এসির ইনডোর এবং আউটডোর পরিষ্কার করা how to clean AC indoor & outdoor

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 18

  • @মোহাম্মাদআলী-ঞ৫ট

    ভাই আউট ডর পরিষ্কার করার সময় গুরা সাবান ব্যবহার করা য়াবে কিনা

    • @kuelectric
      @kuelectric  7 місяців тому +1

      যাবে যদি পাম্প ব্যবহার করেন তাহলে সাবান ভালোভাবে পানির সাথে মিশিয়ে ব্যবহার করবেন যাতে গুরা পাম্পের গানে বেঁধে না যায়।

    • @drama_King420
      @drama_King420 5 місяців тому

      Ha kono samarsha nei

  • @RedmiNote-cf8jf
    @RedmiNote-cf8jf Місяць тому

    Balti kor outdoor unit ar bluefin aR upor majha majha majha jol diy dhula kono shomossa hiba na too,, ami kintu cover open kori na dada

    • @kuelectric
      @kuelectric  Місяць тому +1

      আউটডোর ইউনিটের ক্যাপাসিটর এবং কেবল কানেক্টর না ভিজিয়ে আপনি মগ দিয়ে এবং ব্রাশ ব্যবহার করে কন্ডেসর পরিষ্কার করতে পারেন।

  • @mdsajjadurrahman3358
    @mdsajjadurrahman3358 21 день тому

    ধন্যবাদ

    • @kuelectric
      @kuelectric  21 день тому

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

  • @ShreyoseeSaha
    @ShreyoseeSaha 6 місяців тому

    আমার এসি পরিষ্কার করার সময় যে কাজটা করছিল সে পাওয়ার সকেট অফ না করে পুরো ক্লিনিং কাজ টা করে এবং পরে যখন সে এসি সেট করে তখন হঠাৎ করে এসি অন হয়ে যায়। এতে কি কোন প্রব্লেম হতে পারে এসির সেন্সর/থার্মোস্টেট এ?

    • @kuelectric
      @kuelectric  6 місяців тому +1

      ধন্যবাদ আমরা যখন একসাথে অনেকগুলো এসি z পাম্প ব্যবহার করে পানির প্রেসার দিয়ে এসির চেম্বারগুলো পরিষ্কার করি তখন পানি ভুলবশত এসির ইনডোর সার্কিট এর ভিতরে চলে যেতে পারে এবং যাওয়াটাই স্বাভাবিক। এ অবস্থায় যদি এসি চালু থাকে বা পাওয়ার সংযোগ থাকে তাহলে সার্কিট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে পাওয়ার অফ করে নেওয়া উচিত সেটটির দিকটা আগে মাথায় রেখে পাওয়ার অফ করে যদি ইনডোর ইউনিটের মিডিল প্যানেল খুলতে হয় তাহলে সার্কিট পলিথিন দিয়ে ঢেকে ইনডোর চেম্বারের ভিতরে পানি স্প্রে করতে হয়। চেম্বারের ময়লা সম্পূর্ণরূপে পরিষ্কার করার পরে সার্কিটের দিকে খেয়াল করতে হয় কোন প্রকার পানি লেগে আছে কিনা যদি থাকে পানি মুছে পরিষ্কার করে দিতে হয় এরপর প্যানেল গুলো ফিটিং করে কিছুক্ষণ পর পাওয়ার অন করলে ভাল হয়। এত সাবধানতা শর্তেও অনেকগুলো এসি একবারে পরিষ্কার করার সময়তে সার্কিটে পানি লেগে যাওয়ার রেকর্ড রয়েছে তাই পাওয়ার সাপ্লাই অফ করে কাজ করাই ভালো। আরেকটি কারণ রয়েছে এসি বডি হয়ে গেলে কাজ করার সময় বৈদ্যুতিক শক লাগে এটা রেয়ার কেস কিন্তু এভাবে নয়তলার উপরে আউটডোরে কাজ করার সময় পাওয়ার সাপ্লাই অন করে দেয় এসি বডি থাকার ফলে ওই হেলপারকে বৈদ্যুতিক শক করে এবং সে নয় তালার উপর থেকে নিচে পড়ে যায় খুলনা মেডিকেলে নেওয়ার পরপর ছেলেটা মারা যায়। বিচ্ছিন্ন ঘটনা কিন্তু পাওয়ার সাপ্লাই অফ করে যদি কাজ করতো তাহলে ছেলেটা বেঁচে থাকা সম্ভব ছিল।

  • @CHANNELSR
    @CHANNELSR 6 місяців тому

    ভাই আপনাদের কাজ ভাল লাগলো, আপনাদের ঠিকানা ফোন নং দিন জরুরী কিছু কথা ছিল।

    • @kuelectric
      @kuelectric  6 місяців тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আমি খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01764858484

  • @3mdonik805
    @3mdonik805 5 місяців тому

    ভাই মোটরে পানি গেলে কি কোন সমস্যা হবে জানাবেন প্লিজ

    • @kuelectric
      @kuelectric  5 місяців тому

      কন্টোলিং সার্কিটে পানি পড়লে বা ভিজে গেলে এসি চালু করলে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

  • @jatishchandramallick8577
    @jatishchandramallick8577 6 місяців тому

    কত টাকায়?

    • @kuelectric
      @kuelectric  6 місяців тому

      খুলনা এলাকা হলে আমি ব্যবস্থা করে দিতে পারব। খরচ পরে আলোচনা করা যাবে।

    • @ostitto8071
      @ostitto8071 5 місяців тому

      তারপরও একটা আইডিয়া দেন​@@kuelectric

    • @kuelectric
      @kuelectric  5 місяців тому

      @@ostitto8071 আপনার এসি কত তলায় রয়েছে যদি আউটডোর ঝুলে কাজ করতে হয় তাহলে একটু খরচ বেশি নেবে। সাধারণত পনেরশো টাকা থেকে দুই হাজার টাকার ভিতরে ইনডোর এবং আউটডোর মেশিন দিয়ে সার্ভিস করা হয় এছাড়া অন্যান্য সমস্যা থাকলে যেমন গ্যাস চার্জ কুলিং পাইপ লিক ঠিক করা এগুলোর জন্য আলাদা মজুরি নিয়ে থাকে। লীক ঠিক করার ক্ষেত্রে গ্যাস এবং ব্লিজিং রড প্রয়োজন হয় আর যদি লিক না থাকে তাহলে শুধু গ্যাসের দাম দিলেই হয় এবং সাথে যেটা মজুরি নিবে। যারা প্রফেশনাল তাদের একটা রেট রয়েছে এলাকা ভেদে কমবেশি হয় আরকি। পুরাতন একটা এসি ফিটিং করতে ১৫শ টাকা চার্জ নেওয়া হয়। এক টন এসি গ্যাস করতে ২৫০০ টাকা নেওয়া হয়। এটা আমাদের এখানের রেট এবার আপনি যা দিয়ে পারেন এবং তারা যা দিয়ে পারেন।