Human Resource Development & Training Center | Doctor’s Chamber Interior | ডাক্তার চেম্বার ইন্টেরিয়র

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Oasis, Human Resource Development & Training Center | Doctor’s Chamber Interior Design | Chamber of Dr. Shahidul Islam Robin, Surgery Specialist | Bornalimor, Razib Chattar, Rajshahi.
    ওয়াসিস, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষন কেন্দ্র | ডাক্তার চেম্বার ইন্টেরিয়র ডিজাইন | চেম্বার ডাঃ শহিদুল ইসলাম রবিন, সার্জারী বিশেষজ্ঞ | বর্নালীর মোড়, রাজিব চত্ত্বর, রাজশাহী।
    প্রজেক্টটির কাজ শেষ ও হ্যান্ডওভার হয়েছে গত বছর নভেম্বর মাসের মাঝামাঝি।
    ডাঃ শহিদুল ইসলাম রবিন ভাই, কাজের সুবাদেই খুব স্বল্প সময়ের পরিচয়। তবে এই স্বল্প সময়ে একটা আন্তরিকতার সম্পর্ক তৈরী হয়েছে। মুল কারণ হলো ডাক্তার হিসেবে উনি খুবই সাধারণ একজন মানুষ এবং প্রত্যেকের সাথে খুব সহজেই মিশেন যা সচারচর অনান্য ডাক্তারদের কাছে আশই করা যাইনা। উনার এই সিম্পলিসিটি আমাদের প্রত্যেককে দারুনভাবে ভাবে মুগ্ধ করেছে।
    এবারে আসি উনার এই কাজটা কিভাবে আমরা করি। গত সেপ্টেম্বরের শেষে ও অক্টোবরের শুরুতে জরুরী কাজে রাজশাহীর বাইরে ঢাকায় থাকি। ঢাকা যাবার কারণে তেমন কোন কাজ হাতে নিতে চাচ্ছিলাম না, এমন সময় রবিন ভাই একদিন ফোন করেন উনার অফিস ইন্টেরিয়র করার ব্যাপারে। আমি আসলে সরাসরি না করি কারণ আমি রাজশাহীর বাইরে থাকবো। তারপরও উনি শুধু দেখা করতে চাইলেন। আমি ব্যস্ততার কারণে আমাদের আমাদের সহযোগী প্রতিষ্ঠান আর্ট নয়েছ অফিসে উনাকে পাঠায় এবং ওখানেই মোটামুটি প্রাইমারী সমস্ত আলোচনা হয়।
    আমাদের ঐ অফিসেই উনার বাজেট ও চাহিদা মোতাবেক ডিজাইন করা হয়। আমি ঢাকা থেকে ফিরে আসার পর উনার সাথে মিটিং হয় এবং উনি কাজের ব্যাপারে কনফার্ম করেণ। এখানে একটা বিষয় বলতে চাই উনার সাথে প্রাথমিক আলোচনার পর এতোই ভালোলাগে যে আমরা কোন প্রকার এডভান্স বা কনফার্মেশন ছাড়াই উনার ডিজাইন করি। আমাদের বিশ্বাসটা বাস্তবেই সত্য হয় এবং উনি আমাদের দিয়েই কাজ করান।
    বর্তমানে কোন কাজেরই ডিজাইন এডভান্স পেমেন্ট ছাড়া করিনা, এমনকি কাজের ব্যপারে ক্লাইন্টের প্রকৃত আগ্রহ ছাড়া কোন সাইটও ভিজিট করিনা।
    এখানে আমাদের যে সমস্ত কাজগুলো ছিলো-
     অফিসের আর্কিটেকচার লে-আউট ও প্ল্যানিং,
     অফিসের ফার্নিচার লে-আউট,
     ২ডি, ৩ডি ও ওর্য়াকিং ড্রয়িং ডিজাইন,
     ইলেকট্রিক্যাল ডিজাইন,
     ফলস সিলিং ডিজাইন,
     কাষ্টমাইজড অফিস টেবিল তৈরী,
     সাইড টেবিল তৈরী,
     লো-হাইট কেবিনেট ও ওয়াল সেলফ তৈরী,
     মুভিং কনফারেন্স টেবিল তৈরী,
     ওয়াল প্যানেলিং ডিজাইন,
     ইলেকট্রিক্যাল ও লাইটিং ওয়ার্ক,
     কালার ও পলিশ ওয়ার্ক,
     পিভিসি ফোর ওয়ার্ক,
     ভ্যানিশিয়ান ব্লাইন্ড,
     সু-র্যা ক,
     আমাদের গ্রাফিক্স ডিজাইনার দিয়ে লোগো তৈরী,
     ইত্যাদি।
    আপনার যেকোন ধরনের বাজেট ফ্রেন্ডলি ইন্টেরিয়র ডিজাইন, প্রশ্ন ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
    Rajshahi Office:
    Bungalow Design Studio,
    Salbagan, Power House Mor,
    Sopura, Chandrima, Rajshahi.
    Facebook: 2ndschoolbd
    UA-cam: / 2ndschool
    Email: al.amin.munnaa@gmail.com
    ধন্যবাদ,
    মোঃ আল- আমিন।
    #ইন্টেরিয়র #ডিজাইন #ওয়াসিস #মানব #সম্পদ #উন্নয়ন #ট্রেনিং #সেন্টার #ডাঃ #শহিদুল #ইসলাম #রবিন #সার্জারী #বিশেষজ্ঞ #চেম্বার #কনফারেন্স #রেনোভেশন #সংস্কার #বাণিজ্যিক #রাজিব #চত্ত্বর #বর্নালী #মোড় #অফিস #রাজশাহী
    #interior #design #oasis #human #resource #development #training #center #hrd #dr #shahidul #islam #robin #surgery #specilist #chamber #conference #renovation #commercial #razib #chattar #bornalimor #office #rajshahi
    #ডিজাইনের_গল্প
    ----Happy Designing----

КОМЕНТАРІ • 2

  • @srengineeringconsultant
    @srengineeringconsultant Рік тому +1

    আসসালামু আলাইকুম।আমার ইন্টেরিয়র ব্যবসা করার ইচ্ছা আছে। আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাই?

    • @2NDSCHOOL
      @2NDSCHOOL  Рік тому

      ওয়ালাইকুম আস সালাম, আমাদের পেজে ম্যাসেজ করেন