Kolkata to Delhi Journey by Rajdhani Express | ভাড়া কত? কম টাকায় কিভাবে টিকেট পাওয়া যায়? Full Travel

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • অনেকেই দিল্লীতে ঘুরতে আসেন কিংবা জরুরি কাজ বা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে দিল্লী যান অথবা যাওয়ার পরিকল্পনা করছেন। এই ভিডিওটি তাদের জন্যই।
    এই ভিডিওতে আপনারা বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বিশেষ করে বাংলাদেশীদের মধ্যে যারা প্রথমবার কলকাতা থেকে ট্রেনে দিল্লী যেতে চান-তারা এই ভিডিও থেকে জানতে পারবেন, কলকাতা থেকে দিল্লীতে কোন কোন ট্রেন যায়, ট্রেন ভ্রমণ কতটা আরামদায়ক, পৌঁছাতে কত ঘণ্টা লাগে, খাওয়ার ব্যবস্থা আছে কিনা। কয়টি স্টেশনে থামে, বাংলাদেশ থেকে টিকেট কাটা যায় কিনা, যাত্রার কতদিন আগে টিকেট কাটতে হবে, কত টাকা লাগবে, ট্রেন সময় মতো পাওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি।
    নয়াদিল্লী রেলস্টেশনের বিপরীত পাশের এলাকার নাম পাহাড়গঞ্জ। পাহাড়গঞ্জ আবাসিক হোটেলের জন্য বিখ্যাত। নয়াদিল্লী স্টেশনে নেমে পায়ে হেঁটে রাস্তা পার হলেই আপনাদের চোখে পড়বে শত শত হোটেল। বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। ৮০০ টাকা থেকে শুরু। তবে পরিবার নিয়ে থাকতে হলে অবশ্যই ১২০০ টাকার মধ্যে হোটেল নিবেন। তাহলে রুমগুলো বেশ বড় আকারের পাবেন, রুমের ভেতর নড়েচড়ে আরাম পাবেন-পরিবেশও ভালো পাবেন।
    বাজেট বেশি হলে বেশি ভালো মানের হোটেল পাবেন-এটাই স্বাভাবিক। যত গুড় তত মিষ্টি। মূলকথা, এখানে হোটেল আগে থেকেই ঠিক করে আসার কোন প্রয়োজন নেই। এখানে এতোই বেশি হোটেল যে, আপনি এখানে এসে নিজে চোখে রুম দেখে এরপর ভাড়া নিবেন। আর যদি মনে করে দীর্ঘ পথ জার্নি করে-হোটেল খোঁজা কষ্ট হবে। তাহলে অনলাইনে জাস্ট একরাতের জন্য ভাড়া করতে পারেন। এরপর একরাত সেখানে রেস্ট নিয়ে ভালো বা আপনার বাজেট অনুযায়ি মানসম্পন্ন হোটেল খুঁজে নিবেন।
    ভয়ের কিছু নেই-দিল্লীর প্রায় সব হোটেলই ভালো, পরিবেশও ভালো।
    বাংলাদেশ থেকে সকল রুটের ভারতীয় ট্রেনের টিকেট কাটতে যোগাযোগ করতে পারেন হিমালয়ান ট্রাভেলস, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা -+8801712726632 এই নাম্বারে। আমি নিজেও এখান থেকে টিকেট কেটেছিলাম।
    .........................................................................................................
    ১৭ ঘণ্টায় ১৪৫৩ কিলোমিটার | Kolkata to Delhi Journey by Rajdhani Express | What is AC 3 tier, 2 tier
    আরও দেখুন- তাজমহলের অদেখা অধ্যায় • Taj Mahal India | Vis...
    ঐতিহাসিক বাবরি মসজিদ: • ঐতিহাসিক বাবরি মসজিদ |...
    সম্রাট শাজাহান যেখানে বন্দী ছিলেন: • হতভাগ্য সম্রাট শাজাহান...
    দিল্লীতে নিজামউদ্দিন আউলিয়া: • Hazrat Khwaja Nizamudd...
    ৩০০ বছরের পুরানো গহনার গ্রাম ভাকুর্তা, যেখানে ২০ টাকাতেও পাওয়া যায় গহনা • যেখানে দুনিয়ার সবচেয়ে ...
    শুটিংয়ের গ্রাম ভাদুন | যেখানে ভাড়া পাওয়া যায় হাঁস মুরগি ছাগল
    • শুটিংয়ের গ্রাম ভাদুন |...
    যেখানে পানিপথের যুদ্ধ হয়েছিল | খুঁজে পেলাম ইব্রাহিম লোদীর কবর • এটা সেই জায়গা, যেখানে ...
    .............................................................................................
    ......................................................................
    This channel will be publish only documentaries on Historical places & also share to be travel experience. Try to discover beautiful Bangladesh with remarkable history. Remember, Bengal Discovery is an educational channel. So, please subscribe this channel : / @bengaldiscovery
    ................................................................................................
    .................................................................
    পাকিস্তান হাটে একদিন: • পাকিস্তান হাটে একদিন |...
    নতুন টাকার হাট: • ছেড়া টাকা দিয়ে নতুন টা...
    শতবর্ষী মেরাদিয়া হাট: • শতবর্ষী মেরাদিয়া হাট |...
    কবরের পাশে ৯৪ বছর ধরে অবিরাম চলছে কোরআন তিলাওয়াত • কবরের পাশে ৯৪ বছর ধরে ...
    ২০০ বছর আগে ঢাকার এক কোটিপতির প্রাসাদ রূপলাল হাউজ : • ২০০ বছর আগে ঢাকার এক ক...
    সম্রাট শাজাহানের বেডরুম, যেন স্বর্ণে মোড়ানো প্রাসাদ | শিশমহলটাও দেখার মতো

КОМЕНТАРІ • 483