আপনার পিসির জন্য সেরা ২টি ইউপিএস | Prolink 2000V Offline UPS | Best Offline UPS In Bangladesh 2024

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ধরুন আপনি একজন ভিডিও এডিটর। কষ্ট করে সব ফুটেজ কালেক্ট করে ভিডিও এডিট করছেন। এডিট অলমোস্ট শেষ, সেভ করার আগেই বিদ্যুৎ চলে গেলো। আপনি যেই সফটওয়্যারে কাজ করছেন সেটি যদি অটো ব্যাকআপ না রাখে তাহলে আপনার লম্বা সময়ের কষ্ট সব ই শেষ। অথবা হতে পারে আপনি একজন এক্সট্রিম গেইমার। অনলাইনে গেমিং করছেন, খুব একশন মোমেন্টে আছেন। ঠিক এইসময়ই বিদ্যুৎ চলে গেলো। মেজাজটাই খারাপ হয়ে যাবে। যারা Streamer, তাদের জন্য পাওয়ার ডিস্টার্বেন্স এক রকম কার্স। পাওয়ার ডিস্টার্বেন্সের কারনে এরকম ই অনেক অনেক সমস্যা আমরা প্রতিদিন ফেইস করি।
    আপনার পিসির জন্য সেরা ২টি ইউপিএস,
    সেরা ২টি ইউপিএস,
    সেরা ইউপিএস,
    পিসি ইউপিএস,
    Prolink 2000V Offline UPS,
    Prolink 1500V Offline UPS,
    best offline ups in Bangladesh 2024,
    Best UPS In 2024,
    smart bd,
    smart technologies,
    best ups for gaming pc,
    prolink ups price in bd,
    1500 voltage offline ups,
    2000 voltage offline ups,
    এই সমস্যা গুলোর একমাত্র সহজ সমাধান একটি সঠিক ইউপিএস। একটি ইউপিএস শুধু যে আপনার ডেটা সেইফ করে তা না। এছাড়াও আপনার কম্পিটারের হার্ড ওয়্যার প্রোটেক্ট করে, কম্পোনেন্ট গুলোর লনজিভিটি ধরে থাকে, পাওয়ার প্রোটেকশন, ভোল্টেজের আপডাউন থেকে ইকুইপমেন্ট গুলো বাঁচিয়ে রাখে। বর্তমানে অনেকেই আউট অব টাউনে থেকেও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে থাকেন। যেখানে লোডশেডিং এর ইস্যু আরও বেশি। তাদের জন্য একটি ইউপিএস is a life saver. তাই আজকে আপনার পিসির জন্য নিয়ে এলাম সেরা ২টি ইউপিএস। ইউপিএস মুলত প্রোলিঙ্ক ব্র্যান্ডের। মডেল হচ্ছে Pro2000SFC, অন্যটি Pro1501SFC.
    👉 This is Pro2000SFC, এর ক্যাপাসিটি ২০০০ ভিএ। And this is Pro1501SFC, এর ক্যাপাসিটি ১৫০০ ভিএ। দুটোই সিংগেল ফেস ইনপুট এবং সিংগেল ফেস আউটপুটের। বক্স কনটেন্ট নিয়ে বিশেষ কিছু বলার নেই। ইউপিএস গুলো দেখতেই পাচ্ছেন, সাথে রয়েছে একটি পিওর গোল্ড প্লেটেড ৩ পিনের ইউএসবি প্লাগ। ইউপিএসের ব্যাক সাইডে কানেক্টিং পোর্ট গুলো দেওয়া আছে। এখানে ৪ টি আউটপুট পোর্ট, RJ45 in and out port এবং একটি ইউএসবি পোর্ট রয়েছে। রেগুলার ইউপিএসের তুলনায় এগুলো একটু হেভি টাস্কের জন্যই তৈরি করা হয়েছে। ১৫০০ ভিএ- এর ওজন ১০.৪ কেজি এবং ২০০০ ভিএ- এর ওজন ১০.৬ কেজি। ডিজাইনের দিক থেকেও বেশ স্মার্ট একটি ডিজাইন রাখা হয়েছে।
    চলুন এবার ব্যাটারি এবং বাকি স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। দুটোতেই ১২ ভোল্টের ১০ এম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের ব্যবহার অনুযায়ী এটি ফুল চার্য করতে সময় লেগেছে ৪ ঘন্টার মত। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে আপটু ৪০ মিনিট তবে ডেফিনেটলি ডিপেন্ডিং অন লোড। আপনি কি কাজ করছেন তার ওপরেই মূলত ডিপেন্ড করবে কি পরিমান ব্যাকআপ পাবেন। রেগুলার যে টাস্ক যেমন ডকুমেন্টেশন, অফিস, এক্সেল, এগুলোর ক্ষেত্রে ৪০ মিনিট ই পাবেন। ভিডিও এডিটিং এর মত হেভি কাজের ক্ষেত্রে খুব ইজিলি ৩০ মিনিটের মত ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হেভি কোন গেইমের ক্ষেত্রে সময় টা ২০ মিনিটের মত হবে। এবং মোস্টলি যারা স্ট্রিমিং করছেন, সম্পূর্ণ টাস্ক শেষ করতে না পারলেও একটি ফাইন ফিনিশিং এর জন্য ১৮-২০ মিনিট সময় পেয়ে যাবেন।
    আরও কিছু Amazing Feature ইউপিএস দুটোতে রয়েছে। দুটো তেই পেয়ে যাচ্ছে ৩ স্টেপের True Full AVR. কোন রকম ল্যাটেন্সি পাওয়া যাবে না। ল্যাটেন্সি বলতে এটাই বোঝাচ্ছি যখন বিদ্যুৎ চলে যায় তখন ইউপিএস অন হতে কোন রকম সময় নেয় না। যেহেতু এখানে এক্সসিলেন্ট মাইক্রো কনট্রোল প্রসেসর দেওয়া হয়েছে তাই এটি সুপার ফাস্ট কাজ করে। অনেক সময় দেখা যায় বিদ্যুত ব্লিংক করে। এতে কম্পিটার শাটডাউন হয়না। তবে এই ধরনের সিচুয়েশনেও এই ইউপিএস গুলো ইনস্ট্যান্ট অন হয়ে যায়। পাওয়ার ডিস্টার্বেন্স হলে Audible & Visual দুইভাবেই এলার্ম দিবে। এছাড়াও Boost and Buck AVR রয়েছে for voltage stabilization. Off-mode charging, Cold start function রয়েছে।
    যেহেতু এই ইউপিএস দুটোই হেভি টাস্কের জন্য তৈরি করা হয়েছে তারমানে এই ডিভাইস দুটো কেই অনেক বেশি পাওয়ার টলারেবল হতে হবে। আর তার জন্য দরকার ইউপিএস ঠান্ডা রাখা। ঠান্ডা রাখতে ইউপিএসের মধ্যে রয়েছে ইনবিল্ট এক্সজস্টেড ফ্যান। এই ফ্যান গুলো ও ইউপিএসের ধারন ক্ষমতা অনুযায়ী ই তৈরি করা হয়েছে যাতে করে এটি কন্টিনিউয়াসলি ডিভাইস টি কে ঠান্ডা রাখে এবং আপনাকে প্রোপার একটি সাপোর্ট দিতে পারে।
    এবার জানতে হবে কোন ইউপিএস টি কারা কিনবেন।
    1500 VA ইউপিএস টি ৮০০-৮৫০ ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের সাথে কমপ্লাই করবে। এবং এটি Windows 2000, 2003, XP, Vista, 2007, 2008, Linux, Unix and Mac সফটওয়্যার সাপোর্টেড।
    2000 VA ইউপিএস টি ১০০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই এর সাথে কম্পিটেবল। এবং এটি এক্সট্রা উইন্ডোজ ১০ সফটওয়্যার সাপোর্টেড।
    ইউপিএস টি তে আরও একটি টপ নচ ফিচার রয়েছে। আপনি যখন বাসার বাহিরে থাকবেন তখনও একটি সফটওয়্যারের মাধ্যমে ইউপিএস গুলো কন্ট্রোল করতে পারবেন। সফটওয়্যারের URL ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিংক থেকে পাওয়ার সফটওয়্যার আইকনে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে কানেক্ট করে নিতে পারেন। পরবর্তিতে আপনি বাসার বাহিরে থাকা অবস্থায় যদি পাওয়ার ডিস্টার্বেন্স হয় সেক্ষেত্রে যেকোন ডিভাইস থেকে কানেক্ট করে ইউপিএস বন্ধ করে দেওয়া যাবে।
    ইউপিএস দুটির বিক্রয় পরবর্তি সেবা থাকবে ১ বছর।

КОМЕНТАРІ • 6

  • @BoomShaka-ih8yt
    @BoomShaka-ih8yt 20 днів тому

    Charge dele ki light jolbe?

  • @WashiurRahman
    @WashiurRahman 10 днів тому

    what is the price?

  • @AbdulKarim-zy2gt
    @AbdulKarim-zy2gt 5 місяців тому +1

    Pure sine wave/modify sine wave

  • @Shimul.77
    @Shimul.77 5 місяців тому +1

    বিক্রি করার ইচ্ছা থাকলে প্রাইজ সহ বলতেন!!

  • @midgetechknowledge
    @midgetechknowledge 6 місяців тому +1

    price and kothay kinte parbo?

  • @NASHID007
    @NASHID007 6 місяців тому +1

    Price koto bollen na ?