‌যতীনের হারমো‌নিয়াম কিভা‌বে তৈরী করা হয়।How to make jotin harmonium.Jatin & co.

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2023
  • যতী‌নের বিখ‌্যাত হার‌মো‌নিয়াম।আ‌দি বাদ‌্যয‌ন্ত্রের দোকান য‌তীন এন্ড কোং।
    যাঁরা সংগীত চর্চা করেন তাঁদের কাছে ‘যতীন অ্যান্ড কোং’ একটি পরিচিত নাম। পুরনো ঢাকার কোর্ট-কাচারি পেরিয়ে শাঁখারি বাজারের রাস্তা দিয়ে যেতেই ১৪ নম্বর শাঁখারি বাজারে যে দোকানটি; তাই বর্তমান ‘যতীন অ্যান্ড কোং’-এর ঠিকানা। দোকানের সামনেই পুরনো সাইনবোর্ডে লেখা ‘স্থাপিত ১৯১০ ইং’। এটি প্রতিষ্ঠা করেছিলেন কেরানীগঞ্জের বাঘৈরে জন্ম নেওয়া যতীন্দ্র মোহন মণ্ডল।
    ১৯৭০ সালে যতীন্দ্র মোহনের মৃত্যুর পর তা এখন পরিচালনা করছেন তাঁর ছেলে সুনীল কুমার মণ্ডল ও নাতি সরজিৎ মণ্ডল।
    যতীন্দ্র মোহনের জন্ম ১৮৮০ সালে। প্রাইমারি স্কুল শেষ না করতেই বসতবাড়ি চলে যায় বুড়িগঙ্গায়। অভিভাবকহীন কিশোর জীবিকার সন্ধানে ঢুকে পড়েন এক যাত্রাদলে।
    ঢাকার আমপট্টিতে ছিল হারমোনিয়ামের দোকান ‘দাস অ্যান্ড কোং’।
    যতীন্দ্র মোহন ঢাকায় এলেন হারমোনিয়াম সম্পর্কে জানতে। চাকরি করতে চাইলেন সে দোকানে। মালিক রাজি হলেন না। যতীন্দ্র মোহন বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুদিন দোকানে হারমোনিয়াম নির্মাণ দেখলেন। এরপর পিসির কাছ থেকে ১২ টাকা ধার নিয়ে নিজেই একটি হারমোনিয়াম তৈরি করলেন।সেটি বিক্রি করলেন ২৫ টাকায়। তারপর সে মুনাফা দিয়ে ১৯১০ সালে আশেক লেনে দোকান খুললেন, নাম দিলেন ‘যতীন অ্যান্ড কোং’। এভাবে তিনি বেশ কিছু হারমোনিয়াম তৈরি করে বিক্রি করলেন। তারপর সে মুনাফা দিয়ে ১৯২০ সালে দোকানটি ইসলামপুরে, এরপর পাটুয়াটুলীতে স্থানান্তর করেন। পাটুয়াটুলীতে দীর্ঘ ৭০-৮০ বছর ছিল। কিন্তু নব্বইয়ের দশকে সাম্প্রদায়িক দাঙ্গায় দোকানটি পুরো ভবন ধ্বংস হয়ে যায়। হারিয়ে যায় দুর্লভ সব বাদ্যযন্ত্র। পরে তাঁর ছেলে সুনীল কুমার মণ্ডল দোকানটি ১৪ নম্বর শাঁখারি বাজারে নতুনভাবে করেন।
    দোকানটিতে এখন ৩৫-৪০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। শাঁখারি বাজার ছাড়াও পুরানা পল্টনে খোলা হয়েছে আরেকটি শাখা।
    হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি হয়।
    এখানে ব্যবস্থাপক হিসেবে আছেন নবকুমার সাহা; কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘ব্রিটিশ আমলে গ্রামোফোন নামে কলের গান আবিষ্কার হলে ‘হিজ মাস্টার ভয়েজে’র সঙ্গে তাল মিলিয়ে যতীন অ্যান্ড কোং ‘যতীন ফোন’ নামে কলের গান বাজারে ছেড়েছিল।’ তিনি আরো জানান, ‘বর্তমানে এ দোকানে তৈরি হারমোনিয়াম মান অনুযায়ী সাত হাজার থেকে ১৫ হাজার টাকায় পাওয়া যায়। তবে ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকার হারমোনিয়ামের চাহিদাই বেশি। সবচেয়ে বেশি দামি হলো বক্স হারমোনিয়ামের, দাম প্রায় ২৩ হাজার টাকা।’ এখন ব্যবসা কেমন জানতে চাইলে নবকুমার মণ্ডল বলেন, ‘জুন-জুলাই মাসে হারমোনিয়ামের বিক্রি ভালো হয়। এর কারণ সংগীত বিদ্যালয়গুলোতে এ সময় ভর্তি শুরু হয়।’
    দোকানটির পেছনেই তাঁদের হারমোনিয়াম তৈরির কারখানা। সেখানে কাজ করছিলেন ছয়জন কারিগর। প্রত্যেকেই হারমোনিয়াম বানান এবং তাঁরা সবাই প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে এই কাজ করেন। একটি হারমোনিয়াম বানাতে কেমন সময় লাগে-জানতে চাইলে কারিগর লক্ষ্মণ সরকার বললেন, ‘একটি হারমোনিয়াম বানাতে প্রায় আট দিনের মতো সময় লাগে। এক মাসে সর্বোচ্চ চারটি হারমোনিয়াম বানানো যায়। একটি হারমোনিয়ামে সাড়ে তিন হাজার টাকা মজুরি পাই, তা দিয়ে চারজনের সংসার চালাতে কষ্ট হয়।’
    ব্যবসা নিয়ে সার্বিক অবস্থা জানতে চাইলে সুনীল কুমার মণ্ডল বলেন, ‘আমরা তিন পুরুষ ধরে এই ব্যবসা করে আসছি। তবে এখন যেকোনো সময়ের তুলনায় নানা অস্থিরতার কারণে দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আগের চেয়ে কমে গেছে।তবে এখন কালের বিবর্তনে এবং ডিজিটাল সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যেন হারিয়ে না যায় অতীতের অনেক বাদ্যযন্ত্র এটাই আমার চাওয়া।’
    একসময় ছিল যখন যতীন বাবুর দোকানে নিয়মিত শনি ও মঙ্গলবার গানের জলসার আয়োজন হতো। এ গানের জলসায় ওস্তাদ গুল মোহাম্মদ খাঁ, কাজী মোতাহের হোসেন, প্রসন্ন বণিক, ভগবান চন্দ, সেতারী থেকে শুরু করে সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এ জলসায় যোগ দিতেন। সমঝদার সংগীতজ্ঞ হিসেবে যতীন বাবু ঢাকার নবাববাড়ি, রূপলাল হাউস, গৌরীপুর, মুক্তাগাছার জমিদার বাড়ি, ত্রিপুরার রাজদরবারে সংগীত পরিবেশন করতেন। সংগীত জগতের এ নক্ষত্রের স্মৃতিবিজড়িত ‘যতীন অ্যান্ড কোং’ শাঁখারি বাজারে তাঁর স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে।
    ----------------------
    যতীন এন্ড কোং,যতীন এন্ড কোং,যতীন এন্ড কোং কোথায়,শতবছ‌রের পুরা‌নো যতীন এন্ড কোং,পুরান ঢাকার বিখ‌্যাত যতীন এন্ড কোং,দেশীয় বাদ‌্যযন্ত্র মা‌নে যতীন এন্ড কোং,বিখ‌্যাত যতীন এন্ড কোং এর হার‌মো‌নিয়াম,যতীন অ্যান্ড কোং,ভীম এন্ড কোং,যতীনের হারমোনিয়াম,তাল লয় ছন্দের মিশেলে দেশীয় বাদ্যযন্ত্রের আদিঘর যতীন এন্ড কোং,যতীন্দ্র মোহন মন্ডল,পুরান ঢাকার যতীন্দ্র মোহন মন্ডল,বিখ্যাত যতীনের হারমোনিয়াম,যতীন্দ্র মোহন মণ্ডল,কী বোর্ড কা‌রিগর,ট্রেন্ড,হারমোনিয়াম কেনার আগে,guitar price in bangladesh,biggest music instrument market in dhaka,guitar price in bangladesh 2023,musical instruments shop in bangladesh,low price guitar price in bangladesh,music instrument shop in bd,guitar price in bd,musical instruments price in bangladesh,biggest musical instrument market in dhaka bangladesh,musical instrument shop in bangladesh,musical instruments shop in dhaka,online musical instrument shop in bangladesh,musical instruments,jotin,jotin & co,jotin and co,jotin oficial,jotin laishram, jotin bhattacharya,jotin bhattacharya - sarod,old town famous jotin and co,jatin & co.,bagha jatin,jatin panika,bagha jatin trailer,history of jatin & co.@ToTheFocus
    ---------------------------------------------------
    #যতীনএন্ড‌কোং
    #Jotin&co
    #যতী‌নেরহার‌মো‌নিয়‌াম
    #Historyofjatin&co.
    #Jatin&co.
    #আ‌দিবাদ‌্যয‌ন্ত্রের‌দোকান
    #পুরানঢাকার‌বিখ‌্যাতবাদ‌্যয‌ন্ত্রের‌দোকান
    #হার‌মো‌নিয়া‌মের‌দোকান
    #যতী‌নের‌বিখ‌্যাতহার‌মো‌নিয়াম
    #শতবছ‌রেরপুরা‌নোযতীনএন্ড‌কোং
  • Розваги

КОМЕНТАРІ • 19

  • @user-bk1pl9kk8v
    @user-bk1pl9kk8v 11 місяців тому +1

    Very artistic.

  • @travelwithanik1173
    @travelwithanik1173 11 місяців тому

    আমার বাড়ি ময়মনসিংহে কিন্তু আমার পরিচিত সবাই হারমুনিয়াম কিনে মোহনগঞ্জ,নেত্রকোনার ( দি নিউ সুর বিতান) ৩৫ বছরের সুনাম সমৃদ্ধ একটি দোকান থেকে, উনার হাতের হারমুনিয়ামের কাজ অনেক ভালো নিজেই হারমুনিয়াম তৈরি করে সেক্ষেত্রে ১-২ মাস সময় লাগতে পারে

    • @ToTheFocus
      @ToTheFocus  11 місяців тому

      গুরুত্বপূর্ণ ত‌থ্যের জন‌্য ধন‌্যবাদ।

  • @user-ft8mx6on4g
    @user-ft8mx6on4g Місяць тому

    ভাল মানের একটা হারমোনিয়াম অর্ডার করতে চাচ্চি। মূল‍্য কতহবে?

    • @ToTheFocus
      @ToTheFocus  Місяць тому

      যতীন এন্ড কোং এর দোকা‌নে যোগা‌যোগ কর‌তে পা‌রেন।

  • @LikhonSarkerHimel
    @LikhonSarkerHimel 11 місяців тому

    দারুণ শৈল্পিক

    • @ToTheFocus
      @ToTheFocus  11 місяців тому

      ধন‌্যবাদ।

  • @MdmithonUddin
    @MdmithonUddin 26 днів тому

    এটা।কি।বাশি।দাদা

  • @shiponnath3131
    @shiponnath3131 4 місяці тому

    স্কেল চেঞ্জার হারমোনিয়াম কত টাকা পড়বে?

    • @ToTheFocus
      @ToTheFocus  4 місяці тому

      দোকা‌নের ফোন নাম্বা‌রে ফোন ক‌রে‌ খোজ নিতে পা‌রেন।

  • @bibekanandamishra331
    @bibekanandamishra331 6 місяців тому

    ভারতিড় মুদ্রা কতটাকা ঌবাএ
    ଭାରତୀୟ ମୁଦ୍ରା କେତେ ଟଙ୍କା ହେବ।

    • @ToTheFocus
      @ToTheFocus  6 місяців тому

      ‌দোকা‌নে গি‌য়ে যোগা‌যোগ করুন।

  • @user-ft8mx6on4g
    @user-ft8mx6on4g Місяць тому

    রিড ঝিনুকের চেয়ে ইটালিয়ানটা ভাল

    • @ToTheFocus
      @ToTheFocus  Місяць тому

      যতী‌ন এন্ড কোং এর দোকা‌নে যোগা‌যোগ কর‌তে পা‌রেন।

  • @user-dp6iy3wc1j
    @user-dp6iy3wc1j 5 місяців тому

    Aponar phone-namber-deo

    • @ToTheFocus
      @ToTheFocus  5 місяців тому

      Description box এ মোবাইল নাম্বার দেয়া আ‌ছে ।