জেনে নিন কিভাবে হলো ব্লক দিয়ে দেওয়ালের গাঁথুনি দিতে হয়..! ওয়ান ট্রেডার্স || ONE Traders

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • How To Install Concrete Hollow Block For Wall
    হলো ব্লক গাঁথার জন্য মেনে চলতে হবে সঠিক নিয়ম।
    ১। গাঁথার জন্য ব্লক ভেজানোর দরকার নাই, শুকনা ব্লক দিয়েই দেয়াল গাঁথতে হবে।
    ২। প্রথমত সিসি ঢালাইকৃত ছাদের উপর ০.৫ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট মশলা দিয়ে নিতে হবে।
    ৩। দেয়াল গাঁথার সময় কলাম থেকে ১~১.৫ ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। যা পরবর্তীতে সিমেন্ট মর্টার দিয়ে ভরাট করে দিতে হবে।
    ৪। ব্লকের উপরের দিকে ফাঁকা কিন্তু নিচের দিকে আটকানো, তাই দুটি ব্লকের মধ্যে বন্ধন মজবুত করার জন্য, ব্লক গুলো উল্টো করে বসাতে হবে।
    ৫। একদিনে ৫ স্তরের বেশি ব্লক গাঁথা যাবে না। একদিনে ৫ স্তর গেঁথে, পরদিন ৬ নম্বর স্তর থেকে শুরু করতে হবে।
    ৬। ব্লক দিয়ে গাঁথা দেয়াল কমপক্ষে ১০ দিন কিউরিং করতে হবে।
    ৭। দরজা বা জানালার জন্য নির্ধারিত জায়গার দুই পাশের ব্লকের ফাঁকা স্থানের মধ্য দিয়ে,৩ সুতা রড দিতে হবে, এবং এরপর ফাঁকা স্থানগুলো গ্রাউটিং দিয়ে ভরাট করে দিতে হবে।
    ৮। দৈর্ঘ্যে ১০ ফিটের চাইতে বড় দেয়ালের ক্ষেত্রে ৫ ফিট পর পর ব্লকের ফাঁকা স্থানের মধ্য দিয়ে ৩ সুতা রড দিতে হবে, এবং এই ফাঁকা স্থান ও গ্রাউটিং করে ভরাট করে দিতে হবে।
    ৯। একদম উপরের স্তরের বীম এবং ব্লকের মধ্যে অবশ্যই ১-১.৫ ইঞ্চি ফাঁকা রাখতে হবে যা সিমেন্ট মর্টার দিয়ে ভরাট করে দিতে হবে।
    ১০। ব্লক গাঁথার পূর্বে দেয়ালের দৈর্ঘ্য মেপে নিয়ে ব্লকের মধ্যবর্তী ফাঁকা জায়গার পরিমান ০.৫ ইঞ্চি থেকে .৭৫ ইঞ্চির মধ্যে রেখে ব্লক গাঁথলে ব্লক কাটার প্রয়োজন পড়বে না।
    ১১। ব্লকের উপর প্লাস্টার লেয়ারের পুরুত্ব ০.৫ ইঞ্চির চাইতে বেশি হওয়ার প্রয়োজনীয়তা নেই। সেখানে বালি ও সিমেন্টের অনুপাত ১:৪ হলে ভালো।
    এমন আরো তথ্য ও পরামর্শ পেতে আজই যোগাযোগ করুনঃ
    𝗢𝗡𝗘 𝗧𝗿𝗮𝗱𝗲𝗿𝘀
    we provide building chemical & materials
    ম্যানেজারঃ 01845711819
    হটলাইনঃ 01718022029
    লক্ষ্মীপুর অফিসঃ দেলোয়ার হোসেন সুপার মার্কেট,
    (দোকান নং ৩,৪) দক্ষিণ তেমুহনী, সদর, লক্ষ্মীপুর।
    ডিপো হাউজঃ
    মাহতাব হাজ্বী জামে মসজিদ মার্কেট (দোকান নং ৪) মোবারক কলোনি, সমশেরাবাদ,সদর,লক্ষ্মীপুর।
    UA-cam: ONE Traders
    E-Mail: Onetraders01@gmail.com
    Page: / onetraders.lax

КОМЕНТАРІ • 38

  • @sudipbarmon5240
    @sudipbarmon5240 2 роки тому +2

    Onek sundor

  • @rakibali9729
    @rakibali9729 2 роки тому +1

    Nice

  • @mdmahadi8720
    @mdmahadi8720 Рік тому +3

    হলবলক দিয়ে বাড়ি বানাই বিপদে আছি। ফাটল দেখা দিয়েছে উভয় পাশে। এখন কি করব জানাবেন।

    • @ONETraders
      @ONETraders  Рік тому +2

      হলো ব্লক ঠিক মতো লাগাতে পারেনি আপনার মিস্তি রা। নিকটবর্তী কোনো ক্যামিকেল প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।

    • @mdmahadi8720
      @mdmahadi8720 Рік тому

      @@ONETraders কেমিক্যাল প্রতিনিধি কি কোথায় পাব।

    • @mdsojolislam8414
      @mdsojolislam8414 Рік тому +1

      কত দিন হলো বাড়ি বানিছে ?
      ছাদ দেওয়া নকি/?

    • @mdmahadi8720
      @mdmahadi8720 Рік тому +1

      দুই বছর হলো বাড়ি বানাই।

    • @mdmahadi8720
      @mdmahadi8720 Рік тому +1

      দুই তলা ছাদ দেওয়া ধন্যবাদ।

  • @MdSofi-sw6gx
    @MdSofi-sw6gx 4 місяці тому +1

    মানুষ বলে ব্লক থেকে ইট ভাল আপনার মতামত জানান

    • @ONETraders
      @ONETraders  4 місяці тому +1

      Its Depends On Your Demand

  • @jamaluddinkhan4177
    @jamaluddinkhan4177 3 місяці тому +1

    ei bolok 1000 pcs red koto

  • @withsabbirahmed7056
    @withsabbirahmed7056 2 роки тому +2

    Vi 1200 sqft bari te koto koroj porbe...

    • @ONETraders
      @ONETraders  2 роки тому

      এটা আপনার স্থাপনার ড্রয়িং অনুযায়ী বলতে হয়,
      নির্দিষ্ট তথ্যর জন্য নিকটবর্তী ইন্জিনিয়ারের কাছে যান।

  • @mdminhaj65
    @mdminhaj65 9 місяців тому +1

    👍👍👍👍👍

  • @bakulchandra10
    @bakulchandra10 2 роки тому +3

    ভাই চার রুম দিয়ে বাড়ি বানালে, কত কেজি রড লাগবে, ৩৫,,৩৫ ফিট জায়গা

    • @ONETraders
      @ONETraders  2 роки тому +1

      কয় তলা বাড়ি হবে।

  • @jamaluddinkhan4177
    @jamaluddinkhan4177 3 місяці тому

    পাওয়া যায় কোথায়

  • @mduzzol6159
    @mduzzol6159 2 роки тому +1

    ৯×৯হাতের দুই রুম উপরে টিন বারান্দা সহ বারান্দায় একটা রুম একটা টয়লেট প্লিজ কতো পিচ ব্লক লাগবে এবং রড প্লিজ

    • @ONETraders
      @ONETraders  2 роки тому

      আনুমানিক ২০০০ পিছ

    • @odhvut49somaj
      @odhvut49somaj 2 роки тому

      @@ONETraders দূর মিয়া আজায়রা ফালতু কমেন্ট করেন কেন।
      ১২০০ ব্লক এর থেকে কম লাগবে।

    • @odhvut49somaj
      @odhvut49somaj 2 роки тому

      আপনি ১২০০ ধরে রাখেন,, যদি ব্লক এর সাইজ ১৮/৮”হয়।
      সাইজ ছোট হলে ১৪ শ পিছ লাগবে।👍

  • @shamimhossan3158
    @shamimhossan3158 7 місяців тому

    বাংলাদেশের সিস্টেম এ সিমিট বালি বেশি লাগে আরব দেশে পাকা নিচে দেয় তাতে কোম লাগে

  • @odhvut49somaj
    @odhvut49somaj 2 роки тому +1

    ব্লক গাথার পূর্বে বিঝিয়ে নিতে হয়, আপনি ভুল বললেন।

    • @ONETraders
      @ONETraders  2 роки тому

      কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না।

    • @odhvut49somaj
      @odhvut49somaj 2 роки тому

      @@ONETraders না বেঝালে ব্লক ফেটে যাবে।তাই আপনাকে অব্যশই বেঝাতে হয়।

  • @md.asmaul8504
    @md.asmaul8504 7 місяців тому

    Nirahua Hindustani dance karna chahta hai main Dubai jata Chahta hai main abhi Bangladesh mein baitha hua to main 2019 sal mein kiya 22 23 sal mein a Gaya Bangladesh mein abhi baitha hua mein jaate jata hai abhi Koi jaanta hai to Mera pass abhi Paisa Nahin hai Kaisa jaega aap mera

  • @sohelahmed4433
    @sohelahmed4433 6 місяців тому

    উল্টাপাল্টা বলক লাগাইতাছে 😁

    • @ONETraders
      @ONETraders  6 місяців тому

      Apni thik moto lagai niyen

  • @THEOFFICIALVHAI
    @THEOFFICIALVHAI 2 роки тому +1

    Nice

    • @mdmahadi8720
      @mdmahadi8720 Рік тому

      হলবলক দিয়ে বাড়ি বানাইয়া বিপদে আছি।কারন ফাটল দেখা দিয়েছে। এখন কি করব।