'অস্থিসড়ক' এর প্রথম পর্বের লিংক : ua-cam.com/video/CB5mCHphj_c/v-deo.html যাঁরা গল্পটি শুনছেন এবং উপভোগ করছেন , প্লিজ শেয়ার করুন , গল্পপ্রেমী মানুষদের জানান ; আরো আরো শ্রোতাদের কাছে পৌঁছতে পারলেই পরবর্তী প্রজেক্ট করবার সামর্থ্য আসবে। একাধিক স্পেশাল প্রজেক্ট আছে, আনবার সাহস পাচ্ছিনা। গল্পের যে প্রোডাকশন কস্ট উঠবেনা শুধুমাত্র সেই আশঙ্কা বা দুঃখই নয়, আমাদের কাজ যথেষ্ট মানুষকে না শোনাতে পারার দুঃখও প্রবলভাবে কাজ করে। আবারও অনুরোধ করব , আমাদের গল্প ভালো লাগলে ছড়িয়ে দিন পরিচিতদের মধ্যে।
অসাধারণ উপস্থাপনা। এই চ্যানেলের অভিনয়, আবহ সঙ্গীত , গল্প পাঠ অসাধারণ। অনেক নামী দামী চ্যানেলেও এত ভালো মানের উপস্থাপনা দেখা যায় না। গল্পের প্লট উপভোগ্য, টানটান। তবে কোন কোন ক্ষেত্রে কিছুটা একপেশে। সত্যি ইতিহাসের স্বার্থে সেটা কিছুটা বলা দরকার। ইউক্রেনের অধিকাংশ অংশ জার আমল থেকেই রাশিয়ার অন্তর্গত ছিল। বলশেভিকরাই প্রথম ইউক্রেনকে রাশিয়ার অন্তর্ভুক্ত করেছে এমন নয়। যুদ্ধে অস্ত্র চালনায় দক্ষ হওয়ায় এখানকার গোষ্ঠী প্রধান বা আতামানরা জারের সৈন্য বাহিনীর অন্যতম স্তম্ভ হিসেবে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করতো। বিপ্লবের সুযোগে তারা রাশিয়া থেকে আলাদা হতে চায়। তাদের গোষ্ঠী প্রধান বা আতামানরাও নিজেদের বিশেষ সুযোগ সুবিধা ছাড়তে চাননি। সে কারণেও বলশেভিক দের সঙ্গে তাদের সংঘাত বাধে। কারণ বলশেভিক শাসনতন্ত্রের আওতায় এলে এই বিশেষ সুযোগ সুবিধা গুলি ছাড়তে হত। বলা যায় বলশেভিক দের সমর্থনের প্রশ্নে এখানকার জনগণ দ্বিধাবিভক্ত ছিলো। দরিদ্রতর মানুষেরা বলশেভিক দের দিকে এবং সুযোগ সুবিধা প্রাপ্ত গোষ্ঠী গুলি তাদের বিপরীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অবস্থা বজায় ছিল। হিটলার রাশিয়া আক্রমণ করলে এখানে কেউ কেউ নাৎসী দের সমর্থন করে। তারা চরম ইহুদী বিরোধী হয়ে ওঠে। এখানকার ইহুদী দের বিরুদ্ধে অস্ত্র ও ধরে। কেউ কেউ আবার লাল ফৌজ কে সমর্থন করে। তবে স্ট্যালিনের দমননীতি, বিরোধী কন্ঠস্বর দমন করার চেষ্টা, গুলাগ/ শ্রমশিবির বা বহু কনসেন্ট্রেশন ক্যাম্প গঠন এগুলো অস্বীকার করা যায় না। তবে জার দ্বিতীয় নিকোলাস কে গল্পে যেমন দেখানো হল অতটা ক্লিন চিট দেওয়া যায় কি? তাহলে রাশিয়ার সাধারণ মানুষ অমন চরমভাবে জারতন্ত্রের উচ্ছেদ চাইলো কেন? এই জার রাশিয়াকে রুশ - জাপান যুদ্ধের মত অবিমৃষ্যকারি যুদ্ধে জড়িয়ে ছিলেন। জাপানের মত ছোট্ট দেশের কাছে ইওরোপের বৃহৎ শক্তি রাশিয়ার পরাজয় সারা পৃথিবীর কাছে রাশিয়ার আভ্যন্তরীন দুরবস্থা উন্মুক্ত করে দেয়। ১৯০৫ এর শান্তিপূর্ণ শ্রমিকদের মিছিলে জারের কসাক সৈন্যবাহিনী গুলি চালায়। জার শাসনে নিচুতলার কৃষক, শ্রমিকদের দুরবস্থা তাদের জার বিরোধী হতে বাধ্য করে। এই অবস্থায় জার আবার নিজের সাম্রাজ্যবাদী অভিপ্সা চরিতার্থ করতে রাশিয়াকে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে ফেলেন। বহুদিন থেকেই পূর্ব ইওরোপে রাশিয়ার জারেদের সম্প্রসারণের ইচ্ছা যুদ্ধের দিকে রাশিয়াকে ঠেলে দেয়। কমেন্টের পরবর্তী অংশ নিচে রয়েছে। যদি কেউ পড়েন অনুগ্রহ করে একটু খেয়াল করবেন
বাংলায় এই ধরনের গল্পের সংখ্যা খুব বেশি নয়। ললিত্যময় বাংলা ভাষায় এরকম কর্কশ বাস্তব ন্যারেশান তৈরি করার জন্য লেখককে অজস্র ধন্যবাদ। আপনাদের কাজও সম্পূর্ণ অন্য মাত্রার, ভিন্ন স্বাদের। টিম কে অনেক অভিনন্দন এমন ভিন্ন স্বাদের গল্পের জন্য।
এরকম গল্পই তো চাই । অসাধারণ অসাধারণ mixing আবারও বেশ ভালো হয়েছে। আর তমাল দা তো বটেই প্রত্যেকের গলার কাজ অনবদ্য। গল্পটা যে এভাবে শেষ হবে ভাবিনি। Unexpected ছিল। গল্পটা আরো চলবে আশা করেছিলাম। Journey টা বেশ উপভোগ করছিলাম । চললে ভালই হতো।
এই চ্যানেলটির অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে উচিৎ। তমালের অভিনয় ও গল্পবলার ধরনের মুগ্ধ করে। অর্কর এরকম একটি ডার্ক লেখা , সত্যি অসাধারণ। অনেক অনেক শুভকামনা তমাল i জোনাকিদের।
খুব সুন্দর উপস্থাপনা.........just দারুন হয়েছে......সত্যি এইরকম ডার্ক ইতিহাসভিত্তিক গল্প এর আগে আর শুনিনি......carry on Tamal O Jonakira......এইরকম আরও project হোক.........👍👍❤❤
ফাটাফাটি লাগলো গল্পটা। গল্পপাঠ খুবই ভালো ছিল, যেন গল্পটাকে সামনে থেকে দেখতে পাচ্ছিলাম। অভিনয়, উপস্থাপনাও হেব্বি ছিল। ভুতের গল্প না হয়েও ভয় লাগলো। দুর্দান্ত পরিবেশনা।
First part sonar por theke adhir agrohe opekhha korechi last part sunbo... darun ekta golpo... darun presentation👍❤r sobar acting 👌👌 ... background score was too good👍... all the best Tamal❤ waiting for the next 🥰🥰🥰🥰
Duto porbo ak sathe sunlam .. tarppr comment korchi... Protek ta second mint ye ki hoy ki hoy.... Onek valo laglo ro golpo ta cholle valo hoto... Egiye jan apnara ei vabe .. R tamal tomar voiceta just osadharon baki sobaro ....
আচ্ছা এর পরবর্তী অংশ বা পর্ব কি আসবে !!!! Coz এটা কোনো Hollywood Servival movie না audio story... " ধরতে পারবে না "... God level উপস্থাপনা .... আমাকে সত্যি বলুন এর পরবর্তী পর্ব কি আসতে চলেছে !!!
Ludo martens r লেখা another view of stalin e লেখা আছে যেসব জায়গায় শস্যের অভাব দেখা দিয়েছিলো সেসব জায়গায় কুইক রেস্পন্স টিমের মাধ্যমে খাদ্যশস্য পৌছানোর ব্যবস্থা করা হয়েছিলো। এর প্রমাণ আমি দিতে পারছি না এখানে।
@TamalOJonakira কমেন্ট ডিলিট করলেন কেন? লেখককে ওপেন চ্যালেঞ্জ করছি আমার সাথে ডিবেটে বসার এই টপিক নিয়ে। গল্প লিখলে অতিরঞ্জিত করে লিখবেন না, সত্য কথা লিখুন আর মিথ্যাচার করলে সেই গল্প টেলিকাস্টও করবেন না।
গৃহযুদ্ধে ইউক্রেন ছিল হোয়াইটদের সব থেকে স্ট্রং ঘাঁটি। কলচাক, ডেনিকিনি এখান থেকেই ব্রিটিশ ও ফরাসি মার্কিন মদতে অভিযান লঞ্চ করে। ইউক্রেনের কসাক কমিউনিটি ছিল জারতন্ত্রের অন্যতম পীড়ন বাহিনী। এরাও বিদ্রোহী হয়। ইউক্রেন ১৯১৭ সালে রাশিয়ারই অংশ ছিল। বলশেভিকরা মোটেই " আক্রমণ " করেনি। বরং প্রতিরোধ করেছিল। ইউক্রেনের আরেক উগ্র দক্ষিণপন্থী নেতা, পেতলিউরার বাহিনীর কাজকর্মের বিবরণ তো ইস্পাতেই আছে। এই ইস্পাত আপনার এই লেখকের লেখা থেকে সর্বজনবিদিত একটি উপন্যাস৷ পড়ে নিতে পারেন। সম্পূর্ণ মিথ্যাচার লেখক করেছেন পুরো গল্প জুড়ে।
গৃহযুদ্ধে ইউক্রেন ছিল হোয়াইটদের সব থেকে স্ট্রং ঘাঁটি। কলচাক, ডেনিকিনি এখান থেকেই ব্রিটিশ ও ফরাসি মার্কিন মদতে অভিযান লঞ্চ করে। ইউক্রেনের কসাক কমিউনিটি ছিল জারতন্ত্রের অন্যতম পীড়ন বাহিনী। এরাও বিদ্রোহী হয়। ইউক্রেন ১৯১৭ সালে রাশিয়ারই অংশ ছিল। বলশেভিকরা মোটেই " আক্রমণ " করেনি। বরং প্রতিরোধ করেছিল। ইউক্রেনের আরেক উগ্র দক্ষিণপন্থী নেতা, পেতলিউরার বাহিনীর কাজকর্মের বিবরণ তো ইস্পাতেই আছে। এই ইস্পাত আপনার এই লেখকের লেখা থেকে সর্বজনবিদিত একটি উপন্যাস৷ পড়ে নিতে পারেন। সম্পূর্ণ মিথ্যাচার লেখক করেছেন পুরো গল্প জুড়ে।
Ludo martens r লেখা another view of stalin e লেখা আছে যেসব জায়গায় শস্যের অভাব দেখা দিয়েছিলো সেসব জায়গায় কুইক রেস্পন্স টিমের মাধ্যমে খাদ্যশস্য পৌছানোর ব্যবস্থা করা হয়েছিলো। এর প্রমাণ আমি দিতে পারছি না এখানে।
গৃহযুদ্ধে ইউক্রেন ছিল হোয়াইটদের সব থেকে স্ট্রং ঘাঁটি। কলচাক, ডেনিকিনি এখান থেকেই ব্রিটিশ ও ফরাসি মার্কিন মদতে অভিযান লঞ্চ করে। ইউক্রেনের কসাক কমিউনিটি ছিল জারতন্ত্রের অন্যতম পীড়ন বাহিনী। এরাও বিদ্রোহী হয়। ইউক্রেন ১৯১৭ সালে রাশিয়ারই অংশ ছিল। বলশেভিকরা মোটেই " আক্রমণ " করেনি। বরং প্রতিরোধ করেছিল। ইউক্রেনের আরেক উগ্র দক্ষিণপন্থী নেতা, পেতলিউরার বাহিনীর কাজকর্মের বিবরণ তো ইস্পাতেই আছে। এই ইস্পাত আপনার এই লেখকের লেখা থেকে সর্বজনবিদিত একটি উপন্যাস৷ পড়ে নিতে পারেন। সম্পূর্ণ মিথ্যাচার লেখক করেছেন পুরো গল্প জুড়ে।
'অস্থিসড়ক' এর প্রথম পর্বের লিংক : ua-cam.com/video/CB5mCHphj_c/v-deo.html
যাঁরা গল্পটি শুনছেন এবং উপভোগ করছেন , প্লিজ শেয়ার করুন , গল্পপ্রেমী মানুষদের জানান ; আরো আরো শ্রোতাদের কাছে পৌঁছতে পারলেই পরবর্তী প্রজেক্ট করবার সামর্থ্য আসবে। একাধিক স্পেশাল প্রজেক্ট আছে, আনবার সাহস পাচ্ছিনা। গল্পের যে প্রোডাকশন কস্ট উঠবেনা শুধুমাত্র সেই আশঙ্কা বা দুঃখই নয়, আমাদের কাজ যথেষ্ট মানুষকে না শোনাতে পারার দুঃখও প্রবলভাবে কাজ করে। আবারও অনুরোধ করব , আমাদের গল্প ভালো লাগলে ছড়িয়ে দিন পরিচিতদের মধ্যে।
আমি অডিও ফ্যামলিং কেটে থাকি। যদি আপনার দরকার হয় আমাকে দিয়ে কাজ করে নিতে পারবেন। ধন্যবাদ❤
অসাধারণ উপস্থাপনা। এই চ্যানেলের অভিনয়, আবহ সঙ্গীত , গল্প পাঠ অসাধারণ। অনেক নামী দামী চ্যানেলেও এত ভালো মানের উপস্থাপনা দেখা যায় না। গল্পের প্লট উপভোগ্য, টানটান। তবে কোন কোন ক্ষেত্রে কিছুটা একপেশে। সত্যি ইতিহাসের স্বার্থে সেটা কিছুটা বলা দরকার। ইউক্রেনের অধিকাংশ অংশ জার আমল থেকেই রাশিয়ার অন্তর্গত ছিল। বলশেভিকরাই প্রথম ইউক্রেনকে রাশিয়ার অন্তর্ভুক্ত করেছে এমন নয়। যুদ্ধে অস্ত্র চালনায় দক্ষ হওয়ায় এখানকার গোষ্ঠী প্রধান বা আতামানরা জারের সৈন্য বাহিনীর অন্যতম স্তম্ভ হিসেবে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করতো। বিপ্লবের সুযোগে তারা রাশিয়া থেকে আলাদা হতে চায়। তাদের গোষ্ঠী প্রধান বা আতামানরাও নিজেদের বিশেষ সুযোগ সুবিধা ছাড়তে চাননি। সে কারণেও বলশেভিক দের সঙ্গে তাদের সংঘাত বাধে। কারণ বলশেভিক শাসনতন্ত্রের আওতায় এলে এই বিশেষ সুযোগ সুবিধা গুলি ছাড়তে হত। বলা যায় বলশেভিক দের সমর্থনের প্রশ্নে এখানকার জনগণ দ্বিধাবিভক্ত ছিলো। দরিদ্রতর মানুষেরা বলশেভিক দের দিকে এবং সুযোগ সুবিধা প্রাপ্ত গোষ্ঠী গুলি তাদের বিপরীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অবস্থা বজায় ছিল। হিটলার রাশিয়া আক্রমণ করলে এখানে কেউ কেউ নাৎসী দের সমর্থন করে। তারা চরম ইহুদী বিরোধী হয়ে ওঠে। এখানকার ইহুদী দের বিরুদ্ধে অস্ত্র ও ধরে। কেউ কেউ আবার লাল ফৌজ কে সমর্থন করে। তবে স্ট্যালিনের দমননীতি, বিরোধী কন্ঠস্বর দমন করার চেষ্টা, গুলাগ/ শ্রমশিবির বা বহু কনসেন্ট্রেশন ক্যাম্প গঠন এগুলো অস্বীকার করা যায় না। তবে জার দ্বিতীয় নিকোলাস কে গল্পে যেমন দেখানো হল অতটা ক্লিন চিট দেওয়া যায় কি? তাহলে রাশিয়ার সাধারণ মানুষ অমন চরমভাবে জারতন্ত্রের উচ্ছেদ চাইলো কেন? এই জার রাশিয়াকে রুশ - জাপান যুদ্ধের মত অবিমৃষ্যকারি যুদ্ধে জড়িয়ে ছিলেন। জাপানের মত ছোট্ট দেশের কাছে ইওরোপের বৃহৎ শক্তি রাশিয়ার পরাজয় সারা পৃথিবীর কাছে রাশিয়ার আভ্যন্তরীন দুরবস্থা উন্মুক্ত করে দেয়। ১৯০৫ এর শান্তিপূর্ণ শ্রমিকদের মিছিলে জারের কসাক সৈন্যবাহিনী গুলি চালায়। জার শাসনে নিচুতলার কৃষক, শ্রমিকদের দুরবস্থা তাদের জার বিরোধী হতে বাধ্য করে। এই অবস্থায় জার আবার নিজের সাম্রাজ্যবাদী অভিপ্সা চরিতার্থ করতে রাশিয়াকে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে ফেলেন। বহুদিন থেকেই পূর্ব ইওরোপে রাশিয়ার জারেদের সম্প্রসারণের ইচ্ছা যুদ্ধের দিকে রাশিয়াকে ঠেলে দেয়। কমেন্টের পরবর্তী অংশ নিচে রয়েছে। যদি কেউ পড়েন অনুগ্রহ করে একটু খেয়াল করবেন
বাংলায় এই ধরনের গল্পের সংখ্যা খুব বেশি নয়। ললিত্যময় বাংলা ভাষায় এরকম কর্কশ বাস্তব ন্যারেশান তৈরি করার জন্য লেখককে অজস্র ধন্যবাদ। আপনাদের কাজও সম্পূর্ণ অন্য মাত্রার, ভিন্ন স্বাদের। টিম কে অনেক অভিনন্দন এমন ভিন্ন স্বাদের গল্পের জন্য।
এরকম গল্পই তো চাই । অসাধারণ অসাধারণ mixing আবারও বেশ ভালো হয়েছে। আর তমাল দা তো বটেই প্রত্যেকের গলার কাজ অনবদ্য। গল্পটা যে এভাবে শেষ হবে ভাবিনি। Unexpected ছিল। গল্পটা আরো চলবে আশা করেছিলাম। Journey টা বেশ উপভোগ করছিলাম । চললে ভালই হতো।
এই চ্যানেলটির অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে উচিৎ। তমালের অভিনয় ও গল্পবলার ধরনের মুগ্ধ করে। অর্কর এরকম একটি ডার্ক লেখা , সত্যি অসাধারণ। অনেক অনেক শুভকামনা তমাল i জোনাকিদের।
গল্পের চরিত্র বিন্যাস আর পট ভূমিকা অসাধারণ, প্রতিটা দৃশ্যের বর্ণনাও দারুণ, সাথে অডিও রূপান্তর নিয়ে তো বলার কিছু নেই।তবে শেষটা জোর করেই হল....
খুব সুন্দর উপস্থাপনা.........just দারুন হয়েছে......সত্যি এইরকম ডার্ক ইতিহাসভিত্তিক গল্প এর আগে আর শুনিনি......carry on Tamal O Jonakira......এইরকম আরও project হোক.........👍👍❤❤
2nd part এর অপেক্ষায় ছিলাম।
গল্প টা যেন magnet 🧲
Oshadharon laglo... darun darun... oshadharon path tamal❤❤❤❤❤❤❤❤❤❤❤
ফাটাফাটি লাগলো গল্পটা। গল্পপাঠ খুবই ভালো ছিল, যেন গল্পটাকে সামনে থেকে দেখতে পাচ্ছিলাম। অভিনয়, উপস্থাপনাও হেব্বি ছিল। ভুতের গল্প না হয়েও ভয় লাগলো। দুর্দান্ত পরিবেশনা।
Sesh ta osompurna theke gelo. Arka Paitandi Jodi golpota egiye niye jeto tahole khub valo hoto. Jai hok osadharon golpo..Arka (GURUDEV) jio.
Ami last 3golper notification i pelam na ..eto din por ei part ta sunchi...daroon laglo...
কি বলে প্রশংসা করলে যে যথাযথ হবে বুঝতে পারছিনা। অসামান্য কাজ হয়েছে একটা তমাল দা❤
Idaning kaler sob channel er serar modhye onyotomo sera golpo o poribeshona.
এটাতে মন ভড়লো না খাপছাড়া পর্ব তৃতীয় পর্ব চায়, না পারলে সাহয্য করতে পাড়ি
অসম্ভব সুন্দর উপস্থাপনা এবং অত্যন্ত থ্রিলিং একটা গল্পঃ। Thank you তমাল ও জোনাকিরা and লেখক অর্ক দা কে।
Thanks!
শেষেটা জমলো না কিছু একটা অসম্পূর্ণ থেকে গেলো। ভাবছিলাম সাংক শেষে ইন্ডিয়া চলে যাবে এবং আরো ভয়ানক কিছু পাবো।
শশাঙ্ক শেষে বুবাক হয়ে গেল
asthishorok golpota darun metaphor.... poristhiti manush k ki bhabe palte Dey tai na! Kencho o shaap hoye uthte paare! Khub bhalo laglo golpota! Russian words er Uccharon ektu kemon kemon hoye giyeche...but overall darun laglo....khub khushi pujar awaj shune!
Darun 6ilo 1 part
অপেক্ষায় ছিলাম..❤
Just darun❤❤❤❤❤❤❤
Onek protikkhar por.
Tomal da.
Tomader sathe dekha korar khub icche jay
First part sonar por theke adhir agrohe opekhha korechi last part sunbo... darun ekta golpo... darun presentation👍❤r sobar acting 👌👌 ... background score was too good👍... all the best Tamal❤ waiting for the next 🥰🥰🥰🥰
Vision eagerly waiting korchhilam ... At last esei gelo..thank you so much TOJ....... Hollywood movie ta ami dekhechhi... bravery, brutality
Nam ta bolun plz movie tar
Next golpo ki ai rokom nah ar thakao valo hoba???
Khub valo golpo😊😊🎉🎉❤❤
Jst amazing 🔥
দারুন এক্সপেরিমেন্ট
❤অনবদ্য
Brilliant story... completely speechless
Akhono porjonto sera.. 👌🏼
Khub khub voyanok golpo sune amar e matha kharap lagche 😇
Durdanto ❤❤
Khub valo laglo dada
Kano Shas holo 😢
aroo aagey neya jaoyar chelo,,
Asadharon lagloo vai ❤❤❤❤😮😮😮😮😮😮😮😮
কাউরিবুড়ির মন্দিরের পর এই গল্প অসাধারণ 👌 👌 👌 ❤❤❤
অসম্ভব এক ঘোরের মধ্যে কাটালাম। দারুন 🎉
Duto porbo ak sathe sunlam .. tarppr comment korchi... Protek ta second mint ye ki hoy ki hoy....
Onek valo laglo ro golpo ta cholle valo hoto... Egiye jan apnara ei vabe ..
R tamal tomar voiceta just osadharon baki sobaro ....
Ufff osadharon
Golpo ta darun chilo .. Tamal , anek to bhuter golpo holo abar kichu classic Romantic golpo dao shuni ..
Khub sundar
দারুণ গল্প, বাকি গল্প গুলোও শুনতে হচ্ছে
Excellent presentation.. thanks you..
Im listening this masterpiece after so long...what a story
Excellent story selection. Radio Milan a waristaan er por etai sobcheye different kaj
কি মর্মান্তিক , কি ভয়ানক
Khub valo khub valo🎉🎉🎉❤❤
শেষের দিক টা খুব তাড়াতাড়ি করে অসমাপ্ত রেখেই শেষ হলো😢
খুব ভয়ানক, আগে এরকম গল্প শুনিনি,
Khub valo ❤❤❤
অসাধারণ
অনবদ্য
Hebbi golpo👏👏👏
DARK🔥
এই গল্পটা আমার আজীবন মনে থাকবে।
Tamal is back.. with Bang
বাংলা অডিও স্টোরির ইতিহাসে এতো ডার্ক গল্প কেউ করার সাহস করেনি। ধন্যবাদ। উপস্হাপনা নিয়ে নতুন করে কী বলব! জোনাকিরা নক্ষত্র হোক।
Jolai bose golpota sunchi... Sala khub voi lagche..
এরপর কি হলো😮
ভাষায় বর্ণনা করতে পারব না,এই গল্প শোনার অভিজ্ঞতা শুধু যে শুনবে সেই বুঝবে।ভালো অডিও স্টোরি কাকে বলে তা জানার জন্যে সবার শোনা উচিত।
হাড় হীম👻😩🥶🤒
আচ্ছা এর পরবর্তী অংশ বা পর্ব কি আসবে !!!!
Coz এটা কোনো Hollywood Servival movie না audio story... " ধরতে পারবে না "... God level উপস্থাপনা ....
আমাকে সত্যি বলুন এর পরবর্তী পর্ব কি আসতে চলেছে !!!
Ludo martens r লেখা another view of stalin e লেখা আছে যেসব জায়গায় শস্যের অভাব দেখা দিয়েছিলো সেসব জায়গায় কুইক রেস্পন্স টিমের মাধ্যমে খাদ্যশস্য পৌছানোর ব্যবস্থা করা হয়েছিলো। এর প্রমাণ আমি দিতে পারছি না এখানে।
Back ground music একটু ভুল positioning
ওইটুকু খুঁত বাদ দিলে top class
But last e ki holo? Can anyone explain?
এটাই কি অন্তিম?
হলিউড মুভি লেভেলের।
অনীশ দেবের তেইশ ঘন্টা ষাট মিনিট শুনতে চাই।যতদিন পর্যন্ত কোনো অডিও স্টোরি চ্যানেল এই মাস্টারপিস পাঠ না করছে ততক্ষন পর্যন্ত যদি বেঁচে থাকি অনুরোধ করেই যাবো। দেখি তোমরা কতদিন ইগনোর করতে পারো।
অনুরোধ নং 709
Oita je 1st part, seta mention kora uchit chhilo caption ba poster a..
Kew duration jano
Ata ki antim porbo naki kano last part title a nai.😢😢 tal koba asaba
Supar natok bangoli
Ei story tar ki r part nei 😢
Opekkhar oboshan hlo aj
@TamalOJonakira কমেন্ট ডিলিট করলেন কেন? লেখককে ওপেন চ্যালেঞ্জ করছি আমার সাথে ডিবেটে বসার এই টপিক নিয়ে। গল্প লিখলে অতিরঞ্জিত করে লিখবেন না, সত্য কথা লিখুন আর মিথ্যাচার করলে সেই গল্প টেলিকাস্টও করবেন না।
Ki holo go 😅
গল্প শুনবো না এড
ভাগ্যিস আমাদের দেশে কমিউনিষ্ট অভ্যুত্থান হয়নি।
না হলে এইরকম দশা হতো।
গৃহযুদ্ধে ইউক্রেন ছিল হোয়াইটদের সব থেকে স্ট্রং ঘাঁটি। কলচাক, ডেনিকিনি এখান থেকেই ব্রিটিশ ও ফরাসি মার্কিন মদতে অভিযান লঞ্চ করে। ইউক্রেনের কসাক কমিউনিটি ছিল জারতন্ত্রের অন্যতম পীড়ন বাহিনী। এরাও বিদ্রোহী হয়। ইউক্রেন ১৯১৭ সালে রাশিয়ারই অংশ ছিল। বলশেভিকরা মোটেই " আক্রমণ " করেনি। বরং প্রতিরোধ করেছিল। ইউক্রেনের আরেক উগ্র দক্ষিণপন্থী নেতা, পেতলিউরার বাহিনীর কাজকর্মের বিবরণ তো ইস্পাতেই আছে। এই ইস্পাত আপনার এই লেখকের লেখা থেকে সর্বজনবিদিত একটি উপন্যাস৷ পড়ে নিতে পারেন। সম্পূর্ণ মিথ্যাচার লেখক করেছেন পুরো গল্প জুড়ে।
লেখককে ওপেন চ্যালেঞ্জ রইলো ডিবেটে বসার। বই থেকে ঐতিহাসিক প্রমাণ সহ তর্ক করবো।
গৃহযুদ্ধে ইউক্রেন ছিল হোয়াইটদের সব থেকে স্ট্রং ঘাঁটি। কলচাক, ডেনিকিনি এখান থেকেই ব্রিটিশ ও ফরাসি মার্কিন মদতে অভিযান লঞ্চ করে। ইউক্রেনের কসাক কমিউনিটি ছিল জারতন্ত্রের অন্যতম পীড়ন বাহিনী। এরাও বিদ্রোহী হয়। ইউক্রেন ১৯১৭ সালে রাশিয়ারই অংশ ছিল। বলশেভিকরা মোটেই " আক্রমণ " করেনি। বরং প্রতিরোধ করেছিল। ইউক্রেনের আরেক উগ্র দক্ষিণপন্থী নেতা, পেতলিউরার বাহিনীর কাজকর্মের বিবরণ তো ইস্পাতেই আছে। এই ইস্পাত আপনার এই লেখকের লেখা থেকে সর্বজনবিদিত একটি উপন্যাস৷ পড়ে নিতে পারেন। সম্পূর্ণ মিথ্যাচার লেখক করেছেন পুরো গল্প জুড়ে।
Ludo martens r লেখা another view of stalin e লেখা আছে যেসব জায়গায় শস্যের অভাব দেখা দিয়েছিলো সেসব জায়গায় কুইক রেস্পন্স টিমের মাধ্যমে খাদ্যশস্য পৌছানোর ব্যবস্থা করা হয়েছিলো। এর প্রমাণ আমি দিতে পারছি না এখানে।
গৃহযুদ্ধে ইউক্রেন ছিল হোয়াইটদের সব থেকে স্ট্রং ঘাঁটি। কলচাক, ডেনিকিনি এখান থেকেই ব্রিটিশ ও ফরাসি মার্কিন মদতে অভিযান লঞ্চ করে। ইউক্রেনের কসাক কমিউনিটি ছিল জারতন্ত্রের অন্যতম পীড়ন বাহিনী। এরাও বিদ্রোহী হয়। ইউক্রেন ১৯১৭ সালে রাশিয়ারই অংশ ছিল। বলশেভিকরা মোটেই " আক্রমণ " করেনি। বরং প্রতিরোধ করেছিল। ইউক্রেনের আরেক উগ্র দক্ষিণপন্থী নেতা, পেতলিউরার বাহিনীর কাজকর্মের বিবরণ তো ইস্পাতেই আছে। এই ইস্পাত আপনার এই লেখকের লেখা থেকে সর্বজনবিদিত একটি উপন্যাস৷ পড়ে নিতে পারেন। সম্পূর্ণ মিথ্যাচার লেখক করেছেন পুরো গল্প জুড়ে।
অসাধারণ