ভাই দুই মাসের বিল দোকানে nesco বিল বিকাশে দিলাম ৩৫ টাকা খরচ দিলাম ৩০৩৫ টাকা বিল অফিসে গেলাম তারা বলে পেয়েছে বিল কিন্তু আমার মোবাইলে মেসেজ আসে নাই কারনটা বুঝতে পারলাম না তারা কিসের মাধ্যমে বিল দিল অফিস বিল পেয়েছে মোবাইলে মেসেজ আসে নাই জানালে উপকৃত হবো।
বিলের মেসেজ আপনার বিলের ওপরে দেখেন একটা নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ যায়। যেখানে বিলের নাম লেখা থাকে আর কি। ওই নাম্বারটা যদি আপনার না হয় তাহলে এনআইডি কার্ডের ফটোকপি এবং রানিং বিল নিয়ে বিদ্যুৎ অফিসে যাবেন ওই নাম্বারটি পরিবর্তন করে দিবে এরপর আপনার নাম্বারে বিল দিলে মেসেজ যাবে।
ভাই দুই মাসের বিল দোকানে nesco বিল বিকাশে দিলাম ৩৫ টাকা খরচ দিলাম ৩০৩৫ টাকা বিল অফিসে গেলাম তারা বলে পেয়েছে বিল কিন্তু আমার মোবাইলে মেসেজ আসে নাই কারনটা বুঝতে পারলাম না তারা কিসের মাধ্যমে বিল দিল অফিস বিল পেয়েছে মোবাইলে মেসেজ আসে নাই জানালে উপকৃত হবো।
বিলের মেসেজ আপনার বিলের ওপরে দেখেন একটা নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ যায়। যেখানে বিলের নাম লেখা থাকে আর কি। ওই নাম্বারটা যদি আপনার না হয় তাহলে এনআইডি কার্ডের ফটোকপি এবং রানিং বিল নিয়ে বিদ্যুৎ অফিসে যাবেন ওই নাম্বারটি পরিবর্তন করে দিবে এরপর আপনার নাম্বারে বিল দিলে মেসেজ যাবে।