সত্যি নাটক টা মনের মাঝে দাগ রেখে গেছে। সৎ পথের টাকা ধ্বংস হয় না আর সৎ ঘরের সন্তান নষ্ট হয় না, হয়তো কষ্ট থাকে। এই নাটকে জীবনের শিক্ষা আছে। ধন্যবাদ এই রকম জীবন মূখী নাটক তৈরির জন্য।
আবুল হায়াৎ আর মোশাররফ করিম এর যোগসূত্র টা দেখা হয়ে গেল এই প্রথম। এমন শিক্ষনীয় নাটক গুলো এখনকার সময়ে খুবই কম দেখা যায় ধন্যবাদ পরিচালক কে এমন একটি নাটক তৈরি করার জন্য। এর ধারা যেন অব্যাহত থাকে ধন্যবাদ
সকাল স্যার এতো সুন্দর নাটক পরিচালনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নাটকটা সত্যি দেখার মতো। মোশাররফ ভাইকে এবং মোমো আপুকে ধন্যবাদ জানাই সুন্দর অভিনয় করার জন্য। নাটক টিমকে ও ধন্যবাদ জানাই।
আমি WB থেকে। সত্যিই অসাধারণ নাটক। খুব ভালো দায়িত্ব পালন করেছে পূত্র ও পূত্রবধূ। সংসারজীবনে যতই বড় বিপদ আসুক না কেন।পরিবারের সঙ্গে বিপদের কথাটা শেয়ার করাই ভালো। অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই ও মম দিদিকে।
বাবার প্রতি শ্রদ্ধা আর পিতার বিশ্বাসের প্রতিদান দেওয়ার জন্য পুত্রবধূ নিজের স্বর্ণকার তার স্বামীর হাতে তোলে দিয়ে বলে তোমার বাবা কি আমার বাবা না,এই কথাটি অনেক পুত্রবধূ বুঝতে পারে না। অসাধারণ নাটক
কলকাতা থেকে দেখছি_ সত্যি বলতে এখানে এত সুন্দর নাটক বানাতে পারেনা, সব শুধু পারিবারিক দ্বন্দ কলহ এসব, বাংলাদেশের নাটক অনেক সুন্দর, আমি বাংলাদেশের নাটকের ফ্যান, খুব ভালোবাসা এই নাটকের পুরো টিম কে😊
ভারতীয় সকল নাটক দেখা থেকে বিরত থাকার জন্য আপনাকে অনুরোধ করছি । নাহলে পরবর্তীতে আপনার চিন্তা ধারা ও মানসিকতার পরিবর্তন হয়ে যেতে পারে । বেশি বাংলাদেশী নাটক দেখার অনুরোধ রইলো যাতে পর্যাপ্ত বিনোদন পান এবং আপানর মন মানসিকতা সুস্থ্য থাকুক । ধন্যবাদ,,,,
জাত অভিনেতা মোশারফ করিম,, এমন অভিনয় করে বুঝার ক্ষমতা নাই কোনটা অভিনয় R কোন বাস্তব,, প্রাণবন্ত অভিনয় দেখেই মনটা ভরে যায় - আর যদি সাথে জাকিয়া বারি মম থাকে তাইলে ত কোন কথাই নাই - ফাটাফাটি লাগে তাদের দুজনের জুটি
বাস্তবজীবনে এমন সহধর্মিণী পাওয়া পাওয়া আল্লাহর অশেষ রহমত,।মম অলয়েজ ফেবারিট♥♥♥। মোশারফ করিম মনেই ক্রিয়েটিভ ক্যারেকটার। পরিচালকে এবং! R টিভিকে ধন্যবাদ এতো সুন্দর ইসলামিক নাটক নির্মাণ ও প্রচার করার জন্য।
দেশের সব মানুষের শিক্ষা নেওয়া উচিৎ। বিশেষ করে মেয়েদের। সংসার করতে হয় কি করে। এবং তারাই ত্যাগ করে শুধু তারাই ভালোবাসার জায়গা পায়। অসাধারণ একটি নাটক দেখে মনটা তৃপ্তি পেলো
আর টিভি চ্যানেলকে ধন্যবাদ আমাদের এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে অসাধারন এবং পরিবারে কে অনেক ধন্যবাদ মোশারফ করিম এবং তার পরিবারের সবাইকে নিয়ে এত সুন্দর নাটক উপহার দিয়েছে এজন্য বলার ভাষা নেই
নাটকের গল্পের সাথে অভিনয়টা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে, ধন্যবাদ নির্মাতা সকাল আহমেদ স্যার। অভিনেতা মোশারফ করিম এবং মম খুব সুন্দর অভিনয় করে, এটা নতুন করে বলার মত কিছুই নাই,। ধন্যবাদ সকলকে।
অসাধারণ বাস্তব ভিত্তিক নাটক, খুব ভালো লাগলো, ধন্যবাদ মোশাররফ করিম সহ সকল শিল্প কলাকৌশল, তবে আবুল হায়াত অভিনয়ের খাতিরে ও যদি দাঁডি রাখতো, তাহলে নাটক টা আরও পরিপূর্ণতা পেতো।
অসাধারণ নাটক। আপনার নাটক আমি সব সময়েই দেখি। যদি এর থেকে সামান্য কিছু শিক্ষা বর্তমান সমাজে র ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়ে তবে বুঝবেন আপনার এবং যিনি এটি লিখেছেন তার জীবন সার্থক হবে।
মোশারফ ভাই যেকোনো চরিত্রে ডাইভার্ট হতে পারে সেটা নতুন করে বলার কিছু নেই। সকাল আহমেদ কে ধন্যবাদ এরকম বাস্তব একটি চিত্র স্বল্প সময়ে ব্যাপকভাবে তুলে ধরার জন্য।
মুসলমানের দেশে তো এরকম নাটক তৈরি করা দরকার অনেক ধন্যবাদ টিমের সকলকে
এই নাটক গুলো জাতীয় পুরস্কার পাওয়ার মত।মনে হয় ৯০দশকের গ্রাম বাংলার মানুষের বাস্তব কিছু কথা।
দুচোখের পানি ধরে রাখতে পারিনি,অসম্ভব অসাধারণ সুন্দর বাংলাদেশের বাংলা নাটক রচয়িতা কে অনেক অনেক ধন্যবাদ 💖👌
সেটা আমি,আপনি বুঝি কিন্তু বাংলার রমনীগন বুঝে না😪😪
সত্যি নাটক টা মনের মাঝে দাগ রেখে গেছে। সৎ পথের টাকা ধ্বংস হয় না আর সৎ ঘরের সন্তান নষ্ট হয় না, হয়তো কষ্ট থাকে। এই নাটকে জীবনের শিক্ষা আছে।
ধন্যবাদ এই রকম জীবন মূখী নাটক তৈরির জন্য।
এই জন্যই মোশাররফ করিম অভিনেতাদের মধ্যে সবার সেরা!!!
আবুল হায়াৎ আর মোশাররফ করিম এর যোগসূত্র টা দেখা হয়ে গেল এই প্রথম। এমন শিক্ষনীয় নাটক গুলো এখনকার সময়ে খুবই কম দেখা যায় ধন্যবাদ পরিচালক কে এমন একটি নাটক তৈরি করার জন্য। এর ধারা যেন অব্যাহত থাকে ধন্যবাদ
মমোর মতো অভিনেত্রী যুগে যুগে আসবেনা এক কথায় অসাধারন।
পৃথিবী বিখ্যাত নাটক এটি আমার মনে হয়, মোশাররফ করিম এর প্রতিভা কি আর বলবো আল্লাহ নিজ হাতে দান করেছেন।
সকাল স্যার এতো সুন্দর নাটক পরিচালনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নাটকটা সত্যি দেখার মতো। মোশাররফ ভাইকে এবং মোমো আপুকে ধন্যবাদ জানাই সুন্দর অভিনয় করার জন্য। নাটক টিমকে ও ধন্যবাদ জানাই।
কিছু নাটক চোখ দিয়ে নয়, মন এর চোখ দিয়ে দেখি😑
এটি তার একটি
সহমত ❤️❤️
এত সুন্দর একটা নাটক দেখলাম, সত্যিই মন ভরে গেল। সবাই এত প্রানবন্ত, অনবদ্য। ভারত🇮🇳🙏 থেকে অসংখ্য ভালোবাসা আর সম্মান জানাই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ ।
বাস্তবতার সাথে মিল রেখে এত সুন্দর একটি ইসলামিক নাটক করাতে, আর টিভিকে ধন্যবাদ।
এই জন্যই বাংলা নাটক সেরা। প্রেম পিরিতি ছাড়াও নাটক তৈরি করা যায়।
চোখে পানি চলে আসলো।এমন বাস্তবধর্মী নাটক শুধুমাত্র মোশাররফ করিম ই ফুটিয়ে তুলতে পারে।
আপনি ঠিক বলেছেন Love you boss
আমি WB থেকে। সত্যিই অসাধারণ নাটক। খুব ভালো দায়িত্ব পালন করেছে পূত্র ও পূত্রবধূ। সংসারজীবনে যতই বড় বিপদ আসুক না কেন।পরিবারের সঙ্গে বিপদের কথাটা শেয়ার করাই ভালো। অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই ও মম দিদিকে।
সমাজ ও জীবনকে বদলাতে এ ধরনের নাটক আরও বেশি বেশি চাই, সকাল আহমেদকে thanks. সকল শ্রেণির দর্শকদের উচিত এ ধরনের নাটককে আরও উৎসাহিত করা....
বস্তাপঁচা অবাস্তব প্রেমের নাটকের ভিড়ে অসাধারণ একটা বাস্তবধর্মী পারিবারিক নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।
বাংলা নাটক আমার কাছে
সবই অসাধারণ লাগে।
সব সময় বাংলা নাটকের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে
Bondu tomar natok ami sob chay besi deki
নাটুক টা দেখে খুব ভালো লেগেছে।চোখের পানি কথা বলে💯💯
মোশারফ করিম, মম ,পরিচালক সবাইকে ধন্যবাদ সুন্দর একটি নাটক দর্শকদের উপহার দিয়েছেন
অসাধারণ একটি নাটক বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন সন্তান এবং পুত্রবধূ হওয়া দরকার
প্রত্যেক ছেলেমেয়েকে আল্লাহ তৌফিক দিক তার বাবা মা কে হজ্জ করানোর।
আমীন 👏👏
Ameen...
Ameen 🤲
হজ্জের গুরুত্ব বা প্রয়োজন আর আছে কি?হজ্জের টাকার সঠিক বন্টন আর হয়না।এটাই ছিল বড়ো উদ্দেশ্য।সেটা ব্যহত হয়েছে অনেক আগেই।
Amar cokher pani coila asche natok ta dekhe …allah jeno amaro taofik dan koren amin ..amio jeno amar maa babar hojer bebosta korte pari amin
অসাধারণ সুন্দর একটা গল্প জার থেকে আমাদের অনেক কিছুই শিখার আছে
আল্লাহর কাছে একটিই চাওয়া জীবনে যেন এ রকম একটা জীবন সঙ্গীনি পাই
ভাই আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক
দোয়া, দোয়া
ইনশাআল্লাহ ভাই
আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক🤲
আল্লাহর উপর ভরসা রাখুন।আল্লাহর রহমতে অবশ্যই পাইবেন। আল্লাহ আপনার মনের সকল নেক আশা পূর্ণ করুক। দোয়া করি 🤲
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ১ টা নাটক
কষ্ট শুধু তুমি একাই করবা এমন কথা বলার মত জীবনসঙ্গী আজ খুঁজে পাওয়া অসম্ভব নাটকেরওই জায়গাটায় অনেক হিট লাগলো
I do agree. Thanks
বাবার প্রতি শ্রদ্ধা আর পিতার বিশ্বাসের প্রতিদান দেওয়ার জন্য পুত্রবধূ নিজের স্বর্ণকার তার স্বামীর হাতে তোলে দিয়ে বলে তোমার বাবা কি আমার বাবা না,এই কথাটি অনেক পুত্রবধূ বুঝতে পারে না। অসাধারণ নাটক
আজ পর্যন্ত কোন শ্বাশুড়ি কে দেখি নাই পুত্রবধু কে নিজের মেয়ের মর্যাদা দিছে। শুধু বউ দের দোষ এর কিছু নাই
@@bangtvworld ছি ছি ছি এইটা কি বললেন আপনার চোখে হয়তো আপনার মা বাবার চেয়ে বউ বড় তাই এমন কথাটা বলতে পারলেন ধিক্কার জানাই আপনাদের মতো কুলাঙ্গারদের প্রতি
@@MehediHasan-yd1xp গাজা খাইছেন? আপনার মা ও কারো বউ, আপনার বাপ ও কারো স্বামী। এইটা আগে মাথায় রাখবেন।
Best natok.
বাবার প্রতি ছেলের এ রকম ভালোবাসা বাস্তবে থাকা উচিৎ
এরকম বউ পাওয়া সৌভাগ্যের ব্যাপার, আললাহ তুমি সবাইকে এমন ও নেককার বউ দান করো আমিন
ভাই আমি,জানি,বিয়ে,করবনা,তবে,আমি,জুদি,এমন,বউ,পাই,তবে,বিয়ে,কর,ব,ভাই,জান,আমার,জন,দোয়া,করবে,কেমন,🌱🌱🌱🌱👍👍
It's also very difficult to find rightous husband in the world.
অসাধারণ ম্যাবায়,,,,,সেরা দশের মধ্যে এই নাটকি রয়ে গেলো,,,,সকাল আহমেদ আপনার নাটক গুলি খারাপ হয়না,,,,মোশাররফ করিমকে ম্যাবায় বলেছি,,,,,এই নাটকটা এনাকেই মানায় এই ভাবনাটা আপনার ভালো ছিলো সকাল আহমেদ 🤍🤍🤍
মোশাররফ করিম আর মম সম্ভবতঃ শ্রেষ্ঠতম অভিনেতা অভিনেত্রী জুটি। অনবদ্য নাটক। 👍
কলকাতা থেকে দেখছি_ সত্যি বলতে এখানে এত সুন্দর নাটক বানাতে পারেনা, সব শুধু পারিবারিক দ্বন্দ কলহ এসব, বাংলাদেশের নাটক অনেক সুন্দর, আমি বাংলাদেশের নাটকের ফ্যান, খুব ভালোবাসা এই নাটকের পুরো টিম কে😊
ভারতীয় সকল নাটক দেখা থেকে বিরত থাকার জন্য আপনাকে অনুরোধ করছি । নাহলে পরবর্তীতে আপনার চিন্তা ধারা ও মানসিকতার পরিবর্তন হয়ে যেতে পারে ।
বেশি বাংলাদেশী নাটক দেখার অনুরোধ রইলো যাতে পর্যাপ্ত বিনোদন পান এবং আপানর মন মানসিকতা সুস্থ্য থাকুক ।
ধন্যবাদ,,,,
Same to you.
proud of you dear
নিশ্চয় তোমার মনটা অনেক রোমান্টিক
Amio... Burdwan theke
ধর্মীয় মূল্যবোধের নাটক এখন আর দেখতে পাওয়া যায় না৷ দেখে খুব ভালো লাগলো৷ আরোও চাই৷
ধন্যবাদ মোশাররফ করিম।
ধন্যবাদ সকাল অাহমেদ।
অপূর্ব ,,,নিশু ভালো অভিনয় করে। কিন্তু মোশাররফ করিমের কাছে যেতে আরো সময় লাগবে।
যার যার জায়গায় সে সে লেজেন্ড, কাকে ছোট করে দেখার উপায় নেই
রাআট বলছেন ভাই ৷
Right
@@mdeduabroad4776 লিজেন্ড কি জিনিস সেটা নিয়ে আগে গভেষনা করেন, তারপর না হয় শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে বুঝতে পারবেন।
যেতেই পারবে না মোশাররফ পুরো একটা পৃথিবী আর বাকিরা এক একটা নির্দিষ্ট গন্ডি
ধন্যবাদ সবাইকে এমন একটি সুন্দর নাটক উপস্থাপন করার জন্য
আমার বাবা-মা কেউ নেই আমি জানি আমি কত অসহায় এই পৃথিবীতে সবথেকে ও মনে হয় কেউ নেই ভালো থাকুক পৃথিবীর সব বাবা-মা
Ameen ❤️
প্রতিটা সন্তান বাবা মায়ের প্রতি সঠিক দায়িত্ব পালন করা কর্তব্য আর যারা হজ্জ নিয়ে মানুষ কে হয়রানি করে আল্লাহ তাদের কে হেদায়েত দান করুক৷
জাত অভিনেতা মোশারফ করিম,, এমন অভিনয় করে বুঝার ক্ষমতা নাই কোনটা অভিনয় R কোন বাস্তব,, প্রাণবন্ত অভিনয় দেখেই মনটা ভরে যায় - আর যদি সাথে জাকিয়া বারি মম থাকে তাইলে ত কোন কথাই নাই - ফাটাফাটি লাগে তাদের দুজনের জুটি
💯 রাইট
Sotti tai
খুব সুন্দর একটা নাটক উপহার দিয়েছেন ,
অনেক অভিনন্দন মোশারফ করিম ❤️
( ভারতের শিলিগুড়ি থেকে দেকলাম )
এই না হলে নাটক? এই রকম ছেলে আর ছেলের বৌ যদি আল্লাহ্ প্রতিটি ঘরে ঘরে দিতো তবে প্রতিটি বাবা মায়ের জীবন ধন্য হয়ে যেতো।
আমার মা বাবা নেই নাটক টা দেখ বাবা মাকে খুব মিস করতেছি আল্লাহ আমার মা বাবাকে জান্নাত নসিব করুক
পরিস্থিতি যে কোন সময় পরিবর্তন হতে পারে,
জীবনে কাউকে কষ্ট দিওনা।
আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকে ও বেশি শক্তিশালী।
100% সঠিক কথা আল্লাহ্ সবাইকে বুজার মত তৌফিক দান করে যেন
এক দোম ঠিক কথা
hi
Right
খুব সত্যি কথা
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, অসাধারণ একটি নাটক। এই নাটকের সাথে যারা জড়িত তাদের সকলকে আমার অন্তরের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এই রকম একটা জীবন সঙ্গিনী চাই।🥰আল্লাহ তুমি আমাকে দিও😇
আল্লাহ কাছে নামাজ পড়ে দোয়া পাঠ করে চাইলে আল্লাহ দিবেন...ত্রইটা বিশ্বাস রাখিয়েন!
নাটকতে নাটকই।
মহান আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করুন আমীন 🤲
তোমার ইচ্ছা পূর্ণ হোক
বাস্তব জীবনে দুই বার বিয়ে করেছে, তিন বিয়ে করার পথে, নাটক আর বাস্তবতা এক নয়।
আমি কোলকাতায় থাকি। চিএ্যনাটক অনেক সুন্দর। প্রত্যেক এর অভিনয় খুবই মনে দাগ কেটে যায়।।
বাংলাদেশের নাটক কোন তুলনা হয়না আর মোশারফ বস নাটক অসাধারণ
অনেক দিন পর একটা ভালো নাটক দেখলাম। ধন্যবাদ পরিচালক স্যার কে।
মনটা খুশিতে ভরে ওঠে, বাবা-মাকে হাসতে দেখলে।অন্তর থেকে কান্না চলে আসে,আসুন আমরা সবাই বাবা-মাকে ভালোবাসি।
এক কথায় অসাধারণ শেষ পর্যন্ত চোখের পানি চলে আসলো।
ছোট বেলা থেকে বাবাকে দেখিনাই,, আমার" মা" কে আমি একবার হজ্জ করাইতে চাই, আল্লাহ পাক যেনো আমার আশা পূরণ করে।
ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক
এই কামনা করি।
@@mahmudrakib4416 😭😭
আমিন
ভাই আমার এরিকম আশা আপনার মতো
@@taizuddinchowdhury9293 💞
সেরাদের সেরা ত্রকজন অভিনেতা মোশারফ করিম ৷যার তুলনা কারো সাথে হয় না ৷ভালবাসা অভিরাম প্রিয় বস ৷মোমো মোশারফ অসাধারন জুটি ৷
দ্বিতীয় মোশারফ করিম আর জন্ম নেবে না। অসাধারন অভিনয় প্রতিভা যা আমাকে আবেগতারিত করেছে। চোখে পানি এনেছে। বুঝিয়ে শেষ করতে পারবনা একজন মোশারফ করিমের কথা
অসাধারণ অভিনেতা, প্রানের মক্কা মদিনা, একবার হলে ও যেতে ছাই, হে আল্লাহ সম্সত গুনা মাফ করে দাও, হে আল্লাহ খাচ দিলে বলছি হজ করতে ছাই, কবুল করার মালিক তুই আল্লাহ, আমিন।
মোশারফ করিম ভাই সমাজের বাস্তবতা চরিত্র তুলে ধরেছেন।অনেক সুন্দর হয়েছে।কিন্তু শেষটা একটু বেশি কষ্ট লেগেছে।
বর্তমানে মানুস বোকা নেই ভাই প্রতারিত হওয়ার জন্য, তাও শিক্ষিত লোকদের,,,
ূ
@@ShahidulIslam-ee1kk ূএ
@@ShahidulIslam-ee1kk হাজার হাজার শিক্ষিত মানুষ প্রতিনিয়ত ধোকা খাচ্ছে প্রতিদিন।
অসাধারণ অসম্ভব সুন্দর একটা নাটক কিছু বলার নেই বলার ভাষা হারিয়ে ফেলেছি ধন্যবাদ পরিচালক মোশারফ করিম মম আবুল হায়াত এবং এই নাটকের সংশ্লিষ্ট সবাইকে।
বাস্তবতার সাথে মিল রেখে এত সুন্দর নাটক। লিখেছেন সত্যি মুগ্ধ হলাম নাটকটি দেখে। সেই সাথে পরিচালককে অসংখ্য ধন্যবাদ।
বাস্তবজীবনে এমন সহধর্মিণী পাওয়া পাওয়া আল্লাহর অশেষ রহমত,।মম অলয়েজ ফেবারিট♥♥♥। মোশারফ করিম মনেই ক্রিয়েটিভ ক্যারেকটার। পরিচালকে এবং! R টিভিকে ধন্যবাদ এতো সুন্দর ইসলামিক নাটক নির্মাণ ও প্রচার করার জন্য।
Mosharaf manei alada kichu. Love you boss from India🇮🇳
দেশের সব মানুষের শিক্ষা নেওয়া উচিৎ। বিশেষ করে মেয়েদের। সংসার করতে হয় কি করে। এবং তারাই ত্যাগ করে শুধু তারাই ভালোবাসার জায়গা পায়। অসাধারণ একটি নাটক দেখে মনটা তৃপ্তি পেলো
শিল্পবিকাশে বাংলা নাটকের অবদান অনেক।মনকে নাড়া দিয়ে বাস্তবতাকে জানান দিয়ে নাটকটি থেকে অনেক কিছু শিখার আছে।
নাটক তো সবাই বানায় কিন্তু বাস্তবের সাথে মিল রেখে নাটক বাড়ানোর মজাই আলাদা ধন্যবাদ মোশারফ করিম ও পরিচালক সবাইকে ঈদের সেরা নাটক
আর টিভি চ্যানেলকে ধন্যবাদ আমাদের এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে অসাধারন এবং পরিবারে কে অনেক ধন্যবাদ মোশারফ করিম এবং তার পরিবারের সবাইকে নিয়ে এত সুন্দর নাটক উপহার দিয়েছে এজন্য বলার ভাষা নেই
ধন্যবাদ নাটকের সবাই কে ইসলামিক নাটক উপহার দেয়ার জন্য। আলহামদুলিল্লাহ
চখে পানি কখন আসলো বুঝতেই পারলাম না, আব্বার কথা মনে পডে গেলো । পৃথিবীর সকল বাবা ভালো থাকুল ।
আর এমন একটি মার্জিত নাটক উপহার দেয়ার জন্য ধন্যবাদ
চোখের পানি কখন চলে আসলো বুঝতেই পারলাম না,আমি তো সেই তিন মাস বয়সই বাবা থেকে ও নেই আমার কাছে হারিয়েছি বাবা ডাকের মধুর শব্দ টাকে
বাংলাদেশের নাটক সারা দুনিয়ার সেরা নাটক
নাটকের গল্পের সাথে অভিনয়টা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে, ধন্যবাদ নির্মাতা সকাল আহমেদ স্যার। অভিনেতা মোশারফ করিম এবং মম খুব সুন্দর অভিনয় করে, এটা নতুন করে বলার মত কিছুই নাই,। ধন্যবাদ সকলকে।
মোশাররফ করিম ভাইয়ের সমাজবান্ধব নাটকগুলো এখন বেশিই ভালো লাগে।
মোসারফ ভাই এবং জাকিয়া বারি মম দারুন জুটি হয়ছে, আমার অনেক ভাল লাগলো, দারুন অভিনয়
মোশাররোফ করিম ভাই আর এই নাটকের সাথে যারা যরিত তাদের সবাইকে সালাম জানাই
আমার দেখা সেরা নাটক এইটি বাস্তব জীবনের কাহিনী তুলে ধরেছে নাটকটিতে
মোসারফ করিম আর মম আপুর জুটির নাটক গুলো অনেক ভালো লাগে
হ্যা,,,,মোশাররফ ও মমো বেস্ট জুটি ❤️❤️
নাটকটা অস্বাধারণ ছিলো। অার এরকম নাটক শুধু মোশারফ করিমকে দিয়েই সম্ভব
জীবনের শেষ প্রান্তে কিছু ইচ্ছা অসমাপ্ত থেকে যায় ।।।।।
অসাধারণ নাটক,, দেখে ভালো লাগলো দুনিয়ার মানুষ কে কেমন হয় বাস্তব দৃশ্য ফুটে উঠেছে দারুন
*_মোশাররফ করিম এবং মোমো,,, প্রত্যেকটা বাস্তব সম্যতো নাটকের সেরা জুটি..💖💖💖💓💓💓💗💗💗_*
Right tisha mosrafer juti momo eber dokhol korlo tisha mosrafer songo chere vul koreche tai tisha ekhon flop amader India ekhon mosrafer bhokto
অসাধারণ বাস্তব ভিত্তিক নাটক, খুব ভালো লাগলো, ধন্যবাদ মোশাররফ করিম সহ সকল শিল্প কলাকৌশল, তবে আবুল হায়াত অভিনয়ের খাতিরে ও যদি দাঁডি রাখতো, তাহলে নাটক টা আরও পরিপূর্ণতা পেতো।
ভাই এই হালায় মরলে ও দারি রাখবে না।
মোসারফ বস একখান জিনিস রে ভাই
বস মানে দারুন কিছু
মোশাররফ ও হায়াত সাহেব খুবই উঁচু মানের অভিনেতা
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামীন দুইবার পবিত্র ওমরা হজ্ব করার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ আগামী মাসে আরেকবার যাবো
😢আমরা সব মুসলিমরা চাই একবার হলেও হজ করার তৌফিক আল্লাহ যেন দেয় ❤️
জাত অভিনেতা মোশারফ করিম,, এমন অভিনয় করে বুঝার ক্ষমতা নাই কোনটা অভিনয় R কোন বাস্তব,, প্রাণবন্ত অভিনয় দেখেই মনটা ভরে যায় -
অসাধারণ নাটক। আপনার নাটক আমি সব সময়েই দেখি। যদি এর থেকে সামান্য কিছু শিক্ষা বর্তমান সমাজে র ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়ে তবে বুঝবেন আপনার এবং যিনি এটি লিখেছেন তার জীবন সার্থক হবে।
দেখা শুরু করলাম।অবশ্য ভালো হবে নাটক টা আসা করি😊😊
এত সুন্দর নাটক এর আগে কখনো দেখিনি আমি ধন্যবাদ মোশারফ করিম ভাইকে ধন্যবাদ পরিচালক
নাটকটা দেখে কমেন্ট না করে থাকতে পারলামনা অনেক অনেক ধন্যবাদ পুরো টিমকে। ধন্যবাদ জানায় Rtvকে
ইদানিং মোশারফ ভাইয়ের সব নাটক অসাধারণ হয়েছে 💖💖💖💖Love you baijan amra erokom natok aro cai
আসলে বাংলাদেশের সকল অভিনেতাই এমন ভালো যে যখন যার নাটক দেখি তখন তাকেই সেরা মনে হয়
মোশারফ ভাই যেকোনো চরিত্রে ডাইভার্ট হতে পারে সেটা নতুন করে বলার কিছু নেই। সকাল আহমেদ কে ধন্যবাদ এরকম বাস্তব একটি চিত্র স্বল্প সময়ে ব্যাপকভাবে তুলে ধরার জন্য।
গল্পটা সত্যিই অসাধারণ ছিলো....ধন্যবাদ ভালো গল্প বাছায়ের জন্য, সকাল অাহমেদ কে....
অসাধারণ অসাধারণ অসাধারণ❤️❤️❤️
সত্য অসাধারণ নাটক,,,,এমন নাটক সব সময় উপহার দেয়া হোক,,এটা আমরা সবাই চাই,,নাটকের সবাই কে অভিনন্দন,,,
এই রকম একটা জীবন সঙ্গীনি পেলে জীবন ধন্য।
অনবদ্য অভিনেতা মোশাররফ করিম।
বাস্তবতার সাথে মিল রেখে এত সুন্দর একটি ইসলামিক নাটক করাতে, আর টিভিকে ধন্যবাদ।মমোর মতো অভিনেত্রী যুগে যুগে আসবেনা এক কথায় অসাধারন
কি লেখব বাসা খুঁজে পাইনা অসাধারণ হয়েছে ধন্যবাদ
সত্যিই অসাধারন ছিলো।। অভিনয় জিনিসটা হার মানে আপনার কাছে
বাঁশির সুরটা কয় সবশেষে আল্লাতালা যা করে ভালোই করে। আমার আব্বা ও নাই,চোখের কনে শুধু পানিটাই জমে, আর টপ টপিয়ে পারে।নাটক টা সেই মনের মতো।
বাস্তবতার সাথে মিল রেখে এত সুন্দর একটি ইসলামিক নাটক করাতে, আর টিভিকে ধন্যবাদ।
Frauds have no religion.
নাটকটিতে অনেক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে নাটকটি খুব ভালো হয়েছে
বদলে যাওয়া মানুষ আর শেষ প্রান্তে এই দুইটা নাটক মনে দাগ কাটলো।
Right
রাইট
আহা জীবন নাটক টা দেখেন মোশাররফ করিমের
Right
@@SingleLifeGoodBoy khub sundor koreche..mosraf bhai maney fatafati