রাজনীতিতে আগ্রহী সিঁথি, উদ্বিগ্ন তারেক || Latest BNP News

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি এবং তার দুই সন্তান লন্ডনে থাকেন। বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন।
    জানা গেছে, রাজনীতিতে মনোযোগ বাড়ছে সিঁথির। এমন গুঞ্জনে রীতিমত ঝড় উঠেছে বিএনপির মধ্যে। আর তাই বিএনপিতে এখন নতুন করে সিঁথিকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ তারেক জিয়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো না। এমনকি দুজন দুজনকে পছন্দও করেন না।
    দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এবং লন্ডনে পলাতক তারেক জিয়াকে নিয়ে যখন বিএনপির ভেতর বাইরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্ব দেবার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন সময় বেগম খালেদা জিয়ার আগ্রহে সিঁথিকে সামনে আনা হয়েছে। এমনটাই শোনা যাচ্ছে, বিএনপির সিনিয়র নেতাদের মুখে মুখে। যা নিয়ে দলের মধ্যে এরই মধ্যে সিঁথির আলাদা সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে। আর এসব কারণেই তারেকের এখন মাথায় হাত দেয়ার মতো অবস্থা।
    দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিঁথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে গোপন বৈঠক করেছেন। গত দুদিনে তিনি স্থায়ী কমিটির অন্তত পাঁচ জন সদস্যের সাথে কথা বলেছেন। স্থায়ী কমিটির একজন সদস্য সিঁথির সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকারও করেছেন। দলের একজন কেন্দ্রীয় নেতার সূত্রে জানা গেছে, দলের অনেক নেতাই এখন তলে তলে সিঁথির সাথে জোট করছে। তারেককে মাইনাস করার গোপন মিশনে নেমেছেন তারা।
    ওদিকে এসব খবর পাবার পর থেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন তারেক। কারণ এমন কিছু হলে তার আর কোন কূল কিনারা থাকবে না তার। দলের লাগাম হাতে আছে বলেই প্রতিমাসে মোটা চাঁদা পান তারেক। আর সে্ই টাকাতেই চলে তার আয়েশি জীবন। নেতৃত্ব চলে গেলে মদ-জুয়া-নারী কোনটাই চলবেনা। রীতিমত পথে বসতে হবে তারেককে। আর তাই সিঁথির রাজনীতিতে আসা নিয়ে তারেকের উদ্বেগের যেন কোন শেষ নেই।
    #BNP #BNPNews #BNPNewsবাংলা #BNPNewsUpdate #BDPolitics #News #NewsViral #NewsUpdate #fyp #BreakingNews
    BanglaNewsBank
    ==========================================
    banglanewsbank.com/
    for New Video News and Bangladeshi political Update
    Please Check Outer Facebook and Website
    Facebook:- / banglanewsbank
    Website :- banglanewsbank.com/
    ==========================================

КОМЕНТАРІ •