একটা সময় ছিল যখন শাকিব বা মাশরাফির রাজনীতি করার কথা শুনলে খুব খারাপ লাগতো কিন্তু এখন খুব ভালো লাগে কারণ এদের মতো ভালো মানুষ রাজনীতি না করলে বাংলাদেশের রাজনীতি কিছু অমানুষের হাতে জিম্মি থাকবে। সাগতম শাকিব।
শুয়ে শুয়ে শুনছিলাম, কিন্তু সাকিব ভাইয়ের কথা গুলো এত ভালো লাগছিলো যে, উনার প্রশংসা করে কমেন্ট না করে পারলাম না, সত্যি অসাধারণ কথা বলার ধরণ গুলো... মাশাআল্লাহ।।
একজন বাংলাদেশি হিসেবে গর্বের যতখানি জায়গা আছে বলে আমি মনে করি তার একটা বড় অংশই জুড়ে আছেন শাকিব ভাই,দোয়া করি আল্লাহ আপনাকে আরো অনেক সফলতা দিক,কারন আপনি সফল হলেই যে আমরা সফলতা পাবো,আর আপনার পরিবারের নতুন অতিথির জন্য অনেক দোয়া রইল।
সাকিব ভাই আপনি নিষিদ্ধ হওয়ার পরে আর একদিনও আগের মতো করে ক্রিকেট খেলা দেখতে টিভির সামনে বসতে পারি নি। আপনি না ফেরা অবধি আমি আর হয়তোবা ক্রিকেট খেলা দেখতে পারবো না।ভালোবাসি আপনাকে,ভালোবাসি বাংলাদেশের ক্রিকেট কে।ভালো থাকবেন সব সময়, দোয়া করি ভাই।আবার আগের মতো ক্রিকেটে ফিরবেন এবং আমার মতো লাখো ভক্তের মাঝে ক্রিকেট ফিরিয়ে দিবেন সেই দিনের অপেক্ষায় রইলাম ভাই।
আমি চাই করোনার পর আবার খেলায় ফিরুক ভালো পারফরম্যান্স করে 2023 বিশ্বকাপে বাংলার জান বাংলার প্রাণ সাকিব আল হাসান অধিনায়ক কে কে দেখতে চান একটা লাইক দিয়ে জানান
সাকিব বাংলাদেশের অহংকার। সাকিবই একমাত্র আন্তর্জাতিক মানের বাংলাদেশি স্টার। কেউ যদি সুন্দর করে কথা বলা শিখতে চান Folllow 75 l Really proud to you Mr all rounder. ❤
সাকিবের ভাগ্য যেন আল্লাহ নিজ হাতে লিখেছেন। খেলার যেখানেই সাকিব পা রেখেছেন সেখানেই সাফল্য পেয়েছেন। এমনকি সাকিবকে যখন খেলা থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করলো, তখন আল্লাহতায়ালা সারা পৃথিবির খেলোয়ড়দের খেলা নিষিদ্ধ করে দিলেন কোরনার মাদ্ধ্যমে। কি ভাগ্য বলেন!!!
সাকিব ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আর ওনার একটা কথা অনেক ভালো লাগলো যে সফলতার আসলে সর্টকার্ট উপায় কম,আর নিজের intention ঠিক রাখতে হয়। ধন্যবাদ খালেদ ভাই, ধন্যবাদ সাকিব ভাই।
খালেদ ভাই, আপনি এবং ইলিয়াছ হোসাইন আমার খুব প্রিয় ব্যক্তি, আর কাকে নিয়ে আসলেন? কলিজার টুকরা সাকিব ভাই কে। সাকিব ভাইর কথা গুলা মনোযোগ দিয়া শুনলে শুধু ক্রিকেট না, একজন মানুষ ব্যক্তি জীবনে কি ভাবে সফল হবে তার সিদ্ধান্ত এবং লাইফ স্ট্রাগল কেমন করে করতে হয় মুটা মুটি সব সমাধান পাওয়া যায়। আমার সব চেয়ে ভালো লেগেছে, আপনার ইনটেশন কি? ইনটেনশন সঠিক হলে সিদ্ধান্ত ভুল হলে ও সমস্যা নাই, ভালো কিছু আসবে একসময়। লাভ ইউ সাকিব ভাই
Country's Biggest Brand Name Is Shakib Al Hasan. You are truly living Legend that You are Proved in CWC 19. No matter Where are You We are Always with You. Hopefully You Come Back Storngly. Thanks খালেদ মহিউদ্দিন ভাই। সাকিব আল হাসান ভাই কে নিয়ে আসার জন্যে।
Boss of Cricket Mr.Sakib al hasan. we love you so much. eagerly waiting for you match dear. you are the accet of Bangladesh. thanks a lot khaled vai, biring him to us. Thanks.
Ahhhh Dhonnobaad. 1 ta hour! Khub bhalo laglo. Khub shabti te bhai er kotha shunlam. And asholei eto hashi khushi Sakib bhai k dekhe shanti laglo. Dhonnobad
একসময় আপনাকে মনে হত আপনি দেশের জন্য খেলেননা। এখন ৩ এ ব্যাটিং করার মত যে রিস্কি একটা ডিসিশন নিয়েছিলেন( সে ডিসিশন ভুল হলে আপনার ক্যারিয়ারে এর খারাপ প্রভাব পরবে জেনেও দেশের জন্য নিজেকে বলির নিচে রেখেছিলেন)তার পর থেকে আমার এ ভুল ভেংগেছে। আর আপনার বর্তমান ইন্টালেকচুয়াল উত্তরগুলো দেখে ভালই লাগল।আশা করি আপনি আরো ইন্টালেকচুয়াল হোন। ফিরে এসে আবারও দেশের জন্য পিচে নামুন যোদ্ধার বেশে সেই অতিপরিচিত ৭৫ নাম্বারটা নিয়ে।
Hats off Khaled bhai, Assalamualikum. How is everything.When I make time see ur recording video clip. This situation (Covic19) u make a video conference programme with Sakib its good innetiative .Again hats off. Allah Hafez
খালেদ মহিউদ্দিন ভাই, আমি আপনার বড় ফ্যান। যেখানেই আপনার অনুষ্টান হয় না কেন দেখার চেষ্টা করি।সত্যি আপনার উপস্থাপনা দেখলে মনে হয় এখন ও বস্তুনিষ্ট সাংবাদিকতা সম্ভব।আপনার জন্য অনেক শুভকামনা রইল।ভাল থাকবেন.....
আমি ফায়ার সার্ভিসের একজন ফায়ার ফাইটার। আমি সাকিব ভাইয়ের একজন ভক্ত। আমি ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্স মিরপুর আছি। আমি সাকিব ভাইয়ের বিভিন্ন খেলার ছবি দিয়ে একটা Album বানাইছি।আর এটা আপনাকে gift করতে চাই।
পুরো সাক্ষাৎকারটাই উপভোগ করলাম। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে। বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। সাকিবের অভিষেকের পর থেকেই ভক্ত। দোয়া করি সে আরও অনেক বড় হউক। সুস্থতা ও সফলতা কামনা করি।
টেলিভিশন এ আপনাকে খুব মিস করছি। আপনি আমার পছন্দের একজন সাংবাদিক। যখন শুনেছি আপনাকে সাময়িক টেলিভিশন এ দেখা যাবে না প্রথমে তা বিশ্বাস করতে পারিনি। শুভ কামনা রইল আপনার প্রতি। ❤️❤️❤️
Dear Khaled Mohiuddin, It was an awesome interview. You asked all the questions you wanted to know. You're second to none. It's a shame that anchors like you don't live in Bangladesh anymore. I almost forgot: It's fair to pay him for an interview like this :-p Please show all these comments to your valued sponsors next time.
অনেক ভালো লাগছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর কথাবার্তা শুনে,,আপনার কাছ থেকে বাংলার জাতির অনেক কিছু শিক্ষার আছে,,ধন্যবাদ জানাই নরসিংদীর জামাইকে,,,
খালেদ মহিউদ্দিন স্যার ❤ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য । আর আলাদাভাবে আরো ধন্যবাদ❤ সাকিব আল হাসানকে আনার জন্য (বাংলাদেশ প্রতিদিন) প্রোগ্রাম থেকে আপনাকে ফলো করি । যতই দেখি ততই রেসপেক্ট আর ভালবাসা বৃদ্ধি পাচ্ছে । ❤
আমি মনে করি ,এই রকম ভাল মানুষ গুলোই রাজনিতীতে আসা উচিত, যাতে করে বাংলাদেশ কে ভাল একটা জায়গায় নিতে সক্ষম হয়. যেমন ভাবে ম্যাশ এসেছে রাজনীতিতে , সাকিব ভাইয়ের জন্য দোয়া রইল, ভাই যেন আবার খেলায় ফিরে আসে, উপস্থাপক ভাই কে অনেক অনেক ধন্যবাদ, ভাল একটা সময় কাটানোর জন্য.
খালেদ মুহিউদ্দিন আপনাকে অনেক মিস করতেছিলাম।সামহাও ফিরে আসার জন্য ধন্যবাদ।আপনাকে অনেক প্রয়োজন আমাদের।আশা করি 'প্রয়োজন' শব্দটা আপনি খুব ভালোভাবেই বুঝবেন এবং পূরণ করবেন💌
মানুষ সময়ের সাথে সাথে পরিণত হয়, অাগের ভুলগুলোকে বা হয়তো বয়স কম হওয়ায় কিছু স্বাভাবিক ভুল বাংলাদেশের প্রেক্ষাপটে হতেই পারে যেটা সাকিবের ক্ষেত্রেও হয়েছে। অার সাকিব এগুলো পজিটিভলিই নিয়ে মতামত দিয়েছে। এই জিনিসটা একটা পরিণত, সুস্থ মানুষই পারে। ভাল্লাগলো ব্যাপারটা।
ড. খালেদ মহিউদ্দিন এর সাকিব কে প্রথম ইন্টারভিউ টাও প্রচুর ইনজয় করেছিলাম।. এটা ও ভাল্লাগছে।. প্রশ্ন এবং উত্তর দুটোই অসাধারণ ছিলো.। আর সাকিব আল হাসান সবসময় ঘুচিয়ে উত্তর দেয়
আসসালামু আলাইকুম মহিউদ্দিন খালেদ ভাই এবং সাকিব ভাই সহ সবাইকে। খালেদ ভাই আপনার মধ্যে অনেক কিছু ভালো জিনিস আছে আছে সেগুলো বাংলাদেশের অনেক মানুষ পছন্দ করে। এজন্য আমিও আপনাকে মন থেকে অনেক পছন্দ এবং শ্রদ্ধা করি। খালেদ ভাই আপনি সাংবাদিকতার পাশা পাশি বাংলাদেশের শিক্ষিত যুবকদের কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবেন,কি ভাবে তারা নিজেকে এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে।
আমি মনে করি,, সাকিব আল হাসান,, খালেদ ভাই আপনাদের কে দুই ভাইয়ের মতো লাগে,,তবে বলতে পারিনা,,অনেক টা মিল আছে আপনাদের যেমন দেখতে তেমন কথাবা খুব মিল আপনাদের কে
এতসব কথার ভেতর সাকিব ভাই সবশেষে যে কথাটি বলতে চেয়েছেন, “অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ের মাধ্যমে আমাদের ছেলেরা বিশ্বকাপ জয়ের ভীত দৃঢ় করলো। যারাই অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয় করেছে, পরবর্তীতে তারাই বিশ্বকাপ জয় করেছে।” নিশ্চয়ই কথাটি অনেক তাৎপর্য বহন করে। সবশেষ ধন্যবাদ @খালেদ ভাই, এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে রাজনীতিতে আসতে চান সাকিব আল হাসান৷ আপনার কী মনে হয় তার রাজনীতিতে আসা উচিত?
100%
না
100%
রাজনিতিতে আসা উচিৎ তবে আওয়ামিলিক বিএনপি বাদ দিয়ে আন্দালিব রহমান পার্থর দলে তাহলে আমরা নিরেপক্ষ ভাবে তাকে পাশে পাব।
আসুক। ভালো কিছু পাবো। ইনশাআল্লাহ।
দারুণ! কৃষিতে আগ্রহের কথা শুনে অনেক অনেক ভালো লাগলো। অভিনন্দন!
সাকিব আল হাসানের আর ও একটি ব্যাট নিলামের লাইভ দেখুন---- ua-cam.com/video/nbItYiE7TGg/v-deo.html
শেষের অংশ টুকু বেশী উপভোগ্য ছিলো।
ভালবাসা সাকিবের জন্য সেই সাথে সঞ্চালক খালেদ ভাইকেও ভালোবাসা
নম্বর ওয়ান সাকিব আলহাসান_
আমরা গর্বিত এমন একজন ক্রিকেটার পেয়ে
Right
সুপারহিট
আহা মধু!মধু!মধু 😋 ধন্যবাদ খালেদ ভাই 🤗 আর সাকিবের ইন্টারভিউ সব সময়ই দারুন উপভোগ্য।সো মাচ ম্যাচিউর সব উত্তরগুলা ❤
অনেক সুন্দর একটা কনভারসেশান। অনেক ধন্যবাদ খালেদ মুহিউদ্দীন স্যার আপনাকে এমন সাক্ষ্যৎকারের জন্য।
ধন্যবাদ..সাকিব আল হাসানের আর ও একটি ব্যাট নিলামের লাইভ দেখুন---- ua-cam.com/video/nbItYiE7TGg/v-deo.html
বাহ !! সাকিব আল হাসান
সাকিব ও তার পরিবারের জন্য অনেক দোয়া, ভালোবাসা , শুভ কামনা ! অদম্য সাকিব নানামুখী মহতী উদ্যেগ নিয়ে দেশ ও জাতীর পাশে থাকবে এ প্রত্যাশা ! 👍🇧🇩💚❤
একটা সময় ছিল যখন শাকিব বা মাশরাফির রাজনীতি করার কথা শুনলে খুব খারাপ লাগতো কিন্তু এখন খুব ভালো লাগে কারণ এদের মতো ভালো মানুষ রাজনীতি না করলে বাংলাদেশের রাজনীতি কিছু অমানুষের হাতে জিম্মি থাকবে। সাগতম শাকিব।
keno jani manush mone kore rajniti kora kharab. Ashole rajniti is the best way to serve people
প্রিয় মানুষটার ইন্টারভিউ ছিলো বলেই এতক্ষণ সময় দেখলাম।লাস্টে "জুনিয়র-সিনিয়র সম্পর্ক" এই টপিক খুব ভালো লাগছে।👌👌
প্রিয় দুজন ব্যক্তির আলোচনা টা অনেক সুন্দর লাগছে। দুজনের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালবাসা
শুয়ে শুয়ে শুনছিলাম, কিন্তু সাকিব ভাইয়ের কথা গুলো এত ভালো লাগছিলো যে, উনার প্রশংসা করে কমেন্ট না করে পারলাম না, সত্যি অসাধারণ কথা বলার ধরণ গুলো... মাশাআল্লাহ।।
সাকিবের সবচেয়ে ভালো দিক যা আমার কাছে মনে হয় তা হলো সে ক্লিয়ার কাট কথা বলে।
😄😄😄😄
@@pinkhotlolly সাকিব আল হাসানের আর ও একটি ব্যাট নিলামের লাইভ দেখুন---- ua-cam.com/video/nbItYiE7TGg/v-deo.html
💖💖💖
Right
right
একজন বাংলাদেশি হিসেবে গর্বের যতখানি জায়গা আছে বলে আমি মনে করি তার একটা বড় অংশই জুড়ে আছেন শাকিব ভাই,দোয়া করি আল্লাহ আপনাকে আরো অনেক সফলতা দিক,কারন আপনি সফল হলেই যে আমরা সফলতা পাবো,আর আপনার পরিবারের নতুন অতিথির জন্য অনেক দোয়া রইল।
খালেদ ভাই সেরা ইন্টারভিউ ❤️ সাকিব কথাবার্তায় অনেক পরিণত
সাকিব ভাই আপনি নিষিদ্ধ হওয়ার পরে আর একদিনও আগের মতো করে ক্রিকেট খেলা দেখতে টিভির সামনে বসতে পারি নি। আপনি না ফেরা অবধি আমি আর হয়তোবা ক্রিকেট খেলা দেখতে পারবো না।ভালোবাসি আপনাকে,ভালোবাসি বাংলাদেশের ক্রিকেট কে।ভালো থাকবেন সব সময়, দোয়া করি ভাই।আবার আগের মতো ক্রিকেটে ফিরবেন এবং আমার মতো লাখো ভক্তের মাঝে ক্রিকেট ফিরিয়ে দিবেন সেই দিনের অপেক্ষায় রইলাম ভাই।
Apnar kache bangladesh criket mane shakib...
@@pulokdev4587 উনি বললেন সাকিব সহ বাংলাদেশ ক্রিকেট কে ভালোবাসেন।আপনি কি বুঝলেন।
Same to same
আমি চাই করোনার পর আবার খেলায় ফিরুক ভালো পারফরম্যান্স করে 2023 বিশ্বকাপে বাংলার জান বাংলার প্রাণ সাকিব আল হাসান অধিনায়ক কে কে দেখতে চান একটা লাইক দিয়ে জানান
ধন্যবাদ এতো সুন্দর একটা সময় উপহার দেয়ার জন্য।সাকিব ভাই💕❤💕
সাকিব ভাইকে অনেক অনেক মিছ করছি ইনশাআল্লাহ সাকিব ভাই আবার মাঠে ফিরবে
সাকিব বাংলাদেশের অহংকার। সাকিবই একমাত্র আন্তর্জাতিক মানের বাংলাদেশি স্টার। কেউ যদি সুন্দর করে কথা বলা শিখতে চান Folllow 75 l Really proud to you Mr all rounder. ❤
Hahaha...follow Tamim’s conversation...and u will find whose talking style best..
Mushfiq is Bangladesh's most hard working player.
শুভ কামনা সাকিব ভাই ও খালেদ মুহিউদ্দীন ভাই কে।
Sakib please look after your health.We love 💓 you . Stay safe and do not even think about come to politics.
Thank you khaled Mohiuddin for bringing Shakib live into the show. Shakib is one of the real hero of Bangladesh.
সাকিবের ভাগ্য যেন আল্লাহ নিজ হাতে লিখেছেন। খেলার যেখানেই সাকিব পা রেখেছেন সেখানেই সাফল্য পেয়েছেন। এমনকি সাকিবকে যখন খেলা থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করলো, তখন আল্লাহতায়ালা সারা পৃথিবির খেলোয়ড়দের খেলা নিষিদ্ধ করে দিলেন কোরনার মাদ্ধ্যমে। কি ভাগ্য বলেন!!!
প্রিয় সাকিব আল হাসান কথায় এবং কাজে প্রফেশনাল। এ জন্যই তিনি অন্যদের থেকে আলাদা। এটা খুব ভালো লাগে।
দারুণ লাগলো
শিয়ানে শিয়ানে টক্কর
যেমন বুদ্ধিমান সাংবাদিক তেমন ট্রিকি উত্তরদাতা
সাকিব ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন।
আর ওনার একটা কথা অনেক ভালো লাগলো যে সফলতার আসলে সর্টকার্ট উপায় কম,আর নিজের intention ঠিক রাখতে হয়।
ধন্যবাদ খালেদ ভাই, ধন্যবাদ সাকিব ভাই।
পুরো অনুষ্ঠান দেখে মনে হল, মন খুলে চলাফেরা করার সৌন্দর্যেই আলাদা।
শুভকামনা মহিউদ্দিন ভাই এবং সাকিবকে
সাকিব আল হাসানের আর ও একটি ব্যাট নিলামের লাইভ দেখুন---- ua-cam.com/video/nbItYiE7TGg/v-deo.html
দুইজন প্রিয় মানুষ যখন এক সাথে 🥰
খালেদ ভাই, আপনি এবং ইলিয়াছ হোসাইন আমার খুব প্রিয় ব্যক্তি, আর কাকে নিয়ে আসলেন? কলিজার টুকরা সাকিব ভাই কে। সাকিব ভাইর কথা গুলা মনোযোগ দিয়া শুনলে শুধু ক্রিকেট না, একজন মানুষ ব্যক্তি জীবনে কি ভাবে সফল হবে তার সিদ্ধান্ত এবং লাইফ স্ট্রাগল কেমন করে করতে হয় মুটা মুটি সব সমাধান পাওয়া যায়। আমার সব চেয়ে ভালো লেগেছে, আপনার ইনটেশন কি? ইনটেনশন সঠিক হলে সিদ্ধান্ত ভুল হলে ও সমস্যা নাই, ভালো কিছু আসবে একসময়। লাভ ইউ সাকিব ভাই
ফি আমানিল্লাহ সাকিব ভাই।দোয়া রইলো আপনার পরিবারের জন্য এবং সারা বিশ্বের সকল মুসলমানের জন্য।
Country's Biggest Brand Name Is Shakib Al Hasan. You are truly living Legend that You are Proved in CWC 19. No matter Where are You We are Always with You. Hopefully You Come Back Storngly.
Thanks খালেদ মহিউদ্দিন ভাই। সাকিব আল হাসান ভাই কে নিয়ে আসার জন্যে।
অভিনন্দন,
শুভকামনা রইল
সাকিব আল হাসান,
খালেদ মাহমুদ ভাই।
সহ আপনার প্রতিও শুভকামনা রইল।
One and only legend of Bangladesh ...... respect and love for him
Boss of Cricket Mr.Sakib al hasan. we love you so much. eagerly waiting for you match dear. you are the accet of Bangladesh.
thanks a lot khaled vai, biring him to us. Thanks.
Ahhhh Dhonnobaad. 1 ta hour! Khub bhalo laglo. Khub shabti te bhai er kotha shunlam. And asholei eto hashi khushi Sakib bhai k dekhe shanti laglo. Dhonnobad
অনেক উপভোগ্য এবং বৈচিত্র্যময় আয়োজন পরিলক্ষিত হলো👌
বাংলাদেশের দুই হিরো কে দেখে খুব ভালো লাগলো,,,, লাভ ইউ সাকিব ও খালেদ ভাই ,,,,,রাকিব,,, কুমিল্লা ।
#SAH_75 ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩
Come back strongly. 👊💪🔥
See you inshallah.
Best wishes for your daughters. ❤
Shakib vai k onek din por live e dekhlam..... Khub valo laglo....vai abar sorupe fire aso... Doya kori😍❤
আমার চোখে দেখা "সেরা ইন্টারভিউ"।
২ জনই বাংলাদেশের জন্য গর্ব। ❤❤❤
একসময় আপনাকে মনে হত আপনি দেশের জন্য খেলেননা।
এখন ৩ এ ব্যাটিং করার মত যে রিস্কি একটা ডিসিশন নিয়েছিলেন( সে ডিসিশন ভুল হলে আপনার ক্যারিয়ারে এর খারাপ প্রভাব পরবে জেনেও দেশের জন্য নিজেকে বলির নিচে রেখেছিলেন)তার পর থেকে আমার এ ভুল ভেংগেছে।
আর আপনার বর্তমান ইন্টালেকচুয়াল উত্তরগুলো দেখে ভালই লাগল।আশা করি আপনি আরো ইন্টালেকচুয়াল হোন।
ফিরে এসে আবারও দেশের জন্য পিচে নামুন যোদ্ধার বেশে সেই অতিপরিচিত ৭৫ নাম্বারটা নিয়ে।
Hats off Khaled bhai, Assalamualikum. How is everything.When I make time see ur recording video clip. This situation (Covic19) u make a video conference programme with Sakib its good innetiative .Again hats off. Allah Hafez
খালেদ মহিউদ্দিন ভাই, আমি আপনার বড় ফ্যান। যেখানেই আপনার অনুষ্টান হয় না কেন দেখার চেষ্টা করি।সত্যি আপনার উপস্থাপনা দেখলে মনে হয় এখন ও বস্তুনিষ্ট সাংবাদিকতা সম্ভব।আপনার জন্য অনেক শুভকামনা রইল।ভাল থাকবেন.....
সাকিব আপনি এত বুঝেন কেন??
কথাগুলা সুন্দর মনযোগ দিয়ে শুনলাম
খালেদ ভাই কিন্তু হাসির ছলে সব কথা জিজ্ঞাস করে ফেলে .
খালেদ ভাই বাংলাদেশের সবথেকে বুদ্ধিমান সাংবাদিক। উমার মেধা সন্দেহাতীত।
সরাসরি দেখতে পারি নাই, কিন্তুু ইউটিউবে পুরা আলোচোনা দেখলাম খুব ভালো লাগলো, ধন্যবাদ সাকিব ভাই, আমি সাকিব ভাইয়ের গুড কাম ব্যাক আশা করি
আমি ফায়ার সার্ভিসের একজন ফায়ার ফাইটার। আমি সাকিব ভাইয়ের একজন ভক্ত। আমি ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্স মিরপুর আছি। আমি সাকিব ভাইয়ের বিভিন্ন খেলার ছবি দিয়ে একটা Album বানাইছি।আর এটা আপনাকে gift করতে চাই।
❤❤❤❤❤❤❤❤
29:12এ বলা সাকিবের আলহামদুলিল্লাহ ই সাকিব আরো উপরে নিয়ে যাবে। ইনশাআল্লাহ।
বাংলার জান
বাংলার প্রান
সাকিবুল হাসান...।
Paulina ahla It’s Sakib Al Hasan ✅
সাকিব আল হাসান
পুরো সাক্ষাৎকারটাই উপভোগ করলাম। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে। বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। সাকিবের অভিষেকের পর থেকেই ভক্ত। দোয়া করি সে আরও অনেক বড় হউক। সুস্থতা ও সফলতা কামনা করি।
সাকিব আল হাসানের কথা শুনলে বোঝা যায় পরিমিতিবোধ এবং প্রফেশনালিজম কাকে বলে!!
ধন্যবাদ আপনাকে।
অথচ সেও ভুল করে আজ নিষিদ্ধ। আসলে মানুষ মাত্রই ভুল করে আমরা অনেকেই তা মানতে চাইনা। ফিরে আসুক প্রিয় সাকিব।
অনেক অনেক ভালোবাসা ও দোয়া রহিলো - সাকিব আল হাসান ও খালেদ মহিউদ্দীন ভাইয়ের জন্য। সত্যি উপভোগ্য ছিলো অনুষ্ঠানটি
অনেক মিস করি ক্রিকেটে আপনাকে না দেখে।যাই হোক স্বপরিবারে সুস্থ থাকেন ভাই।আরও পরিনত হয়ে ফিরে আসেন ভাই,এটাই চাওয়া।দেশের ক্রিকেটে আপনাকে প্রয়োজন ভালোই।আল্লাহ আপনার সহায় হোক।
অনেক আশা আপনার উপর ভাই....💜
একটা সুন্দর প্রানবন্ত আলোচনা। এরচেয়ে সুন্দর বিষয় কি আর হতে পারে! সাকিব এবং খালিদ দুজনকেই ধন্যবাদ।
দুই জন মানুষ আমার খুব ভালোবাসার মানুষ সাকিব আল হাসান যদি এমপি নির্বাচিত হয়ে ভালো হবে সবাই দোয়া করছি সাকিব ও মহিউদ্দিন ভাই ভালো থাকবেন
আমার দেখা শ্রেষ্ঠ সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই অসাধারণ ❤️
আমাদের সাকিব❤❤❤
টেলিভিশন এ আপনাকে খুব মিস করছি। আপনি আমার পছন্দের একজন সাংবাদিক। যখন শুনেছি আপনাকে সাময়িক টেলিভিশন এ দেখা যাবে না প্রথমে তা বিশ্বাস করতে পারিনি। শুভ কামনা রইল আপনার প্রতি। ❤️❤️❤️
Dear Khaled Mohiuddin,
It was an awesome interview. You asked all the questions you wanted to know. You're second to none. It's a shame that anchors like you don't live in Bangladesh anymore.
I almost forgot: It's fair to pay him for an interview like this :-p Please show all these comments to your valued sponsors next time.
অনেক ভালো লাগছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর কথাবার্তা শুনে,,আপনার কাছ থেকে বাংলার জাতির অনেক কিছু শিক্ষার আছে,,ধন্যবাদ জানাই নরসিংদীর জামাইকে,,,
খালেদ মহিউদ্দিন স্যার ❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য ।
আর আলাদাভাবে আরো ধন্যবাদ❤ সাকিব আল হাসানকে আনার জন্য
(বাংলাদেশ প্রতিদিন) প্রোগ্রাম থেকে আপনাকে ফলো করি । যতই দেখি ততই রেসপেক্ট আর ভালবাসা বৃদ্ধি পাচ্ছে । ❤
আমি মনে করি ,এই রকম ভাল মানুষ গুলোই রাজনিতীতে আসা উচিত, যাতে করে বাংলাদেশ কে ভাল একটা জায়গায় নিতে সক্ষম হয়. যেমন ভাবে ম্যাশ এসেছে রাজনীতিতে , সাকিব ভাইয়ের জন্য দোয়া রইল, ভাই যেন আবার খেলায় ফিরে আসে, উপস্থাপক ভাই কে অনেক অনেক ধন্যবাদ, ভাল একটা সময় কাটানোর জন্য.
আমি কোন ইন্টারভিউ এত লম্বা সময় ধরে দেখিনা কিন্তু শাকিব এরটা দেখতে হল শাকিব এরকম ডিজার্ভ করে ❤️
আমার পছন্দের একজন মানুষ. খালেদ ভাই ভাল থাকবেন ...ইতালী থেকে...
দুই প্রিয় মানুষ একসাথে.. 😍😍😍😍
খালেদ মুহিউদ্দিন আপনাকে অনেক মিস করতেছিলাম।সামহাও ফিরে আসার জন্য ধন্যবাদ।আপনাকে অনেক প্রয়োজন আমাদের।আশা করি 'প্রয়োজন' শব্দটা আপনি খুব ভালোভাবেই বুঝবেন এবং পূরণ করবেন💌
প্রিয় একজন মানুষ খালেদ মহিউদ্দিন। সাকিব কে নিয়ে আর কি বলবো?
মানুষ সময়ের সাথে সাথে পরিণত হয়, অাগের ভুলগুলোকে বা হয়তো বয়স কম হওয়ায় কিছু স্বাভাবিক ভুল বাংলাদেশের প্রেক্ষাপটে হতেই পারে যেটা সাকিবের ক্ষেত্রেও হয়েছে। অার সাকিব এগুলো পজিটিভলিই নিয়ে মতামত দিয়েছে। এই জিনিসটা একটা পরিণত, সুস্থ মানুষই পারে। ভাল্লাগলো ব্যাপারটা।
অসাধারণ একটি ইন্টাভিও💓💓
It's interview
মহিউদ্দিন ভাই আপনার সাংবাদিকতা আমার অনেক ভালো লাগে। ইন্ডিপেন্ডেন্টে আপনাকে মিস করি। আপনি জার্মানিতে কেন গেলেন
ua-cam.com/video/1K-vfmvaSbs/v-deo.html
মিস করি অনেক খালেদ মহিউদ্দিন ভাই কে independent TV show তে।
অসাধারণ সাকিব আল হাসান।love from sandwip
ড. খালেদ মহিউদ্দিন এর সাকিব কে প্রথম ইন্টারভিউ টাও প্রচুর ইনজয় করেছিলাম।. এটা ও ভাল্লাগছে।. প্রশ্ন এবং উত্তর দুটোই অসাধারণ ছিলো.।
আর সাকিব আল হাসান সবসময় ঘুচিয়ে উত্তর দেয়
সাকিব ভাই আপনারা জন্য দোয়া রইলো
আলহামদুলিল্লাহ সাকিব এর প্রতি ভালবাসা আরো বেড়ে গেল কারন তিনি রুজা রাখেন এবং তিনি ক্লিয়ার কথা বলেন
Shakib brilliant on and off the field!!!
সাকিবের জন্যে অনেক শুভকামনা রইলো...! খেলার মাঠে অলরাউন্ডার সাকিব কে দেখার অপেক্ষায় আছি...!
সাকিব ভাই আসলে একটা মাটির মানুষ। ভুল একটা দুইটা মানুষের জিবনে থাকবেই।
ua-cam.com/video/1K-vfmvaSbs/v-deo.html
সাকিব আল হাসানকে অধিনায়ক হিসাবে দেখবো আশাকরি
বাংলাদেশের দুই জন সুন্দর মনের মানুষ। প্রান খোলে তাদের জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করছি।
খালেদ মহিউদ্দিন ভাই আপনি এক্সিলেন্ট হাসির ছলে অনেক কিছু প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ উত্তর গোলু শুনে ভালো লাগলো।
The way he replied everything 😂😍.Always best no matter what ❤
সাকিব ভাইকে আমার আমার ব্যক্তিগত দিক থেকে ভালো লাগে,,,মনে চায় মিট করি।বাট আমার মত মানুষকের দ্বারা তা হলে হবে চাঁদে যাওয়ার মত আনন্দময়।
Moner kotha vai
প্রিয় মুখ। সাকিব আল হাসান যদি জানত এ দেশের মানুষ তাকে কতটা বিশুদ্ধ ভালে তাকে বাসে❤❤❤❤❤❤❤❤
সাকিব কে অভিনন্দন খালেদ ভাই সহ
আসসালামু আলাইকুম মহিউদ্দিন খালেদ ভাই এবং সাকিব ভাই সহ সবাইকে। খালেদ ভাই আপনার মধ্যে অনেক কিছু ভালো জিনিস আছে আছে সেগুলো বাংলাদেশের অনেক মানুষ পছন্দ করে। এজন্য আমিও আপনাকে মন থেকে অনেক পছন্দ এবং শ্রদ্ধা করি। খালেদ ভাই আপনি সাংবাদিকতার পাশা পাশি বাংলাদেশের শিক্ষিত যুবকদের কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবেন,কি ভাবে তারা নিজেকে এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে।
আমাদের অহংকার সাকিব আল হাসান।
World best cute and handsome cricketer,, always my favourite love you boss from India
আজ পযন্ত বাংলাদেশের করনার অবস্থা ভালোনা। আসেন আমরা সবাই বাংলাদেশের মানুষের জন্যো দোয়া করি।
আমি মনে করি,, সাকিব আল হাসান,, খালেদ ভাই আপনাদের কে
দুই ভাইয়ের মতো লাগে,,তবে বলতে
পারিনা,,অনেক টা মিল আছে আপনাদের যেমন দেখতে তেমন
কথাবা খুব মিল আপনাদের কে
Shakib er fitness level ta dekhe Khub i valo lagse like Hollywood, Bollywood hero der moto......
@Zeesun Islam eta kono gentleman language hote pare na.
আমরা চাই সাকিব ভাই রাজনীতিতে আসুক কারন ভালো মানুষ রাজনীতিতে না আসলে খারাপ মানুষের দখলে রাজনীতি চলে যাবে।
"আপনি যখন কোন সিদ্ধান্ত নিবেন,সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার উদ্দেশ্য " - সাকিব আল হাসান (the deadliest line)
খালেদ-সাকিব দু'জনই আমার প্রিয়।
সাকিব আল হাসান আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান আমার অহংকার আমার বস
অসম্ভব ভালো লেগেছে..লাভ ইউ সাকিব
এই ভিডিওটি সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকেও শেয়ার দেয়া হলে ভাল হয়।
এই চ্যানেলটি আরও মানুষের মাঝে ছড়িয়ে দেয়া প্রয়োজন।
এতসব কথার ভেতর সাকিব ভাই সবশেষে যে কথাটি বলতে চেয়েছেন, “অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ের মাধ্যমে আমাদের ছেলেরা বিশ্বকাপ জয়ের ভীত দৃঢ় করলো। যারাই অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয় করেছে, পরবর্তীতে তারাই বিশ্বকাপ জয় করেছে।”
নিশ্চয়ই কথাটি অনেক তাৎপর্য বহন করে।
সবশেষ ধন্যবাদ @খালেদ ভাই, এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
Shakib al Hasan is an intelligent & honest player.