পাবদা মাছের ডিম সংগ্রহের পদ্ধতি।

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2023
  • পাবদা মাছের ডিম সংগ্রহের পদ্ধতি।
    হাউজ পদ্ধতিতে পাবদা মাছের ব্রুড মাছগুলোকে পি.জি. হরমোন দিয়ে ইনজেকশন করে সরাসরি পানির হাউজে ছাড়তে হয়। পানির কৃত্রিম ঝর্ণা দিয়ে স্রোতের সৃষ্টি করতে হয়। বিকেলে পাবদা মাছকে ইনজেকশন দিলে শেষ রাতে ডিম দেয়া শেষ হবে। ডিমগুলো হাউজের মাঝখানে জমা হবে। জমাকৃত ডিমগুলোকে সাইফন পদ্ধতিতে প্লাস্টিক গামলায় একসাথে তুলতে হয়।
    পদ্ধতিতেই পাবদা মাছের ডিম সংগ্রহ করা যায়। তবে হাপা পদ্ধতিতে ডিম সংগ্রহ টা সব থেকে ভালো। নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে যে, হাউজ পদ্ধতিতে ডিম দেয়ার পর পুরুষ পাবদা মাছ কিছু ডিম খেয়ে ফেলে। হাইজ পদ্ধতি, সাইফন পদ্ধতিতে প্লাস্টিকের গামলায় ডিমগুলোকে নিয়ে অন্য হাউজে বিছিয়ে দিতে হয়।হাউজের পানির উচ্চতা হবে ৪/৫ ইঞ্চি।
    এই অবস্থায় হাউজে ছিদ্রযুক্ত পাইপ দিয়ে ঝর্ণার ব্যবস্থা করতে হয়।। ২০ ঘন্টার মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চা হওয়ার ৩ দিনের মধ্যে ডিম্বথলী শোষিত হয়ে রেণু পোনায় পরিণত হয়। বাচ্চা ফুটে বের হওয়ার ২৪ ঘন্টা পর ডিম্বথলী থাকা অবস্থায় খাবার খেতে পারে। এরা স্বগোত্রভোজী তাই প্রতি ৩ ঘন্টা অন-র অন-র খাবার দিতে হয়।
    এই প্রক্রিয়ায় খুব সহজে পাবদা মাছের রেণু ফোটানো যায়।
    নতুন পাবদা মাছ এর পোনা কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন
    মোবাইল নাম্বার ~01643539531
    ইমু হোয়াটসঅ্যাপ~01919784031
    ফেসবুক পেইজ ~ / friendshiphachery2
    আমাদের হ্যাচারি ঠিকানা~দাউদপুর,তারাকান্দা,ময়মনসিংহ
    সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে মাছ নিতে পারবেন, আর আমরা ৬৪জেলাই হোম ডেলিভারি দিয়ে থাকি।

КОМЕНТАРІ •