গত ২/৩ দিনে আপনাদের ভিডিও দেখে দেশী মুরগীর রোস্ট, ফ্রাইড রাইচ, থাই ভেজিটেবল, ফ্রাইড চিকেন শিখে আজ সকালে সব রান্না করেছি। আলহামদুলিল্লাহ খাওয়ার পর সব খুব মজা বলেছে বাসার সবাই সহ আমার মেয়ের বান্ধবী। অনেক ধন্যবাদ আপনাদের ২ জনকেই। জাযাকাল্লাহ খাইরান।
বিলাত বিলাসের রান্নার রেসিপি দেখে প্রথম দিনেই ভালো লেগেছে। রান্নার প্রতিটি কাজেই extra care এবং taste এর বিভিন্ন দিক তুলে ধরেন যা হৃদয় গ্রাহী।Both of you are perfect for presentation.আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।বাল্যকাল বগুড়ার আশেপাশে কেটেছে বাবার চাকরির সুবাদে।তাই আপনাদের রান্নার ভক্ত হয়ে গেছি।বিশেষ করে শফিক সাহেব আপনার প্রায় রান্নাতে দেশের কথা মায়ের কথা মনে করেন এটা ক ত ব ড় আর ভালো লাগার ব্যাপার! আর আপনি যে বাগান থেকে মরিচ ধনেপাতা তুলে কাজে লাগান এইটা যে কত ভালো লাগে ! খুব খুব ভালো থাকেন আপনারা।অনেক দোয়া রইলো।
ভাবি (যেহেতু আমি বগুড়ার মেয়ে তাই ভাবিই বললাম) আপনাদের সব গুলো ভিডিও দেখি ইচ্ছে করে কোন কমেন্ট করিনা কারণ আমার আপনাদের দুজনের রিলেশনটা এত ভালো লাগে। মনে হয় কত টুকুই বা কমেন্ট লিখবো আপনাদের ভালবাসার কথা একসাথে মিলেমিশে কাজ না কি বগুড়ার মজার মজার খাবারে কথা সব কিছু মিলিয়ে অসাধারণ। আপনাদের জন্য শুভকামনা শুভেচ্ছা
ওহ 😋😋 জিভে জল আনা। পোড়া আলুর ভর্তা, দাদার ভর্তা মাখার কায়দা দেখে খিদে চাগাড় দিয়েছে, যদি একসাথে এমন তৃপ্তি হোটেলের খানা খেতে পারতাম 🤔😋 আহা, কি ভালো যে লাগলো, অনেক ধন্যবাদ, বাংলাদেশের গল্প দাদার কাছে শুনতে দারুন লাগে, আমি কলকাতায় থাকি 🙏
মাশা আল্লাহ্ ব্রিলিয়েন্ট বুধ্বি। চুলায় রান্নার পরে ছাইয়ের ভিতরে আলু পুরিয়ে খেয়েছি কিন্তু এমন টেকনিক এই প্রথম দেখলাম। আমার শাশুরি বলে যতো মাথা ততো বুধ্বি আজকে সেই কথাটা আবারো মনে পরল।😋😜🤪👌👌👌💗💝💖 আমি বগুরার মানুষের সাথে প্রতিবেশি ছিলাম বলে অনেক কছুই খেয়েছি রান্না ও শিখেছি রশুন দিয়ে আলু ভর্তা কিন্তু আমাদের অন্চলে করে না । গুরা মছের চচ্চড়ি বগুড়ার লাল আলুর ঘাটি আরো অনেক কিছুই শিখেছি বারে।
খুবই ভালো লাগল সব কিছুই। আমি পানি কম দিয়ে কিছুটা লবন দিয়ে সিধদ করে হাঁড়িতেই কিছুটা পোড়া পোড়া করে নামাই। তারপর ভর্তা বানাই। খুবই সুন্দর ঘ্রাণ হয়, সেই সাথে মজা ও। আপনার মায়ের মতো আমিও শুধু পিঠা ভাজতে সয়াবিন তেল আর সব রান্নায় সরিষার তেল ব্যবহার করি।
" আজ কিছু রান্না করিনি, শুধু আলু ভাতে আর ভাত "। এই রকম আলু ভাতে মাখা হলে তা মাংস ভাত কেও হার মানায়। অপূর্ব দাদা রান্নার প্রতি আপনাদের এই ভালবাসা। ভালো থাকবেন।
কিছু দিন আগে আপনাদের একটি ভিডিও তে একটা রেসিপি দেখে আপনাদের ফেন হয়ে গেলাম।আপনাদের রান্না করা পুরাটাই আট । আমি নিজেও দিরে গুছিয়ে স্টেপ বাই স্টেপ রান্না করতে ভালো বাসি।আমার এক জা সব সময় বলে আমার রান্না করা দেখেতে তার খুব ভালো লাগে।
এরকমই হয়। একই দেশের মানুষদের কৃষ্টি -সংস্কৃতি এভাবে মিলে যায়। তবে আজকের ভিডিও একেবারে প্রাণের, বোধ করি অনেকের সঙ্গেই তার সিংহভাগ মিলে যাবে। কী যে ভাল লাগল! ফেলে আসা স্মৃতি মনে পড়লো, ভর্তা বিষয়ে বাবার বাড়ির কত কথা! শফিক ভাই আলুভর্তা করতে যেয়ে যেসব বিষয়ে ছোট ছোট টিপস্ দিলেন তার সবই সেখানে চলত। ভর্তা সুন্দর না হলে খোঁজ পড়ত, 'কে করেছে ভর্তা?' শফিক ভাবি! সব মেয়েরই প্রথম মা হওয়ার গল্প থাকে। সে তো প্রায় মহাকাব্য। তবে এটুকু বলা যায় যে, শুধু বেগুন ভর্তা দিয়ে খেয়ে বাঁচার চেষ্টা চালিয়েছি, হাঃ হাঃ। কত মিল, তাই না? আপাতত শেষ কথা হলো - ভর্তা দুটো অসাধারণ এবং আমারও খুব প্রিয়। বেঁচে থাকুক, টিকে থাকুক বাঙালির প্রিয় হরেক পদের ভর্তা! হাজারও বিদেশি, স্বদেশী নতুন নতুন খাবারের ভীড়েও ওরা যেন আত্মমহিমা নিয়ে বেঁচে থাকে। জয়তু বাঙালি, জয়তু প্রিয় ভর্তা সকল!
সত্যি বলেছেন মধুর এক সময়ের কথা আপু, প্রতিটা মেয়ের জীবনের স্পেশাল একটা সময় 💗আল্লাহপাক আমাদের ছেলেমেয়েদের সুস্থ রাখুন, দোয়া রইলো আপু আমাদের জন্যও দোয়া করবেন
Dear Shafique Bhai & Bhabi, thank you so very much for taking me back to my childhood through your channel. It's so fascinating to watch how you turned a simple aloor bhorta into a famous Bogra's delicacy... In fact, my Nani would do the bhorta the same way you did & just reminding me how she was so particular about cutting the onion for the bhorta or her other recipes. ভালো থাকবেন আপনারা।🌹
আপু অসাধারণ রেসিপি ধন্যবাদ আপনাকে আর ভাইয়াকে। প্লিজ আপু এরকম আরো প্রেগনেন্সি রেসিপি চাই। কারণ আমিও প্রেগন্যান্ট আমি কিছু মুখে দিতে পারতেছিনা চেষ্টা অনেক করি খাবার জন্য।আজকে রাত্রে অবশ্যই এই পুরা আলুর রেসিপি টা করবো। ❤️🥰🥰😋
আস্সালামু আলাইকুম আপু এসময় ভর্তা ধরনের খাবার মুখে খুব মজা লাগে। আপনার আর বাবুর জন্য অনেক দোয়া আর আর একগুচ্ছ ভালবাসা। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
আমার হাসব্যেন্ড এক গ্লাস পানি ঢালতে গেলে আর এক গ্লাস ফেলে দেয়।এতে কাজ আরো বেড়ে যায়।ভাইয়ার মতো ছেলেদের কাজ করা দেখলে ভীষন ভালো লাগে আর বিশ্বাস ই হতে চাই না যে ছেলেরা এত সুন্দর করে কাজ করতে পারে।(Farihas mom)
আমি ও বগুড়ার মেয়ে। আপনাদের রান্নার সঙ্গে অনেক বেশি মিল আছে।আমার হাতের ভর্তা সবাই পছন্দ করে। আপু মিষ্টি কুমড়ার ভর্তায় চিমটি চিনি মিশিয়ে নিলে আর বেশি মাজার হয় ট্রাই করে দেখতে পাবেন।
আন্টি আলু ভর্তাটার কথা তো বাদ ই দিলাম... পিঁয়াজ ভর্তা টা দেখেই আমার যে এতো ভালো লাগলো 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝 অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো(( আমিন)) আরো নতুন নতুন রেসিপি দেখতে চাই ইনশাআল্লাহ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আপা, ভাইয়ার রেসিপি আমি দেখি।খুব ভালো লাগে।পোড়া আলু সরিষার দিয়ে ভর্তা আমার খুব প্রিয়। ছোট বেলায় ক্ষেত থেকে আলু উঠিয়ে পুড়িয়ে খেয়েছি। অনেক অনন্দ লাগতো।আগামীতে আরও ভর্তার রেসিপি চাই।
রান্নার খুটিনাটি ব্যপার গুল এত সুন্দর করে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ,আমার মত নতুন গিন্নি দের জন্য অনেক হেল্পফুল,আলু ভর্তা আগেও অনেক করেসি, কিন্তু ভাইয়ার tips গুলো অনুসরন করে কাল আলু ভর্তা করেসি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েসে, husband এর প্রশংসা পেয়েছি, দুয়া করি অনেক এগিয়ে যান।❤️❤️
আপনার আলু ভর্তা তৈরী করতে দেখে মুখে জল এসে গেল ভাই ৷আমরা মা ও একটু আলাদা আলু ভর্তা বানাতেন , কাঁচা লঙ্কা আর পোস্ট বাটা দিয়ে ৷কি যে তার স্বাদ ছিলো লিখে বোঝাতে পারব না৷ নিজে করি কিন্তু মায়ের হাতের মত মনে হয় হয়ন ৷যাক ,ভাল থাকবেন সবাই ৷ ইন্ডিয়া....কোলকাতা
আসসালামু আলাইকুম ভাই ও আপু আপনারা দুই জন মিলে ভিডিও শেয়ার করেন খুবই ভাল লাগে !যাই হোক নতুন আলুপুড়া শিখলাম ভর্তা দেখতে অনেক মজাদার মনে হচ্ছে ধন্যবাদ শেয়ার করার জন্য!😋😋😋👌
apu&vaiya osadharon laglo tomader pora alur vorta recipe.apu tumi janona pora alu,pora begun,pora kocu r taki mach pora vorta amr oneeek pochonder recipe.tai tomader most welcome amazing reciper jonno.Tirno babar dat ki edure nia gece???
Ajker ei oshadharon alu vortar recipe dekhe mukhe pani chole ashche 😋 definitely gonna make it tomorrow In sha Allah. All your recipes are unique MashAllah. Can't wait to watch the next recipe 🤗❤
Ma sha Allah, kokhono khai ni, tobe aebar try korbo in sha Allah, apnader alu bhaji ta kore chilam, asolei khub moja chilo, ekhon theke ae vabei alu bhaji kori
আমি একবার এক আপুকে তার প্রেগন্যান্সির সময় মরিচের আচার বানিয়ে পাঠিয়েছিলাম পরের দিন দেখি ভাইয়া অনেক গিফট নিয়ে আমার বাসায় হাজির,কারণ জানতে চাইলে তিনি বললেন আপু নাকি তিন মাস পরে সব সবজি বা মাছ দিয়ে পেট ভরে ভাত খেয়েছে আচারের কারনে।ভর্তা অসাধারণ, আমার বড়ছেলে মায়ের আলু ভর্তা ছাড়া খায়না।আসলে ভর্তা বানানোর ও আর্ট আছে
আজ অফিস থেকে আসার পথেই মনস্থির করেছি আলু ভর্তা করব কাল, এসেই বাসায় বলাতে আমার শ্বাশুরী সাথে সাথে আলু সিধদ বসিয়ে দিয়েছেন। আর পরে আপনাদের ভিডিও টা আসাতে দেখলাম, কাল ইন শা আল্লাহ এভাবে বানাব।
এবারো দেরি হয়ে গেলো দেখতে, আমি ফ্রী হয়ে মনোযোগ দিয়ে দেখি একদম দরজা বন্ধ করে যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে, আপনাদের আমার খুব ভালো লাগে, আপনাদের এখন আমার স্বজন মনে হয়, আর প্রতিটি ভিডিওতে আমি অনেক কিছু শিখি,আপনার কথাগুলোও ভালো লাগে আপু কিন্তু বেশি ভালো লাগে ভাইয়ার কথাগুলো।।।। ভালো থাকুন সবসময় ❤️❤️❤️❤️❤️❤️
মাশা আল্লাহ.... ভাইয়ার সব কাজই কত নিপুণ আর শৈল্পিক,ভিডিও দেখে মনে হয় কোন শিল্পী রং তুলি দিয়ে ক্যানভাসে তার শিল্পকর্ম ফুটিয়ে তুলছে।
আস্সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপু , অনেক ধন্যবাদ। সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার 😍😍😍😍😍 আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্যও একটু দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
@@BelethBilash ওয়ালাইকুম সালাম, আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারাও অনেক ভালো থাকেন।
আজকের রেসিপি + গল্প দুটাই জমে গেছে ।
আল্লাহ প্রতিটি মেয়েকে মা হওয়ার তৌফিক দান করুন আমিন। ❤️❤️
আলহামদুলিল্লাহ আপু , আপনাকে অনেক ধন্যবাদ আর মন থেকে সকল মায়েদের জন্য দোয়া আর ভালবাসা । সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার 😍😍😍😍😍
Ameen !
আমিন
আলু ভর্তাও যে এতো সুন্দর হয়, এটা আগে বুঝিনি!
Same ingredients ই তো আমরা সবাই ব্যবহার করি, পার্থক্য শুধু যত্ন আর অসাধারন tenchnique এ!
আপনাদের রান্নার ভিডিও না দেখলে কখনো জানতে পারতাম না যে কোনো সাধারণ রেসিপিকে কেমন করে অসাধারণ আর লোভনীয় করে তোলা যায়।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কথাগুলোর জন্য 💜😍
মাশাল্লাহ আপনাদের দেখেই মন ভরে যায় এত সুন্দর আপনাদের বন্ডিং। একজন আরেকজনের প্রতি কত ভালোবাসা, কত শ্রদ্ধা, কত সন্মান। মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সারাজীবন এইভাবেই রাখুক। আমীন
Simple but amazing taste.chhotobelar Smriti mone porlo.thank you.family ke chomke debo.Thanks
আমি কলকাতা থাকি, আপনাদের উপস্থাপনা ও রেসিপি খুব ভাল লাগে। ধন্যবাদ আপনাদের
গত ২/৩ দিনে আপনাদের ভিডিও দেখে দেশী মুরগীর রোস্ট, ফ্রাইড রাইচ, থাই ভেজিটেবল, ফ্রাইড চিকেন শিখে আজ সকালে সব রান্না করেছি। আলহামদুলিল্লাহ খাওয়ার পর সব খুব মজা বলেছে বাসার সবাই সহ আমার মেয়ের বান্ধবী। অনেক ধন্যবাদ আপনাদের ২ জনকেই। জাযাকাল্লাহ খাইরান।
আলহামদিলিল্লাহ, ভালো লাগলো শুনে অনেক💙💕
বিলাত বিলাসের রান্নার রেসিপি দেখে প্রথম দিনেই ভালো লেগেছে। রান্নার প্রতিটি কাজেই extra care এবং taste এর বিভিন্ন দিক তুলে ধরেন যা হৃদয় গ্রাহী।Both of you are perfect for presentation.আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।বাল্যকাল বগুড়ার আশেপাশে কেটেছে বাবার চাকরির সুবাদে।তাই আপনাদের রান্নার ভক্ত হয়ে গেছি।বিশেষ করে শফিক সাহেব আপনার প্রায় রান্নাতে দেশের কথা মায়ের কথা মনে করেন এটা ক ত ব ড় আর ভালো লাগার ব্যাপার! আর আপনি যে বাগান থেকে মরিচ ধনেপাতা তুলে কাজে লাগান এইটা যে কত ভালো লাগে ! খুব খুব ভালো থাকেন আপনারা।অনেক দোয়া রইলো।
Assalamualikum, অসংখ্য ধন্যবাদ আপনাকে 💝আপনার কথাগুলো মনছুয়ে গেলো..শেকড়ের টান তো সবসময় অনুভূত হয় 💜please keep us in your prayers 🤲
ভর্তা বানানোটা অনেক এনজয় করলাম, আপনাদের সব কিছুর মধ্যে আর্ট আছে, মাশাআল্লাহ
ভাবি (যেহেতু আমি বগুড়ার মেয়ে তাই ভাবিই বললাম) আপনাদের সব গুলো ভিডিও দেখি ইচ্ছে করে কোন কমেন্ট করিনা কারণ আমার আপনাদের দুজনের রিলেশনটা এত ভালো লাগে। মনে হয় কত টুকুই বা কমেন্ট লিখবো আপনাদের ভালবাসার কথা একসাথে মিলেমিশে কাজ না কি বগুড়ার মজার মজার খাবারে কথা সব কিছু মিলিয়ে অসাধারণ। আপনাদের জন্য শুভকামনা শুভেচ্ছা
ওহ 😋😋 জিভে জল আনা। পোড়া আলুর ভর্তা, দাদার ভর্তা মাখার কায়দা দেখে খিদে চাগাড় দিয়েছে, যদি একসাথে এমন তৃপ্তি হোটেলের খানা খেতে পারতাম 🤔😋 আহা, কি ভালো যে লাগলো, অনেক ধন্যবাদ, বাংলাদেশের গল্প দাদার কাছে শুনতে দারুন লাগে, আমি কলকাতায় থাকি 🙏
SubhanAllaah, She is so sweet and cute,and he is so kind, MaShaaAllaah
Onek upokari video. Apnader video teke notun onek kichu sekha jay. Thanks vaiya apu apnader.
Bhortao ato tasty ...so beautiful presentation ...Apnader video gulo oshaharon ....❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে
মাশা আল্লাহ্ ব্রিলিয়েন্ট বুধ্বি। চুলায় রান্নার পরে ছাইয়ের ভিতরে আলু পুরিয়ে খেয়েছি কিন্তু এমন টেকনিক এই প্রথম দেখলাম। আমার শাশুরি বলে যতো মাথা ততো বুধ্বি আজকে সেই কথাটা আবারো মনে পরল।😋😜🤪👌👌👌💗💝💖 আমি বগুরার মানুষের সাথে প্রতিবেশি ছিলাম বলে অনেক কছুই খেয়েছি রান্না ও শিখেছি রশুন দিয়ে আলু ভর্তা কিন্তু আমাদের অন্চলে করে না । গুরা মছের চচ্চড়ি বগুড়ার লাল আলুর ঘাটি আরো অনেক কিছুই শিখেছি বারে।
Masha Allah, আপনার সুন্দর কথাগুলোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ💜💕
খুবই ভালো লাগল সব কিছুই। আমি পানি কম দিয়ে কিছুটা লবন দিয়ে সিধদ করে হাঁড়িতেই কিছুটা পোড়া পোড়া করে নামাই। তারপর ভর্তা বানাই। খুবই সুন্দর ঘ্রাণ হয়, সেই সাথে মজা ও। আপনার মায়ের মতো আমিও শুধু পিঠা ভাজতে সয়াবিন তেল আর সব রান্নায় সরিষার তেল ব্যবহার করি।
মাশা আল্লাহ ভালো লাগলো আপু
" আজ কিছু রান্না করিনি, শুধু আলু ভাতে আর ভাত "। এই রকম আলু ভাতে মাখা হলে তা মাংস ভাত কেও হার মানায়। অপূর্ব দাদা রান্নার প্রতি আপনাদের এই ভালবাসা। ভালো থাকবেন।
অনেক ভালো নাগলো আপনার কথাগুলো 💖❤️💝
প্রথম বারের মত দেখছি। সাধারণ জিনিসগুলোকে অসাধারণ করে তুলে ধরেছেন পাশাপাশি গল্প করা ,খুবই ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ💙❤️ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে
@@BelethBilash 💖💚
Apnader presentation eto sundor j khaoar ichcha ta o bere galo.
Apnader dekhi ar mugdho hoe jai. Osomvob ruchishil 2 Jon manush. Onek valobasa apnader jonno.
Masa Allah vorta recipe gulo khuby nice and yeamy dekte hoyeche.so nice blogs.
Thanks dear apu 💗💕
Hats off! Kii sundor kore kotha bolen apnara. Bhaiyar oy kothati moja laglo.. apnar uttore bollen “aytar moddhei boshe jabo..”! 😊 Valo thakte hole beshi kichur proyojon nei ashole.. shudhu dorkar maya..!! Thanks
আসসালামু আলাইকুম
ভাইয়ার কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম।❤️
কিছু দিন আগে আপনাদের একটি ভিডিও তে একটা রেসিপি দেখে আপনাদের ফেন হয়ে গেলাম।আপনাদের রান্না করা পুরাটাই আট । আমি নিজেও দিরে গুছিয়ে স্টেপ বাই স্টেপ রান্না করতে ভালো বাসি।আমার এক জা সব সময় বলে আমার রান্না করা দেখেতে তার খুব ভালো লাগে।
এরকমই হয়। একই দেশের মানুষদের কৃষ্টি -সংস্কৃতি এভাবে মিলে যায়। তবে আজকের ভিডিও একেবারে প্রাণের, বোধ করি অনেকের সঙ্গেই তার সিংহভাগ মিলে যাবে। কী যে ভাল লাগল! ফেলে আসা স্মৃতি মনে পড়লো, ভর্তা বিষয়ে বাবার বাড়ির কত কথা! শফিক ভাই আলুভর্তা করতে যেয়ে যেসব বিষয়ে ছোট ছোট টিপস্ দিলেন তার সবই সেখানে চলত। ভর্তা সুন্দর না হলে খোঁজ পড়ত, 'কে করেছে ভর্তা?' শফিক ভাবি! সব মেয়েরই প্রথম মা হওয়ার গল্প থাকে। সে তো প্রায় মহাকাব্য। তবে এটুকু বলা যায় যে, শুধু বেগুন ভর্তা দিয়ে খেয়ে বাঁচার চেষ্টা চালিয়েছি, হাঃ হাঃ। কত মিল, তাই না? আপাতত শেষ কথা হলো - ভর্তা দুটো অসাধারণ এবং আমারও খুব প্রিয়। বেঁচে থাকুক, টিকে থাকুক বাঙালির প্রিয় হরেক পদের ভর্তা! হাজারও বিদেশি, স্বদেশী নতুন নতুন খাবারের ভীড়েও ওরা যেন আত্মমহিমা নিয়ে বেঁচে থাকে। জয়তু বাঙালি, জয়তু প্রিয় ভর্তা সকল!
সত্যি বলেছেন মধুর এক সময়ের কথা আপু, প্রতিটা মেয়ের জীবনের স্পেশাল একটা সময় 💗আল্লাহপাক আমাদের ছেলেমেয়েদের সুস্থ রাখুন, দোয়া রইলো আপু আমাদের জন্যও দোয়া করবেন
Dear Shafique Bhai & Bhabi, thank you so very much for taking me back to my childhood through your channel. It's so fascinating to watch how you turned a simple aloor bhorta into a famous Bogra's delicacy... In fact, my Nani would do the bhorta the same way you did & just reminding me how she was so particular about cutting the onion for the bhorta or her other recipes.
ভালো থাকবেন আপনারা।🌹
আপনাদের ভিডিও দেখে কিছু না কিছু প্রতিনিয়ত শিখতে পারি। অনেক ভালোবাসা আপনাদের জন্য 🌸🌼
অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন 💕
Bhaiyer ranna korar dhoron oshadharon ....
Tomader motamuti shob recipe er aitaw ami try korte baddho😂
Tomader onk onk valobasha❤️❤️
আপু অসাধারণ রেসিপি ধন্যবাদ আপনাকে আর ভাইয়াকে। প্লিজ আপু এরকম আরো প্রেগনেন্সি রেসিপি চাই। কারণ আমিও প্রেগন্যান্ট আমি কিছু মুখে দিতে পারতেছিনা চেষ্টা অনেক করি খাবার জন্য।আজকে রাত্রে অবশ্যই এই পুরা আলুর রেসিপি টা করবো। ❤️🥰🥰😋
আসলেই আপু
আস্সালামু আলাইকুম আপু এসময় ভর্তা ধরনের খাবার মুখে খুব মজা লাগে। আপনার আর বাবুর জন্য অনেক দোয়া আর আর একগুচ্ছ ভালবাসা। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
আমার হাসব্যেন্ড এক গ্লাস পানি ঢালতে গেলে আর এক গ্লাস ফেলে দেয়।এতে কাজ আরো বেড়ে যায়।ভাইয়ার মতো ছেলেদের কাজ করা দেখলে ভীষন ভালো লাগে আর বিশ্বাস ই হতে চাই না যে ছেলেরা এত সুন্দর করে কাজ করতে পারে।(Farihas mom)
ধন্যবাদ আপু, আমার ক্ষেত্রে উল্টে গেছে থিওরি, আমার রান্না শেখা হাজবেন্ডের কাছেই, মজা পেলাম আপনার কমেন্ট পড়ে ভালো থাকবেন আপু, ফারিহার জন্য ভালোবাসা❤️
আমি ও বগুড়ার মেয়ে। আপনাদের রান্নার সঙ্গে অনেক বেশি মিল আছে।আমার হাতের ভর্তা সবাই পছন্দ করে। আপু মিষ্টি কুমড়ার ভর্তায় চিমটি চিনি মিশিয়ে নিলে আর বেশি মাজার হয় ট্রাই করে দেখতে পাবেন।
Alu vorta ato Shundor kore kora jay khub valo laglo 😍👌🤩
আপনাদের এই ভর্তা বানানো দেখে আমার জিভে পানি চলে এসেছে। একটু অন্য রকমভাবে বানানো হলো ভর্তা। খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপনাদের। শুভ কামনা রইল।
আদর্শ হাজবেন্ড ওয়াইফ।মাশাল্লাহ মাশাল্লাহ। ভালো থাকবেন আপু ভাইয়া। দেখে ও শান্তি লাগে।
দোয়া করবেন আমাদের জন্য ❤️
Khub valo lage aponader.allah jeno aponader sob somoy amoni rakhe.
Ameen ধন্যবাদ আপনাকে
আন্টি আলু ভর্তাটার কথা তো বাদ ই দিলাম... পিঁয়াজ ভর্তা টা দেখেই আমার যে এতো ভালো লাগলো 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো(( আমিন)) আরো নতুন নতুন রেসিপি দেখতে চাই ইনশাআল্লাহ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Apu apnar presentation eto sundor....apnar kotha guloo eto omayik!
Thank you so much apu ❤️
আপা, ভাইয়ার রেসিপি আমি দেখি।খুব ভালো লাগে।পোড়া আলু সরিষার দিয়ে ভর্তা আমার খুব প্রিয়। ছোট বেলায় ক্ষেত থেকে আলু উঠিয়ে পুড়িয়ে খেয়েছি। অনেক অনন্দ লাগতো।আগামীতে আরও ভর্তার রেসিপি চাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই 💜💝চেষ্টা করবো ইনশা আল্লাহ
ভিডিওটা পুরা দেখলাম খুব ভালো লেগেছে , ভালো থাকবেন সবসময় ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ আর দোয়া রইলো আপু। 😍😍😍
Ato ato sundor ranna.. Dekhtei valo lage..Ma sha Allah
আলহামদুলিল্লাহ আপু , অনেক ধন্যবাদ। সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার 😍😍😍😍😍
Like diye dekhe nilam.beautiful nice sharing.
অসংখ্য ধন্যবাদ💗
Apnadar video dekla mona hoy ami tv ta recipe programme dekse agea jemon dektam tv programme gulo oi rokom.onk balo laga ❤️
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কথাগুলোর জন্য 💜💕
রান্নার খুটিনাটি ব্যপার গুল এত সুন্দর করে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ,আমার মত নতুন গিন্নি দের জন্য অনেক হেল্পফুল,আলু ভর্তা আগেও অনেক করেসি, কিন্তু ভাইয়ার tips গুলো অনুসরন করে কাল আলু ভর্তা করেসি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েসে, husband এর প্রশংসা পেয়েছি, দুয়া করি অনেক এগিয়ে যান।❤️❤️
অসংখ্য ধন্যবাদ আপু, সত্যিই আমরা আনন্দিত আপনার সুন্দর কমেন্ট পেয়ে, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন 💕
Anti aro 1ti video aplod korar jonno thank you 😊
আস্সালামু আলাইকুম আন্টি আলহামদুলিল্লাহ, ভিডিওটি দেখার জন্য তোমাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ। সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার 😍😍😍😍😍
অনেক বছর পরে এবার পোড়া আলোর ভর্তা খাওয়া যাবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
সবগুলো টিপসেই আমার খুব উপকার হয়, অনেক অনেক ধন্যবাদ আপু আর ভাইয়া দুজনকেই।🥰💖
দারুণ। আমার বাবাও দাদার মতো সুন্দর করে সেদ্ধ খাবার মাখান।দেখেই খেতে ইচ্ছে করে।ভালো থাকবেন।
আপনাদের দেশ বগুড়া। আর আমাদের বগুলা।
Nice video share korar jonnoh thanks 💝💝💝
আপনার আলু ভর্তা তৈরী করতে দেখে মুখে জল এসে গেল ভাই ৷আমরা মা ও একটু আলাদা আলু ভর্তা বানাতেন , কাঁচা লঙ্কা আর পোস্ট বাটা দিয়ে ৷কি যে তার স্বাদ ছিলো লিখে বোঝাতে পারব না৷ নিজে করি কিন্তু মায়ের হাতের মত মনে হয় হয়ন ৷যাক ,ভাল থাকবেন সবাই ৷ ইন্ডিয়া....কোলকাতা
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কথাগুলোর জন্য 💜😍
গুড আইডিয়া,,, আপু এভাবে পুরা আলু ভর্তা করা যায় জানা ছিলো না আজই ট্রাই করবো।ধন্যবাদ আপনাদের দুজনাকে!
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু 😃💝💙
Oposthapon ta chelo osadaron.thanks again Super chief.
Thank you so much dear 💗💕
আসসালামু আলাইকুম ভাই ও আপু আপনারা দুই জন মিলে ভিডিও শেয়ার করেন খুবই ভাল লাগে !যাই হোক নতুন আলুপুড়া শিখলাম ভর্তা দেখতে অনেক মজাদার মনে হচ্ছে ধন্যবাদ শেয়ার করার জন্য!😋😋😋👌
মধুর এক সময়ের গল্প শেয়ার করলাম আপনাদের সাথে.. আমাদের জন্য দোয়া করবেন ❤️💕
Simple recipe but so yummy. Apu apnar sob recipe khub bhalo 😍😍😍.
Thanks dear
Ma Hoya kub koster, very nice video
Wow !! Valo theko 💖💖💯
ধন্যবাদ আপু
apu&vaiya osadharon laglo tomader pora alur vorta recipe.apu tumi janona pora alu,pora begun,pora kocu r taki mach pora vorta amr oneeek pochonder recipe.tai tomader most welcome amazing reciper jonno.Tirno babar dat ki edure nia gece???
Ami bolte gele UA-cam e blog dekhi na but ei first apnader blog gulo dekhlam khub bhalo laglo.
অসংখ্য ধন্যবাদ আপু, সত্যিই আমরা সন্মানিত বোধ করছি, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন 💕
assalamualikum Very nice video thanks.. love u all.....
Walaikum Salam, thank you so much
আহা...শফিক ভাই কি মজা করে ভর্তা বানাচ্ছেন। আপনাদের গার্ডেন এক কথাই অপূর্ব
Alhamdulillah
জাম আলু অনেক মজার। আমার শশুর বাড়িতে প্রথম খেয়েছি। আর পোড়া আলুর ভর্তা আমাদের গ্রামের বাড়িতে খেয়েছি। যখন আলু জমির থেকে প্রথম তুলতো তখন ।
Khub sundar bhaiyaji.beantiful
Thank you so much 😊
Mashallah kub e yummy recipe Apu and vaiea..khuda laygy apnader recipe daykley e 😋😋😋
Thank you so much dear 💝
আহা আপু ভর্তা মাখানো দেখেই আমার তো জিবে পানি আসল। অসাধারণ। মাশাআল্লাহ
Thank you so much dear Apu
আই লাভ আলুভর্তা আর মরিচ ভর্তা 🥰 আপু ক্যাপশনে UK টা 4K হয়ে গেছে 😝
স্মৃতি রোমন্থন🍁 এর সাথে বাঙালির ভর্তা অনেক কারুকাজ মাখানো- তৃপ্তি, ফ্লেভার আর পরিবেশনে দেখেই হলাম মুগ্ধ🌺
আলহামদুলিল্লাহ আপু , অনেক ধন্যবাদ। সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার 😍😍😍😍😍
সব মিলিয়ে খুব সুন্দর লাগলো। রেসিপি টা খুব সুন্দর হয়েছে।
আমাদের জন্য দোয়া করবেন thank you ❤️💕
Ajker ei oshadharon alu vortar recipe dekhe mukhe pani chole ashche 😋 definitely gonna make it tomorrow In sha Allah. All your recipes are unique MashAllah. Can't wait to watch the next recipe 🤗❤
Apnader ranna dekhte amar khub bhalo lage. Khub aponjon mone hoy. Ami India theke bolchi. Bangladesh dekhini. Purbo purush er desh. Apnader channel dekhe mone hoy deshe choley gechi. 🙏
Thanks for watching, আপনার কথাগুলো ভালো লাগলো অনেক 💕😍
মাশাল্লাহ মাশাল্লাহ সুখী দম্পতি💖💖
Alhamdulillah apu please keep us in your prayers ❤️❤️
দুজন সুখী মানুষ !
আলহামদুলিল্লাহ আপু , আপনার জন্য অনেক অনেক দোয়া আর ধন্যবাদ ❤️❤️❤️❤️। সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার 😍😍😍😍😍
Ma sha Allah, kokhono khai ni, tobe aebar try korbo in sha Allah, apnader alu bhaji ta kore chilam, asolei khub moja chilo, ekhon theke ae vabei alu bhaji kori
মাসা আল্লাহ আপু ও ভাইয়া এতো সুন্দর করে রেসিপি দেওয়ার জন্য। আমি ও আলু ভর্তা খেতে খুব পছন্দ করি অবশ্যই ট্যাই করবো ইনশাল্লাহ ।
আসসালামুয়ালাইকুম আপু সবকিছু মিলে খুবই ভালো লাগলো ধন্যবাদ
Thanks apu
খুব ভালো লাগে আপনাদের দুজনের এমন বোঝাপড়া দেখে😍❤️
Safik Vai la jabab.darun
Apu tumra dujona khub valo
Apnader ranna gulo onekdin dhore dekhi kintu comment kori ni aj ranna ta eto valo laglo j kichu na bole r parlam na , shuvechha roilo , from lndia
Onek onek dhonnobad Didi. Apnar jonno shuvokamona r valobasha roilo. Valo thakben 😍😍😍
আসছালামুআলাইকুম আপু আজকের আলু ভর্তা রেসিপি অনেক ভাল লাগল।
Walaikum Salam thanks 😊
ভাই আপু দুজনে মিলে এতো সুন্দর করে রান্না করেন । দেখেই মন খারাপ থাকলে ভালো হয়ে যায় । আপনাদের ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখেছি।
আপনার সুন্দর কথাগুলোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ 💜😍
আপু , আপনার আর ভাইয়ার বন্ডিং টা দেখলে খুব ভাল লাগে।
দারুণ
Assalamualikum apu Bhai nice video thanks for sharing
Walaikum Salam Apu thank you so much
Mishti kumra ta ki panite shiddho kore niyechen?
Apnar vdo manei mon valo kore deoar moto kicho❤️❤️❤️
আমাদের বাসাতেও মাঝেমধ্যে এই পোড়া আলুর ভর্তাটা করা হয়, এটা খেতে আসলেই মজা 😋
আপুরে এর উপর ভর্তা হয়না আলহামদ্মুলিল্লাহ ❤️❤️❤️❤️ 😍😍😍😍😍
@@BelethBilash ❤️❤️❤️❤️
আসসালামু আলায়কুম ভাইয়া আপু মাস আল্লাহ অসাধারণ রেসিপি দেখে খুব ভালো লাগলো দোয়া আর ভালবাসা রইলো
অনেক ভাল লাগলো আপনাদের কে অনেক ধন্যবাদ শেয়ার করারজন্য
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কথাগুলোর জন্য 💜😍
Innovative idea to make tasty "Alur Vorta". Thanks a lot...Best Wishes!
Thank you so much 😊 😍💕
Amra o kintu dal frist....maa o to bogurar chilen....
God bless her 🙏
I'm from Kolkata.. India.
এই জন্যই দাদা! বগুড়ার মানুষ ডাল দিয়ে শুরুতে গলা ভিজায় বলে কথা প্রচলিত আছে ❤️❤️❤️❤️ আপনাদের জন্য শুভকামনা আর ভালবাসা রইল
@@BelethBilash amar maa ar aktu pray korben please 🙏 . Amar maa jano tratari sustho hoya jai....
আমি একবার এক আপুকে তার প্রেগন্যান্সির সময় মরিচের আচার বানিয়ে পাঠিয়েছিলাম পরের দিন দেখি ভাইয়া অনেক গিফট নিয়ে আমার বাসায় হাজির,কারণ জানতে চাইলে তিনি বললেন আপু নাকি তিন মাস পরে সব সবজি বা মাছ দিয়ে পেট ভরে ভাত খেয়েছে আচারের কারনে।ভর্তা অসাধারণ, আমার বড়ছেলে মায়ের আলু ভর্তা ছাড়া খায়না।আসলে ভর্তা বানানোর ও আর্ট আছে
আপু আপনার আলু ভর্তা দেখে আমার জিভে পানি চলে আসছে এটা আমি বাসায় ট্রাই করবো ইনশাআল্লাহ
Insha Allah thanks apu 💜💕
আজ অফিস থেকে আসার পথেই মনস্থির করেছি আলু ভর্তা করব কাল, এসেই বাসায় বলাতে আমার শ্বাশুরী সাথে সাথে আলু সিধদ বসিয়ে দিয়েছেন। আর পরে আপনাদের ভিডিও টা আসাতে দেখলাম, কাল ইন শা আল্লাহ এভাবে বানাব।
তাই.. কেমন করে মিলে গেলো💕, আপু আপনার জন্য অনেক শুভকামনা.. পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো থাকবেন দোয়া রইলো
এবারো দেরি হয়ে গেলো দেখতে, আমি ফ্রী হয়ে মনোযোগ দিয়ে দেখি একদম দরজা বন্ধ করে যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে, আপনাদের আমার খুব ভালো লাগে, আপনাদের এখন আমার স্বজন মনে হয়, আর প্রতিটি ভিডিওতে আমি অনেক কিছু শিখি,আপনার কথাগুলোও ভালো লাগে আপু কিন্তু বেশি ভালো লাগে ভাইয়ার কথাগুলো।।।। ভালো থাকুন সবসময় ❤️❤️❤️❤️❤️❤️
Awww so nice of you, ভালো লাগে আপনার কমেন্টগুলো
ওয়াও দারুণ! খুব যত্ন করে ভর্তা করেছেন দেখে অনেক ভাল লাগলো।💚💚😋😋 আপা ভাইয়া আমি আগে পরে কখনই ডাল খেয়ে গলা ভিজাই নি! 😂😅
হা হা আপা, আপনার আর আংকেলের ডালের গল্পটা মনে পড়ে গেলো.. ধন্যবাদ ❤️💙🥰
MashaAllah very nice
Learning some new things from your every vlog. Thank you so much. I'm your fan from Kushtia.
onek sundor
take care apu
❤️❤️❤️
আমাদের সিলেটেও পাতের প্রথমে ডাল😊 একদম আঙ্কেলের মতো।
ভালোবাসা নিবেন আন্টি ❤️
Apu, apnar home decoration er kono page ba channel nai ?