্টে আছি দেখায় কেউই এই ব্যাপার সকল মিডিয়া সাংবাদে আগেয়া আসুক।
এই বিষয়টা অনেকটা ওপেন সিক্রেট। ডাক্তাররা কোম্পানির কাছ থেকে টাকা খাচ্ছে ফলে প্রয়োজন এর পাশাপাশি অপ্রয়োজনেও অনেক ওষুধ লিখে দিচ্ছে শুধুমাত্র ঔষধ কোম্পানি কে খুশি করার জন্য এতে করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
@@MdSaifulIslam-ko7qrtumar motho manoosher jonno bangladesh er ei obostha. Bebsaike dhorle supplier k dorla na keno, supplier k dorle montri k dorla na keno, montri k dorle bolo kisoo korar nai. Tumare paile emon pitani ditam ma baper naam bhoolaye ditam
Eder o bou baccha baba maa ache ,era nirupai ..eder ei pic er jonnoi job ta thake ..apnader ato ovijog ja na jeye company er Md jeye bolen eder pise lege lav ki apnader,,r era karo sathe kharap bebohar Kore na
ফার্মাসিটিক্যাল সেক্টরে যে পরিমাণ টার্গেট দেওয়া হয় একজন এম্প্লয়ের ঘাড়ে সেই টার্গেট ফিলাপ করতে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকেন তারা। এর জন্য দায়ী হলো আমাদের এই স্বৈরাচারী সরকার।
পেটের দায়ে অনেক চোরও চুরি করে, তাই বলে সেই চুরিকে কেউ বৈধ বলতে পারে না। এরা রোগীর জিবন নিয়ে খেলা করে। ডাক্তারকে অহেতুক ওষুধ লিখতে প্রলোভন দেখায়। এগুলো এখন বন্ধ করতে হবে।
At last I have seen a real ground report based on public sufferings which should be addressed far before. All of us needs to be more serious and concious about this matter and should create awareness to our general peoples of their own privacy. "My Disease, My prescrisption, My money, My privacy"
বিজ্ঞান প্রমান করতে পারুক আর না পারুক কুরআানে আল্লাহ যা বলছে তা ১০০% সত্য। বিজ্ঞানীদের গবেষণা যত বাড়বে ইসলামের সত্যতা ততই প্রমাণিত হবে, ইনশাআল্লাহ 🤲🤲🤲🤲
সবচেয়ে বড় সমস্যা হইলো ডাক্তাররা বিনা প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা বা ওষুধের বোঝা রোগীর কাঁধে চাপিয়ে দিয়ে থাকে। যেখানে এক দুইটা ওষুদ বা পরীক্ষা হলেই হয়ে যায় সেখানে অপ্রয়োজনীয়' অনেক পরীক্ষা বা ওষুধ লিখে দেওয়া হয় এই হল বর্তমান বাংলাদেশের অবস্থা।
দারুন একটা বিষয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ,,আমিও একজন সংবাদকর্মী, আমিও দুবছর আগে নিজের ফেইসবুক থেকে প্রেসক্রিপশনের ছবি তুলার বিষয়টা পোষ্ট করে প্রতিবাদ করেছিলাম,,ভাল লাগল,,শেয়ার করলাম
কর্তৃপক্ষের এতে সম্মতি না থাকলে তারা সুযোগ পেত না।যেদিন কেউ মনিটরিং এ যায় সেদিন কর্তৃপক্ষের লোক রিপ্রেজেনটেটিভ দেরকে বের করে দেয়।মনিটরিং শেষে আবার চলে আসে।ওদের কারনে হাসপাতালগুলোতে আরো ভিড় বেশি হয়।
সরকারী মেডিকেলে বিভিন্ন প্যাথলজি সেন্টারের লোকেরা ডাক্তারদের সাথে কন্ট্রাক করে রুগির টেষ্ট বাহিরে করার জন্য বাধ্য করে, ডাক্তারেরা কমিশন বানিজ্য করেই যাচ্ছে দেখার কেউ নেই।
সারাদেশে ঔষধ কোম্পানির মত সাংবাদিকের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে কিছু সাংবাদিকও বাদ দিতে হবে। জাতির কাছে প্রশ্ন রাখলাম চ্যানেলের সংখ্যা বেশি না সাংবাদিকের সংখ্যা বেশি?
@@md.kausarahmedkanon তাদের জন্য আপনার দরদ এতো উতলে পরে কেন? যদি চেষ্টা ও সদিচ্ছা থাকে আল্লাহর উপর ভরসা থাকে এর থেকে ভালো চাকরি অনেক রয়েছে বাংলাদেশে। বেশিরভাগ শিক্ষিত লোক শারীরিক পরিশ্রম করতে চায় না এরা ভাবে এত কষ্ট করে লেখাপড়া করে শারীরিক পরিশ্রমের কাজ কেন করবো। দেখুন চাকরির বাজার শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী নিজের মেধা জ্ঞান ও সদিচ্ছা থাকলে অনেক কাজ করতে পারবে।
@@bdblog9726 apni ki bolte chassen tader chakri ta koster na? Apnar tahle idea e nei ei bisoye...Onekta nil chash er moto eder ke jinmi kore rekhece company gulo...R apni jevabe boltecen amdr desh e chakrir ovab nai,tbe eto bekarotto keno ekhono?
সাংবাদিক ভাই একজন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কত কষ্ট করে তা কি আপনি জানেন ? নতুন নতুন মেডিসিন সর্ম্পকে ডাক্তারদের না জানালে আপনি নতুন ঔষধ গুলো পাবেন কোথা থেকে । রিপ্রেজেন্টেটিভ কোম্পানির নির্দেশ পালন করে । রিপ্রেজেন্টেটিভরা অনেক সুশিক্ষিত ।
@@sajibbiswas9678দালালী নারে ভাই। এটাই সত্য অনেক বাজে কোম্পানী আছে এই দেশে এই গুলা খাইলে জীবনেও ভালো হবেন না৷ কিন্তু ভালো টপ ১০ কোম্পানীর ঔষধ কি ডাক্তারের মুখস্ত থাকে? কখনোই না। এই গুলার যে জঘন্য নাম আপনি ৬ মাসেও মুখস্ত করতে পারবেন না৷ ডাক্তার রা কখনোই এই নাম মনে রাখার জন্য বাসায় চেষ্টাও করে না। দীর্ঘ দিন লিখতে লিখতে তার পর হাতে অটোমেটিক চলে আসে। কিন্তু হাজার হাজার এত ঔষধ এর নাম চেম্বার থেকেই মুখস্ত হয়ে যায়। আর এই অবদান ঔষধ কোম্পানির! ঔষধের নাম মনে রাখতে না পারলে ঔষধ ই লিখা সম্ভব হয়না তাহলে আপনাকে কি লিখবে??? পৃথিবীতে প্রতিনিয়ত শত শত ঔষধ আবিষ্কার হচ্ছে কিন্তু বাজারে কি কি নামে পাওয়া যায় ডাক্তার কোনদিনও জানতে পারবেনা যদি এরা না জানায়! কারন এগুলোর কোন টিভি বিজ্ঞাপন নাই। তাহলে তো এদের চেম্বারে যাওয়া ছাড়া উপায় নাই। চাকুরীও তো করতে হয়। নিয়ম করে প্রতিদিন সাক্ষাত করতে হয় না হলে তে সিনিয়র বস ধইরা উষ্ঠা দিবে। চাকুরী টা অবশ্যই কষ্টের। তবে মানুষ কে বিরক্ত করে ছবি উঠানো একেবারেই কাম্য নয়। এই নিয়ম টার জন্য হেড অফিস বা মুল কোম্পানি দায়ী। এই বিষয় গুলো একেবারেই বন্ধ হওয়া দরকার৷ কারন প্রেসক্রিপশনে ব্যক্তিগত তথ্য থাকে যা জানার অধিকার সবার নাই।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে যেকোনও ডাক্তার দেখিয়ে বের হতেই মাছির মতো ঘিরে ধরে কতগুলো লোক। কেউ ছবি তুলতে না দিলে লাঞ্চিত করে প্রায়শই। বিএসএমএমইউ ভিসি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। এই ব্যপারে সরকারের কঠোর নির্দেশনা থাকা সময়ের দাবী।
অপরদিকে হাসপাতাল/ক্লিনিকের সামনে সারিবদ্ধভাবে তাদের একাধিক মোটরসাইকেল দাঁড়িয়ে রাখার কারণে পথযাত্রীদের চলাচলেও দারুণ বিঘ্ন ঘটছে। মিরপুর হার্ট ফাউন্ডেশানের সামনে স্বচক্ষে তা দেখে নিতে পারেন।
সারাদেশেই একই অবস্থা... এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো ভয়াবহ অবস্থা হবে....ধন্যবাদ Atn Bangla কে।
এই প্রতিবেদনটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সাহসী ও সুন্দর প্রতিবেদন
অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। এটা পুরা বাংলাদেশের চিত্র, বিশেষ করে ঢাকা এরিয়ার ভিতরে যত হাসপাতাল রয়েছে সবগুলোর চিত্র এটি। আমিও একজন ভুক্তভোগী, আমার মাকে নিয়ে ২০১১ সাল থেকে একুশ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, সবখানে এদের দেখা পেয়েছি। আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি রীতিমতো 😭😭।এদের এবং এদের কোম্পানিগুলোর লাগাম টানা না গেলে সমাজের গরীব মানুষগুলো নিঃস্ব হয়ে যাবে। আমাদের দেশের হাসপাতাল, পরীক্ষা-নিরীক্ষা,এবং ওষুধের চড়া মূল্য, এসব বিষয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছেরে ভাই। দুঃখজনক এটাই যে শুধুমাত্র প্রতিবেদন হবে কিন্তু ফায়দার কিছুই হবে না।
এটিএন বাংলা কে ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আরো বেশি বেশি ভিডিও বাড়ানো উচিত।
এরা তো উপর মহলে কিছু বলতে পারবে না।।।।শুধু ক্ষতি মুখে ফেলবে
সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ
সাংবাদিক গুলো খাই না,মনে হয়
ধন্যবাদ রিপোর্টটির জন্য
এটিএন বাংলার এই সত্যিটা দেখানোর জন্য ধন্যবাদ❤❤❤
ধন্যবাদ সাংবাদিক ভাই আপনাকে
ধন্যবাদ আপনাকে।
এই বিষয়টা মহামারিতে রূপান্তরিত হয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি জনসচেতনতাই কাজ করার জন্য।
এ টি এন বাংলা কে অনেক অনেক ধন্যবাদ, এ রকম সত্য ঘটনা তুলে ধরার জন্য 👍👍👍 All tha best
অসংখ্য ধন্যবাদ ATN বাংলাকে | ATN এর নিকট থেকে জনগনের স্বার্থে আরও এমন রিপোর্ট চাই |
ডা: জাফরুল্লাহ চৌধুরী স্যারকে সবাই মিস করবে দলীয় নির্দলীয় সবাই।
তিনি সব সময় চেয়েছেন কিভাবে ঔষধ এর দাম কমিয়ে রাখা যায়।
হ তোমার বাপ জাফরুল্লাহ তো বাল ফালাইয়া আঁটি বেঁধে রেখে গেছে
আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন ❤
বদ
@@mdtwein3683তুমি মূর্খ
Right
এই কর্মকাণ্ডের জন্য দায়ী অতি লোভি ডাক্তাররা।দয়া করে এই দুস্কর্ম যারা করে তাদেরকে আইনের আওতায় আনেন।
90% doctor takes reward from medicine companies
এটার কারণ একটাই ডক্টর কে চাপে রেখে নিজের কোম্পনির ঔষধ বিক্রি করার জন্য এর সামাধান একটাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা কোরতে হবে
@@shahinurrahman3051 Doctor jodi company er kach theke ghush na khay tahole chap diyeo lav hoto na Doctor ra company er kache bikri hoye geche.
@@shamimvloggs9624 অদের ফাসি চাই।
@@shamimvloggs9624 ১০% না নিয়া কি লাভ হইল দাম কি কমল।
ধন্যবাদ চ্যানেল 24 ফোরকে সাংবাদিক ভাইকে
সারা বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোর এক অবস্থা...
সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ
Right.
শুধু সরকারি না প্রাইভেট গুলোতে এককি অবস্থা
প্রাইভেট কোম্পানি গুলোই সব বরবাদ করছ্র
সাংবাদিক ভাই কে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রতিবেদন প্রচার করায় 🌹🌹🌹
ধন্যবাদ সাংবাদিক ভাইকে। দোয়া ও ভালোবাসা রইল আপনার প্রতি।
এই প্রতিবেদনকে ধন্যবাদ জানাই "ঔষধ বিষয়ে" দৃষ্টি দেওয়া ও অনুসন্ধানমুলক সাবলীল উপস্থাপনার জন্য।
রিপ্রেজেন্টেটিভদের এই অবস্থার জন্য কারা দায়ি??? নিশ্চয়ই ঔষধ কোম্পানিগুলো। তাদের আইনের আওতায় আনা হোক।
ডাক্তার ও দায়ী
@@abusayem8023আপনার ধারনা ভূল! ছবি উঠাইতে ডাক্তার বলে না। বরং মার্কেটিং বিভাগ থেকে একটি চাপ থাকে প্রতিদিন এতগুলা পাঠাইবা। এমন চাকুরি করলে আপনিও বুঝতেন। এটা খুবই চ্যালেন্জিং চাকুরী।
এটাই প্রকৃত সত্য।
রিপ্রেজেন্টেটিভরা নিজারাই দায়ী। টাকা কামানোর কি একটাই ওয়ে?
Think bolcen
ধন্যবাদ এটিএন বাংলাকে।
এখানে ডাক্তার ওতপ্রোতভাবে জড়িত ডাক্তার ঠিক থাকলে সব ঠিক থাকবে। ডাক্তার এখান থেকে কমিশন খায়।
আরেহ ভাই ডক্টর দের জন্যই তো তারা আসে।
ডক্টর রা ওনাদের কথা মতন ওষুধ লিখেন কিনা সেটাই দেখার জন্য থাকে ওনারা
Apni sothik kotha bolcen vai.
ডা রা তো নাটের গুরু।
ভুয়া কোম্পানি সরকার তুলে দেয় না কেন??? দোষ তাইলে কার??
@@auto-bot6413❤
সাংবাদিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এইগুলো ছবি তুলে ধরার জন্য
সাংবাদিক ভাই একটা আবাল!
ওষুধ কোম্পানি এবং কোম্পানি পলিসি নিয়ে রিপোর্ট না করে চুলের রিপোর্ট করছে।
এইট পাস সাংঘাতিক,,,, বাল ও বুঝে না,।১০ দিন ওষুধ বাজারে বন্ধ থাকলে বুঝবে।
@@naturetoast2480তুমি মনে হয় এমন ঔষুধ কম্পানিতে কাজ করো
17:31 মিনিট থেকে 18:36 মিনিটের কথাটাই সত্য ও বাস্তব যা ১৮ কোটি মানুষের বুঝতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে অতি দ্রুত
সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সাথে জড়িত সরকারের সুদৃষ্টি কামনা করছি
এটার কারণ একটাই ডক্টর কে চাপে রেখে নিজের কোম্পনির ঔষধ বিক্রি করার জন্য এর সামাধান একটাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা কোরতে হবে
৫০লাখ টাকা লাগে ডাক্তার হতো টাকা লাগবে৷ না
১৮% ভ্যাট পায় সরকার।অল্প কথায় বুঝবেন আশা করি।
মন্ত্রণালয় এ তো চোর বসে আছে, আর চোরের রানী হাসিনা
ধন্যবাদ ভাই আপনাকে এমন একটা রিপোর্ট করার জন্য
ধন্যবাদ সাংবাদিক ভাইকে,, গুরুত্বপূর্ন বিষয়টি তুলে ধরার জন্য,,
ধন্যবাদ এটিএন বাংলাতে অনেক ভালো উপস্থাপনা করছেন ভাই আপনি সাহসী সাংবাদিক সত্যবাদী সাংবাদিক অসংখ্য ধন্যবাদ জাতির পক্ষ থেকে আপনাকে
বাড়ার সত্যবাদী। পারলে সরকারের দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করুক।
ভাই সাংবাদিক আপনাকে অনেক ধন্যবাদ বাস্তব সমস্যা গুলা তুলে দরার জন্য, আমি মনে করি সব দোষ সরকারের কারণ আইনের কোনো পয়অগ নাই,
খুব মিস করছি নচিকেতার সেই গান টা।।
ও ডাক্তার 😢😢😢
মানুষ এ দেশে এত অসহায় কেন আল্লাহ তুমি বাঁচাও।
বেচেঁ থাকার অধিকার নাই গরিবের।
আল্লাহর আদেশেই মানুষ অসহায়
আল্লাহ্ কখনো ই আদেশ দেন না যে ,তোমরা দাম বাড়াও।আমরা অসাধু তো তাই। ঔষধের উৎপাদন খরচ তদন্ত করে ব্যবস্থা নেয়া টা এখন জরুরি। এই বিষয় গুলি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার।
@@prahlladsutradhar9765 আল্লাহ কখনই আদেশ দিবেনা দাম কমাও।আপনি দাম কমানোর জন্য কি করতে হবে সেটা আমাকে ২য় কমেন্টে লিখলেন।অথচ ১ম কমেন্টে যা লিখছেন তাতে কোন সমাধান হবে না।
❤❤❤
দোষ রিপ্রেজেনটিভ দের নয়।এর জন্য দায়ি ডাক্তাররা। আগে ডাক্তাদের মন মানসিক ভাল করতে হবে।
Right
ডাক্তারদের নিষিদ্ধ করা হোক।ওদের বয়কট করুন
Ra8
হ্যা, ভাই, মন মানসিকতা ভালো হলে শুধু পানি পড়া দিয়েই রোগ সারিয়ে ফেলবে ডাক্তার।
ভালো বলছেন😁
@@mdnazim2887 তুই কসাই
ধন্যবাদ এটিএন বাংলা টিভির সাংবাদিক ভাইকে
ভালো একটা রিপোর্ট করেছেন
এরা তো শুধুই কোম্পানির কর্মচারী, এদের কি দোষ😢...দোষ থাকলে তা হবে ডাক্তার ও ওষুধ কোম্পানি গুলোর😡😡
tarao pagol karon cemera deklai palay tara master pass kore job nissa qualification onek besi
আমি এটিএন বাংলা কে স্বাগতম জানাচ্ছি এরকম রিপোর্ট করার জন্য একজন ডাক্তার তার ডিউটি অবস্থাতে কার সাথে কি করছে তা জানার জন্য ক্যামেরা বসানোর দরকার তাহলেই রিপ্রেজেন্টিভের ভালো হবে ডাক্তারদের ও ভালো হবে আর কত টাকা ইনকাম হলে ডাক্তারদের মানবতা চেঞ্জ হবে আল্লাহ তুমি এদের মানবতা টাকে ভালো করো আল্লাহ এদের বিবেক বুদ্ধিটা ভালো করো আমিন
খুবই দুঃখজনক! ওষুধের বাজার যে ভাবে দিন কে দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমরা খুবই খুবই কষ্টে আছি।
বাংলাদেশে আবার কোন জিনিসের দাম নিয়ন্ত্রণে আছে ভাই? কোন কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই
সবার উচিৎ ডাক্তারের ঔষধ কোম্পানি বাদ দিয়ে ভালো কোম্পানির ঔষধ কেনা❤
আপনি বোকা নাকি।ওষুধ তো ডাক্তার লিখে দেয়।বাদ দিবেন কিভাবে
ভালো কোম্পানি বলতে আপনি কি বুঝাইতে চাইছেন?
নিজের লিখাটা বারবার পড়েন নিজে বুঝতে পারেন কিনা
ভালো কোম্পানির ও রিপ্রেজেনটিটিভ থাকে।
উনি বুঝাতে চেয়েছেন, ডাক্তার যেই কম্পানির ওষুধ দেবে সেই কোম্পানির না নিয়ে অন্য কম্পানিরটা নিবেন।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা পতিবেদন করার জন্য। ❤❤❤
ইয়া আল্লাহ, বাংলাদেশের অসহায় মানুষদের উপর আপানর রহমত দান করুন ।
সরকারের কাছে আমাদের আকুল আবেদন দেশে এমন একটা আইন করা হোক কোন ডাক্তার প্রেসক্রিপশনে যেন ঔষধের নাম না লিখে জেনেরিক নাম লিখে দেয় রোগীরা নিজের ইচ্ছে মত কোম্পানি সিলেক্ট করবে কোন কোম্পানির ওষুধ খাবে
তখন ফার্মেসির দোকানীরা শয়তানি শুরু করবে। এখানে এথিক্যাল প্র্যাকটিস ছাড়া কোন প্রতিকার নাই। এথিক্স না থাকলে যত অাইনই করেন না কেনো, লাভ নাই।
আর ওষুধের বিজ্ঞাপন টিভি চ্যানেলে দেয়া উচিত।যাতে
@@wlakersnature9348 যাতে টিভি চ্যানেল লাভবান হয়
Right brother good writing
আমিও এক মত আপনার সাথে।
ধন্যবাদ সাংবাদিক ভাইকে।
ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্হা নিতে হবে। কোন ডাক্তার উৎকোচ গ্রহণ করতে পারবেনা।
ডাক্তার উৎকোচ গ্রহন না করলে কোম্পানী লোক আর ছবি তুলবে না😄😄😄
বিশ্বের কোথাও এমন নয় একমাত্র বাংলাদেশেই সম্ভব অতি দ্রুত এটার সমাধান হওয়া উচিত ওষুধ খুবই মহামূল্যবান ওষুধের কারণে মানুষের জীবনে যেতে পারে তাই স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এ ধরনের অবস্থা থেকে আমাদের সাধারণ মানুষকে বাঁচান
প্রতিবেদনটি ভাল লাগল। ধন্যবাদ
সত্যিই সুন্দর অনুষ্ঠান, জানি সংশ্লিষ্ট কর্তপক্ষের তবুও টনক নড়বেনা।
ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা নিন, ধন্যবাদ সাংবাদিক ভাইকে,
খুবই প্রয়োজনীয় চলমান বিষয় নিয়ে খবর প্রকাশ করায় আপনাকে আন্তর্জাতিক ধন্যবাদ জানাই। ❤
এগুলো হচ্ছে সাংবাদিকতা, যে সংবাদ টা মানুষের উপকারে আসবে 🤝
আলহামদুলিল্লাহ্
আমি বুঝতে পারতেছি না কিভাবে দেশের উন্নয়ন সম্ভব মানুষ তার নিজের ও পরিবারের খরচ যোগাতে না পেরে নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। কে নিবে এই দায়। কে আমাদের শান্তির পথ দেখাবে।
Pinaki, tarek এরা দেখবে। 😂😂
এত সুন্দর অভিযানের জন্য এটিএন বাংলা কে অভিনন্দন শুভেচ্ছা
ধ্যাবাদ রিপটার ভাই ❤
সকল সাংবাদিক ভাই ও বোনেরা এভাবেই জনগণের পক্ষে আসে দাঁড়ান সত্যতা জনগণের জানান বিশ্ববাসীর জানুক দেশের মানুষ কত কষ্টে আছি দেখায় কেউই এই ব্যাপার সকল মিডিয়া সাংবাদে আগেয়া আসুক।
ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে
এই বিষয়টা অনেকটা ওপেন সিক্রেট। ডাক্তাররা কোম্পানির কাছ থেকে টাকা খাচ্ছে ফলে প্রয়োজন এর পাশাপাশি অপ্রয়োজনেও অনেক ওষুধ লিখে দিচ্ছে শুধুমাত্র ঔষধ কোম্পানি কে খুশি করার জন্য এতে করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সারা বাংলাদেশের এই অবস্থা অনেক আগে থেকেই। অধিক SR ও ডাক্তারদেরর বিভিন্ন সুবিধা দেওয়া ওষুধের দাম বৃদ্ধির একটা অন্যতম কারণ।
আমি মেনে নিলাম ওষুধের দাম বাড়ানো ডাক্তার আর ওষুধ কোম্পানির লোক তাহলে বিভিন্ন খাদ্যদ্রব্য বস্ত্র এগুলোর দাম বাড়াল কে
কি করবে ওরা অসহায়। পারলে ওদের দ্বারা যারা এমনটি করাচ্ছে ওদের কোম্পানি তাদের বিরুদ্ধে রিপোর্ট করুন।
রাইট
অসহায় মানে ওরা দালাল
এদের দৌরাত্ম দূর করা অতিব জরুরী, এরা মাঝে মাঝে সাধারণ মানুষের উপর চড়াও হতেও দ্বিধাবোধ করেনা😢
এদের কি দোষ।।।কোম্পানি গুলোকে তো কেউ কিছু বলতে পারে না
@@MdSaifulIslam-ko7qrtumar motho manoosher jonno bangladesh er ei obostha. Bebsaike dhorle supplier k dorla na keno, supplier k dorle montri k dorla na keno, montri k dorle bolo kisoo korar nai. Tumare paile emon pitani ditam ma baper naam bhoolaye ditam
Eder o bou baccha baba maa ache ,era nirupai ..eder ei pic er jonnoi job ta thake ..apnader ato ovijog ja na jeye company er Md jeye bolen eder pise lege lav ki apnader,,r era karo sathe kharap bebohar Kore na
@@MdSaifulIslam-ko7qr ুউউউুগঘ
ঔষধের গুনাগুন ও রমেটেরিয়্যালস গ্রেডিং তুমি সিলেক্ট করে খাবা তাইনা??????
কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে একটু যাবেন ভাই সময় করে বিকাল ৩টার পরে
শুধু পকেট খালি নয়, রোগীর জীবন বিপন্ন করা হচ্ছে!
ঠিক
ফার্মাসিটিক্যাল সেক্টরে যে পরিমাণ টার্গেট দেওয়া হয় একজন এম্প্লয়ের ঘাড়ে সেই টার্গেট ফিলাপ করতে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকেন তারা। এর জন্য দায়ী হলো আমাদের এই স্বৈরাচারী সরকার।
বোকাচোদা তুমি যে তোমার বউ রে লাগাও তার জন্য ও সরকার দায়ী।
সাহসী সাংবাদিক। আমার অনেক ভালগালে এই সাংবাদিককে।
এরা ভাই পেটের দায়ে এবং চাকরি বাঁচানো কারণে এরা এই কাজ করে থাকে । এই ঘটনার সঠিক বিচার করলে সবার আগে ডাক্তার সাহেব দের বিচারের আওতায় আনতে হবে ।
ঠিক বলছেন ভাই.
পেটের দায়ে অনেক চোরও চুরি করে, তাই বলে সেই চুরিকে কেউ বৈধ বলতে পারে না। এরা রোগীর জিবন নিয়ে খেলা করে। ডাক্তারকে অহেতুক ওষুধ লিখতে প্রলোভন দেখায়। এগুলো এখন বন্ধ করতে হবে।
সাংবাদিক ভাইদের ধন্যবাদ আপনারা মেয়েদের তুলে ধরুন এবং ডাক্তার এরা দেশের মানুষকে শেখায় রক্ত চুষে খাচ্ছে
ওদের ধরে লাভ আছেনাকি কিছূ,ওষুধ কোঃ ধরেন ,!ওরাতো কোম্পানীর চাকরী করে৷
ওদের মাধ্যমেই উপরের লেভেল সম্পর্কে জানা যাবে । কোন না কোন জায়গা থেকে শুরু তো করতে হবে।
At last I have seen a real ground report based on public sufferings which should be addressed far before. All of us needs to be more serious and concious about this matter and should create awareness to our general peoples of their own privacy. "My Disease, My prescrisption, My money, My privacy"
ধন্যবাদ ATN
এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এদের কারণেই আজ দেশের এই অবস্থা
বিজ্ঞান প্রমান করতে পারুক আর না পারুক কুরআানে আল্লাহ যা বলছে তা ১০০% সত্য।
বিজ্ঞানীদের গবেষণা যত বাড়বে ইসলামের সত্যতা ততই প্রমাণিত হবে, ইনশাআল্লাহ 🤲🤲🤲🤲
এই এক বাল এর কমেন্ট করাই তোর কাজ?
আরও ভিতরে যান তাহলে অনেক খবর পাবেন।
নিউজ দেখে খুব ভালো লাগলো
আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক সাধারণ মানুষের কথা বলার জন্য। ধন্যবাদ এটিএন বাংলাকে এমন নিউজ প্রচার করার জন্য।
Abeg koi tke ase
আজ থেকে ওষুধ খাওয়া বন্ধ করুন ৩ বেলা নিয়ম করে খবর শুনবেন
@@mdraselmahmud9144 ভাই হয়রানি কথা বললাম
সবচেয়ে বড় সমস্যা হইলো ডাক্তাররা বিনা প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা বা ওষুধের বোঝা রোগীর কাঁধে চাপিয়ে দিয়ে থাকে। যেখানে এক দুইটা ওষুদ বা পরীক্ষা হলেই হয়ে যায় সেখানে অপ্রয়োজনীয়' অনেক পরীক্ষা বা ওষুধ লিখে দেওয়া হয় এই হল বর্তমান বাংলাদেশের অবস্থা।
ভাই, সেই এক দুইটা পরীক্ষা বা ওষুধ খেয়েই তো আপনি নিজেই ভালো হয়ে যেতে পারেন। খামোখা ডাক্তারকে বিরক্ত করে তাদের সময় নষ্ট করতে যান কেনো?
এটার কারণ একটাই ডক্টর কে চাপে রেখে নিজের কোম্পনির ঔষধ বিক্রি করার জন্য এর সামাধান একটাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা কোরতে হবে
@@rajibkar9007 মনেহয় আপনি ভুয়া ঔষধ কোম্পানির দালাল
Kotha sotto
@@rajibkar9007 doctorder dalal detected.
দারুন একটা বিষয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ,,আমিও একজন সংবাদকর্মী, আমিও দুবছর আগে নিজের ফেইসবুক থেকে প্রেসক্রিপশনের ছবি তুলার বিষয়টা পোষ্ট করে প্রতিবাদ করেছিলাম,,ভাল লাগল,,শেয়ার করলাম
কর্তৃপক্ষের এতে সম্মতি না থাকলে তারা সুযোগ পেত না।যেদিন কেউ মনিটরিং এ যায় সেদিন কর্তৃপক্ষের লোক রিপ্রেজেনটেটিভ দেরকে বের করে দেয়।মনিটরিং শেষে আবার চলে আসে।ওদের কারনে হাসপাতালগুলোতে আরো ভিড় বেশি হয়।
সরকারী মেডিকেলে বিভিন্ন প্যাথলজি সেন্টারের লোকেরা ডাক্তারদের সাথে কন্ট্রাক করে রুগির টেষ্ট বাহিরে করার জন্য বাধ্য করে, ডাক্তারেরা কমিশন বানিজ্য করেই যাচ্ছে দেখার কেউ নেই।
আপনাকে অনেক ধন্যবাদ
সারাদেশে ঔষধ কোম্পানির মত সাংবাদিকের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে কিছু সাংবাদিকও বাদ দিতে হবে। জাতির কাছে প্রশ্ন রাখলাম চ্যানেলের সংখ্যা বেশি না সাংবাদিকের সংখ্যা বেশি?
কনো রোগি ডাক্তার দেখানোর পর ওদের পেসক্রিপসন দেখাবেন না!!
ভাই যারা জব করে তারাই ভুক্তভোগী। এই কাজটা কেউ ইচ্ছা করে করেনা।
@@masumrezahemo আমি তোমাকে চুরি করার চাকরি দিবো তুমি করবে?
এই সাংবাদ ভাইকে অনেক ধন্যবাদ
কেউ কথা বলে না,,,ওরা ভয়ে থাকে চাকুরী যাবে।
এমন চাকরি কেনো করবে?
@@bdblog9726দেশে তো চাকুরির অভাব নাই,আপনার কথায় সেটা মনে হচ্ছে।দেশে বেকারত্বের হাড় কতো সেটা জানা আছে?এরা না পেরেই এই জবে এসেছে অনেকটা বাধ্য হয়ে।
@@bdblog9726 একটা চাকরি তো আমাদের সম্বল।কিছু করার নাই।
@@md.kausarahmedkanon তাদের জন্য আপনার দরদ এতো উতলে পরে কেন? যদি চেষ্টা ও সদিচ্ছা থাকে আল্লাহর উপর ভরসা থাকে এর থেকে ভালো চাকরি অনেক রয়েছে বাংলাদেশে। বেশিরভাগ শিক্ষিত লোক শারীরিক পরিশ্রম করতে চায় না এরা ভাবে এত কষ্ট করে লেখাপড়া করে শারীরিক পরিশ্রমের কাজ কেন করবো। দেখুন চাকরির বাজার শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী নিজের মেধা জ্ঞান ও সদিচ্ছা থাকলে অনেক কাজ করতে পারবে।
@@bdblog9726 apni ki bolte chassen tader chakri ta koster na? Apnar tahle idea e nei ei bisoye...Onekta nil chash er moto eder ke jinmi kore rekhece company gulo...R apni jevabe boltecen amdr desh e chakrir ovab nai,tbe eto bekarotto keno ekhono?
ডাক্তার কে পারসেন্ট দেওয়ার প্রলোভন দিয়ে অতিরিক্ত ঔষধ লেখানো এদের কাজ। সাংবাদিক ভাই আপনাকে ধন্যবাদ।।
আপনারা মিডিয়াকর্মীরা এভাবে যদি সত্য ঘটনা গুলো তুলে ধরেন তাহলে আমি মনে করি দেশটা অনেক ভাল হবে দেশের উন্নয়ন হবে ❤
আমাদের দেশে এগুলো দেখার কেউ নেই যার যেমন ইচ্ছা তার ইচ্ছা মতোই করতেছে
ডক্টরদের ফাসি চাই। সবাইকে ভারত আসার আকুল আবেদন জানাচ্ছি।
আর কত দালালি?
ভলো লাগল। বাস্তবতা তুলে ধরার জন্য
প্রিয় সাংবাদিক ভাই আপনি যেমন কারো হয়ে কাজ করেন ঠিক তেমনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিজের চাকরি বাঁচানোর জন্য ছবি তুলে তার কোম্পানিকে দেখাতে হয়।
চোরের ঘরের চোর দের হাতে দেশের দায়িত্ব থাকলে এমন অঘটন ঘটতে থাকে
অনেকে অনেক ধন্যবাদ ❤️
সাংবাদিক ভাই একজন কোম্পানির রিপ্রেজটিভ কিভাবে কত কষ্ট কারে জীবনযাপন করে তা নিয়ে তো কোন সংবাদ প্রচার করেন না।
কি রকম কষ্ট
বুঝিয়ে বলেন 😅😅
@@rafienter1016এই ছবি গুলো তুলতে কোম্পানি বাধ্য করে।
😂😂😂
সাংবাদিক ভাই একজন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কত কষ্ট করে তা কি আপনি জানেন ? নতুন নতুন মেডিসিন সর্ম্পকে ডাক্তারদের না জানালে আপনি নতুন ঔষধ গুলো পাবেন কোথা থেকে । রিপ্রেজেন্টেটিভ কোম্পানির নির্দেশ পালন করে । রিপ্রেজেন্টেটিভরা অনেক সুশিক্ষিত ।
Vai amar dalali korsen
@@sajibbiswas9678দালালী নারে ভাই। এটাই সত্য অনেক বাজে কোম্পানী আছে এই দেশে এই গুলা খাইলে জীবনেও ভালো হবেন না৷ কিন্তু ভালো টপ ১০ কোম্পানীর ঔষধ কি ডাক্তারের মুখস্ত থাকে? কখনোই না। এই গুলার যে জঘন্য নাম আপনি ৬ মাসেও মুখস্ত করতে পারবেন না৷ ডাক্তার রা কখনোই এই নাম মনে রাখার জন্য বাসায় চেষ্টাও করে না। দীর্ঘ দিন লিখতে লিখতে তার পর হাতে অটোমেটিক চলে আসে। কিন্তু হাজার হাজার এত ঔষধ এর নাম চেম্বার থেকেই মুখস্ত হয়ে যায়। আর এই অবদান ঔষধ কোম্পানির! ঔষধের নাম মনে রাখতে না পারলে ঔষধ ই লিখা সম্ভব হয়না তাহলে আপনাকে কি লিখবে??? পৃথিবীতে প্রতিনিয়ত শত শত ঔষধ আবিষ্কার হচ্ছে কিন্তু বাজারে কি কি নামে পাওয়া যায় ডাক্তার কোনদিনও জানতে পারবেনা যদি এরা না জানায়! কারন এগুলোর কোন টিভি বিজ্ঞাপন নাই। তাহলে তো এদের চেম্বারে যাওয়া ছাড়া উপায় নাই। চাকুরীও তো করতে হয়। নিয়ম করে প্রতিদিন সাক্ষাত করতে হয় না হলে তে সিনিয়র বস ধইরা উষ্ঠা দিবে। চাকুরী টা অবশ্যই কষ্টের। তবে মানুষ কে বিরক্ত করে ছবি উঠানো একেবারেই কাম্য নয়। এই নিয়ম টার জন্য হেড অফিস বা মুল কোম্পানি দায়ী। এই বিষয় গুলো একেবারেই বন্ধ হওয়া দরকার৷ কারন প্রেসক্রিপশনে ব্যক্তিগত তথ্য থাকে যা জানার অধিকার সবার নাই।
ধন্যবাদ সাংবাদিক ভাইকে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে যেকোনও ডাক্তার দেখিয়ে বের হতেই মাছির মতো ঘিরে ধরে কতগুলো লোক। কেউ ছবি তুলতে না দিলে লাঞ্চিত করে প্রায়শই। বিএসএমএমইউ ভিসি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
এই ব্যপারে সরকারের কঠোর নির্দেশনা থাকা সময়ের দাবী।
অপরদিকে হাসপাতাল/ক্লিনিকের সামনে সারিবদ্ধভাবে তাদের একাধিক মোটরসাইকেল দাঁড়িয়ে রাখার কারণে পথযাত্রীদের চলাচলেও দারুণ বিঘ্ন ঘটছে। মিরপুর হার্ট ফাউন্ডেশানের সামনে স্বচক্ষে তা দেখে নিতে পারেন।
A Qualified Reporter. Good report indeed
ভালো লাগলো ধন্যবাদ এটিএন নিউজকে।
যুগোপযোগী প্রতিবেদন।
Thanks atn tv
ধন্যবাদ Atn Bangla ❤
ধন্যবাদ সাংবাদিক
ধন্যবাদ Atn চ্যানেল কে