দুর্নীতি দেদার, কিন্তু দায় কারও নয় | বেআইনি নির্মাণে মেয়র হাকিম নিজেই চুপ | Justice Ganguly Bench

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ, মানুষ মারা যাচ্ছেন, নিজেদের সহায় সম্বল হারাচ্ছেন অথচ প্রশাসন, সরকার হয় দায় ঝেড়ে ফেলেছে নাহলে দায় ঠেলছে একে অন্যের ওপর। এতে সবথেকে বেশি লাভবান হচ্ছেন কারা? আর নিঃস্ব হচ্ছেন কারা? পুরসভার দোষ হলে মেয়র দায়িত্ব নিচ্ছেন না কেন?
    #kolkatamunicipality #Mayor #KMC #KolkataMayor #FirhadHakim #AITC #TMC #Kolkata #WestBengal
    Join this channel to get access to perks:
    / @hothatjodiuthlokotha
    Follow us on X: Ho...
    Further reads: www.anandabaza...
    www.anandabaza...
    www.anandabaza...
    www.anandabaza...
    www.anandabaza...
    www.anandabaza...
    www.anandabaza...
    www.anandabaza...
    www.anandabaza...
    tv9bangla.com/...
    www.anandabaza...

КОМЕНТАРІ • 349

  • @abhijeetbhattacharya6391
    @abhijeetbhattacharya6391 10 місяців тому +7

    আমি প্রবাসী বাঙালী। ভাবছিলাম কলকাতায় একটা flat কিনব। কিন্তূ এই প্রতিবেদন দেখে ভয় পেতে শুরু করেছি। মনে হয় এই প্রবাসেই বেশী ভাল আছি।

  • @indra8348
    @indra8348 10 місяців тому +7

    " দুর্নীতির অর্থনীতি "
    এই শব্দটাই আজকের বাংলার অর্থনীতির মডেল ।

  • @kiranmaykarmakar5007
    @kiranmaykarmakar5007 10 місяців тому +5

    অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে,প্রমোটার এসে বলছে অবৈধ নির্মাণ হবে এবং সব কিছু ম্যানেজ হয়ে যাবে । এটাই এখন স্বাভাবিক ঘটনি ।

  • @benimadhabsadhukhan2423
    @benimadhabsadhukhan2423 10 місяців тому +6

    অসহ্য যন্ত্রণা!
    রেহাই পেতে হলে সরকারের পতন কামনা করছি।

  • @umabanerjee9276
    @umabanerjee9276 10 місяців тому +66

    সাধারণ মানুষের গুরুত্ব শুধুমাত্র ভোটের সময় আর এখন যেহেতু ছাপ্পার ধাপ্পা তাই মানুষের গুরুত্ব বিগ 0 , কাজেই ফূর্তির প্রাণ বেআইনি নির্মাণ!🤩

  • @SubrataDas-ho7kv
    @SubrataDas-ho7kv 10 місяців тому +7

    খুব ভালো বিশ্লেষণ।

  • @goutambiswas2959
    @goutambiswas2959 10 місяців тому +3

    যুক্তিসঙ্গত ব্যাখ্যা ও বিশ্লেষণ। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

  • @Anonymous-xz6mk
    @Anonymous-xz6mk 10 місяців тому +4

    দোষ কারো নয় গো মা। আমি স্বখআতো শলীলে ডুবে মরি। আজকের পর্বের নির্যাস।

  • @janami-dharmam
    @janami-dharmam 10 місяців тому +8

    আমরা সবাই রাজা
    আমাদের এই রাজার রাজত্বে

  • @surendranathsarkar7134
    @surendranathsarkar7134 10 місяців тому +28

    অসাধারন প্রতিবেদন ধন্যবাদ দিদি।

  • @himadrisekharsahoo6571
    @himadrisekharsahoo6571 10 місяців тому +18

    সবই টাকার খেলা,দোষ কারোর নয়গো মা!দোষ শুধু ক্পালের গো মা। টালি র চালায় বসে বসে সব কিছু দেখে ও দেখিসনি মা।এসব আমরা বুঝিগো মা।জয় মা টালির চালার কালী র জয়।

    • @abirjana8167
      @abirjana8167 10 місяців тому

      শেষের লাইনটা দারুন লিখেছেন 🔥☑️টালির জয়।

    • @ar34567
      @ar34567 7 місяців тому +1

      শেষ বাক্যটা অসাধারণ, তবে হাওয়াই চটি টা যোগ করলে আরো খাসা হতো

  • @tuhinbhattacharya6607
    @tuhinbhattacharya6607 10 місяців тому +13

    এর হিসেব খুব পরিষ্কার। ওই ফ্ল্যাট বাড়ি তৈরি করার সময় যে লোকাল কাউন্সিলর ছিল তার সম্পত্তি থেকে বা সেই সময় যে পুরমন্ত্রী ছিলেন তার সম্পত্তি থেকে পুরো টাকা সুদ সমেত সব ফ্ল্যাট ক্রেতাদের টাকা ফিরিয়ে দেয়া। খুব সহজ।

  • @sukalyanchatterjee5441
    @sukalyanchatterjee5441 10 місяців тому +4

    ভয়ঙ্কর দৃস্টান্ত মুলক পদক্ষেপ নিতে হবে, প্রমোটরের সমস্ত ব‍্যাঙ্ক একাউন্ট সিজ করে দিতে হবে। গড় গড় করে বলেদেবে কে কে টাকা নিয়েছে ড্রইং পাস করতে তাদেরও একই ব‍্যবস্থা করতে হবে। এক দিন বাদেই দেখবেন সত‍্যযুগ এসেগেছে।

  • @asitp2001
    @asitp2001 10 місяців тому +1

    ​জয় মা দুর্গা 💐তুমি যাওয়ার সময়,পিসী, ভাইপো, হাকিম চাচার দুর্নীতি বোধন করে যাও মা 🙏

  • @pranabeshdasgupta5202
    @pranabeshdasgupta5202 10 місяців тому +3

    ধন্যবাদ

  • @shibaprasadchowdhury808
    @shibaprasadchowdhury808 10 місяців тому +2

    ভালো থাকো বোন।খুব ভাল।লাগলো।

  • @aghosh3571
    @aghosh3571 10 місяців тому +3

    হে বঙ্গ বাসী, ভেবে দেখুন আমরা কাকে vote দিয়েছি.

  • @tapanchakraborty5994
    @tapanchakraborty5994 10 місяців тому +14

    কাউন্সিলর ঠিকমতো ভাগ পৌঁছে দেয়, অতএব তার কোনো দোষ থাকতে পারে না।

  • @dipalidas7691
    @dipalidas7691 10 місяців тому +5

    সরকারি কর্মচারীদের/পেনশনভোগীদের প্রাপ্য DA/DR এর কথা উঠলে উনি বলেন তেলা মাথায় তেল দেওয়া পাপ আর বেআইনি বাড়ী বানাতে দেওয়া মহাপুন্য

  • @debdasray6256
    @debdasray6256 10 місяців тому +31

    বাস্তব হোলো সবাই সব জানে। কিন্তু পূর প্রতিনিধি থেকে মেয়র কেউ কোনো স্টেপ নেন না। বিশেষ অজ্ঞাত কারণে। বুঝে নিন এইভাবেই চলবে।

    • @janami-dharmam
      @janami-dharmam 10 місяців тому

      Everybody gets their due share. This is a very well organized system. Some may not get cash but they get in kind.

    • @atasidey12
      @atasidey12 10 місяців тому

      কারন তো ভাগ

  • @kaushiksenchaudhuri5573
    @kaushiksenchaudhuri5573 10 місяців тому +3

    নিয়ম অনুযায়ী ছাড় রেখে Flat কোথাও বানানো হয় না। এর থেকে আমার শহরও বাদ নেই

  • @pabitranandan3114
    @pabitranandan3114 10 місяців тому +8

    কাউন্সিলকে নজরানা না দিলে কোনো পুরসভায় একটা ইটও গাঁথা যায় না...বহুতলের রেট , প্রতিকাঠা তলপ্রতি 6 লাখ টাকা মাত্র।

  • @sunilsamanta5254
    @sunilsamanta5254 10 місяців тому +57

    বাস্তব ঘটনা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @march234
      @march234 10 місяців тому +1

      Are Tmc mane c'huri. Joschuri atai to TMC r adarsha.

  • @MakhanSamadder
    @MakhanSamadder 10 місяців тому +2

    দি দি সত্যি কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

  • @amitkumarbiswas7540
    @amitkumarbiswas7540 10 місяців тому +6

    পশ্চিমবঙ্গের ছোট বড় সকল শহরে এই ভাবে বেআইনি বহুতল বাড়ি তৈরি চলে আসছে এবং চলতে থাকবে। বিশেষ করে মফস্বলের শহর গুলোতে কিছু ব্যাক্তি তাদের হিসেব বহির্ভূত টাকা রক্ষা করতে এই ধরনের নির্মাণ করে চলেছে। প্রশাসন ও কর্তৃপক্ষর নিরবতা মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগাচ্ছে।

  • @swapangolder1392
    @swapangolder1392 10 місяців тому +6

    সততার প্রতিকের আমলে আর কতকি দেখতে হবে।

  • @buddhadebmajumder8398
    @buddhadebmajumder8398 10 місяців тому +6

    রাজের সব বেয়াইনি কাজ ধরতে কম করে পঞ্চাশ হাজার ইডি সিবিআই অফিসার দরকার ( কম অফিসার বিক্রি হতে পারে , হাজার হাজার কে সম্ভব নয়) । কোর্টের ঘর বাড়িয়ে কয়েক শো বিচারপতি নিযুক্ত করা । লক্ষ কোটি টাকা খরচ হোক কিন্তু দোষীর ফাইন থেকে উঠে আসবে বিলিয়ন ডলার কোটি ।

  • @dipankardutta3688
    @dipankardutta3688 10 місяців тому +52

    দিদি তুমি ই আসল প্রতিবাদের প্রান।

  • @prabirkumarbiswas3932
    @prabirkumarbiswas3932 10 місяців тому +3

    কোনো নির্মাণ হলেই কাউন্সিলর ও প্রশাসনের দেখা উচিত আইনি না বেআইনি।

  • @mahadebpaul1977
    @mahadebpaul1977 10 місяців тому +2

    Nicely presented

  • @shyamsundarsingha8217
    @shyamsundarsingha8217 10 місяців тому +3

    অসাধারণ বিশ্লেষণ। ম্যাডাম আপনার জবাব নেই।

  • @kalyanbandopadhyay7879
    @kalyanbandopadhyay7879 10 місяців тому +2

    Darun

  • @ratulhalder5536
    @ratulhalder5536 10 місяців тому +92

    উনি বাংলা না হোক,ইংরাজীতে তো স্বীকার করেছেন যে উনি চোর। উনি তো বলেছেন,"I am a thief".😂😅

    • @orhanpamuk670
      @orhanpamuk670 10 місяців тому

      😅

    • @anubhabadhikary1514
      @anubhabadhikary1514 10 місяців тому +2

      Majhe majhe mitthe bolte bolte sotti beriea jay

    • @shgds8812
      @shgds8812 10 місяців тому

      শালে ম্চোর হ্যায়?

    • @debendranathmandal2710
      @debendranathmandal2710 10 місяців тому +1

      ছাগলে ইংরাজী বল্লে একটু ভুলভাল হয়, ভাই।

    • @ar34567
      @ar34567 7 місяців тому +1

      ​@@debendranathmandal2710
      পাগলে কিনা বলে
      ছাগলে কিনা খায় 😂😂😂

  • @ratishdey3550
    @ratishdey3550 10 місяців тому +4

    Correct...nice episode.. thanks..

  • @bimalendujana1124
    @bimalendujana1124 10 місяців тому +3

    বাপ মা কে একলা ফেলে কোলকাতায় FLAT কিনে সুখে থাকার পরিকল্পনা যাদের তাদের কপালে এইরকম সমস্যা হবে তাতে তো করার কিছু নেই ।

  • @arunguharoy
    @arunguharoy 10 місяців тому +5

    ১০৫ নম্বর ওয়ার্ডে একবার নজর দিক ফিরাদ বাবু, কত বাড়ি বেআইনি করিয়ে কত টাকা আয় করেছেন প্রাক্তন কাউন্সিলর তরুন মন্ডল মহাশয়

  • @user-dw1kx4fy9r
    @user-dw1kx4fy9r 10 місяців тому +25

    প্রোমোটার কে ধরতে হবে এবং যে লাইসেন্স দিয়েছে তাকে ধরতে হবে। এ তো সোজা ব্যাপার। এদের শাস্তি দিয়ে এবং এদের কাছ থেকে টাকা তুলে ফ্ল্যাট- ক্রেতাদের দিতে হবে।

    • @abirjana8167
      @abirjana8167 10 місяців тому

      একদম ঠিক বলেছেন ☑️

  • @ArunDas-eh9um
    @ArunDas-eh9um 10 місяців тому +1

    মেয়রকে জবাব দিতে হবে বেআইন ভাবে বড় বড় ফ্ল্যাট তৈরী হচ্ছে কি করে...

  • @pulakchoudhury1143
    @pulakchoudhury1143 10 місяців тому +4

    আপনার অনুষ্ঠান শুনলাম। সমস্যার সমাধান কি ? আমি বর্তমানে নরেন্দ্রপুর গ্ৰিন পার্কে থাকি। মজার বিষয় হলো আমার কেনা বিল্ডিংয়ের এখনো পর্যন্ত কোন মিউটেশন বা সিসি কাগজপত্র আজ পর্যন্ত দিতে পারেনি। শুধু আজ না কাল এই করে বার বছর হয়ে গেল।

  • @sikhasengupta5590
    @sikhasengupta5590 10 місяців тому +46

    Law and order situation in Bengal is absolutely horrific.

    • @janami-dharmam
      @janami-dharmam 10 місяців тому

      it is really very common; they once told me that my flat itself is illegal construction. But mine is a very small flat and it is a part of a building. But there is nobody to answer and I cannot ask any bosses any question. So one day I went with a powerful connection to the commissioner and asked what I should do. He suggested that I must regularize it. It only needed more money and after one year my flat has been regularized (I got some papers but it does not say what was irregular in the first place and what has actually been regularized). I had to pay about 30k fees and 10k in bribes.

    • @JC-yg8hz
      @JC-yg8hz 10 місяців тому

      Law ? Administration? What's that in westbengal?

    • @prabirde2148
      @prabirde2148 10 місяців тому

      মজার দেশের মজার ব্যাপার হচ্ছে। আর ভোট আবার গিয়ে তাদের। বা বা বা।

  • @tapatichatterjee9689
    @tapatichatterjee9689 9 місяців тому

    একদম ঠিক কথা । প্রশাসন দেখলেও দেখতে পায়না । র্দূনীতির বলি সাধারণ মানুষ।

  • @sekhardas9292
    @sekhardas9292 10 місяців тому +9

    Action should be taken against Municipal Corp. Mayor Firad Hakim also responsible for this illegal Constriction.

  • @rajagon8033
    @rajagon8033 10 місяців тому +10

    Firhad Hakim bhul to bole ni. O to dakat kajei take chor bolle rag hobena.

  • @drhabibulla
    @drhabibulla 10 місяців тому +12

    চোরের definition কি ? কি করলে লোকে চোর কয় ?

  • @jagannathdas6091
    @jagannathdas6091 10 місяців тому +10

    এসব চোরদের শাস্তি হবে কবে

  • @DhananjaySinha-xf4wd
    @DhananjaySinha-xf4wd 10 місяців тому

    দিদি আবার তুমি দায়িত্ব ছেড়ে দিয়ে পদ ট্যাগ করো ।

  • @kalyankumarsen742
    @kalyankumarsen742 10 місяців тому +5

    হাকিম সাহেব কোথাও বলেন নি "আমি কি চোর" উনি বললেন " আমি চোর " ৷

  • @bappadas7979
    @bappadas7979 10 місяців тому +2

    আমাদের সিঙ্গুরে ঠিক এমন ভাবে অনেক বিল্ডিং ত্য্রী হচ্চে

  • @pradipkumar1173
    @pradipkumar1173 Місяць тому

    হুঁ,সবার গায়ে যখন রক্ত লেগে থাকে তখন পুলিশ বুঝতে পারেন না কে প্রকৃত অপরাধী !! ধন্যবাদ

  • @gautamray9290
    @gautamray9290 10 місяців тому +2

    ফ্লাট কেনার আগে ক্রেতাকে,প্লান পাশের বৈধ কাগজ ও ব্লু- প্রিন্টের বৈধ কপি দিতে হবে

  • @bhagabatidatta7482
    @bhagabatidatta7482 10 місяців тому +4

    বিনা মূলধনে লাভজনক ব্যবসা

  • @mukhopadhyayphysicsclass4031
    @mukhopadhyayphysicsclass4031 10 місяців тому +14

    অনন্য অন্বেষণ ।

  • @rajnayak909
    @rajnayak909 10 місяців тому +1

    Great like always

  • @user-pj2sb2hw6x
    @user-pj2sb2hw6x 10 місяців тому +6

    All means, top to bottoms are corropted. Not a single person obey his guilty. Most guiltys are Mayor and CM. They must be playing the game with normal poor persons. Would they obey their mistakes or negligence? Would they will be punished? I think that, Mr. A. Ganguly sir taken very good decision. I appreciate it. Thank to God. But after Puja vacation, I don't know what will be happen with them?

  • @soumitradas6247
    @soumitradas6247 10 місяців тому

    পুরসভায় সচ্ছ নিয়োগ হ য় না। চ্যালেঞ্জ করছি আসুন ববি বাবু তমলুক পৌরসভা তার জলজ্যান্ত উদাহরন। বলে বলে নাম বলে দেব।

  • @pranabesbhunia5042
    @pranabesbhunia5042 10 місяців тому +3

    সীমাহীন দুর্নীতি।

  • @nilkamalmandal7509
    @nilkamalmandal7509 10 місяців тому +2

    অসাধারন বিশ্লেষনের জন্য দিদি কে অসংখ্য ধন্যবাদ।

  • @rahamatalimondal4796
    @rahamatalimondal4796 10 місяців тому +2

    বাড়ি নির্মাণ এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ার এর প্ল্যান সহ (গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য) গ্রাম প্রধানের পারমিশন দরকার হয়।
    শহরের ক্ষেত্রেও তার আধিকারিক এর ( অনুরূপ ভাবে) দফতর থেকেই অনুমতির প্রয়োজন। এখানে কারও ফেরতানি চলে না।
    ধন্যবাদ

  • @shankarchakraborty7953
    @shankarchakraborty7953 10 місяців тому +3

    তাই ভাবছি বীরভূম থেকে এতো হাজার হাজার লরি বালি কোথায় যায় 🤔🤔

  • @biswajitkundu6831
    @biswajitkundu6831 10 місяців тому

    আমি বীরভূমের সিউরী তে বসবাস করি, আমার বাড়ির সামনে জেলা পরিষদের রাস্তায় একজন পয়সাওয়ালা 'গরিব' অবৈধ নির্মাণ করেই চলেছেন । আমার বাড়ির সামনের অংশ বন্ধ হয়ে গেছে । শুরু থেকে (2007) আজ পর্যন্ত বিভিন্ন অফিসে (পৌরসভা, SDO, জেলা পরিষদ, জন প্রতিনিধি) প্রতিবাদ করে যাচ্ছি । খুন হবার আশংকা রয়েছে । কোন প্রতিকার পাচ্ছিনা ।

  • @dishaxerox9420
    @dishaxerox9420 9 місяців тому +1

    নিয়োগ দুর্নীতি, কয়লা, বালি , গরু , চিটফান্ড, পুরসভা, সমবায়, রেশন দুর্নীতির মতো Medical, Nursing Admission দুর্নীতি চলছে। Nursing Admission দুর্নীতির উপর একটা ভিডিও বানান ।

  • @DipankarGhosh-bd2go
    @DipankarGhosh-bd2go 10 місяців тому +4

    Good job 👍

  • @buddhadebmajumder8398
    @buddhadebmajumder8398 10 місяців тому +2

    আমি কেস দির্ঘায়িত হওয়াকে সমর্থন করিনা । তবুও বলছি বেয়াইনি ঘর যা ভাঙ্গার জন্য অর্ডার দেওয়া হচ্ছে তা ঠিক ।কিন্তু যারা আছে তারা জানতো না এটা বেয়াইনি তাই আর একটু সময় দেওয়া দরকার। তার আগে যারা অন্যায় করেছে তাদের কাছ থেকে টাকা আদায় / না দিলে আগে তার সব কিছু ক্রোক করে নিলাম / তারপর ফাঁসি।

  • @parimaldas1606
    @parimaldas1606 10 місяців тому +3

    Promoters have to satisfy almost all the Councillors before starting construction process. This is open secret.

  • @udaysankarghosh5246
    @udaysankarghosh5246 10 місяців тому +2

    তাহলে ফ্ল্যাট কিনতে গেলে মানুষ জানবে কি করে সেটা বেআইনি নির্মাণ কিনা, সেটা যদি একটু বলে দেন, প্লিজ

  • @user-ur2fl9fb9j
    @user-ur2fl9fb9j 10 місяців тому

    That is very fair judgement .

  • @subratabanerjee2995
    @subratabanerjee2995 10 місяців тому

    Dede,, khub Bhalo thako Sara jbn, subho kamona roilo onk onek,puja abhinandan,, osadharan parbo,, tomer thake sunteai bhalo lage,..

  • @user-fu8kl4nv8c
    @user-fu8kl4nv8c 9 місяців тому

    Darun,chaliye jao

  • @user-ik4xt9tk5j
    @user-ik4xt9tk5j 10 місяців тому +2

    😂 ভাল বলেছেন দিদি আপনি

  • @DhananjaySinha-xf4wd
    @DhananjaySinha-xf4wd 10 місяців тому +3

    পশ্চিম বালায় কয়েক হাজার কোটি টাকার দূর নীতি হয়েছে। কিন্তু TMC দলের কেউ কিছু
    জানে না । এটা সম্ভব?

  • @AbishekDas-pb5hb
    @AbishekDas-pb5hb 10 місяців тому

    Dhanyawad apni.

  • @prasantamukherjee4256
    @prasantamukherjee4256 10 місяців тому

    Khub bhalo apparently argument and explanation about illegal construction in Kolkats.Mayor is sooo innocent like a kid!!

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 10 місяців тому +6

    West Bengal is a paradise for corruption.

  • @soumendranathmondal7017
    @soumendranathmondal7017 10 місяців тому +13

    Mayor Firhad Hakim is also accused for illegal construction . He also earned crores of rupees from these illegal construction.

    • @debashisdas6593
      @debashisdas6593 10 місяців тому

      Have heard the same. He has bought almost half of Chetla area

  • @arabindachanda3149
    @arabindachanda3149 10 місяців тому +1

    এতকিছু হবার পড় ও TMC জিতবে ভোটে 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShushilDutta-cq3ek
    @ShushilDutta-cq3ek 10 місяців тому +1

    JAY HIND JAY BHARAT NAMASKARAM THANKS DO GO MO,

  • @mrityunjoymukherjee9974
    @mrityunjoymukherjee9974 10 місяців тому

    Darun Bisleson Didi

  • @arindamarindam777
    @arindamarindam777 10 місяців тому +10

    আজকের দিনে বাচতে হলে হয় নিজে দাদা , নেতা হও না হলে কোনো দাদা বা নেতার পা ধরো, নাহলে সহজ ভাবে বাচতে পারবে না। এবার ঐ নেতা, দাদাদের কিভাবে হাত করবে সেটা চিন্তার বিষয়। হয় টাকা না হয় মেয়ে ছেলে।

  • @ranjanmaity4600
    @ranjanmaity4600 10 місяців тому

    Justified & excellent explain thanks.

  • @sujoynarayanbanerjee7254
    @sujoynarayanbanerjee7254 10 місяців тому +3

    পুরসভার প্রত্যেক ডিপার্টমেন্ট এর এক একজন মেয়র ইন কাউন্সিল আছে তারা নির্বাচিত কাউন্সিলর অতয়েব ববি হাকিম বললেই যে কাউন্সিলর জানেন না তা কিন্তু না। মেয়র থেকে কাউন্সিলর প্রত্যেক এ কাটমানির লোক।

  • @amitchatterjee9876
    @amitchatterjee9876 10 місяців тому +4

    সরকার যখন বেআইন!!!!

  • @jugnoo1958
    @jugnoo1958 10 місяців тому +9

    এই দোষ বাম-ডান সব আমলেই ছিল-আছে-থাকবে! একমাত্র আদালতই পারবে এর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে!

  • @kanikabhattacharjee7679
    @kanikabhattacharjee7679 10 місяців тому

    বেআইনি এই রাজ‍্যের আইন।

  • @SatyaranjanRoy-mx5yn
    @SatyaranjanRoy-mx5yn 10 місяців тому

    For this RERA is Responsible. State Government should addopt RERA

  • @user-wt7fb9mw4m
    @user-wt7fb9mw4m 10 місяців тому

    Excellent

  • @SonaBanerjee-te7lf
    @SonaBanerjee-te7lf 9 місяців тому

    Thanks and well explained

  • @paritoshbhadra3155
    @paritoshbhadra3155 10 місяців тому

    Didi tumi agea jaeo kub balo

  • @abanik1966
    @abanik1966 10 місяців тому

    Right

  • @shantanudey1259
    @shantanudey1259 10 місяців тому +1

    Topsia te building gulote nojor dik kmc.50% sure vangte hobe

  • @bapiparua4213
    @bapiparua4213 10 місяців тому

    Darun explanation ❤❤

  • @ashokedas9153
    @ashokedas9153 10 місяців тому +2

    সকল ই তোমার ইচ্ছা, ইচ্ছা ময়ী তুমি, তোমার কাজ তুমি কর,লোকে যে যা বলে বলুক ।❤

  • @ShushilDutta-cq3ek
    @ShushilDutta-cq3ek 9 місяців тому

    V,VERY THANKS VERY GOOD LIKE
    DO GO MORE NAMASKARAM ,

  • @barunmandal2302
    @barunmandal2302 10 місяців тому +20

    Nothing can happen without the knowledge and consent of the local councilor, especially in the case of building construction. It is also true that the building department, after taking the bribe, gives approval to the construction firm. And, it is also true that the bribe is shared up to the top.

    • @sanjoysen7987
      @sanjoysen7987 10 місяців тому

      Then why court punished buyer and not the building approval authority ??

  • @arabindachanda3149
    @arabindachanda3149 10 місяців тому +2

    ফিরহাদ এর পাড়ায় ৯০% বেইনি নির্মাণ 😀😀😀🤣🤣🤩😍🥰

  • @UnmaskingTruth
    @UnmaskingTruth 10 місяців тому

    একদিন কফি নাই বা খেলাম, ম্যাডাম, এতো কষ্ট করে প্রদিবেদন গুলো বানান, ভালো লাগে, তবে বুঝতে পারি, কয়েকটা হিট হয়, তো কয়েকটা মিস, ঠিক লাইফ এর মতন, ভালো লাগলো, ভালো থাকবেন।

    • @Hothatjodiuthlokotha
      @Hothatjodiuthlokotha  10 місяців тому

      অনেক ধন্যবাদ
      - হুজুক টিম

  • @parimalmondal7075
    @parimalmondal7075 10 місяців тому +3

    ইট,বালি সিমেন্ট এর দোষ নয় তো ?

  • @kalyankumardas5308
    @kalyankumardas5308 10 місяців тому +1

    Nice analysis

  • @satyakampoddar1293
    @satyakampoddar1293 10 місяців тому +6

    আমি কলকাতা পুরসভার সর্বোচ্চ পদে আসীন, আমার অধীনে বিল্ডিং ডিপার্টমেন্ট - তারা চুরি করে, পুলিশের সাথে যোগসাজস করে, এতে আমার কী করার আছে?

  • @sudiptadey7853
    @sudiptadey7853 10 місяців тому +1

    Water and electricity connection ki without paper chq kore deoa hoy

  • @gobindoprodhan1429
    @gobindoprodhan1429 9 місяців тому +1

    হাকিম সাহেব আপনি সর্বে সরবা অথচ দায় শিকার করবেন না অথচ কে করেছে সটাও ধরে দেবেন না এটা কেমন নিয়ম কার কথামত হচ্ছে সেটা বলুন