আম বড় ও মিষ্টি করতে দিতে হবে এই স্পেশাল খাবার | Special Fertilizer for Mango Plant|

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 111

  • @rajgardens
    @rajgardens  Рік тому +2

    🙏এরকম তথ্য-সমৃদ্ধ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
    ভিডিওটি লাইক ও শেয়ার করবেন।🙏

  • @gourutthasini1935
    @gourutthasini1935 Рік тому +1

    স্যার আপনার কথা ধ্রুব সত্য, আম গাছের ক্ষেত্রে যত সমস্যা। বছর দুই আগে আমিও হাল ছেড়ে দিয়ে ছিলাম, অনেক ক্ষতিও হয়েছিল। পরে আবার নতুন উদ্দামে চারা বসিয়ে এখন সাকসেস।

  • @bikershaven4350
    @bikershaven4350 Рік тому

    Khub bhalo laglo 👍

  • @queensparkvlogs7882
    @queensparkvlogs7882 Рік тому +1

    Khub valo laglo
    Dad ekta request
    Apni ekta online tree delevery kore. Ekta link debn plz...

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/S0Jz4baPbxM/v-deo.html

  • @zobaydakhatun1599
    @zobaydakhatun1599 Рік тому

    Thanks for the informational video.

  • @sekharmaitra9813
    @sekharmaitra9813 Рік тому

    খুব ভালো লাগলো

  • @lekhanath7799
    @lekhanath7799 Рік тому

    Amer akta baromasi am gach ache. Kintu akhon gachter notun patagulo pury jache. Ki korbo janaly upokrito ho by. R apner video kube proyojoneo. Valo thakben

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 Рік тому

    Sir, Amr Thai all time tar ektao pata nei, Miyazaki tar notun pata asche but, pata porar 7e, 7e kokrano pata beroche! Ami barandai ena rekhachi gaach gulo, Tilt dichi 10-12din er gap e, matir upr 1-2inch na sukale jol o dichina! ki krbo ekhn? gaach 2to r ki mati palte debo??? R apnr sprayer tar link, vdo r description e add kore deben!!! Thanks a lot

  • @anuskarani9832
    @anuskarani9832 Рік тому +1

    দাদা লিচু গাছ নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয়.

  • @subirbagchi9664
    @subirbagchi9664 Рік тому

    দাদা,দারুণ হয়েছে ভিডিওটা।আপনার আপনার বিদেশি আমের চারাগুলো কোথা থেকে নিয়েছেন জানাবেন প্লিজ। ব্যানানা ম্যাংগো, কিং অফ চাকাপাত এগুলো নিতে চাই।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      যেকোনো ভালো নার্সারিতেই পেয়ে যাবেন। তবে একটু পুরনো চারা নেবেন।

  • @gouletkundu2434
    @gouletkundu2434 Рік тому +1

    কাকু আমি একটা আমের চারা সংগ্রহ করবো। আপনার মতে কোন আমের চারাটা বেশি ভালো হবে ( মিষ্টতার দিক দিয়ে ) কিং অফ চাকাপাত না পার্পেল ম্যাংগো ?? Please বলবেন🙏😊

  • @GardeningandcareBangla
    @GardeningandcareBangla Рік тому +1

    সময় উপযোগী ভিডিও। এগিয়ে যান দাদা।

    • @shokherkrishi5633
      @shokherkrishi5633 Рік тому +2

      ভাইয়া আপনার ভিডিও নিয়মিত দেখি

    • @GardeningandcareBangla
      @GardeningandcareBangla Рік тому +1

      @@shokherkrishi5633 ধন্যবাদ ভাই। সাথে থাকবেন।

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 Рік тому

    দাদা খুব সুন্দর একটা ভিডিও. দাদা লেবু গাছের এই ভাবে একটা ভিডিও করলে খুব ভালো হয়

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/gHMrzIRf27U/v-deo.html

  • @ritaghosh9711
    @ritaghosh9711 Рік тому

    দাদা ভাই আমার কাটিমন আম‌ গাছে January. মাসে মুকুল আসেনি । গতবছর অফ সিজনে ২ টি আম হয়েছিল। এবার কখন মুকুল আসবে ? আর এখন কি সার দেবো? দয়া করে একটু গাইড করবেন ।🙏

  • @fm24army41
    @fm24army41 Рік тому

    Sir Berry proyas nursery bala bolachlo. Aam gache kunodino neem khol dea jabaknai. Nahole gach mora jabak. Green friend er video te bolachlo. R bolachlo soyam vogoban o aetake bachata parbaknai

  • @anibhirdinkal9731
    @anibhirdinkal9731 Рік тому

    Next year e mango pete hole kon somoy plant lagate hobe... Pls janaben..

  • @dilarazamanlizadilarazaman4749

    ভাল লাগল , অনেক কিছু জানতে পারলাম । দাদা আমার একটি আনার গাছে খুব সুন্দর আনার হয় , ভালভাবে পাকার পর গাছ থেকে পারি । ভিতরের রং টকটকে লাল আর রসালো । হাফ ড্রামে গাছ । সমস্যা হলো আনারের স্বাদ টক হয় । ফলের মিস্টতা বাড়ানোর জন্য কি করতে পারি অনুগ্রহ করে যদি বলতেন ।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/O2Uyum-Yj9w/v-deo.html

  • @debashisroy5582
    @debashisroy5582 4 місяці тому

    Dada ei fertilizer ki mango plant dewa jabe pata pora hobena toh

  • @mahinabdullah8464
    @mahinabdullah8464 Рік тому +1

    দাদা বড় জমি বা বড় বাগানের আগাছা দমনের জন্য কি ঔষধ ব্যবহার করবো?.
    উত্তর পাবো আশা করছি।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      বাজারে এই ধরনের প্রচুর ওষুধ আছে।সারের দোকানে গিয়ে খোঁজ করুন পেয়ে যাবেন।

  • @sumanghorui9320
    @sumanghorui9320 Місяць тому

    দাদা আমার থাইল্যান্ড বারোমাসি আম গাছ আছে। প্রচুর পরিমাণে মুকুল আসছে কিন্তু সব ঝরে যাচ্ছে একটাও আম হচ্ছে না। মুসুর ডালের মত বড় হলেই ঝরে পড়ে যাচ্ছে। কি করবো একটু বলে দিন।

    • @rajgardens
      @rajgardens  Місяць тому

      ua-cam.com/video/QMboP7V4pWw/v-deo.htmlsi=LQPLFB2OKi1Xo9te

  • @Mahasin2216
    @Mahasin2216 Рік тому +1

    থাই বারোমাসি আম চারা কোথায় পাবো ? দয়া করে একটু বলবেন।

  • @jagatjananidas3989
    @jagatjananidas3989 Місяць тому

    Sir amar kanon-vog mango ga6er patar niche gate gate onek potro-mukul bar ho6e ager bar sob kete blitox ligea diye O abar notun doga teo ek obostha ki korbo bol un

    • @rajgardens
      @rajgardens  Місяць тому

      এটি একটি গাছের হরমোনাল রোগ। যেটাকে ম্যাংগো ম্যালফর্মেশন বলে। এই নিয়ে পরে ভিডিও করবো। আপাতত অ্যাবনরমাল গ্রোথ গুলো হাত দিয়ে ভেঙ্গে নষ্ট করে দিন।

  • @syedanurunnaharahmedshukti9334
    @syedanurunnaharahmedshukti9334 2 місяці тому

    মাই‌ক্রো‌নিউ‌ট্রি‌য়েন্ট এর প‌রিব‌র্তে সিউইড দেয়া যা‌বে?

  • @knockstergaming2705
    @knockstergaming2705 Рік тому

    chikoo plant 3 years but fruit hoye na flowers dropping hoye plz suggest korun ki khaad devo ..uttar pradesh mathura

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/5c1H2bwgRQc/v-deo.html

  • @anitadevi4505
    @anitadevi4505 Рік тому

    Can I use this mixsoil while planting in ground reply pl..

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      হ্যাঁ, দিতে পারেন। তবে সঙ্গে সঙ্গে গাছ বসাবেন না। কম করে ১৫ দিনের পর।

  • @allinonecreation4039
    @allinonecreation4039 Рік тому +1

    দাদা আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি । আমাদের এখানকার মাটি দোআঁশ মাটি। এই মাটির জন্য উপযুক্ত কয়েকটি আম গাছের নাম যদি বলেন তাহলে খুব উপকৃত হতাম। উত্তরের অপেক্ষায় রইলাম।❤❤

  • @prasenjitbera6084
    @prasenjitbera6084 Рік тому

    Miyajaki mango afni kothay theke kinechen ?? ki vabe miyajaki mang pabo

  • @alokebhattacharjee007
    @alokebhattacharjee007 Рік тому

    Lebur mathi ki acidik na alkaline hote hobe

  • @BarnaliChatterjee-xe6ku
    @BarnaliChatterjee-xe6ku Рік тому

    দাদা flower booster কী .

  • @abdulhoque7216
    @abdulhoque7216 Рік тому

    দাদা আম গাছে মুকুল আসার পর কোন ধরনের কীটনাশক ও fangisade ব্যবহার করতে হবে। 1 লিটার জলে কত ml দিতে হবে । কত দিন পর পর জানাবেন প্লিজ। Thank you ❤

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      যেকোনো কন্টাক্ট বেশ ফাঙ্গিসাইড দু গ্রাম এবং ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক দু এমএল প্রতি লিটার জলে মিশিয়ে মুকুল অবস্থায় একবার এবং আম মটর দানা হলে আর একবার স্প্রে করবেন।

  • @mafruzaalam6101
    @mafruzaalam6101 Рік тому

    দাদা, গাছে ডাইবেক রোগ কেন হয়? এর সমাধান কি? এটা নিয়ে একটা ভিডিও বানালে উপকৃত হতাম।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/Q1Sek3xAgVA/v-deo.html

  • @subratade8866
    @subratade8866 Рік тому

    আপনার কাছে একটু সাহায্যের প্রয়োজন।
    আমি 3 মাস আগে মিশ্রাসার তৈরি করেছিলাম ( আপনার ভিডিও দেখে ) । সেটিকে একটি প্লাস্টিকের কন্টেনার ঢাকা দিয়ে রেখেছিলাম । কিন্তু উপরের দিকে সাদা তুলোর মতো কিসব বেরিয়েছে (কোনো জিনিস পচে গেলে যেমন সাদা ফাঙ্গাস হয়) । ওটা ফেলে দিয়ে মিশ্রসার গাছে দেওয়া যাবে ?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      মিশ্র সার তৈরি করে রাখলে এরকম হয়। হালকা ছায়াতে মিলে দিয়ে সারে একটু বাতাস লাগিয়ে নিন তারপর ব্যবহার করুন।

    • @subratade8866
      @subratade8866 Рік тому

      @@rajgardens অসংখ্য ধন্যবাদ আমার অসুবিধা বোঝানোর জন্য।
      কিন্তু আপনি ভিডিও বলেছিলেন মিশ্রসর বানিয়ে ব্যাবহার করা উচিৎ নয়।

  • @midelcalss9461
    @midelcalss9461 Рік тому +1

    Dada apnar bari kothay ektu bolben rojot dada

  • @SASGhost-nv5rm
    @SASGhost-nv5rm Рік тому

    স্যার জৈব সার আপনি যে অনুপাতে মেশালেন সেটার মধ্যে যদি নিম খোল আর কলার খোসা টা বাদ দি তাহলে কি বাকি জিনিস গুলোর অনুপাত একই রাখবো?

  • @bulbuldas4221
    @bulbuldas4221 2 місяці тому

    আম গাছে হাড়ের গুড়ো, শিং গুড়ো এসব দিলেই পাতা পোড়ে,স্রেফ অল্প পরিমানে রাশায়নিক সার,আর কিছু গোবর সার দিলেই হবে।আমার অভিজ্ঞতা থেকে বলছি

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro Рік тому

    নাইছ 🥰👉🇧🇩

  • @shameekacharya7153
    @shameekacharya7153 Рік тому

    দাদা,জৈব সারের সঙ্গে কি ০০৫০ দেওয়া যায় যেকোনো গাছে?আসলে প্রচুর কলার খোসা জোগাড় করা খুবই মুশকিল হয়।sop দিলে কি মাটির গুন নষ্ট হয়ে যায়?জানালে খুবই উপকৃত হই।ধন্যবাদ

    • @palas6
      @palas6 Рік тому

      গাছের গোড়ায় দেওয়া যাবে। সব থেকে ভালো হবে গাছে স্পে করে দিলে।

  • @hillolbanerjee2748
    @hillolbanerjee2748 Рік тому

    Apnar sprayer bottle er upor 1 ta video korle upokrito hotam

  • @nihadkiller2160
    @nihadkiller2160 Рік тому

    হাফ ড্রামের জন্য ১০০ গ্রাম ইউরিয়া দিলে গাছ শ্মশানে চলে যাবে না?

  • @nobinghorai565
    @nobinghorai565 Рік тому +1

    জিপসামের পরিবর্তে কি ব্যাবহার করা যেতে পারে?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      সব সময় সবকিছুর বিকল্প পদ্ধতি হতে পারে না।তবে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন তাতে কিছুটা জিপসামের কাজ চালিয়ে নিতে পারবে। তবে পাতায় স্প্রে করলে বেশি ভালো হবে।

  • @swapnadhar5365
    @swapnadhar5365 Рік тому

    নমস্কার। 🙏
    সাদা জাম গাছের রিপটিং কি এখন করা যাবে?
    সাদা জাম গাছ নিয়ে আপনার ভিডিওটা কবে আমরা দেখতে পাবো?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      হ্যাঁ, এখন করতে পারেন।

    • @swapnadhar5365
      @swapnadhar5365 Рік тому

      @@rajgardens thank you.🙏

  • @raushanminu7595
    @raushanminu7595 Рік тому +1

    আমার গাছের আম বড় হয়েছে, এখন কি সার আর ম্যানসার স্প্রে করবো ?

  • @dabolrrizvi6916
    @dabolrrizvi6916 11 місяців тому

    ভাইয়া আমি একজন ছাদ প্রেমী বাংলাদেশ থেকে দেখছি আমার ছাদে কিছু আমগাছ লাগিয়েছি খাদ্য হিসেবে কি কি প্রয়োগ করতে করবো

    • @rajgardens
      @rajgardens  11 місяців тому

      সামনে ডিসেম্বর জানুয়ারি থেকেই তো গাছে মুকুল আসতে শুরু করবে, এখন গাছের গোড়ায় ভারী খাবার দেয়ার সময় পার হয়ে গেছে। ১৫-২০ দিন পর গাছে পটাশিয়াম সালফেট এক চা চামচ এবং এক গ্রাম বোরন এক লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় দেবেন এবং স্প্রে করে দেবেন ১৫ দিন অন্তর দু-তিন বার।

  • @malay2709
    @malay2709 7 місяців тому

    Mukul asar pare o age ki sprey karbo,

    • @rajgardens
      @rajgardens  7 місяців тому

      আগামীকালের ভিডিওটি দেখে নেবেন।

  • @rajibroy1796
    @rajibroy1796 8 місяців тому

    Neem Khol dile bolche j aam gacher pata pure jaye?

    • @rajgardens
      @rajgardens  8 місяців тому

      হ্যাঁ, ব্যবহার করার দরকার নেই।

  • @shibuprashadsamadder8130
    @shibuprashadsamadder8130 4 місяці тому

    আমার কাটিমন আম গাছের পাতা পুড়ে শুকিয়ে যাচ্ছিল। আমি বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে গাছে আবার নতুন পাতা আনতে সখ্যম হয়েছিলাম। এরপর একদিন তরকারি পঁচান জল দেই। পরদিনই সবগুলো পাতা পোড়া শুরু হয়। এখন কি করবো দাদা।

    • @rajgardens
      @rajgardens  4 місяці тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করবেন।

  • @kgfpsch23fp
    @kgfpsch23fp 6 місяців тому

    Amar am gache ekhono ful ase ni..ki korle mukul dhorbe?

    • @rajgardens
      @rajgardens  5 місяців тому

      এখন তো আমের মুকুলের সিজিন নয়, আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। এই নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে দেখে নেবেন।

  • @pradipta2000
    @pradipta2000 Рік тому

    দাদা আম গাছের প্রবলেম এর জন্য আপনাকে কি করে ছবি পাঠাবো

  • @sharminnahar1215
    @sharminnahar1215 6 місяців тому

    Banana mango ki baromasi?
    Na hole ki mase mukul ase?

    • @rajgardens
      @rajgardens  6 місяців тому

      জানুয়ারি ফেব্রুয়ারীর দিকে মুকুল আসে। এটি বারোমাসি নয়।

  • @everythingofourlife5022
    @everythingofourlife5022 Рік тому

    আমার একটি আমগাছে এখন মুকূল আসছে ,এখন কী দেবো গাছে?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিন।

  • @dabolrrizvi6916
    @dabolrrizvi6916 11 місяців тому

    প্লিজ আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি

  • @elchandan
    @elchandan Рік тому

    Dada miyazaki te colour aseni keno

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গ্রিন নেটের নিচে থাকে তো তাই।

  • @debranjansain9723
    @debranjansain9723 Рік тому

    আমের স্পেশাল খাবার কি পেয়ারা গাছে দেয়া যাবে?

  • @nilmonirajak7181
    @nilmonirajak7181 Рік тому

    স্যার মুকুল আসার কত দিন আগে মিশ্র সারের প্রয়োগ করা বন্ধ করতে হবে যদি বলেন তাহলে খুব উপকৃত হবো? আর বারো মাসের গাছের ক্ষেত্রে কোন সময় মিশ্র সারের প্রয়োগ বন্ধ করতে হবে

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      নভেম্বরের প্রথমের দিকে মিশ্র খাবার দিয়ে বন্ধ রাখুন।

    • @nilmonirajak7181
      @nilmonirajak7181 Рік тому

      @@rajgardens ধন্যবাদ

    • @md.muhyminulhaque8629
      @md.muhyminulhaque8629 Рік тому

      @@rajgardens এটা যেকোনো গাছের ক্ষেত্রে করা যাবে ?? নভেম্বরের প্রথমের দিকে মিশ্র খাবার দিয়ে বন্ধ রাখার ব্যাপারটা???

  • @anuradhasarkar7566
    @anuradhasarkar7566 Рік тому

    Tar pratikar ki

  • @glossygarden9473
    @glossygarden9473 Рік тому

    এখন বেদানা গাছের পরিচর্যা কেমন হবে???

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/RUPejGER5p8/v-deo.html

  • @ibn_huq
    @ibn_huq Рік тому +1

    আমার আম গাছের অবস্থা বেশি ভালো নেই 😕, সব পাতা পুড়ে গেছে (কাটিমন)

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @bamapadaacharjee4047
    @bamapadaacharjee4047 Рік тому

    দাদা কোথায় ভুল হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না ৷ কম করে ৪০ টি আম গাছ পাতা পুরে মারা গেছে ৷ভাবছি ছাদে আম করা বন্ধ করে দেবো ৷ বড় ফলধরা গাছে ও পাতা পুড়ে গেছে ৷ কি করবো দয়া করে জানাবেন

  • @mrimaxediz9002
    @mrimaxediz9002 Рік тому

    আপনার আম গাছ গুলো কত ইঞ্চ টবে আছে

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ৮ থেকে ১২ ইঞ্চির মধ্যে।

  • @SangitaBiswas-er3gr
    @SangitaBiswas-er3gr Рік тому

    দানা অনু খাদ্য কি??

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      মাইক্রোনিউট্রিয়েন্ট

    • @SangitaBiswas-er3gr
      @SangitaBiswas-er3gr Рік тому

      @@rajgardens ধন্যবাদ দাদা

  • @syedanurunnaharahmedshukti9334

    এখন বৃ‌ষ্টির ম‌ধ্যে এই মিশ্র সার দেয়া যা‌বে কি?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      বর্ষার মধ্যে আপাতত এই খাবার দেওয়া বন্ধ রাখুন। কি ধরনের খাবার প্রয়োগ করবেন এই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে।

  • @anuradhasarkar7566
    @anuradhasarkar7566 Рік тому

    Aam gache poka kano hoy

  • @anirbangayen1085
    @anirbangayen1085 Рік тому

    Insecticide name fungicide name upni to chemical composition ta bol len

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      প্রায় চেষ্টা করি কেমিক্যাল কম্পোজিশনের নাম বলার।

  • @s.c1119
    @s.c1119 Рік тому

    পাকা আমের নামটা কি ?

  • @arefinazad
    @arefinazad Рік тому

    দাদা আপনার ফেসবুক আইডি লিংক টা দিলে উপকৃত হতাম

  • @rivumishra6396
    @rivumishra6396 Рік тому

    apnar amrapali mango niyeo onek sondeho ache,
    oita Amrapali mango noy

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      আমারও সন্দেহ আছে।

  • @smrafiqislam4074
    @smrafiqislam4074 Рік тому +1

    ❤দাদা ভিডিওটি যে কখন দেখবো,সহ্য হচ্ছেনা❤

  • @arefinazad
    @arefinazad Рік тому

    আপনার থেকে পরামর্শ নেওয়ার আছে