দুরন্ত শৈশব || A troubled childhood || হারিয়ে যাওয়া ছোটবেলা ||
Вставка
- Опубліковано 23 січ 2025
- পড়ছে মনে, স্কুল শেষে ঘরে ফেরা
মনে মনে কত স্বপ্নের জাল বুনে,
ধুলো মাখা পথে,
ছুটে যেতাম দল বেঁধে।।
পড়ছে মনে, ফেলে আসা বিকেল
বন্ধুরা মিলে কত আড্ডা ঘোরাফেরা,
ধুলো মাখা পথে,
ছুটে যেতাম দল বেঁধে।।
কখনো বাতাসে
উড়িয়েছি ঘুড়ি
গ্রীষ্মের দুপুরে
করেছি আম চুরি
ধুলো মাখা পথে,
ছুটে যেতাম দল বেঁধে।।