বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি || Ahmedabad To Statue Of Unity Train

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #statueofunity
    #ektanagar
    #statueofunitytentcity
    *******************************
    Statue Of Unity Booking Link -
    statueofunity.in/
    Hotel Amedabad - 9265218678 (TURAB INN ) 24 HRS CHECK OUT
    **********************************
    এই পর্বে আমার খরচ
    Ticket - 380
    Vistadome Ticket - 972
    Other Train - 936
    Auto - 20
    Food - 365
    Hotel - 500
    Total - 3,173
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Travel With Koushik"
    www.youtube.co...
    ~-~~-~~~-~~-~

КОМЕНТАРІ • 863

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  2 роки тому +551

    বন্যেরা বনে সুন্দর, বাবু তার সোনার কোলে, আর কৌশিক ভারতীয় রেলে🚂 রেল ফ্যান রা তৈরী থেকো... ডিসেম্বর এ ঝড় আসছে

    • @arghapal5806
      @arghapal5806 2 роки тому +7

      Darun hoache vedio ta

    • @BhaskarPorel97
      @BhaskarPorel97 2 роки тому +3

      হাই দাদা

    • @rahulmajumder6949
      @rahulmajumder6949 2 роки тому +2

      তৈরী আছি দাদা ❤️❤️

    • @arkyagupta6907
      @arkyagupta6907 2 роки тому +3

      Koushik jhor asche 😘😘💐🌻🌹🤗😍😍

    • @shubhadeepsaha1179
      @shubhadeepsaha1179 2 роки тому +1

      Opekkha korlm dada.... Tomar beautiful vlog pwar jonno ❤❤❤

  • @rikgoswami191
    @rikgoswami191 2 роки тому +1

    এতো দিন স্ট্যাচু অফ ইউনিটি ফটো, টিভি তে দেখেছি। আজ তোমার ভিডিও তে দেখে দারুন লাগলো

  • @balmikiray2268
    @balmikiray2268 2 роки тому +11

    বাংলায় স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে ট্র্যাভেল ভ্লগ এই প্রথম দেখলাম। শীতকালে যাওয়াটাই মনে হয় ভালো। অন্য সময় হয় গরম নয় বৃষ্টির দাপট সইতে হবে। ক্লান্তি‌ আর ক্ষিদে উপেক্ষা করে আমাদের জন্য ভিডিও বানাতে খুব কষ্ট করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому +2

      গেলে শীতকাল নাহলে খারাপ হাল

  • @soumyakumar3790
    @soumyakumar3790 2 роки тому +6

    সত্যি দাদা হ্যাটসওফ । তুমি আছো বলেই সম্ভব । তোমাকে যত দেখছি ততো অবাক হয়ে যাচ্ছি ‌। কৌশিকদা জিন্দাবাদ ❤️❤️❤️

  • @pallabroychowdhury434
    @pallabroychowdhury434 2 роки тому +17

    শুরু যখন করেছেন, তখন শেষ তো করতেই হবে। তাই, ফেরার পর্বও অবশ্যই দেখতে চাই। একে একে সব পর্বই দেখেছি। শেষটা আগের মতোই সুন্দর। এগিয়ে চলুন, সঙ্গে আছি ।।

  • @analdas6481
    @analdas6481 2 роки тому +5

    বিশ্বের সবচেয়ে উচ্চতম মূর্তির মধ্যে গিয়ে ব্লগ করছে বাঙালি ব্লগার এটা একমাত্র আমাদের কৌশিক দাদার দ্বারাই সম্ভব
    ভালো থেকো দাদা
    ত্রিপুরা আগরতলা থেকে তোমার ছোট ভাই ❤️❤️❤️

  • @debjaniporel4626
    @debjaniporel4626 2 роки тому +2

    ও: স্ট্যাজু অফ ইউনিটি খুব কষ্ট দিলো বিশেষ করে তোমার জুতো। ।যাই হোক আবার একবার যেতে হবে কচ্ছের রণ, পোরবন্দর, গান্ধী আশ্রম এই রকম অনেক বাকী রইল ,

  • @sultanajareen4323
    @sultanajareen4323 2 роки тому +6

    দাদা, খুব ভাল লাগে আপনার ভিডিও। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে দেখছি আপনার ভিডিও। হঠাত নোটিফিকেশন। সবচেয়ে ভাল লাগে যেটা সেটা হচ্ছে মনে হয় আপনি যেখানে যেখানে যাচ্ছেন, সেখানে আমিও যাচ্ছি। আশা করি সবসময় এমনি থাকবেন আপনার মত করে। জনপ্রিয়তার ভারে চেইঞ্জ হয়ে যাবেন না।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому +6

      জনপ্রিয়তা বলে কিছু নেই.. আজ যে প্রিয় কাল সে অপ্রিয়.. আর আগামী ভিডিও গুলোর সাথে আরো বেশি একাত্ম হয়ে যাবেন

    • @sultanajareen4323
      @sultanajareen4323 2 роки тому +1

      দাদা, আপনার ভ্রমণের জায়গাগুলোর বা মন্দির গুলোর ইতিহাস, চলার পথে জীবনের ছোট ছোট আত্মউপলব্ধির বহিঃপ্রকাশ, পশুপাখির সাথে খুনসুটি, আপনার আবেগ সব কিছু ভাল লাগে। তাই বলেছি চেইঞ্জ না হতে। আপনার জন্য সবসময় দোয়া✨

    • @sumanwithtrain3515
      @sumanwithtrain3515 2 роки тому

      @@sultanajareen4323 💯

    • @ratnadalui2217
      @ratnadalui2217 11 місяців тому

      Koushik vai video apakha thaki darun lage dakta ank কিছু notun dakta pai

  • @triptisaha1988
    @triptisaha1988 2 роки тому +16

    কতোটা কষ্ট করে আমাদের ভালো ভালো ভিডিও উপহার দাও। আশীর্বাদ করি তুমি আরও এগিয়ে যা-ও, আর আমাদের দেশ বিদেশ দেখার সুযোগ করে দাও।আমি বাংলাদেশ থেকে 🥰🥰🥰

  • @pampabandyopadhyay3275
    @pampabandyopadhyay3275 2 роки тому +1

    দারুণ লাগলো। আমরা তো এসব দেখিনি। তোমার সাথে মানস ভ্রমণ করে নিলাম। অনেক ধন্যবাদ। ভালো থেকো। 🙂🙂

  • @arianulshaikh2508
    @arianulshaikh2508 2 роки тому +1

    দাদা তোমার ভিডিও দেখতে যতো না ভালো লাগে তার থেকেও অনেক অনেক বেশি ভালো তোমার কথা শূনতে কারণ তোমার মতো এতো সুন্দর করে বুঝিয়ে বলা প্রত্যেক টা তথ্য দিয়া আর অন্য কনো ইউটিবার দিতে পরবে না। একদম মন থেকে বললাম।

  • @anganamukherjee7570
    @anganamukherjee7570 2 роки тому +1

    আমি তো পুরো ভিডিও দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি ব্লগ টা দেখে। এক মুঠো ঠাণ্ডা বাতাস সাথে আনন্দ মনোরম দৃশ্য দেখে মন ভালো হয়ে গেলো। ফাটাফাটি দাদা গুজরাট ভিডিও তো ফাটিয়ে দিয়েছেন আমাদের ভক্তজনের কাছে। রেলের ঝড়ের অপেক্ষায় থাকলাম জানি সেটাও দুর্দান্ত হবে। দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আর 1 নাম্বার ব্লগারের উচ্চশিখরে আপনাকে দেখতে চাই TWK সেরার সেরা বাঙালির ব্লগার ❤❤❤

  • @jayprokashadhikary6068
    @jayprokashadhikary6068 2 роки тому +4

    আমাদের বাংলায় এমন কোন মহান নেতা নেই,যিনি আমাদের মহানবিরপুরুষ মহান নেতা সুভাষচন্দ্র বসুর এরকম একটা মুর্তী তৈরী করবে.

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 2 роки тому +2

    অসাধারণ হয়েছে। পুরো গুজরাট সফর মনে গেথে থাকবে। জবাব নেই। অনেক শুভেচ্ছা রইলো।

  • @dolymukherjee3030
    @dolymukherjee3030 2 роки тому

    Tomar gujrat tour ar ae video ta jano sob thake basi valo laglo khub khub khub valo laglo, ,, ha tomar December r train er jhorar opekkhay roylam.

  • @debashisroy1415
    @debashisroy1415 2 роки тому +1

    Koushik tomar kobita gulo khub mojar tomar vlog gulo darun sundor Gujrat episode gulo khubbhalo laglo eto sundor Gujratke age lageni

  • @kalpananath9375
    @kalpananath9375 2 роки тому +1

    কৌশিক দারুণ লাগলো তোমার ভিডিও। গুজরাট ব্লগ অসাধারণ লাগলো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। ভালো থেকো।

  • @swapanchakraborty5244
    @swapanchakraborty5244 2 роки тому

    দারুন লাগলো স্ট্যাচু টা দেখে আমাদের ইন্ডিয়াতে অনেক কিছুই দেখার আছে যা নাকি তোমার চোখেই দেখতে চাই । অনেক ধন্যবাদ ,, ভালো থেকো ।

  • @abhinabosarkar7563
    @abhinabosarkar7563 2 роки тому

    খুব সুন্দর বাংলা ব্লগ স্ট্যাচু অফ ইউনিটি প্রথম দেখলাম..সেই সঙ্গে আপনার সুন্দর উপস্থাপনা মন ভরে গেল....

  • @swapannaskar8703
    @swapannaskar8703 2 роки тому

    তোমার কথা বলা আমায় মুগ্ধ করে। অপূর্ব তোমার নিদর্শন।

  • @ayanmukherjee5999
    @ayanmukherjee5999 2 роки тому +4

    সত্যি এক কোথায় অপূর্ব কৌশিক দা ❤️ তোমার মতো এত সুন্দর কেউ বোঝাতে পারেনি আজ পর্যন্ত .. এত সুন্দর ভাবে তুলে ধরার জন্যে অনেক অনেক ধন্যবাদ ❤️❤️

  • @sanjibgarai42
    @sanjibgarai42 2 роки тому +1

    সব কিছু ভালো লাগলো দাদা ভিডিও টা । তবে Vista dome coach এ কিন্তু ঠিক জমলো না শুধু 50 km, এই ট্রেন টা আমেদাবাদ থেকে ছাড়ে তখনই এই vistadome coach টা ট্রেন এর পিছনে দিলে ভালো হতো ।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому +1

      Vistadome না দিলেও হতো.. কিন্তু দিয়েছে ট্রেন টা কে আকর্ষিত করার জন্য

    • @sanjibgarai42
      @sanjibgarai42 2 роки тому

      @@TravelWithKoushik হ্যাঁ সেটাই দেখলাম ।

  • @papiasen8558
    @papiasen8558 2 роки тому

    দারুন দেখালেন।আমরা এই ব্লগ দেখে মনে হলো দ্বিতীয় বার দেখলাম। আমরা আপনারবাড়ী যাবর ব্লগ দেখতে চাই।

  • @saswatiganguly4679
    @saswatiganguly4679 2 роки тому

    Darunnnn....khub valo laglo ..sobtheke valo lage tomar kothabarta..kobitar sathe sathe ato sundor bhromon..statue of Unity..Durdanto..nxt journey dakhar ashai thaklam..valo theko

  • @badaldey5708
    @badaldey5708 2 роки тому

    খুবই ভালো লেগেছে।
    অজস্র ধন্যবাদ।
    একটা অনুরোধ আবারও করছি,
    আপনি যে শহর গুলোতে যান সেই শহরের কিছুটা দেখালে ভালো হতো।
    আমি বাংলাদেশ থেকে,
    হয়ত কোনোদিনই এইসব জায়গায় যাওয়া হবেনা তাই এই অনুরোধ।
    সবম্ভ হলে শহর গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন।
    ধন্যবাদ।
    ভীষণ ভালো থাকুন সবাই কে নিয়ে। ❤️❤️🙏🙏❤️❤️

  • @hiranyaroychaudhuri281
    @hiranyaroychaudhuri281 2 роки тому

    সত্যি তোমার তুলনা নেই।অবাক হয়ে তোমার চোখে সারা বিশ্ব দেখি ও দেখবো

  • @kaliprasadhalder6152
    @kaliprasadhalder6152 2 роки тому +2

    কৌশিক মানে নতুন কিছু কৌশিক মানে নতুন Advancher কৌশিক মানে নতুন কিছু দেখার সুযোগ। ভালো থাকবেন দাদা আর খুব খুব খুশি থাকবেন 🙏🙏❤️❤️❤️

  • @arpanmondal2001
    @arpanmondal2001 2 роки тому

    আজ তোমার দৌলতে লৌহ মানব এর দর্শন পেলাম। দারুণ উপভোগ করলাম।। ধন্যবাদ কৌশিক দা।।। ❤️❤️❤️❤️❤️

  • @sadboyrilix5564
    @sadboyrilix5564 2 роки тому +1

    খুব ভালো লাগলো দাদা
    এই প্রথম বার এত ভালো করে দেখলাম।
    ধন্যবাদ আপনাকে দাদা।

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu 2 роки тому +3

    সুন্দর লাগলো দাদা, আগামীতে ট্রেন ঝড়ের অপেক্ষায় রইলাম। ভালো থেকো দাদা ❤️🙏

  • @misteedey8285
    @misteedey8285 2 роки тому

    তোমার জন্য অনেক কিছু জানতে পারলাম, দেখতে পারলাম। অসাধারণ লাগলো। আরও অনেক কিছু দেখার আশায় রইলাম। ভালো থেকো সুস্থ থেকো কৌশিক ❤️

  • @debrajbag18
    @debrajbag18 2 роки тому +1

    এই সব আবার বলতে অবশ্যই dekbo.. এতেই তো একটু আনন্দ পাই 😌♥️
    মন খরাপপের সঙ্গী তোমার ভিডিও ♥️♥️

  • @dibyaroychowdhury6243
    @dibyaroychowdhury6243 2 роки тому +1

    Darun, Khub sundor, bhishon valo hoyeche video ta koushik da

  • @biswabrahman
    @biswabrahman 2 роки тому

    তোমার কেমেরায় দেখে নিলাম গুজরাটের সর্দার প্যাটেলের বিশাল মুর্তি!!! সত্যি ভাই তুমি খুব পরিশ্রম করে ভিডিও করছো!!! Thanks you...

  • @diptibiswas7295
    @diptibiswas7295 2 роки тому

    অসাধারণ একটি ভিডিও দেখলাম কৌশিক বাবু।আর ইচ্ছে করে তোমার জুতার গল্পো শোনানোর খুব ভালো লাগছে শুনতে।👌👌👌👌👌

  • @Fly_by_optics
    @Fly_by_optics 2 роки тому +8

    Statue of unity 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 jai hind

  • @tapobratakoley4287
    @tapobratakoley4287 2 роки тому +1

    দাদা পরের ব্লগের অপেক্ষায় রইলাম,আর তোমার এর আগেও জুতো ছিঁড়ে গিয়েছিল লে লাদাখ পর্বে, এবারে পরের পর্বে দেখিও তোমার সেই অসম্ভব সুন্দর বিমান যাত্রা।।

  • @arindamdas6771
    @arindamdas6771 2 роки тому +1

    সব কিছু তথ্যই পেলাম, খুব সুন্দর হয়েছে ভিডিও টা।

  • @koyelbiswas4744
    @koyelbiswas4744 2 роки тому +1

    সারাদিন কাজের পর্ আপনার্ video দেখতে খুবই ভালো লাগে।

  • @piyalisadhukhan7996
    @piyalisadhukhan7996 2 роки тому

    দারুন লাগে তোমার ভিডিও,,,,তোমার জন্য অনেক জায়গা বাড়ি বসেই দেখে ফেলেছি,,,,thak you,,,,আরো অনেক ভিডিও বানাও

  • @md.kamruzzamanchanchal3457
    @md.kamruzzamanchanchal3457 2 роки тому +2

    অনেক দিন পরে আবার ভিডিও পেলাম, ধন্যবাদ কৌশিক দা ❤️🇧🇩💕👍 শুভকামনা রইলো ভালো থাকবেন সবসময়।

    • @travellover6183
      @travellover6183 2 роки тому

      India visit Kore Jan ❤️

    • @md.kamruzzamanchanchal3457
      @md.kamruzzamanchanchal3457 2 роки тому +2

      @@travellover6183 জুন মাসে গিয়ে ছিলাম, হায়দ্রাবাদ।তা ছাড়া সমুদ্র গড় শশুর বাড়ী।মায়ের দেশ হুগলী , আপনার আজিম গন্জ্ঞ গেছি বহুবার।👍

  • @prodipTechDuniya
    @prodipTechDuniya 2 роки тому +1

    আজকের ভিডিওটা বেশ ভালো লাগলো। থাম্নেলটা তো অসাধারণ। দাদা আপনি ইউটিউবে যা যা ব্যবহার করেন এর আগের মতন একটা লিংক এর মাধ্যমে সবগুলো দিয়ে দিলে খুব ভালো হতো 😊

  • @abu7777
    @abu7777 2 роки тому

    সমস্ত বিষয়গুলো এত সুন্দর ভাবে তুলে ধরো যা খুব ভালো লাগে। ভ্রমণের অনেক ভিডিওই দেখি কিন্তু তোমারটা মনে হয়, সকলের থেকে আলাদা!

  • @hifivebandhura7361
    @hifivebandhura7361 Рік тому +1

    Thanks কৌশিকদা 🙏💯👍 Statue of Unity 🙏

  • @lipicachatterjee7852
    @lipicachatterjee7852 2 роки тому

    অপূর্ব খুব সুন্দর ভিডিও খুব ভালো লাগলো ফ্লাইটের ব্লগটা দেখার ইচ্ছে রইলো।

  • @SahebCreation0
    @SahebCreation0 2 роки тому +1

    salute dada amader bari bose desher louho purusher dorson koranor jonno..................... khub gorber kotha dada world er sob theke uchu statue amader deshe.... aro explore kore jao dada sathe achi

  • @CoolShiva_Gamer
    @CoolShiva_Gamer Рік тому

    Tomar toh ami fan❤. Satti jekhanei jai tomar guidance follow kori. Tomay onek onek onek bhalobasha r ashirbad🙌

  • @vroy5711
    @vroy5711 2 роки тому

    দাদা তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার ।আর কথাগুলো তো সেই, বুঝিয়ে বলাটা অসাধারণ। বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো

  • @dulaldatta5749
    @dulaldatta5749 2 роки тому +3

    দাদা আপনার সঙ্গে গ্রুপ ট্যুর করতে পারলে খুব খুব খুশি হতাম। ট্রেন ব্লগটি awesome!

    • @swarupghosh1570
      @swarupghosh1570 2 роки тому +1

      Amio chai

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому +1

      গ্রুপ ট্যুর করব তবে WB এর বাইরে.. কিছুদিন সময় দিন.. আরো কিছু জায়গা Explore করে নি..

    • @dulaldatta5749
      @dulaldatta5749 2 роки тому +1

      @@TravelWithKoushik অপেক্ষায় রইলাম দাদা। ❤️ You

  • @SanghamitraMandal
    @SanghamitraMandal 2 роки тому +1

    Fatafati, fantastic coverage, bhishon bhalo laglo Sardar Sarobor Dam.

  • @mazumdarkasturi
    @mazumdarkasturi 2 роки тому +1

    Statue of Unity niye vlog onekei baniyechen but tomar vlog ta dekhar jonno bohu din dhore wait korchilam.. Sotti bolchi Koushik, hard work pays off. Eto tai opurbo legeche bole bojhate parchi na 👌🏻Prochondo gorom, jutor oi condition tar sathe bikel obdi na khawa obosthay vlog banano.. eto tai porisrom korle keu top position e pouchote pare, eta tomay dekhe bojha jaye. U will always remain my favourite vlogger & dear friend. Spice Jet er journey dekhar opekkhay roilam👌🏻👍🏻

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому +3

      হিন্দি তে Vlog করলে না মিলিয়ন ছুঁয়ে নিতাম... আমার লেভেল এর info খুব কম Vlogger ই দেয়...

    • @mazumdarkasturi
      @mazumdarkasturi 2 роки тому

      @@TravelWithKoushik Jani Koushik, no one can cross u ..

  • @gharoaranna4553
    @gharoaranna4553 2 роки тому

    অসাধারণ লাগল ভিডিও টি। অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন।

  • @bivadebnath9207
    @bivadebnath9207 2 роки тому

    সত্যি অসাধারণ তোমার জন্য আমরা ঘরে বসে এতো কিছু দর্শন করতে পেরে নিজেকে ধন্য মনে করি ধন্য বাদ ভাই আমার খুব ভালো থেকো সবাই আর এই ভাবে আমাদের সুন্দর সুন্দর ভিডিও দিও all the best👍

  • @kamalakantapradhan3177
    @kamalakantapradhan3177 Рік тому

    পথে এবার নামো সাথি,
    পথেই হবে পথ চেনা।
    আপনার চলার পথ আরও সুগম হোক।

  • @jayantaguchait1541
    @jayantaguchait1541 2 роки тому

    খুব ভালো লাগলো ভিডিও কৌশিক দা। তোমার কথাবার্তা অসাধারণ

  • @siddhinathkar1190
    @siddhinathkar1190 2 роки тому +9

    ধন্যবাদ দাদা বাড়িতে বসে বসে এতো সুন্দর একটা সো দেখানোর জন্য😍😘🤩

    • @ayanmukherjee5999
      @ayanmukherjee5999 2 роки тому +1

      এটা কী ধরনের কমেন্ট??

  • @jahiruddin6976
    @jahiruddin6976 2 роки тому

    দাদা কিছু দিন আগেই আমরা গিয়েছিলাম
    দারুন জায়গা, খুব সুন্দর
    তোমার ব্লগ খুব ভালো লাগে ❤️❤️

  • @sougatabose7481
    @sougatabose7481 2 роки тому

    Excellent video koushik first time kono Bangali Blogger statue of unity explore korlo jio Bangali, awesome chaliyey jao Boss all the best.

  • @shekharkar2461
    @shekharkar2461 2 роки тому

    বেশ ভালো লাগলো 👌তবে বাঙালি হিসাবে আমার আবেগটা গুজরাটিদের ছাড়া ,,জানিনা কেনো ,,,,বিশেষ ভালো লাগেনি কোনো দিনই,,,অব্যশই আমার একান্ত মত।

  • @pritambaidya7743
    @pritambaidya7743 2 роки тому

    Nice vistadome coach for train r kono din vabi ni je tomar chok dia statue of unity dakbo khub valo laglo video ta sotti vlo laglo onek dhonyobad r valobasha dada ❤️👍👍😚😚😘😘😘

  • @susmitabiswas864
    @susmitabiswas864 2 роки тому

    খুব সুন্দর দাদা, দারুন।আর ঝড়ের অপেক্ষায় রইলাম

  • @dafadarbabu
    @dafadarbabu 2 роки тому +6

    একদিকে Statue of India আরেক দিকে Role model of Bengal UA-cam আমাদের কৌশিক দা❤

    • @vlogerboysourav9651
      @vlogerboysourav9651 2 роки тому

      Sotti koushik da tmi ato sundor details bolo darun ..... R majhe majhe tmr sairi gulo habby lage

  • @shubhashreeghosh6007
    @shubhashreeghosh6007 2 роки тому

    আপনার অনেক ধৈর্য্য দাদা নাহলে এই ভাবে এত গুলো দীর্ঘ লাইনে দাঁড়ানো সারা দিন না খাওয়া জুতোর ঐ হাল এত ক্লান্তি সব কিছু কে উপেক্ষা করে আপনি ছুটে চলেছেন।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому

      এখনো ট্রেন জার্নি করতে করতে আমাদের কমেন্ট পড়ছি

  • @kumkumsaha6341
    @kumkumsaha6341 2 роки тому

    অপূর্ব...অনবদ্য তোমার উপস্থাপনা কৌশিক.

  • @polychowdhury2497
    @polychowdhury2497 2 роки тому +1

    Amazing view 🥰❤ sotty bolte ek kothay apnar jonno e ghore bose ato kichu amra dekhte o jante parchi. Jodi kokhono jete pari apnar instruction gulo e jothesto hobe. 🥰🥰

  • @abhijittalukdar9431
    @abhijittalukdar9431 2 роки тому +1

    দাদা ভিডিওতে তোমার মজার প্রবাদগুলো শুনতে খুব ভালো লাগে🥰love from Dinhata

  • @rajibmondal6198
    @rajibmondal6198 2 роки тому +1

    1st time Dekhlam Ai video ta khub valo laglo

  • @kakolibag4882
    @kakolibag4882 2 роки тому

    Kub sundor laglo video ta. Dada tomar video dakha jonno wait kore thaki sobsomoyi

  • @mimisakib174
    @mimisakib174 2 роки тому +1

    **রেল ফ্যান রা তৈরী থেকো... ডিসেম্বর এ ঝড় আসছে** দাদা আমি তৈরী, ভালো থাকবেন দাদা, আমি বাংলাদেশ থেকে |

  • @s4somnath
    @s4somnath 2 роки тому

    খুব ভালো লাগছে আপনার ভিডিও খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর 👍👍👍👍❤️❤️❤️

  • @striveofsd
    @striveofsd 2 роки тому

    Last railway announcement ta Darun laglo...... 😍😍 thanks apnake, eto sundor vabe tule dhorar jonno

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 2 роки тому

    Very attractive video uploaded by koushik. Thanks.

  • @srilekhabhattacharyya2656
    @srilekhabhattacharyya2656 2 роки тому

    Ghare base sab darshan hoe jachhe.Khub bhalo lagchhe.Thank u.

  • @souravkapat8598
    @souravkapat8598 2 роки тому

    Tomar video er sob theke valo lagar jinis ho66e khub sundor vabe tumi journey take bornona koro.... Aneek valobasa Dada.. South 24 pgs er Amtala theke... Porer video er apekkha te roilam... ❤️❤️

  • @TapanDe-r3q
    @TapanDe-r3q Рік тому

    Jete na parleo absosh nei,
    Tomar chokhei dekhte pai,
    Valo theko amader koushik vai.

  • @ipsitasadhukhan8761
    @ipsitasadhukhan8761 2 роки тому

    Tomar sob video amii dekhio khub khub bhalo lagee Darun sundor bojhaooo tumii 👍

  • @kamaleshsaha4790
    @kamaleshsaha4790 2 роки тому +1

    দাদা তোমার অপেক্ষায় ছিলাম

  • @keyaganguly46
    @keyaganguly46 2 роки тому

    অসাধারণ লাগলো এই ব্লগটি। নিখুঁত ব্যাখ্যা পেলাম। ঘরে বসেই চমৎকার দর্শন হলো। অতুলনীয় অধ্যাবসায় আপনার। তবে বারে বারে অনুরোধ করবো - এতটা ঝুঁকি নিয়ে শুট করবেন না। আপনার নিরাপত্তা বাদ দিয়ে দেখতে চাই না। মনজুড়ানো ভ্রমন, তবে আপনাদের কষ্ট আমাদের ও কষ্ট দিল। প্রার্থনা করি TWK র অনেক সাফল্য। অনুরোধ/ আবদার রইল ফিরে আসার উড়ানের ভিডিওর

  • @buddhadebdasbairagya
    @buddhadebdasbairagya 2 роки тому

    Darun laglo mon vore gelo dada ei vabei agye cholo onek onek valobasha❣️❣️🇮🇳🇮🇳

  • @swatichatterjee5060
    @swatichatterjee5060 2 роки тому

    কৌশিক খুব ভালো লাগলো । খুব ভালো জিনিস দেখালে । আর আমি তোমার সব vlog এ like comnt করি । অন্তত উল্টো পাল্টা যা পারি লিখে দিই । ভালো ও সুস্থ থেকো 💞

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому

      কমেন্ট করলে ভালো লাগে

  • @priyasribag8490
    @priyasribag8490 2 роки тому +2

    Train journey gulo dekhte khub valo lage😍😍😍😍

  • @rahuladhikary6287
    @rahuladhikary6287 2 роки тому

    Darun koushik da❣️❣️ Cholo abr notun kono vromon a❤️

  • @shelleyroychowdhury1551
    @shelleyroychowdhury1551 2 роки тому +1

    Satisfactory vlog do appreciable. Always be blessed 🙌. Waiting for the next update vlog.

  • @bithikabiswas264
    @bithikabiswas264 2 роки тому

    Khub valo hoyeche video.... Train ta darun.... Parle ak bar Bhutan jaben kousik.... Surority dete pari osadharon lagbe...

  • @susmitasaha4978
    @susmitasaha4978 2 роки тому

    অনেক ধন্যবাদ আপনাকে অপূর্ব সুন্দর আর একটা vlog এর জন্য। এগিয়ে চলুন 👍

  • @sagarkumarbandyopadhyay9233
    @sagarkumarbandyopadhyay9233 2 роки тому

    কৌশিক,
    তোমার এই journey টা খুব tough ছিল। But এনজয় করা গেছে। ঘরে বসে আমরা তোমার video দেখছি, আর আনন্দ পাচ্ছি। ভালো থেকো। পরের video অপেক্ষায় থাকলাম।
    ধন্যবাদ।

    • @subirkumarbanerjee638
      @subirkumarbanerjee638 2 роки тому

      কে বললো কেউ like দেয় না।এতো এতো comments, এটা কি কিছু কম? যার জন্য আপনার এতো কষ্ট করা । তবে আপনার blog দেখে ভয় লাগল, এতো কষ্ট করে দেখতে গিয়ে পয়সা উসুল হবে তো ?

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому

      ওই জন্যই বলেছি যদি ইচ্ছে না হয় নাও আসতে পারেন

  • @bishalmajumder07
    @bishalmajumder07 2 роки тому

    অপূর্ব লাগলো দাদা ❤️❤️ সেরা ❤️❤️❤️ওঃ ❤️❤️দাদা‌ আমার ও statue of unity দেখা হলো ❤️ দাদা ami rail fan ❤️ ডিসেম্বরের ঝড়ের অপেক্ষায় রইলাম দাদা ❤️❤️love you dada ❤️ love you my travel lord ❤️❤️❤️❤️💫

  • @paramitaroy2412
    @paramitaroy2412 2 роки тому +6

    Thank you for sharing this amazing experience with us..🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @durlovghosh9309
    @durlovghosh9309 2 роки тому

    Extream energy koushik, sarirer dike kheyal rekho, tomar vedio r opekkhai thaki, agiye jao sange thskbo.

  • @atribanerjee666
    @atribanerjee666 2 роки тому

    Koushik da,, tmr prottekta video dekhi....Khub bhalo lage ❤️ ebhabei vlog korte thako ❤️ Amdr Ghorate thako Somostho jaigay ❤️ Sathe achi 🤗❤️ Khub bhalo theko, Sabdhane theko ❤️ R Ferar Flight r Vlog tao dekhte chaiiii 🤩

  • @videocreators3305
    @videocreators3305 2 роки тому +14

    অপূর্ব দৃশ্য ❤

  • @sikhamajumder9938
    @sikhamajumder9938 2 роки тому

    অপূর্ব সোন্দর্য দেখালে কৌশিক ভাই খুব ভালো থেকো

  • @arpitachatterjee479
    @arpitachatterjee479 2 роки тому

    Ai statue Of Unity bananor jonne koek ton steel iron supply diyeche Amader priyo sohor Durgapur(Paschim Barddhaman) er Durgapur Steel Plant ♥️ Durgapur er jinis o legeche Statue of Unity te tai amader gorbho bodh hoi aar Durgapur Steel Plant SAIL thanks for supporting lives and making feel proud for supplying steel , iron to Statue of Unity

  • @advsoumik4686
    @advsoumik4686 9 місяців тому

    Khub valo lage vai Koushik tomar blog, sab dekhi khub upokar hay, aibar Gujrat jabo, Gujrat blog dekhchi

  • @mamonisapno2227
    @mamonisapno2227 2 роки тому

    অবশ্যই দেখতে চাই আশায় রইলাম তবে এই পর্বের কিছু কথা দারুন লাগলো দাদা ভালো থাকবেন

  • @shubhadeepsaha1179
    @shubhadeepsaha1179 2 роки тому +2

    Love from nadia ❤.... Kolkata jawar somoi jodi via ranaghat jn hye jau thle obbsoi tar porer stop payradanga te nemo... Tomar sathe dekha korar khub iccha amr 🔥🥰❤

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 роки тому +2

      তোমার মনের ইচ্ছে নিয়ে আসবে নেক্সট Vlog

    • @shubhadeepsaha1179
      @shubhadeepsaha1179 2 роки тому

      @@TravelWithKoushik accha dada... Thank you so much dada 🥰🥰🥰....

  • @niladrighosh3b434
    @niladrighosh3b434 2 роки тому

    Darun video...khub valo laglo.. valo theko tumi..

  • @kakaliroy4855
    @kakaliroy4855 2 роки тому

    Koushik bhai tumi best vlog er jakhane jao sekhan ker sob kichu dakhao 💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕❣️❣️❣️❣️❣️

  • @sonalinag3348
    @sonalinag3348 2 роки тому

    Bhishon bhalo laglo tomar vlog , 1st time dekhlam .

  • @dibyenduchakraborty4712
    @dibyenduchakraborty4712 2 роки тому

    Kaushik darun hoyechhe vlog
    Darun darun