অনেক দিন পর এমন একটা আবৃত্তি শুনলাম যা কিছুক্ষনের জন্য আমাকে নিয়ে গেলো টরন্টোর ব্যাস্ত জীবন থেকে দূর বহু দূরের কোনো তেপান্তরের মাঠে ۔۔۔ অসাধারণ আবৃত্তি l আল্লাহ আপনাকে সবদিক দিয়ে ভালো রাখুন l আমার সশ্রদ্ধ সালাম জানবেন ll লিয়াকত আলী / টরন্টো
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে? বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে শীতলপাটি বিছিয়ে দেব; সন্ধে হলে বসবো দু’জন। একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে… মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে? আমি হবো উড়নচন্ডী এবং খানিক উস্কোখুস্কো এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে? পরের জন্মে কবি হবো তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো। তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে- মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো… মনে থাকবে? আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হবো দোল মঞ্চের আবীর হবো শিউলিতলার দুর্বো হবো শরৎকালের আকাশ দেখার- অনন্তনীল সকাল হবো; এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হবো মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা-ঝোরা গায়ের পোষাক ছুড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায়না বলা বুকে অনেক শব্দ ছিল- সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না! এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হবো তোমার ভালোবাসা পেলে মানুষ হবোই- মিলিয়ে নিও! পরের জন্মে তোমায় নিয়ে… বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে… মনে থাকবে?
মনে থাকবে? (কবিতা) - আরণ্যক বসু পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে? বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে শীতলপাটি বিছিয়ে দেব; সন্ধে হলে বসবো দু’জন। একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে… মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে? আমি হবো উড়নচন্ডী এবং খানিক উস্কোখুস্কো এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে? পরের জন্মে কবি হবো তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো। তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে- মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো… মনে থাকবে? আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হবো দোল মঞ্চের আবীর হবো শিউলিতলার দুর্বো হবো শরৎকালের আকাশ দেখার- অনন্তনীল সকাল হবো; এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হবো মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা-ঝোরা গায়ের পোষাক ছুড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায়না বলা বুকে অনেক শব্দ ছিল- সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না! এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হবো তোমার ভালোবাসা পেলে মানুষ হবোই- মিলিয়ে নিও! পরের জন্মে তোমায় নিয়ে… বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে… মনে থাকবে?
তোমার ভালবাসা পাইনি, ভালবেসেছি -অপেক্ষায় থেকেছি, শত -শত,পএ তোমার জানালার ফাকা দিয়ে, পেছনো, কোন উপর আজও মেলেনি, কোন অভিজগ ছিল কি তাও -বলনী, তবু ও অপেক্ষায় থেকেছি, আজও -অপেক্ষা আছি,
অসাধারণ। কী যে ভাল লাগলো! কী এক আবেশে হৃদয় তোলপাড় হয়ে যাচ্ছে!কী অসাধারণ আবৃতি! আমি মুগ্ধ।আমি আকাশে যেন ভাসছি।
জয়তু আবৃত্তি। আমিও মুগ্ধ। সৃজন আনন্দে থাকুন। অশেষ ধন্যবাদ।
যতবার শুনি- ততবারই মুগ্ধ হই। আপনার পাঠ করা প্রত্যেকটা কবিতাই অসম্ভব সুন্দর। কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমার সবচে পছন্দ! 🌿💟
এই কবিতার সবচাইতে ভালো অাবৃত্তি এটা। সবচাইতে ভালো। 👌👌👌👌👌👌👌
অসাধারণ অসাধারণ অসাধারণ,,,,,, ❤️❤️❤️
মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায় এমন অপূর্ব সুন্দর কণ্ঠস্বরে...বিমোহিত হই বারবার! অশেষ ধন্যবাদ প্রিয় আবৃত্তি শিল্পী।
এই একটি কবিতা দিয়ে শত জনম কাটিয়ে দিতে পারবো।
প্রতিটি কথার গভীরে জীবনটা লুকিয়ে রয়েছে!
১৩/৯/২০২০
পাগল হয়ে যাই আমি।।কেনো এত ভাল লাগে?
আমারও অসম্ভব ভালো লাগে। আমরা বোধ হয় খানিকটা পাগলই!! না হলে এতো ভালো লাগে কেন? অনেক শুভ শুভেচ্ছা। জয়তু আবৃত্তি।
এতো সুন্দর কবিতা। মনটা কেমন খারাপ হয়ে গেলো।
কবিতায় আর আবৃত্তিতে মন ভালো হয়ে উঠুক। সৃজন আনন্দে থাকুন। জয়তু আবৃত্তি।
নাজমুল আহসান আবৃত্তিকার হিসেবে বাংলার শ্রেষ্ঠ আমার দ্বিমত নেই 1
একদম ঠিক ভাই
এতো সুন্দর !!! চোখে জল এসে যায় ..
Best vocal ever in Bangladesh to recite poems.
অসাধারণ আবৃত্তি নাজমুল ভাই❤❤❤❤
এই নিয়ে বোধহয় একশোবারের বেশি শোনা হয়ে গেল...❤
আমার প্রনতি গ্রহন করুণ। এই ভালোলাগার প্রেরণায় আনন্দে বাঁচি
🙏
কি ভালবাসা এ কন্ঠে শুনি,শুনতেই থাকি আহা প্রানধর!!
আপনাদের ভালো লাগায় প্রাণিত হই প্রতিদিন। অনেক অনেক ধন্যবাদ।
অনেক দিন পর এমন একটা আবৃত্তি শুনলাম যা কিছুক্ষনের জন্য আমাকে নিয়ে গেলো টরন্টোর ব্যাস্ত জীবন থেকে দূর বহু দূরের কোনো তেপান্তরের মাঠে ۔۔۔
অসাধারণ আবৃত্তি l আল্লাহ আপনাকে সবদিক দিয়ে ভালো রাখুন l আমার সশ্রদ্ধ সালাম জানবেন ll
লিয়াকত আলী / টরন্টো
একবার শুনি ,বহুবার শুনি, অসাধারণ আবৃত্তি ... নাজমুল আহসান ও অরণ্যক বসু দুজনকেই অসংখ্য ধন্যবাদ
নাজমুল আহসান ভাই বাংলাদেশে আপনার কি কোন আবৃত্তি শিখানোর প্রতিষ্ঠান আছে?
আহা মন ছুঁয়ে নিল আমার
প্রশান্তি জাগানিয়া আবৃত্তি....
অসাধারণ আবৃত্তি। হৃদয় ছোঁয়া কণ্ঠের কারুকাজ। শুভকামনা থাকলো।
অসাধারন;লেখনী ও আবৃত্তি মনে রেশ রেখে যায়; শেষ হয়ে হয়নাকো শেষ;
অসাধারণ! মুগ্ধ হলাম
বাহ! চমৎকার স্যার
অসাধারন আবৃত্তি শুনলাম।
অনেক অনেক ধন্যবাদ।
অনেক ভালো লাগলো আবৃত্তি।
তিন বছর ধরে এই আবৃত্তিটা শুনছি।কোটিবার শুনেছি।অসাধারন।
আন্তরিক ধন্যবাদ।
এই নিয়ে কত বার যে শুনলাম, তাও এখনো মন্ত্রমুগ্ধের মতো শুনে চলেছি।
আহা! কী মায়া আপনার কণ্ঠে! এই কণ্ঠে এই কবিতা টানা একশোবার শুনলেও বোধহয় বিরক্ত হবো না।
যতবার শুনি ততবারই মনোমুগ্ধতায় হারিয়ে যাই❤️❤️
বাহ খুব সুন্দর লাগলো 👌
বাহ অনেক সুন্দর ।
উফ...অসাধারন লাগে... যতবার শুনি মুগ্ধ হয়ে যাই... স্যার "আমি বলছি না ভালবাসাতেই হবে... " নিমলেন্দু গুন এর কবিতা টি শুনতে চাই...প্লিজ।
odvud abrity...shilpy..osadharon...
অশেষ ধন্যবাদ। আমার আনন্দ। জয়তু আবৃত্তি।
দারুণ দারুণ 😍😍
Khub valo laglo.
e jonmo to ketei galo... osomvober osongote... 💜
কবিতা ও আবৃত্তি দুটাই চমৎকার...
অসাধারণ।।। শিল্পী র পরিবেশনে এক অনন্য মাত্রা পেলো।
onek shundor apnar abbritti, mone thakbe....mone hoy amr nijer kotha....
অসাধারণ। যখন শুনি প্রাণ ভরে যায়।
মুগ্ধতা
বিমোহিত 🌸🤍
অনেকের কন্ঠে শুনেছি, কিন্তু আমি যাকে খুঁজে বেড়াই... যার আবেগ আমাকে স্পর্শ করে...তার ছোঁয়া... তার সেই আকুলতা....আপনার আবৃত্তিতে খুঁজে পাই!
প্রাণিত হলাম। মনে থাকবে.............
@@NazmulAhsanAbritti.... শুভকামনা রইলো....! 🙂
অসাধারণ ও ভালো লাগা একটি কবিতা।
Nazmul Ahsan
খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ
খুব ভালো আবৃত্তি করেন আপনি। ভালো লাগে। কণ্ঠটাও চমৎকার।
এই আমার প্রেরণা। আন্তরিক ধন্যবাদ।
Word is not enough to describe how beautiful this recitation is!!!!!!It is indeed bestttttt one👏👏❤❤❤
আন্তরিক ধন্যবাদ । প্রীতি ও শুভেচ্ছা জানাবেন। কী যে প্রাণিত হই আপনাদের ভালোলাগায়। সৃজন আনন্দে থাকুন।
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে......।।
খুব খুব খুব ভালো লেগেছে। এ জন্মতো কেটে গেল অসম্ভব আর অসংগতে। আর কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হবো.....হৃদয়কে ছুঁয়ে গেলো যেন।
অন্বেষা চৌধুরী has
Darun laglo asoly voice ta durdanto apnar
খুব ভালো লাগলো.
#shorolipi
মন ভরে গেলো
Great voice 👍
অসাধারন। প্রতিদিন না শুনলে ঘুম হয়না।
স্বাগতম।
Sir অামার একটা কবিতা অাবৃত্তি করে দিবেন?
wow outstanding ....
অসাধারন আবৃত্তি, হ্রদয় ছুঁয়ে গেল।
আন্তরিক ধন্যবাদ।
অসাধারান কন্ঠ্যস্বর, খুবই ভালো লাগলো। :)
অনবদ্য !!!
Onek sundor hoise
"বইপোকাদের গল্প ও কবিতা" গ্রুপ থেকে পেলাম লিঙ্ক টা, অসাধারণ কণ্ঠস্বর আপনার 😇
আন্তরিক ধন্যবাদ। পাশে থাকুন- সৃজন আনন্দে থাকুন।
onek bhalo laglo "porer jonme tomar prothom purus hobo " ...
Ami hobo uroncondi......khub valo laglo
prio ekti Kavita
No words to express the feelings. Just wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww
অশেষ ধন্যবাদ। অফুরান ভালোবাসা
অসাধারন !
How Amazing heart touching poetry of Helal Hafiz...Simply Outstanding...Speechless !!!
অশেষ ধন্যবাদ।
❤💙💜
ভালোবাসা
ভালো, মুগ্ধতা আনে।
😭😭😭😭👍👍👍👍অসাধারণ! :)
প্রশান্তির মানুষটা 😍
অসাধারণ. এই প্রবাস থেকে তোমার মিস্ করছি
চোখে জল চলে এল
ধন্যবাদ এ ভালোবাসা
অসাধারণ লেখা , অসামান্য উপস্থাপন
সবই আপনাদের ভালোবাসা। অশেষ ধন্যবাদ।
অসম্ভব ভাল লাগার মত আবৃত্তি.
ধন্যবাদ।
খুব সুন্দর 🌺🌺🌺
কি কন্ঠস্বর!!
Sweet voice👌👌
ধন্যবাদ।
ভালবাসার অন্তিম ইচ্ছেগুলো খুব অকুলতায় ব্যক্ত করা হয়েছে
সৃজন আনন্দে থাকুন। অনেক ধন্যবাদ।
খুব সুন্দর আবৃত্তি ।
ধন্যবাদ।
Thakbe,mone thakbe
থাকবে মনে... কবিতাটির আবৃত্তি শুনতে চাই...! চাই... চাই... চাই..!
just amazing 💔💔
ধন্যবাদ।
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডী
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে-
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?
আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার-
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গায়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল-
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই- মিলিয়ে নিও!
পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?
osomombob balo laglo.nice.thanks.
অনবদ্য
wuhdlo
অসাধারণ.........
awesome
Rebel Monwar again
মনে থাকবে !
ধন্যবাদ।
কোথায় যেন ছূয়ে যায়।
অশেষ ধন্যবাদ।
আবার একবার ভালোবাসতে ইচ্ছে করে।।।
অসাধারণ
ধন্যবাদ।
খুব ভাল লাগলো
Nice poem
অনেক ধন্যবাদ।
মনে থাকবে? (কবিতা) - আরণ্যক বসু
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডী
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে-
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?
আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার-
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গায়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল-
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই- মিলিয়ে নিও!
পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?
😯😯😯😯
বাহ
দূর্দান্ত
আন্তরিক ধন্যবাদ।
তোমার ভালবাসা পাইনি,
ভালবেসেছি -অপেক্ষায় থেকেছি,
শত -শত,পএ তোমার জানালার ফাকা দিয়ে, পেছনো, কোন উপর আজও মেলেনি, কোন অভিজগ ছিল কি তাও -বলনী, তবু ও অপেক্ষায় থেকেছি, আজও -অপেক্ষা আছি,
অনেকবার শুনেছি এই কবিতাটা।
sundor . . .!
যতবার শুনি,ততোবার একটা করে কমেন্ট রেখে যাই
darun laglo kobita khani
perfect emotion.
ধন্যবাদ।
❤❤❤❤❤❤
ধন্যবাদ। ভালোবাসা