নৈপুন্য অ্যাপে শিখনকালীন/সান্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের PI ও BI দেয়ার নিয়ম এক ভিডিওতে।PI&BI

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 15

  • @asmaullhusna9096
    @asmaullhusna9096 11 місяців тому

    শিখন কাল বা ষান্মাসিক এ অনেক গুলা অধ্যায় ই তো আছে। প্রশ্ন হলো আমাকে কি সব গুলা অধ্যায় এর পি আই ইনপুট দিয়ে জমা দিতে হবে, নাকি যেকোন ১ টা অধ্যায় এর তা দিলেই হবে?

  • @Nurmohammadbd994
    @Nurmohammadbd994 Рік тому

    ভাই, FB মেসেজ দিয়েছি

  • @toukirahmed1327
    @toukirahmed1327 Рік тому

    স্যার বিষয় ভিত্তিক ব্যবস্থাপনা ইনপুট দিতে পারিনি, করণীয় কি

    • @ARPANGASHIAHISCHOOL
      @ARPANGASHIAHISCHOOL  Рік тому

      না পারার তো কারন নাই। ওয়েব সাইটে তো কাজ চলতেছে সমস্যা হতে পারে।

  • @AbdusSalam-e7p4l
    @AbdusSalam-e7p4l Рік тому

    ওয়েবসাইট শিক্ষার্থীদের তথ্য দেখা যায়,অ্যাপে দেখা যাচ্ছে না😢?

    • @ARPANGASHIAHISCHOOL
      @ARPANGASHIAHISCHOOL  Рік тому

      শিক্ষার্থীদের তথ্য আপলোড করার সাথে সাথে নাও দেখা যেতে পারে। এছাড়া ওয়েব সাইটের কাজ চলমান থাকায় বিভিন্ন ধরনের সমসা হতে পাড়ে। পড়ে সব ঠিক হয়ে যাবে। এ নিয়ে চিন্তা করবেন না।

  • @shamsunnaher07
    @shamsunnaher07 Рік тому

    আমি তো জমা দিন এইটাতে ক্লিক করে ফেলেছি। খসড়া তে রাখি নাই এখন ষষ্ঠ শ্রেণির সব শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারি নাই সময়ের অভাবে।এখন করনীয় কি?

    • @ARPANGASHIAHISCHOOL
      @ARPANGASHIAHISCHOOL  Рік тому

      আপনি ডুকে দেখেন, মনে হয় বাকিগুলো করা যাবে।

  • @BroLr-v1p
    @BroLr-v1p Рік тому

    ভাই প্রতিষ্টানের প্রোফাইল এ ডোকার পর কোন কিছু শো করে না কেন?

    • @ARPANGASHIAHISCHOOL
      @ARPANGASHIAHISCHOOL  Рік тому

      ওয়েব সাইটের কাজ চলতেছে, পরে সব ঠিক হয়ে যাবে।

  • @rajansarkar7997
    @rajansarkar7997 Рік тому

    your device isnot comparable for this version ইনস্টল করতে গেলে এটি আসে। আমার ফোনের ভার্সন হল ১১

    • @ARPANGASHIAHISCHOOL
      @ARPANGASHIAHISCHOOL  Рік тому

      আগের ভার্সনের মোবাইলে নৈপুন্য অ্যাপ ইনস্টল হবে না।

    • @rajansarkar7997
      @rajansarkar7997 Рік тому

      @@ARPANGASHIAHISCHOOL আমার ফোনের ভার্সন তো ১১ তাহলে হয় না কেন। কত ভার্সনের হতে হবে।

  • @nasrinnahar2690
    @nasrinnahar2690 11 місяців тому

    ওয়েব ভার্সনে চাইলেই লগইন করা যায়না। আমি বি আই ইনপুট দিয়ে সংরুক্ষণ করে রেখেছি। প্রায় ১৫/ ২০ দিন থেকে চেষ্টা করছি। কিন্তু পি আই ইনপুট দিতে পারছি না।আগে অভিজ্ঞতা এবন এবং পি আই নং আসত ।কিন্তু শিক্ষার্থীর তালিকা আসত না। এখন ১০ জন শিক্ষার্থীর নাম আসে । পাশে বক্স এ পিডিএফ এবং কী যেন লেখা থাকে । ভার্সন আরো উন্নত মানের হবে , এই কথা শুনলাম কিন্তু এখন কেউ বলে বলে এপ্স ,কেউ বলে ভার্সন কেউ বলে কোন টাতেই কাজ করা যাচ্ছে ন
    আপনার কাছে আবদার এবং অনুরোধ আমাদের মতো নিরুপায় মানুষের জন্য আপনি একটা পরামর্শ ও সমাধান দিয়ে পাশে থাক বেন ।সময় যত এগিয়ে যাচ্ছে ।আমরা ত্তো হতাশ হয়ে যাচ্ছি। অনু গ্রহ করে আপনি দ্রত একটী পরামর্শ দিয়ে সাহায্য করবেন ।ধন্যভাদ । আসসালামু আলাইকুম।

    • @ARPANGASHIAHISCHOOL
      @ARPANGASHIAHISCHOOL  11 місяців тому

      শিক্ষার্থীর নাম আসার প্রধান কারন হলো আপনার প্রধান শিক্ষক অ্যাডমিনে যে তথ্য দিয়েছে ওখানে কোন সমস্যা আছে। অ্যাডমিনের সকল তথ্য ঠিক্টহাক ভাবে দিলে শিক্ষার্থীর নাম অবশ্যই আসবে। এখন মোবাইল অ্যাপ দিয়ে কাজ করলেও তথ্য সংরক্ষন হয়। অ্যাপে সমস্যা হলে আনইনেসটল করে আবার ইনস্টল করুন।