বন্ধুরা মিলে মাইথন ট্রিপ....4 বছর পর আবার একসাথে!!☺️
Вставка
- Опубліковано 30 січ 2025
- গত 8 এপ্রিল 2023, আমরা 5 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম মাইথনের উদ্যেশ্যে, সপ্তাহান্তের ছুটি কাটাতে। প্রায় 4 বছর পর একসাথে ঘুরতে যাওয়া, উত্তেজনা তো দারুণ ছিল। আমরা ট্রিপটা দারুণ উপভোগ করেছি!
শনিবার সকালে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে প্রথমে বরাকর স্টেশন, সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে 8 কিলোমিটার দূরে মাইথনে হোটেল শান্তিনিবাস। দারুণ সুন্দর হোটেলটি, লোকেশনও খুব ভালো। আর খাওয়াদাওয়াও দারুণ। কর্মীদের ব্যবহারও খুব ভালো।
হোটেলে পৌঁছে আমরা প্রথমেই চলে গেছিলাম লেকের জলে স্নান করতে। সেখান থেকে ফিরে লাঞ্চ সেরে একটু বিশ্রাম, তারপর বিকেল 4:30 এ লেকের জলে নৌকাবিহার করা, সবাই দারুণ উপভোগ করেছি। তারপর সন্ধ্যেবেলা হোটেলে ফিরে অনেক রাত অবধি প্রাণ খুলে আড্ডা!
পরদিন সকালে মা কল্যানেশ্বরী মন্দির ঘুরে ভান্ডার পাহাড় উঠেছিলাম আমরা। এখান থেকে মাইথনের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়! পাহাড় থেকে নেমে হোটেলে ফিরে আবার একপ্রস্থ স্নান লেকের জলে। তারপর লাঞ্চ সেরে বিশ্রাম। তারপর বিকেল 4 টায় বেরিয়ে বরাকর স্টেশনে পৌঁছে ট্রেনের অপেক্ষা। ঠিক 5 টায় ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে হাওড়া পৌঁছানো, সাথে দারুণ এক ট্রিপের পরিসমাপ্তি ঘটেছিল!!😊
হোটেলের কন্টাক্ট :
হোটেল শান্তিনিবাস : 8170817610
ওয়েবসাইট : www. hotelshantinivas.com