How to start poultry/Broiler farming business ।। ৪০ দিনে ৬০ হাজার টাকা আয়।

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • How to start poultry/Broiler farming business ।। ৪০ দিনে ৬০ হাজার টাকা আয়।
    লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে। আপনিও পোল্ট্রি পালন করে একটি ব্যবসা শুরু করতে পারেন। ভারতে এই পোল্ট্রি পালনের ৯০% হল মুরগি পালন। এর কারণ হলো প্রোটিন জাতীয় খাদ্যের উৎস বলে মুরগির মাংস ও ডিমের চাহিদা অনেক বেশি।
    আপনি পোল্ট্রির খামার কোথায় করবেন ?
    খামার করতে কি কি জিনিসের প্রয়োজন পড়বে ?
    ১. খাঁচা
    ২. ডিম ট্রে
    ৩. বায়ু চলাচল পদ্ধতি
    ৪. হিটার
    ৫. আলোর যন্ত্র
    ৬. বাক্স
    ৭. বজ্র নিষ্পত্তি সিস্টেম
    ৮. ফিডার
    কিভাবে খামার তৈরি করবেন ?
    আপনার হাঁস ও মুরগির জন্য একটি ভালো ঘর তৈরি করতে হবে। নতুন ঘরে সব কিছু প্রয়োজনীয় সুবিধা রাখতে হবে। ঘরে বয়লার পোল্ট্রির জন্য প্রায় ২.৫ বর্গফুট এবং লেয়ার পোল্ট্রির জন্য প্রায় ৪ বর্গফুট জায়গা দরকার। প্রত্যেক প্রাণীর জন্য প্রায় ৪ বর্গফুট জায়গা দরকার। সঠিক পরিমাণে ঘরে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে।
    আপনি কেমন মুরগির বাচ্চা কিনবেন?
    আপনার সবকিছু প্রস্তুতি শেষ হলে, আপনাকে ভালো মানের মুরগির বাচ্চা কিনতে হবে। এবং তাদের যত্ন নিতে হবে। আপনার যদি কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি মুরগির বাচ্চা দের সংখ্যা সর্বনিম্ন রাখুন।
    মুরগির বাচ্চা প্রতিপালন
    হাঁস মুরগি চাষের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সুষম খাদ্য প্রদান। আপনি বাজার থেকে খাবার কিনতে পারেন কিংবা নিজেও খাবার তৈরি করতে পারেন।
    স্বাস্থ্য ব্যবস্থাপনা
    মুরগিদের বিভিন্ন ধরনের রোগের প্রবণতা দেখা যায়। সর্বদা কাদের তাজা জল এবং খাদ্য প্রদান করুন এবং সবসময় টিকা প্রদান আবশ্যক।
    মুরগি পালন পদ্ধতি প্রধানত তিন প্রকারের হয় -
    ১. মুক্তাঙ্গণ পদ্ধতি -
    এই পদ্ধতিতে সাধারণত দেশি মুরগীই চাষ করা হয়। তবে প্রতিটি মুরগিকে গড়ে ৩৫-৫০ গ্রাম করে প্রতিদিন সুষম খাদ্য খাওয়ালে ডিম এর পরিমাণ বাড়ে। এই খাবার আপনি বাজারেও কিনতে পাবেন আবার বাড়িতেও এই খাবার বানাতে পারবেন।
    এই খাবার তৈরীর জন্য যা প্রয়োজন - ভুট্টা ভাঙ্গা বা গম ভাঙ্গা - ৩২%, চালের কুড়ো - ২৫%, সরষের খোল - ৪০%, খনিজ পদার্থ - ২%, খাদ্য লবন - ১%
    ২. অর্ধ- আবৃতাঙ্গন পদ্ধতি -
    এই পদ্ধতিতে মুরগির ঘর তৈরি করতে হয় ও ঘর সংলগ্ন কিছুটা জায়গা ঘেরা থাকে যাতে মুরগি গুলি স্বাধীন ভাবে বিচরণ করতে পারে।
    ৩. আবৃতাঙ্গন পদ্ধতি, এই পদ্ধতি দুই প্রকারের হয়
    (ক) খাঁচায় মুরগি পালন
    (খ) ডিপলিটার পদ্ধতি
    ডিম উৎপাদন লাভজনক করতে কি করণীয়?
    ১. মুরগির ওজন ১৪০০-১৫০০ গ্রাম হলে মুরগির ডিম পাড়তে শুরু করে। খেয়াল রাখতে হবে যাতে মুরগির ওজন অতিরিক্ত না বেড়ে যায়। মুরগির দেহে ফ্যাট বেশি জমে গেলে মুরগির ডিম পাড়ার পরিমাণ কমে যায়।
    ২. খামারে মুরগি ও মোরগের অনুপাত ৫:১ রাখতে হবে।
    ৩. আপনাকে মুরগির খামারের মেঝে থেকে ৮ ইঞ্চি থেকে 10 ইঞ্চি ওপরে প্রতি ৫টি থেকে ছটি মুরগি প্রতি একটি করে ডিম পাড়ার বাক্স রাখতে হবে। এবং ডিম পাড়ার বাক্স গুলি ৩ থেকে ৪ ইঞ্চি পুরু লিটার ব্যবহার করতে হবে, যাতে ডিম ভেঙে না যায়। তার সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর লিটার পরিবর্তন করতে হবে।
    ৪. মুরগির ডিম পাড়ার সময় প্রাকৃতিক আলো ছাড়াও কৃত্তিম আলোর প্রয়োজন হয়। প্রাকৃতিক আলো ও কৃত্রিম আলোর সময় ১২ ঘণ্টা + ৫ ঘণ্টা = ১৭ ঘন্টা হওয়া দরকার। আপনাকে ভোরবেলা ও সন্ধ্যাবেলায় এই কৃত্রিম আলো দিতে হবে।
    ৫. মুরগিকে সবসময় বিশুদ্ধ পানীয় জল দেওয়া উচিত। গরমের সময় ঠান্ডা জল দেওয়ার দরকার। আপনি জলের সঙ্গে অনেক সময় জীবানুনাশক মিশিয়ে দিতে পারেন।
    ৬. মুরগিকে নিয়মিত সবুজ খাবার সরবরাহ দিতে হয় তাহলে ভিটামিনের চাহিদা পূরণ হয়।
    মুরগির রোগ
    ১. ছত্রাকের রোগ - এ ধরনের রোগ ছত্রাক এর মাধ্যমে হাঁস-মুরগিদের আক্রমণ করে। স্পারজিলিসিস, ফিভাস, থ্র্যাশ, ইত্যাদি।
    ২. পরজীবী রোগ -কোলবিসিলিসিস, মাইক্রোপ্লাজোসিস, স্টেপটোক্যাকিচ, এস্পিজিলিসিস, কোকিসিওডিসিস, ওয়ার্মস ইত্যাদি পরজীবী হাঁস ও মুরগীর রোগ।
    ৩. ব্যাকটেরিয়া রোগ - ব্যাকটেরিয়া দ্বারা হওয়া রোগ গুলি ব্যাকটেরিয়া রোগ হিসেবে পরিচিত। যেমন - পুলোরাম, কলেরা ইত্যাদি।
    ব্রয়লার মুরগির চিকিৎসার জন্য কিছু ওষুধ জেনে নিন
    ১. জলে বা খাবারে ৩৩ দিন থেকে ৩৫ দিন লিভার টনিক মিশিয়ে খাওয়াতে হবে।
    ২. পানীয় জলে ১২ দিন থেকে ১৪ দিন ভিটামিন মিশিয়ে খাওয়াতে হবে।
    ৩. পানীয় জলে ৫ দিন থেকে ৭ দিন ভিটামিন -A ও ভিটামিন -B কমপ্লেক্স খাওয়াতে হবে।
    ৪. পানীয় জলে ২ দিন থেকে ৪ দিন সকালে ও বিকেলে ভিটামিন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে।
    টীকা
    প্রথম বা দ্বিতীয় দিন - মরেক্স রোগের টীকা।
    ষষ্ঠ বা সপ্তম দিন - রানীক্ষেত রোগের টীকা।
    চোদ্দ তম দিন - গামবোর রোগের টীকা।
    একুশ-তেইশ তম দিন - রানীক্ষেত রোগের প্রতিষেধক টীকা।
    আঠাশ তম দিনের মধ্যে - ককসিডিয়া নাশক ঔষধ প্রতিষেধক হিসেবে
    Disclaimer: সমস্ত তথ্য ইন্টারনেট থেকে পাওয়া ,প্রয়োগ এর আগে যাচাই করে নেবেন।
    poultry farming,chicken farming
    poultry
    poultry farm
    modern poultry farming
    integrated poultry farming
    poultry farming in india
    farming
    integrated farming system model
    layer poultry farming
    poultry farming (industry)
    battery cage poultry farming
    poultry farming business
    integrated farming system
    battery cage layer poultry farming
    battery cage poultry farming in india
    integrated poultry and fish farming
    best poultry farming
    poultry farming start up
    chicken farm
    boiler farm,chicken
    boiler chicken
    broiler chicken farming
    farm
    broiler chicken,farm chicken,chicken farming
    chicken farm tour
    farm ki chicken
    boiler chicken haqiqat
    boiler chicken farm
    বয়লার মুরগীর খামার
    poultry fatm
    broiler
    boiler chicken ki haqeeqat
    how boiler chickens are keep warm
    poultry farm
    #boiler#chicken#farming#poultry
    boiler production chicken
    broiler farm
    chickens
    baby chicks farm
    আপনি যদি আপনার ফার্ম এর ভিডিও আমাদের চ্যানেল এর মাধ্যমে দেখাতে চান তাহলে যোগাযোগ করুন 8617809929

КОМЕНТАРІ • 29

  • @sohel....8706
    @sohel....8706 11 місяців тому +1

    Ami aibar nijei sob kine niye korlam..1900 pakhite 105000 taka profit...Jodi experience thake tahole abossoi nije korun...digun lavoban hben❤❤❤❤❤❤❤

  • @Mohammad7Afrin
    @Mohammad7Afrin 6 місяців тому +2

    kaka to bollo 2300 Bird acha 2kg kora hola 4600kg 8 taka par kg hola 36800hoi 60000taka hisab ta kotha thaka alo kaka ki bird bikri kora dai naki

    • @dear1476
      @dear1476 Місяць тому

      দাদা আছে কিন্তূ fcr ঠিক রাখলে হয় দাদা

  • @motimsekh
    @motimsekh Рік тому +2

    দাদা দু হাজার বয়লার মুরগির ঘর। এবং হপার ডিঙ্কার টোটাল খরচ কতো হবে। একটা ভিডিও চাই দাদা।

  • @kutubuddinsekh3454
    @kutubuddinsekh3454 9 місяців тому +1

    দাদা এই যে পোল্টির ঘরটা আছে এটা কত ফুট বাই কত ফুট আছে দাদা প্লিজ জানাবে আমি একটা নতুন পোল্ট্রি ঘর করতে চলেছি ওই জন্য জিজ্ঞাসা করলাম

    • @MrMR-og9ld
      @MrMR-og9ld 6 місяців тому

      প্রশ্ন করে লাভ নাই, কারণ উনি অনেক ভুল উত্তর দিয়েছেন।

  • @amritbauri3047
    @amritbauri3047 Рік тому

    Farming House business Idia din aro vedio banao

  • @TusharSarkar-yq2fv
    @TusharSarkar-yq2fv 8 днів тому

    কারো জানা থাকলে বলবেন নিজে করলে বিক্রি কোথায় করবো

  • @GaneshDebnath-km6iq
    @GaneshDebnath-km6iq Рік тому +1

    দাদা তিন হাজার মুরগির ঘর করতে টোটাল কত টাকা খরচ হবে প্রথম করতে চাইছি তো একটু বলে দিলে ভালো হতো

  • @updatetv7697
    @updatetv7697 Рік тому

    Hen cutting fresh ❤

  • @skrajib494
    @skrajib494 Рік тому

    Music ta darun

  • @chhotonbasak5228
    @chhotonbasak5228 Рік тому

    Dada hopar dinker gulo ki r khaora kokhon khon dita hoy video ta send koro

  • @swapanbarman4255
    @swapanbarman4255 Рік тому

    Nija boylar Chas korlay boylar base mal bikri korbo kothay ar akti video banna please please 🙏

  • @bholachele7341
    @bholachele7341 Рік тому +1

    Aro video din dada

  • @LokmanHossain-u4n
    @LokmanHossain-u4n 4 місяці тому

  • @bongtravelfoodfun3348
    @bongtravelfoodfun3348 Рік тому +1

    Ager video te bolechilen 2010 sale korechilen

  • @RupakDebnath-ik6qq
    @RupakDebnath-ik6qq Рік тому +1

    Farm a bises ki lite dokar

  • @uttammahato8270
    @uttammahato8270 Рік тому

    Dada ami 2000 murgi palon korte chai

  • @mondol755
    @mondol755 Рік тому +1

    Poultry farm rent hoba ami nabo

  • @suvojitmridha820
    @suvojitmridha820 Рік тому +7

    এই করে কোনো শান্তি নেই। মেস থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম যেভাবে বেড়েছে মুরগির দাম সে ভাবে বাড়েনি ।নতুন করে কেউ শুরু কোরো না

  • @Sabir-bv9ms
    @Sabir-bv9ms 3 місяці тому

    Apnar phone no. Ta deben dada

  • @sanjitbarmansanjit1711
    @sanjitbarmansanjit1711 Рік тому

    Dada apnar contact number kothay acche