দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝা যায় না ।। কথাটি চিরন্তন সত্য । আমি নির্বাচনের আগেই বলেছিলাম, ট্রাম্প ক্ষমতায় থাকা উচিত। কারন তার যুদ্ধনীতি অসাধারণ । যেমন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, কিম জং এর সাথে সাক্ষাৎ, ইরানের সঙ্গে চুক্তি।। খুব মিস করি ট্রাম্পের এই সব নীতিকে ।।
আমি ট্রামপ কে সমর্থন করেছিলাম।কারন আমি জানতাম বআইডন যুদ্ধ বাধাবে। সমস্যা ছিল আমেরিকার ইমিগ্রেন্ট রা। তারা টোল খাবার জন্য ভাইডেন কে সমর্থন করে।এই লোভী ইমিগ্রেন্ট রা কোন দেশের জন্য ভালো না।
ট্রাম্প ছিলো জিবন উপভোগি প্রিয় মানুষ,,সে যুদ্ধ মোটেও পছন্দ করেনি,,আসলেই ট্রাম্প ভালো ছিলো,,নয়তো আফাগান থেকে তার সামরিক বাহিনি যুক্তরাস্ট্র সরিয়ে নিতো না
ভাই নিউজ টিউজ দেখেন নাকি দেখেন না। জুবাইডেন ক্ষমতায় আসার পরে সৈনিক প্রত্যাহার করলো আফগান থেকে আর ট্রাম্প তার সমালোচনা করলো নেটো ও তার সমালোচনা করলো। এইসব নিউজ বাংলাদেশ মিডিয়াতেই প্রচারিত হয়েছিল। এখন মনে হয় টাকা পয়সা খাইছে এইজন্য উল্টো গান গাচ্ছে। হায়রে অবুঝ বাঙালি, 😂🤣🤣
আগে লোকের মুখে শুনতাম এবং বইতে পড়তাম আমাদের দেশ ভারত,আমেরিকা,চীন,জাপান থেকে আমদানি করে।আর যুদ্ধ লাগার পর দেখি সবকিছু ইউক্রেন আর রাশিয়া থেকে আমদানি করে!
টাকা কি করে কামান তাতো জানিনা,, তাই টাকা আছে বাজারে যাচ্ছেন,,, এই সব কথা বলার আগে ভাবতে হবে কোনোদিন মাঠে ঘাটে গিয়ে খাদ্য পণ্যের উৎপাদন করেছেন কিনা,,, সারা বিশ্বের 45 শতাংশ সস্য জাতীয় খাবার,,,এবং তেল রাশিয়া v/s উক্রেণ উৎপাদন করে থাকে,,, এখন থিকা খাদ্য উৎপাদন করে খান,,, বুজ্জেন 🤣
Vai ami boli kono president Valo na sobai islam Birodhi ar ekhon je trump trump korchen mone kore se jerusalem Ke Israel Er rajdhani ghosona korechhilo 😐
পুতিন ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে অনেক সহযোগিতা করেছেন। তাদেরই মধ্যেই ভাল বন্ধুত্ব ছিল। পুতিন ট্রাম্পের অনুরোধ করতো। তাই যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব রাশিয়া মূল্যায়ন করতো।
triumph was the gorgeous hero of usa. he maintained military domination over the world but very skillfully avoided war. he took decision of withdrawal of us marine from afganistan to avoid unnecessary expensive war.
আমেরিকা প্রেসিডেণ্ট শাসিত সরকার, আমেরিকা বিভিন্ন মন্ত্রী নিয়োগ করা হয়। রোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্ধেশী ছিল। আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেণ্ট ও বিতর্কিত প্রেসিডেণ্ট ছিল রোনাল্ড ট্রাম্প। রোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে পরাজিত হইয়া খমতা ছাড়বেন না। রোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে মারাত্মক হামলা চালায়। আমেরিকার ইতিহাসে কেহ নির্বাচনে পরাজিত হইলে দ্বিতীয় মেয়াদে পার্থি সুযোগ নাই। বাংলাদেশের কাণ্ড ঞ্জাণ হীন বেকুবরা না বুজে মিথ্যা কমেন্টস করে।
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَحِيرٍ، أَنَّهُ سَمِعَ هَانِئًا، مَوْلَى عُثْمَانَ قَالَ كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ " . قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ يُوسُفَ . উসমান (রাঃ)-এর মুক্তদাস হানী থেকে বর্ণিতঃ উসমান (রাঃ) কোন কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদতেন যে, তার দাড়ি ভিজে যেত। তাকে প্রশ্ন করা হলো, জান্নাত-জাহান্নামের আলোচনা করা হলে তো আপনি কাঁদেন না, অথচ এই কবর দর্শনে এত বেশি কাঁদেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আখিরাতের মানযিলসমূহের (প্রাসাদ) মধ্যে কবর হলো প্রথম মানযিল। এখান হতে কেউ মুক্তি পেয়ে গেলে তবে তার জন্য পরবর্তী মানযিলগুলোতে মুক্তি পাওয়া খুব সহজ হয়ে যাবে। আর সে এখান হতে মুক্তি না পেলে তবে তার জন্য পরবর্তী মানযিলগুলো আরো বেশি কঠিন হবে। তিনি (উসমান) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেনঃ আমি কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়ংকর দৃশ্য আর কখনো দেখিনি। জামে' আত-তিরমিজি (২৩০৪) হাসান , ইবনু মা-জাহ (৪২৬৭)।
ডোনাল্ড ট্রাম্প তো একজন ভালো নেতা ছিলেন যেমন আফগানিস্তান থেকে সেনাপততাহার তাহার উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ কোন মার্কিন প্রেসিডেন্ট করতে পারেনি এছাড়া বিভিন্ন
ভাইয়া আপনার কথার মাঝে হারিয়ে যাই যেন অন্য কোন দৃশ্যপটে ❤❤❤ প্রিয় ভাইয়া আপনাকে দৃশ্যপটই ভালো মানায় আপনাকে আন্তর্জাতিক খবর নয় আমরা শুধু দৃশ্যপট দেখতে চাই এবং শুনতে চাই আপনার কথা
মূলত ডোনাল্ড ট্রাম্প ছিল একজন ব্যবসায়ী আর বাইডেন করতেন চাকরি এজন্যই ট্রাম চাইতেন না কখনো ব্যবসায়ীদের ক্ষতি হোক আর এজন্যই ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত এই যুদ্ধে
ট্রাম্প খেপাটে হলেও কোন দেশে যুদ্ধ লাগতে দেয়নি এটা তার অন্য রকম এক দক্ষতার ই প্রমাণ।আমরা চাই ট্রাম্প আবার ক্ষমতায় আসুক আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার।
অতিতে ভাবতাম আমেরিকার মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের, রাষ্ট্রনায়ক হিসেবে ট্রাম্প অযোগ্য, কিন্তু বর্তমান সে ধারণা সম্পূর্ণ বিপরীত আমার ধারণায় অযোগ্য ছিল।কূটনীতিক ভাবে যে সম্পর্ক স্থাপন করতে আমি মনে কনি সেই যোগ্য।
জো বাইডেন এর চেয়ে ডোনাল ট্রাম্প ই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ছিলো।ট্রাম্পের সময় বিশ্ব পরিস্তিতি ভালোই ছিলো। আমেরিকার ইতিহাসে ডোনাল ট্রাম্প ই সেরা প্রেসিডেন্ট ছিলেন।
একজন শাসক কে সবসময় পাগল হতে হয় এর কারণ হলো যদি শাসক পাগল না হয় তাহলে প্রজারা পাগলামি করে.যেমন একটি পরিবারে বাবা or মা একজন রাগী স্বভাবের থাকলে সন্তান হলে ভালো হয়
এটা বাস্তব সমাজের যে ট্রাম একজন অতি কঠিন একজন বুদ্ধিমান কৌশলী ব্যবসায়ী আর পৃথিবীর বড় বড় ব্যবসায়ীরা কখনোই যুদ্ধ কে পছন্দ করেনা যেভাবেই হোক এড়িয়ে যেতে চায় অতএব ডোনাল্ড ট্রাম্প থাকলে এই যুদ্ধ কখনই হত না
@@mohiuddinahmadkhan9874 Trump has higher chance to be President in next election. He has been Campaigning a lot for convincing people that his political party gives more focus on country matters rather than involving international matters that Biden is doing and this is what making people content to be with trump party. And also usa people had witnessed it in the time of his reign. Secondly, Trump will be president if he is compared with Biden. If there was't Biden, there wouldn’t be a good chance for Trump. Both of them are not good choice but Trump is better than Biden.
ট্রাম্প নিজে এ কথা বলার আগে আমি অনেক আগেই এক বন্ধুর সাথে বলেছিলাম যে ট্রাম্প থাকলে আজ এ যুদ্ধ হতো না, কারণ হিসেবে বলেছি ট্রাম্প পাগলাটে সভাবের তিনি কিছু করার চেয়ে বেশি ভয় দেখান, আর সেটাই হলো তার আসল দাবার চাল
আমার কাছে বিশ্ব নেতাদের মধ্যে ট্রাম সব থেকে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিল কিন্তু আমাদের দেশের ৮৫% বাঙালি বাইডেনের গুনো গান গাইতে দেখেছি আজ তারাই রাশিয়ার পক্ষপাতিত্ব করছে আবার এই যুদ্ধের ফল ভোগ করছে
বাংলাদেশীরা মুসলিমরা আমেরিকার নির্বাচনের সময়, শুদু বাইডেন আব্বা ,বাইডেন আব্বা বলেছে,,,ডোনাল ট্টাম্প শাসন আমলে বিশ্ব যোদ্ধ মুক্ত ছিলো,,, ট্টাম্প অনেক ভালো ছিলো ,,,
ট্রাম্প ছিল একজন ব্যবসায়ি মানুষ। এবং বিলাসবহুল জীবন যাপন করতে পছন্দ করতেন। তাই তিনি যুদ্ধ এড়িয়ে চলতেন। প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পকে WWE খেলায় দেখা গেছে অনেকবার।
সত্যি বলতে মিডিয়ার জন্যই তখন ট্রাম্প কে অপছন্দ করতাম। কিন্তু এখন দেখি ট্রাম্প বাইডেন থেকে অনেক অনেক ভালো ছিল, মিডিয়া তার বিরুদ্ধে খবর প্রচার করতো। প্রমাণিত 😢
Tomra rajinitir baal dao bujho na......baire theke kichu dekhei dhore nao se kharap.........tmder ekhon egula obbash hoye dariyeche...........Trump re ami kokhono kharap mone kori nai.tar rajnoitik sob koushol er ghotonaar jonnoi trump amar valo laage.
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝা যায় না ।।
কথাটি চিরন্তন সত্য ।
আমি নির্বাচনের আগেই বলেছিলাম, ট্রাম্প ক্ষমতায় থাকা উচিত। কারন তার যুদ্ধনীতি অসাধারণ ।
যেমন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, কিম জং এর সাথে সাক্ষাৎ, ইরানের সঙ্গে চুক্তি।।
খুব মিস করি ট্রাম্পের এই সব নীতিকে ।।
আমি ট্রামপ কে সমর্থন করেছিলাম।কারন আমি জানতাম বআইডন যুদ্ধ বাধাবে। সমস্যা ছিল আমেরিকার ইমিগ্রেন্ট রা। তারা টোল খাবার জন্য ভাইডেন কে সমর্থন করে।এই লোভী ইমিগ্রেন্ট রা কোন দেশের জন্য ভালো না।
😊 9:25
এই কথা আমিও বলি ট্রাম আর জাই করুক কোনো দেশে যুদ্ধ বাধাই নি 🌹
যখন দাজ্জাল আসবে, আপনারা তার সহজেই অনুসরণ করবেন কারণ তার কাছে থাকবে আরো ভেলকিবাজি
Trump Sotti unique leader chilo karon USA te bush Obama Nixon Truman era sob cheye warmonger ous chilo abr John F kenedy Trump era legend chilo
Hmm.
Thik bolsen
দেশে দেশে শান্তিময় নেতারা জয় লাভ করুক ।
ট্রাম্প ছিলো জিবন উপভোগি প্রিয় মানুষ,,সে যুদ্ধ মোটেও পছন্দ করেনি,,আসলেই ট্রাম্প ভালো ছিলো,,নয়তো আফাগান থেকে তার সামরিক বাহিনি যুক্তরাস্ট্র সরিয়ে নিতো না
ভাই নিউজ টিউজ দেখেন নাকি দেখেন না। জুবাইডেন ক্ষমতায় আসার পরে সৈনিক প্রত্যাহার করলো আফগান থেকে আর ট্রাম্প তার সমালোচনা করলো নেটো ও তার সমালোচনা করলো। এইসব নিউজ বাংলাদেশ মিডিয়াতেই প্রচারিত হয়েছিল। এখন মনে হয় টাকা পয়সা খাইছে এইজন্য উল্টো গান গাচ্ছে। হায়রে অবুঝ বাঙালি, 😂🤣🤣
Trump comedian chilo .. chill minded person.. wrestling korto shokh kore
Right
জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এই স্বীকৃতি কে দিয়েছেন ২০১৭ সালে? প্রশ্নটা তাদের কাছে যারা ট্রাম্প কে কনফার্ম জান্নাতী বানাচ্ছেন।
ট্রাম্প সত্য কথাই বলেছেন,তিনি যুদ্ধে এড়িয়েই প্রশাসনিক কার্যক্রম চালিয়ে ছিলেন,ধন্যবাদ ট্রাম্পকে।
Gggggggl
একদম না ট্রাম্প থাকলে আমেরিকা ও ইরানের সাথে যুদ্ধ হতো ইরান বা সৌদি আরব বা ইরান বা ইসরাইল এর যুদ্ধ হতো এলি সবাই এক
ডোনাল ট্রামের সময় আফগানিস্তান থেকে প্রথম মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে । তার সময়ে পুরো বিশ্ব সংঘাত মুক্ত ছিল ।
পাগল বলে কি
@@mohammadarikalmas208 Apne nija e pagol apnar kasa ki Brak Obama Valo president Mona hoy . Aga ai bisoy gayan achieve koran.
Thik bolsen?
হুম রাইট
একটু মজার মানুষ হলেও ভালই ছিল মোটামুটি খারাপ ছিল না
যুদ্ধ চাইনা শান্তি চাই। জগতের সকল প্রাণী সুখী হউক সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করুক। 🙏🙏🙏
ৃ্য়🤗😮💨🤨😋ো
Right 👍 I agree with you 🙏🏻
অযুর পানির সাথে- সাথে
মানুষের গুনাহ সমূহ ঝরে পড়ে যায়।
- হযরত মুহাম্মাদ সাঃ।
K zojgol bhai a
Bal o jhore jay
@@conflicted_lithium43 চলেন সেই খুশিতে দুর্গার সোনাই নুনু ঢুকিয়ে pregnant করি। হিজরা রাম আর শিবেরে দিয়ে কোনো কাজ হবে না।.......😁😁😎
আকাম করবি আর অযু করবি, তাহলেই পাপ মুক্ত থাকবি। পাগলের ধর্ম ইসলাম।
@@sakl898 আপনি গিয়াই পোন্দান পারলে
বাজারে গেলেই মনে হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সব খরচ বাংলাদেশ বহন করতেছে 😢😢🛍️😢😢
হুম ভাই, মনের কথা কইছেন।
Ekdom thik bolesen.
আগে লোকের মুখে শুনতাম এবং বইতে পড়তাম আমাদের দেশ ভারত,আমেরিকা,চীন,জাপান থেকে আমদানি করে।আর যুদ্ধ লাগার পর দেখি সবকিছু ইউক্রেন আর রাশিয়া থেকে আমদানি করে!
olpo biddha voyongkor
টাকা কি করে কামান তাতো জানিনা,,
তাই টাকা আছে বাজারে যাচ্ছেন,,,
এই সব কথা বলার আগে ভাবতে হবে কোনোদিন মাঠে ঘাটে গিয়ে খাদ্য পণ্যের উৎপাদন করেছেন কিনা,,,
সারা বিশ্বের 45 শতাংশ সস্য জাতীয় খাবার,,,এবং তেল রাশিয়া v/s উক্রেণ উৎপাদন করে থাকে,,, এখন থিকা খাদ্য উৎপাদন করে খান,,, বুজ্জেন 🤣
ট্রাম্প আসলেই ভালো লোক ছিলেন । আমরা ভুল বুঝেছিলাম ।
পশ্চিমাদের মধ্যে যেটি সবথেকে ভালো ওইটাই শুয়োরের বাচ্চা
Trump was better than the worst politicians. So, he is worse. 😉
আসলে দিন যেটা যায় ঐ টা ভালো ছিলো মনে হয়🤢🤢🤢
Trump muslimer sob theke boro enemy ei trump Jerusalem ke Israeler capital city declare dey ei trump trump muslimer boro enemy
মার্কিন সব নেতাই একি রকম
ট্রাম পাগলাটে হলেও,, আসলেই ব্যবসায়ী মনমানসিকতার মানুষ ছিলেন।
তাই তিনি এটা বুঝতেন যে, সম্পর্ক কতটা জুরুরি
জো বাইডেন দাঙাবাজ খারাপ।
জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এই স্বীকৃতি কে দিয়েছেন ২০১৭ সালে? প্রশ্নটা তাদের কাছে যারা ট্রাম্প কে কনফার্ম জান্নাতী বানাচ্ছেন।
এটাই বঙ্গবন্ধুর আদর্শ যা ছাত্রলীগের নেতা কর্মীরা করে থাকে বিপদে মানুষের পাশে ছুটে যায়।
এক মত
একমাত্র ট্রাম্প থাকাকালীন নতুন কোন যুদ্ধ লাগায়নি
👍
হাহ্হা বাইডেনর স্থলে ট্রাম্প থাকলে WWW3 100% confirm 😵😵😵
জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এই স্বীকৃতি কে দিয়েছেন ২০১৭ সালে? প্রশ্নটা তাদের কাছে যারা ট্রাম্প কে কনফার্ম জান্নাতী বানাচ্ছেন।
@@Studio-js5jt তুই একটা বোকাচোদা বলদ
@@sultanmahmod5390রাইট
ভাইয়ের উপস্থাপনা মানে অস্থির।
আল্লাহ ভাইকে সুস্থ রাখুন।
আসলে ট্রাম্প অনেকটাই কৌশলী নেতা,,ট্রাম্প যুদ্ধ এরিয়ে চলেন,,বাইডেন এর লাগানো যুদ্ধের খেসারত আমাদের দিতে হচ্ছে।
ট্রাম কুকুরের বাচ্চা ও খারাপ। কাসেম সোলেমান কে দাওয়াত দিয়ে নিয়ে হত্যা করে
ওবামা প্রশাসনের সময় আরব বিশ্বে যুদ্ধ লাগানো হলো তাদের কুবুদ্ধিতে, সে কাজ এখন করছে বাইডেন
Right
@@dkh8730 ল
আমেরিকার ইতিহাসে ডোলান ট্রাম প্রথম প্রেসিডেন্ট যেনাকি বিশ্বকে শান্তিময় আবাস গড়তে সচেস্ট ছিলেন।
ট্রাম্প অনেকটা শান্তির জন্য কাজ করছেন
এটা সত্যি কথা, ট্রাম্প থাকা অবস্থায় কোন দেশের সাথে যুদ্ধ করে নাই 🤝
পাগলামি করলেও ট্রাম্প রাজনৈতিক দিক দিয়ে বুদ্ধিমান ছিল....👍
জাতে মাতাল, তালে ঠিক
Paglami korata silo tar ekta kousol ...
অব্যশই সে বুদ্ধিমান, সে একজন বিলিওনার ও,
পাগালা মজার ছিল খারাপ ছিল না
বুদ্ধিমান আর ভালো লোকদের কে বর্তমানে পাগল বলা হয়।
@@profitbridge সহমত
কি সুন্দর একটি নাম হযরত মুহাম্মদ সাঃ
Abal.....😠😠
ভাই এই পবিত্র নামের দোহায় দিয়ে কি ব্যবসাও করতে হবে?
@@sakl898kire 😡😡
@@mrrtarahman1753pagol 😡
সত্যিকার অর্থে ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র কোন যুদ্ধে জড়ায়নি। ট্রাম্পের এই একটা ভাল দিক।
অনেকটা নরম নমনীয় ছিল ট্রাম্প 😇
মাগার মামায় ঠিকই ধান্দা বের করে আনতে পারতো
Tramph is great leader
আপনারা এক সময় ট্রাম্পের বিরুদ্ধেতা করেছেন
ট্রাম্পের সময় যদি যুদ্ধটা শুরু হতো তাহলে যুদ্ধ টা এতক্ষণ ইউক্রেন আর রাশিয়ায় থাকতো না, আমেরিকা সরাসরি হামলা করতো।
ডোনাল্ড ট্রাম্প একজন সাহসী এবং বিজ্ঞ রাজনীতিবিদ।
আমরা অনেক সময় জাখে খারাপ ভাবি আসলে সে ততটা খারাপ না ডোনাল্ড ট্রাম্প সে রকম একজন
Vai ami boli kono president Valo na sobai islam Birodhi ar ekhon je trump trump korchen mone kore se jerusalem Ke Israel Er rajdhani ghosona korechhilo 😐
পুতিন ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে অনেক সহযোগিতা করেছেন। তাদেরই মধ্যেই ভাল বন্ধুত্ব ছিল। পুতিন ট্রাম্পের অনুরোধ করতো। তাই যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব রাশিয়া মূল্যায়ন করতো।
এগিয়ে যাও নিজ গতিতে পুতিন বাহিনী রাশিয়া
শুভ কামনা পুতিন বাহিনী রাশিয়া
ভালো মানুষ এর পিছনে মাহমুদ আব্বাস ফিলিস্তিন ইব্রাহিম রইসি ইরান দুষ্ট থাকবেই
আল্লাহ্ ভরসা আল্লাহ নেয় বিচারক
ট্রাম কে নোবেল দেওয়া উচিৎ আর যাই হোক এ যাবৎ সব আমেরিকার presiden থেকে উত্তম ছিলেন
ঠিক কথা! বাইডেনের চেয়ে ট্রাম্প ভালো ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সময় পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ কম ছিল।
ট্রাম্প ভালো ছিলেন।
ট্রাম্প থাকা অবস্থায় ফিলিস্তিনে বেশি আক্রমণ হয়েছে এখনো হচ্ছে কিন্তু একটু কম
লোকটা মন্দের ভাল ছিলো
ট্রাম্প থাকলে ভারতের ফাফরবাজি বন্ধ হতো না
@@mdabunasimmondol1367 moner kotha ta bollen
টাম্প,
আসলে ই একজন বুদ্ধিমান পলিটেশিয়ান।
ভাল ই ছিল।
আমরা শান্তি চাই পৃথিবীতে
আমার ওমর ইনান ভাইয়ের সুন্দর এবং গোছালো উপস্থাপনা অনেক ভালো লাগে।
যে দিন যায় ভালোই যায়।😓
বিশ্ববাসীর কাছে আমাদের একটাই কথা আমরা যুদ্ধ চাই না শান্তি চাই! 🙏🙏
প্রথমেই মনে হইছিলো এই লোক ভালো মানুষ। যেটা মানুষ বাইডেন আসার পরেই বুঝতে পারছে
triumph was the gorgeous hero of usa. he maintained military domination over the world but very skillfully avoided war. he took decision of withdrawal of us marine from afganistan to avoid unnecessary expensive war.
ট্রাম্প একজন ভালোলোক ছিলো।আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ট ট্রাম্পকে দেখতে চাই।
Bro he was president not prime minister
@@mdkowsirahmed5269 😂😂
আমেরিকা প্রেসিডেণ্ট শাসিত সরকার, আমেরিকা বিভিন্ন মন্ত্রী নিয়োগ করা হয়। রোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্ধেশী ছিল। আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেণ্ট ও বিতর্কিত প্রেসিডেণ্ট ছিল রোনাল্ড ট্রাম্প। রোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে পরাজিত হইয়া খমতা ছাড়বেন না। রোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে মারাত্মক হামলা চালায়। আমেরিকার ইতিহাসে কেহ নির্বাচনে পরাজিত হইলে দ্বিতীয় মেয়াদে পার্থি সুযোগ নাই। বাংলাদেশের কাণ্ড ঞ্জাণ হীন বেকুবরা না বুজে মিথ্যা কমেন্টস করে।
কিছু মনে করবেন না আপনারা কারণ উনি আওয়ামী লীগ থেকে বের হতে পারছে না।
😂😂😂President not PM
ট্রাম্প আমল অনেক ভালো ছিলো
সঠিক কথা বলছেন ট্রাম্প,,,,
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَحِيرٍ، أَنَّهُ سَمِعَ هَانِئًا، مَوْلَى عُثْمَانَ قَالَ كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ " . قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ يُوسُفَ .
উসমান (রাঃ)-এর মুক্তদাস হানী থেকে বর্ণিতঃ
উসমান (রাঃ) কোন কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদতেন যে, তার দাড়ি ভিজে যেত। তাকে প্রশ্ন করা হলো, জান্নাত-জাহান্নামের আলোচনা করা হলে তো আপনি কাঁদেন না, অথচ এই কবর দর্শনে এত বেশি কাঁদেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আখিরাতের মানযিলসমূহের (প্রাসাদ) মধ্যে কবর হলো প্রথম মানযিল। এখান হতে কেউ মুক্তি পেয়ে গেলে তবে তার জন্য পরবর্তী মানযিলগুলোতে মুক্তি পাওয়া খুব সহজ হয়ে যাবে। আর সে এখান হতে মুক্তি না পেলে তবে তার জন্য পরবর্তী মানযিলগুলো আরো বেশি কঠিন হবে। তিনি (উসমান) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেনঃ আমি কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়ংকর দৃশ্য আর কখনো দেখিনি।
জামে' আত-তিরমিজি (২৩০৪)
হাসান , ইবনু মা-জাহ (৪২৬৭)।
কথা একদম সঠিক।
ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কখনোই হতো না।ট্রাম্প শান্তিপূর্ণ মানুষ ছিলো।আমি উনাকে শ্রদ্ধা করি 🙏🙏❤️❤️।
জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এই স্বীকৃতি কে দিয়েছেন ২০১৭ সালে? প্রশ্নটা তাদের কাছে যারা ট্রাম্প কে কনফার্ম জান্নাতী বানাচ্ছেন।
@@Studio-js5jt apni to ei ekta bisoy janen tai etai bolen ar ki janen
@@Studio-js5jt e jonnoi bole olpo bidda voyonkor jar porman apni
ডোনাল্ড ট্রাম্প তো একজন ভালো নেতা ছিলেন যেমন আফগানিস্তান থেকে সেনাপততাহার তাহার উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ কোন মার্কিন প্রেসিডেন্ট করতে পারেনি এছাড়া বিভিন্ন
দক্ষিণ কোরিয়া
ভাইয়া আপনার কথার মাঝে হারিয়ে যাই যেন অন্য কোন দৃশ্যপটে ❤❤❤ প্রিয় ভাইয়া আপনাকে দৃশ্যপটই ভালো মানায় আপনাকে আন্তর্জাতিক খবর নয় আমরা শুধু দৃশ্যপট দেখতে চাই এবং শুনতে চাই আপনার কথা
পাটলাটে ট্রাম্পের মাথায় আসলেই বুদ্ধি ছিলো, এটা পাবলিক বুঝতে দেরি করেছে।সামনে বিশ্বকে এর মাসুল আরও দিতে হবে।
👍👍👍
যখন দাজ্জাল আসবে, আপনারা তার সহজেই অনুসরণ করবেন কারণ তার কাছে থাকবে আরো ভেলকিবাজি
hmm apni khub valo bujhen . rajniti age bujhen tar pore kotha bolen
ও যদি পাগল হতো তাহলে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট কিভাবে ছিলো,
জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এই স্বীকৃতি কে দিয়েছেন ২০১৭ সালে? প্রশ্নটা তাদের কাছে যারা ট্রাম্প কে কনফার্ম জান্নাতী বানাচ্ছেন।
সত্যি বলতে নির্বাচনের সময় অনেক কষ্ট পেয়েছি,যখন শুনেছি ট্রাম্প আর আমাদের মাঝে নেই।
যখন দাজ্জাল আসবে, আপনারা তার সহজেই অনুসরণ করবেন কারণ তার কাছে থাকবে আরো ভেলকিবাজি
Hmmm
Wait he dead? lets rejoice
@@krombopulost4699 He just wanted to say that Trump lost that election
তিনি কি মরে গেছে নাকি 😀😀
মূলত ডোনাল্ড ট্রাম্প ছিল একজন ব্যবসায়ী আর বাইডেন করতেন চাকরি এজন্যই ট্রাম চাইতেন না কখনো ব্যবসায়ীদের ক্ষতি হোক আর এজন্যই ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত এই যুদ্ধে
That's the true thing! ❤️❤️❤️❤️
ট্রাম্প খেপাটে হলেও কোন দেশে যুদ্ধ লাগতে দেয়নি এটা তার অন্য রকম এক দক্ষতার ই প্রমাণ।আমরা চাই ট্রাম্প আবার ক্ষমতায় আসুক আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার।
ওমর ইনান ভাই অসাধারণ উপস্থাপক, অন্যরকম একটা তৃপ্তি আছে আপনার কন্ঠে ❤️❤️
অতিতে ভাবতাম আমেরিকার মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের, রাষ্ট্রনায়ক হিসেবে ট্রাম্প অযোগ্য, কিন্তু বর্তমান সে ধারণা সম্পূর্ণ বিপরীত আমার ধারণায় অযোগ্য ছিল।কূটনীতিক ভাবে যে সম্পর্ক স্থাপন করতে আমি মনে কনি সেই যোগ্য।
ট্রাম্প শিক্ষিত এবং প্রতিষ্ঠিত, আর বাকি মার্কিন প্রেসিডেন্টদের অতীত ছিলো গরীব দরিদ্র পরিবার থেকে উঠে আসা বালক
Obama was great President
@ZENVO BD যথার্থ সাহায্য করবে আমার উদারপন্থা মনোভাবকে
জো বাইডেন এর চেয়ে ডোনাল ট্রাম্প ই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ছিলো।ট্রাম্পের সময় বিশ্ব পরিস্তিতি ভালোই ছিলো। আমেরিকার ইতিহাসে ডোনাল ট্রাম্প ই সেরা প্রেসিডেন্ট ছিলেন।
অসাধারণ আলোচনা!!!
ট্রাম্প এমন একজন রাষ্ট্রনায়ক যিনি সব সময় যুদ্ধ এড়িয়ে চলতেন।
একজন শাসক কে সবসময় পাগল হতে হয় এর কারণ হলো যদি শাসক পাগল না হয় তাহলে প্রজারা পাগলামি করে.যেমন একটি পরিবারে বাবা or মা একজন রাগী স্বভাবের থাকলে সন্তান হলে ভালো হয়
Khub valo legese.
Good Job.
Please continue it.
২ বছর আগেই বলছি, যখন এদেশে বাইডেনের নামে অনুষ্ঠান হইছিলো,। ট্রাম্প যুদ্ধ বাজ না, যুদ্ধবাজ বারাক ওবামা
🤣🤣🤣
এটা বাস্তব সমাজের যে ট্রাম একজন অতি কঠিন একজন বুদ্ধিমান কৌশলী ব্যবসায়ী আর পৃথিবীর বড় বড় ব্যবসায়ীরা কখনোই যুদ্ধ কে পছন্দ করেনা যেভাবেই হোক এড়িয়ে যেতে চায় অতএব ডোনাল্ড ট্রাম্প থাকলে এই যুদ্ধ কখনই হত না
তাহলে তো ট্রাম্পের ভাল সম্ভাবনা আছে সামনের নির্বাচনে জয়ী হবার!
🫠
Possibility is very less for Trump to become President again.
@@mohiuddinahmadkhan9874 would u explain why?
@@SharafatAli-xx3fw At first, look back the way and the reason Trump lost the election.
Secondly, Trump will loose the election for the same reason.
@@mohiuddinahmadkhan9874 Trump has higher chance to be President in next election. He has been Campaigning a lot for convincing people that his political party gives more focus on country matters rather than involving international matters that Biden is doing and this is what making people content to be with trump party. And also usa people had witnessed it in the time of his reign.
Secondly, Trump will be president if he is compared with Biden. If there was't Biden, there wouldn’t be a good chance for Trump. Both of them are not good choice but Trump is better than Biden.
আমি সব সময় রাশিয়া কে ভালোবাসি
ওমর ইনান ভাইয়ের এই ধরনের উপস্থাপনা গুলো ভালো লাগে
যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের ধ্বংস নিশ্চিত
ট্রাম্প ই একমাত্র প্রেসিডেন্ট যিনি নতুন কোন যুদ্ধে জড়ায়নি। বরং তিনি সৈনিক ফিরেয়ে এনেছেন।
ট্রাম্প থাকলে যুদ্ধ লাগতো না 😍
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ই সঠিক যোগ্যতা রাখে
ধন্যবাদ ওমর ইনান ভাইকে দৃশ্যপটে দেওয়ার জন্য সময় টিভিকে।
খুব সিরিয়াস একটা টপিক নিয়া আলোচনা করেছেন❤️❤️
সাধারনত মানুষের মধ্যে একটা ধারনা ছিলো রিপাবলিকানরা যুদ্ধবাজ কিন্তু মানুষ সেটা দেখতে পায়নি ট্রাম্প প্রশাসনের সময়ে এ জন্য ট্রাম্প কে ধন্যবাদ দেয়া উচিৎ
ট্রাম্প আসলেই ভালো ছিলো
Bal...😠😠
Ohh nc vai
Love from টাঙ্গাইল😍
আপনার উপস্থাপন সত্যিই অসাধারণ
ট্রাম্প নিজে এ কথা বলার আগে আমি অনেক আগেই এক বন্ধুর সাথে বলেছিলাম যে ট্রাম্প থাকলে আজ এ যুদ্ধ হতো না, কারণ হিসেবে বলেছি ট্রাম্প পাগলাটে সভাবের তিনি কিছু করার চেয়ে বেশি ভয় দেখান, আর সেটাই হলো তার আসল দাবার চাল
Now Trump be like : আমি তো বালা না , বালা নিয়াই থাইকো🐸
😂😂
😅
আলহামদুলিল্লাহ, আমি ট্রাম্পকেই চেয়েছিলাম, তখন উল্লেখ্য করেছিলাম যে একারনেই উনাকে প্রয়োজন যা আজ সময় টিভি এতদিন পর স্বীকার করলো
খারাপের মধ্যেও অনেক সময় ভাল কিছু পাওয়া যায়, হয়তো আমরা বুজতে ভুল করি।
দৃশ্যপট নিউজ গুলো সবচেয়ে best
পরিশেষে দেখা যায় ট্যাম্প হলো আমেরিকার সেরা রাস্ট্রপতি।
আসলেই সত্যি ট্রাম্প যে ৪ বছর ছিলেন ক্ষমতায় বিশ্ব অনেক শান্তি তে ছিল।। অর্থনীতি ও ভালো অবস্থায় ছিল
আমার কাছে বিশ্ব নেতাদের মধ্যে ট্রাম সব থেকে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিল কিন্তু আমাদের দেশের ৮৫% বাঙালি বাইডেনের গুনো গান গাইতে দেখেছি আজ তারাই রাশিয়ার পক্ষপাতিত্ব করছে আবার এই যুদ্ধের ফল ভোগ করছে
বন্ধুত্বের বন্ধন সবচেয়ে দৃঢ় বন্ধন।পুতিন ও টাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল বলে টাম্পের এত confidence
ট্রাম্প ই সেরা 🙃
Bhaiya, drishopot ami daily dekhi. Khub bhalo lage.
বাইডডেন হঠো , ট্রাম্প usa এর ক্ষমতায় আসো , আমারা যুদ্ধ চাই না , শান্তি চাই , রক্ত ঝরা পৃথিবী চাইনা
He is simply THE REAL GREAT LEDER ..
সত্য কথা বলছেন ট্রাম্প গুড ম্যান ছিলো
ট্রাম্প প্রশাসন ক্ষমতাই থাকলে এই যুদ্ধ বাধতো না।। কারণ ট্রাম্প একজন ব্যবসায়ি মানুষ, সবকিছুতে সমঝোতা করে নিতে পছন্দ করেন। ফলে এ সংঘাত এরানো যেতো।
সঠিক বলেছেন। 🙏🙏🙏
বাংলাদেশীরা মুসলিমরা আমেরিকার নির্বাচনের সময়, শুদু বাইডেন আব্বা ,বাইডেন আব্বা বলেছে,,,ডোনাল ট্টাম্প শাসন আমলে বিশ্ব যোদ্ধ মুক্ত ছিলো,,, ট্টাম্প অনেক ভালো ছিলো ,,,
ট্রাম্পকেই দরকার আমেরিকায়
ডোন্ডাল ট্রাম আমি খারাপ ভাবতাম।আসলে তিনি একজন good boy
সত্য কথা বলার জন্য দন্য
ট্রাম্প ছিল একজন ব্যবসায়ি মানুষ। এবং বিলাসবহুল জীবন যাপন করতে পছন্দ করতেন। তাই তিনি যুদ্ধ এড়িয়ে চলতেন। প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পকে WWE খেলায় দেখা গেছে অনেকবার।
Big fann bhaiii💚
ধন্যবাদ ট্রাম্প,,,,,, একটা কথা চিরন্তন সত্য ট্রাম্প যুদ্ধ নীতীতে বিশ্বাসি না
জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এই স্বীকৃতি কে দিয়েছেন ২০১৭ সালে? প্রশ্নটা তাদের কাছে যারা ট্রাম্প কে কনফার্ম জান্নাতী বানাচ্ছেন।
এজন্যই হয়ত বাংলায় বলে, ""যে দিন যায় সেদিনই ভালো যায়""
Instead of news seeing the Omar Enans presentation ❤️❤️❤️
ট্রাম্প বিতর্কিত কিছু কথা বললেও অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। কিন্তু বাইডেন যা করছে তার খেসারত আমেরিকা, পশ্চিমা এবং পুরো বিশ্বকেই দিতে হবে 🎃
বাইডেন খারাপ লোক পুরো পৃথিবী টা গরীব বানিয়ে ফেলেছেন।
আপনার আইডি টা বেশ কম মনে হইতাছে,,,, আপনি কোন দেশের নাগরিক
@@ulislam-cf1uv বাংলাদেশী বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক 🎃
রাইট কথা ভাই মনের কথা বলছেন
ভাল লাগছে।
এরশাদ এর মত ছিল ট্রাম্প। পাগলামি করলেও দেশের জন্য ভাল ছিল। ট্রাম্প যতদিন ছিল, যুদ্ধ কম ছিল।
Nice presention journalist...I try to watch your presentation
সত্যি বলতে মিডিয়ার জন্যই তখন ট্রাম্প কে অপছন্দ করতাম। কিন্তু এখন দেখি ট্রাম্প বাইডেন থেকে অনেক অনেক ভালো ছিল, মিডিয়া তার বিরুদ্ধে খবর প্রচার করতো।
প্রমাণিত 😢
Right
Tomra rajinitir baal dao bujho na......baire theke kichu dekhei dhore nao se kharap.........tmder ekhon egula obbash hoye dariyeche...........Trump re ami kokhono kharap mone kori nai.tar rajnoitik sob koushol er ghotonaar jonnoi trump amar valo laage.
Vi Jan, apnar presentation khub e valo lage,,,
ট্রাম্প একটু পাগলাটে হলেও, বেশ কৌশলী ছিলো
Yes, he was smart enough to keep the world safe.