শ্রীকান্ত আচার্য আমার একজন প্রিয় শিল্পী। কিন্তু, বলতে বাধ্য হসিসিজি যে, যে উচ্চতায় এই গানটিকে উনি নিয়ে যেতে পারতেন, তাঁর ধরে কাছেও পৌঁছাতে পারেননি। খুব সম্ভবত, উনি গান গাইতে গাইতে ক্লান্ত। তার সম্পূর্ন চাপ পড়েছে এই গানে। আমার মুশকিল হচ্ছে, রাবি ঠাকুরের গান তো। সেই গান যথেষ্ট অনুশীলন শুধু নয়, রীতিমত নিজেকে প্রস্তুত করে গাইতে হয়। আপনাদের অতুলনীয় কন্ঠ থাকা মানেই, আপনি যেমন তেমন করে রবীন্দ্রনাথের গান গেয়ে দেবেন, সেটা হয় না। রবীন্দ্রনাথের গান দাবি করে শিল্পীর একাগ্রতা, তাঁর রক্তে বাজতে হবে, এই গানের কাব্যকে। রবীন্দ্রনাথের এক একটি গান, এক একটি পূর্ণাঙ্গ নাটক। তাকে তো মন প্রাণ ঢেলে গেয়ে ফুটিয়ে তুলতে হবে। সেটা এখানে খুব সম্ভবত ক্লান্তি জনিত কারণেই ফুটিয়ে তোলা যায়নি। নাহলে আপনি রেকর্ডে যেভাবে আগুনের পরশমণি গেয়েছেন, সেই স্তরে এই গানটিও উন্নীত হতে পারতো। যাই হোক, অনেকেরই ভালো লেগেছে দেখলাম। কাজেই আমার আবেগাপ্লুত হয়ে যেত কথা না লিখলেই হয়তো ভালো হত। কিন্তু বড্ড আশা করে ফেলেছিলাম যে আমি একটা অনন্য গান শুনব, আপনার কাছে। কিন্তু হতাশ হলাম, বেশ। এর চেয়ে অনেক বেশি ভালো লেগেছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাঠের সঙ্গে এই একই গান, গীত একটি বাচ্চা মেয়ের গলায়।
আমি অপেক্ষাকৃত নবীন শ্রোতা, বয়স বাইশ। আমি "অমল ধবল পালে" গানটি প্রথম শুনি ২০১৭ সালে, আপনি যে অ্যালবামের (প্রিয়তমাসু)কথা বলেছেন ওতেই, অন্বেষা দত্ত গুপ্তের কণ্ঠে। তারপরেও অনেকের কণ্ঠেই গানটি শুনেছি। কাউকে অশ্রদ্ধা না করেই বলছি, "অমল ধবল পালে" গানটির কথা মনে পড়লেই আমার অন্বেষার রেকর্ডটির কথাই মনে পড়ে প্রথম। হয়তো ওঁর কণ্ঠেই প্রথম শুনেছিলাম বলে...
Asadharon
শ্রীকান্তদা,আপনি সহ কয়েকজন শিল্পীর কবিগুরুর বাণীবদ্ধণ গীত হওয়া মানে আমাদের নিকট পরমাত্মার সাধন-ভজন।আমাদের ভাবসমাধি যেন অমলিন থাকে।
এক অসাধারণ শিল্পী যার কোন তুলনা হয় না। উনি গানের ভেতরে ঢুকে গিয়ে গানের মাহাত্ম্য টা তুলে ধরেন।
Aha! Boroi sundor!
অসাধারণ গাইলেন🙏
Fatafati
অসাধারণ
অনেক ভালো গেয়েছেন। Iman Chakraborty also sang this song very very sweet and heart touchingly.
এক কথায় অনৈক্য ।
Excellent
Apurbo 💐💐🌷🌷
OSADHARAN.
অসাধারণ! শ্রীকান্ত বাবু. গানের আত্মার সাথে একাত্ম হয়ে গেয়েছেন. গায়ে কাঁটা দিয়ে উঠেছে..
শ্রীকান্ত আচার্য আমার একজন প্রিয় শিল্পী। কিন্তু, বলতে বাধ্য হসিসিজি যে, যে উচ্চতায় এই গানটিকে উনি নিয়ে যেতে পারতেন, তাঁর ধরে কাছেও পৌঁছাতে পারেননি। খুব সম্ভবত, উনি গান গাইতে গাইতে ক্লান্ত। তার সম্পূর্ন চাপ পড়েছে এই গানে। আমার মুশকিল হচ্ছে, রাবি ঠাকুরের গান তো। সেই গান যথেষ্ট অনুশীলন শুধু নয়, রীতিমত নিজেকে প্রস্তুত করে গাইতে হয়। আপনাদের অতুলনীয় কন্ঠ থাকা মানেই, আপনি যেমন তেমন করে রবীন্দ্রনাথের গান গেয়ে দেবেন, সেটা হয় না। রবীন্দ্রনাথের গান দাবি করে শিল্পীর একাগ্রতা, তাঁর রক্তে বাজতে হবে, এই গানের কাব্যকে। রবীন্দ্রনাথের এক একটি গান, এক একটি পূর্ণাঙ্গ নাটক। তাকে তো মন প্রাণ ঢেলে গেয়ে ফুটিয়ে তুলতে হবে। সেটা এখানে খুব সম্ভবত ক্লান্তি জনিত কারণেই ফুটিয়ে তোলা যায়নি। নাহলে আপনি রেকর্ডে যেভাবে আগুনের পরশমণি গেয়েছেন, সেই স্তরে এই গানটিও উন্নীত হতে পারতো। যাই হোক, অনেকেরই ভালো লেগেছে দেখলাম। কাজেই আমার আবেগাপ্লুত হয়ে যেত কথা না লিখলেই হয়তো ভালো হত। কিন্তু বড্ড আশা করে ফেলেছিলাম যে আমি একটা অনন্য গান শুনব, আপনার কাছে। কিন্তু হতাশ হলাম, বেশ। এর চেয়ে অনেক বেশি ভালো লেগেছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাঠের সঙ্গে এই একই গান, গীত একটি বাচ্চা মেয়ের গলায়।
😢 ঠিকই বলেছেন! কেমন ক্লান্ত, খাপছাড়া শোনাচ্ছে
আমি অপেক্ষাকৃত নবীন শ্রোতা, বয়স বাইশ। আমি "অমল ধবল পালে" গানটি প্রথম শুনি ২০১৭ সালে, আপনি যে অ্যালবামের (প্রিয়তমাসু)কথা বলেছেন ওতেই, অন্বেষা দত্ত গুপ্তের কণ্ঠে। তারপরেও অনেকের কণ্ঠেই গানটি শুনেছি। কাউকে অশ্রদ্ধা না করেই বলছি, "অমল ধবল পালে" গানটির কথা মনে পড়লেই আমার অন্বেষার রেকর্ডটির কথাই মনে পড়ে প্রথম। হয়তো ওঁর কণ্ঠেই প্রথম শুনেছিলাম বলে...
Beautiful
Srikantadadato. Anabadyai. Aeiganty. SriHemantaMukherkee. O. Terkanya. Smt. Ranumukherjeer. Duet. Ja. Sunechhi. Ajjo. Barbar. Suni. Takhan. Ranudidi Chhotochhilo. Tabla. Bajiyechhilo. VaiRitesh. Kije. Apurbasegan. . Kothay. Galo. Se. Asamanya. Kanther. Adhikarini Sarajiban. Asrabyasab. Abangalider. Gan. O. Vulbangla. Uchharan. Sune. Pagalhoyegelam. Athacha. Banglar. Lakhkha Naranarikediye. Gawanni. Na. Sab. Hariyegachhe. Dadagoodluck
Thumbnail টাও google translator কে দিয়ে লেখানো! এরা creative?
Asadharon
Excellent