মাজহাবের ইমামদের নিয়ে একি বললেন হুজুর || Allama Mozammel Haque New Tafsir

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • সূরা ফাতির এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৩, আয়াত : ১১-১৪ || Sura Fatir tafsir : 11-14 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
    #tahjibcentermozammelhaque
    সুরা ফাতির
    وَاللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَى وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِ إِلَّا فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
    আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না; কিন্তু তাঁর জ্ঞাতসারে। কোন বয়স্ক ব্যক্তি বয়স পায় না। এবং তার বয়স হ্রাস পায় না; কিন্তু তা লিখিত আছে কিতাবে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ। [সুরা ফাতির - ৩৫:১১]
    وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَذَا مِلْحٌ أُجَاجٌ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
    দু'টি সমুদ্র সমান হয় না-একটি মিঠা ও তৃষ্ণানিবারক এবং অপরটি লোনা। ঊভয়টি থেকেই তোমরা তাজা গোশত (মৎস) আহার কর এবং পরিধানে ব্যবহার্য গয়নাগাটি আহরণ কর। তুমি তাতে তার বুক চিরে জাহাজ চলতে দেখ, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। [সুরা ফাতির - ৩৫:১২]
    يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ
    তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন। তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ইনি আল্লাহ; তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা তুচ্ছ খেজুর আঁটিরও অধিকারী নয়। [সুরা ফাতির - ৩৫:১৩]
    إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ
    তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না। শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কেয়ামতের দিন তারা তোমাদের শেরক অস্বীকার করবে। বস্তুতঃ আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না। [সুরা ফাতির - ৩৫:১৪]
    সূরা ফাতির প্রথম খন্ড : • সূরা ফাতিরের শুরুতেই হ...
    সূরা ফাতির দ্বিতীয় খন্ড : • নিজের স্বার্থে সত্যকে ...

КОМЕНТАРІ • 245

  • @mdmohiruddin8419
    @mdmohiruddin8419 2 роки тому +23

    হুজুরের এই প্রান্জল ভাষার বক্তব্য বাংলা ভাষা ভাষি মুসলমানদের জন্য বিশাল উপকারে আসবে ।

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 2 роки тому +16

    মহান রাব্বুল আলামীনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,,
    পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,
    হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,,

  • @AbidAli-bv2gl
    @AbidAli-bv2gl Рік тому +6

    আলহামদুলিল্লাহ, হৃদ্ধয় জুড়ানো ভিডিও । আল্লাহ হুজুরের দীর্ঘ জীবন ও সুস্থতার সাথেই নেক হায়াত দান করুন। আমিন।

  • @rafiqulislam8966
    @rafiqulislam8966 2 роки тому +21

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের তাফসীর শুনে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারছি ইনশাআল্লাহ মনের প্রশান্তিপাচ্ছি

  • @kamruzzaman7475
    @kamruzzaman7475 2 роки тому +13

    আলহামদুলিল্লাহ।
    আলেম সাহেব এর দ্বীনের আলোচনা গুলো অবশ্যই সাধারণ জনগণের উপকৃত হবেন।

  • @minhajulshaheb6452
    @minhajulshaheb6452 2 роки тому +10

    জাযাকাল্লাহ খাইরান। হুজুরের দীর্ঘজীবী হোক, আমিন

  • @omarfaruq3533
    @omarfaruq3533 Рік тому +4

    মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।কোরআনের আলোকেই মূল্যবান তথ্যবহুল আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হুজুরের দ্বীনের খেদমত সুস্থতার সাথেই নেক হায়াত দান করুন।

  • @zainalzobair9364
    @zainalzobair9364 2 роки тому +6

    হে আল্লাহ এই হুজুর কে নেক হায়াত দান করুন । আমিন।

  • @sapnaaktar-eu8tb
    @sapnaaktar-eu8tb Рік тому +2

    আমার এই হুজুরের কোরআন থেকে তাপসী র শুনে আমি অনেক জেনেছি তাই হুজুর ঢালি যে জান আমরা আছি আপনার সাথে ।আপনি একমাএ আলেম বেস্ট ।বাংলাদেশে।আমিন

  • @mdyasin4458
    @mdyasin4458 2 роки тому +16

    মাশাআল্লাহ
    আলহামদুলিল্লাহ
    আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন, আমিন....

  • @RedmiNote-kv3ti
    @RedmiNote-kv3ti Рік тому +5

    হুজুরের তফসির গুলো সিরিয়াল অনুযায়ী ১,২, ৩ এই ভাবে সাজিয়ে দিলে আমাদের সিরিয়াল অনুযায়ী শুনতে সুবিধা হবে। বিবেচনায় রাখতে অনুরোধ করা হলো। জাজাকাল্লাহ খাইরান।

  • @mashiurrahman2586
    @mashiurrahman2586 2 роки тому +5

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান

  • @identityofallah
    @identityofallah 5 місяців тому +3

    আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥
    ‘অ- অস্বীকার করি সকল তাগুত,
    আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ
    ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য
    ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য
    উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী
    উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি।
    ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে,
    ঋষিত্বের স্থান নেই ইসলামে।
    এ - এবাদত করি শুধু এক আল্লাহর,
    ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর ।
    ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন,
    ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।
    কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...//////////////////////////

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt 2 роки тому +7

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @monalisaqueen728
    @monalisaqueen728 7 місяців тому +3

    সম্মানিত মোজাম্মেল হক সাহেব "আমি হাদিস মানি না" এই কথা কখনো বলেন না। তিনি বলেন যেসব হাদিস কুরআনের সাথে সাংঘর্ষিক কেবল - সেইসব হাদিস তিনি পরিহার করেন। সুতরাং যারা ঢালাওভাবে হুজুর হাদিস মানেন না বলে অপবাদ দেন তাদের কুরআনের জ্ঞান কতটুকু তা সহজেই অনুমেয়। আমার মনে হয় যারা তাকে অপবাদ দেয় তারা হুজুরের প্রতি ঈর্ষার কারণে দিয়ে থাকে। আল্লাহ সবাইকে সঠিক বিষয়টি বুঝার তৌফিক দান করুন। আমিন।।

  • @monowarhossain9094
    @monowarhossain9094 Рік тому +2

    আলহামদুলিল্লাহ , অনেক উপকৃত হলাম।

  • @AliAli-gf5ru
    @AliAli-gf5ru 2 роки тому +9

    আলহামদুলিল্লাহ।
    হুজুর আপনার সাথে আমি একমত।
    আবু হানিফা সবার বড় তো তিনি জানেন না।
    ছোটরা বেশি জানে কেমনে?

    • @dewall1277
      @dewall1277 4 місяці тому

      Boro holei beshi janbe etao dikna, Ami imam Abu Hanifa er kobor zeyarot koresi, unar kobor Iraq e , uni Sommanito Iraq e Abuhanifar anushari nai keno? Eta amar proshno?

  • @rafikulislam3880
    @rafikulislam3880 2 роки тому +8

    আলহামদুলিল্লাহ্‌

  • @khoybarali924
    @khoybarali924 Рік тому +3

    হুজুরের কথাগুলো কোরআন সম্মত হক কথা

  • @MRFIslamicTV
    @MRFIslamicTV 2 роки тому +11

    আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্.🌴🌴🌴🌷🌷🌷

  • @Nasir_Uddin84
    @Nasir_Uddin84 2 роки тому +5

    জাযাকাল্লাহ্ খাইরান 💚 🇮🇹

  • @abuelias8282
    @abuelias8282 Рік тому +2

    আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

  • @JahangirAlam-cj1fo
    @JahangirAlam-cj1fo 2 роки тому +17

    হুজুরের তাফসির গুলো ইংরেজী ও হিন্দীতে ডাবিং করা
    যায় কিনা ভেবে দেখবেন।

  • @MAHMUDULHASAN-ir8qu
    @MAHMUDULHASAN-ir8qu 2 роки тому +6

    যাদের আমল রসুল সাঃ এর অনুরূপ হবে না বা রসুল সাঃ এর সাথে মিলবে না তাদের আমল কখনও কবুল হবে না।

  • @SeriaBegum-m3j
    @SeriaBegum-m3j 6 місяців тому +1

    অত্যন্ত সুন্দর যুক্তি দিলেন হুজুর

  • @আসাদুজ্জামানজামান

    মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ

  • @shahidulislamsakil621
    @shahidulislamsakil621 2 роки тому +49

    আমাদের উচিত মহাগ্রন্থ 'আল কোরআন' ভালভাবে পড়া ও বুঝা। 'আল কোরআন' এর সাথে যার কথা মিলে যাবে তার কথা আমরা মেনে চলব, আর যার কথা মিলবে না তার কথা আমরা মানব না, সে যত বড় আলেমই হোক।

    • @masrurahsan4696
      @masrurahsan4696 2 роки тому +1

      ঠিক কথা।

    • @dilwarhussain9733
      @dilwarhussain9733 2 роки тому

      @@masrurahsan4696 :

    • @arsaalamin885
      @arsaalamin885 2 роки тому

      Jjjkjkkjjjjkkkj

    • @mumtazali2453
      @mumtazali2453 2 роки тому

      It is our general and habitual trend that we are giving more Importancy on hearing recitation of The Holy Divinely Book AL-QUR-AN than understanding,if it is so we shall remain as it is even lagging behind. It should be rectified.

    • @mohammadhabibullahkhan6089
      @mohammadhabibullahkhan6089 Рік тому

      বহু বড় বড় জাদরেল আলেম কিন্তু ধর্মবিরোধী নাস্তিক ।সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনার বিষয় হলো :: পৃথিবীর সকল মহাপুরুষ, নবী রসুলগন কিন্তু জানা মতে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন নি একমাত্র মহান আল্লাহর হেকয়তি ঞ্জানের আলোকে ।বাংলাদেশের একজন সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রীধারী ড: শমসের আলীর ইসলামী ঞ্জান বিজ্ঞানের বিত‍র্কের গভীরতা ও সুন্দর উপস্থাপনায় অন্য অনেক ইসলামী ঞ্জানের অধীকারীগন আসেননি বরং সহযোগিতা ক‍রেছেন তাকে । আমার কথায় কেউ রাগ না করে খমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।আশা করি আমরা সবাই সঠিক সত্যের সাধনায় নিয়োজিত ।আল্লাহ সহায় হোন।

  • @monalisaqueen728
    @monalisaqueen728 7 місяців тому +1

    শহিদুল ইসলাম সাহেব আপনি সঠিক কথাটি বলেছেন।

  • @JoynalAbedin-pw7zn
    @JoynalAbedin-pw7zn 5 місяців тому +1

    আলহামদুলিল্লাহ, হুজুর বাংলাদেশের অন্যতম সেরা আলেম, কারণ ব্যবসাই আলেম নন, তিনি কোরআন এর সত্য আলোচক আমিন।

  • @mdmominislam4806
    @mdmominislam4806 2 роки тому +4

    আলহামদুলিল্লাহ

  • @yanurtalukdear4464
    @yanurtalukdear4464 2 роки тому +7

    রাগ অথবা গালি সমাধান না, একমাত্র আল্লাহর কিতাবই সমাধান। আমরা তাড়াহুড়া প্রবন। কিতাব বাদ ঐক্যমতে পৌঁছাই।

  • @rashidgaji3105
    @rashidgaji3105 2 роки тому +2

    মাসাআল্লাহ

  • @reignreign3498
    @reignreign3498 2 роки тому +6

    ماشاء الله

  • @nazmulmolla2506
    @nazmulmolla2506 Місяць тому

    আল্লাহ আমাদের মাতৃভাষায় কোরআন অর্থ বুজে পাঠ করার তৌফিক দান করুন।

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm 2 роки тому +1

    Alhamdolillah
    Allah Hu Akbar
    Masaallah

  • @yanurtalukdear4464
    @yanurtalukdear4464 2 роки тому +6

    আমরা নিজেরা পড়তে চাই না, আলেমসমাজ সবসময় কিতাব থেকে সাধারন মানুষকে সরিয়ে রেখেছেন সচেতন ভাবে। বিশিষ্ট আলেমগন আল্লাহর কিতাবের সাথে মিল রেখে বিভিন্ন দোয়া, দুরুদ, তাসবিহ, বানিয়েছেন, অথচ আল্লাহ কিতাবে সবকিছু জানিয়ে দিয়েছেন,কিন্তু আমরা কিতাব বাদ দিয়ে নোট বই নিয়ে আছি।

  • @jahurulislam8390
    @jahurulislam8390 2 роки тому +2

    اَلْحَمْدُلِلَّة

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te Рік тому +1

    ❤ you

  • @taqbeermedia6350
    @taqbeermedia6350 2 роки тому +5

    ইমাম আবু হানিফার জন্ম স্থানের নিকট মসজিদগুলোতে যেভাবে সালাত হয়,গিয়ে দেখেন। আর তার নাম দিয়ে ভারত উপমহাদেশে যেভাবে সালাত হয় তার আকাশ-পাতাল বেশ কম চ্যালেঞ্জ রইল।

    • @imanali9937
      @imanali9937 2 роки тому

      Alhamdulillah.I wish you Mariana sb.

  • @jwphone8321
    @jwphone8321 2 роки тому +2

    মাশাআল্লাহ

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 2 роки тому +1

    Thanks, I am allows Wailling for your new lecture. Thanks

    • @abdulmozid8325
      @abdulmozid8325 2 роки тому

      Dharmer khetre thesis ,senthesis kono thesis chalena, chale ekmatra nobir tarika

  • @চাঁপাইইসলামিকটিভি

    চমৎকার

  • @alfaruqislamicmedia2130
    @alfaruqislamicmedia2130 2 роки тому +2

    Mashallah

  • @IsmailHossain-ms5nb
    @IsmailHossain-ms5nb 8 місяців тому

    ❤❤❤❤

  • @eunusmallick4
    @eunusmallick4 2 місяці тому +1

    মদিনার প্রথম মসজিদ কুবা থেকে নামাজ শুরু তাই মদিনা বাসির নামাজকে অনুসরণ করতে হবে।

  • @AlamgirHossain-ib2cg
    @AlamgirHossain-ib2cg Місяць тому

    🤲🏻🤲🏻🤲🏻

  • @monalisaqueen728
    @monalisaqueen728 7 місяців тому

    শহিদুল ইসলাম সাহেব আপনার সাথে আমি একমত পোষণ করছি।

  • @altafhossain1278
    @altafhossain1278 2 роки тому +2

    আল্লাহ পাক সৃষ্টি জগতের মালিক পালনকর্তা রক্ষাকারী হায়াত মৌতের মালিক ও পরম করুণাময় এবং ন্যায় বিচারক মহা পরাক্রমশালী ও প্রতাপশালী ও সব জান্তা। তিনি সৃষ্টি জগতের সকলের জন্য একমাত্র ধর্ম হিসেবে ইসলাম ধর্ম ও ধর্ম গ্রন্থ হিসেবে মনোনীত করেছেন কোরআন যা সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত ও বরকত ময় হিসেবে মনোনীত করেছেন এবং সমস্ত সৃষ্টি জগতের জন্য উন্মুক্ত ও সার্বজনীন ধর্ম ও ধর্ম গ্রন্থ হিসেবে মনোনীত করেছেন যা সকলেই মানতে বাধ্য।যেহেতু কোরআন একমাত্র ধর্ম গ্রন্থ ও সংবিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআনের কোথাও কি হাদিসের কথা বলা হয়েছে? রাসুল আল্লাহ কি হাদিসের কথা বলেছিল? পাক পাঞ্জাতনের কেউই কি হাদিসের কথা বলেছিল? হাদিসের প্রচলন ও প্রবর্তন কে,কখন ,কেন এবং কোথা থেকে জানলেন ও প্রকাশ প্রচার ও প্রচলন শুরু করেছিল? নবীজী সা এর ইন্তেকালের কত বছর পর হাদিসের প্রচলন শুরু হয়েছিল? আদৌ কি নবীজী সা হাদিসের কথা কখনও বলেছিলেন? নবীজী সা তার নিজের থেকে কখনও কোনো কথা বলেননি বরং যা কিছু বলেছিলেন তা স্বয়ং আল্লাহর থেকে প্রাপ্ত ছিল।তা হলে নবীজী সা এর পবিত্র মুখের বাণী যদি কোরআন হয় তাহলে হাদিস আসলো কোত্থেকে? আর যাদের রেফারেন্স দিয়ে হাদিস রচনা করা হয়েছিল তারা কি আদৌ ইসলাম ধর্মে দীক্ষিত ও বিশ্বাসী ঈমানদার মুসলিম মোমিন ও উম্মতে মোহাম্মদী ছিল? তাদের নামের তালিকা কি কোথাও আছে যে তাহারা সবাই নবীজী সা এর আদর্শ ও আনুগত্য স্বীকার কারী ? নবীজী সা এর ইন্তেকালের পর তিন দিন আবু বকর, ওমর, ওসমান ও আয়েশা কোথায় ছিল এবং কেন জোট বদ্ধ হয়ে গাদিরে খুমে সাহাবিদের সম্মুখে নবীজী সা হযরত আলী আ কে খেলাফতের দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছিলেন এবং সেই অসিয়ত অমান্য করে আবু বকর ওমর ওসমান পর্যায় ক্রমে অবৈধভাবে ক্ষমতা দখল করে খেলাফতের দায়িত্ব পালন করেছিল? ঐ তিন জনের কেউই কি আহলে বাইয়াত বা বাইয়াতে রাসুল সা এর পরিবারের সদস্য ছিল? হযরত আলী আ কে কে হত্যা করেছিল? মা ফাতেমা জোহরা আ কে কেন ঐ নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এবং কে করিয়েছিল? হযরত ইমাম হাসান আ কে বিষ প্রয়োগে চক্রান্ত করে কে হত্যা করেছিল এবং কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন আ কে কাহার নির্দেশে কে হত্যা করেছিল? যে সব লোকজন ঐ কারবালা প্রান্তরে ইমাম হোসাইন আ কে হত্যা করতে যোগদান করেছিল তাহারা কি আদৌ ইসলাম ধর্মে দীক্ষিত ও বিশ্বাসী মুসলিম ঈমানদার মোমিন হতে পারে বা উম্মতে মোহাম্মদী হতে পারে? পরবর্তী ঘটনা ও পদক্ষেপ খুবই দুঃখজনক, মর্মান্তিক ও হৃদয় বিদারক। নবীজী সা এর ইন্তেকালের পর তিন দিন আবু বকর ওমর ওসমান ও আয়েশা কোথায় ছিল এবং কেন? নবীজী সা এর দাফনের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কি কাজ ছিল যা তাহারা চারজন অনুপস্থিত ছিলেন এবং তাদের অনুপস্থিতিতেই দাফন সম্পন্ন করেছিল কিন্তু কেন? এই ধরনের জঘন্য অপকর্ম ও অনৈতিক এবং অপরাধের সাথে জড়িত লোকজন হেন কোনো ধরনের কাজ নাই যা তারা করতে পারে না বরং অভিশপ্ত।মাজহাব ও তার ইমামদের ব্যাপারে পবিত্র কোরআনে কোথাও কি কিছু বলা আছে যা ইসলাম ধর্মে দীক্ষিত ও বিশ্বাসী ঈমানদার মুসলিম মোমিন ও উম্মতে মোহাম্মদী মানতে বাধ্য? যাহা কোরআন বহির্ভুত তা কোনো অবস্থাতেই কোনো ইসলাম ধর্মে দীক্ষিত ও বিশ্বাসী ঈমানদার মুসলিম মোমিন ও উম্মতে মোহাম্মদী মানতে বাধ্য নয় বরং অভিশপ্ত ও প্রত্যাখ্যাত যা ইসলামের শত্রু ও দুশমন ইবলিসের ঔরসজাত সন্তান ও বঙশোধর এবং উত্তরাধিকারীরা প্রবর্তন করে ধোঁকা দিয়ে বিপথগামী ও ক্ষতিগ্রস্ত করেছে সেই প্রাচীন কাল থেকেই যা এখনও বিদ্যমান আছে।সময় এসেছে সব ভূল সংশোধন করে প্রকৃত সত্য জেনে সঠিক পথে পরিচালিত জন্য অনুপ্রাণিত করতে হবে তবেই সমস্যার সমাধান হবে ইনসাআললাহ।

    • @mdabdulawal73
      @mdabdulawal73 2 роки тому

      ছোট খাট বক্তৃতা হলো কিন্তু কি বুঝাতে চাইলেন,আমি বুঝতে পারলাম না।মিঃ আলতাফ হোসেন!

    • @mdrabbani6665
      @mdrabbani6665 2 роки тому

      @@mdabdulawal73 উনি শিয়া ।

    • @motuthapa7251
      @motuthapa7251 2 роки тому +1

      উনি খোলাফায়ে রাশেদীন কে অপবাদ দিয়ে ছেন।। উনি শিয়া, মুসলমান নয়। ওনাকে মুসলমান বলা যাবেনা।

  • @mdazadalli2323
    @mdazadalli2323 2 роки тому

    So reasonable intellectual skilful waz welcome dear allah helps you

  • @parvezparu9506
    @parvezparu9506 Рік тому +1

    একমত

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Рік тому

    Thanks for your old lecture

  • @nuralhoda1157
    @nuralhoda1157 Рік тому

    হুজুর ঙগানের সাগর ।এডভোকেট নূরুল হোদা হেদাযেত বগুরা বার সমিতি বাঙলাদেশ ।খুব ঙগানী মানুষ ।

  • @ghulam8380
    @ghulam8380 2 роки тому +1

    You are right.

  • @mohammadhabibullahkhan6089
    @mohammadhabibullahkhan6089 2 роки тому

    সত্যের সন্ধানে চিন্তা ভাবনা গবেষণার বিষয়বস্তু নির্ধারণ
    বিচার বিশ্লেষণ করে সম্ভাব্য সঠিকভাবে সঙ্শ্লেষন ক‍রলে তা যদি সমাজের মানুষ মনেপ্রাণে মেনে নেয় তবে তা সম্ভাব্য সত্য হিসেবে বিবেচিত হয় ।

  • @abaj-hi2yh
    @abaj-hi2yh Рік тому

  • @mnnetfast2866
    @mnnetfast2866 8 місяців тому

    Alhadulha

  • @BahaUddin-p5r
    @BahaUddin-p5r 6 місяців тому +1

    মোজামেলহকবাংলাদেশেরছহিয়আয়ালেম

  • @abutayef5319
    @abutayef5319 2 роки тому +4

    নামাজ ঠিক হয়েছে আসাদুল্লাহ আল গালিব , আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ।

  • @parvejsk3201
    @parvejsk3201 2 роки тому +1

    ALLAH AAPNA KE DIRGHO HAYAT DAAN KORUK ,,, AMRA SADHARON MANUSH ,, AAPNAR DUR-DORSHI GAYAN SOMPONO BOKTOBBE AAMRA DIN O DUNIAR DISHA DEKHTE PAAI,,, ALLAH AAPNA KE HEFAJOT KORUN

  • @sahiduzzamangolder8527
    @sahiduzzamangolder8527 Рік тому

    Excelent

  • @masukorrahmansuman1975
    @masukorrahmansuman1975 2 роки тому +1

    আমাদের মহান নবী মুহাম্মদ সাঃ এর সাথে সবচেয়ে বেশীদিন সাথী হিসেবে ছিলেন আবু বকর রাঃ । স্বাভাবিক ভাবেই নবী সাঃ এর সাথে সবচেয়ে বেশি সালাত আদায় করেছেন আবু বকর রাঃ । স্বভাবতই সালাত সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হওয়ার কথা ছিল আবু বকর রাঃ এর কাছ থেকে। অথচ উনার কাছ থেকে বর্ণিত সালাত সম্পর্কে হাদিস নেই বললেই চলে। এর কারণ কি?

    • @rayhansadia9495
      @rayhansadia9495 Рік тому

      কারন হচ্ছে এই হুজুর ইহুদীদের দালাল শয়তান।

    • @masukorrahmansuman1975
      @masukorrahmansuman1975 Рік тому

      @@rayhansadia9495 উনি ইহুদিদের দালাল এই তথ্য আপনি কোথায় পেলেন ? পৃথিবীতে যে কারো সম্পর্কে কোনো মন্তব্য করার আগে এটা বুঝা দরকার যে ঐ ব্যক্তি সম্পর্কে মন্তব্য করার সক্ষমতা বা যোগ্যতা আমার আছে কিনা অথবা কৃত মন্তব্যের সপক্ষে প্রমাণ আছে কি না । ঢালাও মন্তব্য সর্বাবস্থায় পরিত্যাজ্য। ধন্যবাদ।

  • @NazrulIslam-f3y
    @NazrulIslam-f3y Рік тому

    Right

  • @fazlurrahman7315
    @fazlurrahman7315 2 роки тому +3

    ইমাম নাম কে দিয়েছেন? আল্লাহর কোরআন থাকতে আবু হানিফা বা বোখারী সাহেবের কথার প্রয়োজন কি?

    • @md.abulkhair8244
      @md.abulkhair8244 2 роки тому

      আপনি কোন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহন করেছেন যে শিখতে হলে শিক্ষকের প্রয়োজন সেটাই টের পেলেন না।

    • @AminulIslam-Madina
      @AminulIslam-Madina 2 роки тому

      তোর মত মাতামোডা বলদে কি বুঝবি

  • @mohammedashikbinrashidmia7436
    @mohammedashikbinrashidmia7436 Рік тому +4

    একবার বলেন হাদিস মানা যাবেনা আবার আবু হানিফার হাদিস মানেন কিছু বুজলাম না এরা সবাই কি মতলবে মাঠে নেমেছেন আল্লাহ ভালো জানেন

    • @haqueshab95
      @haqueshab95 Рік тому

      আপনি ওনার বক্তব্য শুনেন নাই। ভালকরে বেশকিছু শুনলে বুঝতেন।

  • @ghani722
    @ghani722 2 роки тому +6

    আগে জন্ম হলেও তিনি তো সব হাদিস জানতেন না

    • @mahannan123
      @mahannan123 2 роки тому

      এটা গাধা মার্কা কথা বলেন কেনো?
      একজনকে সবাই তাকে ইমাম বলছে অথচ হাদীস জানতেন না!!
      তাহলে তিনি ইমাম হবেন কেমনে
      এইসব লা মাজহাবি হচ্ছে সব থেকে বড় অন্ধ মোকাল্লিদ তাদের শাখেক যা বলে সেটাই দলিল মনে করে সব কথা হজম করে😂😂
      একজন ইমাম হতে হলে তাকে হাফেজে কোরআন এবং হাফেজে হাদিস দুটাই হতে হবে
      আর আবু হানিফা রহঃ দুটাই ছিলো।
      তাই না জেনে না বুঝে কথা বলবেন না।

  • @anwarhossain9578
    @anwarhossain9578 4 місяці тому

    প্রথমে ঈমামদের প্রতি সন্মান দেখান, এরপর কৌশলে হাদিস অস্বীকার করার প্রচেষ্টা । চমৎকার প্রস্তুতি নিয়ে ইসলামের ক্ষতিতে লিপ্ত। কোন ইমামের তাফসির তিনি মানেন না, তার তাফসিরের সাথে মিলেগেলে তবেই মানেন। তিনি নিজেকে মহাঞ্গানী মনে করেন।

    • @anwarhossain9578
      @anwarhossain9578 4 місяці тому

      আপনিও কৌশলে ইসলামের ক্ষতি করছেন।

  • @taqbeermedia6350
    @taqbeermedia6350 2 роки тому +3

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর সাহেব আপনাকে আমার একটা পরামর্শ যদি কিছু পয়সা থাকে তাহলে আবু হানিফার জন্মস্থান ইরাকের গিয়ে দেখেন উনি কিভাবে সালাত আদায় করতেন। আর বাংলাদেশের তার নাম দিয়ে কিভাবে সালাত আদায় করে।

    • @mdborhanuddin5126
      @mdborhanuddin5126 2 роки тому

      ঈমাম আবু হানিফার এলাকায় কিভাবে সালাত আদায় করে জানালে ভালো হয়।

  • @romenabegum9603
    @romenabegum9603 4 місяці тому

    হুজুর আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়া বারকাতুহু
    মৃত ব্যাক্তির নামে কোরবানি করা যাবে কি ? হাদীস টি বলুন।

  • @mdhasem9481
    @mdhasem9481 2 роки тому +5

    আপনি বুঝেননা বুজবেনওনা , আল্লাহ ও তার রাসুলকে (সাঃ) বাদ দিয়ে আবুহানিফাকে নিয়ে আছেন

    • @firozfblru8646
      @firozfblru8646 2 роки тому

      হুজুর বোঝেন না, আপনি কি অনেক বুঝেছেন মিঃ? সত্য কথায় গা জ্বলে কেন? সত্যকে সত্য বলে মেনে নিন। বর্তমানে ওনার ধারের কাছে কোন হুজুর তো চোখে পড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করুণ!

    • @nobirhossain2333
      @nobirhossain2333 Рік тому

      বেককল

    • @haqueshab95
      @haqueshab95 Рік тому

      বেটা তুমি যে আল্লাহ ও রাসূলকে নিয়ে আছ সেটার প্রমাণ কি?? সেটার প্রমাণ তোমাদের কাছে ইমাম বুখারী ও মুসলিম ছাড়া আর কিছু না। 😂😂😂😂😂😂😂

  • @jalalikoitor5064
    @jalalikoitor5064 Рік тому

    হুজুর সেই হিসাবেইতো ইমাম মালেক সবার সিনিয়র

  • @md.hafiz-al-asadkhan5772
    @md.hafiz-al-asadkhan5772 2 роки тому +3

    আপনি বলেছেন এক জনের হায়াত অন্য কাউকে দেওয়া যায় না। কিন্তু রুহের জগতে হযরত আদম (আঃ) তার জন্য নির্ধারিত ১০০০ বছর থেকে ৬০ বছর দাউদ (আঃ) কে দান করেছিলেন এটা কি আপনি জানেন না!!! আপনার অনেক বক্তব্য আমার কাছে ভুল মনে হয়। আশাকরি সঠিক তথ্য আমাদের জানাবেন।

    • @Mr.Ceative
      @Mr.Ceative 2 роки тому

      একমাত্র নবী-রাসুল ছাড়া ভুলের উর্ধে কেউ নয়। ভাই আপনি যে বিষয়টি বলছেন, এ বিষয়টি উল্লেখ করে অনেক আগেই হুজুর বক্তব্য দিয়েছেন। হয়তো সে বক্তব্য আপনি শুনেননি। ভাই কারো ভুল ধরতে এসে নিজে ভুল করাটা কিন্তু বোকামী। কাজেই সতর্কতার সাথে কমেন্ট করবেন প্লিজ

  • @mohasinulhaque7185
    @mohasinulhaque7185 Рік тому

    Huzur roza rate parina kaffagra koto Korean dite hobe

  • @rafiqulislam6408
    @rafiqulislam6408 2 роки тому +1

    জনাব সিনিয়র মাওঃ সাহেব আপনি তো দেখছি সিনিয়র পাগল । আবু হানিফা (রহঃ) এর আগে কোন সিনিয়র ছিল না ???

  • @skmdsamadahmod5786
    @skmdsamadahmod5786 2 роки тому

    Hujur ahle hadiser..ak atonko...amin

  • @mdhamza8285
    @mdhamza8285 Рік тому

    Very good .

  • @quamaruzzamanchowdhury286
    @quamaruzzamanchowdhury286 Рік тому

    হুজুর, আসলামুআলাইকুম,
    একটা হাদিস পেলাম, তোমরা মোরগকে গালি দিও না কারণ মোরগ তাহাজ্জুদ নামাজের সময় বাক দেয়।এটা কি? পবিত্র কুরআন শরীফ থেকে আল্লাহর কথা শুনতে হবে, শিখতে হবে। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ কোরআন থেকে শিক্ষা দেয়ার জন্য।

  • @abuahmedazam3922
    @abuahmedazam3922 2 роки тому +3

    If it's so than why 4 mazahab ,and all four Imam hs differences with there
    Theories?

  • @mddohatuhinfakir4813
    @mddohatuhinfakir4813 2 роки тому +1

    মাজহাব মানা কুফরি / সুরা রুম: ৩০-৩১/ আরো আছে

    • @firozfblru8646
      @firozfblru8646 2 роки тому

      হাগল নি কোন? কোরান কোথায় আর মাজহাব কোথায়?

  • @shahriarahmed1948
    @shahriarahmed1948 2 роки тому +5

    এই ৪ ইমাম নিজেদের মধ্যেই মতবিরোধ করেছেন।

    • @hasanuzzamankamal1822
      @hasanuzzamankamal1822 2 роки тому

      মত বিরোধ থাকবেই।

    • @minhajulshaheb6452
      @minhajulshaheb6452 2 роки тому

      মত বিরোধ তো রাসুল (সা) ও সাহাবায়ে কেরাম (রা) এর মাঝেও ছিল। এমনকি আহলে হাদীস শায়েখের মধ্যেও হাজার টা মতবিরোধ। বিন বায, আলবানি এর মধ্যে ও মতবিরোধ। এমনকি বাপ বেটার মধ্যেও মত বিরোধ। কোথায় মত বিরোধ নেই???

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm 2 роки тому

    Assalamoalikum wa

  • @yanurtalukdear4464
    @yanurtalukdear4464 2 роки тому +3

    আপনার আলোচনা কুরআন ভিত্তিক।খুব ভালোলাগে কিন্তু মাঝে মধ্যে আপনি ও কিছু কিছু বিষয় বিভিন্ন উদাহরণ ও কিতাবের বাহিরের কথা বলে সমাধান টানেন। কিন্তু সেইসব বিষয়ের সমাধান আল্লাহ কিতাবে দিয়েছেন কিন্তু চলতি কাজের সাথে মিলে না,তাই আমরা কিতাবের সমাধান মানি না। রেগেজাই।

    • @mozammelandfriends1868
      @mozammelandfriends1868 2 роки тому

      আপনি আবার একটু বেশি বুঝে নিলেন মনে হয় । আরে ভাই ভালো ইসলামী লেখকরাই তো কিতাব লিখেছেন, সব কিতাবকে বা সবার কিতাব ই খারাপ এই কথা আবার কোথায় পেলেন ? তবে আলোচনা যে শোনছেন, এভাবেই একদিন ভালোটি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইলো।

  • @alfazali3571
    @alfazali3571 Рік тому

    হুজুর,
    রাসূলুল্লাহ (স) কয় রাকাত তারাবী নামাজ পড়েছেন? মা আয়েশা ক কোন নামাজের কথা জিজ্ঞাসা করা হয়েছিলো? গের রমজান মাসের রাত্রিকালীন ( তাহাজ্জত ) নামাজের কথা না রমজান মাসের রাত্রিকালীন নামাজের ( তারাবি) কথা? সহি হাদিস মর্মে তারাবি নামাজ কয় রাকাত?

  • @millions1957
    @millions1957 4 місяці тому

    হুজুর, সম্প্রতি জার্মানিতে যান্ত্রিক গর্ভাশয়ে মানব সৃষ্টি তৈরী হচ্ছে, এটাকে ধর্মীয় দৃষ্টিকোন থেকে কিভাবে ব্যাখ্যা করবেন?

  • @julumiah
    @julumiah 2 роки тому +3

    Advertising bondho korun , Haram kamai bondho korun !

  • @shahali5571
    @shahali5571 2 роки тому

    হজুর আললাহ আপনাকে হেদায়েত দান করুন।আপনি হাদিস অসিকার কারি হতে জাচছেন না তো ?

  • @aklimaakter7242
    @aklimaakter7242 18 днів тому

    ইমাম আবু হানিফার লিখিত কিতাবের নাম কি?

  • @Sonamoni1786
    @Sonamoni1786 2 роки тому +1

    ওই জায়গায় গন্ডগোল আবুবক্কার রাঃ সিনিয়র না আবু হানিফা সিনিয়ার সিনিয়রকে ফলো করবো? না কোরআনকে ফলো করবো

  • @mdmosharofhossain7082
    @mdmosharofhossain7082 2 роки тому

    হুজুরের কুরআনের আয়াত থেকে
    যা বলেছেন তার বেশিরভাগ ভালো
    হয়েছে। কিন্তু ওহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে কোন সুরার কত
    নম্বর আয়াতে?

  • @md.saadathossain303
    @md.saadathossain303 2 місяці тому

    Hujur sobai bole heaven jawar por Allah ke dekha jabe but hasorer din bicharer time e ki allah ke amra dekhte pabona

  • @abdurrauf677
    @abdurrauf677 2 роки тому +3

    তো শয়তান সবার সিনিয়র যে---

  • @masudCumilla
    @masudCumilla 7 місяців тому

    আমি কোরআন পড়ে বুঝলাম আল্লাহ প্রত্যেকটা রাসুল কে তার নিজের ভাষায় পাঠিয়েছেন সূরা ইব্রাহিমের 4 নাম্বারআয়াত কোরআন যে বুঝে পড়তে হবে বর্তমান সময়ের আলেমরা আরবিতে প্রাধান্য দিচ্ছে বেশি

  • @azizulhaquebd6284
    @azizulhaquebd6284 6 місяців тому

    ইমাম মালেক (র) এর " মুয়াত্বা মালেক হাদিসের ব্যাপারে কিছু বলেন

  • @guestaz1239
    @guestaz1239 2 роки тому +1

    Because Huzur people never allow Abu Hanifa(r) was the student of Imam Jafor(a). Before Imam Jafor (a) many Imam was exist up to Prophet(s). And after Prophet(s), Hazrat Imam Ali(a) was the first declared Imam by Prophet(s). Then H.Imam Hassan(a) 2nd, Hazrat Imam Hossain(a) 3rd, H.Jainal Abedin(a)4th, Hazrat Baker(a)5th, Hazrat Jafor Sadek(a)6th, In this way 12th Imam is H.Imam Mehdi(a). But we Muslim people mix all Imam same like Imam Abu Hanifa(r) to Imam of Fakirapool Mosque. Now we r arguing why too much Controversy our religion. Now internet era all true will come out who r the real Islam. You said we should study and investigate. Yes we should do this . But still many of topics your and M.Walliullah Qadri's discussion and analysis is complete different. His evidence also from Imam Bukhari/Hanafi etc..... So u all Sunni Alem make the main problem to explain right and conclude Tafsir/meaning/hadis. Please don't take the discussion other ways. On the other hand Shia Madhab Maolana Sabir Reza/Maolana M. Ali Murtaza their same topics/logic/story of Islam is more acceptable and true according to the Quran and Hadith and Historical event also in goggle/other sources. Our Bangladeshi most Maolanas r lair. Only u and M. Kafiluddin's waz/lecture more acceptable then other vondos. This is why we have problem among us.

  • @saydurrahaman7980
    @saydurrahaman7980 Рік тому

    হুজুরের কাছে জানতে চাই, মা হাওয়াকে আদমের বাম পাশের পাঁজরের হার থেকে তৈরি, এর কুরআনের প্রমাণ আছে কি না?

  • @AkbarAli-ne7nn
    @AkbarAli-ne7nn Рік тому

    NABIPAKER SOMOYE MAZHAB CHILO? 4 MAZHABER 4 RAKOM MATOBAD KENO? JOY HIND.

  • @NasimaSafaz-rj6yj
    @NasimaSafaz-rj6yj 2 місяці тому

    হুজুর আপনার নিকট প্রশ্ন
    ইমাম আবু হানিফা(রহি:) নামাজে রাফউল ইয়াদায়েন করছে?না রাফউল ইয়াদায়েন করে নাই এর প্রমাণ কই?

  • @TruthTelling-w7s
    @TruthTelling-w7s 5 місяців тому

    Read QURAN sura6 ayath159.sura 16 ayath123

  • @taqbeermedia6350
    @taqbeermedia6350 2 роки тому +1

    হুজুর সাহেব আপনার কোথায়, বয়স বেশি হলে যদি তাদের কথা মানতে হয় তাহলে কি আমরা ও আবু জেহেল,উতবা, সায়বা, এদের কথা মেনে চলবো? উনারা আবু হানিফার চেয়েও অনেক সিনিয়র ছিলেন।

    • @minhajulshaheb6452
      @minhajulshaheb6452 2 роки тому

      ছাগল কোথাকার, আবু লাহাব, উতবা শায়বা, এরা কি মুসলমান ছিল??? কোয়ালিটি হীন মূর্খ

    • @anarulhoquesafui5280
      @anarulhoquesafui5280 2 роки тому +3

      হ্যাঁ, আপনি মনে হয় নিজেই তাই। আপনি ওদের মেনে চলুন। আপনার ইচ্ছা মত চলুন। সঠিক জায়গায় পৌঁছাতে বেশি দেরি হবে না।

    • @firozfblru8646
      @firozfblru8646 2 роки тому

      সত্য কথায় গা জ্বলে বুঝি? আপনার দর্শন নিয়ে আপনি চলুন কিন্ত বাজে কথা লিখেন কেন?

  • @abulhashem2494
    @abulhashem2494 2 роки тому

    Provaganda mowlana Dhar Jahal soytan DaharJhal EbLísh soytan Allah blessed MUSLIM WORLD

  • @abdulmatin8703
    @abdulmatin8703 2 роки тому +1

    Kesaer majhab?alem somaj ke Allah er nekot jobab dehe korte hobe,kenona aponar quoraner aloke kotha bolun,aponara ak ak jon ak ak potua dea manush ke bibrante korben na,pleese.dr a q m mahabub ullah,jeshore er mote,on the way to quoran and Kaaba channel er,quoran e ke bolsen tar somadan deben,thank you for all,