Birds Not Mating

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 162

  • @MdShajahan-sr2nn
    @MdShajahan-sr2nn 26 днів тому

    ধন্যবাদ ভাই ,খুবই সুন্দর হয়েছে😍

  • @DebeauxBirds
    @DebeauxBirds 2 місяці тому

    উপকারী ভিডিও ❤❤❤

  • @mdalaminopu280
    @mdalaminopu280 Рік тому +6

    আমার একজোড়া বাজিগর পাখি আছে,, একজনের ঠোঁট নীল আর একজনের ঠোঁট হালকা বাদামী,, এখন মাঝে মধ্যে ছেলেটি মেয়েটিকে খাইয়ে দেয় কিন্তু মাথা চুলকায়ে দেয় না এবং মিটিং ও করে না।।।আমি আজকে ৭-দিন হলো খাঁচায় হাঁড়ি বসিয়ে দিয়েছি।।।এখন করনীয় কি

  • @PeacefulOtaku
    @PeacefulOtaku Рік тому +1

    Thank you bhai ❤❤❤

  • @shafiqurrahmanrajjo37
    @shafiqurrahmanrajjo37 3 роки тому

    R o frequently video chai bro!

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      সময় স্বল্পতার কারণে ইচ্ছে থাকলেও ঘনঘন ভিডিও দেয়া সম্ভব হয়ে ওঠেনা। 🥰

  • @Travellers_Journey
    @Travellers_Journey 3 місяці тому

    আমার বাজরিগারের ঘটনা উলটো। ফিমেল প্রায় ২ মাস আগেই একবার ব্রিডিং মুডে এসেছিল, মেল পাখির খবর নাই। এখনো মেল পাখির মে*টিং করার ট্রাই করতেও দেখি না বাট এদের গা চুলকে দেয়া, খাবার খাইয়ে দেয়া এমন সবই আছে ২ মাসেরও বেশি সময় ধরে। মাঝে ব্রিডিং কোর্স ও করানো হয়েছিল তাও পরিবর্তন নাই। পাখির বয়স ৯ মাস+ মেল পাখি টা সাউজে একটু ছোট ছোট লাগে ফিমেলের থেকে বাট বয়স কম না। কি করতে পারি এখন?

  • @shamolyakter3890
    @shamolyakter3890 2 роки тому +7

    আমার পাখির বয়স ১০মাস তাও ডিম দিচ্ছে না, শুধু কিস করে, আর কিছু করে না 😭😭

    • @Budgieology
      @Budgieology  2 роки тому +3

      ২ সপ্তাহ পাশাপাশি খাঁচায় আলাদা রেখে আবার জোড়া দিন।

    • @Story-f2w
      @Story-f2w Рік тому +2

      অতিরিক্ত কিস করে ফেলেছে 🤭😂তাই ডিম দিচ্ছে না।🙈

    • @priyankabanerjee5647
      @priyankabanerjee5647 Рік тому

      @@Story-f2w 🤣🤣🤣🤣🤣🤣😆😆😆

    • @devilboy976
      @devilboy976 Рік тому

      😂😂 amr

    • @salmakhatunsalmakhatun65
      @salmakhatunsalmakhatun65 Рік тому

      সেম অবস্থা

  • @anathhalder7480
    @anathhalder7480 8 місяців тому

    Dada amer ak jora classic bazigar Pakhi acha ora adalat and oder jora hoya gacha dujoni dujoner matha chulka day kintu tao ora dim bacha korcha na ami jakhan thaka kinechilam tara bolachilo 1 mounth er modha dim bacha korbe kintu 4 mounth hoya gacha ora breeding korcha na please aktu bolo j ki korbo karon ami ai first time Pakhi palon korchi

    • @Budgieology
      @Budgieology  8 місяців тому

      মেল ফিমেল ঠিক আছে কিনা দেখেন। ঠিক থাকলে কিছুদিন আলাদা করে রেখে আবার জোড়া দিন। অনেক সময় পরিবেশ না পেলেও এমন হতে পারে।

    • @anathhalder7480
      @anathhalder7480 8 місяців тому

      @@Budgieology হ্যাঁ male female ঠিক আছে আপনার ভিডিও দেখে ওদের আমি আলাদা রেখে আবার একসাথে দিয়েছি কিনতু ওদের জোড়া হয়ে গেছে কিন্তু ব্রিড করছে না মাঝে মধ্যে ছেলে পাখিটা মেয়ে পাখিটার ওপর পা দিয়ে উঠতে চায় কিন্তু ওঠে না আবার মেয়েটাও ওর কাছে যায় কিন্তু ছেলে টা সোরে যায়

    • @Budgieology
      @Budgieology  8 місяців тому

      এক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।

  • @Fcbarcelona901
    @Fcbarcelona901 Рік тому

    Bhai ami bugrigar pakhir meeting sound Pratidin sunai pakhi der taw pakhi der kono respond nai meeting er even ami tader khache vitor meeting er video on kore rakhe ow try korse kono kaj hocche na
    Ekhon ki korbo
    Pakhi gula prochur voy pay eita ki kono karon

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      প্রাইভেসি দিন, নতুন কিনে আনা পাখি হলে মাসখানেক স্বাভাবিক হওয়ার সময় দিতে হবে।

  • @ataurrahman6885
    @ataurrahman6885 4 місяці тому +1

    পাখির পালক পরার সমসসা১ বিডিও চাই

  • @THNASIM-j3b
    @THNASIM-j3b 5 місяців тому

    আমার নতুন পাখি দুটি খাচায় থাকা অবস্থায় ইদুর দেখে লাফা লাফি করছিল তারা আমি সেটা মেরে ফেলেছি পাখির কোনো সমস্যা হবে কী

  • @Rafinfhoraji143
    @Rafinfhoraji143 3 роки тому +1

    THANKS 👍😊

  • @arifshahriar6730
    @arifshahriar6730 Рік тому

    Vai amr male O female duitai mating korte Chay kintu male pakhi female er upore uthe na pa uthay abr namay fele....Ki korte pari plz bolen

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      কিছুই করার নেই সময় দেয়া ছাড়া

  • @sharminakter6570
    @sharminakter6570 3 роки тому +1

    Hemp seed bazigar পাখি খায়

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      জ্বি খেতে পারে

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেয়া আছে।

  • @mrspannaabir9043
    @mrspannaabir9043 2 місяці тому

    ভাইয়া আমি আমার পাখি গুলোকে জানালার পাশে রেখেছি,,,বাইরের চড়ুই পাখি গুলো আশেপাশে ঘুরাঘুরি করে,,এতে করে কি আমার বাজরিগার পাখির মেটিং এ কোনো সমস্যা হবে?

    • @Budgieology
      @Budgieology  2 місяці тому

      আশা করছি হবেনা।

  • @faridadeloyer6469
    @faridadeloyer6469 3 роки тому +1

    thanks 😇🙂

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      স্বাগতম 🥰🙏

  • @mdontou8304
    @mdontou8304 2 роки тому +1

    ভাইয়া আমার পাখিটি এডালট কিন্তু প্রায় ৬ মাস হলো এখনো ডিম বাচ্চা করেনা কেনো

  • @RafidSawda
    @RafidSawda 2 роки тому

    আমার ১ জোড়া পাখি ছোট থেকেই একটা খাচাতে থাকে এখন অনেক মাস হলো এডাল্ট কিন্তু ব্রিডিং এ যাচ্ছে না।এখন আমার করণীয় কি?

    • @Budgieology
      @Budgieology  2 роки тому

      আলাদা রেখে জোড়া দিন।

  • @Lily20574
    @Lily20574 Рік тому

    আমার পাখিকে দেখছিলাম মেটিং করতে,প্রথম প্রথম...এখন কয়েকমাস হইছে মেটিং করতে দেখিনাই,আবার বাচ্চাও হয়না😢শুধু খায় ঘুমায়,খাচা থেকে বের হতে চায়.মাঝেমধ্যে বের ও করি

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      পাখি জোড়া নেয়া না থাকলে জোড়া নতুন করে দেয়ার ব্যবস্থা করুন

  • @antukhan1935
    @antukhan1935 3 роки тому +2

    Thank you 😇🙏

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      স্বাগতম

    • @antukhan1935
      @antukhan1935 3 роки тому +1

      আমি আপনার অনেক বড় ফ্যান

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      🥰🥰🥰, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সমর্থনের জন্য। আশা করছি আগামীতেও সাথে থাকবেন।

    • @antukhan1935
      @antukhan1935 3 роки тому +1

      এগিয়ে যান আমরা সবাই আপনার পাশে আছি ❤️❤️

    • @antukhan1935
      @antukhan1935 3 роки тому +1

      আমার পাখি সফট ফুড খেতে চাইছে না এখন আমার কি করা উচিত 🤔😕

  • @suvohalsana8634
    @suvohalsana8634 Рік тому

    আমার পাখি দোকান থেকে নেওয়ার পর কিছু দিন পরেই জোড়া নিয়েছে,কিন্তু তারা একে ওপরের ভাব বিনিময় করছে একে ওপরের যত্ন নিচ্ছে।
    খাইয়ে দিচ্ছে।
    এবং আমি পাখির খাচাটি এমন জায়গায় রেখেছি যেখানে তাদের কাছে সারা দিনে বিশেষ কেও যায়না,দিনে ২-১ বার আমি যাই।
    সকালের সূর্য আলো দেখা থেকে সারা দিনের আবহাওয়া বুঝতে পারে।
    আমি এগ ফুড দিই।
    শাক পাতা দিই, মিক্সড সিড দিই।
    তার পরও মেয়ে পাখিটি ছেলে পাখিটি কে প্রায়ই কাছে আসতে দেই না!!!
    ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি।
    এবং কিছু দিন হলো আরও একজোড়া পাখি এনেছি।
    কিন্তু জোড়া নেওয়ার ৩ মাস হয়ে গেলেও মেটিং বা ডিম কিছুই দেখতে পাচ্ছিনা।
    উপায় কি বলুন ভাই।

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      পাশাপাশি খাঁচায় এক সপ্তাহ আলাদা রেখে আবার জোড়া দিন। এরপরেও জোড়া না নিলে, জোড়া বদলে ফেলুন।

  • @AlaminHossain-ru2yn
    @AlaminHossain-ru2yn 3 місяці тому

    আমার পাখিতো সাকসবজি খাইতেইচায় না

  • @mariyasuha8977
    @mariyasuha8977 3 роки тому

    Thanks vaiya

  • @cathoues8081
    @cathoues8081 11 місяців тому

    ভাইয়া আমি দুইদিন হলো একজোরা পাখি কিনে এনেছি তাদের খুব মিল ছিল পরে দেখি মেয়ে পাখিটা অসুস্ত পরে চেন্জ করে আনি পরে আরেকটা মেয়ে পাখি আনি কিন্তুু ছেলে পাখিটা মেয়ে পাখিরটার কাছে যায়না এখন কি করনিয়

    • @Budgieology
      @Budgieology  11 місяців тому

      পাখি জোড়া দেয়ার ভিডিও দেয়া আছে চ্যানেলে। কাইন্ডলি দেখে নিবেন।

  • @rakibulhasanrakib8675
    @rakibulhasanrakib8675 2 роки тому

    Vai amr femel pakhi male pakhir kache gele sore jay kintu jora thikase but briding kore nh ki korbo

    • @Budgieology
      @Budgieology  2 роки тому

      ২ সপ্তাহ আলাদা রেখে জোড়া দিন

  • @NaimulHasan-cq9oi
    @NaimulHasan-cq9oi 7 місяців тому

    Vai amar new kine ana pakhi
    But oderke ami onno ek bondhu theke anchi tai er age ora eksathei chilo
    But 6mas boyos hoya sotteo oder modde meting er kono lokkhon nai
    Meye pakhi taa chele pakhi take mare kache aste dey na

    • @Budgieology
      @Budgieology  7 місяців тому

      পাখি জোড়া দেয়ার ভিডিও দেয়া আছে। কাইন্ডলি দেখে নিবেন।

  • @MDShuvo-uq6qy
    @MDShuvo-uq6qy Рік тому

    Thank you

  • @newvlog9537
    @newvlog9537 2 роки тому +1

    ভাই আমার বাজরিগার পাখি এডাল্ট বয়স ৮ মাস প্লাস তবুও হাড়িঁতে ঢুকে না ভাই আমাকে রিপ্লাই দিয়ে পরামর্শ দেন ধন্যবাদ❤️

    • @Budgieology
      @Budgieology  2 роки тому +1

      গ্রুপে পোস্ট করুন।
      fb://group/3627081367358028?ref=share

  • @raeesasarwar4160
    @raeesasarwar4160 8 місяців тому

    আমার ছেলে পাখির বয়স ১.৫ বছর, মেয়ে পাখির বয়স ১০ মাস। ওরা মুখে মুখ লাগায়, মেয়েটা ২ মাস ধরে হাঁড়ির ভিতর যায়। কিন্তু ডিম দেয় না। মেটিং করতেও দেখি না। কারণ কি? এবং কি করতে হবে?

    • @Budgieology
      @Budgieology  8 місяців тому

      পাখি জোড়া দেয়ার ভিডিও টা দেখে নিন। কিছুদিন আলাদা রেখে আবার জোড়া দিন।

  • @zibonsworld
    @zibonsworld 3 роки тому

    ak jora pakhir jnno 18:12 khaca ki enough?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      আরো বড় হলেই ভাল, তবে এটা চলবে।

    • @zibonsworld
      @zibonsworld 3 роки тому

      @@Budgieology breeding er jnno colbe eta vaiya?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      জ্বি

    • @zibonsworld
      @zibonsworld 3 роки тому

      @@Budgieology 2 jora pakhir jnno minimum size ki vaiya 20:16 colbe
      ba 20:18 ?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      ৩৬*১৮ লাগবে।

  • @FlygGamersTV
    @FlygGamersTV Рік тому

    ভাই আমার পাখি এবার দীয়ে 2 বার ডিম দিয়া হলো কিন্তু পাখির ডিম জমছে না বাচ্চা ফুট ছে না কেন একটু জানান ভাই পিলিজ ৪+৫ করে ডিম দেই কিন্তু জমে না ফুটে না কেন ভাই জানান

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      ভাইয়া একটা দুইটা কারণ থাকলে বলে দেয়া যায়। অনেক কারণেই হতে পারে এমন। এভাবে কমেন্টে আমার পক্ষে হেল্প দেয়া সম্ভব না

    • @FlygGamersTV
      @FlygGamersTV Рік тому

      @@Budgieology তাহলে কি করবো ভাই

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      নিকটস্থ কোন পাখালের সাথে সমস্যাটা আলোচনা করে দেখুন

  • @SHORTS-or5ue
    @SHORTS-or5ue 3 роки тому

    Dada tumi kothy thako

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      ঢাকা, মগবাজার 😇

  • @budgieslover2362
    @budgieslover2362 3 роки тому

    Amr pakhi jora niche kintu meeting kore na male pakhi ta meting korte chay female ta kore na

    • @budgieverse9715
      @budgieverse9715 3 роки тому

      Mone hoy female er boyosh kom

    • @budgieslover2362
      @budgieslover2362 3 роки тому

      @@budgieverse9715 2tar e sm boyosh

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      ভিডিওতে উল্লেখিত পদ্ধতি চেষ্টা করে দেখুন।

    • @progamerz3873
      @progamerz3873 3 роки тому

      bhai same ,, chele ta korte chai but meyeta kore na ,,, but meyeta dim diyeche kintu baccha hoi nai

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      মেটিং না করলে ডিম নিষিক্ত হবেনা ফলে বাচ্চাও আসবেনা। ওদেরকে কিছুদিন আলাদা রেখে আবার জোড়া দিন।

  • @aysha2742
    @aysha2742 Рік тому

    ভাইয়া আমার পাখি টার পাখা কেটে দিয়েছিলাম প্রায় ৩ মাস আছে এখন সে অ্যাডাল্ট মেটিং করতে চায় কিন্তু পারে না পরে যা,এখন আমি কি করবো..??

    • @Budgieology
      @Budgieology  Рік тому +1

      এই কাজটা করা একদম ঠিক হয়নি। পাখিকে পোষ মানাতে ডানা ছাটা কোন সমাধান নয় সাথে বিষয়টি অমানবিক। সময় দিন, মোল্টিং এর পর স্বাভাবিক ডানা উঠলে ঠিক হয়ে যাবে।

    • @aysha2742
      @aysha2742 Рік тому

      @@Budgieology সেই ডানাই ত উঠেছে না একটা সমাধান যদি দিতেন

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      প্রাকৃতিক ভাবে মোল্টিং না হলে ডানা উঠবেনা। সময় লাগবে ৩-৪ মাস। জিসভেট আর ক্যালপ্লেক্স খাওয়াতে পারেন। ১ মিলি করে ১ লিটার পানিতে মিশিয়ে ৫ দিন। ৬ ঘন্টার বেশি পানি খাঁচায় রাখবেন না। আর ঔষধ প্রতিদিন নতুন করে বানিয়ে নিতে হবে। এই পানি সব পাখিদের খাওয়ানো যাবে।

  • @HasiBagum-r5z
    @HasiBagum-r5z 6 місяців тому

    আমার পাখি কয়ে বার মিটিং করছে ডিম দেয় নাই এখন মাড়ামাড়ি করে

  • @sania8308
    @sania8308 3 роки тому

    Amar female pakhir boyosh 11month ar male pakhir boyosh 4 month 15 din ,era ki jora nibe?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      মেল ডিম-বাচ্চা করার বয়স হয়নি। জোড়া নিলেও ডিম-বাচ্চা করবেনা। কোন কারণবশত করলেও নষ্ট করবে।

    • @sania8308
      @sania8308 3 роки тому

      Ei Mel diye 3 month pore jora Dile ki dim baccha korbe?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      জ্বি সম্ভাবনা আছে

  • @mofajjalhossen7738
    @mofajjalhossen7738 Рік тому

    ভাই আপনার এই সাদা পাখির মতো আমার একটা পাখি আছে দেখতে পুরো এইটার মতো নাকের উপর গোলাপি রঙের কিন্তু ছেলে না মেয়ে বুঝতে পারছি না একটু বলবেন পিস

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      আমার ফেইসবুক পেইজে পাখির ছবি ইনবক্স করুন।
      facebook.com/budgieology

  • @AtikHussain-x5w
    @AtikHussain-x5w Рік тому

    ভাই আমার পাখি হাড়িতে যায় কিন্তু ডিম দিচ্ছে না।আর মেটিং করার সময় ফিমেল পাখি সরে যায়। মেল পাখিকে মেটিং করতে দেয় না।কি করব জানাবেন পিলিজ।

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      ভিডিওতে বলা সমাধানের বাইরে আর কিছু বলার নেই ভাইয়া

  • @shahariarsadi
    @shahariarsadi Рік тому

    amr pakhi 1 bar dim parca amr koba fim diba

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      এটা তো ভাইয়া আমার পক্ষে বলা সম্ভব না। অনেকদিন না পাড়লে কিছুদিন মেল-ফিমেল আলাদা রেখে জোড়া দিন।

  • @roseheart6187
    @roseheart6187 2 роки тому

    আমার পাখির ২বছর হয়ে যাচ্ছে কিন্তু এখোনো ডিম দিচ্ছে না ১২দিন পর দেখলাম পাখি যেদিক দিয়ে পায়খানা করে সেখানে অল্প ফুলে গেছে আমার কাছে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে ডিম পারবে। আমার ধারনা কি ঠিক?

    • @Budgieology
      @Budgieology  2 роки тому +1

      না দেখে বলা তো সম্ভব না।

  • @shoponahmed7490
    @shoponahmed7490 3 роки тому

    ভাই, বাংলিশ বাজরিগার এর ভিডিও করবেন প্লিজ।

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      অনেকগুলো ভিডিও লিস্ট করে দেয়া ভাইয়া। এই মুহূর্তে বিশেষ ভিডিও বানানো একটু সমস্যা হয়ে যাবে। আপনি যা জানতে চাইছেন তা লিখে গ্রুপে পোস্ট করুন, আমি /আমরা চেষ্টা করবো সঠিক পরামর্শ দেয়ার।
      facebook.com/groups/2765026760413255/?ref=share

    • @shoponahmed7490
      @shoponahmed7490 3 роки тому

      @@Budgieology আমি বাংলিশ কিনতে মিরপুর ১ হাটে যেতে চাই, এরা কি ঠিক মত ডিম বাচ্চা করে ?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      বাংলিশ মোটামুটি করে থাকে, তবে ইংলিশ ব্রিড করানো একটু মুশকিল।

    • @shoponahmed7490
      @shoponahmed7490 3 роки тому

      @@Budgieology কত দামে কিনতে পারব, কোন আইডিয়া আছে কি ? আনেক ধন্যবাদ আপনাকে।

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      না ভাইয়া, এটা ব্রিডারের উপর আর মার্কেটের কেমন বাংলিশ আছে তার উপর নির্ভর করে। তাই এই সম্পর্কে সঠিক ধারণা আমার নেই।

  • @Mst.Hanifakhatun
    @Mst.Hanifakhatun 3 місяці тому

    Amr pakhi breeding course koranor por dim dicche na

    • @Budgieology
      @Budgieology  3 місяці тому

      একটু অপেক্ষা করতে হবে, তাছাড়া শুধু ব্রিডিং কোর্স করালেই পাখি ডিম পাড়বে এমন কিন্তু না। পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে উপযুক্ত পরিবেশ পেলেই পাখি ডিম পাড়বে।

  • @khadizaansary2601
    @khadizaansary2601 2 роки тому

    ভাইয়া আমার 3 জোড়া পাখি ছিল ওরা ডিম ও দিয়েছে বাচ্চা ও দিয়েছিল। রেস্টে দেওয়ার পর যখন পুনরায় একত্রিত করলাম এখন এক জন আরেক জন কে দেখতে পারে না।মারা মারি করে। মেল গুলো আগ্রহ থাকলেও ফিমেইল গুলো মেল গুলোকে ঠোকর দেয়। বুঝতেছিনা কি করবো। জোড়া কি বদল করে দিবো???
    নাকি মারা মারি করতে করতে ঠিক হয়ে যাবে??

    • @Budgieology
      @Budgieology  2 роки тому

      কিছুদিন পাশাপাশি খাঁচায় আলাদা রাখুন। তাও জোড়া না নিলে বদলে দিবেন।

    • @khadizaansary2601
      @khadizaansary2601 2 роки тому

      জি আচ্ছা।

  • @mehadihasan7737
    @mehadihasan7737 2 роки тому

    ভাই আমার 3 জুরা জাপানিজ বাজিগার আছে কিন্ত ডিম দেয় না কি করব ভাই

    • @Budgieology
      @Budgieology  2 роки тому

      মেল-ফিমেল আলাদা করে রাখুন কিছুদিন। তারপর আবার জোড়া দিয়ে দেখুন।

  • @prova_.__
    @prova_.__ Рік тому

    ভাইয়া আমার ফিমেল পাখিটা মেটিং করতে চায় না,ছেলেটা মেটিং করতে চায় ওর উপর পাও উঠায় দিতে চায় মেয়েটা ঠোকর দিয়ে সরায় দেয় কিন্তু ওরা একে অপরকে খাওয়ায় দেয় আদর করে,শুধু মেটিং করতে চায় না ফিমেলটা,আজ ৪ দিন ধরে দেখছি ছেলেটা মেটিংয়ের চেষ্টা করছে সারাদিন, আমি এমতাবস্থায় কি করবো?

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      ভিডিওতে বলে দেয়া পদ্ধতি অনুসরণ করবেন।

  • @jahirul9142
    @jahirul9142 3 роки тому

    ভাই আমি এক জোড়া পাখি কিনছি ছেলে পাখির বয়স বেশি তাই বিডিং করতাছেন আজকের 24 মাস ধরে পাখি পাখি

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      ভাইয়া, সমস্যা ও সমাধান দুটোই ভিডিও তে উল্লেখ করেছি, তাও যদি কোন আলোচনা করতে চান তবে অনুগ্রহ করে সমস্যা লিখে গ্রুপে পোস্ট করুন, আমরা চেষ্টা করবো সঠিক সমাধান দেয়ার। পাখিকে না দেখে এসব সমস্যার সমাধান এখানে দেয়া সম্ভব নয়।
      facebook.com/groups/2765026760413255/?ref=share

  • @mdsohelahmmed8063
    @mdsohelahmmed8063 8 місяців тому

    আমার ও সেম সমস্যা

  • @SahidulIslam-zr5hh
    @SahidulIslam-zr5hh Рік тому

    ভাইয়া আমি এক জুরা পাখি আনছি একটা ডিম সোহ তার পর বাসাই আনার পর আরো দুটি ডিম দিছে বাট মেয়ে পাখিটা ডিমে বেলি তা দেই না আর ওরা আজ 4দিন ওরা মিটিং করে না বা বেডিং ও করে না

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      ডিম দেয়া অবস্থায় পাখি কেনা উচিত না। জায়গা পরিবর্তন হলে ওরা ডিমে তা দিতে চায়না। এক্ষেত্রে একেবারেই না বসলে। ডিম ফেলে দিয়ে, হাঁড়ি খুলে রাখবেন। ১ মাস রেস্ট দিয়ে আবার হাঁড়ি দিবেন।

  • @MdSojib-fp7td
    @MdSojib-fp7td 9 місяців тому

    ভাই আমার মেয়ে পাখি টা মিটিংয়ে যেতে চায়। কিন্তু ছেলে পাখি টা সরে জায়
    এক পাখি অপর পাখি কে খাবার খাওয়াই
    চুলকিয়ে দেই। কিন্তু মিটিং করছে না
    youtube থেকে পাখির মিটিং সাউন্ড সোনালে মেয়ে পাখিটি উতেজিত হয়ে জায় মিটিং করতে চায় কিন্তু ছেলে পাখিটি বার বার সরে জায়

    • @Budgieology
      @Budgieology  9 місяців тому

      জোড়া বদলে দিন

  • @AL-nx9dw
    @AL-nx9dw 3 роки тому

    আমি পাখির হাড়িটা একটু রঙ করে দিয়েছি এতে কি কোন সমস্যা হবে.?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      আশা করছি হবেনা।

  • @insanesrabon308
    @insanesrabon308 2 роки тому

    ভাই আমার মেয়ে পাখিটা ডিমে তা দিচ্ছে কিন্তু ছেলে পাখিটা মেট করতে চাচ্ছে....এখন কী করতে পারি?

    • @Budgieology
      @Budgieology  2 роки тому

      মারামারি না করলে সমস্যা নেই

    • @insanesrabon308
      @insanesrabon308 2 роки тому +1

      @@Budgieology female pakhi ta male tar sathe majhe majhe maramari kore😕

  • @akhiakhi7231
    @akhiakhi7231 Рік тому

    ভাইয়া মেয়ে পাখি টা সব সময় পাখ ভুলিয়ে থাকে কেন

    • @Budgieology
      @Budgieology  Рік тому

      পাখিকে না দেখে কোন পরামর্শ দেয়া সম্ভব নয়।

  • @shamimarahman6937
    @shamimarahman6937 2 роки тому

    পাখি ১ বার ডিম দিয়ে বাচ্চা দিছে। এখন আর ডিম দিচ্ছে না সলিউশন কি?

    • @Budgieology
      @Budgieology  2 роки тому

      আলাদা রেখে কিছুদিন আবার জোড়া দিন

  • @khadizaansary2601
    @khadizaansary2601 2 роки тому

    Amar pakhi o mating kore na

  • @mansur12340
    @mansur12340 3 роки тому

    ভাই আমার পাখি একটা ডিম পারছে সেই টা আবার নষ্ট করে দিয়েছে আজ ষাত আট দিন হবে এখন কি আবার ডিম দিবে তবে পাখি মেটিং করে খাচায় ও বসে

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      ভাইয়া এসব বিষয়ে পাখি আর সেটাপ না দেখে কমেন্টে উত্তর দেয়া যায় না। অনুগ্রহ করে গ্রুপে পোস্ট করুন।
      facebook.com/groups/2765026760413255/?ref=share

  • @shoponahmed7490
    @shoponahmed7490 3 роки тому

    ভাই সবচেয়ে ছোট বাচ্চাটার ৮ দিন, এখনো পালক হয়নি, কিন্তু চোখ ফুটেছে, পালক হওয়ার জন্য কি করতে পারি জানাবেন ?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      অপেক্ষা করুন ভাইয়া, পাখির পালক গজাতে সময় লাগে। ১ মাসের ভেতরেও যদি পালক না আসে তখন ব্যবস্থা নিবেন। কিছু পাখির পালক আসতে সময় লাগে।

    • @shoponahmed7490
      @shoponahmed7490 3 роки тому

      @@Budgieology Thank you so much.

    • @shoponahmed7490
      @shoponahmed7490 3 роки тому

      কোনো , ভিটামিন দেওয়া লাগবে ?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      ছানা ফোটার পর কি কি করা লাগবে তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে ভাইয়া। কাইন্ডলি সেটা দেখে নিবেন।

    • @shoponahmed7490
      @shoponahmed7490 3 роки тому

      @@Budgieology হা দেখেছি , ছোট বাচ্চাটার পালক বের হতে শুরু করেছে, ভাই এখন কি ভাত দেওয়া যাবে, ডিম খেতে চায় না। কি করব?

  • @mohiuddin2742
    @mohiuddin2742 2 роки тому

    একবার বাচ্চা দেওয়ার পর আর ডিম দেয়না

    • @Budgieology
      @Budgieology  2 роки тому

      মুডে নেই সেজন্যেই৷

  • @mahabubaislambristy3188
    @mahabubaislambristy3188 3 роки тому

    ভাইয়া আমার পাখির বয়স এক বছর এর বেশি হয়ে গেছে কিন্ত ডিম দেয় না কেন?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому

      পাখি পরিবেশ পাচ্ছে না, তাই ডিম দেয়ার আগ্রহ প্রকাশ করছেনা।

    • @mahabubaislambristy3188
      @mahabubaislambristy3188 3 роки тому

      @@Budgieology ভাইয়া আমি আরো এক জোড়ো কিনেছি।নতুন মেয়ে পাখিটা হাঁড়িতে ঢুকছে,কিন্ত কখনো মিটিং করেছে কিনা আমার সন্দেহ আছে।এটা কি ডিম পাড়ার লক্ষণ?

    • @Budgieology
      @Budgieology  3 роки тому +1

      হাঁড়িতে ঢুকছে যখন আশা করছি সে আগ্রহী। ডিম পাড়ার লক্ষণের ভিডিওটি দেখে নিন, নিশ্চিত হওয়ার জন্য। ধন্যবাদ।

    • @mahabubaislambristy3188
      @mahabubaislambristy3188 3 роки тому

      @@Budgieology অনেক ধন্যবাদ।

  • @ayat6047
    @ayat6047 3 роки тому

    🥰

  • @parvezislam8166
    @parvezislam8166 Рік тому +1

    Tnx vie..