বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করবেন জেনে নিন - কোন সবজির ফলন বর্ষাকালে বেশি পাওয়া যায় - Vegetable

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করবেন জেনে নিন - কোন সবজির ফলন বর্ষাকালে বেশি পাওয়া যায় - Vegetable
    আজকে আমি আপনাদের জানাবো বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করা যায়, ফলন কেমন হয়।
    ফলন পেতে কতদিন সময় লাগে আর কোন সবজি চাষ করলে লাভমান হওয়া যায়।
    বর্ষাকালীন শাকসবজি চাষ করার জন্য আপনারা প্রথমেই উচু জমি নির্বাচন করবেন, কেননা বর্ষাকালে অনেক যায়গায় পানি জমে থাকে।
    বর্ষাকালে আপনারা চাল কুমড়া চাষ করতে পারেন, চাল কুমড়া দোআঁশ মাটিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়।
    তবে অব্যশই ভালো জাতের বীজ লাগি সঠিক সময়ে পরিচর্যা করতে হবে। এই সময়ে চাল কুমড়ার বাজার মূল্য বেশি পাওয়া যায়।
    বর্ষাকালে যেই সবজির সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় তার মাঝে বরবটি অন্যতম।
    বরবটি চাষ করার জন্য জমি খুব ভালো ভাবে চাষ দিয়ে নিবেন, প্রতি শতকে ১২৫ গ্রাম বীজের প্রয়োজন পড়ে।
    চারা বড় হলে মাচা বা বাউনি দিতে হবে। জমিতে পানির অভাব দেখা দিলে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিবেন।
    আগাছা পরিষ্কার রাখতে হবে। পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা অন্যান্য সবজির মতোই।
    আপনারা এই সময়ে করলা চাষ করতে পারেন, কেননা বর্ষাকাল হচ্ছে করলা চাষের সিজেন।
    করলা চাষ করার জন্য মাদা থেকে মাদার দুরুতব হবে ১.৫ মিটার আর প্রতিটা মাদায় ২ টি করে চারা রাখতে হবে।
    হাইব্রিড জাতের বীজ লাগালে অল্প সময়ের মাঝে করলা ধরতে শুরু করে।
    চরাঞ্চলের পলি মাটিতে মিষ্টি কুমড়া ভালো ফলন হয়। জৈব পদার্থ সমৃদ্ধ দোঁ-আশ বা এঁটেল দোঁ-আশ মাটি এর চাষাবাদের জন্য উত্তম।
    সঠিকভাবে পরিচর্যা করলে আর ভালো জাতের বীজ লাগালে মিষ্টি কুমড়ার ফলন আসতে সময় লাগে ৫০ দিন।
    আপনারা বর্ষাকালে আগাম শিম চাষ করতে পারেন, এই সময়ে বাজারে শিমের প্রচুর চাহিদা থাকে।
    আপনারা এই সময়ে ধুন্দুল চাষ করতে পারেন, ধুন্দুল প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায়।
    যদিও সারা বছর চাষ করা যায়, তবে বর্ষাকাল হচ্ছে চিচিঙ্গা চাষের সিজেন।
    আমাদের দেশে প্রায় সব এলাকাতেই ঝিঙ্গা চাষ করা হয়। সঠিক পদ্ধতিতে ঝিঙ্গা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়।
    বর্ষাকালের শেষের দিকে আপনারা আগাম লাউ চাষ করতে পারেন।
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 3

  • @HomayonKabir-dp5ho
    @HomayonKabir-dp5ho 18 днів тому

    ধন্যবাদ জানতে পারলাম

    • @KrishiPoribar
      @KrishiPoribar  16 днів тому

      আপনাকে ও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

  • @MdMazid-pu6fm
    @MdMazid-pu6fm 2 місяці тому +1

    আপনি কি কোনো দিন করলা চাষ করেছেন বললেন প্রতি শতাংশে ২৫ গ্ৰাম বীজ লাগে ৫ গ্ৰাম বীজের দাম কত জানেন কি