আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় Healthcare product অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে ? Link: www.arogga.com/s/KIKENO/ari CODE: KIKENO আরোগ্য একটি হেলথকেয়ার প্লাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানীর ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষনীয় ডিস্কাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রী হোম ডেলিভারি সারা দেশজুড়ে। অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে চাইলে ডেস্ক্রিপশন বক্সের লিংক থেকে ইন্সটল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন arogga লিখে সেক্ষেত্রে বোনাস পেতে এই কোডটি (KIKENO) ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে।
আমি একজন তথ্য সংগ্রহ কারী ছিলাম।।এই শুমারীতে বলা হয়েছিল ১৪ জুন দিবাগত রাতে যে যেখানে থাকবে তাকে সেখানেই গণনা করতে হবে।। আর এটাই ছিলো সবচেয়ে বড় ভুল।।এর কারনে যারা বাড়ি থেকে দূরে থাকে বিশেষ করে চাকরি করে কিংবা ছাত্র যারা হোস্টেল কিংবা ম্যাচে থাকে তাদের অনেকের তথ্য নেওয়া হয়নি ঠিকভাবে।।কিন্তু আমি গ্রামে তথ্য সংগ্রহ করেছি।আমার মনে হয় গ্রাম অঞ্চলে মোটামুটি সঠিক গণনা হয়েছে।।আলহামদুলিল্লাহ আমি চেস্টা করেছি সঠিক তথ্য সংগ্রহ করার এবং একটা ঘরও বাদ দেইনি।।অথচ আমার বড় ভাই অন্য জায়গায় পড়াশোনা করে তাই তাকে আমাদের বাড়ি থেকে গণনা করা হয়নি।পরে যখন ঈদের সময় বাড়িতে আসে তখন শুনি ওখান থেকেও তার বাসায় কেও যায়নি। তাই বলছি সিস্টেম এ ভুল ছিল।।যদি এরকম ভাবে করা হত যে, যে যেখানে থাকুক না কেনো তার আসল বাড়ি থেকেই গণনা করা হবে তাহলে হয়তো সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হতো।।
আমি একজন তথ্য সংগ্রহ কারী ছিলাম।।এই শুমারীতে বলা হয়েছিল ১৪ জুন দিবাগত রাতে যে যেখানে থাকবে তাকে সেখানেই গণনা করতে হবে।। আর এটাই ছিলো সবচেয়ে বড় ভুল।।এর কারনে যারা বাড়ি থেকে দূরে থাকে বিশেষ করে চাকরি করে কিংবা ছাত্র যারা হোস্টেল কিংবা ম্যাচে থাকে তাদের অনেকের তথ্য নেওয়া হয়নি ঠিকভাবে।।কিন্তু আমি গ্রামে তথ্য সংগ্রহ করেছি।আমার মনে হয় গ্রাম অঞ্চলে মোটামুটি সঠিক গণনা হয়েছে।।আলহামদুলিল্লাহ আমি চেস্টা করেছি সঠিক তথ্য সংগ্রহ করার এবং একটা ঘরও বাদ দেইনি।।অথচ আমার বড় ভাই অন্য জায়গায় পড়াশোনা করে তাই তাকে আমাদের বাড়ি থেকে গণনা করা হয়নি।পরে যখন ঈদের সময় বাড়িতে আসে তখন শুনি ওখান থেকেও তার বাসায় কেও যায়নি। তাই বলছি সিস্টেম এ ভুল ছিল।।যদি এরকম ভাবে করা হত যে, যে যেখানে থাকুক না কেনো তার আসল বাড়ি থেকেই গণনা করা হবে তাহলে হয়তো সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হতো।।
কেন গণনা সঠিক করতে পারা যাচ্ছে না? গত ২০১১ সালের গণনায় একই সমস্যা হয়েছিল। সঠিকভাবে গণনায় ব্যর্থতার কারণ কি শুধুই বন্যা? আমার মনে হয় গণনার দায়িত্ব যাদের উপর অর্পন করা হচ্ছে তারাই অযোগ্য, দায়িত্বহীন?
আমি এই জনশমারির কাজ করছি আমি জানি এই কাজ কতটা বিরক্তির এবং কষ্টের। মানুষই তথ্য দিতে চায় না, বাসায় গেলে দরজা খুলতে চায় না। অপমান জনক কথা বার্তা বলে। এই হিসেবে যদি কোনো সমস্যা হয় সেটার দায়ভার এক মাত্র জনগন
যেকোনো দেশের জনগননা এবং জনসংখ্যা সঠিক না হলে সেই দেশের সুরখ্যা বিপদের কারণ হতে পারে। দেশের সেনাবাহিনী ও সুরক্ষা বিভাগের মধ্যে অন্য কোনো দেশের জাসুস সহজেই ঢুকে যেতে পারে। ইরান,ইরাক লিবিয়া সিরিয়ার মতো দেশে হয়েছে।
আমি একজন শুমারি কর্মী ছিলাম, আমি নিজে সুষ্ঠ ও নির্ভুলভাবে গণনা করেছি। সবাই যদি সঠিকভাবে গণনা করত তাহলে অবশ্যই সঠিক হিসাব আসতো। আমার মনে হয় কিছু শুমারিকর্মীর গাফিলতির জন্য গণনা কার্যক্রম অবশ্যই প্রশ্নের সম্মুখীন হয়েছে।
আমি নিজেও একজন গণনাকারী ছিলাম। আমার গণনার স্থান ছিল গ্রামে। আমি যতটুকু দেখেছি গ্রামে সকল গণনাকারী খুব আন্তরিকতা দিয়ে কাজ করছে। এবার আসা যাক শহরের কথা। আমি কুমিল্লা শহরে থাকি। শুমারির গণনা শেষ করে যখন শহরে আসলাম, শুনলাম আমি যে মেসে থাকি ঐ মেসে গণনাকারী গিয়ে তথ্য না নিয়ে তাড়াহুড়া করে, মেসে তখন সকলে না থাকায় চলে এসেছে। আবার যে বাসায় টিউশনি করি ঐ বাসার গার্ডিয়ান ১৪ তারিখ গ্রামে ছিল কিন্তু তাদের ছেলেমেয়েরা শহরে ছিল। গার্ডিয়ান থেকে জানলাম উনার সন্তানদের তথ্য নেয় নি। ঐ হচ্ছে শহরের গণনাকারীর খামখেয়ালিপনা
আমার মনে হয়,এখানে অনেকে বুঝে না বুঝে কমেন্ট করছেন। কিছু কর্মীর যে গাফিলতি ছিল না তা বলব না। আমি একজন গণনাকারী হিসেবে আমার একটু অভিঙ্গতা শেয়ার করি। আমার এরিয়া ছিল ঢাকা মোঃপুর। আমার এরিয়ায় মোটামুটি সবাই বেশ ভালো ই তথ্য দিয়েছেন। তবে দ্বিতীয় দিন আমি একটা দশ তলা ভবন এ যাই। যেখানে মাত্র চারটি পরিবারের বাস ছিল।আর সেখানে একজন ডাক্টার ছিলেন। আমি যখন ওনার কাছে তথ্য নিতে যাই, ঊনি বলেন দু দিন আগেই ঊনি তথ্য দিয়েছেন। আমি তো শুনে অবাক। আমি বললাম স্যার, গণনা তো গতকাল ১৫জুন থেকে শুরু হয়েছে। তাহলে আপনি ১৪জুন কিভাবে তথ্য দিলেন। তিনি কিছুটা সময় চুপ করে রইলেন। তারপর বললেন, আমার তথ্য দেয়া হয়েছে, আমি আর তথ্য দিতে পারবনা। আরো বলেন,অবৈদ্ধ সরকারকে তথ্য দিয়ে কি হবে আমি কোনো তথ্যই দিবোনা কি করতে পারেন করেন গিয়ে। তাতে বুঝলাম, ডাক্টার হয়তো সরকার বিরোধী কোনো রাজনৈতিক দলের সদস্য। আর আমি বাকী দিনগুলো চেষ্টা করেও তথ্য নিতে পারিনি। সর্বোপরি আমার মনে হয় , গণনায় বাদ পড়াদের বড় একটা অংশ ই সরকার বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাই হবেন হয়তোবা। অনেকের সাথে কথা বলে মনে হয়েছে শহরের চেয়ে গ্রামে অনেক ভালো গণনা হয়েছে।
অনেক কর্মী ঠিক মতো তথ্য সংগ্রহ করে নি আবার অনেকে ঠিক মতো তথ্যও দেয় নি।দেশের নাগরিক হিসেবে সঠিক তথ্য দেওয়া এবং নেওয়া উভয়েরই দ্বায়িত্ব। সরকার বৈদ্ব না অবৈদ্ব এটা কোন বিষয়ই না।
আমাদের বাসায় গনণা কর্মি আসছে কিন্তু আমাদের সাথে কোনো কথা হয়নাই সুধু বাসায় একটা নাম্বার আর স্টিকার দিয়ে গেছে 😃 সব জায়গায় এতোটা দূর্নিতী কেন? একেবারে অসহ্যকর লাগছে 🤬🤬🤬🤬🤬🤬🤬
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য দুঃখের বিষয় হলেও সত্য পূর্ণিমার যেমনে বয়স বাড়ে না তেমনি বাংলাদেশের জনসংখ্যা বাড়ে না আহারে বাংলাদেশ,,,
আমি বর্তমানে ঢাকায় থাকি। আর আমার বাবা-মা থাকে গ্রামের বাড়িতে, আমি বাবা মা দুজনের কাছেই খোঁজ নিয়ে জানতে পারি যে আমাদের বাড়িতে জনশুমারির তথ্য নেওয়ার জন্য কোন লোকজন যায়নি। তারমানে আমি এবং আমার পরিবারের আরও তিন সদস্য 16 কোটি 51 লাখ এর ভিতর আসিনি।
১৭ কোটিই হবে। বাদ গিয়েছে খুব কম। আমার এলাকায় আমি সবাইকে গননার আওতায় এনেছি। মোট গননাকারী ছিল ৪ লাখের মত। সবাই ১ জন করে বাদ দিলেও ৪ লাখ লোক কম হবে। সুতরাং ১৭ কোটি হওয়ার সম্ভাবনা বেশি। তবে শহরের হিসেব সম্পর্কে বলতে পারি না।
১৫৭০ কোটি টাকা দিয়ে ১৬কোটি ৫২ লক্ষ মানুষ গুনেছে। অর্থাৎ প্রতি জন গুনতে ১০৬টাকা মত খরচ পড়েছে। পাঁচ সদস্যের একটা মাত্র ফ্যামিলির তথ্য সংগ্রহে প্রায় ৫৩০টাকা খরচ। ভাবতে পারেন?
আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় Healthcare product অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে ?
Link: www.arogga.com/s/KIKENO/ari
CODE: KIKENO
আরোগ্য একটি হেলথকেয়ার প্লাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানীর ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন।
এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষনীয় ডিস্কাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রী হোম ডেলিভারি সারা দেশজুড়ে।
অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে চাইলে ডেস্ক্রিপশন বক্সের লিংক থেকে ইন্সটল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন arogga লিখে সেক্ষেত্রে বোনাস পেতে এই কোডটি (KIKENO) ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে।
পারমাণবিক বোমা কোথায়, কিভাবে,ও কতটা সুরক্ষার সাথে রাখা হয় সে সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও চাই।
আমি একজন তথ্য সংগ্রহ কারী ছিলাম।।এই শুমারীতে বলা হয়েছিল ১৪ জুন দিবাগত রাতে যে যেখানে থাকবে তাকে সেখানেই গণনা করতে হবে।। আর এটাই ছিলো সবচেয়ে বড় ভুল।।এর কারনে যারা বাড়ি থেকে দূরে থাকে বিশেষ করে চাকরি করে কিংবা ছাত্র যারা হোস্টেল কিংবা ম্যাচে থাকে তাদের অনেকের তথ্য নেওয়া হয়নি ঠিকভাবে।।কিন্তু আমি গ্রামে তথ্য সংগ্রহ করেছি।আমার মনে হয় গ্রাম অঞ্চলে মোটামুটি সঠিক গণনা হয়েছে।।আলহামদুলিল্লাহ আমি চেস্টা করেছি সঠিক তথ্য সংগ্রহ করার এবং একটা ঘরও বাদ দেইনি।।অথচ আমার বড় ভাই অন্য জায়গায় পড়াশোনা করে তাই তাকে আমাদের বাড়ি থেকে গণনা করা হয়নি।পরে যখন ঈদের সময় বাড়িতে আসে তখন শুনি ওখান থেকেও তার বাসায় কেও যায়নি। তাই বলছি সিস্টেম এ ভুল ছিল।।যদি এরকম ভাবে করা হত যে, যে যেখানে থাকুক না কেনো তার আসল বাড়ি থেকেই গণনা করা হবে তাহলে হয়তো সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হতো।।
এরা কি দেশের বাইরে ডেলিভারি করে? দয়া করে জানাবেন।
আমি একজন তথ্য সংগ্রহ কারী ছিলাম।।এই শুমারীতে বলা হয়েছিল ১৪ জুন দিবাগত রাতে যে যেখানে থাকবে তাকে সেখানেই গণনা করতে হবে।। আর এটাই ছিলো সবচেয়ে বড় ভুল।।এর কারনে যারা বাড়ি থেকে দূরে থাকে বিশেষ করে চাকরি করে কিংবা ছাত্র যারা হোস্টেল কিংবা ম্যাচে থাকে তাদের অনেকের তথ্য নেওয়া হয়নি ঠিকভাবে।।কিন্তু আমি গ্রামে তথ্য সংগ্রহ করেছি।আমার মনে হয় গ্রাম অঞ্চলে মোটামুটি সঠিক গণনা হয়েছে।।আলহামদুলিল্লাহ আমি চেস্টা করেছি সঠিক তথ্য সংগ্রহ করার এবং একটা ঘরও বাদ দেইনি।।অথচ আমার বড় ভাই অন্য জায়গায় পড়াশোনা করে তাই তাকে আমাদের বাড়ি থেকে গণনা করা হয়নি।পরে যখন ঈদের সময় বাড়িতে আসে তখন শুনি ওখান থেকেও তার বাসায় কেও যায়নি। তাই বলছি সিস্টেম এ ভুল ছিল।।যদি এরকম ভাবে করা হত যে, যে যেখানে থাকুক না কেনো তার আসল বাড়ি থেকেই গণনা করা হবে তাহলে হয়তো সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হতো।।
সহমত
এক মত
আমার এলাকায় মানুষই আসেনি
আপনার,, পলিসি তবে কাজ করলে।।। ঢাকা শহরের জনগণ হইতো ৫০ লাখ এরমত।।। আপনাদের মত মাথা মোটা দের দিয়ে কাজ করানোর কারণে এই অবস্থা হইছে।
Vai, aije census ta korlen ai sob demographics data kothay pabo?
দুনিয়ার কাজকর্ম বেশিরভাগ ই চলছে মিথ্যার উপর দিয়ে । আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমীন ।
Ameen
বাংলাদেশের প্রধান সমশ্যা , অপরিকল্পিত জনসংখার বিস্ফোরণ। পরিবার পরিকল্পনা আইন এবং তাহার বাস্তবায়ন চাই।🇧🇩ধন্যবাদ
একটা বিষয় মাথা আসছে না 🤔😇জখন শুমারী চলিতেছে তখন তো সিলেটে বন্যা হচ্ছিল 😭বন্যার পানির ভিতর জনশুমারি কর্মীরা কিভাবে গণনা করল 🤔🤔??
এটি আমিও চিন্তা করেছি।
জনশুমারির সময় বাড়ানো হয়েছিল
সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছিলো
আমাদের করছে। যদিও আঙিনায় পানি ছিল। তবে যেখানে রাস্তা ঘাটে পানি বেশি সেখানে হয়ত হয়নি
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে 🤣🤣🤣
জনসংখ্যা বিশেষজ্ঞরা অটো পাস !!
তাই ২০১৩ সালের তথ্য ২০২২ এসেও পুনরাবৃত্তি করতেছে!!!
প্রকৃত জনসংখ্যা দেখলে যে মাথা পিছু আয় কমে যাবে 🤫🤫🤫🤫
R8
100%
🤣🤣🤣🤣🤣right
আদমশুমারী কর্মীদের অনেক গাফিলতির স্বীকার হয়েছে সাধারণ জনগণ।
এই দেশের মানুষ কোনদিনও ভালো হবে না।
কেন গণনা সঠিক করতে পারা যাচ্ছে না? গত ২০১১ সালের গণনায় একই সমস্যা হয়েছিল। সঠিকভাবে গণনায় ব্যর্থতার কারণ কি শুধুই বন্যা? আমার মনে হয় গণনার দায়িত্ব যাদের উপর অর্পন করা হচ্ছে তারাই অযোগ্য, দায়িত্বহীন?
তাদের বেতন ভাতাও কম দিয়েছিলো -©
Right
শুধু গণনা কর্মীকে দোষ দিলে হবে না।যারা তথ্য দেয় নি তাদেরও দোষ আছে
আমি এই জনশমারির কাজ করছি আমি জানি এই কাজ কতটা বিরক্তির এবং কষ্টের। মানুষই তথ্য দিতে চায় না, বাসায় গেলে দরজা খুলতে চায় না। অপমান জনক কথা বার্তা বলে। এই হিসেবে যদি কোনো সমস্যা হয় সেটার দায়ভার এক মাত্র জনগন
যেকোনো দেশের জনগননা এবং জনসংখ্যা সঠিক না হলে সেই দেশের সুরখ্যা বিপদের কারণ হতে পারে। দেশের সেনাবাহিনী ও সুরক্ষা বিভাগের মধ্যে অন্য কোনো দেশের জাসুস সহজেই ঢুকে যেতে পারে। ইরান,ইরাক লিবিয়া সিরিয়ার মতো দেশে হয়েছে।
আমি একজন শুমারি কর্মী ছিলাম, আমি নিজে সুষ্ঠ ও নির্ভুলভাবে গণনা করেছি। সবাই যদি সঠিকভাবে গণনা করত তাহলে অবশ্যই সঠিক হিসাব আসতো। আমার মনে হয় কিছু শুমারিকর্মীর গাফিলতির জন্য গণনা কার্যক্রম অবশ্যই প্রশ্নের সম্মুখীন হয়েছে।
আমি নিজেও একজন গণনাকারী ছিলাম। আমার গণনার স্থান ছিল গ্রামে। আমি যতটুকু দেখেছি গ্রামে সকল গণনাকারী খুব আন্তরিকতা দিয়ে কাজ করছে।
এবার আসা যাক শহরের কথা।
আমি কুমিল্লা শহরে থাকি। শুমারির গণনা শেষ করে যখন শহরে আসলাম, শুনলাম আমি যে মেসে থাকি ঐ মেসে গণনাকারী গিয়ে তথ্য না নিয়ে তাড়াহুড়া করে, মেসে তখন সকলে না থাকায় চলে এসেছে।
আবার যে বাসায় টিউশনি করি ঐ বাসার গার্ডিয়ান ১৪ তারিখ গ্রামে ছিল কিন্তু তাদের ছেলেমেয়েরা শহরে ছিল। গার্ডিয়ান থেকে জানলাম উনার সন্তানদের তথ্য নেয় নি।
ঐ হচ্ছে শহরের গণনাকারীর খামখেয়ালিপনা
এক মত
অবাস্তব মনে হওয়ারই কথা
কারণ ১০ বছর আগেও শুনছি ১৬ কোটি আর এখনো ১৬ কোটি
এটা কি কোনো ভাবে সম্ভব নাকি??
তাও বাংলাদেশে
আমি ও এমন কিছু ভাবছিলাম, এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না যে আমাদের জনসংখ্যা ১৬ কোটি ৫০ লাখ।
আমার মনে হয়,এখানে অনেকে বুঝে না বুঝে কমেন্ট করছেন। কিছু কর্মীর যে গাফিলতি ছিল না তা বলব না। আমি একজন গণনাকারী হিসেবে আমার একটু অভিঙ্গতা শেয়ার করি। আমার এরিয়া ছিল ঢাকা মোঃপুর। আমার এরিয়ায় মোটামুটি সবাই বেশ ভালো ই তথ্য দিয়েছেন। তবে দ্বিতীয় দিন আমি একটা দশ তলা ভবন এ যাই। যেখানে মাত্র চারটি পরিবারের বাস ছিল।আর সেখানে একজন ডাক্টার ছিলেন। আমি যখন ওনার কাছে তথ্য নিতে যাই, ঊনি বলেন দু দিন আগেই ঊনি তথ্য দিয়েছেন। আমি তো শুনে অবাক। আমি বললাম স্যার, গণনা তো গতকাল ১৫জুন থেকে শুরু হয়েছে। তাহলে আপনি ১৪জুন কিভাবে তথ্য দিলেন। তিনি কিছুটা সময় চুপ করে রইলেন। তারপর বললেন, আমার তথ্য দেয়া হয়েছে, আমি আর তথ্য দিতে পারবনা। আরো বলেন,অবৈদ্ধ সরকারকে তথ্য দিয়ে কি হবে আমি কোনো তথ্যই দিবোনা কি করতে পারেন করেন গিয়ে। তাতে বুঝলাম, ডাক্টার হয়তো সরকার বিরোধী কোনো রাজনৈতিক দলের সদস্য। আর আমি বাকী দিনগুলো চেষ্টা করেও তথ্য নিতে পারিনি।
সর্বোপরি আমার মনে হয় , গণনায় বাদ পড়াদের বড় একটা অংশ ই সরকার বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাই হবেন হয়তোবা।
অনেকের সাথে কথা বলে মনে হয়েছে শহরের চেয়ে গ্রামে অনেক ভালো গণনা হয়েছে।
অনেক কর্মী ঠিক মতো তথ্য সংগ্রহ করে নি আবার অনেকে ঠিক মতো তথ্যও দেয় নি।দেশের নাগরিক হিসেবে সঠিক তথ্য দেওয়া এবং নেওয়া উভয়েরই দ্বায়িত্ব। সরকার বৈদ্ব না অবৈদ্ব এটা কোন বিষয়ই না।
আমিও বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি কিন্তু আমাদের দেশে একজনের ২/৩ টা ভোটার আইডি কার্ড ও অনেক বয়স কমানো জন্মনিবন্ধন আছে
Apnar videos gulo best hoy
আমাদের বাসায় গনণা কর্মি আসছে কিন্তু আমাদের সাথে কোনো কথা হয়নাই সুধু বাসায় একটা নাম্বার আর স্টিকার দিয়ে গেছে 😃 সব জায়গায় এতোটা দূর্নিতী কেন? একেবারে অসহ্যকর লাগছে 🤬🤬🤬🤬🤬🤬🤬
আমার বাসায় কোন জনশুমারী কর্মী আসে নাই 😔 আমি জনসংখ্যার কাতারে নাই
জনসংখ্যার সঠিক তথ্য প্রকাশ করে নাই,
তাই গননা কারীর দোষ দেয়া হচ্ছে
এটাই মূল কারন
ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য দুঃখের বিষয় হলেও সত্য পূর্ণিমার যেমনে বয়স বাড়ে না তেমনি বাংলাদেশের জনসংখ্যা বাড়ে না আহারে বাংলাদেশ,,,
👉ফ্রিজে পানি রাখলে যেমনি পানি ঠান্ডা হয় তেমনি করে নামাজ পড়লে মন ঠান্ডা হয়ে যায়!🌺🇧🇩🥀
(সুবহানাল্লাহ)
ভাই অসংখ্য ধন্যবাদ খুব তথ্যবহুল ভিডিও
আমাদের বাসায় না এসেই গেটে স্টিকার লাগিয়ে রেখেছে।আমাদের তো গুনেই নাই।
অসাধারণ ভিডিও। ধন্যবাদ।
১০ বছর আগে বইয়ে পড়েছিলাম ১৬ কোটি।
সরকারের উচিত সঠিক তথ্য জানানো।
ধন্যবাদ ki keno kivabe কে এমন সুন্দর সব তথ্য তুলে ধরার জন্য❤️
আপনার ভিডিও এর জন্য অপেক্ষায় থাকি।
ভাই আপনার ভিডিও সাউন্ড অনেক কম দয়া করে আরেকটু বাড়িয়ে নেবেন
আমার পরিচিত অনেকের বাড়িতেই আদমশুমারীর কোন কর্মী যায়নি
মাথাপিছু আয় বাড়িয়ে দেখানোর জন্য জনসংখ্যা কমিয়ে দেখানো হয়েছে
হতে পারে
Hmm good point
@@NoOne-tg3xl এটাই সত্য
Right..
বাংলাদেশের মানুষ বর্তমানে ১৮ কোটির ও বেশি হবে
ঠিকঠাকমতো জনশুমারি করলে দেখা যাবে জনসংখ্যা ২৫ কোটি।
যখন মাটির নিচ দিয়ে হাটতাম তখন বিটিভিতে শুনতাম জনসংখ্যা ১৫ কোটি।
আমি নিজে কাজ করেছি।।আমার এটা বিশ্বাস হয়নি
Nice video
আমি বর্তমানে ঢাকায় থাকি। আর আমার বাবা-মা থাকে গ্রামের বাড়িতে, আমি বাবা মা দুজনের কাছেই খোঁজ নিয়ে জানতে পারি যে আমাদের বাড়িতে জনশুমারির তথ্য নেওয়ার জন্য কোন লোকজন যায়নি। তারমানে আমি এবং আমার পরিবারের আরও তিন সদস্য 16 কোটি 51 লাখ এর ভিতর আসিনি।
Ki keno kivaber ,thanks
আমার বাসাই গননা না করেই স্টিকার লাগিয়ে চলে গেছে
পেটে খাবার ছিল না
তবুও মুখে হাসি ছিল 🙂
~তিনি হলেন,হযরত মুহাম্মদ (সাঃ)....
আপনার ভিডিওগুলো শিক্ষণীয় অনেক।
আর্মি , নেভি ও আনসার দিয়ে জনশুমারি করা হোক,এতে দেশের টাকাও বেচে যাবে।
সরকারের উচিত এমন একটি মেগা প্রজেক্ট তৈরি করা, যাতে করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিবছর দুইবার করে জনশুমারি করতে পারে। 🤔🤔
আমাদের বাসায় কোন আদমশুমারী কর্মী আসে নি
ভাইয়া আপনার ব্যাগগ্ৰাউন ছবি এবং মিউজিক কোথায় পান।
একটু বললে, আমার উপকার হয় ভাই
জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দায়ী। এই ৩ দেশের অল্প জায়গায় অসংখ্য মানুষ যেভাবে থাকে তা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়।।
১০ বছর আগেও শুনছি ১৬ কোটি মানুষ
এখনো ১৬ কোটি 🤭
ভালোই গননা করছে তারা
বাড়িতে গণগা করার কোন লোক যায়নি। এ রকম বাংলাদেশের এক- তৃতীয়াংশ জায়গায় কোন কর্মী যায়নি। বাংলাদেশে প্রকৃত জনসংখ্যা ২৬ কোটির উপরে হবে
সেখ পরিবার হঠাও দেশ বাচাও
তিস্তা ব্যারেজ নিয়ে ভিডিও চাই
কি-কেন-কিভাবে চ্যানেল এর ১ টি জিনিস ভালো লাগে। সেটি হলো ভিডিও শেষে আরেকটি ভিডিও জুড়ে দেয়!!
ভাই যুক্তরাষ্ট্রের দাবানল পরিস্থিতি নিয়ে একটি ভিডিও বানান প্লিজ
ভাইরে ভাই আমাদের ভারাটিয়া দুই পরিবার কে তো গননায় ধরাই হয় নাই, দুই পরিবারের মোট সদস্য ৮ জন
বর্তমানে কম হলেও এখন জনসংখ্যা 19 কোটি প্লাস
Operation Aurora niye ekta video banayen, plzz🙏🏻
ভাই যুক্তরাষ্ট্রের দাবানল পরিস্থিতি নিয়ে একটি ভিডিও চাই প্লিজ
২০ কুটির বেশি হবে ঢাকা শহরে ৪ কুটি সমপরিমাণ হবে। আমাদের গুনতে এসে ২ জন কর্মে ছিল তাই বাদ পরেছে
সময়োপযোগী ভিডিও,
এই জায়গায়ও দূর্নীতি হয়েছে।
স্যার, আসলেই কি বাংলাদেশ দেউলিয়া হবে নাকি এই সম্পর্কে একটা ভিডিও বানালে খুশি হতাম, এবং প্রতিনিয়ত টাকার বিপরীতে ডলারের দাম কেন বাড়ছে??????
Pablo Picasso কে নিয়ে ভিডিও বানালে উপকৃত হব 🙏🙏🙏🙏🙏
Pablo Picaso কে নিয়ে ভিডিও বানালে উপকৃত হব
বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ২১ কোটি ++।এর কম হবে না।
আমি নিজে জনশুমারির কাজ করছি।কিন্তু আমার গননা করা হয় নাই।আমার বাড়ি যার অধিনে ছিল সে আসেই নাই
Pablo Picasso কে নিয়ে ভিডিও বানালে উপকৃত হব 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pablo Picasso কে নিয়ে ভিডিও বানালে উপকৃত হব 🙏🙏🙏🙏🙏🙏🙏
১৭ কোটিই হবে। বাদ গিয়েছে খুব কম। আমার এলাকায় আমি সবাইকে গননার আওতায় এনেছি। মোট গননাকারী ছিল ৪ লাখের মত। সবাই ১ জন করে বাদ দিলেও ৪ লাখ লোক কম হবে। সুতরাং ১৭ কোটি হওয়ার সম্ভাবনা বেশি। তবে শহরের হিসেব সম্পর্কে বলতে পারি না।
Thanks
যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। - মিশকাত
আবার বাজেট করেন ২০০০ কোটি টাকা।আবার শুমারী করেন।দেশের ত টাকার অভাব নাই!!
সব কিছুতে ই অবহেলা, কবে যে ঠিক হইবো বাংলাদেশ 😪😪😪
I loved video thank you ki keno kivabe 🥰😇💖🌹🌟✨
জনশুমারি আমাদের কাছেও আসেনি।
এটা বাংলাদেশ বর্তমান সরকারের Economic strategy. PPP বেশি দেখানো উদ্দেশ্য।
they should have made a website and people could give their info willingly at their own suitable time
Amar family count kora hoyni member 4
আরো বেশি
ভাই, আমাদের নিজ জেলা বগুড়ায়, আমাদের বাড়িতেও আসেনি, এমনকি আশেপাশের কোনো বাড়িতেও আসেনি।হাস্যকর
এখানে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হয়নি।সেটা হলে প্রায় ১৮ কোটি হবে।
কাজের কাজ কিছু হয়নি তা বোঝার বাকী নেই
আমি বিশ্বাস করিনা এ তথ্য
করোনা ভাইরাসের রেজিষ্ট্রেশন তথ্য থেকেও তো জনসংখ্যা জানা সম্ভব।
চিন্তার বিষয়
ভাই আমার বাড়ি তো কেউ আসেনি,
বাংলাদেশ একটা গণনা করবে,আর তাতে ভুল হবে না,এটা কি হয়?
বাচ্চাকাল থেকে পড়তেছি বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। এখন আমার বয়স ২১,এখনও সেইম!😀
সিলেটের বন্যাকালীন গণনা কিভাবে হয়েছিল?
সাথে ছিটমহলের নতুন ৫০ হাজার মানুষ এবার কি অন্তর্ভুক্ত হয়েছে?
আগে জনশুমারী হয়েছিল আর এবার হয়েছে গাঁজাশুমারী 😀😀😀😀
আমি মনে করি জনসংখ্যা কমছে কারন আমার নিকটাত্মীয়ের অনেকেরই একজন করে সন্তান আছে। কারো দুজন করে সন্তান আছে। দুজন সন্তানের বেশী কারো নাই।
আমার পরিবার ও জনশুমারির গণনার মধ্যে আসেনি। কোন জনশুমারি কর্মী বা মাঠকর্মী আমার বাড়িতে আসেনি।
amar building a o ase nai ,54 ta flat 1000 ; ek ek family te 5 jon kore hole ;onek manus bad porche
আমার বাসায়ও আসেনি
শুধু স্টিকার মেরে গেছে।
আদমশুমারিতে গণনা করতে কোন মাঠকর্মী আমাদের বাড়িতে আসেনি।
এটাই বাংলাদেশ যেখানে ১৬ কোটি মানুষকে গণনা করতে সাড়ে ১৫ কোটি প্লাস খরচ হহেছে
আমাদের নোয়াখালীতে কোন গননা করা হয়নি। নোয়াখালীর লোক সংখ্যা ৪০ লাখ। গননাকারী বাড়ীতে আসেনি।
১৫৭০ কোটি টাকা দিয়ে ১৬কোটি ৫২ লক্ষ মানুষ গুনেছে। অর্থাৎ প্রতি জন গুনতে ১০৬টাকা মত খরচ পড়েছে। পাঁচ সদস্যের একটা মাত্র ফ্যামিলির তথ্য সংগ্রহে প্রায় ৫৩০টাকা খরচ। ভাবতে পারেন?
আমাদের এলাকায় প্রায় বেশিরভাগই অযোগ্য ছেলেমেয়েদেরকে দিয়ে গণসুমারির কাজ করে নেয়া হয়েছে, সে ক্ষেত্রে এর চেয়ে ভালো ফলাফল আশা করা অসম্ভব।
ভাইয়া আপনার সাথে কন্ট্রাক্ট করবো কিভাবে অনেক জরুরী দরকার ভাইয়া।
আমি পাঁচ নাম্বারে কমেন্ট করেছি।
আমাদের বাড়িতে অনেক জনের নাম নেয়নি