চঞ্চল ও অনির্বাণ মুখোমুখি | Karagar (কারাগার) Part 2 | 22 Dec | hoichoi

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 833

  • @mausumibhattacharya2079
    @mausumibhattacharya2079 Рік тому +199

    মুগ্ধ হয়ে গেলাম চঞ্চল বাবুর কথা শুনে. ..he is such a genuine person ...এরকম মানুষ এ যুগে বিরল...আর ওনার অত সুন্দর চোখ ....যে কোন চরিত্র ওই চোখের মধ্যেই ফুটে ওঠে ...কারাগার season one এ ওনার ত মুখে কোন কথাই নেই ...কথা বলছিল ওনার চোখ ...অনবদ্য অভিনয় 🙏🙏🙏🙏

    • @zazI_Special
      @zazI_Special Рік тому +1

      আমাদের দেশের অনির্বাণ'ও কম নয়! 🤗

    • @minamunshi5564
      @minamunshi5564 Рік тому

      ঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঞ

  • @jashimuddin8943
    @jashimuddin8943 Рік тому +85

    চোখ ঝাঁপসা হয়ে গিয়েছে, সত্যি মন্ত্র মুগ্ধ হয়ে দুজন গুনী মানুষের কথা শুনছিলাম। বাবা একটা কথা বলতেন যে যত বড় তার মাথাটা ততটা নুয়ে থাকে। একই ভাষা, একই অনুভুতির মানুষগুলোর শরীরটাকে কাঁটা তারের বেড়া দিয়ে আলাদা করে রাখা যাবে মনটাকে কখনোই না। আমাদের বড় পরিচয় আমরা বাঙ্গালী। অবিরাম ভালোবাসা - বাংলাদেশ থেকে।

    • @herlyhexan6480
      @herlyhexan6480 Рік тому

      আগে নিজের দেশের হিন্দুদেরকে সুরক্ষা দে। শুওরের বাচ্চা।

    • @ajoychaterjee2364
      @ajoychaterjee2364 Рік тому +4

      হাজারও কথার মাঝে এটা ভালো লাগলো কত অসাধারণ একটা কথা কিন্তু অবলীলায় বলে দিলেন বাবা - যে যত বড় তার মাথাটা ততটা নুয়ে থাকে,,,,, চমৎকার।

  • @rituparnagangopadhyay1369
    @rituparnagangopadhyay1369 Рік тому +48

    Such a humble person, নিজেকে কাদা মাটির মত রাখা, ভেজা রাখা... অসাধারণ জীবন দর্শন চঞ্চল বাবু 👌👌

  • @sanhatidas1451
    @sanhatidas1451 Рік тому +76

    মন্ত্র মুগ্ধের মত শুনলাম ... অনির্বাণের অভিনয় তো আমাকে চুম্বকের মত টানে, কিন্তু চঞ্চল চৌধুরী আমাকে তাঁর 'কারাগার' এ পুরোপুরি বন্দী করে ফেলেছেন ! 👍🏼🙏👌

    • @ashikkhan6560
      @ashikkhan6560 Рік тому +2

      চঞ্চল এর আগের ওয়েব সিরিজ, টেলিফিল্ম গুলো আরো সুন্দর তিনি বুম্বাদার সাথেও কাজ করেছেন😊

  • @nirjharroy2253
    @nirjharroy2253 Рік тому +88

    কিছু কিছু জায়গা দু'বার তিনবার করে শুনলাম। কান মাথার শুদ্ধিকরণ হলো। কি মনোগ্রাহী আলোচনা! এতো সাবলীল ঝরঝরে বাংলা, কোনো রকম দেখনদারীহীন প্রকাশভাষ্য তখনই হওয়া সম্ভব যদি জীবনবোধ স্ফটিকের মতোই স্বচ্ছ হয়। আদর্শহীন লোলুপতামাখা কর্কশ জীবনচিত্রের মাঝে গ্রীষ্ম-সন্ধ্যার দক্ষিণ হাওয়ার মতোই প্রাণ জুড়ানো এই সাক্ষাৎকার। মাটির কাছাকাছি না থাকলে দুটো মানুষের আলাপচারিতা এই পর্যায়ের হতে পারে না।
    আপনারা এইরকমই থাকুন চঞ্চল বাবু এবং অনির্বাণ দা। সমাজের আপনাদের দরকার।

    • @ritamsarkar6121
      @ritamsarkar6121 Рік тому +1

      আপনার কলম আপনার শব্দ... লালন করবেন

    • @nirjharroy2253
      @nirjharroy2253 Рік тому

      @@ritamsarkar6121 😊😊

    • @mone-kheyalkhushi-kobita
      @mone-kheyalkhushi-kobita Рік тому

      অসামান্য বললেন

    • @sohomsarkar889
      @sohomsarkar889 Рік тому

      Tamontai monoggo apnar lekhoni.ki sundor likhechhen apni.shobdochayan o bakyer binyas asadharon....ha Chanchal Chowdhury anonyo shilpi .unar gan shunun Shaon er sathe.Kirtonager gan.chomke jaben.dekhun TARAR BARI.......YOU TUBE .....BARITA DEKHLE UNAR ARTISTIC CREATIVITY DEKHBEN.HOYTOH APPNI SABGULOI DEKHE NIYECHHEN.TOBU BOLLAM.AKJON JAT SHILPIr porichoy pelam.Anirban o asambhob talented!anek kotha likhe fellam.minakshi didi. 🙏

    • @nirjharroy2253
      @nirjharroy2253 Рік тому

      @@sohomsarkar889 অবশ্যই দেখবো

  • @rimibtsarmy2476
    @rimibtsarmy2476 Рік тому +53

    এই interview টা সোনায় মুড়ে বাঁধিয়ে রাখার মতন। মন প্রান যেন পবিত্র হয়ে গেল। দুইজন অসামান্য শিল্পী অনির্বাণ দা ও চঞ্চল দা। 😌❤️

  • @hasanahmad4481
    @hasanahmad4481 Рік тому +170

    এনাদের কথা কত শৈল্পিক, সাবলীল,অসাধারণ! কত্ত বিনয়ী এনারা 🥰 এনাদের দু জনের অভিনয় দেখতে চাই।
    কাঁটাতারের বেড়া আমাদের আটকাতে পারবে না।
    ভালোবাসি এনাদের।❣️🖤🙏

    • @herlyhexan6480
      @herlyhexan6480 Рік тому +3

      আপনি কী বাংলাদেশ থেকে?

    • @hasanahmad4481
      @hasanahmad4481 Рік тому +1

      @@herlyhexan6480 জ্বী।

    • @pravatkumarsarkar9965
      @pravatkumarsarkar9965 Рік тому +1

      You Just give command in U-tube,"Natok---Chanchl Chowdhury" and you would have many natoks alongwith so many characters of Chanchal Chowdhury
      and see what great great artist he is.

    • @hasanahmad4481
      @hasanahmad4481 Рік тому +3

      @@pravatkumarsarkar9965 we are proud of him brother..
      We say! We have one chancal Chowdhury.... 🇧🇩✌️

    • @jayantasarkar2532
      @jayantasarkar2532 Рік тому +3

      পৃথিবীর ইতিহাসে কোনো দিনই ভালোবাসা বা একাত্ববোধ কে রাজনীতি দিয়ে আলাদা করা যায় না। ভালো থাকবেন দাদা।

  • @goutammunshi1384
    @goutammunshi1384 Рік тому +15

    কাঁটাতারের আঁচড়ে দুটো দেশ হলেও বর্তমান বাংলার থিয়েটার ও চলচ্চিত্র জগতে প্রবল মেধাবী ও অনুভূতিশীল অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিত্বের অধিকারী অনির্বাণ ও চঞ্চলবাবুকে সাদর শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন জানাই । চমৎকার এক সমৃদ্ধ আলোচনায় মুগ্ধ হয়ে কিছু সম্মান জানাতে ইচ্ছে হলো । অভিনয় শিল্পের প্রতি দায়বদ্ধ একজন অভিনেতার প্রকৃত ব্যক্তিত্ব কী হতে পারে --- তা শম্ভু মিত্র বা বিজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজনের মধ্যে দেখা গিয়েছিলো। আসলে কিছু ভন্ড , বিনয়ী , আদর্শহীন চরিত্রের মানুষ অর্থ, যশ ও উজ্জ্বল আলোয় আলোকিত হবার পরেও যেন ব্যক্তিজীবনেও অভিনেতা হয়ে মঞ্চ ছেড়ে দেবার পর নিজের পারিবারিক ও সামাজিক জীবনেও সবসময়ে ' অভিনেতা ' হিসেবেই থেকে যাবার ভূমিকায় দেখা যায় । তারা যখন মঞ্চ কাঁপিয়ে বিপ্লবের কথা নানা ভাবে বলে শ্রোতার হৃদয় মথিত করে তখন তারা আসলে বিপ্লবের অভিনয় করে --- সেটা সবাই বোঝে , বোধহয় তারাই বোঝেন না।
    কিন্তু কালজয়ী অভিনেতা হতে গেলে বোধহয় নাট্যকার বা অভিনেতার কাছে তাদের নিজের '' আত্মপরিচয়" মানুষের কাছে একমাত্র শ্রদ্ধা ও ভালোবাসায় চিরন্তন " স্মৃতির দলিল " হয়ে থেকে যায় । আপনাদের মধ্যে সেইধরণের শিল্পী হবার অসীম সম্ভাবনা দেখতে পাই মাত্র দুয়েকটি কাজ দেখার সুযোগ পেয়ে । অজস্র ধন্যবাদ আপনাদের দুজনকেই ! ❣️🙏❣️🙏❣️

  • @hossainjeetu5030
    @hossainjeetu5030 Рік тому +50

    ৩৫ মিনিট ৩৬ সেকেন্ড ধরে অসম্ভব সুন্দর সাবলীল কথাবার্তা। না রয়েছে কোন আজেবাজে কথা না আছে কোন বিতর্কমুলক কথাবার্তা। এর থেকে ভালো আর কি হতে পারে
    দুই বাংলার গর্ব 🔥
    বাংলাদেশ হতে অসম্ভব ভালোবাসা ♥️

    • @amardekha3157
      @amardekha3157 Рік тому +1

      ঠীক বলেছেন ভাঈ...আমী ভারতের কলকাতা থেকে

  • @shashankanaskar9511
    @shashankanaskar9511 Рік тому +27

    কিভাবে প্রসংশা করবো তার কোনো ভাষা নেই । শুধু মনে হচ্ছে এরকম আড্ডা যেন বার বার দেখতে পারি।কখন শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। Hoichoi কে অসংখ্য ধন্যবাদ বড়ো বাবু ও ছোটো বাবু কে এক ফ্রেমে বন্দী করার জন্য।আজ মনে হচ্ছে মাঝখানে কাঁটাতার টির কাজ বোধহয় দিন দিন শেষ হয়ে আসছে। আমার বিশ্বাস একদিন শেষ হবেই, যেদিন পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি নয় মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে।

  • @sujatamukherjee3902
    @sujatamukherjee3902 Рік тому +13

    কী যে ভালো লাগলো এই কথোপকথন !!👌👌দুজন গুণী শিল্পী কে অনেক অনেক শ্রদ্ধা !🙏চঞ্চল বাবু এতো down to earth !এটা দেখে ওনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায় !!🙏💖🤗

  • @bhaskarsarkar1367
    @bhaskarsarkar1367 Рік тому +307

    অসম্ভব একটা আদর মাখা সুন্দর আলোচনা হল🥰....কি সাবলীল অথচ সাত উপন্যাস গভীর জীবন বোধ...!মনটা ভরে গেল। এবার এক ফ্রেমে দুজনকে দেখা বাকি.... বহুদিন পর একটা মনের মত সাক্ষাৎকার দেখতে পেলাম... অনেক ভালোবাসা চঞ্চল ভাই এবং অনির্বাণ দাদাকে 🙏🥰❤️❤️❤️❤️🌿

    • @shuvo1027
      @shuvo1027 Рік тому +3

      চঞ্চল ভাই আর অনির্বাণ দাদা হয় কি করে?

    • @taroknathsarker
      @taroknathsarker Рік тому +5

      দুই জনই দাদা-এতে সন্দেহ নেই 😝।

    • @rahanahusnaakther554
      @rahanahusnaakther554 Рік тому +2

      অসাধারণ আলোচনা।

    • @sohomsarkar889
      @sohomsarkar889 Рік тому

      Akdom moner kotha

    • @sohomsarkar889
      @sohomsarkar889 Рік тому

      @@shuvo1027 hoytoh bangladeshi bole Chanchol Bhai bolechhen.okhane bhia ba bhai bola hoy

  • @freeguy9086
    @freeguy9086 Рік тому +49

    দুজনকে দুই ভাই মনে হচ্ছে পুরো।
    চঞ্চল চৌধুরী বড়দাদা আর অনির্বাণ ছোট ভাই 🙌🏻

  • @BeHumanFirstt
    @BeHumanFirstt Рік тому +27

    আমি বাংলাদেশ থেকে বলছি, অনিবার্ন স্যার এর ব্যবহার এবং অভিনয় দুটোই আমার কাছে ভাল লাগে, পুরো দুনিয়ার মাঝে আমার কাছে অনিবার্ন স্যার লিস্টের প্রথমে থাকবে

  • @mone-kheyalkhushi-kobita
    @mone-kheyalkhushi-kobita Рік тому +14

    "আমি তো আসলে থাকবো না, থাকবে আমার কাজ", কথা টা কানে ঢুকতেই চোখ টা জলে ভরে গেলো, আমরা যারা দর্শক , এই সময়ের সাক্ষী, আমাদের জীবনে চঞ্চল চৌধুরী, অনির্বাণ দের অভিনয় , আমাদের যে ওদের ঠিক কত কাছে নিয়ে গেছে।।।
    চঞ্চল চৌধুরী এর অভিনয় আর ইন্টারভিউ দেখে ওনার মন টা যত টা চিনতে পেরেছি, শুধু মুগ্ধ হয়েছি।।
    আপনারা বাঁচুন হাজার বছর, সকলের ভালোবাসায়, দুয়ায়।।
    হইচই কে ধন্যবাদ দেবার কোনো ভাষা নেই, এই ভাবে দুই বাংলাকে এক করেছেন।।

  • @arijitmallick5829
    @arijitmallick5829 Рік тому +185

    এমন একটা গল্পঃ হোক যেখানে এই দুজনের জন্য দুটো চরিত্র তৈরি হবে।ইতিহাস হয়ে থাকবে

  • @madhumitamitra5882
    @madhumitamitra5882 Рік тому +25

    আমি নিজেকে নিয়ে আজ গর্বিত কারন এই অসাধারণ মানুষ টি অকুন্ঠ ভক্ত আমি।
    Salute তোমাকে মানষ চঞ্চল চৌধুরী।🙏🙏

  • @ArmanKhan-xv7hj
    @ArmanKhan-xv7hj Рік тому +43

    অসাধারণ আলোচনা।
    মুগ্ধ হয়ে শুনলাম।
    কথা গুলো অন্তর থেকে বের হয়ে আসছিল।
    ভালোবাসা নিবেন চঞ্চল দাদা, অনির্বান দাদা❤️

  • @sudeshnabasuroy526
    @sudeshnabasuroy526 Рік тому +8

    এই আলোচনা বা আড্ডা গুলো দেখে শুনে মনে হয়, এখনো এমন কিছু মানুষ আছে যারা সুস্থ মানবিক সমাজ গড়ে তুলতে সক্ষম, এঁদের ছায়ায় থাকলে আমরাও কিছুটা হলেও মানুষ হয়ে উঠতে পারি❤❤🙏🙏

  • @tasnimtanjim976
    @tasnimtanjim976 Рік тому +85

    প্রাণের দুই অভিনেতা!!❤️❤️❤️🇧🇩❤️🇮🇳❤️❤️

  • @hridoykazi8170
    @hridoykazi8170 Рік тому +33

    আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, এপার-ওপার দুই বাংলার গর্ব
    প্রিয় চঞ্চল চৌধুরী
    দুই জনের জন্যেই অবিরাম ভালোবাসা ❤️❤️❤️

  • @dr.adityapurohit
    @dr.adityapurohit Рік тому +5

    একটা অসাধারণ সুন্দর সাক্ষাতকার। বাংলা ভাষা কত শ্রুতিমধুর তাই না! বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ ভীষণ রকমের অভিন্ন। এটা আমরা দিন-দিন ভুলে যেতে বসেছি হয়তো। কিন্তু, একমাত্র শিল্প-সাহিত্যই পারবে এই অভিন্নতাকে প্রকাশ্যমান করতে।
    ক্রিকেট তো সেদিনের একটা খেলা, ব্রিটিশরা শিখিয়ে গেছে। আর, অন্যদিকে রাজনীতিও তো যুগে যুগে বদলে যায়। এসব নিয়ে আমরা কাদা ছুঁড়ো-ছুঁড়ি না করে বরং শিল্প-সাহিত্যে এক হতে পারলে মনে হয়, বাঙ্গালী হিসেবে আমরা একটা দৃষ্টান্তমূলক ইতিহাস ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যেতে পারবো।
    বাঙ্গালী হিসেবে আমি গর্ববোধ করি সবসময়। সেই সাথে, বাংলা ভাষা নিয়ে যখন অনবদ্য একটা শিল্পকর্ম প্রকাশ পায়, সেটা বাংলাদেশে কিংবা পশ্চিমবঙ্গে, আমি অহংকার বোধ করি, আমি বিস্মিত হই, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আলাদা হয় কি করে! আলাদা হওয়ার মত নয় তো! কি ভীষণ মিল, কি ভীষণ এক!

    • @shahariarrahman744
      @shahariarrahman744 Рік тому

      ঠিক দাদা। ক্রিকেট নিয়ে ২ বাংলার মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে।

  • @DebarchanTarafdar
    @DebarchanTarafdar Рік тому +93

    এতো মৌলিক, অকৃত্রিম ইন্টারভিউ অনেক বছর পর দেখলাম। ❤️

  • @mad4raaga
    @mad4raaga Рік тому +5

    শিল্পীরা কথা বললে এমনি মুগ্ধতাই তৈরী হয় | কাঁটাতার থাকুক কাঁটাতারের জায়গায়.. মানুষের মন গুলো যেন এভাবেই বাঁধা থাকে শিল্পের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে , হৃদয়ের বন্ধনে, মনুষ্যত্বের বন্ধনে | কাঁটাতারের দুপারের মানুষের জন্যেই অপার ভালোবাসা ❤❤❤

  • @chitrangadakundu1706
    @chitrangadakundu1706 Рік тому +11

    দুজন অত্যন্ত প্রিয় মানুষ। চঞ্চল চৌধুরী এতো সুন্দর করে বললেন এবং কি ভীষণ ভাবে down to Earth. দুজনকে এক সাথে কাজ করতে দেখতে চাই। বিশেষ ভাবে অনির্বাণের পরিচালনায় চঞ্চল চৌধুরী র অভিনয় দেখতে চাই।

  • @MD-Rafique
    @MD-Rafique Рік тому +7

    যদি দুইজন মানুষকে একই কোনো মুভি বা সিরিজ এ দেখতে পেতাম তাহলে বুঝি কোনো একটা আকাঙ্ক্ষার অবসান হত 🥰🥰
    সিনেমা জগতে দুইজন সবচেয়ে প্রিয় মানুষ ❤️❤️❤️

  • @acousticmainak4776
    @acousticmainak4776 Рік тому +9

    দুজনের প্রতি দুজনের যে সম্মান ভালোবাসা টা দেখলাম একেবারে অকৃত্তিম এতো ভালো মন ভালো করেদেওয়া সাক্ষাৎকার বোধহয় আগে দেখিনি ❤️

  • @nayanhawlader8309
    @nayanhawlader8309 Рік тому +7

    আমাদের চঞ্চল চৌধুরী আমাদের গর্ব🇧🇩❣️
    অনির্বাণ দাদাও ভীষণ প্রিয় একজন অভিনেতা, দুজন কে একসাথে দেখে সত্যিই খুব ভালো লাগছে।❣️

  • @arifurrahman7967
    @arifurrahman7967 Рік тому +33

    I am from Bangladesh. And to be honest my most fav is anirban.His byomkesh or any other works are so special to me. And definitely Fernand Mondego from the Count of Monte Cristo.

    • @rrm6720
      @rrm6720 Рік тому +1

      I am a big fan of Anirban.I like Chonchol Chowdhury but Anirban is super genious.

  • @deyavijit306
    @deyavijit306 Рік тому +6

    বড়বাবু একদম ঠিক কথা বলেছেন, বাংলাদেশ এর নাটক গুলি খুবই জীবনমুখী হয়, যেখানে কোনো রকম বাড়তি রং চড়ানো হয় না, প্রতিটি নাটক এতই বাস্তববাদী হয়, খুবই ভালো লাগে,
    দুঃখ লাগে আমাদের রাজ্যের সিরিয়াল গুলি নিয়ে, যেগুলি শুধু মাত্র একটা নির্দিষ্ট সমাজের ব্যাপার দেখানো হচ্ছে, জার সাথে আপামর বাঙালি বা সাধারণ ছাপোষা একটি লোক কোনো মিল খুঁজে পায় না, আর এর কোনো ভালো দিক নেই,
    অনেক অনেক ধন্যবাদ ছোটবাবু কেও, অসাধারণ প্রতিভার অধিকারী তিনিও, তার অভিনয় করা প্রতিটি নাটক, সিনেমা, আমাদের খুবই মুগ্ধ করে

  • @sohinisen3042
    @sohinisen3042 Рік тому +3

    কী সুন্দর,অকৃত্রিম একটা আলোচনা। দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা আর ভালোবাসা মুগ্ধ করল। আরো ভালো কাজ করুন দুজনে এই শুভেচ্ছা রইল।

  • @rumaakter3273
    @rumaakter3273 Рік тому +4

    এক আকাশ মুগ্ধতা নিয়ে দেখলাম,চঞ্চলদা আমার অসম্ভব পছন্দের একজন অভিনেতা, ❤️🤗❤️

  • @blackbhuiyan2361
    @blackbhuiyan2361 Рік тому +19

    যার কথা কান কে শান্তি দেয়,আর যার অভিনয় চোখের শক্তি জোগায় সেই দুজন একসাথে। 🇧🇩⚡💥🇮🇳

  • @swatimitra
    @swatimitra Рік тому +15

    দুই দেশের দুই ভীষণ প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখতে পাবো ভাবতে পারিনি। অপূর্ব অসাধারণ অনবদ্য এই আলোচনা। মুগ্ধতা একরাশ👌👌 ❤❤

  • @tarikulhasan6199
    @tarikulhasan6199 Рік тому +9

    It feels like, they are brothers. They also look quite similar. And, the way anirban is calling chanchal boro babu, it has melt my heart. I wish, you reach higher and higher. Love you both.

  • @nitishsarkar1769
    @nitishsarkar1769 Рік тому +10

    দুই জনই অসাধারণ মানুষ। এদের কথা গুলো ও সাধারণের থেকে বেশি, কিংবদন্তিদের মতো। বাংলাদেশ পশ্চিম বঙ্গ শুধু কাঁটাতারের বেড়া মাত্র। কিন্তু মনে প্রাণে আমরা বাঙালি। আমি প্রায়ই কলকাতা যাওয়া আসা করি। খুব ভালো লাগে যখন দুই বাংলার শিল্প কে একসাথে দেখি। দুই বাংলা এভাবে একসাথে কাজ করুক খুব করে চাইব।

  • @amb-d9b
    @amb-d9b Рік тому +6

    গল্প তো এমনই হওয়া উচিৎ। পুরো আড্ডাটা এতটাই সাবলীল এবং মুগ্ধকর ছিল মনে হচ্ছিল কয়েক ঘন্টা চললেও কোনো বিরক্তি ছাড়াই দেখতাম। দুই বাংলার দুই বাঘ ।ভীষণ পছন্দের দুজন মানুষ ।দুজনের পারস্পরিক শ্রদ্ধাবোধটা অসাধারণ লেগেছে ।❤❤❤

  • @gopabagchi573
    @gopabagchi573 Рік тому +2

    দুইজন উচু মানের ও মনের মানুষ যখন কথা বলেন তখন মন্ত্র মুগ্ধের মত শুনলাম খুব ভালো লাগলো ,অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে 🙏🙏

  • @robinsknick-knack41
    @robinsknick-knack41 Рік тому +7

    আহ! কি মনোমুগ্ধকর আলোচনা! কি ফিলোসফি! সত্যিকারের শৈল্পিক দুজন মানুষ। ভালবাসা অবিরাম প্রিয় চঞ্চল দা ও অনির্বাণ দা।

  • @ebong_chaya_golpo
    @ebong_chaya_golpo Рік тому +1

    দর্শক হিসেবে এটা একটা কিন্তু 'অভিনয় শেখার ক্লাস' হতেই পারে।
    দারুণ কিছু আলোচনা, জীবনবোধ, দায়িত্ব, বিশ্বাস আর স্বার্থকতারপূর্ণ অভিজানের কিছু খন্ডচিত্র দুজনের আলোচনায় ফুটে উঠেছে, বিশেষভাবে বলতে গেলে চঞ্চল কেন্দ্রবিন্দু ছিলো। সত‍্যি বলতে এটা দারুণ কিছু ছিলো.... যেটা হওয়া উচিত মাঝে মাঝেই। অনির্বাণ দা আর চঞ্চলদা এক গুচ্ছ ভালোবাসা।❤❤❤

  • @piyalikumar5020
    @piyalikumar5020 Рік тому +4

    দারুন….অনবদ্য …. জীশান ভাই-দিব্য জীবনের সেরাটা দিয়েছেন।
    যারা বলছেন পার্ট - ১ অনেক ভাল ছিল, তাদের জন্য বলি- আমাদের মস্তিস্ক রহস্য তৈরী হওয়ার সময় যতটা অ্যাড্রিনালিন ক্ষরণ করে, জট খোলার সময় ততটা ক্ষরণ করেনা। তাই আমরা পার্ট -১ তুলনায় পার্ট-২ তে কম উত্তেজিত হয়েছি।যেহ্তু প্রথম বারের মতোই আমাদের মস্তিস্ক দ্বিতীয় বারেও একই উত্তেজনা আশা করেছিল, তাই অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে। কিন্তু এটাও আমাদের বুঝতে হবে রহস্য পাকানোর সাথে সাথে জট খেলাটাও পরিচালকের দায়িত্ব। একজন নিতান্ত সাধারণ মানের সিনেমা প্রেমী হিসাবে আমার মতে শাওকীভাই সেই দায়িত্ব সুনিপুণ দক্ষতার সাথেই পালন করেছেন বলেই আমার মনে হয়েছে। অবশ্য এটা আমার ব্যক্তিগত অভিমত।
    আর Chanchal বাবুর কথা কি বলব! উনিতো বহু আগেই অসাধারণের গণ্ডি ছাড়িয়ে গেছেন। এখন ওনার প্রশংসা করাও ধৃষ্টতা।

  • @chaitalibhattacharyatarafd4739

    মন ভাল করা কথা সবসময় বলেন চন্চল চৌধুরী। স্বাভাবিকভাবে বিনয়ী , আক্ষরিক অর্থে শিক্ষিত এই মানুষটি প্রকৃত শিল্পী হলেন চন্চল চৌধুরী । তিনি সত্যিই মনে প্রাণে , মেধায় ও মননে আপনি শিল্পী চন্চল বাবু ।
    অনির্বানের অথৈ নাটক দেখে প্রথমেই মনে হয়েছিল অনেক দূর পর্যন্ত যাত্রা করার সমস্ত উপকরণ তার আছে , বলাবাহুল্য , আজ অথৈ ছাড়িয়ে অনেক অনেক এগোচ্ছে .. দুজনেই এগিয়ে চলুক .. আমাদের শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

  • @solaceBLISSOfficial
    @solaceBLISSOfficial Рік тому +3

    Two talented people... Chanchal chowdhury is such a down to earth person... His words... His smile says everything... N anirban da is just fabulous... Loved this interview

  • @r-tarang8783
    @r-tarang8783 Рік тому +4

    এ যুগের সেরা দুই শিল্পীর সেরা একটি বৈঠক ! গুনমানে যা ইতিহাস হয়ে রইলো। অভিনন্দন 'হৈচৈ'।

  • @pritammaity64
    @pritammaity64 Рік тому +2

    অসাধারণ... জীবন নিয়ে আলোচনা করতে পারার মতো মানুষ হয়তো বর্তমান সময়ে এই 2 জনেই আছেন। আলোচনার সারমর্ম আমাদের জীবনের পথ প্রদর্শক হবে।

  • @parthosarkar4203
    @parthosarkar4203 Рік тому +3

    এপার বাংলায় চঞ্চল চৌধুরী ওপার বাংলায় অনিবার্ণ, সময়ের সেরা দুজন অভিনয় শিল্পী।কবে যে এই প্রিয় দুই মুখ একটি সিনেমা বা সিরিজে দেখবো!!

  • @juhideb5281
    @juhideb5281 Рік тому +29

    How humble they both are!!! I love them... Anirban is a heartthrob ❤️❤️

    • @angsu6197
      @angsu6197 Рік тому

      i love you

    • @IAintNoJoker
      @IAintNoJoker Рік тому

      Don't go insane please
      And have your eyes checked up by an ophthalmologist

  • @aninditachakraborty7623
    @aninditachakraborty7623 Рік тому +10

    কোথায় যেনো shunechhilam, Manush joto জ্ঞানী হয়, ততো নম্র ও বিনয়ী হয় !! 😊🥰❤💞❣️💖💝
    Hoichoi Bangladesh team ke ashankhya dhanyabad ei ashadharan ekta monomugdhakar pratibedan er জন্য!!! 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @mahmudulhasan1113
    @mahmudulhasan1113 Рік тому +1

    অনিবার্য এর অভিনয় অনেক ভাল লাগে। সম্ভবত রবীন্দ্রনাথ এর কোনো গল্প অবলম্বনে একটা মুভি দেখেছিলাম যেখানে উনি ডিটেক্টিভ ছিলেন। সংসার ভুলে গিয়েছিলেন। কি যে অভিনয় করেছেন!! অসাধারণ!!

  • @MuntahaFarinIpty
    @MuntahaFarinIpty Рік тому +3

    চঞ্চল চৌধুরী আমাদের দুই বাংলারই গর্ব। বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নতুন করে বাংলা নাটক, সিনেমা দেখতে শুরু করেছি। অনেক সুন্দর কাজ হচ্ছে এখন। দুজন প্রিয় মানুষকে নিয়ে আসার জন্য হৈচৈ কে ধন্যবাদ। আর এত সুন্দর করে কথা বলেন দুজনই, খুবই চমৎকার বাচনভঙ্গি, সাবলীল কথাবার্তা, খুবই ভালো লাগলো। ভালোবাসা থাকবে 🫰❤️

  • @royschess
    @royschess Рік тому +3

    কথা শুনতেও এত্তো ভালো লাগতে পারে!!! ভালোবাসা দুই কিংবদন্তীকে ❤

  • @Ghoshoyshee
    @Ghoshoyshee Рік тому +5

    চঞ্চল চৌধুরী আমাদের দেশের গর্ব ❤ যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ধরণের কন্ট্রোভার্সি ছাড়াই সুন্দর সুন্দর অভিনয় আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে 😍 অভিনয় যার রক্তে ❤অনির্বান এবং চঞ্চল বাংলা মুভিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে 😌😇 ২ জনই boss-legends😍💥 প্রিয় ২ জনের সুন্দর- কাব্যিক, সাবলীল আলোচনা, ২ জনকে একসাথে একটা মুভিতে দেখতে চাই 😇😌 আগামীতে দেখতে পাবো, আশা করি 🤗

  • @reshakhatun9924
    @reshakhatun9924 Рік тому +3

    অসাধারণ দুজন♥️শ্রদ্ধা।মন থেকে শ্রদ্ধা। আর আমাদের চঞ্চল দার তুলনা শুধু তিনি নিজেই।আমরা গর্বিত🙏♥️

  • @ayondas4641
    @ayondas4641 Рік тому +1

    দুই জন শিল্পীর একে অপরের প্রতি এই শ্রদ্ধা সত্যি মনে তৃপ্তি দেয়।অনির্বান দাদার চোখে মুখে একটা উজ্জ্বলতা দেখতে পাচ্ছি শিল্প এবং শিল্পী নিয়ে কথা বলার সুযোগ পেয়ে।

  • @fforfarhana4547
    @fforfarhana4547 Рік тому +4

    মনে হলো যেন দু'ভাই বন্ধুর আলাপল দেখলাম।
    দু'জনই খুব পছন্দের অনন্য কাজের জন্য।
    চঞ্চল চৌধুরী আমাদের সবার জন্য টনিক মতোন একথা অনস্বীকার্য।
    শুভেচ্ছা অনিঃশেষ

  • @pulakbarua634
    @pulakbarua634 Рік тому +15

    অসাধারন জীবন মুখি , শিক্ষনীয় , সাবলিল আলোচনা । দুই বাংলার দুই সৎ এবং ভাল মনের দুইজন মানুষ ।কখন যে সময় শেষ হল বুঝলাম না দুইজনের জন্য রইল শুভকামনা

  • @truthandentertainment
    @truthandentertainment Рік тому +35

    They both are great actors from their own region. Everyone should respect them. Love and respect from Bangladesh.

  • @dibyendubasu2774
    @dibyendubasu2774 Рік тому +23

    Excellent introduction. Boro babu deserves much more honour from us.

  • @why.subhasishhh
    @why.subhasishhh Рік тому +25

    Most anticipated interview ever. Gems of two Bengal ❤❤

  • @rahulmistry5787
    @rahulmistry5787 Рік тому +1

    এটা কোনো সাধারণ Interview মনে হলো না । মনে হলো দুই ভাই বা দুই বন্ধু গল্প আড্ডা দিচ্ছে আর শোনার সময় নিজেকেও এই আড্ডার এক অংশ বলে মনে হলে । শিল্প আর শিল্পী এতো সাধারণ ভাবে মিলে গেছেন যে কথোপকথন টা অসাধারণ লাগছে । কিছু শিল্পীদের কথা Celebrity দের মতো মনে হয়না , মনে হয় যেন নিজের বা পাড়ার দাদাদের মত পরিচিত । ❤️❤️❤️

  • @mdsabbirhossen97
    @mdsabbirhossen97 Рік тому +2

    আমি অবাক হয়ে যাই। দুজনের মধ্যে কত মিল।
    আমি কেন জানি প্রচুর মিল খুঁজে পাই দুজনের মধ্যে।

  • @HinduRashtraBharat1947
    @HinduRashtraBharat1947 Рік тому +2

    চঞ্চল চৌধুরী মানে গ্রাম বাংলার মাটির অভিনয়। অনেক অভিনয় থেকে আমি গ্রীষ্মের দুপুরে শ্রাবণের ধারা পাই, আবার শীতের দুপুরে পাই হিমেল রোদ্দুর। সে বড় হৃদয় ছোঁয়া অনুভূতি। যেন একজন অতি নিকট আত্মীয়। একটু বাড়িয়ে বললাম না অন্তর থেকে জানালাম। তাঁর মতন মহান অভিনেতা কে প্রণাম। ভালো থাকুন আপনি। ভালো থাকুক বাংলাদেশের সজীবতা। ❤❤❤❤

  • @tazahmed5342
    @tazahmed5342 Рік тому +18

    অনির্বাণ, যীশু সেনগুপ্ত, আবির এনারা কলকাতার রত্ন❤️ অনেক আগে থেকেই এনাদের কাজ দেখছি।
    অসম্ভব সুন্দর এনাদের কাজগুলো।
    বাংলাদেশ থেকে শুভ কামনা❤️

    • @sudipparial4170
      @sudipparial4170 Рік тому +4

      ঋত্বিক বাবুকে ভুলে গেলেন?

    • @tazahmed5342
      @tazahmed5342 Рік тому +3

      @@sudipparial4170 ঋত্বিক, শাশ্বত এনারাও আইডল❤️

    • @debmukh6942
      @debmukh6942 Рік тому

      পরমব্রত কে ভুলে গেলে চলবে না।

    • @sherklokholmes-er4mw
      @sherklokholmes-er4mw Рік тому

      কলকাতার রত্ন কেন বললেন মশাই ? কলকাতা তো পশ্চিমবঙ্গে পড়ে ।

  • @pallaberpathasala
    @pallaberpathasala Рік тому +8

    এমন ইন্টারভিউ বহু যুগ, শোনা যায়নি দেখা যায়নি। অসাধারণ। 🌼🌼🌼

  • @mahfuzurrahman5216
    @mahfuzurrahman5216 Рік тому +2

    কি সুন্দর সাবলীল বাংলা শুনার সৌভাগ্য হলো প্রিয় দুজন অভিনতার মাধ্যমে যেখানে নেই কোন অযাচিত অতিরঞ্জিত এবং তথাকথিত ইরেজি মিশ্রণের ভারামি....
    খুবই চমৎকার! ❤️🥰 ভালোবাসা 🇧🇩 বাংলাদেশ হতে।

  • @isteakhamid9969
    @isteakhamid9969 Рік тому +1

    চঞ্চল চৌধুরী অবশ্যই এই সময়ের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অভিনেতা...আমাদের অন্তর থেকে তার জন্য সবসময় ভালোবাসা কাজ করে.. কিন্তু এরপরও পশ্চিমবঙ্গের মানুষের তার জন্য যে মুগ্ধতা কাজ করে তা দেখে একজন বাংলাদেশি হিসেবে খুব ভালো লাগে।নিজেদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা পাই.. নিজের কাজ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই। পশ্চিমবংগের মানুষ্কে এই জন্য আন্তরিক ধন্যবাদ।

  • @rumilayla418
    @rumilayla418 Рік тому +2

    Ato shundor conversation dekhe khub bhalo laglo ...huge respect for Chanchal Chowdhury and Anirban 🥰🥰 loved their performances ♥️

  • @ShreyaNandy1803
    @ShreyaNandy1803 Рік тому +2

    এটারই প্রয়োজন ছিল।চোখ,কান,মন জুড়িয়ে গেলো 😊

  • @biswajitbasak8206
    @biswajitbasak8206 Рік тому +3

    Excellent discussion. Chanchal Chowdhury is an exemplary human being. As an actor, singer he is simply superb. Above all, he is so humble and competent that new generation must follow him

  • @ashickchakraborty1281
    @ashickchakraborty1281 Рік тому +2

    আপনারা ভীষণ পবিত্র। তাই কোনো সমালোচনা ছাড়া শুধু শিল্পের কথা বলে গেলেন। শেখা উচিৎ অনেকের। দুজন কেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন

  • @ashishkumarmondal4830
    @ashishkumarmondal4830 Рік тому +2

    অসাধারণ আলাপচারিতা । অনেক দিন পর এইরকম একটা অসামান্য আলোচনা মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম । চঞ্চল বাবু এবং অনির্বাণ বাবু কে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । এবং আশা রাখছি যে একদিন এই দুজনকে একসঙ্গে স্টেজ শেয়ার করতে দেখতে পাব ।

  • @fahadhaqueottin4945
    @fahadhaqueottin4945 Рік тому +11

    চঞ্চল দা এবং অনির্বাণ দা কে একসাথে দেখতে চাই বড় পর্দায়, বাংলাদেশ এর পর্দায় দেখার অপেক্ষায় আছি 🥰💓।

  • @PSKx13
    @PSKx13 Рік тому +6

    চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এই দুজন এর কাজ আমি ৩৬৫ দিন দেখলেও ক্লান্ত হবো না।
    অসম্ভব ভালো অভিনেতা দুজন।

    • @tcral3704
      @tcral3704 Рік тому

      মোশাররফ করিম শুধুমাত্র একজন কমেডিয়ান কিন্ত চঞ্চল অলরাউন্ডার।

  • @dwiteepriyasengupta9984
    @dwiteepriyasengupta9984 Рік тому +6

    Was initially mesmerized by his intense eyes... & now his heart drenching smile
    ❤❤ Chanchal Chowdhury

  • @purbashaaun5018
    @purbashaaun5018 Рік тому

    সাক্ষাৎকার কতটা জানিনা তবে আমাদের মতো সাধারণ মানুষ আপনাদের কথোপকথন থেকে অনেক কিছু শিখলাম, জানলাম। যতবার দেখছি ততবার নতুন নতুন করে শিখছি। অপূর্ব ৩৫ মিনিট কাটলো। এত সাবলীল, এত সুন্দর, এত বাস্তব কথা সহজ করে বললেন যে অন্তরে নাড়া দিয়ে গেল। সাধু! সাধু!

  • @sanjoychowdhury1234
    @sanjoychowdhury1234 Рік тому +13

    দুজনই পছন্দের মানুষ। দুজনই দারুণ অভিনয় শিল্পী। মজার ব্যাপার হলো- দুজনই অভিনয়ের পাশাপাশি গান গেয়েও শ্রোতা ধরে রেখেছেন। ফলে একই ফ্রেমে দুজনারই অভিনয় দেখতে চাই। এই আলাপচারিতার নাম হতে পার- 'দুজনে'। ভালোবাসা দুজনারই জন্য। ♥

  • @sarfarajzaman1250
    @sarfarajzaman1250 Рік тому +17

    Two favourite persons ❤️
    Anirban da and chanchal da

  • @shyamalsarkar1604
    @shyamalsarkar1604 Рік тому +2

    দুই কিংবদন্তির অসম্ভব ভাল সাক্ষাৎকার,শিল্পীদের কাছে ভবিষ্যতের পথপ্রদর্শকের সাক্ষী হয়ে রইল সকল বাঙালিদের মনকঠোরে। অনবদ্য মননশীল শিষ্টাচার সৌজন্য বোধে মুগ্ধ হলাম। পেশাদার হলেও আপনারা দুজনই মহান।

  • @tarikulhasan6199
    @tarikulhasan6199 Рік тому +9

    Anirban is such an articulated speaker, my goodness. And, chanchal, a pure class.

  • @sayanrahaman7686
    @sayanrahaman7686 Рік тому +8

    "সিনেমা করা টা তো বাহ্য,
    ভালোবাসা টাই আসল। "
    ঋত্বিক ঘটক

  • @litonfi8194
    @litonfi8194 Рік тому +8

    অনির্বাণ ভট্টাচার্য ও অনেক গুণী অভিনেতা, উনার অভিনয়ও ন্যাচারাল।

  • @biswajit8324
    @biswajit8324 Рік тому +2

    Eto sundor kotha gulo jno montromugdher mto sunlm....puro 35 minit 35 sec....amdr Medinipur er Anirban da r chanchal Chowdhury eai 2i legend k ek sathe kj krte j kbe dekhbo...r jedin dekhbo seta nischoy e ekta masterpiece hbe

  • @osmangani2574
    @osmangani2574 Рік тому +82

    Two legends of two different countries in one frame

    • @mahirrahman1194
      @mahirrahman1194 Рік тому +4

      Akhand Bharat! 🇮🇳🇧🇩

    • @tanmoyghosh6786
      @tanmoyghosh6786 Рік тому +1

      @@mahirrahman1194 ✌️

    • @imranexltd
      @imranexltd Рік тому +2

      @@mahirrahman1194 United Bengal = Bangladesh, Assam, West Bengal 🇧🇩

    • @mahirrahman1194
      @mahirrahman1194 Рік тому +2

      @@imranexltd We want to be with whole India! 🇮🇳➕🇧🇩

    • @masrur123
      @masrur123 Рік тому +2

      ​@@mahirrahman1194 Nice joke🥱

  • @samsungsec5100
    @samsungsec5100 Рік тому +2

    I did not watch much films of Anirban sir but a few films mr anirban sir worked that i wached i can say he is a genius actor. If i say about chanchal sir he was extraordinary as Shonai, Kaluah, Ayna, Misir Ali,Taqdir, Chan majhi, and now as mystery man in Karagar. Chanchal sir is a legend.

  • @sujanarahman4499
    @sujanarahman4499 Рік тому +3

    Such a real actor in our country. Proud of you Chanchal sir.

  • @sohagdh
    @sohagdh Рік тому +11

    What a remarkable discussion, melts my heart ❤️

  • @khatibmahmud263
    @khatibmahmud263 Рік тому +4

    চঞ্চল এমন একজন যাকে দেখলে বুঝা যায় মানুষ যত বড় হয় তত নত হয় অমায়িক হয় শান্ত হয়।
    love Chanchal Chowdhury

  • @nahiyanira5531
    @nahiyanira5531 Рік тому +5

    দুই প্রিয় অভিনেতা ও গায়ক একসাথে।❤️❤️❤️🙏 ভালোবাসা অবিরাম।

  • @kashibiswanathchattopadhya6632

    অত্যন্ত সুন্দর একটি আন্তরিক কথোপকথন (সাংবাদিকের নেওয়া সাক্ষাৎকার নয়) যা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়, শেখা যায়, চিন্তার রসদ আহরণ করা যায়। দুই নাট্যবোদ্ধার আন্তঃক্রিয়া (interaction) সমৃদ্ধ এই ধরণের মননশীল আলোচনা আরো হওয়া উচিৎ।

  • @sumaiyajannaty307
    @sumaiyajannaty307 Рік тому +4

    এতো বেশি স্নিগ্ধ লাগলো! পুরোটা সময় মনে হলো একটা শান্তিপূর্ণ কিছু শুনছি!

  • @sumanasvlog9555
    @sumanasvlog9555 Рік тому

    কি অমায়িক ভদ্রলোক চঞ্চল বাবু
    দুজন ভীষন সুন্দর মানুষের আলাপচারিতা মুগ্ধ করলো❤️❤️

  • @adi.47
    @adi.47 Рік тому +4

    Goosebumps starting...
    Border never separats our Culture,song and Freedom struggle......

  • @atanuchowdhury4934
    @atanuchowdhury4934 Рік тому

    শুধু মাত্র অভিনেতা জীবনের জন্য না সাথেই যে কোনো সাধারন মানুষেরও শিখার মতো অনেক কিছু রয়েছে এই সাক্ষাত এর গল্পের আড়ালে। দুজনেই খুব গুণী অভিনেতা,তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আর থাকবেই । ছোট থাকতে একটা কথা শুনতাম লক্ষী সরস্বতী একসাথে থাকতে চাইনা,বাংলা সিনেমায় সরস্বতী আছে ,লক্ষী ও আছে কিন্তু ৩০০ কোটি ৪০০ কোটির ব্যবসা করবো ভেবেই সিনেমা তৈরি হইনা, আসলে বাঙালি বেশির ভাগেরাই সত্যি কারের শিল্পী চিনেন আর তাদের কদর বুঝেন।

  • @Rachel-c3g1h
    @Rachel-c3g1h 6 місяців тому +1

    Chanchal Chowdhury is such a great actor!👏

  • @shihabkhan75
    @shihabkhan75 Рік тому +29

    Two Gem in One frame🌝

  • @rinabasu6532
    @rinabasu6532 Рік тому

    অনেক অনেক উর্ধ্বে পৌছানো অনেক গভীর জীবনবোধ এবং অসামান্য শিল্পী আর বড় মাপের মানুষ চঞ্চল চৌধুরী।

  • @jhumadas6137
    @jhumadas6137 Рік тому

    কারাগার দেখে মুগ্ধ হয়েছিলাম,দুজন প্রিয় শিল্পীর কথার জাদুতে আবারও মুগ্ধ না হয়ে পারলাম না।একই ফ্রেমে দুজনকে দেখার জন্য অপেক্ষাই রইলাম

  • @shuvo1027
    @shuvo1027 Рік тому +3

    আমার মনে হয়, অনির্বাণ খুব ভালো একজন অভিনেতা।
    কিন্তু, চঞ্চল চৌধুরী এর একটা কথা,
    "যে আশেপাশের সব কথা আমি শুনতে পাই না, বা শুনতে চাই না, শুনলে অসুবিধা , একটা রিয়াকশন হবে, আর তাহলে আমি আমার মূল কাজ কাজ করতে পারবো না..."
    এই কথাটা অনির্বাণের একটা উপদেশ
    হিসাবে গ্রহণ করা উচিৎ।
    এই কথাটা মনে রাখলে অনির্বাণ ও একদিন চঞ্চল দার মত একজন হতে পারবে।

  • @sauravroy7689
    @sauravroy7689 Рік тому +9

    প্রিয় দুই মুখ একসঙ্গে আদর মাখা আড্ডা 🌺

  • @parthaofficial3041
    @parthaofficial3041 Рік тому +4

    গুনী ২ জন মানুষ,এক ফ্রেমে দেখে অনেক অনেক ভালো লাগলো। ❤️আর কি সুন্দর মনোমুগ্ধকর আলোচনা, কথার গভীরতা ❤️