গরু ছাগলের খামার করে লাভবান হতে চাইলে। খামার গড়ার পূর্বে ঘাস চাষ করুন তাহলে১০০%সফলতা পাবেন।।

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2024
  • গরু ছাগলে খামার করে লাভবান হতে চাইলে। খামার গড়ার পূর্বে ঘাস চাষ করুন তাহলে১০০%সফলতা পাবেন।।
    ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসটিকে ঘাসের রাজা ও বলা হয়ে থাকে। এটি উন্নত জাতের হাইপ্রোটিন নরম মিষ্টি স্বাদ যুক্ত ঘাস।এই ঘাসের ভিতরে ২২থেকে ২৫%প্রোটিন পাওয়া যায় পাশাপাশিও ভিটামিন পরিমাণ কিছুটা পূরণ করে।তাই দেরি না করে আপনারা দ্রুত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করুন।
    এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ৫ গিটার একটি কাটিং যদি আপনি রোপন করেন তাহলে প্রথম পর্যায়ে ৮০ প্লাস চারা পাবেন । দ্বিতীয় ধাপে যখন কাটবেন তখন প্রথম ধাপের দ্বিগুণ চারা পাবেন। প্রত্যেকটি ঝাড়ের ভিতরে সর্বনিম্ন ১০ থেকে ১২ কেজি ঘাস পাবেন। তাই খামারি ভাইদের উদ্দেশ্যে আমার একটাই কথা। খামার প্রতিষ্ঠার আগে আপনি পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের ঘাস চাষ করুন। তারপর খাবার প্রতিষ্ঠা করুন।
    #নেপিয়ার_ঘাস
    #ইন্দোনেশিয়ান _স্মার্ট _নেপিয়ার
    #বাংলার_কৃষি
    #হাইব্রিড _নেপিয়ার
    #indonesian
    #nepiyer_grass
    #smart _nepiyer _grass

КОМЕНТАРІ • 4