আসসালামু আলাইকুম। আপু একটা কথা জানার ছিলো যদি বলতেন,,৩গজ কাপরে যদি এক তোলা রং লাগে তাহলে আমি যদি রং টা হালকা করতে চাই সেক্ষেত্রে রং এর পরিমান কম নিবো নাকি রং এর পরিমান সমান নিয়ে কাপড় টা কম সময় চুবাতে হবে?
এক গজ কাপড়ের জন্য এক তোলা রং। খাবার লবন তিন টেবিল চামচ। খাবার সোডা তিন টেবিল চামচ। কুসুম গরম পানিতে মিশ্রণ করতে হবে। বাধনকৃত কাপর রং লবণ সোডা কুসুম গরম পানিতে মিশ্রণ করে।কাপড় ১০ মি মতো ভিজিয়ে রেখে কাপড় উঠিয়ে নিন। ১গজ কাপড়ের জন্য ১০গ্রাম ডাইং ফিকচার রং এর পানিতে মিশিয়ে নিন।১৫ রেখে দিন কাপড় উঠিয়ে ৩০ মি পর পানিতে ধুয়ে নিতে হবে ভালো করে।
আমি আপনার অনেক বারো ফেন😀😀
Sweet Dear!!
mobile number daw.
Akta gift ase
দেবদাস বাটিক চাদর ও দেখতে চাই
দেখানো হবে।
ভিডিও করা আছে।
শুকরান জাযাকাল্লাহ।
দেবদাস বাটিক থী করা দেখতে চাই
ok
আসসালামু আলাইকুম আপু
ওয়ালাইকুম আসসালামু
আসসালামু আলাইকুম। আপু একটা কথা জানার ছিলো যদি বলতেন,,৩গজ কাপরে যদি এক তোলা রং লাগে তাহলে আমি যদি রং টা হালকা করতে চাই সেক্ষেত্রে রং এর পরিমান কম নিবো নাকি রং এর পরিমান সমান নিয়ে কাপড় টা কম সময় চুবাতে হবে?
@@jahanjahan4645 কি কাপড়।
মোটা না পাতলা বিভিন্ন উপর নির্ভর করে রং এর পরিমাণ।
Hello brother, do you mean by sodium carbonate or do you mean soda peels, brother? Please answer, thank you, brother.
Soda makes the colour permanent. Thanks brother.
আপু, এই রঙ কি পাকা হয়?? আর উজ্জ্বল হয়??
নুন দিয়ে ফুটিয়ে যে tiedye করা হয় সেটাকে কি পদ্ধতি বলে?
Plz reply দেবেন 🙏
হা আপু পাকা হয়।
রং এর মাপ বেশি হলে উজ্জ্বল হয়।
নুন দিয়ে ফুটিয়ে যে রং করে সেটা প্রশিয়ান পদ্ধতি বলে।
শুকরান জাযাকাল্লাহ।
@@TanzilasDesign4T প্রশিয়ান পদ্ধতি বেশি উজ্জ্বল নাকি ভ্যাট পদ্ধতি.. আমি নিজেও কাজ করি কিন্তু এখনো অনেক কিছু শিখতে হবে। আপু আমাকে একটু help করুন 🙏🙏
@@শখscreation প্রশিয়ান পদ্ধতি বেশি উজ্জ্বল। কিন্তু টেকসই কম।
আবার ভাট পদ্ধতি ও অনেক সময় হয়।
অনেক সময় আপন গতিতে হয়ে যায়।
@@TanzilasDesign4T আচ্ছা। আমি খুব confuse রঙ নিয়ে। প্রশিয়ান পদ্ধতিতে রঙ কতক্ষন ফোটাতে হয় যদি একটু বলেন আপু আমার উপকার হয়।
এক গজ কাপড়ের জন্য এক তোলা রং।
খাবার লবন তিন টেবিল চামচ।
খাবার সোডা তিন টেবিল চামচ।
কুসুম গরম পানিতে মিশ্রণ করতে হবে। বাধনকৃত কাপর রং লবণ সোডা কুসুম গরম পানিতে মিশ্রণ করে।কাপড় ১০ মি মতো ভিজিয়ে রেখে কাপড় উঠিয়ে নিন।
১গজ কাপড়ের জন্য ১০গ্রাম ডাইং ফিকচার রং এর পানিতে মিশিয়ে নিন।১৫ রেখে দিন
কাপড় উঠিয়ে ৩০ মি পর পানিতে ধুয়ে নিতে হবে ভালো করে।