দীর্ঘ অপেক্ষার হলো আজ অবসান,মা এলো আমার বাড়িতে..আমেরিকা

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 3,7 тис.

  • @Probashirbangaliyana2587
    @Probashirbangaliyana2587 4 місяці тому +181

    আমি এই প্রথম comment করছি। আমরা যারা বিদেশে থাকি এবং কষ্ট করে একটু একটু করে নিজেদের সংসারটা সাজাই,একটা বাড়ি,একটা গাড়ি কিনি, তখন খুব ইচ্ছা হয় নিজেদের মা বাবাদের এনে দেখাই। কিন্তু তখন দেখা যায় মা বাবারা এত বয়স্ক হয়ে যায় যে তাদের পক্ষে আর অতদূর আসা সম্ভব হয়না। যেহেতু মেয়েরাই সংসারটাকে সাজায় তাই আমাদের ইচ্ছাটা একটু বেশিই হয়। আমার ক্ষেত্রেও তাই, বাবা মার বয়সের জন্য আসতে পারবেনা। তাই তোমার মায়ের আসাটা দেখেই নিজের স্বপ্ন পূরণ করছি,আজ মনে হলো আমার মাও এলো আমাদের বাড়িতে। অনেক wait করছিলাম এইদিনটা দেখার জন্য।

    • @sikhasinharoy-lh4vd
      @sikhasinharoy-lh4vd 4 місяці тому +2

      Amr Monta khusi te vore uthlo🎉

    • @dancenplaywithdrishti
      @dancenplaywithdrishti 4 місяці тому +3

      Khoobi relatable

    • @creativeanuprava5518
      @creativeanuprava5518 4 місяці тому +1

      আজ যে কতটা খুশির দিন সেটা বিবাহিত সব মেয়েরাই বুঝবে ,তাছাড়া তুমি তো অনেকটা দূরে থাকো । যখন আমরা ছোটো ছিলাম তখন কোথাও থেকে বাড়ি এসে মাকে দেখে কতটা খুশি ,কতটা নিশ্চিন্ত হতাম , যেনো মা আছে মানে আর কোনো বিপদ নেই ঠিক সেরকমই আজ মাসিমা কে দেখে মনে হলো তোমাকে দেখেই অনেকটা খুশি আর নিশ্চিন্ত । তোমার ভিডিও গুলো দেখলে মনে হয় ,এটা যেনো শেষ না হয় । আরও একটু চলুক ।তোমার মুখে শেষে" চলুন ভিডিও তাহলে এখানেই শেষ করছি "এটা শুনলেই মন খারাপ হয়ে যায় ।আবার একটা নতুন ভিডিও র অপেক্ষায় ।মাসিমাকে প্রণাম ।

    • @cookeatrepeatcanada
      @cookeatrepeatcanada 4 місяці тому

      Bujhte parchi. Amio aachi apnar sathe. Tobe khub bhalo laglo aaj video ta dekhe.

    • @suraiyamollah2544
      @suraiyamollah2544 Місяць тому +1

      Apnar you tube channel ta subscribe kore nilam

  • @bikashdutta2443
    @bikashdutta2443 4 місяці тому +10

    ভগবানের কি অসীম কৃপা যেভাবে আমরা বছরভর অপেক্ষা করে থাকি মায়ের আগমনের,ঠিক সেভাবেই তোমার বাড়িতেও মা এলো। জয় মা দুর্গা।

  • @mistigolu7300
    @mistigolu7300 4 місяці тому +46

    কাকিমা কে দেখে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না,,❤দীর্ঘ অপেক্ষার অবসান হলো ❤️🥰,,উনি যে ভালো ভাবে সুস্থ মতো পৌঁছে গেছেন তার মেয়ের কাছে দেখে ভালো লাগলো,, মনে যেন শান্তি আসলো অন্যরকম সাত বছর মানে সাত জন্ম ধরতে গেলে এত গুলো দিন পর কতদূর থেকে একাই তার মেয়ের কাছে প্রবাসে আসলেন এর থেকে খুশির খবর আর কি হতে পারে❤❤,,এবার প্রবাসে মেয়ে ,জামাই ,নাতি,নাতনী সহ দুর্গা মা কে দেখবেন,,ভালো থাকবেন❤❤

  • @PUNAMHalder-go8pc
    @PUNAMHalder-go8pc 4 місяці тому +13

    কাকিমার অপেক্ষায় আমরা ও ছিলাম।খুব খুশি আমরা সবাই❤❤❤❤❤❤❤এবার বেশ কয়েকটা দিন তোমার ভিডিওতে কাকিমা দেখতে পাবো।মা কাছে পেলো মেয়ে, জামাই, নাতি, নাতনী আর মেয়ে কাছে পেলো মাকে।অনেক ভালোবাসা তোমাদের সবাইকে ।ভালো থেকো সুস্থ থেকো।❤❤❤

  • @tapatibagchi4754
    @tapatibagchi4754 4 місяці тому +1

    তোমার মা কে এয়ারপোর্ট এ দেখে তোমাদের যেমন আনন্দ হলো আমার ও ভীষণ ভালো লাগলো,,, আসলে আমরা তো সবাই মা কে ছেড়ে শাশুড় বাড়ি সংসার করি,,, মা এর আগমন সত্যি ই অতুলনীয় ❤❤আনন্দ করো 🌹🌹

  • @GouriDhar-u1c
    @GouriDhar-u1c 4 місяці тому +12

    আমি আপনার ভিডিও দেখি মাঝে মাঝে কিন্তু এই ভিডিও টার অপেক্ষা ছিল। মা মেয়ের বাড়িতে আসার আনন্দে।মন টা ভরে গেল। আমার মায়ের কথা মনে পড়ে গেল।

  • @s.ghosh148.
    @s.ghosh148. 4 місяці тому +7

    সদ্য মা কে হারিয়েছি । এখনো অপেক্ষা করি মাঝে মাঝে ঘুমে দেখি মা এসেছে সব ঠিক হয়ে গেছে । ঘুম ভাঙলেই সব যেনো কেমন হারিয়ে যায়। আপনার এই 7 বছরের প্রতীক্ষা আমি যেনো নিজের না শেষ হওয়া অপেক্ষার সাথে মেলাতে পারলাম। । খুব ভালো থাকবেন দিদি মা কে নিয়ে। আপনার পুজো ভালো কাটুক।

  • @SwapnaDas-r1x
    @SwapnaDas-r1x 4 місяці тому +28

    দিদির বাড়িতে সাজো সাজো রব মা আসছেন তার বাড়িতে। সত্যি শুনে মনটা ভালো হয়ে গেলো।❤🎉

  • @dattatreyaghosh3806
    @dattatreyaghosh3806 4 місяці тому +3

    আমি vlogs দেখি নিয়ম করে কিন্তু কোনো দিনই কিছু লিখিনি কিন্তু বিদেশের মাটিতে তোমার বাড়িতে মা আশায় তোমার গলায় মা ডাকটা শুনে ভিশন আপ্লুত হলাম। ❤❤

  • @shreyasiroy417
    @shreyasiroy417 4 місяці тому +8

    আজ এক বছর হতে যায় আমার দিদা কে হারিয়েছি। আজ ও বিশ্বাস হয়না যে মানুষ টা আর নেই। ঠাম্মা, দিদা, দাদুরা যে কি অমূল্য সম্পদ যাদের থাকে না তারা আরো ভালো বুঝতে পারে। মেহা, রামা, আর তাদের দিয়া সবাই খুব ভালো থাকুক এই কামনা করি ।❤

  • @afrojakhatun8116
    @afrojakhatun8116 4 місяці тому +93

    যখন আপনার মা এর সাথে আপনাদের দেখা হল ,রামার দেখা হল ,,, আনন্দে মনটা ভাল হয়ে গেল,, হয়ত আমরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম 🎉❤❤

  • @JADAVKUMARKOLEYSVLOG
    @JADAVKUMARKOLEYSVLOG 4 місяці тому +1

    দিদিভাই আপনাদের এই খুশির ক্ষণগুলি আমাদের মতো দর্শকদের মনে কী আনন্দ জাগায় কী বলবো ভালো থাকবেন

  • @Mita102
    @Mita102 4 місяці тому +9

    সত্যিই এতো দিন পর মায়ের হাসি মুখটা দেখার অনুভূতি টাই আলাদা..!😌❤️

  • @pranjitdatta1661
    @pranjitdatta1661 4 місяці тому +877

    আজকে আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ ......... সবাই প্রার্থনা করবেন আমার বাবা যেখানে থাকুন যেন ভালো থাকুক 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @dipandat
    @dipandat 4 місяці тому +52

    দিদি তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমার মা আমার কাছে জার্মানি আসবে। একা তোমার মায়ের মত। Wheelchair ব্যবস্থা করে দেবো। কিন্তু তাও আমরা কেউ ঠিক জানিনা পুরো experience টা কেমন। কোথাও অসুবিধা হয় কিনা। কতটা সাপোর্ট পায়। আমার মা ইংলিশ ভালো জানেনা। তাই চিন্তা। Immigration -e ইংলিশে প্রশ্ন করলে তোমার মা কি ভাবে উত্তর দিয়েছিল, তখন কোনো help পেয়েছিল কিনা। তোমার মায়ের পুরো experience টা তোমার মা কে নিয়ে বসে যদি একটা ভিডিও করো আমার মত অনেকে খুব উপকৃত হব। স্পেশালি immigration কোশ্চেন নিয়ে আমার খুব চিন্তা।

    • @chaitalinath1022
      @chaitalinath1022 4 місяці тому +11

      আমার মা যখন আমেরিকা গিয়েছিলেন, আমার ভগ্নীপতি একটা সুন্দর উপায় বাতলে দিয়েছিল। একটা ফুলস্কেপ পেপারে একদিকে ইংরেজিতে মায়ের জিজ্ঞাস্য গুলি লিখে, পাশে বাংলায় তর্জমা করে দেওয়া হয়েছিল। যেমন, জল চাই, ওয়াশ্রুমে যাব ইত্যাদি ইত্যাদি। মা যা জিজ্ঞেস করবেন, এয়ারহোস্টেস পাশের অনুবাদ দেখে নিয়ে সেইমত ব্যবস্থা করবে।
      আপনিও এই উপায়টা করে দেখতে পারেন।

    • @dipandat
      @dipandat 4 місяці тому +1

      @@chaitalinath1022 wow so nice !!!

  • @dariapaul5245
    @dariapaul5245 4 місяці тому +375

    আজকের "নমস্কার, কেমন আছেন সবাই" এই কথাটার মধ্যে যেন একটা আলাদা উচ্ছ্বাস অনুভূত হলো..খুব ভালো করে সময় কাটাও মায়ের সাথে..❤

  • @jhinukbose7509
    @jhinukbose7509 4 місяці тому +12

    আপনার মতো আমাদের ও খুব আনন্দ হচ্ছে। রামার মুখটা আজকে আনন্দে ভরপুর❤❤
    আপনারাও ভালো থাকবেন ❤❤❤❤

  • @rinkidas4438
    @rinkidas4438 4 місяці тому

    Khub sundor laglo r may ra jane onek din por por maa k dekhar anondo kotota... eta sudhu may rai bujhbe.. ❤ valo thakben ❤️

  • @Nusratniha23
    @Nusratniha23 4 місяці тому +74

    আন্টি যখন বেরিয়ে এলো তোমাদের এক্সপ্রেশন বিশ্বাস করো আমি কতোবার যে দেখেছি হিসাব নেই।সত্যি গো তোমাদের দেখলেও শান্তি লাগে। ❤❤

  • @AmiKrishna5841
    @AmiKrishna5841 4 місяці тому +69

    ভাবছিলাম আজকেই ভিডিও টা দেবে টাই অপেক্ষায় ছিলাম।।। ভিডিও টা দেখে খুব খুশি হলাম দিদি।। ❤️☺️

  • @kakanmondal6128
    @kakanmondal6128 4 місяці тому

    Sotti masimar kache onek kichu sekhar ache, jekhane eto young boyoshe Amra ektu dur kothao jete voy pai sekhane eto dur bideshe ekai chole gelen, onek inspired holam onake dekhe, tomra sobai khub anodo koro❤❤❤

  • @sunandasingharoy7769
    @sunandasingharoy7769 4 місяці тому +12

    দিদি, তোমার ভিডিওর অপেক্ষা তো বরাবরই থাকে, কিন্তু এই ভিডিওটির অপেক্ষা সবচেয়ে বেশি ছিল। আমি নিজেও বাবা মায়ের কাছে সবসময় থাকতে পারিনা তাই তোমাদের মা যখন তোমাদের কাছে যাবে বলে বেরিয়েছেন সেইদিন থেকে আমি নিজের বাবা মায়ের আসার জন্য যেইভাবে অপেক্ষা করি ঠিক তেমনি অপেক্ষা করে ছিলাম।
    সবাই মিলে খুব ভালো থাকো। কাকিমাকে নিয়ে মজাই আনন্দে কাটাও দিনগুলো ❤😊

  • @bengaldrawingbook284
    @bengaldrawingbook284 4 місяці тому +21

    মামণি আপনি সুস্থ্য থাকুন এবং আনন্দ করুন আমেরিকার দূগা পুজো। মহুয়া দিদি আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। নেহার বহু দিনে ইচ্ছা সমপূর্ণ হল।❤❤❤❤❤❤❤❤

  • @arpitade8993
    @arpitade8993 4 місяці тому +1

    আপনার প্রতিটা ভ্লগের মধ্যেই একটা আলাদা ভালোলাগা আছে, আন্তরিকতা আছে, সত্যিই অনবদ্য।

  • @paolisahoo7260
    @paolisahoo7260 4 місяці тому +33

    4:21 eto anonder muhurto ta dekhe chokher jol dhore rakhte parlam na....khub valo theko ei vabei❤❤

  • @princesssomu8193
    @princesssomu8193 4 місяці тому +23

    খুব চিন্তাতেও ছিলাম আবার অপেক্ষা তেও ছিলাম 😊😊😊 খুব ভালো লাগলো আজকের ব্লগ টা❤❤❤❤

  • @somamajumdar9259
    @somamajumdar9259 4 місяці тому

    আজ তোমার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে যে তুমি কত খুশি। খুব ভালো। আনন্দে কাটাও মায়ের সাথে।

  • @bhaswatiroy1469
    @bhaswatiroy1469 4 місяці тому +5

    খুব ভালো লাগলো, সত্যি বিদেশে থাকলে বাড়ির কেউ এলে বড়ো ভালো লাগে, তোমাদের আনন্দের সঙ্গে সঙ্গে আমার ও খুব আনন্দ হচ্ছে।

  • @shrabonichatterjee288
    @shrabonichatterjee288 4 місяці тому +23

    আমার ক্লাস সেভেনের ছেলে এটা দেখে আপনার ব্লগ। কি আনন্দ পেয়েছে যখন মিষ্টি আলাপে একটুখানি দেখেছে যে দিদা আসছে,যেনো নিজের দিদা আসছে খুব খুশি হয়েছে দিদারআসার জন্য ক্যালিফোর্নিয়ায়

  • @tusharpurkite6865
    @tusharpurkite6865 4 місяці тому

    No words amar kache kono koto nai eto bhalo lagje dida ke dekhe jeno moneche amar dida ke ami niye aste gechi ❤❤❤❤

  • @OlisKitchen-ki6yo
    @OlisKitchen-ki6yo 4 місяці тому +8

    খুব ভালো লাগে দিদি আপনার কনটেন্ট, খুব positive vibe থাকে।

  • @shibanichaudhuri4040
    @shibanichaudhuri4040 4 місяці тому +4

    মা এসেছে মেয়ের বাড়িতে,, কত মজা, কত আনন্দ,,,
    খুব আনন্দ করো মহুয়া,, ভালো থেকো সবাই।

  • @sonalisantra9001
    @sonalisantra9001 4 місяці тому

    খুব ভাল লাগল মহুয়া,আমার মনে পড়ে গেল আমার মা বাবার আমার বাড়িতে আসার সময় গুলো ওনারাও ঠিক এই রকম পূজোর সময়ই আসতেন,রামার খুশিটাও আমার ছেলের দাদু দিদুকে দেখে খুশির মতই, আমার বাবা মা আর আসতে পারেন না বয়সের কারণে।যাইহোক সবাই ভাল থাকবে আর মাকে নিয়ে পূজোর আনন্দে মেতে ওঠো।❤❤❤

  • @sagarmahapatra1281
    @sagarmahapatra1281 4 місяці тому +8

    Uff darun anonda hochhe tomader..sotti mayer moto keo hoy na..ma thakle sob kichhui sundor lage,valo lage.. khub anonde theko tomra..rama o mehar din darun sundor vabe katbe..diya ke peye..jak valo theko sobbai ❤❤

  • @anuskadream4335
    @anuskadream4335 4 місяці тому +14

    কতদিন ধরে এই আজকের দিনটার জন্য বসেছিলাম জানো দিদিভাই যে কখন তোমার মা আসবে আর তুমি সুন্দর সুন্দর ব্লক আমাদের সাথে শেয়ার করবে।আজকের ব্লগটা আমার কাছে অনেক অনেক অনেক স্পেশাল বুক ভরে ভালোবাসা নিও আমার❤❤❤❤❤❤❤❤❤

  • @jyotighanta6254
    @jyotighanta6254 4 місяці тому

    আপনার ভিডিওগুলোর মধ্যে এত স্নিগ্ধতা থাকে যে বার বার মন টানায় একটু দেখি আর যখনই দেখি তখনই মনে হয় আরও ভিডিওটা বেশ কিছুক্ষণ হলে ভালো হতো ❤

  • @DishaMoni-s7e
    @DishaMoni-s7e 4 місяці тому +13

    দিদি তোমার বাড়িটা একদম পরিপূর্ণ হয়ে গেছে, কি যে ভালো লাগছে❤

  • @BikiRahaman-ty4kp
    @BikiRahaman-ty4kp 4 місяці тому +8

    এই ভিডিও টির জন্য অনেক অপেক্ষা করছিলাম। আপনার মায়ের সঙ্গে বেশি বেশি ভিডিও বানান।

  • @manjurrahman910
    @manjurrahman910 4 місяці тому +1

    আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো আপনার আম্মুকে দেখে। আজ আপনি ও আপনার পরিবার অনেক আনন্দ উপভোগ করুন এই দোয়া রইল।

  • @আমারছোট্টচ্যানেল

    আমরাও অপেক্ষায় ছিলাম আপনার মা কবে আসবে।। খুব ভালো লাগলো ভিডিওটা দেখে।। ❤❤❤❤

  • @nilanjanaroy589
    @nilanjanaroy589 4 місяці тому +200

    খুব খুশি হলাম দিদি❤ সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন video দেবে তুমি 😊

  • @anamikasarkar8461
    @anamikasarkar8461 4 місяці тому

    ❤❤ খুব আনন্দ করে কাটাও মা এর সাথে , যতদিন মা এখানে আছেন ।ভাল থেকো ❤❤

  • @priyankaraha1694
    @priyankaraha1694 4 місяці тому +5

    দিদি এই ব্লগ টা অপেক্ষা ছিলাম। সবাই ভালো থেকো। মাসিমা ভালো থাকবেন।

  • @saswatimukherjee8260
    @saswatimukherjee8260 4 місяці тому +7

    আমিও মেদিনীপুরের লোক, মুড়ি আমারও খুব প্রিয়,ঘরে মুড়ি থাকতেই হবে,...আপনার vlog এ আপনার কথা বলার ধরন অনন্য...পরিবারের সবার আন্তরিক ব্যবহার ভালো লাগে,এই আন্তরিকতা টাই আজ হারিয়ে যাচ্ছে...ভালো থাকবেন,নমস্কার

  • @sarbanidatta7663
    @sarbanidatta7663 4 місяці тому

    আমরাও অপেক্ষায় ছিলাম এই দিনটার, আর মহুয়া তোমার গলার উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছে তুমি কত খুশি আজ আর এটা তো হওয়ারই কথা,তোমার আনন্দে আমরাও আজ খুব খুশি, ভালো থেকো আর মায়ের সাথে অনেক অনেক গল্প করো 😊

  • @mousumighosh7198
    @mousumighosh7198 4 місяці тому +33

    মহুয়া,ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনার মা নিরাপদে আপনাদের কাছে পৌঁছে গেছেন। খুব ভালো লাগছে,খুশী হয়েছি। কোনোদিন সামনা সামনি দেখা হবে কিনা জানিনা, তবুও আপনারা সবাই আমাদের আপনজন হয়ে উঠেছেন। মেহুর স্কুল ফেরত দিদাকে দেখে যে আনন্দ উচ্ছাস তা দেখার অপেক্ষায় রইলাম....আশা করি দেশে বাড়ির আর সবাই ভালো আছেন....মায়ের সাথে প্রাণভরে আনন্দ করুন....আর ভিডিওর মাধ্যমে সেই আনন্দের ভাগীদার হওয়ার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন আর ভালোবাসা নেবেন❤❤❤❤

    • @MamataDe-z8r
      @MamataDe-z8r 4 місяці тому

      খুব ভালো লাগলো ভিডিওটি মায়ের সঙ্গে আনন্দে দিন কাটাও।

  • @mitachatterjee454
    @mitachatterjee454 4 місяці тому +3

    মাসীমা অনেক সাহস নিয়ে গিয়ে ছেন। অনেক অল্প বয়সে এই সাহস পাবে না। খুব ভালো লাগলো। 🙏🙏

  • @saroda08
    @saroda08 4 місяці тому

    আমরা ও সব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, খুব ভালো লাগলো তোমার মা কে তোমাদের সঙ্গে দেখে....❤😊🙏

  • @NandiniBanerjee-df5gs
    @NandiniBanerjee-df5gs 4 місяці тому +11

    মন ভরে গেলো আজকে ব্লগটা দেখে, এই আনন্দের অনুভূতি একেবারেই আলাদা😊

  • @MrAngshu-p1r
    @MrAngshu-p1r 4 місяці тому +347

    এই বয়সেও মাথায় এতো চুল দেখলে চোখ জুড়িয়ে যায়। একজন পার্ফেক্ট মা❤

    • @PinkiManki-jw6jd
      @PinkiManki-jw6jd 4 місяці тому +8

      Beautiful ❤

    • @keyaslifestyle26
      @keyaslifestyle26 4 місяці тому +36

      মা পারফেক্টই হয়

    • @RakhibulHasan-vy6pm
      @RakhibulHasan-vy6pm 4 місяці тому +49

      কেন চুল না থাকলে কি পারফেক্ট মা হতে পারে না কেউ? পৃথিবীর সব মায়েরাই পারফেক্ট

    • @MrAngshu-p1r
      @MrAngshu-p1r 4 місяці тому +24

      @@RakhibulHasan-vy6pm না আমি কাকিমার চুলের প্রশংসা করেছি তার মানে এই নয় যে চুল আছে বলেই সে পারফেক্ট। শ্রদ্ধা সব মায়েদের জন‍্য। কিন্তু ঘরে বাইরে সব মানুষ সমান হয় না। আপনার হয়তো দেখা হয় নাই সেই মায়েদের সাথে যারা পারে না অনেক কিছুই সন্তানদের জন‍্য করতে। মা কথা টার ব‍্যাপ্তি অনেক। প্রসব করলেই মা হওয়া যায় না। ভালো থাকবেন।

    • @madhul7566
      @madhul7566 4 місяці тому +5

      Ma ra sobaiee perfect hoy.

  • @regalislivekitchen1591
    @regalislivekitchen1591 4 місяці тому

    Khub sundor.... Maa jokhon ase meyer barite tokhon ki je anondo hoy mone seta bole bojhanor moto noy. Khub valo theko sobaike niye. 😊❤❤❤

  • @Risucrafts
    @Risucrafts 4 місяці тому +11

    Notification দেখেই চলে এলাম❤

  • @pritamporel468
    @pritamporel468 4 місяці тому +24

    অনেক অপেক্ষার অবসান অবশেষে মা তার মেয়ের কাছে এলো প্রবাসে এর থেকে ভালো মুহূর্ত কি আর হতে পারে একসাথে প্রবাসে দুর্গাপূজার সময় কাটানো❤

  • @pamelmajumder2223
    @pamelmajumder2223 4 місяці тому +1

    দিদি তোমার এই মুহূর্ত টা দেখে চোখে জল চলে আসল। সত্যি মেয়েদের জীবনটা বড় কঠিন। আজ মেয়ে থেকে মা হয়ে উঠতে গিয়ে কখন যে আমরা আমাদের মা বাবার সাথে থাকার সুন্দর মুহূর্ত গুলো ও হারিয়ে ফেলি তা কেও বুঝতে পারবেনা।

  • @chitradutta3873
    @chitradutta3873 4 місяці тому +9

    Aii video tar jonno koto অপেক্ষায় ছিলাম ❤❤ তোমরা সবাই খুব খুব ভালো থেকো

  • @kathalahiri1985
    @kathalahiri1985 4 місяці тому +772

    অপেক্ষায় ছিলাম এই দিনটির।

  • @amitshil5396
    @amitshil5396 4 місяці тому

    Khub sundor laglo 🥰🥰🥰🥰❤️❤️ maa monai onek onek valobasha koto abdar koto golpo😊😊😊

  • @soumitahalder8984
    @soumitahalder8984 4 місяці тому +7

    Yeeeee apnader anonder moddhe nijer anondo khuje niyechi amra❤

  • @Khowlader870
    @Khowlader870 4 місяці тому +3

    অনেক কষ্ট করে এসেছে।কত দুরের রাস্তা। খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই

  • @aninditaroychowdhury6257
    @aninditaroychowdhury6257 4 місяці тому

    Tomar maa ke dekhe khub bhalo laglo. Masi maa ke amar pronam janai 🙏. Aaj 2 years holo amar maa na ferar deshe chole giyeche ,tai karo maa ke dekhle mon ta khub bhalo lage. Khub bhalo theko tomra. 😘❤

  • @sarzinaahmed5856
    @sarzinaahmed5856 4 місяці тому +6

    বাংলাদেশ থেকে দেখছি...
    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে❤❤

  • @debasreechowdhury5834
    @debasreechowdhury5834 4 місяці тому +56

    কাকিমা কে চুরিদার পরে বেশ ভালোই লাগছিলো ....... কাকিমা খুব sweet 😊

  • @aditiBatabyal-j2l
    @aditiBatabyal-j2l 4 місяці тому

    খুব সুন্দর এই ভিডিও ❤
    মা কে কাছে পাওয়ার আনন্দ আর কি হতে পারে!
    মা কে নিয়ে সবাই মিলে খুব আনন্দ করো 🎉❤

  • @lijasvlog
    @lijasvlog 4 місяці тому +11

    এই অপেক্ষার অবসান ঘটলো।।😢😢এই মাত্র দেখতে এলাম ভিডিও এসছে কিনা,,এসে দেখি আসে নি,, একরাশ কষ্ট নিয়ে UA-cam থেকে বেরিয়ে গেলাম,, আবার সাথে সাথে হাতের touch এ youtube open হয়ে গেল। তারপর শেষমেশ অপেক্ষার অবসান ঘটলো।।❤😊❤

  • @moumitabrahma6307
    @moumitabrahma6307 4 місяці тому +23

    মনে হচ্ছে মহুয়া দির সাথে সাথে আমাদের ও মা বাড়িতে এলো😊❤

  • @aditibiswas2464
    @aditibiswas2464 4 місяці тому +1

    আজকের এই video‌ টার জন্য সত্যিই খুব অপেক্ষা করছিলাম। মাসিমা কে দেখে এতো আনন্দ হচ্ছিল কী বলবো। আজ থেকে আমরা এক অন্য ধারার vlog দেখবো। সত্যিই কি যে আনন্দের দিন আজকে। মা-বাবারা বোধহয় এমনি হয়, রান্না যেমনি হোক না কেন তাদের ভালো লাগবেই। একসঙ্গে খুব আনন্দে কাটাও দিনগুলো ❤❤

  • @dipikamannaruidas4746
    @dipikamannaruidas4746 4 місяці тому +3

    ❤Khub Valo laglo video ta... ❤
    🥰Tomra sobai Valo theko 😊🥰

  • @SakuntalaMallick-mm1tl
    @SakuntalaMallick-mm1tl 4 місяці тому +7

    সকাল থেকে অপেক্ষা করছিলাম ❤❤❤❤❤ ব্লক দেখার জন্য ভালো থাকবেন দিদি ভাই❤❤

  • @antarabiswas124
    @antarabiswas124 4 місяці тому

    এত সুন্দর একটা video
    একটা মেয়ের কাছে তার মায়ের আগমন কত যে সুন্দর লাগছে এটা দেখে।মন টা খুব ভালো হয়ে গেলো ❤❤বিয়ের পর আমরা মেয়েরা এমনিতেই অনেক টা দূরে চলে যাই,, আর দিদি তুমি তো আরও কত দূরে।
    খুব ভালো থাকো।মা কে নিয়ে অনেক মজা করো❤

  • @Taniahimani
    @Taniahimani 4 місяці тому +13

    ❤❤❤
    তবে দিদিভাই সব viewers দের সময় করে একটু কমেন্টের Reply দিলে আমরাও খুব খুশি হই ।। জানি যে সব একা হাতে সব সামলাও। অনেক অনেক ভালোবাসা ❤

  • @RiyaGhara-r3l
    @RiyaGhara-r3l 4 місяці тому +8

    অপেক্ষায় ছিলাম এই ভিডিও টার জন্য❤❤

  • @littleflowerspandan380
    @littleflowerspandan380 4 місяці тому

    খুব ভালো লাগলো দিদি মা বাবা কাছে থাকলে স্বর্গ মনে হয়। খুব ইচ্ছে করে নিজের কাছে নিয়ে এসে একটু যত্ন করি মাকে দেখায় যে মা দেখো তোমার মতোই মা হয়েগেছি আমি এখন। খুব মজা করো আনন্দ করো দিদি মা কে নিয়ে তোমার পুজো আবার দারুন কাটবে আর অনেক গল্প করো মায়ের সাথে। ভালো থেকো অনেক ভালোবাসা সবার জন্য ❤️❤️❤️

  • @MistyRoy-dy4nf
    @MistyRoy-dy4nf 4 місяці тому +121

    আমার মত কে কে এই দিনটা দেখার জন্য অপেক্ষা করছিলে।❤❤❤❤

  • @TastyfoodwithSima
    @TastyfoodwithSima 4 місяці тому +14

    তোমার সাথে আমরাও অপেক্ষাই ছিলাম❤❤❤

  • @akritipanda8863
    @akritipanda8863 4 місяці тому

    তোমার ব্লগ দেখতে দেখতে না কখন যে আমি সেই আনন্দের হাসিটা হেসে ফেলেছি বুঝতেই পারিনি। সত্যিই আজ তোমার দারুন আনন্দের দিন।

  • @AnitasVlog681
    @AnitasVlog681 4 місяці тому +5

    নোটিফিকেশন দেখে চলে এলাম তোমার ভিডিওতে❤❤

  • @SolankiBarui-ue7fb
    @SolankiBarui-ue7fb 4 місяці тому +132

    Vaba jai 3 মিনিটের মধ্যে 5k+ view ,,,,,কত ভালবাসে সবাই তোমাকে

    • @siddharthsentertainment5343
      @siddharthsentertainment5343 4 місяці тому +2

      Akdom tai❤

    • @nazimaparvin584
      @nazimaparvin584 4 місяці тому +1

      One hour a one luck vabajai ,amra shoby Mahua k j khub valobashi

    • @SkySnehaBlogger
      @SkySnehaBlogger 4 місяці тому +1

      ar 1 hours 1laks

    • @suvankarpal4304
      @suvankarpal4304 4 місяці тому +1

      সবাই আবদার কর একটু যদি বড় ব্লগ দেওয়া সম্ভব হয়।

    • @MaulinAgrawal1217
      @MaulinAgrawal1217 4 місяці тому

      @@nazimaparvin584tar sathe mashima keo dekhar jonno asthir

  • @Asharoy__0271
    @Asharoy__0271 4 місяці тому

    বহু বছর পর মাকে কাছে পাওয়ার অনুভূতি টাই অন্যরকম হয় ❤ পরের ভিডিও টি তারা তারি দিও এখনও মেহাকে আনন্দ করতে দেখা বাকি আছে ❤খুব ভালো থাকো তোমরা ❤❤❤❤

  • @JaGaming-p9i
    @JaGaming-p9i 4 місяці тому +7

    অনেক খন অপেক্ষা করছিলাম,, তোমার এই ব্লগ টার জন্য

  • @indranibhaduri7581
    @indranibhaduri7581 4 місяці тому +5

    আজ তোমার খুব আনন্দের দিন মা কে কাছে পেয়েছো তোমাদের মা মেয়ের খুব মিল, মা একটু রেস্ট নেওয়ার পর জমিয়ে গল্প কোরো meha আসার পর খুব খুশি হবে পুজোয় enjoy কোরো

  • @AparnaPailan
    @AparnaPailan 4 місяці тому

    মা মানে প্রত্যেক সন্তানের কাছে এক আলাদা অনুভুতি।। ভালো থাকুক পৃথিবীর সকল মা ❤❤❤

  • @anuskadream4335
    @anuskadream4335 4 місяці тому +58

    আপনার ব্লগ দেখলে দেখতেই থাকতে ইচ্ছে করে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনার ব্লগ একটুও ভালো লাগে না ।যখন ব্লক শেষ হয় তারপরে কি করি জানেন আরেকটা ব্লক চালিয়ে দেখি অনেক দেখি অনেক মন ভরে না প্লিজ দিদিভাই এবার দিয়ে দয়া করে বড় বড় ব্লক ছাড়বেন❤❤❤❤

  • @camelliamaji5428
    @camelliamaji5428 4 місяці тому +6

    আজকের দিনটার জন্য আমরাও অপেক্ষায় ছিলাম ❤❤

  • @jayatiroy6938
    @jayatiroy6938 4 місяці тому

    তোমার ভিডিওটা ভীষণ ভালো লাগলো। দাদু ঠাকুমার সাথে সমস্ত নাতি নাতনিদেরই মনে হয় খুব সুন্দর একটা সম্পর্ক থাকে। এটা যুগ যুগ ধরেই চলে আসছে। তোমার ভিডিওটা দেখে খুব ভালো ❤️❤️

  • @riyadas8358
    @riyadas8358 4 місяці тому +13

    কতক্ষণ wait করছিলাম এই video টার জন্য ❤

  • @SomSarkar-b6g
    @SomSarkar-b6g 4 місяці тому +18

    আমি বাংলাদেশ থেকে দেখছি আজ খুশি ও লাগছে আবার মন খারাপ ও লাগছে কারণ আমার দিদা আর নেই চলে গেছে ভগবানের কাছে আজ তার কথা খুব মনে পড়ছে 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤😢😢😢

  • @sudiptadas96215
    @sudiptadas96215 3 місяці тому

    Tomai dekhe koto kichu sikhe jachhi ki sundor sobkichu guchiye taratari kore felo r jethima keo khub valolagche Bidesher matite dekhe ❤

  • @kalyanikhanra4430
    @kalyanikhanra4430 4 місяці тому +3

    এই ভিডিও টার জন্য অপেক্ষায় ছিলাম দিদি❤

  • @sutapabose1034
    @sutapabose1034 4 місяці тому +18

    মাসিমা যে ভালোভাবে পৌঁছে গেছেন, এটাই অনেক। তুমি ঠিক বলেছো মহুয়া, আমার বড়পিসিশাশুড়ির বয়স ঐ বিরাশি কি তিরাশি বছর। তিনি গতবছরেও একাই সানফ্রান্সিসকো গিয়েছিলেন তাঁর মেয়ের কাছে। একটু সাহস করে যদি মেসোমশাইও মাসিমার সঙ্গে আসতেন, তাহলে মাসিমার আর তোমাদের সকলেরই খুব ভালো লাগতো।

  • @soumyakumar3790
    @soumyakumar3790 4 місяці тому +1

    মেদিনীপুর থেকে এত দূর যাওয়া। সত্যি দিদার মনটা খুব স্ট্রং আছে বলতে হবে । দিদির বাড়ির চারপাশটা আমার দারুন লাগে । কি সুন্দর পাহাড় আছে । দিদা এসেছে এখন রামাকে বিশাল আনন্দ ❤❤❤

  • @sanjayrana5616
    @sanjayrana5616 4 місяці тому +15

    Eber akdin vai r Mitun keo niye jeyo 😊

  • @riyasingha1848
    @riyasingha1848 4 місяці тому +80

    অনেকক্ষণ থেকে এই একটা নোটিফিকেশন এর অপেক্ষায় ছিলাম...তাই নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে চলে এলাম দিদিভাই এর ভিডিও দেখতে। আমার মতো সবাই তাই করেছেন কী ঠিক বললাম তো ❤❤😊😊

  • @susmitasubhangee6418
    @susmitasubhangee6418 4 місяці тому

    Kakima ke dekhe khub valo laglo go ।eto ta jaurny kore eseche tomar kache ar baccha ra o khub khusi দিদুন k peye

  • @shubhanshisen5488
    @shubhanshisen5488 4 місяці тому +8

    First viewer didi, notification payoya matro e chute elam❤❤❤❤

  • @MeghabarnaChowdhuryChowd-ku3hp
    @MeghabarnaChowdhuryChowd-ku3hp 4 місяці тому +8

    ❤❤ খুব খুব খুশি আমি তোমার কাছে তোমার মা গেলো আন্টি 😊😊😊😊😊😊😊😊😊

  • @tarunbhunia2163
    @tarunbhunia2163 4 місяці тому

    সত্যিই আনন্দটা যেন নিজের নিজের মনে হচ্ছে।।।❤❤❤❤❤❤

  • @payelscreations1365
    @payelscreations1365 4 місяці тому +5

    2 din thake wait korchilam....aktu por por UA-cam khule khule dakchilm...kokon ashbe ai vlog ti... finally vlog ta cholei alo...ki je moja lagche bole bhujhate parbo na

  • @triptijana3844
    @triptijana3844 4 місяці тому +4

    অপেক্ষার অবসান। আমিও অপেক্ষায় ছিলাম কখন ভিডিও টা দেবেন।

  • @somachatterjee8572
    @somachatterjee8572 3 місяці тому +1

    Tomar kotha sunte sunte chokta jole bhore elo go ,anekgulo bochor hoye gelo maa ke hariechi but tao mone hoy sob ei sei diner kotha.protita muhurto
    Khub miss kori jano

  • @Nilay59
    @Nilay59 4 місяці тому +5

    দীর্ঘ অপেক্ষার অবসান করে সেই দিনটা চলে এলো ❤