যুগের পর যুগ চলে যাবে কিন্তুু ওই গানটি আজ আমি 1/8/2024 লেখে দিয়ে গেলাম প্রিয় মানুষের কথা মনে হলে যেন আবার ওই গানটা আমি শুনতে পারি যেন নোটিফিকেশন আশে আমার কাছে।❤
তোমাকে পেয়ে গেলো হয়তো এই গান আর শুনতাম না 😢তবে আজ তুমি পাশে নেই তুমি আছো তোমার মতন ❤️কমেন্ট করে গেলাম যত,দিন এই গান ইউটিউবে থাকবে ততো দিন আমার কমেন্ট থাকবে 🥰হয়তো কমেন্ট এ কারো লাইক পরলে আবার গানটা শুনতে ইচ্ছে হবে 😍
ভাই, তোমরা যে বন্ধুগুলো মিলে গান করো সেটা অনেক ভালো লাগে। মানে, একদম হৃদয়ে টার্চ লাগে। আর এসব চ্যানেলে মিউজিক ডিরেকশন ভালো না। তোমাদের কাছ থেকে ঐসব ধরনের গানই চাই।
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয় 😂😂😂 স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে যখন এই গান শুনতে আসবে তখন কউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়,, 😂😂😂 ২৩/১০/২০২৪ শে শুনেছি, ২০৫০ সালে নতুন প্রজন্মদের জন্য স্মৃতি হিসেবে রেখে গেলাম,, কোনো একদিন হয়তো বা , তারাও শুনবে আর আমাদের কে মিস করবে
আমি রাত ১২.০০ টার দিকে গানটি শুনলাম যদি কখনো কেউ আমাকে লাইক পাঠায় তাহলে আমি আবার শুনবো। 👉🏾 কী ভয়ংকর এই একাকীত্ব! 👉🏾 কী নির্মম এই বান্ধবহীনতা! 👉🏾 কী বেদনাময় এই বিশ্বাসহীনতা। 👉🏾 কী কষ্টের এই রাত্রি যাপন। 👉🏾 কী নিষ্ঠুর এই বেঁচে থাকা। 🥱🥱 শুভ রাত্রি
প্রথম প্রথম তাই,একটু ভয় ভয় লাগছে,বুঝতে পারছি,,আশা করি পরের বার আরো ভালো হবে,যদিও আগে এর থেকে হাজার গুন বেশি ভাল লেগেছে খালি গলায়। এই গান দিয়ে শুরু রানাকে ভাল লাগা,তার গলা মাশা আল্লাহ।
মন থেকে ভালোবাসার মানুষকে না পেলে মনের মধ্যে একটা ব্যাথাই থেকে যায় ।কখনো ভোলার মত নয়,আর সেই স্বপ্নগুলো প্রতিনিয়ত কাঁদায় ।। এই গানটা আমার জন্য প্রিয়, তাই মনে পড়লে গানটা শুনি।।😢😢
আমি জানিনা আমার এই কমেন্টটা আমার প্রিয় জন দেখেছে কি না তবে আমি একটা কথাই বলতে চাই আমার প্রিয় জনের উদ্দেশ্যে যে তুই আমাকে ছেরে চলে গেছিস তাই হইতো এতো সুন্দর গানটি সোনার সুযোগটা পেলাম। tnx প্রিয় আমাকে ছেরে যাওয়ার জন্য।
শীতকাল এলেই তোমার কথা বেশিরভাগ মনে পড়ে।কারন এই শীতের সময় আমরা রিলেশন করেছিলাম। তোমাকে না হারালে আজ বুঝতাম প্রিয় মানুষকে হারানোর বেদনা।ভাল থাক সব সময়। (N.F)❤❤
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে, যখন এই গানটা কেউ শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়,, ১৮/১২/২০২৪ শে শুনেছি, ২০৫০ সালে নতুন প্রজন্মদের জন্য স্মৃতি হিসেবে রেখে গেলাম,, আমার বেইমান পাখিটারে ভালোবেসে শাহজাদী বলে ডাকতাম😢😢😢😢
আজ তুমি হয়তো, অন্যের ঘরে" তোমার পরিবারের কথা রাখতে গিয়ে নয়তো অন্য কারু প্রেমে, আমাকে ভুলেছো! কিন্তু বছরের পর বছর যাচ্ছে, প্রহরের পর প্রহর! এই মনে তোমি'ই আছো। তোমাকেই এই ভাঙ্গা মনে গেঁথে রেখেছি...! এভাবেই যুগের পর যুগ যাবে, কিন্তু তোমি এই হৃদয় থেকে মুঁছে যাবে না, প্রেয়সী (হয়তো এর'ই নাম ভালোবাসা, এই ভেবে বেঁচে আছি আমি হতভাগা🥺🖤
মাঝে মাঝে এমনসব জায়গা থেকে দুঃখ পাবেন যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। মাঝে মাঝে আপনার সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় ক্ষতিটা করে দেবে। কখনো কখনো দেখবেন- যার জন্য সারাজীবন কেঁদে গেছেন, আপনার কান্নার দিনে সে উল্লাস করে হাসছে। আপনাকে বুঝতে হবে- এসবকিছুই জীবনের অনুষঙ্গ। মাঝে মাঝে আপনার অন্তরকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আপনাকে বোঝাতে চান যে- বন্ধু হিশেবে, আপন হিশেবে, সুহৃদ আর শুভাকাঙ্ক্ষী হিশেবে দিনশেষে তিনিই আপনার শেষ আশ্রয়স্থল। যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন, তারা কখনোই আপনার ছিলো না।
শিল্পী র গলা ভালো ওনার গান আমি অনেক আগে থেকেই শুনছি। এখানে মিউজিকের সাথে এডজাস্ট করতে পারছি না। কিন্তু ওনার গলা খুবই ভালো উনি একজন অনেক বড় মাপের গুণী শিল্পী। আমরা সবাই আছি এই শিল্পীর সাথে সবাই আমরা দোয়া করি। নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ, এরকমের গুণী শিল্পীদের গান পরিবেশন করার জন্য। আর একটা কথা দয়া করে গানের ভিতরে এড দেবেন না হয় শুরুতে দিবেন না হলে শেষে দিবেন। ধন্যবাদ।
আমাকে কাছে পেয়েও তুমি মূল্য দাও না প্ৰিয় স্বামী কোন একদিন আসবে তোমার অবহেলা সয্য করতে করতে একদিন নিজের জীবন নিজেই শেষ করে ফেলবো সেই দিন তুমিও বুঝবে কি ছিলাম তোমার জীবনে তোমাকে এতটা ভালোবাসার পরে তোমার অবহেলা অসম্মান নিয়ে তোমার কাছে আজও তোমার কাছে পরে আছি জানিনা কত দিন এইভাবেই থাকতে পারবো 😢😢😢😢😢
কুষ্টিয়ার দৌলতপুর থানার গোপীনাথ গাছের দিয়াড় গ্রামের মিলি নামের একটা মেয়েকে ভীষণ ভালবাসি। সে আমাকে ভালবাসতো একটা সময় এক অজানা কারনে আমাকে ভুলে যেতে বলেছে। তাকে বলতে চায় যদি ভুলেই যাবে তবে কেন কাছে এসেছিলে, ভালবেসেছিলে? তোমাকে যে ভুলে থাকার ক্ষমতা আমার নাই।
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয় • স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়, ভুলতে পারিনি আমি 😭
নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম গুনি শিল্পীদের স্থান দেওয়ার জন্য।
ঠিক ভাই
a ki guni
সঠিক বলছেন 💝💝
😆
@@ChadSk-fe8bk guni na bal
এতো মিউজিক সিস্টেম ছাড়া যে গান গাও ভাই সেটাই শুনতে ভালো লাগে, বন্ধুদের নিয়ে
যুগের পর যুগ চলে যাবে কিন্তুু ওই গানটি আজ আমি 1/8/2024 লেখে দিয়ে গেলাম প্রিয় মানুষের কথা মনে হলে যেন আবার ওই গানটা আমি শুনতে পারি যেন নোটিফিকেশন আশে আমার কাছে।❤
❤
❤❤
😊
chole asen shune jan
আমিও 😢😢😢
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে কে কে শুনছো তাঁরা পিলিস লাইক করো
বর্ধমান❤
ধন্যবাদ নাগরিক টিভিকে রানা ভাইকে আনার জন্য
তোমাকে পেয়ে গেলো হয়তো এই গান আর শুনতাম না 😢তবে আজ তুমি পাশে নেই তুমি আছো তোমার মতন ❤️কমেন্ট করে গেলাম যত,দিন এই গান ইউটিউবে থাকবে ততো দিন আমার কমেন্ট থাকবে 🥰হয়তো কমেন্ট এ কারো লাইক পরলে আবার গানটা শুনতে ইচ্ছে হবে 😍
💔🫵
Akdom thik kotha
গান টা কেউ শুনতে এলে একটা কমেন্ট কইরো যেন নোটিফিকেশন পেয়ে আরেকবার কলিজার পাখিটার কথা মনে করতে পারি, আর দু ফোটা চোখের পানি ফেলতে পারি
দাওয়াত রইল আবার ফেলে জান আপনার সস্তা চোখের পানি
😊
ভাই, তোমরা যে বন্ধুগুলো মিলে গান করো সেটা অনেক ভালো লাগে। মানে, একদম হৃদয়ে টার্চ লাগে। আর এসব চ্যানেলে মিউজিক ডিরেকশন ভালো না। তোমাদের কাছ থেকে ঐসব ধরনের গানই চাই।
রাইট
হুম ঠিক বলছো ভাই ।
মিউজিক ঠিকই আছে। শিল্পীই মিউজিকের সাথে তাল মেলাতে পারেনি!
অন্ধভক্ত!!
উনি প্রোফেশনাল শিল্পী না তাই মিউজিকের সাথে তাল লয় মিলায়া গাইতে পারে না।
আগে সংগীত বুঝেন তারপর মন্তব্য করুন
Na boija comment kora thik na age bojte Hobe
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয় 😂😂😂 স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে যখন এই গান শুনতে আসবে তখন কউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়,, 😂😂😂 ২৩/১০/২০২৪ শে শুনেছি, ২০৫০ সালে নতুন প্রজন্মদের জন্য স্মৃতি হিসেবে রেখে গেলাম,, কোনো একদিন হয়তো বা , তারাও শুনবে আর আমাদের কে মিস করবে
২৯/১০/২০২৪ নাইস
❤❤❤❤❤
6/11/2024.😢
❤❤❤❤
12/12/2024
নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ সামনে হাজারো লালন গোলাপের শুভেচ্ছা ❤
আমি রাত ১২.০০ টার দিকে গানটি শুনলাম যদি কখনো কেউ আমাকে লাইক পাঠায় তাহলে আমি আবার শুনবো।
👉🏾 কী ভয়ংকর এই একাকীত্ব!
👉🏾 কী নির্মম এই বান্ধবহীনতা!
👉🏾 কী বেদনাময় এই বিশ্বাসহীনতা।
👉🏾 কী কষ্টের এই রাত্রি যাপন।
👉🏾 কী নিষ্ঠুর এই বেঁচে থাকা।
🥱🥱 শুভ রাত্রি
অসাধারণ হয়েছে। রানা ভাইয়ের গলায়ই গানটা যেন আবার পূর্ণতা পেয়েছে..!! ❤
সেই লাগছে ভাই
জীবনের শেষ টুকু দিয়ে চেষ্টা করছি
শুধু প্রিয় মানুষ টাকে পাওয়ার জন্য ❤️
কে আছো আমার মতো?
লাইক দিয়ে বুঝিয়ে দিও শুধু আমি একা নয়।
যে নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়! সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা.!💗🌸
Yes
অর্থ চাইবে সময় দিবে। সময় চাইবে অর্থ দিবে। এরই নাম স্বামী। মনের কথা একজন স্বামী ও বুঝেনা। 😔😔😔
Hmmm
ভাইরে সব নারী এক নয়😅😅😅
এই শিল্পী টা রিংকুর বিকল্প হতে পারে ইনার ফোক গান গুলো রিঙ্কু ভাইয়ের মতোই। অসাধারণ❤
রিঙ্কুর মতো কেউ হতে পারবে না 🥰🥰
রিংকু তো কখনই সম্ভব না, তবে বাউল সুকুমার রায়ের মত হতে পারে,,প্লিজ মতামত
প্রিয় তুমি যদি ছেড়ে না যেতে এসব গান এর মর্ম বুঝতাম এই না সত্যি তুমি মহান 😢😢
এধরনের শিল্পীদের তুলেন আনতে ও আপনাদের চ্যানেলে গান গাওয়ানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ?
প্রথম প্রথম তাই,একটু ভয় ভয় লাগছে,বুঝতে পারছি,,আশা করি পরের বার আরো ভালো হবে,যদিও আগে এর থেকে হাজার গুন বেশি ভাল লেগেছে খালি গলায়। এই গান দিয়ে শুরু রানাকে ভাল লাগা,তার গলা মাশা আল্লাহ।
মন থেকে ভালোবাসার মানুষকে না পেলে মনের মধ্যে একটা ব্যাথাই থেকে যায় ।কখনো ভোলার মত নয়,আর সেই স্বপ্নগুলো প্রতিনিয়ত কাঁদায় ।। এই গানটা আমার জন্য প্রিয়, তাই মনে পড়লে গানটা শুনি।।😢😢
Amio bai 😢😢
এক তরফা ভাবে তোমাকে ভালোবেসেছিলাম, তুমি ছিলে অন্য জনকে নিয়ে ব্যস্ত,তুমি ভুলে গেছো ঠিকই, আমি আর তোমাকে ভুলতে পারি নি, এখনো তোমাকে মিস করি,ভালোবাসি ভালো থেকো প্রিয় অন্যের ঘরনি হয়ে.....
Thanks
শুভ কামনা তোমার জন্য
নাইস
❤
রাত ৩:৫৫ গানটা শুনে আবারো সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল 😢😢😢😢
আমি জানিনা আমার এই কমেন্টটা আমার প্রিয় জন দেখেছে কি না তবে আমি একটা কথাই বলতে চাই আমার প্রিয় জনের উদ্দেশ্যে যে তুই আমাকে ছেরে চলে গেছিস তাই হইতো এতো সুন্দর গানটি সোনার সুযোগটা পেলাম। tnx প্রিয় আমাকে ছেরে যাওয়ার জন্য।
যদিও কম্পেয়ার করার ঠিক হবে না তবুও বলছি ভাইটার গান শোনার পর আমাদের নওগাঁর কৃতি সন্তান রিংকুর কথা মনে পড়ে গেল।
সত্যি জীবন টা শেষ করে ফেলছি তবুও কোনো কষ্ট নেই আমার তুমি ভালো থেকো
২৭/১২/২০২৪
ছেড়ে যাওয়ার ১২ বছর পর এই গান শুনে তোমায় আরও বেশি মনে পড়ছে।
তুমি আসলেই হৃদয়হীনা 😭😭😭😭😭
আমার খুব পছন্দের শিল্পী,,অনেক অনেক ধন্যবাদ,,,
শীতকাল এলেই তোমার কথা বেশিরভাগ মনে পড়ে।কারন এই শীতের সময় আমরা রিলেশন করেছিলাম। তোমাকে না হারালে আজ বুঝতাম প্রিয় মানুষকে হারানোর বেদনা।ভাল থাক সব সময়। (N.F)❤❤
এক কথায় অসাধারণ বলার কোনো ভাষা নেই।
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে, যখন এই গানটা কেউ শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়,, ১৮/১২/২০২৪ শে শুনেছি, ২০৫০ সালে নতুন প্রজন্মদের জন্য স্মৃতি হিসেবে রেখে গেলাম,,
আমার বেইমান পাখিটারে ভালোবেসে শাহজাদী বলে ডাকতাম😢😢😢😢
বন্ধুদের নিয়ে খালি গলায় গাওয়া, ওটাই অনেক সুন্দর 😊
আমি তোমার বিগ ফ্যান,,,,খুব ইচ্ছে কাছাকাছি বসে তোমার কন্ঠ টা উপভোগ করনো❤
মিউজিকের সাথে তালে প্রবলেম, কিন্তু গানের গলা অনেক সুন্দর ❤
আজ তুমি হয়তো, অন্যের ঘরে" তোমার পরিবারের কথা রাখতে গিয়ে নয়তো অন্য কারু প্রেমে, আমাকে ভুলেছো! কিন্তু বছরের পর বছর যাচ্ছে, প্রহরের পর প্রহর! এই মনে তোমি'ই আছো। তোমাকেই এই ভাঙ্গা মনে গেঁথে রেখেছি...! এভাবেই যুগের পর যুগ যাবে, কিন্তু তোমি এই হৃদয় থেকে মুঁছে যাবে না, প্রেয়সী (হয়তো এর'ই নাম ভালোবাসা, এই ভেবে বেঁচে আছি আমি হতভাগা🥺🖤
সত্যি বলছি তোমাকে পেয়ে গেলে এই গানটি শুনতে এতো ভালো লাগতো না
মাঝে মাঝে এমনসব জায়গা থেকে দুঃখ পাবেন যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেন না।
মাঝে মাঝে আপনার সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় ক্ষতিটা করে দেবে।
কখনো কখনো দেখবেন- যার জন্য সারাজীবন কেঁদে গেছেন, আপনার কান্নার দিনে সে উল্লাস করে হাসছে।
আপনাকে বুঝতে হবে- এসবকিছুই জীবনের অনুষঙ্গ। মাঝে মাঝে আপনার অন্তরকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আপনাকে বোঝাতে চান যে- বন্ধু হিশেবে, আপন হিশেবে, সুহৃদ আর শুভাকাঙ্ক্ষী হিশেবে দিনশেষে তিনিই আপনার শেষ আশ্রয়স্থল। যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন, তারা কখনোই আপনার ছিলো না।
এক ঘরে থেকেও হাজার কুটি মাইল দূরে থাকি মনে হয় এমন জীবন কখনো চায়নি, কাউকে যেন অতিবাহিত করতে না হয়
আমি চেয়েছিলাম আমাদের মাঝে যেন তৃতীয় ব্যক্তি না আসে.!
পরে দেখি আমিই তাদের মাঝে তৃতীয় ব্যক্তি!!!
চমৎকার হয়েছে, নাগরিক টেলিভিশনকে ধন্যবাদ, একরকম একজন ভালো কণ্ঠশিল্পীকে সুযোগ করে দেওয়ার জন্য।
ভাই আপনাদের বন্ধুদেরকে নিয়ে সঙ্ঘবদ্ধ হয়ে গাওয়া গান গুলো অনেক ভালো লাগে, কলিজা ছুঁয়ে যায় ❤
আজ লিখে দিয়ে গেলাম তানিয়া যেদিন আমার জীবনে থাকবে না, সেদিন থেকেই সুনবো
আজকের তারিখ ৬/১১/২০২৪
রাজকন্যা হুজুর সাহেব 🙆♂️
আমারও একটি পাগলী ছিলো, ভাগ্য দোষে হারিয়েছি,,, মোনাজাতে বসে প্রতিনিয়ত দোয়া করি সব সময় ভালো থেকো
পুরো গানটা যদি একমাত্র খালি গলায় গাইলে আরও বেশি সুন্দর হতো কারণ গানের সাথে মিউজিকের একটা ছন্দ ছাড়া ভাব প্রকাশ পেয়েছে,ভালো লাগেনি আমার কাছে মিউজিকটা।
মিউজিক ঠিকই আছে। শিল্পীই মিউজিকের সাথে তাল মেলাতে পারেনি!
সহমত
গানের সাথে মিউজিক তো ঠিক আছে আপনি ভুল পাইলেন কোন জায়গায়
মিউজিক ঠিকি ছিলো,প্রোবেলেম ওনার গাওয়াতে,
ভাই প্রথমে শিল্পী তালে কাটছে খেয়াল কইরেন ইকটু
রাস্তায় ধারে সবাই মিলে বসে গানটা ভালো ছিলো
Yes
বাজনা ঠিক হয় নাই গান ঠিক আছে
পুরুলিয়া থেকে কে কে দেখছেন like করুন ....😊❤
যুগের পর যুগ চলে যাবে তোকে না পাওয়ার আক্ষেপ আজীবন রয়ে যাবে 😅😅
নাইস
same
শিল্পী র গলা ভালো ওনার গান আমি অনেক আগে থেকেই শুনছি।
এখানে মিউজিকের সাথে এডজাস্ট করতে পারছি না।
কিন্তু ওনার গলা খুবই ভালো উনি একজন অনেক বড় মাপের গুণী শিল্পী।
আমরা সবাই আছি এই শিল্পীর সাথে সবাই আমরা দোয়া করি।
নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ, এরকমের গুণী শিল্পীদের গান পরিবেশন করার জন্য। আর একটা কথা দয়া করে গানের ভিতরে এড দেবেন না হয় শুরুতে দিবেন না হলে শেষে দিবেন।
ধন্যবাদ।
ভাই আপনি রাস্তার পাশে যে গান করেন অনেক ভালো লাগে,,,নাগরিক কে ধন্যবাদ আপনার মতো একজন গুনিকে গান গাইতে এনে।
এই গানটি ইমন ভাইয়ের গলায় অনেক বেশি ভালো লাগে 😊
এরা তো মিউজিক বাজাতেই পারে না
নয়তো এতো সুন্দর গান আর গলা
অনেক সুন্দর হওয়ার কথা ছিল
আমাকে কাছে পেয়েও তুমি মূল্য দাও না প্ৰিয় স্বামী কোন একদিন আসবে তোমার অবহেলা সয্য করতে করতে একদিন নিজের জীবন নিজেই শেষ করে ফেলবো সেই দিন তুমিও বুঝবে কি ছিলাম তোমার জীবনে তোমাকে এতটা ভালোবাসার পরে তোমার অবহেলা অসম্মান নিয়ে তোমার কাছে আজও তোমার কাছে পরে আছি জানিনা কত দিন এইভাবেই থাকতে পারবো 😢😢😢😢😢
tai naki
আপা জীবন এমনই সব কিছু এখন অনিশ্চিত।
রানা ভাইয়ের গানটি আসলেই অস্থির শুনলে অনেক ভালো লাগে
কুষ্টিয়ার দৌলতপুর থানার গোপীনাথ গাছের দিয়াড় গ্রামের মিলি নামের একটা মেয়েকে ভীষণ ভালবাসি। সে আমাকে ভালবাসতো একটা সময় এক অজানা কারনে আমাকে ভুলে যেতে বলেছে। তাকে বলতে চায় যদি ভুলেই যাবে তবে কেন কাছে এসেছিলে, ভালবেসেছিলে? তোমাকে যে ভুলে থাকার ক্ষমতা আমার নাই।
আশা করি আরো নতুন নতুন গান পাবো❤❤গান টা অনেক সুন্দর হয়েছে ❤️❤️
মিউজিকের সমস্যা ছিলো গানের গলা ভালো ছিলো
তার গান কিন্তু খালি গলায় অনেক সুন্দর। ❤❤👍
Music pvm
Music problem
মিউজিক ভাইয়ারা নতুন শিখতে একটু সময় লাগবো
রানা ভাইয়ের পার্কে বসে গাওয়া গানগুলো খুব ভালো লাগে
smame
ভাই এই গানটি যদি আপনার সঙ্গী সাথীদের নিয়ে গাইতেন তা হলে এর চাইতে অনেক ভালো হতো
সাতক্ষীরা জেলার তালা উপজেলার গর্ব রাজু আহম্মেদ রানা🌺 ধন্যবাদ ছোট ভাই🌺
দারুন গায়কি
আশায় ছিলাম এমন ভাবে তাকে দেখতে
বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে কলিজার পাখি টাকে ছেড়ে এসেছি। কলিজা বিহীন হয়ে বেঁচে আছি গো কলিজা। ভালো থেকো তুমি।
গানটি খুব মনে ধরছে তাই বারবার সুনি।
সাকিব আল হাসান
কালের সাক্ষী হয়ে থাকবে
২৩-১২-২০২৪ইং
ভুলে যাবো আমিও ভেবেছি
কিন্তু ভোলা যায় না কখনো
বেইমান ঠিকই ভুলে থাকে
গানটা অসাধারণ
প্রিয় তুমি তো চলে গেলে তাতে কি হইছে আমার জন্য তো এই গানটি আছে 😢❤
এই গানটা আমি অনেক আগে ভাইয়ের পেজ থেকে শুনেছি সেদিন থেকেই মনে ধরেছে স্মৃতি রেখে গেলাম আবার যদি কোনদিন শুনতে আসি
সে আমাকে ভুলে গিয়ে ঠিকই ভালো আছে... আমি তাকে এখনো ভুলতে পারিনি.... তার সৃতি গুলো আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। 😢
প্রিয় কাঠগোলাপ, কখনো গানটি শুনতে পেলে ভেবেনিও আমাদের রেখে আসা অতীত! তবে থাকো তুমি পরম যত্নে, এ কামনাটাই তোমার জন্য।
গান আপনার কন্ঠে ভালোই লাগে,তবে যদি খোলা আকাশে গান করেন,,আরো শুনতে ভালো লাগে।।♥️♥️🙏🥀🥰🥰❤️❤️
তুমার কথা ভাবতে গেলে রিদয়ে লাগে ব্যাথা ( সুলতানা রাজিয়া মালা) 😢😢😢
অসাধারণ সুন্দর একটি গান। আজ 7 নভেম্বর 2024 এ গানটা প্রথম শুনলাম। আবারও শুনতে এলে আমার এই কমেন্ট টা দেখে যাবো। ❤
রানা ভাইয়ের গান গুলো অনেক ভালো লাগে ❤❤❤❤
Excellent rana vi bolar kono basha ny go head vro.,❤
নাগরিক টিভি ধন্যবাদ,,,ইমরান ভাইয়ের গানও শুনতে চাই ❤
গানটি অসাধারণ ,আমি প্রায়ই শুনি,সত্যি আমি তাকে নিয়ে ভাবি না এমন একটা রাত নেই। হৃদয়ের রক্ত ক্ষরণ হয় ,তবুও ভালো থাকুক সে সেইটাই প্রত্যাশা।
কার কার এই গানটা পছন্দ ❤❤জানাবেন
রানা ভাইয়ের কন্ঠ টা অসাধারণ
দেখে খুশি হলাম
ভাই কে চ্যানেলে 🥰🥰
নাগরিক অসংখ্য ধন্যবাদ এরকম গান অবস্থান করার জন্য
কিছু কিছু গানের কথা💔, মনের কথার সঙ্গে অজান্তেই মিলে যায়😪😪তখন অতীতের দুঃখ,কষ্ট ও সুখ থেকে মিশ্র একটা না বলা অনুভূতি তৈরি হয় 😪💔💔💔!
দাদা তোমার বন্ধুদের সাথে যে চড়া সুরে গান গুলো গাও, সেটাই বেশি ভালোলাগে। ❤
আবারো চায় রানা ভাইকে এই মঞ্চে ❤❤
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয়
• স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান
শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে
আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়, ভুলতে পারিনি আমি 😭
ধন্যবাদ ভাইকে
কার কার জিবনের সাথে গানটা মিল আছে লাইক করেন 😢😢
রানা তোমার গান হৃদয় একেবারে টাচ লেগে গেল আমার। দোয়া করি জীবনে অনেক বড় হও ভাই।
ধন্যবাদ নাগরিক টিভিকে
🎉❤❤ অনেকদিন পর একটা সুন্দর গান বাংলাদেশকে উপহার দিয়েছো তোমরা। গানটা ভালো লেগেছে।
একজন নারী অর্থ না সম্মান চায় কিন্তু ছেলেরা সেই সম্মান দিতে খুব বেইমানি করে
মিথ্যা কথা সব নারী শুধু টাকা চায়
❤❤❤অনেক ভালো লাগে আপনার গান ভাই
বাঃহ অসাধারণ কীবোর্ডিস্ট😂😂😂এমন ভুল হলো অন্তর ভাইয়ের,,,এটা রানা ভাইয়ের গানে আসা করিনি
যুগের পর যুগ চলে যাবে 2024/30/12
Amar Nam Tuhin Tanjilar khotha mone hole ami jeno ai gan sunte pai sobai duya korber
রাজু ভাই আপনি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ এ প্রোগ্রাম করেছেন???
❤একাকিত্ব সময় গানটা সুনি।।🎉আর মনের গহিনে থাকা কষ্ট গুলো প্রকাষ পায়।।।😂😂😂😂ভালো লাগে।।।। ❤❤❤❤
তুমি চলে গেছো বলে এতো সুন্দর গান সুনতে পারি
ভাই আমি
India থেকে বলছি....দারুন
আমাকে একটা লাইক দিলে আবার শুনতে আসব গানটি❤❤❤
বাংলার গর্ব
Vai onyk sundor gan
অসাধারণ রানা ভাই,ভালোবাসা রইলো আপনার জন্য প্রিয় ভাই❤❤❤
কোনো এক মায়াবতীর জন্য আমি আজও পাগল 😔💔