ভারতের গভীর ষড়যন্ত্র বিদ্যমান, যা করতে পারে ও যা হতে পারে। সরকারের কাজ কি, হচ্ছেটা কি!

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ভারতের গভীর ষড়যন্ত্র বিদ্যমান, যা করতে পারে ও যা হতে পারে।
    সরকারের কাজ কি, হচ্ছেটা কি!!
    ড. মোস্তফা সরোয়ার
    এমিরিটাস অধ্যাপক ও সাবেক ভিসি, যুক্তরাষ্ট্র।
    অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
    চেয়ারম্যান, জানিপপ।
    এডঃ গৌবিন্দ চন্দ্র প্রামানিক
    মহাসচিব, বাংলাদেশ হিন্দু মহাজোট।
    ড. মারুফ মল্লিক
    সম্পাদক, দ্যা মিরর এশিয়া।

КОМЕНТАРІ • 257

  • @SalamAbdul-nm7jq
    @SalamAbdul-nm7jq 8 днів тому +13

    ধন্যবাদ আপনি সঠিক কথা বলেছেন আমরা চাই বাংলাদেশের প্রতিটি নাগরিক সামরিক ট্রেনিং নেয়া উচিত এটা সরকার অনুমতি দিলে সেনাবাহিনী এটা কার্যকর করতে পারে

  • @HarunurRashid-tl7bv
    @HarunurRashid-tl7bv 8 днів тому +32

    আমরাও তৈরী আছি ভারতের সাথে যুদ্ধের জন্য, ইন'শা'আল্লাহ।

  • @rafiaruma3683
    @rafiaruma3683 8 днів тому +8

    এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্য থাকাটা খুবই জরুরী।দলমত নির্বিশেষে সবাইকে এক সাথে কাজ করতে হবে। এবং আলাপ আলোচনা করে এগিয়ে যেতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে!

  • @MdMohiuddinKazi-y8u
    @MdMohiuddinKazi-y8u 8 днів тому +11

    সাগর সাহেব মোস্তফা স্যারের কথা গুলো সরকারকে শোনানর ব্যাবস্থা করে দেন তাড়াতাড়ি!!! তার কথা গুলো এই মুহুর্তে গুরুত্বপুর্প। ধন্যবাদ 🎉🎉

    • @tislam1786
      @tislam1786 8 днів тому

      71'TV Channel a Ai Mostofa Dalal ar Dalali ato olpo shomoye Vule gelen? UA-cam a ache, abar dekhe Nen.

  • @s.m.golamrobbani1307
    @s.m.golamrobbani1307 8 днів тому +7

    একজন ও যেন বিচারের বাইরে না থাকে। কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ।

  • @TajulIslam-ck6ol
    @TajulIslam-ck6ol 8 днів тому +7

    বাংলাদেশের উচিৎ হবে এই মুহূর্তে পূর্ব প্রস্তুত থাকার দরকার এবং যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর তাদেরকে সাময়িক প্রশিক্ষক দেওয়া প্রয়োজন।

  • @BdVoic
    @BdVoic 8 днів тому +12

    ইন্ডিয়া যদি বাংলাদেশের প্রতি আঙ্গুল তুললে,তাহলে ইন্ডিয়া ও টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা নব্বই ভাগ।

    • @MotoG42-f5c
      @MotoG42-f5c 8 днів тому

      ৯০ না ১০০ ভাগ ইন্ডিয়া পানজাম হায়দারাবাদ ও সেভেন সিস্টার ও কলকাতা অনেক আগে থেকে তারা চেষ্টা করছে আলাদা হবার কনো সহযোগিতা পাচ্ছে না তারা কাসমির ও তামিল নারু তো আছে এগুলো তো বাদ দিলাম অনেক আগে থেকে ১০ টা প্রদেশ চেষ্টা করছে আালাদা হবার একটা সুযোগ পেলে হবে

  • @mdsaifulislam-zo3qz
    @mdsaifulislam-zo3qz 8 днів тому +15

    আমি যখন ফেলানির লাশ টা ঝুলিয়ে রাখা দেখি তখন নিজেকে যুদ্ধের জন্য প্রসতু করি

  • @mdsaifulislamkhan7733
    @mdsaifulislamkhan7733 8 днів тому +2

    মোস্তফা স্যারকে অনেক ধন্যবাদ, বাধ্যতামূল সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য। রেডি করতে হবে কথা বলার জন্য।আর এটা করা। হোক

  • @MdMohiuddinKazi-y8u
    @MdMohiuddinKazi-y8u 8 днів тому +11

    মোস্তফা স্যরের কথা খুবিই গুরুত্বপুর্প সরকারের শোনা উচিৎ।

  • @shamsunsartcraft.2639
    @shamsunsartcraft.2639 8 днів тому +9

    ইউনুস স্যারকে মোস্তফা সরোয়ার স্যারের পরামর্শ গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

  • @প্রবাসীস্কুল

    অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার মাধ্যমে যারা বক্তব্য দিয়েছেন তারা প্রত্যেকেই বাস্তবতা নিয়ে কথা বলেছেন।
    আর বিশেষ করে আমাদের এ সংকটময় মুহূর্তে কি করতে হবে তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
    ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ 🌹❤️🌹❤️🌹❤️

  • @sharifmhiah7512
    @sharifmhiah7512 8 днів тому +4

    আমাদের দেশের তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক

  • @asadujjaman6685
    @asadujjaman6685 8 днів тому +1

    মোস্তফা স্যারের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে সরকারের আমলে নেওয়া উচিত বলে আমি মনে করি

  • @mdsafiulbarishohag6392
    @mdsafiulbarishohag6392 8 днів тому +26

    রাজনাথ সিং এর কথাতে ইসরাইলের ফিলিস্টিনের প্রতি আগ্রাসন,রাশিয়ার ইউক্রেনের প্রতি আগ্রাসন দিয়ে ইন্ডিয়ার বাংলাদেশের প্রতি আগ্রাসনের ইঙ্গিত দেয়া হতে পারে।

    • @Md.TowhidAhasan-m6k
      @Md.TowhidAhasan-m6k 8 днів тому +1

      আমারও তাই মনে হয়েছে

    • @RafiqulIslam-s7q
      @RafiqulIslam-s7q 8 днів тому

      ফিলিস্তিনের পক্ষে ডঃ ইউনুস সাহেব খুবই সোচ্চার।

    • @RafiqulIslam-s7q
      @RafiqulIslam-s7q 8 днів тому

      বাংলাদেশকে মায়ানমারের মত তিন ভাগে ভাগ করে নিবে ভারত চীন ও আমেরিকারা।

    • @Md.TowhidAhasan-m6k
      @Md.TowhidAhasan-m6k 8 днів тому

      @@RafiqulIslam-s7q ফিলিস্তিন এর পক্ষে কথা বলায় কি বুঝাতে চাচ্ছেন ???? আর আপনার সাথে কি ভারত, চীন, আমেরিকা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে?বাংলাদেশী হলে নাগরিক হিসাবে আপনার আমার ভূমিকা কি হওয়া উচিত??

    • @kawsaralmamun48
      @kawsaralmamun48 8 днів тому

      ভদ্র লোকেরা আপনারা কি কিছু বুঝেনা যে দেশের লোকেরা লাঠি দিয়ে দেশ স্বাধীন করতে পারে সেই জাতিকে ভারত ইসরায়েল আমেরিকার এটম বোমা দেখিয়ে কোন লাভ হবে না আপনাদের চিন্তা টা ও বাংলাদেশ জনগণ ইসু দিয়ে ভাসিয়ে দিবে😂

  • @rezwanuddinahmed6977
    @rezwanuddinahmed6977 8 днів тому +9

    চপ্পুকে সরানো উচিত ইনশাআল্লাহ

  • @rafiaruma3683
    @rafiaruma3683 8 днів тому +3

    নতুন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবাই মিলে মিশে সহযোগিতা করতে হবে সরকার কে। এবং কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরী

  • @jabunnahar3907
    @jabunnahar3907 8 днів тому +1

    বাংলাদেশের উচিৎ হবে এই মুহূর্তে পূর্ব প্রস্তুত থাকার দরকার এবং যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর তাদেরকে সাময়িক প্রশিক্ষক দেওয়া প্রয়োজন, মোস্তফা স্যারের কথা গুলো খুবিই গুরুত্বপুর্প সরকারকে শোনার ব্যাবস্থা করে দেন।

  • @Md.TowhidAhasan-m6k
    @Md.TowhidAhasan-m6k 8 днів тому +9

    আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। তাঁরা কিন্তু ইঙ্গিত দিয়েছে,আগ্রাসন চালানোর।

  • @AnarulIslam-e7z
    @AnarulIslam-e7z 8 днів тому +1

    মোস্তফা স্যারের কথাগুলো সরকারের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ করছি

  • @momtazuldipto.c9343
    @momtazuldipto.c9343 8 днів тому +1

    ইনশাআল্লাহ আমরা রেডি আছি।
    যখন ডাক আসবে আমরা ঝাপিয়ে পড়বো।
    আল্লাহ হু আকবার বলে। ❤️🇧🇩❤️

  • @dipagolam
    @dipagolam 8 днів тому +3

    ইউনুস সাহেব অতি ভদ্র মানুষ, তাকে দিয়ে তড়িঘড়ি কিছু হবে না

  • @sashrhman2670
    @sashrhman2670 8 днів тому +4

    Sagar bhai, well done on quoting “Bharat Dhatri Mara”
    Dr Kalimullah sir said it loud and clear on your & Hasina Aktar’s show
    No denying now !

  • @user-qq8zv8sf1m
    @user-qq8zv8sf1m 8 днів тому +5

    দাদা সঠিক কথা বলেছেন। সত্য কথা বলে

  • @selaimanhossin921
    @selaimanhossin921 8 днів тому +10

    সাগর ভাই সবকিছু হেলাবেলা আন্ত আন্ত করা জাবে না পুলিশ ছাত্র ডুকানো হোক এবং সেনাবাহিনী ট্রেরিং দেওয়া হোক দেশকে নিরাপত্তা ব্যবস্থা দূরত্ব করতে হবে

  • @s.m.golamrobbani1307
    @s.m.golamrobbani1307 8 днів тому +3

    ১৮ বছরের সকল যুবকদের অবৈতনিক ভাবে সামরিক ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক করা হোক। আমার বিশ্বাস ভারত ভুল করেও বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতেও সাহস পাবে না ইনশাআল্লাহ। আমি এও বিশ্বাস করি যে, বিশ্বসেরা সেনাবাহিনী হিসাবে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ।

  • @manirhossain4378
    @manirhossain4378 8 днів тому +3

    সাগর ভাই কে বলছি ভৌমিক সাবের বক্তব্যেটি English করে অন লাইনে দেওয়া জায়কিনা।

  • @hbiswas8518
    @hbiswas8518 8 днів тому +2

    ইউনিস গভমেন্টের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে গভীর ক্রিমিনাল রেকর্ড আছে সে ব্যাপারে আপনার আলোচনা করেছেন।

  • @rejaulkarim4307
    @rejaulkarim4307 8 днів тому

    মোস্তফা সরয়ার স্যারের সাথে আমিও একমত পোষণ করছি। উনি খুব সুন্দর বলেছেন।

  • @kaiumchoudhury6518
    @kaiumchoudhury6518 8 днів тому

    মোস্তফা স্যারের কথা, সরকারের দ্রুত আমলে নেওয়া উচিত।

  • @mdyouns9151
    @mdyouns9151 8 днів тому +18

    ভারতীয় সকল গোলামী চুক্তি বাতিল করতে হবে এখন, ভারতীয় সিমান্ত এলাকায় আরও কঠিন পাহারা দিতে হবে, বাংলা দেশের বিজিবি সদস্য দের,
    ভারত কে আর কোনো ছাড় দেওয়া যাবে না,

    • @nitainath7699
      @nitainath7699 8 днів тому

      ৫ দিন লাগবে। বূঝলে? জন্মের জন্য ঠান্ডা হয়ে যাবে।

  • @MdBillaMia-c6c
    @MdBillaMia-c6c 8 днів тому +8

    সঠিক

  • @SyedAhmedKamal-ji7vo
    @SyedAhmedKamal-ji7vo 8 днів тому +1

    তরুণ ও যুবকদের জরুরী ভিত্তিতে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিতে হবে ।

  • @rahimaakter2482
    @rahimaakter2482 8 днів тому +2

    সাগর ভাই, বাংলাদেশের বিষয়ে নাক গলানোর অপরাধে ভারতের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা।

  • @meersadekhossain2202
    @meersadekhossain2202 8 днів тому

    গোবিন্দ দাদা, আপনার দেশপ্রেমে এবং বিশ্লেশনে আমি মুগ্ধ, কিন্তু পিনাকী দাদার দেয়া বিজেপি/ আরএসএস এর তকমাটা উঠিয়ে ফেললে সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে আমাদের বু্কে ফিরে আসুন, দেশপ্রেমের জন্য আপনাকে ও পিনাকী দাদাকে খিব বেশী ভালবাসী,পিনাকী দাদাকে আমি ম্যানেজ করবো সংগে ধন্যবাদ জানাই সন্চালক সাহেবকে আপনাকে জেন বারংবার টকশোতে আনে

  • @SyedAhmedKamal-ji7vo
    @SyedAhmedKamal-ji7vo 8 днів тому +1

    ড কলিমুল্লাহ ভারত আপনার সাথে নিশ্চই যোগাযোগ রক্ষা করে চলছে। দেশের সার্বভৌমত্তকে রক্ষার জন্য জনগণের ও দেশ রক্ষা বাহিনীর মনোবল বৃদ্ধির অনুকূলে আ লোচনা করা উচিত ।😊

  • @fkforhad-pg1yk
    @fkforhad-pg1yk 8 днів тому +4

    ❤ সাগর ভাই এতদিন পরে মনের একটা প্রশ্ন করছেন

  • @selaimanhossin921
    @selaimanhossin921 8 днів тому +9

    আমাদের সেনাবাহিনীর ট্রেরিং দেওয়া হোক আমরা ডাকের আপেক্ষয়ে আছি

    • @bdpopularity3400
      @bdpopularity3400 8 днів тому

      সেনাবাহিনী ট্রেনিং চিন্তা বাদ দিয়ে আনসার টেনিং দাও আগে

  • @AliRussel-dp3wu
    @AliRussel-dp3wu 8 днів тому

    Gobindo Pramanik & dr.Maruf Saheb k dhonnobad janai okopote shotto bolar jonno.💜💜👍

  • @AliRussel-dp3wu
    @AliRussel-dp3wu 8 днів тому

    Mostafa saheber kotha khub guruttopurno, dr. Yunus Sorkar & Amader Shosossro bahinir suna uchit bole mone kori.💜💜👍

  • @bdperfumetv2099
    @bdperfumetv2099 8 днів тому +4

    সাগর ভাই দেশ প্রেমিক❤

  • @mdabdulmazid3943
    @mdabdulmazid3943 8 днів тому +1

    Shagor Vai,
    Ajjker je alochona korcen tate aker odhik Shamorik nirapotta bishlekshon rakha dorkar cilo.
    Alochonar bishoybostur nirvor kore bishlekshon rakhben aysha kori.
    Thanku Brather.

  • @badrulkislu9621
    @badrulkislu9621 8 днів тому +2

    প্রমানিক ভাই এর ব্যাপারে বিরুপ ধারনা দেওয়া ঠিক না।

  • @hbiswas8518
    @hbiswas8518 8 днів тому +1

    ভারতের সরকার থেকে বা ভারতের কোন কর্মকর্তা বাংলাদেশ নিয়ে কোন কথা বলেনি একসেপ্ট ফরেন মিনিস্ট্রি আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা সকলেই ভারতের বিরুদ্ধে যা তা প্রকরণ বলে গেছেন।।
    রাজনাথ সিং বাংলাদেশের ইন্টার্নাল ব্যাপারে কিছু বলেনি।

  • @Stay_official1430
    @Stay_official1430 8 днів тому

    প্রশাসনিক ব্যবস্থা জরুরী ভিত্তিতে নেয়া প্রয়োজন।

  • @s.m.golamrobbani1307
    @s.m.golamrobbani1307 8 днів тому +2

    গত ষোল বছরের সকল নিয়োগ ফাইল ধরে টান দিলে সব ঠিক হয়ে যাবে। তবে শক্ত ভাবে যাচাই বাছাই করে দেখলে সব ধরা পড়ে যাবে।

  • @user-ub2qv4ih8q
    @user-ub2qv4ih8q 8 днів тому

    সাগর ভাই সালাম টা সুন্দর করি দেন।আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমমাতুল্লাহ।

  • @Hossain21258
    @Hossain21258 8 днів тому

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ থেকে তিন-চার বছর যাবৎ আমি এই কথাগুলি বলে আসতেছি।

  • @hanifurrahman-ur2vn
    @hanifurrahman-ur2vn 8 днів тому +3

    ভারত এসেছে একেবারে শেষ মুহুর্তে।

  • @G86Collections
    @G86Collections 8 днів тому +1

    আমরা যারা প্রবাসে আছি তারা ভালো করে জানি ভারতীয়রা কারো সাথে মারামারিতে লিপ্ত হয় না কিন্তু তারা আমাদের সাথে পলিটিক্স করে আমাদের দাবিয়ে রাখতে চায়।

  • @SkRfikul-qe8em
    @SkRfikul-qe8em 8 днів тому +1

    আমার অনুরোধ সরকারকে সেনাবাহিনীর ওবিজিবি বারানো দরকার

  • @tarekaziz7097
    @tarekaziz7097 8 днів тому

    সুন্দর বক্তব্য

  • @asadhaque9816
    @asadhaque9816 8 днів тому

    ❤❤❤❤❤ মস্তোফা সারোয়ার স‍্যার আপনাকে জানাই সালাম ও
    স‍্যালুড । বাংলাদেশ জিন্দাবাদ , সারোয়ার স‍্যার জিন্দাবাদ । 🎉 ।

  • @abdullahalmahboob3374
    @abdullahalmahboob3374 8 днів тому

    জাতীয় সংগীত নিয়ে একটি আলোচনা আয়োজন করুন।

  • @user-fk6jl8pg1l
    @user-fk6jl8pg1l 8 днів тому

    গোবিন্দ প্রমানিকের সাখে একমত।

  • @MdMohiuddinKazi-y8u
    @MdMohiuddinKazi-y8u 8 днів тому

    দাদার শেষের কথার সাথে সহমত করছি🎉🎉

  • @Hossain21258
    @Hossain21258 8 днів тому

    এই মুহূর্তে বাংলাদেশের যত যুবক-যুবতী আছে 18 বছর প্লাস তাদেরকে অতিসত্বর আর্মি ট্রেনিং দেওয়ানো উচিত।

  • @s.m.golamrobbani1307
    @s.m.golamrobbani1307 8 днів тому

    জনাব মোস্তফা সরোয়ার সাহেব সঠিক পরামর্শ অন্তর্বর্তী কালীন সরকার প্রধান কে দিয়েছেন এবং আমার বিশ্বাস বাংলাদেশের নব্বই ভাগ মানুষ এই পরামর্শের সাথে একমত। বর্তমান সরকার প্রধানের উচিত কাল বিলম্ব না করে ঐ পরামর্শ এখুনি বাস্তবায়ন করা। দেরি করলে দেশ ঝুঁকিতে পড়তে পারে। ধন্যবাদ

  • @sajidurrahmanmanna6719
    @sajidurrahmanmanna6719 8 днів тому +5

    ওরে বাংলাদেশের মিডিয়ারা এই গোবিন্দ প্রামাণিকের আসল চেহারাটা এখনো আপনারা চিনতে পারেন নাই,সে অখণ্ড ভারতের সপ্ন দেখে। অনেকদিন আগে পিনাকী ভট্টাচার্য স্যারের প্রতিবেদনে দেখেছি এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনেও

    • @badrulkislu9621
      @badrulkislu9621 8 днів тому

      প্রামানিক ভাইয়ের ব্যাপারে ভুল ধারনা দেওয়া ঠিক না।

  • @kazimuhit9740
    @kazimuhit9740 8 днів тому +1

    আমার যতটুকু যানা ভারত প্রথম আমাদেরকে জায়গা দিয়েছিল কোন একটা সর্তে এবং প্রথম তিন মাস আমাদের মুক্তি যোদ্ধারা যোদ্ধ চালিয়ে গেছেন। যোদ্ধের মাজখানে কিছু বিরতির মত ছিল শেষে তিন মাসে রশেষের

    • @kazimuhit9740
      @kazimuhit9740 8 днів тому

      শেষের তিনমাসের শেষ দিকে পাকিস্তান ভারতেসাথে যদ্ধ ঘুষনা করল থখন দেখলাম ভারতের সুন্য আমাদের দেশে এসেছে তার কয়েকদিনের মাযে আমাদের দেশ স্বধিন হল।

  • @imranahmad9822
    @imranahmad9822 8 днів тому +2

    It is 100%right

  • @mdselim4892
    @mdselim4892 8 днів тому

    Mollik vai idea is good

  • @zaidnoif8670
    @zaidnoif8670 8 днів тому

    এই মূহুর্তে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। চীন, পাকিস্তান, ও আমেরিকার সাথে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক স্থাপন করা উচিত। মিসাইল সক্ষমতা অর্জন করার চেষ্টা করা উচিত। সেভেন সিস্টারে ইন্টেলিজেন্স তৎপরতা শুরু করা দরকার।

  • @tahminaema2827
    @tahminaema2827 8 днів тому

    সময় এসেছে ভারতকে বয়কট করার এবং বাংলাদেশের সকল যুবককে সামরিক প্রশিক্ষণ দেওয়া। আমার পাকিস্তান থেকেও কিছু পারমাণবিক বোমা এনে রাখতে পারি কি চিন্তা করতে হবে।

  • @mdhadiuzzaman688
    @mdhadiuzzaman688 8 днів тому

    Kolimulla sir u r right.

  • @tapandutta5293
    @tapandutta5293 8 днів тому +3

    সাগর ভাই চট্টগ্রাম আর খুলনার ঘঠনাটা গোবিন্দকে প্রশ্ন করুন।

  • @rezwanuddinahmed6977
    @rezwanuddinahmed6977 8 днів тому +1

    Yes Sir

  • @nasirahmed1631
    @nasirahmed1631 8 днів тому +7

    ভারত নাম শুনলেই প্রস্রাব করে দিতে মন চায়।

  • @khaledsaifullah561
    @khaledsaifullah561 8 днів тому

    চোরের প্রতি গভীর শ্রদ্ধা যাদের থাকে ছারপোকার ঐ ধরনের ব্যক্তির ব্যাপারে বাংলাদেশের জনগন সবসময় সজাগ দৃষ্টি রাখবেন। অন্যতায় সামনে মহা বিপদ সংকেত।

  • @MdMohiuddinKazi-y8u
    @MdMohiuddinKazi-y8u 8 днів тому

    ইমিডিয়েট কি পদক্ষেপ কখন কি নিতে হবে সেই সিকধান্তে সরকার চরম ব্যর্থ।

  • @MdMohiuddinKazi-y8u
    @MdMohiuddinKazi-y8u 8 днів тому

    কখন কি পদক্ষেপ নিতে হবে সরকার তার কিছুই বুঝতে পারছে না।

  • @user-on3li5jw2i
    @user-on3li5jw2i 8 днів тому

    In sha Allah

  • @mdhadiuzzaman688
    @mdhadiuzzaman688 8 днів тому

    Sir,ai juddhe amlig amder songe thakbe na.thakbe indier songe.

  • @salimkhandaker3796
    @salimkhandaker3796 8 днів тому

    I agree with Mostofa A Warwar.

  • @djewel2012
    @djewel2012 8 днів тому

    জনাব কলিমুল্লাহ আপনি স্বৈরাচারের সাবেক মন্ত্রীদের মাননীয় বলছেন কেন কিসের জন্য?

  • @khadizanony7949
    @khadizanony7949 8 днів тому

    দাদা এখন সংখ্যা লঘু শব্দ টা আমরা আর বলতেই চাই না।আমরা সবাই বাংলাদেশী।আমাদের সবার অধিকার সমান।হিন্দু মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান। আমরা সবাই বাংলাদেশী।
    গোবিন্দদা আপনি সকলকে এই মেসেজটা দেন, যে আমরা সংখ্যা লঘু না।

  • @user-tm7mq4yd4y
    @user-tm7mq4yd4y 8 днів тому +1

    এখানে ত দেখছি ভারতীয় গোলামী করা টকশোতে মহাশয়েরা দেখতে পেলাম?

  • @mdhadiuzzaman688
    @mdhadiuzzaman688 8 днів тому

    Sir,aponara somai nosto na kore ready hon.juddho kintu asonno,

  • @asadhaque9816
    @asadhaque9816 8 днів тому

    ❤❤❤❤❤ প্রিয়, মুস্তাফিজ সারুয়ার স‍্যার আপনাকে জানাই
    সালাম ও স‍্যালুড ।
    আপনার কথা গুলো সত্য ও গুরুত্বপূর্ণ ।
    আল্লাহু আকবার । আমিন ।

  • @Omarfaruk-yl3do
    @Omarfaruk-yl3do 8 днів тому

    আমি সৌদি আরব থেকে বলছি, 5 ওই আগস্টের আন্দোলনে শরিক না হতে পারলেও, কিন্তু বর্তমান ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়, আল্লাহর রহমতে অবশ্যই সে যুদ্ধে শরিক হবো ইনশাআল্লাহ , বই পেওনা বাংলাদেশ, আবুসাঈদ মুগ্ধের প্রজন্ম এটা❤❤❤❤❤

  • @abudhabilife9618
    @abudhabilife9618 8 днів тому

    Ghobindo dada ❤❤❤❤

  • @aminurrahmanisca7944
    @aminurrahmanisca7944 8 днів тому

    Apnar Salam ta aktu valo Kore dhire diyen

  • @mdelaisIslam-k9e
    @mdelaisIslam-k9e 8 днів тому +1

    আমরা প্রবাসীরা দেশে গিয়ে সামরিক বাহিনীর সাথে জেগ দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে পস্তু আছি ইনশাআল্লাহ

  • @aHatvPress
    @aHatvPress 8 днів тому

    কলিম উদ্দিন এবং সিনহা সাইদ কে যতোদিন অনুষ্ঠানে আনবেন ততোদিন অনুষ্ঠান দেখবো না।

  • @ismailctg584
    @ismailctg584 8 днів тому +1

    সাগর ভাই জামাত ছাড়া বাংলাদেশের কোন আলোচনা ই হয়না।কিন্তু কোন দিন দেখলাম না আপনাকে জামাতের কোন নেতাকে আনতে এটার মানে কি একটু বলবেন

    • @iqbaliqu5501
      @iqbaliqu5501 8 днів тому

      Uni nijei jamat neta. Onno neta anar dorkar nai😊

  • @BdVoic
    @BdVoic 8 днів тому

    ইন্ডিয়া কে জানিয়ে দিতে চাই,বিগত তেপানন বছর আগের বাংলাদেশ।আর বর্তমানের বাংলাদেশ একই মনে করলে হিসাবে ভুল করবে।

  • @tawhedrahman2995
    @tawhedrahman2995 8 днів тому +2

    আমি মোস্তফার সারোয়ার স্যারের সাথে একমত অবিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হোক

  • @EmamHasan-y3q
    @EmamHasan-y3q 7 днів тому

    ৷ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ জাতীয় সংগীত " আমার সোনার বাংলা " সম্পর্কে কিছু প্রশ্ন যেগুলোর উত্তর জানা লাখো শহীদ ও গাজীর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷
    ১. এটি কার লেখা? বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে তার কি কোনো অবদান আছে?
    ২. তিনি কি লাখো শহীদ ও গাজীর রক্ত,আন্দোলন ও সংগ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের চিন্তা করে এই সংগীত লিখেছেন?
    ৩ এটি কবে লেখা হয়েছিল এবং এটি কি উদ্দেশ্যে লেখা হয়েছিল?
    ৪ এটির সম্পূর্ণ লাইন পাঠ করা হয় না কেন?
    ৫ এই সংগীতে কি বিশেষ একটি ধর্মের দেবীর পূজা করার কথা বলা হয়েছে কিনা যেখানে স্বাধীন বাংলাদেশের অধিকাংশ মানুষ অন্য ধর্মের?
    ৬ এই সংগীতের শব্দ "বাংলা" কে কেন "মা" বলে সম্মোধন বা personification করা হয়েছে? এই "মা" কি আমাদের জন্মদাতা "মা" নাকি কোনো একটি বিশেষ ধর্মের "দেবী মা"??
    ৭ এই সংগীতের সুর কি কারো কাছে থেকে চুরি বা ধার করা হয়েছে?
    ৮ এই সংগীত কোন আন্দোলনের সাথে জরিত? তখন কি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল?
    ৯ এই সংগীতে কি বাংলাদেশর লাখো শহীদ ও গাজী, স্বাধীন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সকল জাতির কথা বলা হয়েছে বা এসব কিছুর প্রতিনিধিত্ব করে করে কিনা?
    ১০ এই সংগীত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যেসব আন্দোলন ও সংগ্রাম হয়েছে তার প্রতিনিধিত্ব করে কিনা? যেমন- ১৯৪৭ সালের দেশ ভাগ, ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট, ৬২ এর ছাত্র-শিক্ষক আনদোলন, ৬৬ এর ৬ দফা,৬৯ এর গণ আন্দোলন , ৭০ এর নির্বাচন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ
    ১১ এই সংগীত ছাড়া অন্য কোন সংগীত জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা যাবে কিনা এবং অন্য কেউ জাতীয় সংগীত লিখতে পারবে কিনা বা লেখার অধিকার আছে কিনা এবং জাতীয় প্রয়োজনের স্বার্থে তার কাছে থেকে সেই সংগীত জাতীয় সংগীত হিসেবে নেওয়া যাবে কিনা?
    ১২ পরিশেষে, এই সংগীতটি কি লাখো শহীদ ও গাজীর ত্যাগ, রক্ত দিয়ে লেখা স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হওয়ার যোগ্য কিনা?
    ###### পরিশেষে বলতে চাই যে এই সংগীত কে আমাদের জাতীয় সংগীত করে আমরা কি লাখো শহীদ ও গাজীর রক্তের সাথে বেইমানি করছি নাতো?? মহান শহীদ ও গাজীরা কি এই সংগীতে উচ্চারিত শব্দের জন্য তাদের জিবন উৎসর্গ করেছেন #########

  • @mdhadiuzzaman688
    @mdhadiuzzaman688 8 днів тому

    Sagor saheb,aponi onner kotha na vebe nejeder kotha vaben juddeha jaben ki na???

  • @MatabChy-bl8cr
    @MatabChy-bl8cr 8 днів тому

    খুব তাড়াতাড়ি নতুন পুলিশ নিয়োগ দিতে হবে 1:17:07

  • @MatabChy-bl8cr
    @MatabChy-bl8cr 8 днів тому

    72 ঘন্টার ভিতরে নতুন পুলিশ নিয়োগ করার ব্যবস্থা নিতে হবে

  • @fardousalam1594
    @fardousalam1594 7 днів тому

    জরুরি সতর্কবার্তা:
    বাংলাদেশ বিষয়ে রাজনাথ সিং এর বক্তব্য কে আসলে হালকা করে নেবার সুযোগ নেই। এটা কোন কথার কথা না আসলে। এটা বুঝতে হলে আমাদেরকে কিছুটা এনালিটিক্যল ব্রেন খরচ করতে হবে।
    ১) রাজনাথ সিং এর বক্তব্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধের সাথে বাংলাদেশ পরিস্থিতি এনালাইসিস করতে বলা হয়েছে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যেটা কিনা আমাদের বেশির ভাগ মানুষ হয়ত বুঝতে পারছে না।
    ২) রাজনাত সিং আসলে এই দুইটা যুদ্ধের সাথে বাংলাদেশকে জড়িয়ে তাদের সামরিক বাহিনীকে এনালাইসিস করতে বলেছেন কোন মডেলটা ফলো করা যায় বাংলাদেশে সামরিক অভিযানের ক্ষেএে? কোন মডেল ফলো করলে ভারত বাইরের চাপ সামলাতে সক্ষম হবে এবং একটা শক্ত ন্যরেটিভ থাকবে বাংলাদেশকে আক্রমণ করার যেটা বিশ্বের কাছে তুলে ধরতে পারবে।
    ৩) ইউক্রেন যুদ্ধে রাশিয়া আক্রমণ করে যে কারন দেখায় সেটা হলো রাশিয়া ইউক্রেনকে নিরপেক্ষ দেখতে চায়।কিন্তু ন্যটোতে ইউক্রেন যোগ দিতে চাইলে সেখানে নিজেদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে সামরিক অভিযান পরিচালনা করে। ভারতও তার সেভেন সিস্টার এর নিরাপত্তার অজুহাত দেখিয়ে সামরিক অভিযান পরিচালনা করার পরিকল্পনা করতে পারে। সেক্ষেএে তাদের মুল লক্ষ্য হয়ত পুরা বাংলাদেশ দখল করা না বরং চিকেন নেক এর সম্প্রসারন করা।
    ৪) হামাস ইসরায়েল যুদ্ধে যেটা হয় হামাস ৭ অক্টোবর ইসরাইল এর ভিতরে ঢুকে হামলা চালায়। তার প্রতি উত্তর হিসেবে গাজায় সামরিক অভিযান চালায় ইসরায়েল। একইভাবে ভারতীয় মদদপুষ্ট কোন সংগঠন বাংলাদেশ থেকে হামলা করতে পারে ভারতীয় সেভেন সিস্টার এ। এটাকে ভারত অজুহাত বানাতে পারে।
    ৫) রাজনাত সিং যে বক্তব্য দিয়েছেন তা কিন্তু কোন রাজনৈতিক বক্তব্য না। কারন উনি বক্তব্য দিয়েছেন সামরিক বাহিনীর সভায়। তাই বাংলাদেশকে এটা অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে এবং Worst case scenario বিবেচনা করে প্রস্তুতি রাখতে হবে। একটা বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না বিজেপির অনেকেই কিন্তু অনেক দিন ধরেই বাংলাদেশে সামরিক অভিযান এর কথা বলে আসছে। তার উপর হিন্দুদের নিয়ে গোদী মিডিয়ার প্রোপাগান্ডা ছড়ানোর পরে সেখানে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ সৃষ্টি হয়ে আছে। সেক্ষেত্রে ভারতীয় সরকার একটা সমর্থন হয়তো নিজ দেশ থেকেই পেতে পারে।
    বিশেষ দ্রষ্টব্য : এই এনালাইসিস আমার নিজেস্ব কোন এনালাইসিস না । বরং এটা বিভিন্ন বিশ্লেষণ থেকে নেওয়া একটা সারসংক্ষেপ মাএ।

  • @user-qq8zv8sf1m
    @user-qq8zv8sf1m 8 днів тому +2

    বাংলাদেশের মানুষ শেখ হাসিনা কে ছাড় দেয় নাই ইনশাআল্লাহ ভারত কে ছাড় দিবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যথেষ্ট

  • @mohammadullahjewel2091
    @mohammadullahjewel2091 8 днів тому

    Mr.Saifur,what are you saying

  • @mohammedmoynulislam9466
    @mohammedmoynulislam9466 8 днів тому

    Yes

  • @sohelrana-ni6mj
    @sohelrana-ni6mj 8 днів тому

    You know that on December 16, Bangladesh's Victory Day is celebrated on the same day as India and their Victory Day. India does not accept the independence of Bangladesh. They say India won the war by defeating Pakistan in 1971.

  • @FokhrulDewan
    @FokhrulDewan 8 днів тому

    We must have compulsory armed training from school level
    For our country’s future

  • @KamalAhmed-nc4jr
    @KamalAhmed-nc4jr 8 днів тому

    I agree with Dr.Mustafa Sarwar he has suggested an extremely important issues which the present chief adviser should consider very seriously.
    The poisonous Gopali police must be immediately sacked.

  • @PabitraHalder-y3q
    @PabitraHalder-y3q 8 днів тому +2

    Gobindo da boro kono pod dewa hok.

  • @ishamimiqbal
    @ishamimiqbal 8 днів тому

    আপনারা তো শ্রোতাদের কমেন্ট করতে বলেন কিন্তু আপনারা কি আদৌ আমাদের কমেন্টগুলো পড়েন, যদি আমাদের শ্রোতাদের সংখ্যাগরিষ্ঠ কমেন্টগুলা আপনারা কাউন্ট করেন বা পর্যালোচনা করেন তবেই আমরা আমাদের মতামত দিতে পারি, এখন আপনারা যদি সেগুলো না দেখেন বা কাউন্ট না করেন, তাহলে আমরা কমেন্ট করে কি করবো..?