বেশ ভালো লাগল। আমার বাসা বর্তমানে রংপুর বিভাগের নীলফামারীর জেলার ডোমার উপজেলায় ,যার কাঁটাতারের ওপারে হলদিবাড়ি। আমার পূর্বপুরুষের বাসস্থান ছিল কোচবিহারের বোয়ালমারিতে ।তারা ১৯৪৭ পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ব পাকিস্তানে বিনিময় সূত্রে চলে আসেন ।তাদের মুখে বহুবার জলপাইগুড়ি ,কোচবিহার এসব জায়গার নাম শুনেছি ।নিজ চোখে পূর্ব পুরুষদের জন্মস্থান দেখার জন্যে ভবিষ্যতে এসব জায়গাতে যাওয়ার ইচ্ছে আছে । আপনার ভিডিও সাবলীল ও তথ্যবহুল। দেখে ভালো লাগল 😊
তোমার পূর্বপুরুষরা খুবই ভিতু ছিল। তারা জন্মস্থান থেকে ভয়ে পালিয়েছে। আমাদের এখান থেকে অনেকে বাংলাদেশে পালিয়েছে ,পরে দেখা গেল সবকটাই ভীতু ছিল। কলিজা খুবই ছোট।
ভালো লাগলো আপনার কমেন্ট দেখে। হ্যাঁ , বান্ধব নাট্য সমাজ ও আর্য নাট্য সমাজ এ একসময় যে কত পারফর্ম করেছি , কিন্তু এখন মন ভারী হয়ে ওঠে । আরো , আমার এই সামান্য চেষ্টা, যে আপনার ভালো লেগেছে, সেটা জেনে খুব ভালো লাগলো । অসংখ ধন্যবাদ। খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন ।
ভাই , ভালো লাগলো তোমার কমেন্ট দেখে। ঠিক ই , ইউরোপিয়ান ক্লাব , পিল-খানা , গোশালা , সবই শতাব্দী প্রাচীন। জলপাইগুড়ি , শহর টা ছোট , কিন্তু এর ইতিহাস অনেক অনেক বড়ো। আমার ইচ্ছা আছে , আবার এই শহরের কিছু অজানা ইতিহাস ভবিষ্যতে তুলে আনার। সব শেষে,আমার ভিডিও টা ভালো লাগলে , প্লিজ আমার ইউটিউব চ্যানেল তা সাবস্ক্রাইব কোরো। ভিডিও তা শেয়ার করো বাকি জলপাইগুড়ি শহরবাসীর সাথে।
সংক্ষিপ্ত পরিসরের জন্যই হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিতে হয়েছে, আশা করবো পরবর্তীতে সেগুলো সংযোজিত হবে। জলপাইগুড়ি শহরের ইতিহাসের ভূমিকা হিসেবে ভিডিওটি সুন্দর।
প্রথম কাজ হিসেবে ভীষণ ভাল হয়েছে। Narration part খুব শক্তিশালী। তোর বাচনভঙ্গি সপ্রতিভ এবং স্বচ্ছন্দ। ফটোগ্রাফিটা আরও ভাল করতে হবে। আমি শুধু technical দিকটা নিয়েই বললাম। আগামীতে আরও ভাল কাজের প্রত্যাশা রইল।
Amar shahor jalpaiguri❤..ei shahor theke onek dure thekeo take duchokh vore dekhar sujog kore dewar jonne onek dhonnyobaad.🙏 Aro vdo er opekhhay roilam.. Next part e jalpaiguri er oitijhhobahi college gulo,rail stations,purono dinbajar,bivinno khetre bishisto byaktitto, tista o korola nodir itihas janar protyasha roilo..
সতীশ চন্দ্র লাহিরী মহাশয়ের উদ্যোগে প্রথম নেতাজীর পাথরের অসাধারণ মূর্তি স্থাপনা আর ওনার সতীশ লাহিরী বিদ্যালয়ের নাম আসা উচিত তার সাথে এখানকার বাঙালিদের উদ্যোগে অনেক চা শিল্পের স্থাপনার কথা থাকা দরকার আর এখানকার হসপিটাল একসময় পূর্ব বাংলার অনেক মানুষ আসতেন চিকিৎসা করাতে। ভালো লাগলো আপনার প্রচেষ্টা
বাংলাদেশের পন্চগড়ও এক সময় জলপাইগুড়ির অন্তর্ভূক্ত ছিল। আমার পূর্বপুরষের কবর এখনো আছে জলপাইগুড়ি। আমার দাদা সারাজীবণ নিজ জন্মভূমিতে ফিরার জন্য কান্নাকাটি করেছেন। নিজের পিতার কবর একবার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল উনার, পারেন নি। দেশ ভাগ শতশত ইতিহাস
আমার ও তাই ভাই। ২ বছর ঢাকা তে থেকেও যেতে পারিনি দিনাজপুর। আমার ঠাকুর্দার জন্ম ভিটা। আজ ও মন, গুমড়ে গুমড়ে কাঁদে। ভালো লাগলে, চ্যানেল টা সাব্সক্রইব করবেন ভাই। ❤️
খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে। দেখে সত্যি বিস্মিত হলাম, সেই কবেকার কথা, কিন্তু আজ ও জলপাইগুড়ি এর স্মৃতি আপনার মনের মনিকোঠায় রয়ে গেছে। আর আমার এই সামান্য চেষ্টা, যেখানে চেষ্টা করেছি, ভিডিও এর মাধ্যমে সেই স্মৃতির রোমন্থন করতে, সেই চেষ্টা হয়তো স্বার্থকতা পেয়েছে। ধন্যবাদ। খুব ভালো থাকবেন।
জলপাইগুড়ি জেলার ৪টি থানা পঁচাগড়, দেবীগঞ্জ, বোদা এবং তেঁতুলিয়া ১৯৪৭ সালে নবসৃষ্ট পাকিস্তান রাষ্ট্রের পূর্ব বাংলা (বর্তমান বাংলাদেশ) প্রদেশের দিনাজপুর জেলার ঠাঁকুরগাঁও মহকুমায় অন্তর্ভুক্ত করা হয়। আমার দাদু এবং দাদীর জন্ম জলপাইগুড়ি জেলায়। From দিনাজপুর, বাংলাদেশ।
@Travel-With-Arghya Hmm. দিনাজপুর শহরে এখনও মুন্সীপাড়া আছে। মুন্সীপাড়া মানেই একঝাঁক বইয়ের দোকান। পুরো মুন্সীপাড়া লেনজুড়ে রাস্তার দুধারে বইয়ের দোকান। আমি দিনাজপুর শহরেরই বাসিন্দা। আপনার আমন্ত্রণ এবং নিমন্ত্রণ রইল দিনাজপুরে। আর জলপাইগুড়ি শহরটা আমার দেখবার ইচ্ছা আছে। শিলিগুড়ি গিয়েছিলাম, কিন্ত জলপাইগুড়ি শহরটা দেখা হয়নি। বিশেষ করে জলপাইগুড়ির National Park গুলো দেখবার ইচ্ছা আছে।
জলপাইগুড়ি শহরের সবচেয়ে বেশি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের কথা বাদ গেল আর যে রাহুত পরিবার সেইসব প্রতিষ্ঠান তৈরি করে তাদের নাম আনন্দ মডেল বিদ্যালয়, সৌদামিনী বালিকা বিদ্যালয়, আনন্দ চন্দ্র মহাবিদ্যালয়, আনন্দ চন্দ্র কমার্স কলেজ ও বেসিক ট্রেনীং কলেজ
ঠিক ই বলেছেন। এই রকম অসঙ্খ ঐতিহাসিক তথ্য আমাকে বাদ দিতে হয়েছে, ভিডিও এর দৈর্ঘ্য বেড়ে যাচ্ছিল বলে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। 🙏 আশা করবো চ্যানেল টি সাব্সক্রাইব করেছেন ভ্রমন ও ঐতিহাসিক নিদর্শন দেখতে।
চার নম্বর ঘুমটি পেরিয়ে যে মসজিদ টি আছে তার ইতিহাস তুলে ধরা দরকার। এছাড়াও আরও অনেক বিষয় আছে আশা করি ক্রমশ তা সামনে আসবে। আপনার/আপনাদের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।
আসলে, বিশাল একটা অংশ থেকে, সামান্যই তুলে আনতে পেরেছি। ইচ্ছা আছে, ভবিষ্যতে বাকি ইতিহাস তুলে আনতে। ভিডিও টি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাব্সক্রাইব করবেন। ধন্যবাদ। 🙏
ঠিক ই , পাঙ্গা তে আগে ছিল এয়ারপোর্ট। জলপাইগুড়ি আগে রংপুর জেলার অংশ ছিল। পরবর্তীতে রংপুর কে ভেঙে জলপাইগুড়ি আলাদা জেলা হিসাবে পরিচিতি পায়। তাই প্রশাসনিক সমস্ত কাজের হেড-কোয়ার্টার হয়ে উঠতে জলপাইগুড়ি এর বেশি সময় লাগে নি।
ওই সোনাউল্লা স্কুলে আমার বাবা পড়াশোনা করতেন। সোনাউল্লা ও হক সাহেব কে কেন তুলে এতো কাপন্য কেন? দেবীগঞ্জ থানা সহ পাচটি থানা ৪৭ সালের জলপাই গুড়ি থেকে কেটে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংযুক্ত করা হয়।
মুন্সি সোনাউল্লার অবদান,১ টা ভিডিও তে ধরা মুস্কিল। স্কুল, পুকুর খনন, স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান এই ছোট পরিসরে ধরতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল টি সাব্সক্রাইব করবেন।
খুব ভালো লাগলো জলপাইগুড়ি র ইতিহাস , আমার প্রিয় শহর জলপাইগুড়ি ভালো থাকুক সুন্দর থাকুক ।❤❤❤❤❤❤❤❤
🙏
Khub sundor vabe tule dhorlen Jalpaiguri er otit itihas ❤
🙏 ধন্যবাদ, আপনার মতামতের জন্য
@@Travel-With-Arghya 👍
বেশ ভালো লাগল।
আমার বাসা বর্তমানে রংপুর বিভাগের নীলফামারীর জেলার ডোমার উপজেলায় ,যার কাঁটাতারের ওপারে হলদিবাড়ি। আমার পূর্বপুরুষের বাসস্থান ছিল কোচবিহারের বোয়ালমারিতে ।তারা ১৯৪৭ পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ব পাকিস্তানে বিনিময় সূত্রে চলে আসেন ।তাদের মুখে বহুবার জলপাইগুড়ি ,কোচবিহার এসব জায়গার নাম শুনেছি ।নিজ চোখে পূর্ব পুরুষদের জন্মস্থান দেখার জন্যে ভবিষ্যতে এসব জায়গাতে যাওয়ার ইচ্ছে আছে ।
আপনার ভিডিও সাবলীল ও তথ্যবহুল। দেখে ভালো লাগল 😊
তোমার পূর্বপুরুষরা খুবই ভিতু ছিল। তারা জন্মস্থান থেকে ভয়ে পালিয়েছে। আমাদের এখান থেকে অনেকে বাংলাদেশে পালিয়েছে ,পরে দেখা গেল সবকটাই ভীতু ছিল। কলিজা খুবই ছোট।
খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে। ২ বছর আমি ঢাকাতে ছিলাম, কিন্তু অনেক চেষ্টা করেও পুর্ব পুরুষের ভিটা দর্শন করতে পারিনি। ভালো থাকবেন ভাই।❤️
সত্যিই স্যার নিজের জেলা সম্পর্কে অনেক কিছু জানলাম ❤
এককথায় অসাধারণ,,, অনবদ্য 🎉❤
খুব ভালো কাজ❤ প্রত্যাশা বেড়ে গেলো❤ আরো ভিডিওএর অপেক্ষায় রইলাম আমরা🎉🎉
Thanks 🙏
Thank you very much.
🙏
DARUN AMAR PROTAM POSTING .
NATOK ER REHERSAL O KORECHI RAYKOT PARA TE
AKON RETAIR.
APNAKE ONEK THANKS
PURONO SRITY KE ROMANTAN KORENOR JONNEY.
ভালো লাগলো আপনার কমেন্ট দেখে। হ্যাঁ , বান্ধব নাট্য সমাজ ও আর্য নাট্য সমাজ এ একসময় যে কত পারফর্ম করেছি , কিন্তু এখন মন ভারী হয়ে ওঠে ।
আরো , আমার এই সামান্য চেষ্টা, যে আপনার ভালো লেগেছে, সেটা জেনে খুব ভালো লাগলো ।
অসংখ ধন্যবাদ। খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন ।
খুব সুন্দর উপস্থাপনা
অসঙ্খ ধন্যবাদ। 🙏
Very well articulated and informative , well done Arghya👏
Thanks 🙏
Khub sundor r detailed.❤
Thanks a lot.
Jalpaiguri aamar mama bari o janmosthol. Video ta dekhe khub bhalo laglo. Fond nostalgia ❤
অসঙ্খ ধন্যবাদ !! 🙏
Dada jalpaiguri te je sok british sthapotto ache segulo dekhaben jemon European club and more
ভাই , ভালো লাগলো তোমার কমেন্ট দেখে। ঠিক ই , ইউরোপিয়ান ক্লাব , পিল-খানা , গোশালা , সবই শতাব্দী প্রাচীন। জলপাইগুড়ি , শহর টা ছোট , কিন্তু এর ইতিহাস অনেক অনেক বড়ো। আমার ইচ্ছা আছে , আবার এই শহরের কিছু অজানা ইতিহাস ভবিষ্যতে তুলে আনার।
সব শেষে,আমার ভিডিও টা ভালো লাগলে , প্লিজ আমার ইউটিউব চ্যানেল তা সাবস্ক্রাইব কোরো। ভিডিও তা শেয়ার করো বাকি জলপাইগুড়ি শহরবাসীর সাথে।
সংক্ষিপ্ত পরিসরের জন্যই হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিতে হয়েছে, আশা করবো পরবর্তীতে সেগুলো সংযোজিত হবে। জলপাইগুড়ি শহরের ইতিহাসের ভূমিকা হিসেবে ভিডিওটি সুন্দর।
ঠিক বলেছেন। অসঙ্খ ধন্যবাদ।
প্রথম কাজ হিসেবে ভীষণ ভাল হয়েছে। Narration part খুব শক্তিশালী। তোর বাচনভঙ্গি সপ্রতিভ এবং স্বচ্ছন্দ। ফটোগ্রাফিটা আরও ভাল করতে হবে। আমি শুধু technical দিকটা নিয়েই বললাম। আগামীতে আরও ভাল কাজের প্রত্যাশা রইল।
Amar shahor jalpaiguri❤..ei shahor theke onek dure thekeo take duchokh vore dekhar sujog kore dewar jonne onek dhonnyobaad.🙏
Aro vdo er opekhhay roilam.. Next part e jalpaiguri er oitijhhobahi college gulo,rail stations,purono dinbajar,bivinno khetre bishisto byaktitto, tista o korola nodir itihas janar protyasha roilo..
Thanks a lot, sure, I will try to bring them up in my next video.
সতীশ চন্দ্র লাহিরী মহাশয়ের উদ্যোগে প্রথম নেতাজীর পাথরের অসাধারণ মূর্তি স্থাপনা আর ওনার সতীশ লাহিরী বিদ্যালয়ের নাম আসা উচিত তার সাথে এখানকার বাঙালিদের উদ্যোগে অনেক চা শিল্পের স্থাপনার কথা থাকা দরকার আর এখানকার হসপিটাল একসময় পূর্ব বাংলার অনেক মানুষ আসতেন চিকিৎসা করাতে।
ভালো লাগলো আপনার প্রচেষ্টা
ঠিক ই বলেছেন। এই রকম অসঙ্খ ঐতিহাসিক তথ্য আমাকে বাদ দিতে হয়েছে, ভিডিও এর দৈর্ঘ্য বেড়ে যাচ্ছিল বলে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। 🙏
বাংলাদেশের পন্চগড়ও এক সময় জলপাইগুড়ির অন্তর্ভূক্ত ছিল।
আমার পূর্বপুরষের কবর এখনো আছে জলপাইগুড়ি। আমার দাদা সারাজীবণ নিজ জন্মভূমিতে ফিরার জন্য কান্নাকাটি করেছেন। নিজের পিতার কবর একবার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল উনার, পারেন নি। দেশ ভাগ শতশত ইতিহাস
আমার ও তাই ভাই। ২ বছর ঢাকা তে থেকেও যেতে পারিনি দিনাজপুর। আমার ঠাকুর্দার জন্ম ভিটা। আজ ও মন, গুমড়ে গুমড়ে কাঁদে। ভালো লাগলে, চ্যানেল টা সাব্সক্রইব করবেন ভাই। ❤️
Jalpaiguri te একটি ছোট এয়ারপোর্ট ছিল। জাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট চলতো। এয়ারপোর্ট গেট বলে একটা এলাকা ও আছে।
একদম ঠিক, পরের ভিডিও তে তুলে আনবো। ১টা অনুরোধ, ভিডিও টা ভালো লাগলে অবশ্যই চ্যানেল টা সাব্সক্রাইব করবেন। 🙏
জলপাইগুড়ির আরো অজানা ইতিহাস জানতে চাই, প্লিজ বানাতে থাকুন। ❤
অসংখ ধন্যবাদ। খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন ।
Amar jonmo rB ed porjonto education jalpaigurite.ekhon amar 80 bochor.etodin por ei jolpaigurir itihas janlam.khub valo laglo.bhupal Delhi Hardware abosese bangalore.jekhanei jaina keno jalpaiguri amar boro apnar jayga.tulona hoy. Na karo sathe.
খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে। দেখে সত্যি বিস্মিত হলাম, সেই কবেকার কথা, কিন্তু আজ ও জলপাইগুড়ি এর স্মৃতি আপনার মনের মনিকোঠায় রয়ে গেছে। আর আমার এই সামান্য চেষ্টা, যেখানে চেষ্টা করেছি, ভিডিও এর মাধ্যমে সেই স্মৃতির রোমন্থন করতে, সেই চেষ্টা হয়তো স্বার্থকতা পেয়েছে।
ধন্যবাদ।
খুব ভালো থাকবেন।
জলপাইগুড়ি এর পলিটেকনিক ইনস্টিটিউট আর ইঞ্জিনিয়ারিং কলেজ এর ইতিহাস চাই।😊
একদম ঠিক, পরের ভিডিও তে তুলে আনবো। ১টা অনুরোধ, ভিডিও টা ভালো লাগলে অবশ্যই চ্যানেল টা সাব্সক্রাইব করবেন। 🙏
@@Travel-With-Arghya করেছি
@@RAJIBDAS-dm7pj 🙏❤️
🎉🎉🎉🎉❤❤❤❤
জলপাইগুড়ি জেলার ৪টি থানা পঁচাগড়, দেবীগঞ্জ, বোদা এবং তেঁতুলিয়া ১৯৪৭ সালে নবসৃষ্ট পাকিস্তান রাষ্ট্রের পূর্ব বাংলা (বর্তমান বাংলাদেশ) প্রদেশের দিনাজপুর জেলার ঠাঁকুরগাঁও মহকুমায় অন্তর্ভুক্ত করা হয়। আমার দাদু এবং দাদীর জন্ম জলপাইগুড়ি জেলায়।
From দিনাজপুর, বাংলাদেশ।
আমাদের আদি বাড়ী ছিলো দিনাজপুর শহরে। বাবা ঠাকুর্দার মুখে শুনেছি মুন্সীপাড়ায় ছিলো বাড়ী। মুন্সীপাড়া কি এখনো আছে?
@Travel-With-Arghya Hmm. দিনাজপুর শহরে এখনও মুন্সীপাড়া আছে। মুন্সীপাড়া মানেই একঝাঁক বইয়ের দোকান। পুরো মুন্সীপাড়া লেনজুড়ে রাস্তার দুধারে বইয়ের দোকান। আমি দিনাজপুর শহরেরই বাসিন্দা। আপনার আমন্ত্রণ এবং নিমন্ত্রণ রইল দিনাজপুরে। আর জলপাইগুড়ি শহরটা আমার দেখবার ইচ্ছা আছে। শিলিগুড়ি গিয়েছিলাম, কিন্ত জলপাইগুড়ি শহরটা দেখা হয়নি। বিশেষ করে জলপাইগুড়ির National Park গুলো দেখবার ইচ্ছা আছে।
জলপাইগুড়ি শহরের অদুরে বাহাদুর অঞ্চলে পাঙ্গা বিমগনঘাটি ছিলো ।
ঠিক ই , পাঙ্গা তে আগে ছিল এয়ারপোর্ট।
জলপাইগুড়ি শহরের সবচেয়ে বেশি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের কথা বাদ গেল আর যে রাহুত পরিবার সেইসব প্রতিষ্ঠান তৈরি করে তাদের নাম আনন্দ মডেল বিদ্যালয়, সৌদামিনী বালিকা বিদ্যালয়, আনন্দ চন্দ্র মহাবিদ্যালয়, আনন্দ চন্দ্র কমার্স কলেজ ও বেসিক ট্রেনীং কলেজ
ঠিক ই বলেছেন। এই রকম অসঙ্খ ঐতিহাসিক তথ্য আমাকে বাদ দিতে হয়েছে, ভিডিও এর দৈর্ঘ্য বেড়ে যাচ্ছিল বলে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। 🙏 আশা করবো চ্যানেল টি সাব্সক্রাইব করেছেন ভ্রমন ও ঐতিহাসিক নিদর্শন দেখতে।
🦚🦚🌳🌳🌴🌴
🙏
চার নম্বর ঘুমটি পেরিয়ে যে মসজিদ টি আছে তার ইতিহাস তুলে ধরা দরকার। এছাড়াও আরও অনেক বিষয় আছে আশা করি ক্রমশ তা সামনে আসবে। আপনার/আপনাদের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।
আসলে, বিশাল একটা অংশ থেকে, সামান্যই তুলে আনতে পেরেছি। ইচ্ছা আছে, ভবিষ্যতে বাকি ইতিহাস তুলে আনতে। ভিডিও টি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাব্সক্রাইব করবেন। ধন্যবাদ। 🙏
জলপাইগুড়ি যখন মহাকুমা ছিলো তখন কোন জেলার অংশ ছিলো ?
রং পুরের সাথে জলপাইগুড়ির কি কানেকশন আছে ?
ঠিক ই , পাঙ্গা তে আগে ছিল এয়ারপোর্ট।
জলপাইগুড়ি আগে রংপুর জেলার অংশ ছিল। পরবর্তীতে রংপুর কে ভেঙে জলপাইগুড়ি আলাদা জেলা হিসাবে পরিচিতি পায়। তাই প্রশাসনিক সমস্ত কাজের হেড-কোয়ার্টার হয়ে উঠতে জলপাইগুড়ি এর বেশি সময় লাগে নি।
ওই সোনাউল্লা স্কুলে আমার বাবা পড়াশোনা করতেন। সোনাউল্লা ও হক সাহেব কে কেন তুলে এতো কাপন্য কেন? দেবীগঞ্জ থানা সহ পাচটি থানা ৪৭ সালের জলপাই গুড়ি থেকে কেটে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংযুক্ত করা হয়।
মুন্সি সোনাউল্লার অবদান,১ টা ভিডিও তে ধরা মুস্কিল। স্কুল, পুকুর খনন, স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান এই ছোট পরিসরে ধরতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল টি সাব্সক্রাইব করবেন।