Tomari Pathpane Chahi with lyrics | Shyamal Mitra | Himangshu Dutta

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Tomari Pathpane Chahi with lyrics sung by Shyamal Mitra from the album Songs To Remember.
    Song Credit:
    Song: Tomari Pathpane Chahi
    Film Title: Songs To Remember
    Artist: Shyamal Mitra
    Music Director: Himangshu Dutta
    Lyricist: Sailen Roy
    Label:: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook:: / saregamabangla
    Twitter:: / saregamaglobal
    Google+ :: plus.google.co...

КОМЕНТАРІ • 198

  • @MB-tx6di
    @MB-tx6di 3 роки тому +25

    আমরা যখন স্কুল কলেজে পড়ি, AIR পরিবেশিত সাপ্তাহিক অনুরোধের আসরের সময়সীমা ছিলো আধঘন্টা। শেষের দিকের দুটি গান হয় হেমন্ত - লতা বা আশা - মান্না দিয়ে শেষ হতো। শ্যামল মিত্রের গান বেশিরভাগ সময় মাঝখানেই পরিবেশিত হতো।
    কণ্ঠশিল্পী বা সুরকার হিসাবে শ্যামলবাবু বাংলার প্রথিতযশা সুরকার বা শিল্পীদের থেকে কোনোঅংশে কম ছিলেন না। তিনি তাঁর জাত ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত "দেয়া নেয়া" ছায়াছবিতেই চিনিয়ে দিয়েছিলেন। "অমানুষ", "আনন্দ আশ্রম" তো অনেক পরে।
    এই মহান শিল্পীর সুর ও গান অন্যদের থেকে স্বতন্ত্র ছিলো।
    ওঁনার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করলাম। 🙏

  • @munshiabusayef3981
    @munshiabusayef3981 3 роки тому +41

    আমার কাছে প্রায় ১৪ হাজার বাংলা গানের সংগ্রহ আছে। দুর্লভ এই গানের মধ্যে থেকে আমি ৭৫ টি গান নিয়ে একটি এ্যালবাম তৈরী করে নিয়েছি। গানগুলো আমি প্রতিদিন শুনি। তারমধ্য এই গানটিও আছে।
    প্রথম কণ্ঠদাতা-মাধুরী সেনগুপ্ত (১৯৩৯)
    দ্বিতীয় সম্ভবত -শ্যামল মিত্র (১৯৬৮)
    তৃতীয় -সন্ধ্যা মুখোপাধ্যায়
    সবাই অসাধারণ।

    • @tirthankarchakraborty5698
      @tirthankarchakraborty5698 2 роки тому +1

      Apnar album ta share korben ?

    • @SoumenChoudhuryindex
      @SoumenChoudhuryindex 2 роки тому +2

      দ্বিতীয় সম্ভবত সাবিত্রী ঘোষ যিনি মনোজ ভট্টাচার্য্য র কোথায় গেয়েছিলেন।

    • @munshiabusayef3981
      @munshiabusayef3981 Рік тому

      @@SoumenChoudhuryindex দাদা, ঐ গানটি ১৯৫৬ সালে সাবিত্রী ঘোষ গেয়েছিলেন।
      গানের কথা ছিলো : "তোমার মুখপানে চাহি" তবে সুরটা ছিলো একই।

    • @munshiabusayef3981
      @munshiabusayef3981 Рік тому +4

      @@tirthankarchakraborty5698 দাদা, গান আমার প্রাণ। নিজে এক কলিও গাইতে পারিনে তবে গান শুনেই জীবনীশক্তি ফিরে পাই।
      গানগুলো যখন আমি সংগ্রহ করি তখন তথ্য প্রযুক্তির এতো উৎকর্ষ ছিলো না। বিশেষ আবেগ ও স্মৃতি গানগুলোর সাথে। আমার এই প্রাণসম্পদগুলো আমারই থাক।
      স্ত্রীকে বলেছি, আমি মারা গেলে দুর্লভ সংগ্রহগুলো আগলে রেখো। না পারলে, কোন সংগ্রহশালায় দিয়ে দিও।

    • @tapask.bhattacharyya6323
      @tapask.bhattacharyya6323 Рік тому +1

      শেয়ার করুন না, প্লীজ...

  • @dr.parthasarathiroy1989
    @dr.parthasarathiroy1989 3 роки тому +18

    সুরসাগর হিমাংশু দত্ত আর শ্যামল মিত্র র অবিনশ্বর সৃষ্টি। অনেক ধন্যবাদ।।

    • @sumonroy535
      @sumonroy535 3 роки тому +3

      গীতিকার শ্রদ্ধেয় শৈলেন রায়কেও ভুললে চলবে না।

    • @dr.parthasarathiroy1989
      @dr.parthasarathiroy1989 3 роки тому

      @@sumonroy535 নিশ্চয়ই। আমার ভুল হয়েছে। তাঁর সৃষ্টি সবার আগে উল্লেখ করা উচিৎ ছিল। ধন্যবাদ আপনাকে।।

    • @sushobhanchowdhury7039
      @sushobhanchowdhury7039 2 роки тому +1

      এবং শৈলেন রায়।

  • @dulaldatta5617
    @dulaldatta5617 6 місяців тому +3

    শ্যামল মিত্রের এই গানটি অসাধারণ আমি এই গানটা মাউথ অর্গানে বাজাই।।

  • @alokedasgupta9137
    @alokedasgupta9137 3 роки тому +7

    এরকম শিল্পী আর জন্মাবে না। যেমন শুর
    তেমন কথা ও মিউজিক। এক কথায় অসাধারণ।
    এ প্রজন্মের শিল্পী রা এই ধরনের গান। কথা। সুর কোনটাই পারবে না।
    এখন সে রকম কোন শিল্পী ই নেই।
    এখন তাই গান শুনি না।

  • @botusen4497
    @botusen4497 3 місяці тому +2

    নীড়ে নয়, নীরে। আমিও কুমিল্লার, সেজন্যে নিজের মাতৃভাষাটা মোটামুটি জানা আছে।

  • @moonmoonmukherjee4307
    @moonmoonmukherjee4307 3 роки тому +17

    নীড়ে নয়, কথাটা নীরে ।নীর মানে জল, আর নীড় মানে পাখির বাসা।

  • @sutapasarkar9779
    @sutapasarkar9779 3 роки тому +8

    এইভাবেই একটি চিরন্তন সঙ্গীত সৃষ্টি হয়!! কথা ও সুরের সৌন্দর্যের সাথে অপূর্ব কণ্ঠের অপূর্ব গায়কীর মেলবন্ধন!!

  • @puspitahazra8116
    @puspitahazra8116 2 роки тому +4

    অপূর্ব সৃষ্টি ❤️ কথা ও সুর অনবদ্য ❤️❤️

  • @Sankalanersankalan
    @Sankalanersankalan 3 роки тому +5

    Himangshu Dutta- Father of modern Bengali music for a reason.❤️

    • @durgadas3505
      @durgadas3505 3 роки тому

      SURO SAGAR HIMANGSHU DUTTA AR EK MUSICAL SUPER MASTER. KOTI KOTI PRANAM TOMAR CHORONE. DR. DURGA PADA DAS. M:9874857254

  • @subirchakraborty2636
    @subirchakraborty2636 4 роки тому +15

    Syamal Mitra... one of the beautiful voice of Bengali film industry

    • @kanupriyasanyal7750
      @kanupriyasanyal7750 3 роки тому

      Amar sapne dekha rajkanta thake shyamal mitra

    • @kanupriyasanyal7750
      @kanupriyasanyal7750 3 роки тому

      m.starmakerstudios.com/d/playrecording?app=sm&from_user_id=6192448700175817&is_convert=true&recordingId=6192449408714271&share_type=whatsapp

  • @bimolsaha7403
    @bimolsaha7403 3 роки тому +14

    অনেক দিন পর শুনলাম,শ্যামল মিত্রের কণ্ঠে, তোমারী
    পথ পানে চাহি, শ্রী মতি মাধুরী সেন গুপ্তের কণ্ঠে প্রথম
    রেকর্ড হয়। শিল্পী দের প্রতি গভীর শ্রদ্ধা রইলো।।।।।।

  • @amritakoner9363
    @amritakoner9363 4 роки тому +17

    No song can replace it.....
    #It’s shyamal Mitra's magical Voice❤❤❤

  • @sanjayghosh291
    @sanjayghosh291 9 місяців тому +1

    অসাধারণ কম্পোজিশন...

  • @bhaskarchakraborty6195
    @bhaskarchakraborty6195 3 роки тому +2

    Shaymal Mitra. Quality Composer. Music Singer. Legends. Friends of Arun kumar.(Uttam da). Will remain.in Bengali Hearts for ever with Creative Works. Jai Bangla. Thanks.

  • @debaratibasu9080
    @debaratibasu9080 2 роки тому +6

    We are from Comilla . Listened to these songs from birth . Comilla residents are / were so proud of Surasagar

    • @ritanag4936
      @ritanag4936 2 місяці тому

      We are form Chandpur 🙂

  • @godenworld
    @godenworld Рік тому +1

    তোমারই পথ পানে চাহি
    আমারই পাখি গান গায়
    শিশির নীরে অবগাহি
    কানন পথ ফুলে চায়।।
    আমার এ গান আঁখি জলে
    তোমারই লাগি পলে পলে।
    উঠিয়া প্রেম শতদলে
    বিরহে প্রিয় ঝরে যায়।।
    তোমারে গিয়েছিনু ভুলি
    কুসুমে রাঙা মরুপথে
    জাগায়ে মোর ফুলগুলি
    দলিয়া গেলে জয়রথে
    তোমারই মালা মোর গলে
    অনল হয়ে যেন জ্বলে।
    বাঁধিয়া রাখি হিয়া তলে
    পড়িয়া মোরে নিলে হায়।।
    *** নীর= জল আর নীড় = পাখীর বাসা

  • @jimutsarkar72
    @jimutsarkar72 3 роки тому +1

    সত্যিই অসাধারণ মন ভালো হয়ে যায় পা থেকে মাথা অবধি শিহরনে ভরে ওঠে চারপাশ ঘিরে ফেলে আসা দিনের ছোট ছোট কথামালা মনে পড়ে যায় । ভালো বাসার দিকে এগিয়ে যেতে ইচ্ছে করে ।😎🙏🙏🙏

  • @swarnenduc
    @swarnenduc 4 роки тому +195

    Lyrics : নীরে, not নীড়ে। নীর = water (meaning শিশিরের জল), নীড় = বাসা (doesn't make any sense).

    • @insearchofmukti
      @insearchofmukti 3 роки тому +1

      haa

    • @gopamukherjee2615
      @gopamukherjee2615 3 роки тому +5

      Shilpi Shyamol Mitra sothhik shobdo "neere abogahi" I geyechen ....lyrics e vul shobdo ,"neerr"(pakhir basa) shobdo lekha hoyeche .Ati Himangshu Dutt er lekha akti bikhyato rochona abong Shyamol Mitra r gaowa akti bohul procharito gaan ....

    • @narayanroy7268
      @narayanroy7268 3 роки тому +5

      The famous artiste pronounced correctly.

    • @ramonasen6619
      @ramonasen6619 3 роки тому +3

      This song is an adaptation from an old English song " Ramona I hear the mission bells above"

    • @tridevkumar1738
      @tridevkumar1738 3 роки тому +4

      Uff! Bnachalen. Why wasn’t anyone writing abt this so long? many many thanks.

  • @shamimamondal3811
    @shamimamondal3811 2 роки тому +2

    অনেক প্রিয় গান । কলেজ জীবনে দিনে 5 বার শুনতাম ।

  • @erd9566
    @erd9566 3 роки тому +2

    পুরনো স্মৃতি মনে পড়ে যায় ।

  • @subrataray6650
    @subrataray6650 2 роки тому +2

    A song where voice takes precedence not instrument's.Unforgettable listening pleasurr.

  • @somnathmitra2448
    @somnathmitra2448 Рік тому +2

    সবাই কমেন্টস করে যা বলার বলেছেন শুধু একটা কথা বলতে চাই আজ ৭৫ বছর বয়সে এসে ঐ কন্ঠ মাধুর্যে কথায় সুরে মনটা ২৫ হয়ে যায়। কোন্নগর।

  • @lishakunduchowdhury6631
    @lishakunduchowdhury6631 2 роки тому +1

    One of my favorite songs of the bengali golden age

  • @koushiksamanta3498
    @koushiksamanta3498 Рік тому

    আজও তোমার পথ চেয়ে আছি, শুধু তোমার কাছে ফিরতে চাই, আমার মৃত্যুর অপেক্ষা মাএ, মিশে যাবে দুটি হৃদয়।

  • @prasenjitsengupta3922
    @prasenjitsengupta3922 2 роки тому +1

    One of my favorite song 👌

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 3 роки тому +1

    💕💕💕💕💕💕💕💕💕💕 অসাধারণ 💕

  • @saibalmitra145
    @saibalmitra145 2 роки тому

    Shyamal Mitra Best im dis Magnificent Song

  • @parimalmisra7187
    @parimalmisra7187 3 роки тому

    It was a uniqe creation in the early stage of devolopment of modern Bengali music .
    Parimal Misra . Kolkata .

  • @ratulroychowdhury4154
    @ratulroychowdhury4154 2 роки тому

    Asadharan ai shb gaan r hbe na....

  • @aveekchatterjee3075
    @aveekchatterjee3075 3 роки тому

    Modern music.....Surosagar Himangshu Dutta

  • @govindaprasadtulasi3810
    @govindaprasadtulasi3810 Рік тому

    Wah wah syamalda anekun diner pore sunichen

  • @al0kemondal817
    @al0kemondal817 8 днів тому

    Fanatic

  • @rumonqmh
    @rumonqmh 10 місяців тому

    শিশি র নীরে অবগাহি .... (নীর = জল/পানি, নীড় =পাখির বাসা)।

  • @dhrubajyotiroy60
    @dhrubajyotiroy60 3 роки тому +2

    Ei abishworoniyo ganer katha likhechhilen Kavi shailen Roy .
    Tar katha shabai bhule gyachhe .
    Onar lekha asongkhyo gaan achhe
    Uni amar dadu

    • @srijitaray587
      @srijitaray587 3 роки тому

      আপনার সঙ্গে কোনো ভাবে যোগাযোগ করা সম্ভব হবে?শ্রী শৈলেন রায় এক অবিস্মরণীয় অধ্যায় জুড়ে আছেন। ই-মেইল আইডি দিলে বিস্তারে কার্যকারণ বলার অবকাশ পাবো। ধন্যবাদ।

  • @tapasroy2806
    @tapasroy2806 4 місяці тому

    Exactly

  • @souvikde8727
    @souvikde8727 4 роки тому +2

    Ki sundor gan...boraborer priyo

  • @dhrubajyotiroy60
    @dhrubajyotiroy60 3 роки тому

    Ei abishworoniyo ganer gitikar chhilen Kavi shailen Roy .
    Tar katha shabai bhule gyachhe - khub I dukkhher .

  • @saibalnandy2964
    @saibalnandy2964 4 роки тому +2

    Osadharon 🙏

  • @rupmondal6935
    @rupmondal6935 4 роки тому +4

    nice song ji

  • @asimbanerjee3479
    @asimbanerjee3479 3 роки тому +1

    Needs world's for listening the song's because lots of criteria theirs.Tomeri pathi pansi chahe.Hi are you understanding about the song's.Bengoli culture spreading worldwide.

    • @botusen4497
      @botusen4497 3 місяці тому

      Your English is horrible! My God !!

    • @botusen4497
      @botusen4497 3 місяці тому

      Your Eng is horrible !!

  • @sayanmondal9470
    @sayanmondal9470 Рік тому

    Evergreen song

  • @sukdevmidya421
    @sukdevmidya421 4 роки тому +1

    মিষ্টি একখানি গান। অপূর্ব।

    • @uttamkumarbhaumik3691
      @uttamkumarbhaumik3691 2 роки тому

      শিল্পীর কণ্ঠে গাওয়া অন্যতম জনপ্রিয় গান।❤️💙💚

  • @childreneducation104
    @childreneducation104 2 роки тому +1

    darun

  • @sanatanpramanik9518
    @sanatanpramanik9518 3 роки тому +1

    Beautiful song.

  • @moonmoonmukherjee4307
    @moonmoonmukherjee4307 3 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️ খুব favourite গান।

  • @bipulbanerjee7515
    @bipulbanerjee7515 3 роки тому

    Aei sob Gan hocchhen Amader premier moto Jara ek samay Kau ke Bhalo bear chio.kintu ekhon SEI war Amar jibone nei. Tai Aei Ganta Amaro khub khub Bhalo Lage.

  • @goutomchatterjee1605
    @goutomchatterjee1605 3 роки тому

    Opurba gaan eita !

  • @subratabhattacharjee8641
    @subratabhattacharjee8641 3 роки тому +1

    Versatile romantice extraoradnery singer shamal mitra

  • @bipulbanerjee7515
    @bipulbanerjee7515 3 роки тому

    This song is also very good song.and singer shyamol Mitra throat is also very nice.

  • @user-tc1ph6of7g
    @user-tc1ph6of7g 3 роки тому +3

    Aha!

  • @wakilahmed4600
    @wakilahmed4600 3 роки тому

    অন্তরা গুলো একেবারে কলিজায় যেয়ে লাগে রে ভাই

    • @SultanAhmed-pg8di
      @SultanAhmed-pg8di 3 роки тому

      Amr^kolijai^ekebare^gainthe^gese!!
      Love from Bangladesh 🇧🇩

  • @himalaysantra4129
    @himalaysantra4129 18 днів тому

    N. H. SANTRA

  • @uddiptabhatia3756
    @uddiptabhatia3756 3 роки тому +2

    Original Tune: 'Ramona' by The Bachelors....👍

    • @lahiridilli
      @lahiridilli 2 роки тому

      Music gets transferred thru generations, races and the thin air....the song Ramona itself is actually a Mexican song. 'Original tune' sounds a little negative to me....inspired is a more positive way.

    • @anonymousguy7278
      @anonymousguy7278 2 роки тому

      Nope it's not. This song by Shyamal Mitra is a remake version. The original song was sung by Madhuri Sengupta way back in 1939 much b4 the bachelor's sung Ramona.

    • @Danube-nu5vl
      @Danube-nu5vl Місяць тому

      ​@@anonymousguy72781928 Dolores del Rio sung 'Ramona'.

  • @arindamgupta9897
    @arindamgupta9897 3 роки тому +1

    Nice song🍏🍈🍏🍈🍏

  • @reenalahiri635
    @reenalahiri635 3 роки тому

    ভীষণ ভালো লাগলো

  • @bishnupadamaiti7110
    @bishnupadamaiti7110 3 роки тому

    এই গানটি র বাঙলা তরজমা নীরে হবে।নীড়ে হবেনা।

  • @chanchalbanerjee4503
    @chanchalbanerjee4503 4 роки тому +3

    Bangla gaaner bhandare ak ujjal sampad ,Shyamal Mitrar ujjal konthha o gayakite.Ato bhalo gawa aar shunini.

    • @ujjwalmitra5900
      @ujjwalmitra5900 4 роки тому +1

      Has Shyamal Mitra been rated properly ? All over the world bengali song lovers get immense satisfaction with many of his songs till today and this will remain many more years. Ujjwal surela kantha aamader chirokal ananda diyey jabay..........Ujjwal Mitra

    • @chanchalbanerjee4503
      @chanchalbanerjee4503 4 роки тому

      @@ujjwalmitra5900 I fully agree with you.His proper appreciation as a versatile singer is long overdue.He belongs to a special gharana , as a singer and composer ,distinct from Hemanta and Manna who appear to have overshadowed him.

    • @pckishore6893
      @pckishore6893 3 роки тому +1

      It is a tragedy that Shyamal Mitra never received proper appreciation and ratings as a singer or composer during his lifetime. Bengal Press has always been miserly in estimating him with justice. Though a composer of outstanding merit, he was never adjudged as the best music director by the BFJA, he got possibly once an award for the best playback singer in Aponjon, a Tapan Sinha film during the sixties. But he received wild appreciation from the Press outside Bengal for his excellent works in the Hindi films during the seventies. Like Uttam Kumar, Shyamal Mitra sincerely struggled to get a foothold in Bengali music and ultimately succeeded tremendously such that he was able to produce as many as four high budget successful Bengali films, three of which included Uttam Kumar. This was a record. In the condolence meeting arranged by Doordarshan Kendro Kolkata, Hemanta Mukherjee & Salil Chowdhury paid rich tributes for his skilled knowledge in music. Hemanta Mukherjee himself rated Shyamal Mitra as the no. two in Bengali music leaving aside Kishore Kumar & Manna Dey. He gave up Tagore songs when celebrated artists complained to Shyamal Mitra of poor income from the sale of their records of Tagore songs. Shyamal Mitra was definitely one of the brightest stars of the golden age of the Bengali songs spanning over more than three decades of the twentieth century.

    • @chanchalbanerjee4503
      @chanchalbanerjee4503 3 роки тому

      @@pckishore6893 I entirely agree with your views. He had a balanced voice in which he successfully rendered various types of songs , in films and basic records.He belonged to a distingushed gharana of music.This critics failed to realise.His classic compositions bear this unmistakable stamp of his originality.He was a versatile singer and composer.He now deserves proper appreciation which is long overdue.

  • @arunroy9514
    @arunroy9514 3 роки тому +2

    এই গানের সুর থেকেই কি অনুরোধের আসরের signature tune তৈরী হয়েছিল? কারুর কাছে এই আসরের শুরুর টিউন টা কি আছে?

  • @kirandas7772
    @kirandas7772 3 роки тому +2

    Nice

  • @badrulahsankhan4248
    @badrulahsankhan4248 10 місяців тому

    Wow nice 👍

  • @orbitpal8602
    @orbitpal8602 4 роки тому +15

    'শিশির নীড়ে অবগাহি' নয়, ওটা 'শিশির নীরে অবগাহি' হবে। নীর মানে জল, আর নীড় মানে আশ্রয়।

    • @chanchalbanerjee4503
      @chanchalbanerjee4503 4 роки тому

      Nire geyechhen, nirhe noy.Bhalo kore shunle bojha jabe.

    • @subirchakraborty2636
      @subirchakraborty2636 4 роки тому

      Valo more sunun bujhte paraben ..

    • @amitpal6590
      @amitpal6590 4 роки тому +1

      Orbit pal is right. Jara অবগাহি mane janena tara নীড়ে e bolbe

    • @prasenjitsikdar6774
      @prasenjitsikdar6774 4 роки тому

      একবারের জন্যও উনি নীড় বলেন নি, প্রতিবারই নীর বলেছেন।

    • @smilingmoon9095
      @smilingmoon9095 4 роки тому

      njwww.faithfreedom.org/sinas-challenge/

  • @ranamukherjee1616
    @ranamukherjee1616 3 роки тому

    Super duper

  • @dipakrouth6029
    @dipakrouth6029 4 роки тому +2

    চির নতুন.

  • @sanatanpramanik9518
    @sanatanpramanik9518 3 роки тому +1

    Nice.

  • @freeflutistjagannathkoleyj9416
    @freeflutistjagannathkoleyj9416 4 роки тому +3

    💐💐💐pranam

  • @botusen4497
    @botusen4497 6 місяців тому

    nir bananta bhul. Je nir jal ,naye dirgha e -kar , ba-ye shunnya ra .

    • @brahmbandyopadhyay
      @brahmbandyopadhyay 3 місяці тому

      তার থেকে আপনি বাংলায়ই তো লিখতে পারেন - "নীড়" শব্দের অর্থ "পাখির বাসা", এবং "নীর" হল "জল"। "নীড়" বানানটা অনুপযুক্ত। - সহজ ভাষায় না লিখে আপনি বাংলাকে ইংরেজিতে বর্ণান্তরিত করছেন... এ-ই যে মস্ত বানান ভুল!

  • @inquisitivemind3724
    @inquisitivemind3724 2 роки тому

    Divine Voice
    ❤️❤️❤️

  • @AnjanPerson-vj9wl
    @AnjanPerson-vj9wl Рік тому

    AE GAN AMER GUITETR ER PROTHOM TOLA GAN SEI SOMAY AE GANER ATO ARTHO BHUINE, THEN I WAS 22. KINTU JEEBAN ER SES PRANTA ESHA AE GAN TA SUNLE KUB KASTO HOI.

  • @chanchalbanerjee4503
    @chanchalbanerjee4503 4 роки тому +1

    The wonder voice and expression.

  • @srabanaguha1494
    @srabanaguha1494 3 роки тому

    Nice song 🌸🌺🌷🌻🌼💐🌹💮

  • @bipulbanerjee7515
    @bipulbanerjee7515 3 роки тому

    Ami ek samay take khub prem korechilam O take biyeo korechilam. Kintu se ekhon Amar jibone Elon Amar nei Tai Amar obostha ekhon Aei gamer moto Hoye he. Bipul Banerjee,Raniganj West Bengal.

  • @pranatidey7004
    @pranatidey7004 2 роки тому

    👍👍👍❤

  • @gamadelta3679
    @gamadelta3679 4 роки тому +5

    এই সব গান আর হবে না।

  • @rashedzaman1924
    @rashedzaman1924 4 роки тому

    Nice song .

  • @mumpypradhan4776
    @mumpypradhan4776 Рік тому

    Amer guitar ae Protham tola Gan ( 1988 ).

  • @sabbirhossain-ev6hk
    @sabbirhossain-ev6hk 3 роки тому

    কানন পথ ফুলে ছায় ? নাকি কানন পট ফুলে ছায়?

  • @sankardey4594
    @sankardey4594 3 роки тому

    🙏🙏🙏

  • @arpitagorai4342
    @arpitagorai4342 3 роки тому +2

    0:55

  • @santanaarohan8140
    @santanaarohan8140 3 роки тому

    Aha

  • @souravchongder8446
    @souravchongder8446 4 роки тому

    Nice ☺️☺️

  • @sayantandasgupta2711
    @sayantandasgupta2711 3 роки тому

    💗💗💗

  • @botusen4497
    @botusen4497 3 місяці тому +1

    . I don't know how to type Bangla!

  • @arpitagorai4342
    @arpitagorai4342 3 роки тому +1

    1:43

  • @susantamukherjee2508
    @susantamukherjee2508 3 роки тому +1

    Keno erokom gaan ar feere ase naa?

  • @amarnathsengupta5976
    @amarnathsengupta5976 3 роки тому +1

    It is not আমার এ গান আঁখি জ্বলে but আমার এ গা নাকি জ্বলে .

    • @kaushiksaha8416
      @kaushiksaha8416 3 роки тому +2

      আপনের কথায় হাসুম না যে হালায় subtitle লেখসে তার ল্যাখায় কান্দুম?

  • @kanikadaschakladar4525
    @kanikadaschakladar4525 3 роки тому +1

    Background না থাকলেই ভালো হয়।

    • @kaustuvde5520
      @kaustuvde5520 2 роки тому

      Salute to SirHimansu for composing this song and also the magical voice of Shyamal Mitra that
      return ed us toour childhood days.

  • @bejayray7632
    @bejayray7632 4 місяці тому

    কথাওসূরআর গায়কি
    মিলেমিশে একাকার

    • @brahmbandyopadhyay
      @brahmbandyopadhyay 3 місяці тому

      আপনি গানের "গ্" জানেন??

  • @One_4
    @One_4 3 роки тому

    নীরে

  • @samitdutta7014
    @samitdutta7014 2 роки тому +4

    তোমারই পথ পানে চাহি
    আমারই পাখি গান গায়
    শিশির নীরে অবগাহি
    কানন পথ ফুলে ছায়।।
    আমার এ গান আঁখি জলে
    তোমারই লাগি পলে পলে।
    ফুটিয়া প্রেম শতদলে
    বিরহে প্রিয় ঝরে যায়।।
    তোমারে গিয়েছিনু ভুলি
    কুসুমে রাঙা মোর পথে
    জাগায়ে মোর ফুলগুলি
    দলিয়া গেলে জয়রথে
    তোমারই মালা মোর গলে
    অনল হয়ে যেন জ্বলে।
    বাঁধিয়া রাখি হিয়া তলে
    হরিয়া মোরে নিলে হায়।।

    • @tapasiroy5353
      @tapasiroy5353 Рік тому

      Ei. No a jodi kindly ei ganer lyrics t pathhie dite parten tahole khub kusi hotam 🙏🙏

    • @samitdutta7014
      @samitdutta7014 Рік тому +1

      @@tapasiroy5353 কোথায় পাঠাতে বলছেন, বুঝলাম না

    • @tapasiroy5353
      @tapasiroy5353 Рік тому +1

      Gaan. er lyrics pey gechhi Beta ,
      Anek asirbad janai ,

  • @divine_music101
    @divine_music101 3 роки тому

    Beautiful song.

  • @T-cup-w2z
    @T-cup-w2z 3 роки тому

    Nice

  • @NS-qn6gj
    @NS-qn6gj 7 місяців тому

    তোমারই পথ পানে চাহি
    আমারই পাখি গান গায়
    শিশির নীড়ে অবগাহি
    কানন পথ ফুলে ছায়।।
    আমার এ গান আঁখি জলে
    তোমারই লাগি পলে পলে।
    উঠিয়া প্রেম শতদলে
    বিরহে প্রিয় ঝরে যায়।।
    তোমারে গিয়েছিনু ভুলি
    কুসুমে রাঙা মরুপথে
    জাগায়ে মোর ফুলগুলি
    ললিয়া গেলে জয়রথে
    তোমারই মালা মোর গলে
    অনল হয়ে যেন জ্বলে।
    বাঁধিয়া রাখি হিয়া তলে
    পড়িয়া মোরে নিলে হায়।।

    • @botusen4497
      @botusen4497 3 місяці тому

      আপনার বানান ও শব্দে অনেক ভুল।

    • @NS-qn6gj
      @NS-qn6gj 3 місяці тому

      @@botusen4497 karon eta ekti site theke niye copy paste kora hoyeche, banan bhul ache ke ney seta sei site e giye mention korun ge ....eta tader subidharte diyechi jara gaan ta gaybe/tulbe while listening to the music..

    • @botusen4497
      @botusen4497 3 місяці тому

      Then why r u quoting the wrong verse?