কারা ইয়াজিদের দালাল? ইয়াজিদ কাফের || Abbasi Waz 2019 || Anayetullah/Inayetullah/Enayetullah Abbasi

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @mahinreduan9742
    @mahinreduan9742 6 місяців тому +7

    আমার জীবনের অভিজ্ঞতায় অনেক আলেম দেখিছি, কিন্ত আব্বাসী এর মত এত এলেমওয়ালা আলেম দেখি নাই। আব্বাসী এর আলেম অনেক উর্দে। তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ পাক যেনো তার নেক হায়াত দান করুক আমিন।❤

  • @MazherUddin-s1d
    @MazherUddin-s1d 5 місяців тому +5

    এনায়েতুললাহ আব্বাসী আমার প্রিয় মানুষ।
    আল্লাহ উনার নেক হায়াত দান করুন।।

  • @emranhossain4281
    @emranhossain4281 4 роки тому +133

    হুজুরের কথা গুলো শুনে খুবই আবেগতাড়িত হয়ে গেলাম..
    আপনার জ্ঞানের সীমা অপরিসীম..

    • @syedhabib636
      @syedhabib636 4 роки тому +1

      ua-cam.com/video/fjokCb4DA74/v-deo.html

    • @ikramhosen1504
      @ikramhosen1504 3 роки тому

      Yazid kafer

    • @arafatpranto6627
      @arafatpranto6627 3 роки тому

      @@ikramhosen1504 .

    • @bengalicinemasstory2312
      @bengalicinemasstory2312 2 роки тому

      @@mohammadatikulislamsaif8358 সামনেই হয়তো কিয়ামতের বড় আলামত সুফিয়ানী ফিতনার আত্মপ্রকাশ করতে পারে এরা হচ্ছে সেই সব ইয়াজিদের বংশধর এদের থেকে সাবধান

    • @bengalicinemasstory2312
      @bengalicinemasstory2312 2 роки тому +1

      @Shihab Mahmud কিগো ইয়াজিদের ছেলে তোমার দাদা মুয়াবিয়াও কিন্তু সুবিধার লোক ছিল না

  • @rasedulislam7371
    @rasedulislam7371 4 роки тому +63

    আব্বাসী হুজুরের মত আলেম সারা বাংলাদেশ মিলিয়েও একজন হবেনা! বাতিলের আতংক আল্লাহ হুজুরে নেক হায়াত দারাজ করুক।

    • @rubelmullah3179
      @rubelmullah3179 3 роки тому

      আব্বাসীর অহংকার বেশি কয়েক দিন আগে সব আলেমদের কাফের ফতুয়া দিছে আর এখন সে অনেক কিছু জানে অহংকারির ভাব দেখায় আমি বড় জানলে আলা এইভাব শয়তানের ছিলো

    • @এ.আরবাঁয়েজীদ
      @এ.আরবাঁয়েজীদ 3 роки тому +1

      @@rubelmullah3179 পাগল হইছেন নাকি..??

    • @rubelmullah3179
      @rubelmullah3179 3 роки тому

      @@এ.আরবাঁয়েজীদ আমি পাগল হইনি আপনে আপনার মুখ সামনে নিয়ে কথা বলেন

    • @ajjony4866
      @ajjony4866 Рік тому +3

      ​@@rubelmullah3179ওহাবী কারা? তাদের আকিদা কি ? তাদেরকে কাফের কেন বলা জানেন ? দলীল দেখুন
      আসল ওহাবী ও আহলে হাদীস একই মূদ্রার এপিঠ-ওপিঠ
      [] অদৃশ্যের সংবাদাতা আমাদের আক্বা ও মাওলা সরকার-ই দু’জাহান সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম ইসলামের স্বচ্ছ উদ্যানে (সুন্নী দুনিয়ায় 'বাহাত্তর ফির্কারূপী' যেসব জাহান্নামী আগাছা জন্মাবে বলে ভবিষ্যদ্বাণী করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন তন্মধ্যে অন্যতম হচ্ছে ওহাবী-খারেজী সম্প্রদায়। আর এ ওহাবী সম্প্রদায়ের নতুন নাম ও নব-সংস্করণ হচ্ছে ‘আহলে হাদীস'। কারণ এ 'আহলে হাদীস'-এর আক্বীদা বা তথাকথিত ধর্ম বিশ্বাস ও অপকর্মগুলো ওহাবীসম্প্রদায়ের মূল গুরু ‘মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহ্হাব নজদী'রই অনুরূপ। মহামহিম আল্লাহ্ তা'আলা, তাঁর মহান হাবীব ও আহলে বায়ত এবং আউলিয়া-ই কেরামের মানহানি ইত্যাদি তো আছেই, মাযহাব, ইজতিহাদ ও তাক্বলীদের গুরুত্বকে অস্বীকার বরং এর বিরুদ্ধে চরম বেয়াদবী প্রদর্শন ইত্যাদির ধরন দেখলে সবাই একথা স্বীকার করতে বাধ্য হবেন যে, ‘আহলে হাদীস' নামের এ ভ্রান্ত সম্প্রদায় ইবনে ওয়াহ্হাবনজদীর অন্যতম পরম স্বপ্ন (মাযহাবের বিরোধিতা বাস্তবায়নের জন্যই এখন আদাজল খেয়ে লেগেছে। ওদিকে পবিত্র আরব- ব-ভূমিতে অপবিত্র-গোস্তাখ সালাফী-ওহাবীরা ইবনে ওয়াহ্হাবের যাবতীয় ভ্ৰান্ত ধারণা ও অপকর্ম বাস্তবায়নের সাথে সাথে মাযহাব-বিরোধী মারাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, আর এদিকে (পাক-বাংলা-ভারত উপমহাদেশ ইত্যাদিতে) ওই 'কুখ্যাত' ওহাবীদের একটি অংশকে তথাকথিত ‘আহলে হাদীস' নাম দিয়ে লেলিয়ে দিয়ে তাদের নানাভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। এখন বিশেষভাবে লক্ষণীয় যে, আল্লাহর পবিত্র ঘর মসজিদ থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয় পর্যন্ত এ সম্প্রদায়টার অশুভ পদচারণা ও অপকর্মতৎপরতায় মুসলিম সমাজ অতীষ্ঠ হয়ে যাচ্ছে; তাদের অপপ্রচার ও নানা লোভ-লালসার শিকার হয়ে মহামূল্যবান ঈমান ও মুক্তির অন্যতম উপায় নেক আমলকে দ্রুত বিনষ্ট করতে চলেছে কিছু সরলপ্রাণ কিংবা বদনসীব মুসলিম-জনতা। এসব কারণে এদের মুখোশ উন্মোচনের নিমিত্তেই এ লেখা।
      [E] ওহাবী ও আহলে হাদীসের গোড়ার কথা মিশকাত শরীফ: ২য় খন্ড: ইয়ামন ও শাম (সিরিয়া) সম্পর্কে আলোচনা শীর্ষক অধ্যায়ে সহীহ্ বোখারীশরীফের বরাতে বর্ণিত, হযরত আবদুল্লাহ্ ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, একদিন হুযূর-ই আক্রাম বিশ্ব জগতের রহমত সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম-এর রহমতের সমুদ্রে ঢেউ খেললো। তিনি আল্লাহ্ তা'আলার মহান দরবারে হাত মুবারক তুলে দো'আ করে যাচ্ছিলেন, 'আল্লাহুম্মা বা-রিক লানা ফী শা-মিনা' [হে আল্লাহ্! আমাদের শাম (সিরিয়া)'-এ বরকত দাও], আল্লাহুম্মা বা-রিক লানা ফী ইয়ামনিনা। [হে আল্লাহ্! আমাদের ইয়ামনে বরকত দাও]। উপস্থিতদের থেকে একজন আরয করলেন, ওয়া ফী নজদিনা ইয়া রাসূলাল্লাহ্ [হে আল্লাহর রসূল! আমাদের নজদের জন্যও দো'আ করুন। যেন আল্লাহ্ তা'আলা তাতে বরকত দান করেন।] তারপরও হুযূর-ই আক্রাম ওই দো'আ করলেন। দো'আয় শাম ও ইয়ামনের কথা উল্লেখ করেছেন, নজদের নাম নেননি। তাঁরা আবারও হুযূর-ই আক্রামের কৃপাদৃষ্টি কামনা করে আরয করলেন, ওয়াফী নজদিনা' (হুযূর, অনুগ্রহ করে এ দো'আও করুন যেন আল্লাহ্ তা'আলা নজদেও বরকত নাযিল করেন)। মোটকথা, তিনবার ইয়ামন ও শামের জন্য দো'আ করেছেন; কিন্তু বারংবার কৃপাদৃষ্টি আকৃষ্ট করার চেষ্টা সত্ত্বেও নজদের নাম নিলেন না; নজদের জন্য দো'আ করেননি বরং এরপর এরশাদকরেছেন, ‘হুনা-কায্ যালা-যিলু ওয়াল ফিতানু ওয়া বিহা-ইয়াত্বলা'উ ক্বরনুশ্ শয়তান'। (অর্থাৎ আমি ওই আদি বঞ্চিত ভূ-খন্ডের জন্য কীভাবে দো'আ করবো? ওখানে তো ভূ-কম্পন ও ফিত্নাদি সংঘটিত হবে। আর ওখানে শয়তানী দলসমূহের সৃষ্টি হবে)। এ থেকে বুঝা গেলো যে, হুযূর সাইয়্যেদে আলম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম-এর পবিত্র দৃষ্টিতে দাজ্জালের ফিৎনার পর নজদের (ওহাবী) ফিৎনাও ছিলো। এ কারণে তিনি তাদের সম্পর্কেও বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। তাছাড়া, মিশকাত শরীফ: ১ম খন্ড: কিতাবুল ক্বিয়াস-এ, মুসলিম শরীফ ও মিশকাত শরীফের : ‘মু'জিযাত শীৰ্ষক অধ্যায়ে'; ফাতাওয়া-ই শামীর ‘বুগাত' (বিদ্রোহী) শীর্ষক অধ্যায়ে এবং ‘সায়ফুল জব্বার ইত্যাদিতে এ ওহাবী সম্প্রদায়ের পরিচয়, তাদের নিষ্ঠুরতা ও নানা ধরনের ফিৎনা ছড়ানো ইত্যাদির বর্ণনা বিশদভাবে দেওয়া হয়েছে।
      con p/2

    • @TAMIMHASAN0777
      @TAMIMHASAN0777 8 місяців тому

      Abbasi o tar murid sob murkho

  • @ilovebangladesh4354
    @ilovebangladesh4354 3 роки тому +34

    বর্তমান সময়ের ভালবাসার আরেক নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ❤️❤️❤️❤️❤️

  • @sohelekclintmyfibaritebadb8300
    @sohelekclintmyfibaritebadb8300 4 роки тому +113

    আহলে সুন্নাত জিন্দাবাদ, আব্বাসসী হুজুরকে নেক হায়াত দান করুক আমিন

  • @Obaidul_Kabir
    @Obaidul_Kabir 3 роки тому +10

    আমি আগে আপনার ওয়াজ কখনো শুনি নাই..কিছুদিন দরে শুনে একটা জিনিস বুঝলাম আপনার জ্ঞানের পরিধি আল্লাহ অনেক দিয়েছেন। আসলে হকের পথে কম মানুষ থাকে, আর বাতেন এর পক্ষে অনেক বেশী মানুষ থাকে। এইটা বাবা আদম থেকে শুরু করে আমার নবীর আমলেও ছিলো। আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করূন। অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমিন।

  • @mdalijinna6078
    @mdalijinna6078 2 роки тому +19

    বাংলাদেশের আলেমদের মধ্যে একজন বিজ্ঞ আলেম হলেন হুজুর এনায়েতুল্লাহ আব্বাসি।তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের,সর্বপরি মুশলিম জগতের একজন উজ্জ্বল নক্ষত্র।

  • @ইসলামিকমিডিয়া-জ৯ভ

    ইয়া হাসান ইয়া হোসেন লাখো সালাম।🌹🌹🌹

    • @mdshanto9758
      @mdshanto9758 3 роки тому +1

      Husan name bul

    • @mdshanto9758
      @mdshanto9758 3 роки тому

      Bai Ami koyce Husan nam bul nam hoba Husain

    • @md.muzahid3773
      @md.muzahid3773 3 роки тому

      পাগল এটা কেন লিখছস

    • @jahidhasan8436
      @jahidhasan8436 2 роки тому +1

      ইয়া হাসাইন,ইয়া হোসাইন লাখো সালাম,

    • @jahidhasan8436
      @jahidhasan8436 2 роки тому

      @@md.muzahid3773 kno likse bujenna.

  • @mdaliahmed2338
    @mdaliahmed2338 4 роки тому +42

    বাঁচাও ইমাম বাঁচাও দেশ, ফুলতলীর আদেশ, আবাসী হুজুর জিন্দাবাদ।

  • @truehaque8808
    @truehaque8808 5 років тому +26

    100% সঠিক কথা বললেন।ঐতিহাসিক কথা !

  • @শহীদিকাফেলা-ত২ঢ

    আব্বাসি হুজুরের সঙ্গে আমি একমত হুজুর সঠিক কথা বলেছেন ইনশাআল্লাহ আমিন

  • @hasanchyhasan9275
    @hasanchyhasan9275 5 років тому +71

    আল্লাহ যেন সব সুন্নি আলেম দের হেফাজতে রাখেন

  • @ilovebangladesh1324
    @ilovebangladesh1324 4 роки тому +37

    আল্লাহ তায়ালা সকলকে সঠিক বুঝ দান করুন এবং সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমীন।

  • @havhav6200
    @havhav6200 4 роки тому +9

    এনায়েত উললা আববাসি সুননিয়াতের সিংহ আললা হায়াত বাড়া দিক আমিন

  • @Sheikh.Rayhan.10
    @Sheikh.Rayhan.10 4 роки тому +19

    হে আল্লাহ। আমাদের সবাইকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ি আমল করার তৌফিক দান করুন ( আমিন)

  • @ismailhossain1379
    @ismailhossain1379 4 роки тому +21

    মাশাল্লাহ সুন্দর বয়ান।

  • @mdalom-gu4wo
    @mdalom-gu4wo 4 роки тому +18

    আগে এই বক্তাকে ভাল লাগতো না আমার কাছে কিন্তু এখন তার অনেক আলোচনা আমার অনেক ভাল লাগে।কারন উনি এখন আর আগের মত কালো চশমা পড়ে আলোচনা করেন না।

    • @SkOnlinePoint
      @SkOnlinePoint 3 роки тому +2

      তার এক চোখে সমস্যা তাই কালো চশমা পরে।

    • @md.muzahid3773
      @md.muzahid3773 3 роки тому

      কথা ঠিক

  • @msrayhan3507
    @msrayhan3507 5 років тому +392

    এতো দলিলের দরকার নাই আমি বিনা দলিলে বিশ্বাস করি ইয়াজিদ কাফের কাফের কাফের কাফের কাফের

    • @aboalpasherb6691
      @aboalpasherb6691 5 років тому +11

      ধন্যবাদ আপনাকে লাখো সালাম।

    • @mdtanvirmomin3039
      @mdtanvirmomin3039 5 років тому +5

      Love you vaiya

    • @alauddinpatwary8432
      @alauddinpatwary8432 5 років тому +4

      Vai kivabe unk kafer bolen

    • @alauddinpatwary8432
      @alauddinpatwary8432 5 років тому +6

      উনি একজন সাহাবি হুজুর সাঃ আর শালার ছেলে
      উনি হুসাইন রাঃ কে দরে আন্তে বলছে মারতে বলে নাই
      মানলাম উনি মারতেই বলেছে কিন্তু মারলেই কেউ কাফের হই না গুনাগার হই উনি গুনাহ করছেন

    • @MdRobiul-ym3vp
      @MdRobiul-ym3vp 5 років тому +1

      @@alauddinpatwary8432 keno apni janen na,oni apnar ki hoy,

  • @mdshakilahmad3254
    @mdshakilahmad3254 2 роки тому +3

    মাশা-আল্লাহ প্রিয় শায়েখ আব্বাসি হুজুর জিন্দাবাদ 💚💪

  • @sheikhshahed3410
    @sheikhshahed3410 4 роки тому +39

    আব্বাসী হুজুরের মত কেউ এত প্রশ্নের উওর কেউ দিতে পারে নাই বাংলাদেশে ।

    • @sakinuzzaman7639
      @sakinuzzaman7639 4 роки тому

      Sheikh Shahed right...

    • @mdashikujjaman9013
      @mdashikujjaman9013 4 роки тому

      অতিরিক্ত জানার কারনেই আব্বাসী হুজুর ই শুধু মুমিন আর এই দেশের সব আলেম কাফের

  • @IslamicTVBD61
    @IslamicTVBD61 4 роки тому +19

    এজিদ কাফের কাফের কাফের এতে কোন সন্দেহ নাই

  • @monirismail803
    @monirismail803 3 роки тому +10

    প্রিয় শায়েক এনায়াতুল্লাহ আব্বাসি যা বলে। কুরআন ও হাদিস থেকে বলে। আপনার সুস্থাসতো কামনা করছি। আল্লাহ পাক এর কাছে আমিন

  • @alamin.malaysia8872
    @alamin.malaysia8872 5 років тому +116

    আব্বাছী হুজুর ঠিক কথা বলেছেন,,,,আরেক জন আলেম এবং নবিজীর পাগল আছিল নুরুল ইসলাম ফারুকি সাহেব ওনাকে আমি কোনো দিন ভুলবনা,,,,

    • @aboalpasherb6691
      @aboalpasherb6691 5 років тому +5

      হে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে লাখো সালাম।

    • @frommobile6017
      @frommobile6017 5 років тому +2

      যেমন হুযুর তেমন তার ছাত্র।
      দুটোই ভন্ড
      হুযুর মানলে হক্কানী আলেমদেরকে মানো।

    • @ইসলামীআলো-শ৮ছ
      @ইসলামীআলো-শ৮ছ 5 років тому

      একটা ভন্ড আব্বাসী

    • @iloveindia5229
      @iloveindia5229 5 років тому

      তুই আব্বাসির দালাল

    • @MdRobiul-ym3vp
      @MdRobiul-ym3vp 5 років тому +2

      Jara akhane baje comment korche,tara ajider pkkhe ache buja jay,

  • @md.miladunnabi8491
    @md.miladunnabi8491 4 роки тому +4

    মাশাআল্লাহ আব্বাসী হুজুর হল বাংলাদেশের জাকির নায়েক

  • @MamunMamun-ng7oo
    @MamunMamun-ng7oo 5 років тому +5

    শায়েখ আব্বাসি হুজুরকে খুব ভালোবাসি।

  • @mahamudurrahmanmishu797
    @mahamudurrahmanmishu797 4 роки тому +19

    100%সঠিক কথা বলে আব্বাসী হুজুর, সুন্নি জামায়াত ঐক্য প্রক্রিয়া এগিয়ে যান।

  • @NoorIslam-ee8uu
    @NoorIslam-ee8uu 5 років тому +34

    মাশাআল্লাহ
    আল্লাহ্ হুজুরকে নেকহায়াত দান করুন।

    • @mdrahat9067
      @mdrahat9067 5 років тому

      Jar moddhe jarra poriman ohongkar ace se kokhon jannat er gran o pabe na se ato pondit se ata jane na joto sob ghumrar dol

  • @kabirsultan6029
    @kabirsultan6029 3 роки тому +6

    আববাছি হুজুর
    ওনার ইমানি স্পিরিট আললাহ আরো বাড়িয়ে দিন
    আললাহ উনাকে আপনি কবুল করুন
    আমিন

  • @mawlanamd.sadaruddin3512
    @mawlanamd.sadaruddin3512 5 років тому +52

    আল্লাহ আব্বাসী হুজুরকে নেক হায়াত দারাজ করেন।

    • @mdjohiruddin3006
      @mdjohiruddin3006 5 років тому

      gaddasi magir pola re jobo kormu khankir polare

    • @sbpro9472
      @sbpro9472 5 років тому

      হা হা,,,,,গাঞ্জা গাছি,,😃😃😃

  • @mdshahidqatar7378
    @mdshahidqatar7378 5 років тому +31

    মারহাবা মারহাবা মারহাবা কাতার থেকে হুজুরকে অসংখ্য অসংখ্য মোবারক বাদ জানাচ্ছি

  • @mostafijurlaskar4069
    @mostafijurlaskar4069 2 роки тому +2

    আব্বাসি হুজুর বর্তমান সময়ে আমাদের কাছে সব থেকে গ্রহণ যোগগো, আমি ইন্ডিয়া থেকে বলছি,,,,,,,,,

  • @NoorIslam-ee8uu
    @NoorIslam-ee8uu 5 років тому +35

    আল্লাহ্ আব্বাসি হুজুরকে নেকহায়াত দান করুন।

  • @IdealAcademy5273
    @IdealAcademy5273 4 роки тому +14

    আব্বাসী হুজুর আমাদের স্বপ্ন জাতির অহংকার, তুমি যদি আব্বাসী হুজুরকে ভালবাসেন থাকো তাহলে একটা লাইক করো, আর যদি পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার একটা ছবি আমার জন্য অনেক উপকারী, তোমার মঙ্গল করুক, আমিন।

  • @mdmasumhasan9265
    @mdmasumhasan9265 5 років тому +19

    ভালোবাসা অবিরাম আব্বাসী হুজুর

    • @frommobile6017
      @frommobile6017 5 років тому +1

      এই ভালবাসাই একদিন জাহান্নামের পথ দেখিয়ে দেবে....

  • @shaheenchowdhury243
    @shaheenchowdhury243 4 роки тому +5

    আব্বাসী হুজুর খুব সুন্দর করে ওয়াজ করেন শুনতে ভীষণ ভালো লাগে !

  • @al-jubaersohan9625
    @al-jubaersohan9625 5 років тому +54

    ইয়াজিদের ব্যাপারে আপনাদের কথাগুলো ভাল লাগে

  • @mdsharifullislam7754
    @mdsharifullislam7754 4 роки тому +2

    আলহামদুলিল্লাহ কলিজাটা খুব সিতল হলো আমার বাবা এনাএ তুলাহ আব্বাসির ওয়াজ সুনে আমি ধন্য

  • @aiman007
    @aiman007 5 років тому +53

    আল্লাহ তায়া’লা হুজুরের হায়াত বারিয়ে দিন

    • @ZILLAT
      @ZILLAT 5 років тому +1

      আব্বাসিরে দেখলেই দাজ্জালের কথা মনে পড়ে যায়, আব্বাসির সাথে দাজ্জালের আকৃতিগত,বৈশিষ্ট্যগত ও চরিত্রগত একটা মিল আছে। দাজ্জালের যেমন একচোখ কানা,আরেকটা বড় থাকবে, পেট মোটা,বিশাল দেহী হবে আর ফেতনাবাজ আব্ববাসিরও তেমন দেখতে। মনে হয় আব্বাসিই সেই দাজ্জাল। আব্বাসি তুই..ঈ ফেতনাবাজ দাজ্জাল...

    • @mdmohebbullah8562
      @mdmohebbullah8562 3 роки тому

      যারা ইয়াজিদ এর মতো চরিত্র হীন, লম্পট ও বেইমান তারাই ইয়াজিদ কে নির্দোষ মনে করে।

    • @alihasan6812
      @alihasan6812 2 роки тому

      @@ZILLAT কিরে ইয়াজিদের বংশ ধর। বাপের নামে দূর্নাম শুনে গায়ে জ্বালা ধরে গেছে দেখি😅

  • @maynulhoque1480
    @maynulhoque1480 5 років тому

    Abbise howjair apnar onak sundhor waj alla apnar haiat dhan kuron

  • @ArifulIslam-hb1ut
    @ArifulIslam-hb1ut 5 років тому +186

    ইয়াজিদ কফের কাফের কাফের

    • @rabeyakhanom6378
      @rabeyakhanom6378 4 роки тому

      Hafjur o

    • @ArifulIslam-hb1ut
      @ArifulIslam-hb1ut 4 роки тому

      @@rabeyakhanom6378 জি

    • @mdashikujjaman9013
      @mdashikujjaman9013 4 роки тому +2

      @@ArifulIslam-hb1ut ভাই রে কাফের ফতুয়া দেওয়ার আপনি কে? সুন্নতি লেবাস পরে মুখে দাড়ি রেখে মুর্খতার পরিচয় দেওয়াটা বড্ড বেমানান

    • @jashimuddin4718
      @jashimuddin4718 4 роки тому +2

      আববাসি হুজুর নিজেকে বড় মনে করেন।আর হুজুরা কিছুই জানেনা।
      শয়তা বেশি জানতেন। আপনার মাজে অংকার করেন নিজেকে গভ করেন।

    • @sajanmiahnine2561
      @sajanmiahnine2561 4 роки тому

      ইয়াজিদ কাফের কাফের

  • @matsso4270
    @matsso4270 2 роки тому +1

    আমি মুসলিম ছিলাম ভগবানের কৃপায় এখন হরিনাম করি । ১২ বছর নামাজ পড়েছি তবুও উগ্র ইসলাম ধর্ম নোংরামি, হিংসা , অন্য ধর্মের প্রতি ঘৃনা মন থেকে সরাতে পারিনি , এখন সনাতন ধর্মে আসার জন্য আমার বাবা মা আর ভাইকে দাওয়াত দিয়েছি তাদের জন্য আশির্বাদ করবেন। যে প্রশ্নের সঠিক উত্তর ইসলাম দিতে পারেনি সৃস্টি কর্তা সনাতন ধর্মে আমার সব প্রশ্নের অবসান ঘটেছে মনে অপার আনাবিল প্রশান্তি কাজ করে । এসো কৃষ্ণ নাম করি সব হিংসার ধর্ম ত্যাগ করে ।

  • @smmedia8581
    @smmedia8581 5 років тому +26

    খুবই গুরুত্যপূর্ণ হাদিস,,,,,, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ

    • @selinabegum4869
      @selinabegum4869 5 років тому

      নবীর সেনা জিন্দাবাদ বলিস। ভোলার ঘটনার প্রতিবাদে। ঘরে বসে ছিলি কেন রে ধোকাবাজ মোল্লা?

    • @MdRobiul-ym3vp
      @MdRobiul-ym3vp 5 років тому

      @@selinabegum4869 bolay ki apni geche naki oni je jay na apni ki kore janlen

    • @smmedia8581
      @smmedia8581 5 років тому

      @@selinabegum4869 আপনি কোথায় ছিলেন সেদিন,

    • @smmedia8581
      @smmedia8581 5 років тому

      @@selinabegum4869 নামটা তো সুন্দর, কিন্তু মুখের ভাষাটা অভদ্র কেন?

  • @kaziabdullah593
    @kaziabdullah593 4 роки тому +9

    মাশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @mdismailmiah994
    @mdismailmiah994 5 років тому +17

    হুজুরের কথা ১০০% সঠিক

  • @ashekulrahaman2525
    @ashekulrahaman2525 2 роки тому

    আই লাভ ইউ মওলানা সাহেব আপনাকে আল্লাহ্ পাক আপনাকে অনেক হেদায়েত দিয়েছেন আমি আপনার ওয়াজ সারা রাত শুনি আমার হৃদয় ভরে গেছে আপনার ওয়াজ শুনে আমার বাড়ি ইন্ডিয়া আমার খুব ইচ্ছা হয় আপনার সথে কথা বলতে কিন্তু জানিনা কোনো দিন o হবে কি

  • @mdashraful5289
    @mdashraful5289 5 років тому +19

    আব্বাসি হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

  • @mamunhossain3864
    @mamunhossain3864 5 років тому +3

    হক কানী আলেমরা চুপ থাকেন না।আল্লাহ যথাযথ সময় মানুষের মাঝে পাঠাবেন
    এটা আল্লাহর মানুষের উপর দয়া।

  • @AlAmin-si6iw
    @AlAmin-si6iw 5 років тому +34

    আল্লাহ যেন প্রবিএ রমজান মাসে ও
    এজিদের এর কবরে যেন জাহান্নামে আগুন না বন্ধ
    করেন আমিন

  • @md.zahidulislam1926
    @md.zahidulislam1926 4 роки тому +5

    Sir, I am a university student. I don't have much knowledge about Islam. But it hurts me when someone says bad things about my Prophet and his ahalebayate. Thank you for speaking out against all these people. I pray for you... please carry on...

  • @afzaalkhan1235
    @afzaalkhan1235 5 років тому +12

    মাশা-আল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ সুন্দর আলছনা হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ ইবনে এজিদকে দুলাইয় করার জন্য ইবনে হাপিছ

  • @arefinsk921
    @arefinsk921 4 роки тому +4

    মারহাবা মারহাবা ইয়া রাসুল আল্লাহ সাঃ। ইয়া হোসেন ইয়া হোসাইন

  • @asadullahmanzarimangaldai7041
    @asadullahmanzarimangaldai7041 5 років тому +162

    হোছাইন জিন্দাবাদ

  • @abusayedrajon3914
    @abusayedrajon3914 5 років тому +1

    আব্বসী তুমি নাম্বার ১ পাগল। তুমি অহংকার কর,,,,,তোমাকে আল্লাহ হেদায়েত দান করুক,,,আমিন

  • @md.sharifulislam6551
    @md.sharifulislam6551 5 років тому +178

    জ্ঞানীরা অহংকারী হয়না, বিনয়ী হয়।
    জনৈক কবি বলেছেন, যে বলবে আমি সব জানি, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলবে তুমি কিছুই জানিনা।

  • @rajuahamedraju5280
    @rajuahamedraju5280 2 роки тому +1

    মাশা-আল্লাহ অসাধারণ সুন্দর আলোচনা শুনলাম প্রিয় শায়েখের 🌹💚🤔

  • @AbbasAli-qp8qw
    @AbbasAli-qp8qw 5 років тому +100

    ইয়াজিদ কাফের কাফের কাফের।।

  • @mdnesharuddin2247
    @mdnesharuddin2247 4 роки тому +1

    রাইট,রাইট,আমিও যতটুকু জানি তাতে ইয়াজিদ মুসলিম ছিল কিনা তাতে সন্দেহ আছে।

  • @smbchannel250
    @smbchannel250 5 років тому +5

    আব্বাসী হুজুর আছে বলেই সুন্নিয়ত ও সত্য টিকে আছে।

    • @taski_ah
      @taski_ah 5 років тому

      অন্ধ ভক্ত।

  • @ARRafiq-rw8pe
    @ARRafiq-rw8pe 2 роки тому

    আসসালামু আলাইকুম।।। এই রকম অহংকার মুলক কথা না বলে সবার মধ্যে একতাবদ্ধ হয়ে ইসলাম প্রচার করুন আমিন।।

  • @mdaltaf2693
    @mdaltaf2693 5 років тому +21

    আল্লাহুমা আমিন ইয়া রব্বাল আ- লামিন

    • @imrulkayes523
      @imrulkayes523 4 роки тому

      আব্বাসি হুজুর তো সারাদিন বলতে থাকে এই মিজানুর রহমান আজাহারি কাফের, ওমুক কাফের তমুক কাফের বেশিরভাগ হুজুর কে ওনি কাফের ফতুয়া দেয়। মুহাম্মাদ সাঃ বলেছেন তোমরা যেই লোকটাকে কাফের বললে সে যদি কাফের না হয়,তাহলে যে কাফের বলবে সেই কাফের হয়ে যাবে।

  • @muhammadzaid9353
    @muhammadzaid9353 5 років тому +4

    Allha abbasi hojur k hayate toiobah Dan korun amin ❤️

  • @raselmir6340
    @raselmir6340 5 років тому +9

    আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন।।

  • @pkkpkk4169
    @pkkpkk4169 3 роки тому +1

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ রীতি মধ্যে হুজুরের আলোচনা অনেক সুন্দর ভাবে তিনি করেছেন আমিন

  • @muktadir-official
    @muktadir-official 5 років тому +16

    বারাকাল্লাহু ফি হায়াতিক

  • @MdBadrulIslamLaskarMdBILaskar
    @MdBadrulIslamLaskarMdBILaskar 4 роки тому +5

    এনায়েতোললা আববাসী জিন্দাবাদ।

  • @kawcharahmed532
    @kawcharahmed532 5 років тому +13

    মারহাবা আব্বাসি হুজুর কে

  • @almanarstudio7036
    @almanarstudio7036 4 роки тому +1

    আমাদের চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ

  • @abdulhoque8899
    @abdulhoque8899 5 років тому +9

    Abbasi huzur jindabad jindabad Sunni jamat jindabad

  • @RajuAhmed20
    @RajuAhmed20 2 роки тому

    SO,VERY GOOD VIDEO...GOOD SHAREING..

  • @মুহাম্মাদতামিমুলইসলাম

    আলহামদুলিল্লাহ আব্বাসী হুজুর বারাকাল্লাহু ফি হায়াতী

    • @aponahmed6224
      @aponahmed6224 5 років тому

      তুই একজন আলেম হইয়া আরেকজন আলেম এর নাম এ বদনাম চালাস কেমন আলেম তুই,,,,সয়তান একটা

    • @aponahmed6224
      @aponahmed6224 5 років тому

      তরে পারা দিয়া মারুম বুজলি

  • @munnaunofficial2497
    @munnaunofficial2497 4 роки тому +2

    আপনারা দেখেন তো,,, এই বক্তার মাহফিলে হক্কানি আলেম কয় জন

    • @Glaxy79
      @Glaxy79 4 роки тому

      কাফের এজিদের দালাল

  • @golamazom3758
    @golamazom3758 5 років тому +6

    আসসালামুআলাইকুম আব্বাসী হুজুর সাহেব কে অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য তবে একটি আমার খুবই প্রয়োজন রুহুল মাআনী বইয়ের যে দলিলটা দেওয়া হল 25 খন্ড 309 পৃষ্ঠা ইয়াজিদ সম্পর্কে এই স্ক্রিনশটটা দিলে খুব ভালো হতো অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খাইরান

  • @ShahinAhmed-br3nw
    @ShahinAhmed-br3nw 4 роки тому +1

    Thanks both of you...I agree with you D. Abbasi Hujur is a great Scholar in the morden world.He is highly educated person.He has long education background. All the bangladeshi people watch his vedio. present anything easily.
    From Qatar and France

  • @mawlanamd.sadaruddin3512
    @mawlanamd.sadaruddin3512 5 років тому +15

    জৈনপুরশরিফ জিন্দাবাদ
    আহলুস্সুন্না জিন্দাবাদ
    আব্বাসী হুজুর জিন্দাবাদ

    • @selinabegum4869
      @selinabegum4869 5 років тому

      মওলানা, ধর্ম ব্যবসা ছেড়ে দে।

    • @mrriyazbro9790
      @mrriyazbro9790 5 років тому

      এক চোখ কানা জিদাবাদ

    • @mdsoad1705
      @mdsoad1705 5 років тому

      ভন্ড জিন্দাবাদ

  • @mdsharifullislam7754
    @mdsharifullislam7754 4 роки тому +4

    একদম সঠিক কথা বললেন আমার আব্বাসি বাবা মাসাহ আল্লাহ আমার বাবাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন আমিন

  • @maxraju2573
    @maxraju2573 5 років тому +15

    mashallah marhaba marhaba marhaba... sonni jamat jindabat marhaba marhaba

  • @sarwarsani7563
    @sarwarsani7563 2 роки тому

    হায় হুসাইন, হায় হুসাইন মাতম সারা দুনিয়ায়।
    কারবালার সেই রক্ত যেন ঝরছে সারা দুনিয়ায়।

  • @sohelahmed6171
    @sohelahmed6171 5 років тому +40

    ঠিক বলেছেন হুজুর

    • @muftitajulislamhabibee7535
      @muftitajulislamhabibee7535 5 років тому

      দালাল।

    • @sohelahmed6171
      @sohelahmed6171 5 років тому

      @@muftitajulislamhabibee7535 rights

    • @mdhumayunkabir6460
      @mdhumayunkabir6460 5 років тому

      ভাই নিচের লিংকের ভিডিওটা দেখেন। ইয়াজিদ সম্পর্কে পুরোপুরি সঠিক ধারণা চলে আসবে।
      ua-cam.com/video/sG5BsKGuowo/v-deo.html

  • @mdtaj8570
    @mdtaj8570 4 роки тому +1

    Unique Islamic lecture by Abbasi Bhai

  • @মদিনারগোলাম-ফ২থ

    MasaAllah. Marhaba

  • @Mdsalim-en6mg
    @Mdsalim-en6mg 3 роки тому +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

  • @nazrul_islam88
    @nazrul_islam88 4 роки тому +17

    অত্যাচারীরা অনুসারীদের ভুল পথ দেখায়
    ইরশাদ হয়েছে, ‘ফিরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎপথ দেখায়নি।’
    (সুরা : ত্বহা, আয়াত : ৭৯)

  • @alaminmunsidhasmina3131
    @alaminmunsidhasmina3131 9 місяців тому

    বাংলাদেশের মধ্যে একজন বিজ্ঞ আলেম এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর।

  • @mdsakhawat3716
    @mdsakhawat3716 5 років тому +10

    Masaallah

  • @mariyastone.3315
    @mariyastone.3315 4 роки тому +1

    আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন আমিন

  • @smbchannel250
    @smbchannel250 5 років тому +6

    আওলাদে রসূল আব্বাসী হুজুর ঠিক বলেছেন

  • @joshimkwt8544
    @joshimkwt8544 3 роки тому +1

    MY dear mualana abbasi you are talking the right go ahead bark Allah

  • @raju23511
    @raju23511 4 роки тому +33

    ইয়া‌জিদ কাফের।

  • @MdYousuf-dr7nx
    @MdYousuf-dr7nx 2 роки тому +1

    Masha Allah❤️❤️❤️❤️❤️

  • @AnNazatTv
    @AnNazatTv 5 років тому +12

    Masallah

  • @danger7909
    @danger7909 4 роки тому +3

    MashaAllah ❤️❤️❤️

  • @dewanvai8051
    @dewanvai8051 4 роки тому +3

    আল্লাহ হুজূরকে নেক হায়াত দান করুন।

  • @AbdusSalam-ze4cs
    @AbdusSalam-ze4cs 3 роки тому +2

    আন্তর্জাতিক বাংলাদেশ ইসলাম রক্ষা আন্দোলন পরিষদ, আন্তর্জাতিক হেফাজতে ইসলাম বাংলাদেশ, আন্তর্জাতিক খেলাফত মজলিস বাংলাদেশ সহ আমার পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাই। দলমত নির্বিশেষে বুঝার তাওফিক দান করুন। আমিন।

  • @babulshodagorbabulshodagor6626
    @babulshodagorbabulshodagor6626 3 роки тому +3

    মাশাআল্লাহ এনায়েত সাহেব হাদিসের বহুত কিছু জানে পন্ডিত বলা চলে।।

  • @AhmadAli-rn2ez
    @AhmadAli-rn2ez 4 роки тому +1

    ভাল লাগার মানুষ আপনি হুজুর

  • @mdeamin4143
    @mdeamin4143 5 років тому +28

    মাশা আল্লাহ

  • @abstv972
    @abstv972 3 роки тому

    Hujur apnake allahr jonno valobashi

  • @salimullha6094
    @salimullha6094 5 років тому +5

    ❤❤❤❤❤❤❤💓💓💓💖💖💖marhaba

  • @sabujsikder2614
    @sabujsikder2614 4 роки тому +1

    আসসালামুয়ালাইকুম আল্লাহুয়াকবার আল্লাহুয়াকবার কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ইনশাআল্লাহ